এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.97.126.153 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৯72334
  • বেরিয়ে এলে লিগ্যালি কমব্যাট করা যায় এই আর কি।
  • anirban | 172.238.29.100 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৯72333
  • হ্যা, সেই ক্যাকটাসের একটা পুরোনো গান ছিল - "সারিড্ন জেলুসিল - বুকে বড় কষ্ট, চেপে রাখা সেক্ষে চরিত্র নষ্ট"
  • dc | 11.39.60.41 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৯72309
  • এই যাদবপুরের ছাত্রগুলো একটু ক্যাল খেলে মোটের ওপর আমার ভালোই লাগে। আর মাঝে মাঝেই দেখি ক্যাল খায়ও :p যাদবপুরে পড়তে পারলেই হলো, এমন বড়াই ভাব করবে, বাপরে! আর চতুর্দিকে যতো মাসিপিসি আছে ডেকে ডেকে শোনাবে, ওই দেখ, আমাদের পাড়ার সমু, ও তো যাদবপুরে পড়ছে! আর বাড়ি ফিরলেই শুনতে হতো, জয়েন্ট আর আইআইটিতে তো তো ধ্যাড়ালে, জীবনে কি করবে?

    নে ব্যাটারা বোঝ এখন, প্রতি কিলো ধানে ক' কিলো ভাত বেরোয় :p
  • ঈশান | 202.43.65.245 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০১72335
  • না না এগুলো তেড়ে শেয়ার করুন। তাতেই হবে। :-)
  • dc | 11.39.60.41 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০৩72310
  • অবশ্য তার মানে এই না যে পুলিশের অ্যাকশান সাপোর্ট করছি। তবে এইসব প্রোটেস্ট মিছিলে যদি হাঁটতাম তো খুব গন্ভীর মুখ করে থাকলেও, আর মাঝে মাঝে মাথা নেড়ে না না একেবারেই অনুচিত কাজ বললেও, ভেতরে ভেতরে খুব মুচকি হাসতাম আর বলতাম, তেড়ে মেড়ে ডান্ডা করে দিলো ঠান্ডা :p
  • সিকি | 135.19.34.86 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৩72311
  • ওদিকে বিশ্বভারতীর নিগৃহীতা মেয়েটি যে শেষমেশ ইউনি ছেড়ে চলেই গেল, কোনও মিছিল বেরোল না, কোনও বুজী শ্বেতপত্র দিলেন্না, হায়, ওখানে সুরজিৎ কর পুরকায়স্থও নেই, ফেটসুও নেই।
  • lcm | 118.91.116.131 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪২72312
  • যাদবপুরের ছাত্রেরা প্রটেস্টের সময় পুলিশ পিটিয়েছিল --- নভেম্বর ২০০৫ ---

    Friday, November 11, 2005
    ... Arrest warrants issued on Tuesday night against nine students for assaulting policemen on June 10 had sparked the agitation.
    ...
    The chief judicial magistrate of Alipore court had declared the students 'absconders' and ordered Jadavpur police to arrest and produce them in court. They had not obtained bail after being charged under the Criminal Procedure Court.
    ....
    Eight of the students appeared before the court on Thursday and were granted bail. The ninth student is employed outside the state. The students said they have been asked to appear before the court again on December 16.
    ....
    Fetsu leader Amit Chakraborty stated: 'It was the university officials who had called in the police on June 10 to break the fast-unto-death by some students in front of the gate. Now it is the responsibility of the authorities to ensure that police withdraw the case.'

    The registrar, however, dismissed the allegation that the authorities had called in police to the campus that night.

    The students were forced to call off the strike after the incident. The South 24-Parganas police had subsequently filed a case in Alipore court, alleging that the students had beaten them when they attempted to 'peacefully' shift the agitators whose condition had deteriorated, to a nearby hospital, in an ambulance....
  • - | 109.133.152.163 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫২72313
  • অ্যাকচুয়ালি সিকির ১০টা তিন ভালো অব্সার্ভেশন। শুধু সেশ লাইনে অর্ডারটা উল্টো হবে। ফেটসু নেই, তাই সুরজিৎ পুরকায়স্থও নেই ঃ-)
  • aranya | 78.38.243.218 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৭72314
  • ৯/১১-য় টুইন টাওয়ার অ্যাটাকের পর আমার এক বাল্যবন্ধু বলেছিল - দেখ, আমরা কিন্তু খুব খুশী হয়েছি। আম্রিগা সব জায়গায় দাদাগিরি করে, বেশ হয়েছে এখন বাঁশ খেয়েছে।

    dc-র ৯:২৯-এর পোস্ট-টা দেখে মনে পড়ল
  • lcm | 118.91.116.131 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১২72315
  • হ্যাঁ, ডিসি-র পোস্টটা একটু ছেলেমানুষি।
    এখানে যাদবপুরের ছেলেমেয়েরা মেধাবী কত, বা তাই নিয়ে তাদের বাবামায়েরা রেলা নেয় কি না সেটা অপ্রাসঙ্গিক।
  • d | 144.159.168.72 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১৪72316
  • ওরে ওরে সেই ৯/১১ র পরে আর এস সফটওয়্যারে আমাদের প্রোজেক্ট ম্যানেজার এই ৯/১১টা কিরকম সাকসেসফুল প্রোজেক্ট ম্যানেজমেন্টের উদা সেই নিয়ে মস্ত লেকচার ঝেড়েছিল। ল্যাদোশের কথা শুনে মনে পড়ল।
  • শুভ্রদীপ | 160.129.64.245 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২২72317
  • আশা করি ফেসবুকের কল্যাণে আগ্রহী-অনাগ্রহী সক্কলেই জেনে গেছেন যে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর দুটোর সময় নন্দন চত্ত্বর থেকে এক মহা মিছিলের আহ্বান করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মিলিত ছাত্রী-ছাত্রদের পক্ষ থেকে। সকল প্রাক্তনী এবং যাদবপুরের এই আন্দোলনকে নৈতিক সমর্থনে যে সমস্ত সাধারণ মানুষ এগিয়ে আসতে চান, তাঁদের সবার কাছে অনুরোধ - আপনারা শনিবার দুপুর দুটোর মধ্যে চলে আসুন, এবং নন্দন থেকে রাজভবনের এই মহামিছিলে আন্দোলনরত ছাত্রী-ছাত্রদের সাথে পা মেলান।
  • Reshmi | 129.226.173.2 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৩72318
  • dc, 'যাদবপুরের ছাত্রগুলো একটু ক্যাল খেলে " আপনার ভালো লাগে শুধুমাত্র তারা যাদব্পুরের ছাত্র বলেই? এত সরলরৈখিক সিদ্ধান্ত কি করে নিয়ে নিলেন যে যারা মার খেয়েছে সবাইই যাদবপুরে পড়তে পেরেছে বলে "বড়াই ভাব" করে?
    গুরুতে বিভিন্ন থ্রেডে আপনার অনেক মতামতই বেশ যুক্তিপূর্ণ লাগে, তাই আপনার এই পোস্টটা পড়ে একটু হোঁচট খেলাম আর কি।
    আর যদিও এমন কিছু প্রাসঙ্গিক নয়, যাদব্পুর নিয়ে এখনো অতটা গর্ব করার জায়্গাও বোধহয় নেই। সেদিনই কোন এক লিস্টিতে দেখলাম, দেশের ইঞ্জিনীয়ারিং কলেজগুলোর মধ্যে যাদব্পুরের স্থান এখন ১১ নম্বরে, আন্না ইউনিভার্সিটির নীচে!
  • lcm | 118.91.116.131 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৬72319
  • অ্যাকচুয়ালি, এই জায়গাটা নিয়ে ধন্দ আছে।
    কয়েকটা স্টুডেন্ট প্রটেস্ট হলে বিশ্ববিদ্যালয়ের মান নেমে যায় না। স্টুডেন্ট প্রটেস্টগুলো স্ট্র্যাটেজিক না হলে, আন্দোলনটা মাঠে মারা যায়।
  • Pi | 37.62.225.237 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৪১72336
  • শেয়ারই করেছিলাম।তাতে মন্তব্য এসেছিল, এদের চুদবো না তো কাদের চুদবো।

    আর এই পোস্টারগুলোর তলার মন্তব্যকারীদের নিয়ে কী করা যায়? বাঁধিয়ে রাখা ?ভাটে কিচু নমুনা পেশ করেছিলাম।
  • sm | 233.223.159.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫২72320
  • dc , পোস্টটায় এক কোথায় বেশ হীনমন্যতার পরিচয় পাওয়া গেল। আপনি হয়ত যাদবপুর বা আই আই টি তে পড়তে পারেন নি ; মাসি পিসি রা বিস্তর আওআজ দিয়েছে; তাতে যদুপুরের ছাত্ররা কি দোষ করলো যে এতদিন পরে তারা ক্যাল খেলে আপনার আনন্দ হচ্ছে? আত্মবিশ্বাস এর অভাব থাকলে এটা হয়। আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করুন না কেন, সেটা কম গুরুত্বপূর্ণ নয় , এটা ভাবলেই, এই দ্বেষভাব থেকে বেরিয়ে আসতে পারবেন।
  • dc | 11.39.60.41 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫৫72321
  • lcm, Reshmi, aranya, একটু মজা করেই পোস্ট দুটো করেছি ঃ) বুঝতেই পারছেন, আঙ্গুর ফল টকের ব্যপার। আর ছাত্র আন্দোলন নিয়ে কোন আপত্তিই নেই, আমার কলেজেই তো রাতদিন ক্যালাকেলি লেগে থাকত। ওই আরকি, যাদবপুরের উদাহরন শুনে আর হিংসে করে বড়ো হয়েছি তো, তাই একটু ঝাল মেটালাম।
  • ঈশান | 214.54.36.245 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫৯72337
  • মাক্কালী হেবি হাসলাম। মন্তব্য টা পড়ে। :-)
  • upodesh | 117.77.75.47 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০১72322
  • name: lcm mail: country:

    IP Address : 118.91.116.131 (*)Date:19 Sep 2014 -- 10:52 AM

    ঠিক।
    কিন্তু মনে রাখতে হবে, আল্টিমেট লস কিন্তু ছাত্রছাত্রীদের হবে। ভিসির এই চাগ্রি গেলেও, রাজনৈতিক দাদারা তাকে অন্য চাগ্রি দেবে, তিনি মাস গেলে অন্তত ৫০০০০ তুলবেন, ভালো কোয়ালিটির চা খাবেন, কেবল টিভি দেখবেন।
    কিন্তু যারা আজ মার খেলো বা হাজতে গেল, তাদের তাতে কিস্যু হবে না।
    সবচেয়ে বড় কথা, ঐ যে মেয়েটির কেস, য নিয়ে হৈ চৈ সেটি একদম পার্মানেন্ট ধামার তলায় চাপা।

    হাতে থাকবে পেনসিল...

    এর মানে এই নয় প্রতিবাদ বন্ধ করতে হবে তা কখনই নয়। কারণ, সাচ্চা প্রতিবাদ ছাত্ররাই করতে পারে। কিন্তু, ট্যাক্টফুল হতেই হবে । ইমোশনের সাথে স্ট্র্যাটেজি মেশাতে হবেই, নইলে হাতে থাকবে পেন্সিল।
  • dc | 11.39.60.41 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৪72323
  • sm, ঠিক ধরেছেন ঃ)
  • ranjan roy | 132.176.170.144 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫৯72338
  • একটু ঘেঁটে গেলাম।
    কোথাও একপেশে চিত্র পাচ্ছি এমন না তো?
    মানে রাত্রের পুলিশ-গুন্ডা আক্রমণের কথা বলছি না।
    বলছি নিগৃহীতা মেয়েটির ইস্যু নিয়ে আন্দোলন পথভ্রষ্ট হল না তো?
    আসলে আজ ফোকাস চ্যানেলে অধ্যাপক নন্দিনী মুখার্জির কথা শুনছিলাম। ওঁর প্রতি বিশেষ শ্রদ্ধা আছে।ব্যালান্স্ড এবং তথ্যভিত্তিক কথা বলেন বলে আমার বিশ্বাস।
    কোথাও কি এনকোয়ারির জন্যে কমিটি ভেঙে দেওয়ার দাবির জায়গায়--?
  • sm | 233.223.159.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:১২72324
  • হে, হে dc , আর ওভারস্মার্ট হয়ে লাভ নেই। একটু ছড়িয়ে ফেলেছেন , সবাই মিলে চেটে দিয়েছে।
    লজ্জা পেয়েন না। লিখতে থাকুন।
  • dc | 11.39.61.77 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪০72325
  • এই দেখো আমি আবার কখন লজ্জা পেলাম sm! আমি লিখতে, নানা ছড়াতে থাকি, আপনি চ্যাটচেটে করে চাটতে থাকুন। একেবারে মাখন কেস ঃ)
  • sm | 233.223.159.253 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৬72326
  • খিক খিক ।
  • pi | 24.139.221.129 (*) | ১৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:০৭72327
  • নিগ্রহ নিয়ে অভিযোগ প্রবীর বিশ্বাস নামক এই ব্যক্তির বিরুদ্ধে করা যায়না ? অতি যত্ন সহকারে এই পোস্টারগুলি বানিয়ে শেয়ার করেছেন। অবশ্য এগুলোতে লাইক আর শেয়ারের সংখ্যা আর একই সুরের মন্তব্যের বাহার দেখলে মনে হয় অভিযোগ করতে হলে গাঁ উজাড় হয়ে যাবে !!







  • d | 24.99.180.118 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:০৩72360
  • সাইট হ্যাক ! ও: ! চরম বাওয়াল ।
  • | 24.97.237.140 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৮72361
  • আবার কে একটা আমার্নিক ব্যবহার করে গেছে। কি আপদ!
  • s | 182.0.249.87 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:১১72341
  • মেয়েটির বয়ান।
    http://tinyurl.com/p9ku6s4

    নিজের মেয়ের প্রসঙ্গেও এ দিন মুখ খুলেছেন ওই বাবা। দৃঢ় ভাবে তিনি বলেছেন, “আমার মেয়ে অন্যায় করেনি। এই ঘটনায় ওর কোনও দায় নেই। বরং বুদ্ধি খাটিয়ে ও প্রাণে বাঁচার চেষ্টা করেছে!” কী হয়েছিল, ছাত্রীটির সঙ্গে? তা-ও এ দিন সবিস্তার সংবাদমাধ্যমের সামনে বলেছেন ওই পিতা। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় যাদবপুরে কলা বিভাগের ফেস্ট-এর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তাঁর বয়ান অনুযায়ী, সাড়ে সাতটা নাগাদ ফেস্টের অনুষ্ঠান শুনতে ওপেন এয়ার থিয়েটারে একাই যাচ্ছিলেন তাঁর মেয়ে। তাঁর টয়লেটে যাওয়ার দরকার ছিল। কিন্তু তখন কলা বিভাগের ভবনগুলি বন্ধ দেখে কাছে একটি ঝোপঝাড়ের আড়ালে যান মেয়েটি। তিনি বেরিয়ে আসার সময়ে দেখা হয় এক পরিচিত যুবকের সঙ্গে, তিনি সে-দিনই বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারক ছিলেন। ওই দু’জনে কথা বলার সময়েই চড়াও হয় আরও কয়েক জন যুবক। তাঁদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিউ পিজি হস্টেলের বাসিন্দা। ‘দু’জনে ওখানে কী করছিস’ বলে শুরু হয় সম্ভাষণ। মারতে মারতে মেয়েটিকে হস্টেলে নিয়ে যাওয়া হয়। বাবার কথায়, “ধর্ষণটুকুই ওরা করতে বাকি রেখেছে। হস্টেলের ঘরে দরজা বন্ধ করে মদ্যপ অবস্থায় অভব্যতা, মারধর সব করেছে। মেয়ের গায়ে মদ ঢেলে দিয়েছে। বুকে-পিঠে লাথি মেরেছে। ও ছিটকিনি খুলতে গেলে আঙুলগুলো মুচড়ে দিয়েছে বারবার!”

    ওই অবস্থা থেকে কী ভাবে মুক্তি পেলেন ছাত্রীটি? তাঁর বাবার কথায়, “ও কোনও মতে এক পরিচিতকে ফোন করে! তিনি বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী, তখন ক্যাম্পাসে ছিলেন। মেয়ে বেশি ক্ষণ কথা বলতে না পারলেও লাইনটা কাটতে কিছুটা দেরি হয়। ওই যুবক তখন চিৎকার, চেঁচামেচি শোনেন। কোথায় ঘটনাটি ঘটছে বুঝতে পেরে চলেও আসেন।” বাবার দাবি, পরিচিত যুবকটি তাঁর মেয়েকে ছুটে বেরিয়ে আসতে দেখেন। হস্টেলের সুপারও তাঁর মেয়ে ও অন্য ছেলেগুলিকে ওই সময়ে দেখতে পান।

    মেয়েটি আদৌ ছেলেদের হোস্টেলের টয়লেটে যায় নি। গেলেও সেটা কোন ব্যপার হওয়া উচিৎ না, কিন্তু যায় নি। সুপার সাক্ষী আছেন। তাহলে তদন্তে দেরী হচ্ছে কেন?
    আবাপর রিপোর্ট অনুযায়ী উপাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন মেয়েটির বাবা তা সত্যি হলে, উপাচার্যের প্রভূত খিস্তি প্রাপ্য।
    তবে একটা খটকা থেকেই যাচ্ছে। মেয়েটি TMC করে, যারা ICCর সদস্য মেয়েটিকে 'জেরার নামে উত্যক্ত' করেছিলেন তাদের মধ্যে একজন তিনো মন্ত্রীর মেয়ে। এই অভিযোগেই তো এনার অপসারন চাওয়া হচ্ছে কমিটি থেকে। এই হিসাব্টাই মিলছে না। নিজের দলের মেয়েকে খামকা উত্যক্ত করবেন কেন। তবে কি যারা জেরা করেছিল তারা অন্য লোক?
    কমিটি থেকে মন্ত্রীর মেয়ের অপসারণের দাবী আসলে কি উদ্দেশ্যে?
  • Pi | 116.218.226.91 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৫72342
  • আমি কোথাও পড়েছিলাম তিনোদের গোষ্ঠীদ্বন্দ্বের গল্প আছে।ঠিক ভুল জানিনা।
  • | 24.97.177.48 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৫72343
  • দলের মধ্যের অন্তর্কলহ।

    আর মেয়েটিকে প্রভুত বজে প্রশ্ন করেছিল তদন্ত কমিটির লোকজন। কাজেই ঠিক্ঠাক তদন্ত ঠিক লোককে দিয়ে হওয়া অবশ্য প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন