এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.176.145.66 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩৫72378
  • @PP,
    যাঁর বাংলা ঠিক আনন্দবাজারী হয় নিঃ
    "গুলিয়ে" দেবার আলটপকা অভিযোগ আনার আগে এইটুকু কিছু কাউন্টার ফ্যাক্ট্স দিন, তবে না!

    আপনি কি অস্বীকার করছেন যেঃ
    ১) ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট ভিসি কে উদ্ধার যারা করছে তারা ইউনিফর্মধারী পুলিশ নয়?
    ২) ভিসির প্রাণসংশয় (ভিসি ও পুলিশ কমিশনার বলছেন), ওখানে সশস্ত্র মাওবাদী ও বহিরাগত(কমিশনার বলছেন) তবু পুলিশ শুধু লাঠি নিয়ে ?
    ৩) পুলিশ যে ৩৬ জনকে গ্রেফতার করল সব ছাত্র, কেউ বহিরাগত মাওবাদী নয়?
    ৪) পুলিশ কোন মাওবাদীকে ধরে নি, কোন অস্ত্রশস্ত্র পায় নি?
    ৫) আহত হয়েছে মার খেয়েছে শুধু আন্দোলনরত ছাত্ররা?
    ৬) আন্দোলনকারীরা আদৌ কাউকে মারে নি, কোন ভাঙচুর করে নি?
    ৭) আর রায়গঞ্জে, রাজাবাজারে, প্রেসিডেন্সিতে মারধোর ভাঙচুর হয়্যেছে, ভক্তবালা কলেজে ঘুষ নিয়ে ভর্তি হয়েছে, অন্য কলেজে টোকাটুকির দাবিতে ভাঙ্চুর হয়েছে, সেখানে পুলিশ কাউকে মারধোর দূরের কথা, দোষীদের গ্রেফতার করেনি?

    ছাত্রদের নৈতিক ভাবে ভুল কোথায়?
  • anirban | 172.238.29.100 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৪৬72379
  • আন্দোলন এখন যে জায়গায়, এই সব চেষ্টা করে লাভ হবে না। ইচ্ছে করে ভুল তথ্য দেওয়া (যে দোষীদের শাস্তির দাবী আর থাকছে না ইত্যাদি, নিরপেক্ষ তদন্তের দাবী আইওয়াশ), আন্দোলনকে ছোট দেখানোর চেষ্টা - এই সমস্তই অ্যাদ্দিন চলেছে - এবং তাকে অতিক্রম করেই গতকালের জনবিস্ফোরণ হয়েছে মিছিলে। ছাত্রছাত্রীদের দাবীতে সমাজের সমস্ত অংশ থেকেই সমর্থন আসছে - আর প্রতি ক্ষেত্রেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবীও উঠছে। সঙ্গে পুলিশি হামলার নিন্দা ও ভিসির পদত্যাগের দাবীও জোরালো হচ্ছে।
  • anirban | 172.238.29.100 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫৪72380
  • রঞ্জনদা, ছাত্রদের নৈতিকভাবে কোথাও ভুল নেই। আর নেই বলেই সেটা এখানে কেও স্পষ্ট করে বলতে পারেননি।
  • aranya | 78.38.243.218 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫৮72381
  • যাদবপুর রাজধানী শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান।
    মিডিয়া লাইমলাইট থেকে দূরে, মফস্বল শহরের কলেজ গুলোতে শাসক দলের ইউনিয়নের দাপাদাপি, অত্যাচার যদি একটা বাধার মুখে পড়ে, এই আন্দোলনের ফলশ্রুতিতে, সেটা একটা বড় প্রাপ্তি হবে।
  • কল্লোল | 125.242.144.143 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৭:০৯72382
  • এইমাত্র পেলাম। ব্যাঙ্গালোর যাদবপুরের জন্য গাইছে।
  • π | 192.66.20.197 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৭:১৯72384
  • পঁচিশে সেপ্টেম্বর। যে যেখানে যেভাবে পারবেন, প্রতিবাদ করুন। কীভাবে কী করা যায়, তাই নিয়ে কথা হোক, এখানে বা এই পেজেঃ
    https://www.facebook.com/25globalprotest>

    <
  • pp | 114.32.170.194 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৫৯72372
  • বাবা এ তো একেবারে telegraphic english
  • pp | 114.32.170.194 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৯72373
  • pi দেবী গুলিয়ে দেওয়া তো আছেই সেটা ছারা রাজনীতি চোলবে না যে। আপনিও তার বোরে ছারা কিচু নন।
  • cb | 213.0.215.1 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৩72388
  • পাই, এই উইকি গুলো যে কেউ চেন্জ করতে পারে। এর থেকে ঐ অভিষেকের লেখাটা অনেক স্ট্রেটফরওয়ার্ড
  • s | 182.0.249.87 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১২:০২72371
  • এটা খুব গুরুত্বপূর্ণ পোস্ট। ধন্যবাদ তাতিন।
  • Shibir | 113.16.71.21 (*) | ২১ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৫72374
  • আজ আমার roommate আমাকে জিগ্গেস করছিল যাদবপুরের ব্যপারে। শুনে বলল "যাদব্পুরেও এসব হয় !! আমি ভাবতাম খালি আমাদের কলেজে এসব হয়।" ও শ্রীরামপুর textile কলেজের ছাত্র । ২০০৭ এ নাকি ওদের কলেজ হোস্টেলে মামারা ঢুকে অনেক ছাত্রকে ধোলাই দিয়েছিল । যত কান্ড খালি যাদব্পুরেই হয় কেন ? এর আগেও একবার cpm এর পুলিশ যাদবপুরের ছাত্রদের পেটানোয় অনেক গোলমাল হযেছিল । অন্য কলেজগুলোতে তে এরকম পুলিশ দিয়ে ছাত্র পেটানোর খবর শুনিনা নাকি পেটালে সেটা সেরকম খবর হয়না ?
  • pi | 24.139.221.129 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৩72393
  • মুম্বইবাসীদের জন্য।

    Navi Mumbai responds to HokKolorob

    ২৭ তারিখ, শনিবার, এগারোটা, ভাসিতে।
    https://www.facebook.com/events/1463199700626649/?source=1
  • π | 192.66.18.83 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫০72389
  • Somnath Roy | 127.197.79.212 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৫72394
  • সঙ্গে পুলিশ সঙ্গে ডান্ডা
    সবার সঙ্গে শংকু পান্ডা
    স্থির চাহনি বিষম ঠান্ডা
    সামনে আছেন শংকু পান্ডা
    উন্নয়নের আসল ফান্ডা
    মঞ্চে উজল শংকু পান্ডা
    চুপ হয় সব বাক্‌বিতণ্ডা
    এসে দাঁড়ালেই শংকু পান্ডা
    বিরোধীপক্ষ ভাজে ভ্যারান্ডা
    এগিয়ে চলেন শংকু পান্ডা
    রাজ্যজুড়ে মিঠাইমণ্ডা
    বিলোচ্ছেন ঐ শংকু পান্ডা
    চেতনা এবং জ্ঞানের গন্ডা
    জ্বালান আলো শংকু পান্ডা
    জেইউ থেকে সেই উগান্ডা
    একটাই নাম- শংকু পান্ডা
  • pi | 24.139.221.129 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৬72395
  • ২৫ শে সেপ্টেম্বর, বিকেল ৩ টে , শ্রীরামপুরে রা এম এস ময়দান। হোককলরব।
  • হি হি | 69.93.242.251 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৭72396
  • প্রায় সব প্রচলিত চ্যানেলেই আজ যাদবপুর। যে যার নিজের মত করে দেখাচ্ছে, যদিও তার মধ্যে ফোকাস বাংলায় বার বার দেখিয়েছে, শাসকদলের আজকের রোড শো ফ্লপ। যাঁরা এসেছিলেন তাঁদের অনেকেই ছাত্র বা ছাত্রী নন, জানেনও না কেন এসেছেন।

    রীতিমত প্রশ্ন করে করে এটা প্রমাণও করে ছাড়ল' ২৪ ঘণ্টা। আর প্লাস-এ একা সৌমিত্র দস্তিদারকে কোনঠাসা করে রাখলেন সঞ্চালক এবং টিএমসির মনোজবাবু। টাইম্‌স্‌ নাউ বললো সেদিনের মহামিছিলে যাদবপুরের ছাত্রছাত্রীরা ছিল কুড়ি শতাংশ। পুলিশ যখন সেই রাতে ঢোকে তখনও আশি শতাংশ অন্য কলেজের ছিল, যারা এই আন্দোলনের বিরোধীতা করেছিল, কিন্তু কিছু অ্যারোগ্যাণ্ট ছাত্রছাত্রীদের জন্য সমস্যা তৈরী হয় :-)।

    স্টার আনন্দ বা সুমনের প্রোগ্রাম, সত্যি বলছি, খুব একটা নিতে পারি না। যদিও নিগৃহীতা মেয়েটির বাবার ১৮০ ডিগ্রি ঘুরে মন্তব্য দেওয়া বা আজকের টিএমসিপির মিছিলে যোগ দেওয়াকে ভালোই বিশ্লেষণ করেছে।

    বায়াস্‌ড্‌ মন্তব্য ভাবলে কিছু করার নেই, কিন্তু আজ ২৪ ঘণ্টার প্রোগ্রাম অঞ্জনের সঞ্চালনায় সবচেয়ে ভালো হয়েছে। হয়ত' আগে দেখিয়েছিল, জানি না, কিন্তু বাড়ি ফেরার পর অনেক রাতে শুরু হ'য়ে এই কিছুক্ষণ আগে শেষ হ'ল, যাদবপুর-এর উপর ২৪ ঘণ্টার আপনার রায় বা ওরকম কিছু অনুষ্ঠান, যাতে উপস্থিত ছিলেন ওম প্রকাশ, রীতেশ তিওয়ারী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, (আরো দুজন ছিলেন, যাঁদের নাম মনে করতে পারছি না) এবং ছিল যাদবপুরের অরুণিমা মিত্র , উদ্দালক ভট্টাচার্য্য এবং সম্ভবতঃ এখানকার সবচেয়ে বেশী অ্যাক্টিভ মেয়ে 'পাই'। (বেঠিক হলে মাফ চাই)

    বিতর্কিত সংযোজনঃ
    জানি না, এই মন্তব্যটা কেন ওকে করা হয়েছে -
    *****
    21 September 2014 13:39:52 IST 114.32.170.194 (*) #
    pi দেবী গুলিয়ে দেওয়া তো আছেই সেটা ছারা রাজনীতি চোলবে না যে। আপনিও তার বোরে ছারা কিচু নন।
    (এই ‘বোরে’ যদি বানানভেদে দাবার ‘বোড়ে’ হয়, তাহলে হজ্‌মোলা খাই গে। মন্তব্যটি যিনি করেছেন, তিনি যদি সেই বার্লিনের ব্যক্তিই হন, তাহলে বিষমও খেতে হবে)
    আমি ভুল বুঝে বা পড়ে থাকলে আগাম মাফ চাইলাম।

    পুনশ্চঃ প্রোগ্রামটা হয়ত এখন আবার দেখাচ্ছে। কিন্তু আমার দেখার উপায় নেই। এবার ঘুমোতেই হবে....
  • sswarnendu | 198.154.74.31 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৯72390
  • ভাইস চ্যান্সেলর এর মিথ্যে... ছাত্রদের দাবিই ঠিক... বিশাখা গাইডলাইন প্রযোজ্যই নয়... নতুন law এর chapter II seection 4 দেখুন...
    http://wcd.nic.in/wcdact/womenactsex.pdf
  • E না C | 212.142.71.88 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৮72403
  • NRBanerjea was appointed VC of BECollege (Deemed University) with effect from 1st September 2004. As par the MoA and Bye Laws of BEC(DU) he didn't fulfill eligibility requirements for the post. He became VC on 1-9-2004 and the Institute was converted to a State University under the BESU Act 2004 w.e.f. 2-9-2004.
  • Parichay Patra | 128.138.193.81 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৬72397
  • যারা কলকাতা টিভির ফুটেজ দেখেছেন এবং দেখে দ্বিধায় পড়েছেন তাদের জন্য এই পোস্ট। কলকাতা টিভির রাজনৈতিক আনুগত্য প্রসঙ্গে যাচ্ছি না, সেটা সবাই জানেন।কিন্তু লক্ষ্য করুন ফুটেজে পুলিশের মারের দৃশ্যগুলি আদপেই নেই, সেগুলি এডিট করে বাদ দেওয়া হয়েছে। দেবর্ষি নামক ছেলেটি ধাক্কা খেয়ে পুলিশের গায়ে পড়ায় পুলিশের চশমা খুলে গেল। বলা হল পুলিশকে চড় মারছে। ভিসির গাড়ির ঘড়ির কাঁটা এগিয়ে গেল, অথচ বলা হচ্ছে আনএডিটেড। উত্তেজিত, প্রহৃত ছেলেমেয়েদের সামনে ক্যামেরা নিয়ে গিয়ে তাদের উত্তেজিত প্রতিক্রিয়া, গালিগালাজ রেকর্ড করা হল। সর্বোপরি, ২-১ জন মহিলা পুলিশকে দেখিয়ে বলা হল দেখুন মহিলা পুলিশ আছেন।আর দেখুন বারবার বলা হচ্ছে যে "নিরপেক্ষ সংবাদ পরিবেশন করি আমরা, (এই আমাদের একটিমাত্র সুখ/ভিসির গাছে গায় যে দোয়েলপাখি, তাহার গানে আমার নাচে বুক।") আর যেখানে বলা হচ্ছে ভাংচুর নয়, ভাংচুর নয়, সেখানে ভাষ্যকার নীরব। অন্যত্র সক্রিয়। টিভির তো উচিত ফুটেজটাই প্রদর্শন, সেখানে এই ভয়েস ওভার মন্তব্যের কি প্রয়োজন? যা সিনেমায় হলে আমরা সিনেমা চর্চার ছাত্ররা বলি authorial intervention? আরও মারাত্মক একটি মেয়ে ক্যামেরার সামনে চার অক্ষরের শব্দ বলছেন, বলছেন বুকে হাত দিচ্ছে পুলিশ। এতে কি প্রতিক্রিয়া হল? অর্থাৎ যে মেয়ে চার অক্ষরের শব্দ বলেন তার বুকে হাত দেওয়াই যায়, সে সহজলভ্যা? আর আমার দু পায়ের ফাঁকে একটি বাড়তি মাংসপিণ্ড আছে বলে (যেটা থাকার জন্য আমি দায়ী নই) আমি চার অক্ষরের শব্দ বলতে পারি? আর যেহেতু আমি সেটা বলিনা অতএব আমি 'মেয়েলি' বা 'নপুংসক'? প্রিয় তৃণমূল, gender violence শুধুই ক্যাম্পাসের ঘরে ঢুকিয়ে গায়ে মদ ঢেলে দেওয়ায় সীমাবদ্ধ নয়।
  • Parichay Patra | 128.138.193.81 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৭72398
  • গতবছর হরিমোহন কলেজের ভোটে এক বয়স্ক পুলিশ অফিসার নিহত হন তৃণমূলের লোকেদের গুলিতে। তাঁর পরিবারের লোকেরা বলেছিলেন মুখ্যমন্ত্রী একটু দেখুন, পুলিশের বন্দুক নেই পাবলিক বন্দুক হাতে ঘুরছে। গতকাল মহানায়ক দেবের কেন্দ্রে দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন পুলিশের লোকেরা এবং গরিব হোমগার্ডকে গুলি করে মারা হল। কাগজে পড়লাম বড়বাবু বললেন "আমরা পুলিশ, আমাদের মারছিস কেন?" উত্তরে তারা বড়বাবু সহ সবাইকে বাঁশপেটা করল। কি আর করা যাবে? পুলিশের স্পেশাল বাহিনী তো ছাত্রদের মারার কাজে ব্যস্ত।কাজেই পুলিশ জোকারে পরিণত হয়েছে।
  • Parichay Patra | 128.138.193.81 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫০72399
  • বন্ধুগণ, এইমাত্র জানা যাচ্ছে এক নির্ভীক 'ছাত্রী' জীবন বিপন্ন করে শঙ্কুদেবের মিছিলে চলতে চলতেই আমাদের আন্দোলনকে অজান্তেই সমর্থন করে ফেলেছেন। যখন মিছিলের 'ছাত্র' দের জিজ্ঞেস করছিল ২৪ ঘণ্টা যে কেন এসেছ, এবং তারা কেউই বলতে পারছিল না, তখন এই 'ছাত্রী' বলেছেন "যাদবপুরে আজ বহিরাগত উপাচার্যরা নৈরাজ্য চালাচ্ছে, তাই এসেছি।" এতো নির্ভেজাল সত্য, আমাদেরই কথা।
  • সিকি | 132.177.215.8 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২১72400
  • বেসুর অধ্যাপক সুকান্ত দাসের পোস্ট -

    অধ্যাপক অভিজিত চক্রবর্তী। এ লেখাটা আপনার জন্য।

    আপনি আমাকে হয়তো মনে করতে পারবেন না। আমি যখন বেসুর ছাত্র, আপনি সিনিয়র অধ্যাপক। ডিপার্টমেন্ট ভিন্ন হওয়াতে আপনার সাথে আমার মোলাকাত সেভাবে হয়নি। যখন বেসুতে চাকরি করতে ঢুকে আপনার সহকর্মী হলাম, তখনও কথা হয়নি। আপনি কথা খুব কম বলতেন। কিন্তু আমি আপনাকে অন্যভাবে চিনেছিলাম। আপনি বেসুর ভবঘুরে কুকুরদের প্রতিদিন বিস্কুট খাওয়াতেন। মনে আছে আপনার? আমার ভালো লাগত। পশুপ্রেমিক। এমন লোকেরা তো নরম মনের হন, মানবিক হন!

    ২০০৫ থেকে ২০০৮-এর বেসুর কথা আপনার মনে পড়ে? মারামারি-দাঙ্গা ছাত্র অসন্তোষ প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিলো। তখন বেসুর ভিসি ছিলেন ডঃ নিখিল রঞ্জন ব্যানার্জিয়া। সিইএসসি-র ম্যানেজার ছিলেন; কোনোদিন শিক্ষকতা করেননি। যদিও ছিলেন সিপিএমের অত্যন্ত কাছের লোক। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা বলতাম বিশ্ববিদ্যালয় ভিসির অফিস থেকে নয়, সিপিএমের পার্টি অফিস থেকে চালিত হয়। তখন তো ব্যানার্জিয়া সাহেবকে পার্টির বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি পার্টি অফিস উদ্বোধনেও দেখা যেত। কিভাবে সমস্ত কাজে, বিশ্ববিদ্যালয় পরিচালন থেকে নিয়োগ, পদোন্নতি সমস্ত ক্ষেত্রে পার্টি নিয়ন্ত্রন করত, মনে আছে? আর ছাত্রদের মধ্যে বিভাজন তৈরীর কৌশল? একই অপরাধ করল ২জন ছাত্র (যেমন ধরুন প্রকাশ্যে মদ্যপান/মাতলামো করা, পরীক্ষায় চিটিং করা – কিছু মনে পড়ছে?), কিন্তু শাস্তির সময় দেখে নিতে হবে কেউ শাসক দলের ছাত্র সংগঠন করে কিনা, করলে ভিন্ন ব্যাবস্থা! আমরা চোখের সামনে দেখলাম, কিভাবে ছাত্রদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হোল। একজন কারখানার ম্যানেজার যেভাবে শ্রমিকদের শায়েস্তা করেন আরকি। পরে শুনেছিলাম, পার্টির ইচ্ছা বেসুতে এসএফআই ছাত্র ইউনিয়ন দখল করুক।

    ওসব দিনগুলোতে তো পুলিশ নিয়মিত টহল দিত ক্যাম্পাসে। পুলিশকে নিয়ে অনেক গল্প, হস্টেল ফাঁকা করা থেকে শুরু করে ছেলেমেয়েদের গ্রেপ্তার করা, সে থাক। কিন্তু সেদিনটার কথা আপনাকে স্মরণ করাবো, যেদিন পুলিশ আপনার ডিপার্টমেন্টের ক্লাসরুমে ঢুকে সব তছনছ করল। তারিখটা খেয়াল নেই, ২০০৮-এর কোনো একদিন হবে। সেদিন আমার ডিপার্টমেন্টেও তুমুল গণ্ডগোল, আমরা কয়েকজন সেটা নিয়েই ব্যস্ত। দুপুরে খবর পেলাম আপনার ডিপার্টমেন্টে পুলিশ ছেলেমেয়েদের ক্লাসরুমে আটকে রেখেছে! দুপুর গরিয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ক্ষিদেতে ছটফট করছে, আর পেচ্ছাব চেপে রাখতে পারছে না, কিন্তু পুলিশ ঘর থেকে বেরোতে দিচ্ছে না! কেন? ওদের কাছে খবর আছে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রছাত্রীদের মধ্যে সন্ত্রাসবাদী মাওবাদী সমাজবিরোধীরা লুকিয়ে আছে! স্মরণ করুন অভিজিৎ বাবু, আর একবার স্মরণ করুন সেদিনের কথা। আমার মনে আছে, আপনার ডিপার্টমেন্টের অনেক অধ্যাপক উন্মাদের মতো আচরণ করছেন, প্রায় কেঁদে ফেলছেন, কিন্তু পুলিশ-কর্তৃপক্ষের মন গলছে না। আপনি কী কী করেছিলেন আমি জানি না, কথা কম বলতেন তো, কিন্তু সেদিন পুলিশ-কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছিলেন বলেও জানি না বা তেমন মনে হয় নি। সেদিন বিকেলে যখন ভিসি মিটিং ডাকলেন, আমরা ফেটে পড়লাম ভিসির এই কৃতকর্মের জন্য। কিন্তু আমাদের অবাক করে কিছু সিপিএম কর্মী তর্ক করেছিলেন (হ্যাঁ, তারা সিপিএম কর্মীই, ‘শিক্ষাকর্মী’ তাদের মুখ্য পরিচয় নয়), সমাজবিরোধীদের মোকাবিলা করতে হলে তো পুলিশ লাগবেই! ভিসি আইহল-এর স্টেজে বসে আছেন, আর এই যুক্তি শুনে মিচকি হাসছেন! আমি এখোনো সেই হাসি দেখেত পাই। আপনার ডিপার্টমেন্টের অধ্যাপকেরা চেঁচিয়েছেন, আমিও চেঁচিয়েছি মাইক্রোফোন হাতে, কিন্তু আক্ষেপ, সেদিন ব্যারিকেড ভেঙ্গে গলাধাক্কা দিয়ে ভিসিকে বলতে পারিনি, আমার ছাত্রদের আমরা বুঝে নেব কিন্তু আপনি বেড়িয়ে যান।

    আজ আপনি এটা কী করলেন, অভিজিৎ বাবু! সেই একই নাটকের পুনরাবৃত্তি। এবং সেই একই অভিযোগ! সেদিন যেমন সিপিএম বলত এসব গন্ডগোলের মুলে বহিরাগতরা, মাওবাদী-তৃণমুলীরা, আপনিও তেমন কথা বললেন! তৃণমূল যে সিপিএমের উত্তরসূরি, সেটা আমরা বুঝি; আর আপনি বোঝালেন সেদিনের বেসুর ভিসির প্রকৃত উত্তরসূরি আপনি।

    ছাত্ররা আপনাকে হত্যা করতে পারতো? একজন শিক্ষক হয়ে, বেসুর সেই উত্তাল দিনের সাক্ষী হয়ে এতবড় কথা বলতে পারলেন! যদি তাই হয়, তাহলে জেনে রাখুন ভিসি অভিজিৎ চক্রবর্তী, শিক্ষক অভিজিৎ চক্রবর্তীর মৃত্যু হয়েছে।

    ধিক্কার জানাই আপনার কৃতকর্মকে, আপনাকে। এতবড় জল্লাদ কিকরে হয়ে গেলেন যে একবারের জন্যেও দুঃখ প্রকাশ করলেন না! আমরা জানি আপনার পেছনে শাসকের স্নেহময় হাত রয়েছে, কিন্তু তাইবলে এতটা ঔদ্ধত্ব! সেদিন আলিমুদ্দিনের লম্বা হাত বেসুর ভিসিকে বাঁচিয়ে দিয়েছিলো। আজ কিন্তু কালীঘাট আপনাকে রক্ষা করতে পারবে না।
  • ঈশান | 202.43.65.245 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২১72404
  • আপনারা দুজনেই একটু বড়ো করে, মানে প্রবন্ধের মতো বিই কলেজের ঘটনাটা লিখুন না। লোকের তো জানাও উচিত।

    ওদিকে রোশনারার আপডেট দেখলাম রাজাবাজার নিয়ে। সেটা শেয়ার করা যায় কিনা বুঝতে পারছিনা। জিগিয়ে দেখি, অসুবিধে না থাকলে পোস্ট করে দেব।
  • ঈশান | 183.17.193.253 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৪:১৪72401
  • এসব আমি জানিইনা। আর আমি কিনা বিই কলেজের প্রাক্তন ছাত্র? সুকান্তরা এসব পাবলিকই করেননি কেন?

    এঁকে কেউ ডিটেলে লিখতে বলতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন