এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • হোককলরব | 132.177.154.202 (*) | ২৪ সেপ্টেম্বর ২০১৪ ০৪:০২72558
  • যে যা পারেন পোস্টার ব্যানার এইখানে শেয়ার করুন।
  • ab | 24.96.189.171 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:১৯72564
  • এই শতকের দুটোই ভুল
    সিপিএম আর তৃনমূল
    আলিমুদ্দিন শুকিয়ে কাঠ
    হারবে এবার কালিঘাট
    কুকুর তাড়াতে মুগুর চাই
    আয় ষোলোর ভোটে ঝাল মেটাই
  • PS | 152.4.206.228 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৫:৫৮72565
  • এই অপদার্থ সরকার ছাত্রদের সাথে যে অভব্য অশালীন ব্যবহার করেছে, তার প্রতিবাদে ২০১৬ তে বিজেপিকে ভোট দিন। যাদবপুরের ছাত্র আন্দোলন আরো তীব্র হয়ে পুরো রাজ্যে ছড়িয়ে পড়ুক। আবকি বার মোদি সরকার।
  • সিকি | 131.241.127.1 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০২72566
  • খাইসে!
  • pi | 24.139.221.129 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৩72567
  • pi | 24.139.221.129 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৮72568
  • মামুর বানানো।

    হ্ত্ত্পঃ//স৩০।পোস্তিম্গ।ওর্গ/৭গ১৩ম্ল্ফ৫/ইদ১।প্ন্গ

    হ্ত্ত্পঃ//স১৮।পোস্তিম্গ।ওর্গ/৬ইর্পৌq২হ/ইদ২।প্ন্গ
  • pi | 24.139.221.129 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৮72569
  • মামুর বানানো।



  • pi | 24.139.221.129 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫১72570
  • আজ, শিবপুরে।

  • ab | 24.99.32.133 (*) | ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৫:০৩72571
  • ও বঙ্গে হেরে গেছে জামাতের জঙ্গি
    এ বঙ্গে হেরে যাবে জামাতী-র সঙ্গী
  • কল্লোল | 125.240.8.33 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩৩72572
  • আগামীকাল, রবিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০এ ব্যাঙ্গালোর টাউন হল থেকে মিছিল হবে কাব্বন পার্ক পর্যন্ত। সকলে চলে এসো/আসুন/আসিস।
  • ss | 208.7.62.204 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০৩:১০72573
  • দুর্নীতিগ্রস্ত ছাত্র দমনকারী জামাতী সঙ্গী সরকার হঠিয়ে আমরা বিজেপি সরকার আনবো, এই আমাদের দৃঢ় অঙ্গীকার। ছাত্রবন্ধুরা তোমরা তীব্র আন্দোলন গড়ে তোল আমরা তোমাদের সাথে আছি।
  • HarunAlRashid | 127.194.228.32 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০৬:০৯72575
  • 1)

    ক্ষমতার লাঠি পালটেছে হাত
    ইতিহাস ডেকে বলে ,
    আন্দোলনের শরীর যখন
    শাসক মাড়িয়ে চলে ।
    চালায় লাঠি ফাটায় মাথা
    ক্ষমতার ভাষা একই ,
    অন্য ভাষা সে সহ্য করেনা
    নিজের চোখেই দেখি ।
    মুছে নেবে ঠিক শাসক স্পঞ্জে
    রক্ত ঝরেছে যত
    থেকে যাক শুধু রাগী অভিমান,
    বুকের জমাট ক্ষত ।

    *************
    2)

    রক্ত গড়ায় কনুই বেয়ে
    রক্ত তোমার দুইহাতে,
    ক্ষমতার ওই বগী থালায়
    রক্ত দেখি ডাল ভাতে ।
    হাপুস হুপুস খাচ্ছ তুমি
    ঠোঁট মুছে নাও জিভ চেটে,
    হাত পেতে নাও অন্ধকারে
    ক্ষমতা চাটনি বেশ খেতে ।
    শাসন যন্ত্রে সব রঙই এক
    একি ভাষায় দিন চলে ,
    শাসন মুখোস পরলে তুমি
    হাত মেলালে ঠিক দলে ।

    *******************
    3)

    হাত পা চলে সুতোর টানে
    শিরদাঁড়াটা ব্যাঙ্কে ,
    সূর্যের রঙ কালো হোল
    শাসন কলের ক্র্যাঙ্কে ।
    আলো নেভাও চারদিকে আজ
    পেশিভরা দম্ভ ,
    হয়নি কিছুই বলছে হেঁকে
    শাসক-পুলিস কম্বো ।
    শাসনদেবের জামার সুতোয়
    কিম্বা পায়ের জুতোয় ,
    থাকলে ঝুলে যেমন আছ
    পুলিশ তোমার মুঠোয় ।
    আগুন জ্বলে কারুর বুকে
    আগুন কারুর চোখে ,
    ফুলকি যখন হয় ইতিহাস
    চিনবে তখন তাকে ।

    **************
    4)

    ফুঁসছে ফুঁসছে দ্যাখো দুর্দম স্রোত
    ঢেউ ওঠে ঢেউ নামে শুনছ কি রোষ ?
    প্রতিবাদে প্রতিরোধে মুঠো মুঠো আলো
    আকাশ বাতাস কাঁপে স্পন্দিত কোষ ।
    হাত তালি হয় দ্যাখো বজ্র বিষাণ
    রক্তের রঙে আঁকা প্রতিবাদি গান ,
    চেতনার গণবোধ ছুঁড়ে ফেলে ভয়
    সাহসের ক্ষুরে হোলো একতার শান ।
    কলরবে কলরবে আর নেই ছেদ
    আয়নাটা দেখে নাও মিটে যাবে খেদ ,
    কদাকার ,নির্মম , পেশিভরা ক্লেদ
    রাষ্ট্র নয়ত তুমি রাষ্ট্রের প্রেত ।
  • pi | 192.66.5.204 (*) | ২৭ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩০72574
  • কল্লোল | 111.59.25.100 (*) | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৯72576
  • জয়ললিতার গ্রেপ্তারের ফলে আজ ব্যাঙ্গালোরের নানান জায়গায় ১৪৪ ধারা জারী হয়েছে। গতকাল রাতে, আজকে যাদবপুরকান্ডের বিরোধীতায় মিছিলের সংগঠক শুভম রথ ফোনে জানালে যে আজকের মিছিল বাতিল করা হলো।
  • adhuli | 190.148.69.210 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০৮72578
  • নিজে Jadavpur এর প্রাক্তন ছাত্র হয়েও একটা কথা বলতে চাই। পুলিশ যে ভাবে ছাত্রদের মেরেছে, সেটা নিশ্চয় নোংরামি। এবং মমতা সরকার সবদিক দিয়েই একটা অপদার্থ সরকার। কিন্তু যে ঘটনা তা একদম শুরুতে ঘটেছে, সেটা তো কোনো বহিরাগত দের না। যতদুর শোনা গেছে, JU এর একটি ছাত্রী কে JU র কযেকজন ছাত্র মলেস্ট করেছে। ঘটনা তা সত্তি হতে পারে, এমন ও হতে পারে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে, এমন ও হতে পারে এটা পারস্পরিক ভুল বোঝাবুঝি। কোনটা সত্তি, সেটা কি তদন্ত ছাড়া বলা যাবে-? এখন যারা উপাচার্য এর মুন্ডু চাইছেন, যদি পুলিশ তদন্তে কযেক জন ছাত্র দোষী বেরিয়ে আসে, তখন তাদের অবস্থান কি হবে-? তখন কি বলা হবে মেয়েটি মিথ্যা বলেছে-? নাকি বলা হবে আলোচনা করে compromise করে ফেলা হোক-? যতই আলোচনা হোক, মেয়েদের ওপর অত্যাচার একটা অপরাধ এবং একটা সামাজিক ব্যাধি। উপযুক্ত শাস্তি না দিলে এটা চলতেই থাকবে। আজকের টেলিগ্রাফ এর রিপোর্ট দেখে অবাক হলাম। তারা এখন দু জন ছাত্র যারা arrest হয়েছে, তাদের প্রতি সহানুভূতি দেখাতে ব্যস্ত। গত week এ তাদের সহানুভূতি মেয়েটির প্রতি ছিল। কি হচ্ছে এ সব-? আইন কে আইন এর পথে চলতে দেয়া হবে নাকি আন্দোলন এর ঝড় তুলে সব কিছু কে ঝাপসা করে দেয়া হবে, সেটাই তো এখন পরিস্কার হচ্ছে না। যদি দোষী দের এখন আড়াল করা হয়, তাহলে খাপ পঞ্চায়েত এর সাথে এই তথাকথিত ভদ্র লোকেদের ডিফারেন্স টা কোথায়-?
  • ke | 127.194.192.206 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:১২72579
  • আধুলি : "কলরবের" বৈশিষ্ট্যই এই যে যুক্তিপূর্ণ কথা চাপা পড়ে যায়, বলা বা শোনা কোনওটাই যায় না । অতএব আপনার প্রশ্নগুলোর উত্তর খোঁজাও নিরর্থক পন্ডশ্রম ।

    বস্তুতঃ এই "আন্দোলনের" গোড়া থেকেই স্ববিরোধিতা অজস্র, মিথ্যার আশ্রয়ও প্রচুর । মূল বক্তব্য : যেহেতু পুলিশ-উপাচার্য-সরকার অন্যায় করেছে(ন), তাই আমরা যে কোনও পন্থা অবলম্বন করতে পারি এদের (ওই অর্ডারে) বিরূদ্ধে কার্যকলাপে । ন্যায়-অন্যায় নির্বিচারে ।

    কমবেশি একশো বছর আগে বাংলায় অনেকটা একই ধরনের পরিস্থিতি উদ্ভূত হয়েছিল । স্রেফ অত্যাচারী সরকারের বিরূদ্ধাচরণ করেছিল বলেই একটি মুভমেন্টকে সমর্থন না করার, বা প্রথমে সমর্থন করলেও পরে তা প্রত্যাহার করার, নেতাদের ত্রুটিবিচ্যুতি, অদূরদর্শিতা, ক্ষমতাপ্রিয়তা, অসাধুতা, অনৈতিকতা দেখিয়ে দেওয়ার, চলমান স্রোতের বিরূদ্ধে গিয়ে মতপ্রকাশ করার সৎসাহস যিনি দেখিয়েছিলেন তাঁর নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ।
  • হোকমোদিফায়েড | 208.7.62.204 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৬:২৩72580
  • অগর ফোটোশপ না হোতা তো ইয়ে রিভলুশন বেচারা ক্যা করতা?
  • তাপস | 233.29.204.178 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩০72581
  • adhuli | 190.148.69.210 (*) | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:২৪72582
  • আপত্তি টা এখানেই যে আজকের টেলিগ্রাফ এর রিপোর্ট এ লেখা হচ্ছে যে দুজন ছাত্র কে ধরা হয়েছে, তারা নাকি কত গরিব ঘরের ছেলেপিলে, কারোর পাঁচ বোন্, কারোর বাবা অসুস্থ, এ সব কোনো টাই কি প্রমান করে যে তারা নিরাপরাধ-? গরিব হলে যদি তারা নিরাপরাধ হই, তাহলে তো delhi থেকে কাম্ধুনি সবাই নিরাপরাধ। ইন ফ্যাক্ট তারা নিজেরাই বলছে যে তারা ইউনিয়ন লিডার দের বলেছিল মেয়েটির সাথে কথা বলে অভযোগ তুলে নেবার অনুরোধ করতে, তার মানে কিছু একটা ঘটনা ঘটেছে এবং তারা নিজেও সেটা খুব ভালো করে জানে যে সেটা চাপা না দিতে পারলে নিজেরা ফেঁসে যেতে পারে।। তাদের কে পুলিশ জেরা করলে বাকিদের নাম ও বেরিয়ে আসবে। মমতার সরকার জাহান্ন্নমে এ যাক, উপাচার্য-ও ওনার সঙ্গে জাহান্নম এ যাক, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটার শাস্তি হোক। তারা যেন ছাড়া না পায়।
  • ন্যাড়া | 172.233.205.42 (*) | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০৫:২৯72583
  • কলরবের ঘোলা জল আস্তে আস্তে থিতু হবার সঙ্গে সঙ্গে ভেতরের কিছু খবর বেরোচ্ছে, যার থেকে মনে হয়, ওপর ওপর যত সরল একরৈখিক স্বতস্ফুর্ত আন্দোলন দেখাক, বহু ভেস্টেড ইন্টেরেস্ট এই বাজারে নিজের অ্যাজেন্ডা চালাচ্ছে, চালাবার চেষ্টা করছে।

    মূল মোলেস্টেশন কেসটাও পরিস্কার বোঝা যাচ্ছে না। মেয়েটির বাবা কোথায় একটা যেন ঘটনার বিবরণ দিয়ে বলেছিলেন, "ওরা শুধু রেপ করতেই বাকি রেখেছিল।" ঠিক কী ঘটেছিল?
  • pi | 192.66.5.197 (*) | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৫১72585
  • সে দির জন্য।
  • সে | 203.108.233.65 (*) | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৩72584
  • কলরব হচ্ছে হোক ভালো কথা। যাদবপুরের প্রাক্তনীরা সব প্রতিষ্ঠিত দুনিয়ার নানা দেশে। সারা দুনিয়া জুড়ে কলরব হচ্ছে। যারা যাদবপুরের ছাত্র নয় তাদের ওপরে অত্যাচারের প্রতিবাদে কোনো কলরব হয় না।
  • aranya | 78.38.243.218 (*) | ০১ অক্টোবর ২০১৪ ০৫:৩৬72586
  • আধুলি-র পোস্টের পরিপ্রেক্ষিতে - দোষী-রা শাস্তি পাক সেটা যেমন দরকার, নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায়, সেটাও তেমনই দরকার।
    পঃ বঙ্গে পুলিশ সম্পূর্ণ বায়াসড, দলদাস। তাদের পক্ষে কোন নিরপেক্ষ তদন্ত চালান সম্ভব বলে মনে হয় না, এটাই দুঃখের
  • aranya | 78.38.243.218 (*) | ০১ অক্টোবর ২০১৪ ০৫:৪০72587
  • যেমন এই ঘটনার ক্ষেত্রে, রাস্তায় ছাত্রদের মিছিল না নামা পর্যন্ত পুলিশ কিছুই করে নি, হাত ধুয়ে বসেছিল। তারপরেই হই হই করে সক্রিয়তা শুরু - পার্থ, শঙ্কুদেব নিগৃহীতা মেয়েটির বাড়ী গেলেন, পুলিশও আদা-জল খেয়ে অপরাধী ধরতে নামল
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন