এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • he he | 132.177.168.203 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১২72344
  • ২ টো প্রশ্ন আছে। ছেলেগুলো মেয়েটাকে নিয়ে গেলো কিন্তু সঙ্গের ছেলেটার কি হোলো? এসব ক্ষেত্রে তো ঐ ছেলেটার বেশি মার খাবার কথা। আর মেয়েটিকে নিয়ে গেলো কিন্তু ছেলেটি রেস্কিউ করার জন্নো কাউকে ডাকলো না? ইউনি র বাইরে কোনো সুলভ কম্প্লেক্ষ এও তো জাওয়া জেতো?
  • lcm | 118.91.116.131 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৩72345
  • ভিসির ইন্টারভিউ -
  • ঈশান | 183.17.193.253 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১৮72346
  • ছেলেটিকেও নিয়ে গিয়ে মারা হয়েছিল, এমনই অভিযোগ। আমি যদ্দুর জানি ।
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৩72362
  • @ranjan roy

    :)
  • s | 182.0.249.87 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩৮72347
  • উঁহু। গোষ্ঠীদন্দ্বটা ঠিক মিলছে না। কটা তিনো আছে যদুতে যে গোষ্ঠীদন্দ্ব হবে?
    আর যে ছেলেগুলো করেছে তাদের সুপার দেখেছেন। প্রধান সাক্ষী। প্লাস যে পরিচিত যুবককে ডাকা হয়েছিল সেও সেখানে ছিল। সেও দেখেছে নিশ্চয়ই। কলেজ ক্যাম্পাসে এত বড় ঘটনা ঘটে গেল, কোনো সাক্ষী না থাকলেও খবর ছাত্রদের কাছে ঠিক পৌঁছে যায়। আর এক্ষেত্রে তো সাক্ষীও আছে। ছাত্ররা, বিশেষত ইউনিয়ন সেই ছেলেগুলোর নাম জানে না? বিশ্বাস করতে হবে?
    আবাপ / এবেলা লোকের হাঁড়ির খবর বার করে ছাপছে তারা জানতে পারেনি অভিযুক্তদের নাম?
    আভিযুক্তদের নামগুলো কেন সামনে আসছে না। কেউ/ কারা তাদের আড়াল করছে?
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫১72348
  • অভিযুক্তদের নাম কেন সামনে আসবে? তারা এখনও ওই - অভিযুক্ত। বেসিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী তো নাম আসা উচিত নয়, তার ওপর এই পলিটিকাল ক্লাইমেট!
  • ঈশান | 183.17.193.253 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৪72349
  • একদম। এইটাও একদমই ঠিক হয়েছে। অভিযুক্তরা তো অভিযুক্তই। মিডিয়া ট্রায়াল না হয়ে একদম ঠিক হয়েছে।
  • Pi | 116.218.226.91 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৬72350
  • নামগুলো না আনা ম্যাচিওরিটির লক্ষণ। সমর্থন করি।
  • He He | 132.177.168.203 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৩72351
  • মিডিআ ট্রয়াল নয় কেনো? আবাপ তো কোনো কিছু হোলেই দিনের পর দিন অভিয়ুত্ত দের মিডিআ তে দেখিয়ে নিজেরাই তার প্রায় বিচার শুরু কোরে দেয়। কাম্দুনি,মধ্যমগ্রাম সব ক্ষেত্রেই। এখানে চুপ কেনো? এটাও তো শ্লিলতাহানির ঘটনা। কেনো এটা ডিমান্ড হবে না, ওবিলম্বে দোষী দের গ্রেপ্তার কোর হোক? কেনো ছাত্র রা ইউনি র তদন্ত কোমিটির তে কে থাকবে কে থাকবে না এর জোন্নো গেরাও না কোরে থানা ঘেরাও কোর্বে না, এটা তো পুলিস কেস অফ্টার অল।
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৩৯72352
  • পুলিশের কেসে কি ছাত্ররা বলেছে কে তদন্তকারী পুলিশ হবে? বলেনি। বলেছে বিশ্ববিদ্যাঅলয়ের তদন্ত সম্বন্ধে। এটা যদি ক্রিমিনাল কেস ধরি, তাহলে সেখানে ইউনিভার্সিটির তদন্ত কমিটির কোন লোকাই স্ট্যান্ডাই নেই।

    ইউনিভার্সিটির যেটা আছে সেটা হল ডিসিপ্লিনারি ইন্ভেস্টিগেশন করার ক্ষমতা। সেটা ইউনিভার্সিটির আভ্যন্তরীণ ব্যাপার। সেখানে শিক্ষক, ছাত্র ও কর্মী সবারই বক্তব্য থাকবে।
  • he he | 132.177.168.203 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৪৪72353
  • যদি ছেলে গুলোর সাজা হয় তাহলে ইউনি কি অ্যাকশন নিল না কি করলো তাতে কি এসে gelo। ল তো সবার upore।
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫০72354
  • ক্রিমিনাল কেসে সাজা পেলে তো হয়েই গেল। ওটা নিয়ে কেউ কিছু বলছে না।

    ক্রিমিনাল কেসে সাজা না পেলেও ইউনি ছেলেগুলোকে শাস্তি দিতে পারে। সেটাই আটকানোর চেষ্টা হচ্চে, কারণ অনেকে ভাবছে সেখানে পলিটিকাল ভিন্ডিকেশন থাকতে পারে।

    এই আমি মোদ্দা বুঝেছি।
  • anirban | 172.238.29.100 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৪:৫২72363
  • খুব ভালো বলেছেন রঞ্জনদা।
  • pi | 37.62.191.202 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৮72364
  • রঞ্জনদা, ঃ))

    a, ও, ঐ পোস্টারটা গণ্ডগোলের আগের এদিকে গণ্ডগোলের আগেই আন্দোলন শুরু হয়েছে অথচ বলছেন পোস্টারটা আন্দোলনের ইস্যু ছিল না বা নয় । খুবই গণ্ডগোলের ব্যাপার আর কী ঃ)

    যাই হোক, আজ ইস্যুগুলো শুনে নিয়েছেন তো ? নিরপেক্ষ তদন্তের দাবি আশা করি শুনতে পেয়েছেন, যদি না অবশ্য ভিসির মত .. ঃ)
  • পরাগ | 113.232.233.144 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০১72365
  • দিল্লীতে আজকের প্রোগ্রাম ফাটাফাটি হয়েছে! ৩০০ এর ওপর লোক, জেএনইউ এর থেকে বাস বেরুলোর পর আটকে দেওয়া, বঙ্গ ভবনের সামনে স্লোগান আর তারপর মিছিল, যন্তর-মন্তর এর গিয়ে পুলিশের সাথে খানিক ধস্তাধস্তির পরে অবশেষে সভা, গান, স্লোগান। পরের প্রোগ্রাম ২৫ তারিখ দিল্লীতে। ফেসবুকের ইভেন্ট 'Campaign in solidarity with the students of Jadavpur University: Delhi Chapter'

    দেশের ও বাইরের সবজায়গার একই দিনে প্রতিবাদ জানানোর দিন করা নিয়ে যে কথা চলছিল, সেটা ২৫ তারিখ (ইপ্সিতাদি, সোমনাথদা ও অন্যান্যদের সাথে কথাবার্তার ভিত্তিতে) ফাইনাল হয়েছে। কোথায় কি হচ্ছে/হতে পারে ২৫ তারিখ সকলে জানাও।
  • a | 113.15.250.10 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৫72366
  • দেখুন, আপনি গুলিয়ে দিতে চাইচেন, সর্বদাই যেমন চানঃ আমি বলছি পুরো বাওয়াল হয়েছে ঐ ছেলেগুলোকে শিল্ড করার জন্যে, ঐ নিরপেক্ষ তদন্তের দাবি আই-ওয়াশ। খুব সিধে কথা। একটা তদন্ত কমিটি চলছে, সেটিকে সম্পূর্ণ ভাবে ডিরেল করা হল দায়িত্ব নিয়ে। যদি কমিটির সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে সেটাকে কাউন্টার করার অনেক রাস্তা ছিল।
    সবথেকে বড় কথা ২৮ সে অগাস্ট থেকে ২সরা সেপ্ট এই আন্দোলন কোথায় ছিল? পুলিশের কাছে অভিযোগ জমা পড়া মত্রই কেন আন্দোলনের সূচনা হয়?
  • pi | 37.62.191.202 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩৯72367
  • যাক, ভাগ্যিস এত্তগুলো লোকের গুলিয়ে গেল !! ঃ))
    #হোক্কলরব ঃ)
  • a | 113.15.250.10 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৩72356
  • এইটা, আমার নিজের মতে, সম্ভবত সবচেয়ে লাইকলি কারণ এই আন্দোলনের, কোন না কোন ভাবে ঐ নোংরা ছেলেগুলোকে প্রোটেকশন দেওয়া। তার উপর আবার হোস্টেলে্র ছেলে, পুরো সলিড ভোটব্যাংক।

    পাইএর 18 September 2014 20:28:14 IST 24.139.221.129 (*) # এর পোস্টটা কিস্যু প্রমাণ করে না, কারণ ঐ পোস্টারগুলো গন্ডগোলের আগের। লোকজনের বক্তব্য গন্ডগোলের পর থেকে পুরো আন্দোলনের অভিমুখ খুব পরিকল্পিতভাবে পাল্টে গেছে। যারা মনে করছেন ঐ ছেলেগুলির নাম মিডিয়াতে আনা অনুচিত, তারা ভুলে যাচ্ছেন যে সেটা না করার ফলে এই আন্দোলন বায়াস্ড বলে মনে হচ্ছে।
  • Rana | 127.194.197.27 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৬72357
  • ফেবু তে দেখ্লাম ভিসির ডেস্কের নীচে লেখা,

    "I am sorry"


    এই মাত্র সাইটে গিয়ে দেখ্লাম, ভিসির বাক্স সেক্শনটাই হাপিস।

    হচ্ছেটা কি? তবে কি ভিসি গন?
  • Ekak | 24.96.10.16 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১০:২২72358
  • সাইট টা হ্যাক হয়েছে বলে শোনা যাচ্ছে ।
  • pi | 192.66.30.196 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩১72369
  • এটা একটু মন দিয়ে পড়ুন। আশা করি অনেকে অনেক উত্তর পাবেন। অবশ্য কেউ কেউ দেখতে পাবেন, কী পরিমাণে 'গুলিয়ে' দেওয়া আছে ঃ)

    অভিষেক দে বিশ্বাসের লেখা, যে ছিল মেয়েটির সাথে।

    To The Vice Chancellor
    Jadavpur University
    Attn : Mr Chakrabarti
    1. 28.09.2014 - I rescued the girl from the heinous attackers. I knocked some doors.was promised action next day.
    2. 29.08.2014 - My calls went unanswered. I spoke to another close aide of yours, she said you were not willing to comply and people were filling your ears.
    3. 30.08.2014 - 31.08.2014 - I was told to keep mum and again knocked doors that went unanswered. I called you directly you asked me to visit you with victim and father.
    4. 1.09.2014 - You said, you know every thing that happens inside the campus and the fact that we students do not allow you to make any move against wrong doers, the fact that students would be spoiled if you spare the rod. That the girl should file the complaint after two days since you would be out on work, that the girl shouldn't attend college for a week and join later to mix with the mainstream, the fact that you do not have any infrastructure to provide security to your own campus students.
    5. 2.09.2014 - We file the FIR .
    6. Days pass by we inform women's commission. No action from police. You inform you have formed committee. we submit official complaint to you directly, , to sexual harassment cell, to anti ragging cell through Registrar.
    7. Two professors ( later identified as Aishika Chakroborty and Sarbani Gangopadhyay) visit the girls house with no prior information post which she asks me to visit her asap and I find her at home traumatized by the session she faced from these so called moral supporters. We file GD at Bidhannagar South P.S.the copy of which has been given to IO Ratna Sarkar of Jadavpur PS.
    8. Feeling helpless by the array of events and seeing no justice in the near future I put up a post saying ‪#‎hokkolorob‬.
    9. My fellow Jadavpurians join in they decide to complain which has no effect as well.
    10. They get heckled in your office and you blame them of heckling Sarbani Gangopadhyay and when they demand CCTV footage you deny and she retracts.
    11. we decide to sit in and bring arts (music songs dance plays) as our weapon to ring bell in your head and lend us a ear as a teacher.You smartly walk in and out of your office without bothering about us day in and day out.
    12. The message of #hokkolorob spreads in other faculties.
    13. The girl is interrogated by the ICC where she breaks down and although she has named some guys in the FIR out of 32 questions asked 8 were about me and NONE against the named perpetrators.
    14. The EC meets you deny commenting or communicating to the students about the issue and the students stay determined about you talking to them once.
    15. The police acts as your mediator and lets us know that a Professor and EC member's child is sick and he needs to leave we immediately agree and await your communication .
    16. We tell the police we are sending in a letter and that you should reply in your letter head. you don't bother answering. The police senior officers move out we start singing Moheener Ghoraguli. Moments later a lot of cops, and huge no. of ppl in civil clothes thrash us and the lights go off, irrespective of us being girls or boys tare the girls clothes slap kick stomp on our fingers drag punch molest arrest many of us just so that you could go home and sleep peacefully.
    17 A lot of x students were there and so was Presidency University students showing their solidarity by staying with us that night. The ACP of Jadavpur and Santosh Pandey DC, Vijay Kumar Singh and Addl OC Jadavpur Ps know how polite I was in conversation with them still I have a terrible muscle injury. thanks to you.
    Who are you calling outsiders? Me? I am an ex student and will fight injustice in campus even if it happens 50 years later.
    What life threat did you have ? you and a large amount of police protection that thrashed anyone in the vicinity
    you felt sick in 11 hours and what about us who sat seeking your attention for 150 hrs?
    It is proved that the light switches were inside and they were shut off the moment police attacked we did not break them they are still intact.
    you are still safe and who ever is protesting is being marked and beaten an incident occurred with Scottish church student and a fellow JU ex student.
    We very well know you had your selection but don't you think you have an onus of anything wrong that happens in your campus and ought to take responsibility. Did you bother to perform ?
    STOP LYING for whatever reasons, for those filling your ears are not know it all people.
    You have delayed and hence denied us justice and over that inflicted state sponsored terror upon us.
    Its our time to reply the STUDENTS and NO POLITICAL COLOUR.
    how do you like us shouting 100000 strong #hokkolorob
  • pi | 192.66.30.196 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৬72370
  • এটা পড়ে যাদবপুরের আন্দোলনকারীদের একজন জানিয়েছেন,

    'agree with most points, except one...
    Your Jadavpurian friends made their first move the very first day they learnt about the FIR and they have been fighting for the cause ever since then...
    and they will continue to do so, till the very end! '
  • কল্লোল | 111.63.213.200 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৪72339
  • গতকাল বিকাল ৫টা নাগাদ IISC জিমখানার সামনে বাম ছাত্রদের সংগঠিত প্রতিবাদে গেছিলাম। গান স্লোগন ইঃ হলো। যাদবপুরের এক প্রাক্তনী রবিবার ১০টায় টাউনহলে সকলকে আসতে বল্লেন। ছবি অনেক তোলা হয়েছে। এখনো হাতে আসে নি।
    T শৌভিকের তোলা ছবি পারলে উঠিয়ে দাও গুরুতে।
    ওখানে Tএর সাথে আলাপ হলো। খুব মিষ্টি মতোন।
  • ranjan roy | 132.176.238.97 (*) | ২০ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৫72359
  • শ্রীমান হে-হে ঠিক, আপনারা ভুল। আজ যাদবপুরের ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে "মল" এ গিয়ে ঢুকেচে।
    তাহলে যারা এই মহামিছিলকে সম্ভব করল তারা কারা?
    --বহিরাগত।
    যে সব কোলকাতা ইউনির প্রফেসর/ শিক্ষিকা এসেছেন?
    -- বহিরাগত।
    কলাকুশলী ও বুদ্ধিজীবিরা?
    --অবশ্যই বহিরাগত।
    পুলিশের ব্যারিকেডের সামনে ওরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করচে, প্রোভোকেশন অ্যাভয়েড করে। গান গাইছে, শ্লোগান দিচ্ছে।
    --এতে ভিসির বক্তব্যই প্রতিষ্ঠিত হল।
    স্পষ্টতঃই সব ড্রাগ অ্যাডিক্ট, নইলে এই বৃষ্টির মধ্যে এমন করে কাকভেজা হয়েও গিটার বাজায়? গান গায়?
    অন্য ভালো ছাত্ররা এসব কিছু করে না। টোকাটুকির অধিকার চায়, নইলে প্রিন্সিপালকে শান্তিপূর্ণ ভাবে প্যাঁদায়।ওরা বহিরাগত হতেই পারে না।
    ওরা বিএড পরীক্ষার জন্যে লাখ টাকা লেন দেন করে পরীক্ষায় বসার অধিকার চায়।
    ওরা প্রেসিডেন্সির তালা ভেঙে গেট ক্র্যাশ করে মহিলা অধ্যাপিকাকে তাড়া করে। অন্য দের মারে। বেকার ল্যাবে ভাঙচুর করে। ওরা বহিরাগত নয়। গোটা বঙ্গের স্কুল-কলেজ ওদের জমিদারীর মধ্যে পড়ে যে!
  • কল্লোল | 125.242.150.17 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০১:০১72375
  • আজ ব্যাঙ্গালোরের টাউন হলের সামনে প্রয় ৩০০ ছাত্র জড়ো হন, পোস্দ্টার ব্যানার গিটার নিয়ে। সকাল ১০টা থেকে ১২টা অব্দি অবস্থান হয়ছে। ২৫ তারিখ কিছু করা যায় কি না তার কথা চলছে।
    পরে বিস্তারিত লিখবো।
  • হি হি | 69.93.247.211 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৬72376
  • এটি শ্রীযুক্ত 'হে হে' ও তাঁর পদাঙ্ক-অনুসরণকারীদের চরণকমলেষু,
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13909&boxid=151546531
    বিনীত
    হি হি
  • π | 192.66.26.214 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৭72377
  • যাদবপুরের প্রাক্তনী কেউ থাকলে, এটা রইলো। কাল বিকেলে স্কাইপে ভিডিও কনফারেন্স আছে।

    JU alumnir pokhkho theke agami sombar bikel 5 ta(local time) tentative..akta vdo conf korar kotha vaba hoeche..thru skype....
    1. Fax kore VC/Regstr/JUTA ke intimate kora hobe.
    2. Somosto chatra chatri der present thakar onurodh kora hobe.
    3. Prithibir bibhinyo prante jara ex student achen tara live tader motamot janaben JU er bortoman poristhiti somporke..ebong ei poristhiti toiri korar dai kar tar somporke.
    4. Manonio acharjo o sikhkhamontrir kache puro vdo recording kore pathano hobe......alumnir protibaad hisebe.
    5. Live media coverage korar prochesta thakbe.
    6. Full 10x15 screen e ei conf kora hobe Fetsu unionroom er samne ba mathe...
    7. Jara interested ei protibade samil hote tara tader naam, yr of pass out, bortoman e kothai achen ebong ki koren, skype id mail korun pls at [email protected] e.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন