এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pobitro b | 127.194.89.106 (*) | ২২ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৮72500
  • সেক্টর ফাইভ এ আজ মিছিলে ৪০০ লোক হাটলেন। পিওর “আই টি পিপল”। অফিস আওয়ার্স এরপর কর্ম সংস্কৃতি অক্ষুন্ন রেখে নিরব মিছিল। নিরবতা, কারণ ঐ বলেই পুলিস এর থেকে পার্মিসন নেওয়া হয়েছিল। তবে সে মিছিল আর নিরব থাকলো কই? CTS এর গেট পেরোতে না পেরোতেই শুরু হলো স্লোগান। প্রথমে discretely একটা দুটো, তারপর continuous। অনেকেই জীবনে প্রথম মিছিলে হাটলেন বলে মনে হলো। কমন স্লোগান গুলোর সাথেও পরিচিত নন। তবে স্মার্ট লোকজন তো, একবার শুনেই তুলে নিলেন, তারপর আর থামায় কে?
    হোক হোক হোক কলরব।
  • Saswata Banerjee | 159.169.140.38 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:২৯72502
  • নৈহাটিতে হোক কলরবের সমর্থনে জমায়েত।

  • pi | 116.218.137.19 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫১72503
  • কাল, ২৫ শে সেপ্টেম্বর আগরতলার বটতলা থেকে মিছিল, সন্ধে সাড়ে ছ'টায়।
  • pi | 24.139.221.129 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫১72507
  • এখুনি তাতিন জানালো, পাটনা আই আই টি তে জমায়েত চলছে, ১০০+ ছাত্রছাত্রী !
  • pi | 24.139.221.129 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫২72508
  • কেউ এটা এন্ডর্স করলে পার্থদাকে একটা মেইল করে দেবেন। (psray40 aT yahoo.com

    Date: 23rd September, 2014
    To,
    Prof. Suranjan Das
    Dr Nrishingha Prasad Bhaduri
    Prof Sangeeta Tripathi Mitra
    Prof Ananya Chakraborty
    Prof Subiresh Bhattacharya

    Dear colleagues,
    We, educationists, teachers and academics from West Bengal and beyond, came to know that you have been appointed by the West Bengal state education minister as members of a committee to investigate the recent case of sexual assault on a girl student at Jadavpur University. We are extremely concerned about the appointment of this committee and would like to bring to your attention that:
    1.The constitution of such a government-appointed committee for the investigation of a case of alleged sexual harassment/assault committed in an institution is illegal as per the new Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 which has basically formalised the Visakha guidelines laid down by the Supreme Court in 1997 which clearly states that such an investigation has to be done by a Complaints Committee of the institution itself, constituted according to the said act. Therefore no chief minister or education minister has any locus standi to appoint a committee for this purpose and such a committee is legally untenable.
    2.The imposition of this committee goes against the autonomy provided to educational institutions and jeopardizes the mechanisms which have been provided by law to provide justice to a victim of sexual harassment/assault in a public institution or private company. We strongly feel that your involvement in this committee will set up a dangerous precedent whereby such committees will be imposed from above by the government whenever such a case, which puts the role of the authorities into question, comes up and may be used to provide or deny justice as per the wishes of the government.
    3.The appointment of this committee also bodes ill for democracy in our educational campuses as it covers up the lacunae in the steps taken by the University authorities to address this complaint of sexual assault and their brutal response in trying to suppress the demands of appropriate action by the students by letting loose the police on them. This will bring a very bad name to the field of education in West Bengal and will adversely affect the future prospects of the students who are passing out of this educational system.
    We strongly feel that the West Bengal government is making you complicit in a legally untenable and ethically wrong act by making you members of this committee which is designed to act as a shield to deflect criticism of the University’s handling of this issue. We appeal to your good sense and commitment to the field of education in West Bengal to immediately resign from this committee and desist from any investigation that you have been instructed to do. We hope that your brave step will create a good precedent that will allow justice to happen in this issue, and future such issues, following a legally and ethically acceptable mechanism.
    Thanking you,

    Partho Sarothi Ray, assistant professor, IISER Kolkata
    Saswati Ghosh, associate professor, City College, Kolkata
    Salil Biswas, ex-principal, Heramba Chandra College, Kolkata
    Subhasis Mukhopadhyay, professor, Department of Biophysics, Calcutta University
    Anirban Kar, assistant professor, Delhi University
    Sumit Sarkar, associate professor, XLRI Jamshedpur
    Meher Engineer, ex-director, Bose Institute
    Ayesha Kidwai, professor, Jawaharlal Nehru University
    Tushar Chakraborty, scientist, IICB, Kolkata
    Shiv Sethi, scientist, Raman Research Institute, Bangalore
    Debarshi Das, associate professor, IIT Guwahati
    A.J.C Bose, associate professor, Delhi University
    Rakesh Ranjan, associate professor, Delhi University
    Garga Chatterjee, assistant professor, ISI Kolkata
  • pi | 24.139.221.129 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৪72504
  • ব্যাঙ্গালোরে শনিবার টাউন হলে, সাড়ে ছটায় ঃ

    https://www.facebook.com/events/948365451846123/
  • Priya Das | 227.189.235.212 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০২72505
  • Aami Jadavpur University er Praktoni... Bortomane Munich( Germany) e bosobas korchhi.... Goto ek soptaho dhore ghote chole kolorobe aamio samil hote cheyechhi... protidin protiraat, protimuhurte nijer bhetor theke ekta awoaj anubhob korechhi 'Jadavpur, tomar pashe chhilam, pashe achhi... pashe thakbo' .... kintu etto dure bose kono kichhu songothito korbo kivabe ta bujhe uthte pari ni... ekhane chenashona sokolke jigges korechhi jodi sobai mile eksathe kichhu korte pari.. amar Kolkatar bondhu, sathi der kachheo jante cheyechhi ekhane thekeo kichhu kora somvob kina... ekhono obdhi kono soduttor pai ni....tai aaj ekhane likhchhi... ei bishwojure protibad hoptai aamio samil hote chai.... ontoto kichhu to kora hobe jibone...
  • pi | 24.139.221.129 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৫72512
  • 'অন্য দিকে , যাদবপুরের আন্দোলনকারীদের পক্ষে বিশ্বের ১০০ শহরে প্রতিবাদ দিবস পালন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন , ‘কেন্দ্রের বিজেপি সরকারের উস্কানিতেই আন্দোলন দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ প্রবাসীদের কাছে এমন বার্তা দেওয়া হচ্ছে , যেন বাংলায় সর্বনাশ হয়ে গেছে৷' http://www.epaper.eisamay.com/Details.aspx?id=14002&boxid=35124171

    ----
    ঃ)

    পার্থবাবুর অবগতির জন্য, শুধু প্রবাসী কেন, বিদেশীদের কাছেও এমন বার্তা দেওয়া হচ্ছে। এমনকি বিদেশীরাই দিচ্ছে ! হায় হায় ! কী বুরে দিনই না এল !
    :D

    জার্মানীর মারবার্গে।
  • | 24.97.30.230 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৯72513
  • 'ধরে অম্বিকেশিয়ে দেয়' বাক্যবন্ধটা ভারী পছন্দ হল। :-D
    এটা টুকে নিলাম,
  • সিকি | 132.177.12.110 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৩72514
  • https://www.facebook.com/contactsamik/media_set?set=a.861784083854838.
    1073741864.100000697646430&type=1

    হোককলরব, দিল্লিতে।

    প্রায় শ পাঁচেক লোক হয়েছিল। বক্তব্য রাখলেন যাদবপুরের প্রাক্তনীরা, দিল্লি ইউনির প্রফেসর, জেএনইউর ছাত্রনেতা, নন-যাদবপুর বহিরাগত, সক্কলে।

    শুধু কোনও গান হল না। :(
  • সিকি | 132.177.12.110 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫৩72515
  • https://www.facebook.com/contactsamik/media_set?set=a.861784083854838.1073741864.100000697646430&type=1

    হোককলরব, দিল্লিতে।

    প্রায় শ পাঁচেক লোক হয়েছিল। বক্তব্য রাখলেন যাদবপুরের প্রাক্তনীরা, দিল্লি ইউনির প্রফেসর, জেএনইউর ছাত্রনেতা, নন-যাদবপুর বহিরাগত, সক্কলে।

    শুধু কোনও গান হল না। ঃ(
  • pi | 24.139.221.129 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫৭72516
  • আগরতলায়।

  • Sri | 127.194.0.197 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৭72511
  • Anamitra aaj sokale eta likhechhe...

    *****রবীন্দ্রনাথ ও হ্যাশট্যাগ*****
    এটি একটি সাইবার ভূতের গল্প। তবে ঠিক হরর স্টোরি নয়। শাসক দলের চামচা হলে আলাদা কথা, নইলে কোনো ভদ্দরলোকের এ লেখা পড়ে ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে তো মনে হয় না।
    এমনিতে আমার রাতের বেলায় অকারণ পড়ে পড়ে ঘুমোনো জাতীয় বদভ্যেস আছে বলে খুব বড়মাপের শত্তুরেও অপবাদ দিতে পারবে না। কিন্তু মাঝে মাঝে শরীর বা মাথার কোনোটাই যখন কাজ করে না, বাধ্য হই হাইবারনেশনে যেতে। তা কাল রাত্রেও এরকমই কিছু ঘটেছিলো বলে ধরে নেওয়া যায়। বৃষ্টিটাও থামছিলো না। বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ানক রকম। রাস্তাঘাট শুনশান। কম্পিউটার অন করার উপায় নেই। এমন সুযোগ কেই বা কবে ক’রে দিয়েছে আমায়। তাড়াতাড়ি খেয়েদেয়ে চাদরের তলায় ঢুকে পড়া গেলো। তারপর কখন যে চোখ লেগে গেছে হিসাব করে বলতে পারি না।
    রাত তখন প্রায় বারোটা। হঠাৎ শুনি মাটিতে কি একটা যেন ঘষে ঘষে যাচ্ছে। গণহত্যার পর গণচিতায় পোড়ানোর জন্য রাতের নিস্তব্ধতায় লাশ টেনে নিয়ে গেলে যে রকম আওয়াজ হয়, এটা তার থেকে একটু হালকা। তবে এ আওয়াজ আমার অচেনা নয়! সবে ভাবছি উঠে বসব কিনা, এমন সময় বাজখাঁই গলায় আকাশবাণী হল, “ওরে মর্কট! বিশ্বজুড়ে মানুষ আজ রাস্তায় নামছে, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস?” যা ভেবেছি! বিছানার পাশে ফাঁকা জায়গাটায় পায়চারি করছেন রবীন্দ্রনাথ, আর জোব্বার তলাটা মাটিতে ঘষটে ঘষটে যাচ্ছে। আমি বললুম, “না না! ঘুমোচ্ছি কই? ঘুমোচ্ছি না তো! ফন্দি আঁটছি!”
    - “ওরকম ফন্দি আমিও ঢের এঁটেছি একসময়। ফালতু কথা রাখ্‌!”
    - “আজ্ঞে!” দাদু এরকম ব্যোম্‌কে আছে কেন কে জানে! এটা রবীন্দ্রনাথ, না মার্শাল ভদি?
    - “একটা কাজ দিয়ে গেলাম, সেটা তো করে রাখতে পারলি না। অভিজিৎ গুপ্ত কি লিখেছে দেখেছিস?”
    - “ আমি তো আগেই আপনাকে বলেছিলাম, যে আমি কারেন্ট স্টুডেন্ট নই, আমার দ্বারা হবে না!”
    [ফ্ল্যাশব্যাক]
    মহামিছিলের পর পার্থ চট্টোপাধ্যায় যখন স্টেটমেন্ট দিলেন যে ভিসিকে পছন্দ না হলে ছাত্ররা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে যোগ দিতে পারে, সেদিনই রবীন্দ্রনাথকে প্রথম দেখি, মানে স্বপ্নে আর কি! উনি বলছিলেন, “দেখো দাদুভাই, প্রতিষ্ঠান যে হয়েছি, সে তো কালের নিয়ম। কিছু কাজ তো করেছিলাম এককালে। আমাদের সময় কথায় কথায় অল্টারনেটিভ, প্যারালাল; এসব কপ্‌চানোর চল ছিলো না। তাই বলে শিক্ষাকে কি ক্লাসরুমের বাইরে নিয়ে আসিনি? এই যে তোমাদের মুখ্যমন্ত্রী আমার আত্মাটাকে ট্র্যাফিক সিগন্যালে বন্দী করে রাখলেন, সে কি বড় সুবিচার হল আমার প্রতি? বিশ্ববিদ্যালয়ে তো মানুষ ভিসির কাছে পড়তে যায় না। যায় কি? ভিসির মুখ দেখে কি ভর্তি হয় ছাত্রছাত্রীরা? তারা আসে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিতে। তোমাদের শিক্ষকরা তো তোমাদের পাশেই রয়েছেন মনে হচ্ছে। দুটো দিন কি বাসস্ট্যান্ডে বসে ক্লাস করা যায় না? অথবা রেলস্টেশানে? কক্ষ বা প্রতিষ্ঠান শিক্ষার অনুষঙ্গমাত্র, প্রাথমিক শর্ত কখনোই নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বাধাবিশেষের কাজ করে”।
    আমি বলেছিলাম, “দেখুন দাদু, আমি তো আর কারেন্ট স্টুডেন্ট নই। না তো আমি স্পটে রয়েছি। যারা ওখানে পড়ে থেকে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি বরং তাদের কারুর সাথে কথা বলুন। আমার তো চারআনার ফেসবুকারি বিপ্লবীয়ানা। তাও রাত দেড়টার সময় বাইরের রাস্তায় পুলিস জিপের আওয়াজ শুনলে মনে হয়, দিলো বোধহয় ধ’রে অম্বিকেশিয়ে। আমার দ্বারা ওসব হওয়ার নয়। তবু আপনি বলছেন যখন, আমি দেখবো কারুর কানে যদি কথাটা তোলা যায়। তবে কিনা গণআন্দোলনের ক্ষেত্রে সশরীরে উপস্থিত না থেকে কোনো প্রস্তাব রাখাটা অত্যন্ত অনৈতিক ব্যাপার। দেখা যাক”।
    [ফ্ল্যাশব্যাক সমাপ্ত]
    প্রসঙ্গত, ইংরিজি বিভাগের অধ্যাপক শ্রী অভিজিৎ গুপ্ত মহাশয় বলেছেন, যে শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে উনি ১৫ বছরেরও বেশী সময় ধ’রে যুক্ত, সেখানে প্রবেশ করতে গেলে যদি পুলিশকে পরিচয়পত্র দেখাতে হয় তবে উনি প্রতিষ্ঠানের বাইরে ক্লাস নেওয়াই শ্রেয় মনে করবেন। আগামী ক্লাস, ২৯ তারিখ, চার নম্বর গেটের উল্টোদিকের ফুটপাথে।
    সাময়িক নীরবতা।
    তারপর,
    রবি – “ক’টা শহরে হচ্ছে রে?”
    আমি – “কে জানে! বলছে তো একশো! বেশি হলেই বা ক্ষতি কি?”
    রবি – “হুম্‌! এই নে, এই কাগজটা রাখ। আমি একটু জাপানের দিক থেকে ঘুরে আসি”, ব’লে আমার হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে রবীন্দ্রনাথ ধাঁ!
    কাগজটা ভাঁজে ভাঁজে কুঁচকে একাক্কার। ভাঁজটাজ খুলে দেখি লেখা রয়েছে ---
    “লাঠির মুখে, গানের সুরে
    ‪#‎hokkolorob‬ বিশ্বজুড়ে”
    রবীন্দ্রনাথ হ্যাশট্যাগ দিলেন?
  • pi | 24.139.221.129 (*) | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:৩০72520
  • খুশিরাম, মারুতির এক ছাঁটাই হওয়া শ্রমিক। কাল দিল্লির জমায়েতে এসেছিলেন। বললেন, এই আন্দোলন নিয়ে কী মনে করেন ওঁরা, ছাত্র-শ্রমিক আন্দোলন কীভাবে একসাথে হতে পারে ইত্যাদি ইত্যাদি।

  • pi | 24.139.221.129 (*) | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪১72519
  • হায়দ্রাবাদ।
  • pi | 233.176.53.46 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৫২72522
  • আইওয়াতে।
  • pi | 192.66.63.28 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৫72523
  • নিউইয়র্কে, এখন।
    Happening in 97th and 5th entrance... right now.

    New York Protests Against State Endorsed Police Atrocities on the Students of Jadavpur University & State Sponsored Cadre hooliganism on Campus....

    Here in New York, we, ex-students of Jadavpur University, students from other institutions, and humans (or at least vertebrates), strongly condemn these events.

    We stand in solidarity with the ongoing movement (hokkolorob) of the students of Jadavpur University, and have decided to organize a Protest Demonstration on Saturday, 27th September at Central Park Manhattan NYC- the spot is East Meadow at 5th Avenue and 96th street.

    If you live in the northeastern US, and can make it to NYC on the 27th, please join us! If you know anyone in or around NYC who would be interested (especially JU alumni), please invite them.
    https://www.facebook.com/events/967590586600261/
  • pi | 192.66.24.220 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৪৫72525
  • pi | 192.66.22.97 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৯72524
  • মিউনিখ ঃ
    https://www.facebook.com/video.php?v=10153226237484616&set=vb.615664615&type=2&theater

    নিউ ইয়র্ক ঃ


    শিলচরঃ


    চেন্নাইঃ



    বিশ্বভারতীঃ


    ভার্জিনিয়া টেকঃ


    বাংলাদেশঃ


    মুম্বইঃ


    চুঁচুড়াঃ


    আলিপুরদুয়ারঃ


    মারবার্গঃ


    শিবপুরঃ


    আই আই টি ম্যাড্রাসঃ


    আগরতলাঃ


    শ্রীরামপুরঃ


    দিল্লিঃ


    গুণ্টুরঃ


    নৈহাটিঃ


    কল্যাণীঃ


    কানপুরঃ


    বারাসাতঃ


    গুয়াহাটিঃ


    লুরুঃ


    আরো অনেক বাকি রয়ে গেল।
  • Ishan | 202.43.65.245 (*) | ০২ অক্টোবর ২০১৪ ০২:১৪72526
  • কলরব থামছেনা।

    পুজোর কলরব, ক্যানসাস সিটি।

  • π | 233.176.9.14 (*) | ১১ অক্টোবর ২০১৪ ০৭:১৯72527
  • হোক।হোক। হোক কলরব।

    ১৩ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয় খুলছে। সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে তার দিকে। দেশ তাকিয়ে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের হোককলরবের বন্ধুরা তাকিয়ে আছেন।

    সব থেকে বেশী তাকিয়ে বোধহয় শত্রুরা।

    মাথার চুল তো খাঁড়া হয়ে গেছে তাদের এতদিনে। তারা ভাবতেও পারেননি একদিন এ শহরের রাজপথ দখল করে নেবে প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী। কোনও সংগঠন ছাড়া।কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া,কোনও বিরিয়ানি খাইয়ে ব্রিগেড চলো ছাড়াই হাজারে হাজারে মানুষ ভিত কাঁপিয়ে দিয়ে চলে গেছে রাজপ্রাসাদের। গ্রাম গঞ্জে শহরে মফঃস্বলে ছড়িয়ে পড়ছে নতুন বাঁচার স্বপ্ন।

    এর ব্যাতিক্রম নয় উত্তরপাড়া এবং এর সংলগ্ন অঞ্চলও। হোক কলরবের মিছিল এর আগেও এই শহরের বুক দিয়ে হেঁটেছে ৪০০ এর অধিক মানুষ নিয়ে।

    শাসক এখন চূড়ান্ত কামড় দেবার চেষ্টা করছে।স্কটিশের বন্ধুর পায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছে বাইক। রাজাবাজারে আটকে রেখে মেরেছে।বর্ধমানে মেরেছে। কলেজে কলেজে,বাড়িতে বাড়িতে চলে গেছে নরমে গরমে হুমকির বার্তা।রাস্তায় অচেনা চোখ বারবার মেপেছে মিছিলে হাঁটবার জন্য।

    অন্যদিকে তাঁবেদার মিডিয়া,কাগজ কুৎসা করছে। যাদবপুরকে মদের ঠেক বলে প্রচার করছে নির্লজ্জরা। ছাত্র পেটানো vc কে স্থায়ী করা হয়েছে। এখনো একটাও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হয়নি। জুটেছে ম্যাডক্সে লালবাজার থেকে ভয় দেখিয়ে চিঠি। লাবনীতে গ্রেপ্তার।

    একটা কথা জানিয়ে দিতে চাই জনাব ... !

    এই VC স্থায়ী হলে, আন্দোলনও স্থায়ী হবে। পাশে ছিলাম।আছি। থাকব।

    আমাদের দাবী -

    ১। অভিযোগকারিণী ছাত্রীটির অভিযোগ কে যথাযথ গুরুত্ব দিয়ে একটি দ্রুত,পক্ষপাত বিহীন,নিরপেক্ষ তদন্ত পক্রিয়া,এবং বিশাখা গাইডলাইন মেনে একটি পক্ষপাত বিহীন তদন্তকারী দল গঠন।

    ২। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অবিলম্বে পদত্যাগ।

    ৩। ছাত্রছাত্রীদের উপর বর্বর পুলিশি আক্রমণ এবং গেঞ্জি পুলিশ এবং পুলিশ এর দ্বারা ছাত্রীদের উপর হওয়া যৌনহেনস্থার এর সুবিচার।

    ৪। হোককলরব আন্দোলনের সমর্থনে পথে নামা ছাত্রছাত্রীদের উপর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আমরা চাই ফিরিয়ে দেওয়া হোক গনতন্ত্রের পরিবেশ। চাই বাক স্বাধীনতার অধিকার।

    তাই রবিবার, ১২ তারিখ,উত্তরপাড়া স্টেশনের, মেন টিকিট কাউন্টারের সামনে জড়ো হয়ে আমরা সাংস্কৃতিক প্রতিবাদ জানাব কিছুক্ষণ। নিয়ে আসব নিজের লেখা পোস্টার,আঁকা ছবি। নতুন দিনের গান গাইব, কবিতা পড়ব। পথনাটিকা হবে। শেষে মিছিল করে উত্তরপাড়া প্যারীমোহন কলেজ পর্যন্ত পথ হাঁটবো।

    আপনিও আসুন। চলুন একসাথে গাই নতুন গান। গিটার নিয়ে,কবিতা নিয়ে, পোস্টার নিয়ে।

    একটা কথা- না, কোন সংগঠনের পতাকা আনা চলবে না। চলবে না সংগঠনের নাম লেখা ব্যানার,পোস্টার।

    যে কোনও প্রয়োজনে যোগাযোগ - ৮০১৩৮২৭৮৪৯,৮৯৮১৫৬৩২৪৯,৭২৭৮৪১৩৯৯৬
    https://www.facebook.com/events/792260737505309/?ref_dashboard_filter=upcoming
  • pi | 24.139.221.129 (*) | ১৩ অক্টোবর ২০১৪ ০২:০৬72528
  • 'হুগলি থেকে নীলরতন কুণ্ডু জানাচ্ছেনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্হায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে রবিবার বিকেলে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টারের সামনে সভা করলেন বিভিন্ন ছাত্রছাত্রীরা৷‌ শুধু সভাই নয়, কেউ কেউ গান ও কবিতার মাধ্যমেও তাঁদের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানালেন মানুষকে৷‌ কলরবের উদ্যোগে আয়োজিত ওই সভায় ছাত্রছাত্রীদের ওপরে সেদিন পুলিসের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদও জানানো হয়৷‌ যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী ছাড়াও হিন্দমোটরের বেশ কিছু শ্রমিকও সামিল হন আইনের প্রতিবাদ সভায়৷‌ সভা শেষে স্টেশন সংলগ্ন এলাকা থেকে বের করা হয় এক প্রতিবাদ মিছিল৷‌ উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে শেষ হয় ওই মিছিল৷‌'
    http://www.aajkaal.net/13-10-2014/cat/1/kolkata/
  • pi | 24.139.221.129 (*) | ১৪ অক্টোবর ২০১৪ ০৭:০৫72529
  • বার্মা থেকে
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন