এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.15.229 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৬:৩৯73839
  • আমার স্মৃতিতে ওই ইংরেজি কথিত চালাক-চালাক বাক্যটি দু'দশক আগে বাঙালী পরিচালক জনৈক নবেন্দুর "চপার" বলে একটি সিনেমায় ভিলেনের মুখে শোনা।
    আমার ধারণা রাজু অধিকারী বা দেব অডিয়েন্স পেয়ে স্কোর করার লোভে " স্মার্ট " ডায়লগ দিতে গিয়েছিলেন।। ফল ব্যুমেরাং। মাপ চাইতে হল। তবে এতে ভোটে কোন প্রভাব পড়বে না।
    কেষ্টবাবুর জ্যোতিপ্রিয়বাবুর ডায়লগে যখন পড়ছে না।
    লেখক আদৌ দেবকে জাস্টিফায়েড বলেন নি। বরং এই সুবাদে আমাদের আত্মানুসন্ধান করতে বলেছেন।
    স্বাগত।
  • Arpan | 52.107.175.146 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৬:৪৪73840
  • ধনঞ্জয় ও এনজয় চালু খোরাক ছিল ২০০৪-৫ নাগাদ। বহুবারই শুনেছি। হাসি পায়নি যদিও।
  • Arpan | 52.107.175.146 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৬:৪৯73841
  • রঞ্জিত সিনহা কিনি?
  • সিকি | 135.19.34.86 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৬:৫৮73813
  • দেবের বিয়ে হলে সমস্যা মিটবে কিনা বলতে পারি না, বা আদৌ সে পাব্লিকের বিয়ে হয়েছে কিনা তাও জানি না। খিস্তি মারার টেনডেন্সিটা বিয়ের পরে একটু কমে যায় বলে আমার অবজার্ভেশন। দেব তো খিস্তি মারে নি। ও যেটা বলেছে সেটা ওর মাইন্ডসেটের প্রকাশ। এই মাইন্ডসেট থাকা বা পরিবত্তোন হবার সাথে বিয়ে-থা-র কোনও সম্পক্কো নাই। দেবের কেস জানি না তবে রঞ্জিত সিনহা বহু বছরের বিবাহিত।

    তাতে মাইন্ডসেট বদলায় না।
  • ranjan roy | 24.99.15.229 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৬:৫৮73842
  • অপ্পন ডোবালে!
    উনি কালো মোটা, দেখলে আমার বড় ভাই বলে ভুল হয়, এক সিবিআই ইয়ে, যিনি লালুকে লপসি খাইয়ে এখন আবার----।
  • Arpan | 52.107.175.146 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৭:০০73843
  • সে তো উপেন বিশ্বাস ছিল। দাঁড়ান গুগল করি।
  • সিকি | 135.19.34.86 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৭:০১73814
  • বিদেশে দেখেছি অফিসের মধ্যেও, অফিশিয়াল কমিউনিকেশনেও "ফাকিং" শব্দটা গুছিয়ে ইউজ হয়। সবাইই উচ্চশিক্ষিত, জাস্ট আমার অনভ্যস্ত কানে একটু কেমন লাগে। ভালো লাগলেও ফাকিং গুড, খারাপ লাগলেও ফাকিং সাকিং ইত্যাদি। ভারতে অন্তত পাবলিক প্লেসে চ-সমৃদ্ধ কথা বলার যুগ আসে নি। তাই বিয়িং রেপড, তাই এনজয় করার তুলনা, তাই বলাৎকার স্পিচ। মাইন্ডসেট উইথ ইংরেজি বা শুদ্ধ হিন্দির শুগারকোটিং।
  • Arpan | 52.107.175.146 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৭:০৩73844
  • ও মনে পড়েছে। বেটিং স্ক্যাম প্রসঙ্গে বলেছিল।
  • aka | 76.168.176.50 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৭:০৯73845
  • when murder is inevitable then lie down, stretch, relax and enjoy the process of being murdered

    এইমাত্র আমি বললাম ২০ বছর পরে রেফারেন্স দিতে ভুইলেন না যেন।
  • Ekak | 24.99.28.40 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৭:৩৮73815
  • আম জনতা কে নিয়ে একপাশে সরিয়ে রাখার প্রবণতা আসলে স কল্ড "মূল স্রোত " কেই প্রান্তিক করে । যদিও তারা নিজেদের পিলার ভেবে শান্তি পান কিন্তু আসলে প্রান্তিক ও ভয়েসলেস । জঙ্গলে গাছ পরার মত । কেও শোনেনা তাই শব্দ নাই :) আম জনতা কেন কোনো কথা বলে কিভাবে ভাবে কেন ভাবে এটা স্টাডি করার ও ধৈর্য্য নিয়ে বোঝার দরকার আছে । সেগুলো মেনে নেওয়ার জন্যে নয় । বরং উল্টোটা । সেই এক্সর্সাইস টাই হয়না বলে আমরা নিজেদের খরগোসের গর্তে এত নিশ্চিন্ত থাকি । পাশ দিয়ে আমজনতা কে সুরসুরি দিয়ে ভোটের বাজনা বেজে যায় ।
  • sc | 132.164.14.164 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৭:৪৩73816
  • ঘরোয়া আড্ডায়, বন্ধুদের মধ্যে যে ভাষায় কথা বলা হয় বা যেসব মন্তব্য করা হয়, সেগুলো ইন্টারভিউতে বা পাবলিক স্পিচে করা যায়্না। এটা হিপোক্রিসি কিনা যানিনা, তবে একজন পাবলিক ফিগার বা রাজনীতিবিদ এরকম বললে জনমানসে প্রতিক্রিয়া হতে পারে বলেই এরকম মন্তব্য করা উচিত না।
  • AP | 24.139.222.45 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৮:০২73817
  • ভালো লেখা। নিরপেক্ষ ভাবনা। আমাদের রোজকার কথাবার্তায় গালাগালিতে সত্যিই এইরকম অনেক কথা মিশে থাকে, যা খুব ভেবেচিন্তে বলা নয়। এটা দেবের তরফে চূড়ান্ত 'পলিটিক্যালি ইনকারেক্ট' কথা। তবে দেবের 'জনপ্রতিনিধিত্ব' নিয়ে কথা বলতে গেলে অনেক গোড়ার কথা ছেড়ে এই খিল্লি ওড়ানো নিয়ে পড়ে কিছু লাভ নেই। আর ভারতীয় জ্যানাগ্যান-কে গালি দিতে গিয়ে খিল্লি ওড়ানো আর সমর্থন করা কে এক করে দেখাও (সে যার ক্ষেত্রেই হোক) বোধহয় ঠিক নয়।
    কিন্তু আমার এক্ষপি বলে সকল আমজনতাই এই সকল 'খিল্লি ওড়ায়' সে বীরভূমের চাষীভাই হোক বা খ্যালখ্যাটার আইটিগাই....
  • বহা | 125.111.248.134 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৮:০৬73818
  • গালাগালি বেশির ভাগ ক্ষেত্রেই খুব কেতাবি ভাষায় যাকে বলা হয় "শূন্যগর্ভ চিহ্নক", অথবা empty signifier। অর্থাৎ, উৎপত্তি যাই হোক না কেন, বহু ব্যবহৃত হতে হতে তাদের আর সুনির্দিষ্ট কোনও অর্থ থাকে না। জলের মতো যে পাত্রে রাখা হয়, সেই আকারই ধারণ করে। এর সব থেকে ভালো উদাহরণ উম্বের্তো একো-র "নেম অফ দ্য রোজ"-এর নামকরণ। একো বলেছিলেন, গোলাপ শব্দটি এখন এতটাই সম্ভাবনাহীন এবং নিউট্রাল, একটি নিউট্রাল শব্দ খুঁজতে গিয়ে তার গোলাপের কথাই মনে আসে। কাজেই "চোদা" শব্দটি লেজে থাকলেও, তার ব্যবহারের মধ্যে কোনও সুপ্ত রিরংসা কাজ করছে এমনটি মোটেই নয়। "বাঁড়া"-র বহুপ্রচলিত ব্যবহার নিয়েও একই কথা। কিন্তু সাধারণত সব দেশেই ব্যক্তিগত পরিসরের ভাষা এবং জনপরিসরের ভাষার মধ্যে একটা তফাৎ রাখা হয়। এবার সে তফাৎ কতটা, বা কোথায় কী ভাবে রাখা হবে, তা দেশ-কাল-পাত্র-নির্ভর।
  • Kousik | 125.250.205.3 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৮:১১73819
  • জঘন্য আর্টিকেল। যেভাবে কিছু মানুষের কথা বার্তাকে আম জনতার কথা বার্তা বা দৃষ্টিভঙ্গি বলে চালানোর চেস্টা হয়েছে তা একেবারে মিথ্যাকে সত্য করে দেখানোর ছাড়া কিছু নয়।
  • Blank | 180.153.65.102 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৮:২৩73820
  • আমি যে কোনো আড্ডায় পাতি স্নাইপার দিয়ে কয়েকজন কে মেরে দেওয়ার কথা বলি। কিন্তু ভোটে দাড়িয়ে (তাই ক্ষমতাশীল দলের হয়ে), পাবলিকের সামনে সেই কথা বললে তার অর্থ পাল্টে যায়। সেটা উসকানি মুলক কথা হয়। তার ফল ডেঞ্জারাস।
  • নেতাই | 131.241.98.225 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৮:২৮73821
  • যা প্রাপ্য দেবকে তার চেয়ে অনেক কম সমালোচনা শুনতে হয়েছে/হচ্ছে। প্রায় একই কথার জন্য রঞ্জিত সিনহা কে অনেক বেশী ঝড় সামলাতে হয়েছিল। এখানে তো মেন পেপারগুলোতে রিপোর্টিং পর্যন্ত হয়নি। দেবের মন্তব্য ঘৃণ্য ডিঃ দিয়ে তারপর দেবের জন্য সহানুভুতিতে ব্যাকুল হয়ে পড়ার কিছু হয়নি।
  • গন্ডেরিরাম বাটপারিয়া | 125.112.74.130 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৯:০৬73822
  • "আহা, ষাট ষাট" কেস, তবে অবাক হইনি।
  • rajib bose | 127.194.212.230 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৯:০৮73846
  • য্ত ই ব লু ন দেব এক টি গান্ডু
  • সে | 188.83.87.102 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৯:১৩73823
  • দেবের ফিল্মগুলো বয়কট করুন।
  • Kousik | 122.79.39.19 (*) | ২৫ মার্চ ২০১৪ ০৯:৫১73824
  • সে তো চাঁদের পাহাড় দেখার পর থেকেই করেছি।
  • | 127.194.80.7 (*) | ২৫ মার্চ ২০১৪ ১০:১৩73847
  • অত্যন্ত ভুলভাল কথা অবলেছে। বেশী স্মার্ট হতে গিয়ে ছড়িয়ে লাট করেছে। কোথায় কী বলতে হয় সেই সম্পর্কে কোন ধারনাই নেই। দেব কে অবিলম্বে ডাক্তার দেখানো দরকার । সিরিয়াসলি।
  • সে | 188.83.87.102 (*) | ২৫ মার্চ ২০১৪ ১১:৩৮73825
  • একদম। কোথায় শঙ্কর আর কোথায় দেব!
  • b | 135.20.82.164 (*) | ২৫ মার্চ ২০১৪ ১২:০০73826
  • ও আর বয়কটের কি আছে? এমনিও পাগলু দেখিনি।
  • de | 190.149.51.67 (*) | ২৫ মার্চ ২০১৪ ১২:৩৫73827
  • দেবের অভিনীত আমার দেখা প্রথম ও শেষ ফিল্ম চাঁ পা!
  • ujbuk | 96.174.237.225 (*) | ২৬ মার্চ ২০১৪ ০৩:২২73848
  • দেব নিজের মতো করে স্মার্ট হতে গিয়ে ইন্টারভিউ দিয়েছে আর এই নিজের মতো করে স্মার্ট হতে গিয়ে এই লেখাটাও লেখা হয়েছে। দেবের অডিয়েন্স এর জন্যে দেব স্মার্ট আর গুরুচন্ডালির জন্যে এই লেখাটা স্মার্ট। ব্যাস !
  • কল্লোল | 125.244.236.76 (*) | ২৬ মার্চ ২০১৪ ০৩:৩২73849
  • কিন্তু চোদা কথাটা গালাগলি কেন?
    কেনো মানুষ এই কাজটাকে এতো খারাপ বলে ভাবে?
  • su | 86.118.6.148 (*) | ২৬ মার্চ ২০১৪ ০৩:৩৫73850
  • আরবান বাঙালি কিন্তু মোটামুটি খিস্তি শুনতে ভালই বসে, বাইশে শ্রাবণ দেখতে গিয়ে খিল খিল হাসির জন্য অনেক ডায়লগ ই শোনা যায়নি (ফিল্ম টা যদিও তেমন মহত বলছি না )। এই খিস্তি র চাষ কলেজ র হোস্টেল এ প্রচুর হয়ে থাকে ।।বোধ হয় frustu থেকে বেশি। আমার বান্ধবী (এখন বউ) আমাকে হোস্টেল এ কমন ফোন এ দরকার এ ফোন করে খিস্তি শুনেছিল - আমি কখনো জানতে পারি নি ক বা করা ছিল।।হতেই পারে আমার classmate বা আমার roommate । আমি মহত্বের দাবি করছি না, শুধু বলতে চাইছি এটা হঠাত করে একদিনে হয় নি।নীরদ c চৌধুরীর আত্মঘাতী বাঙালি বা বাঙালি জীবনে রমনী বা আরো আগে দীনবন্ধুমিত্র বা মধুসূদন এর নাটক গুলো পড়লে বোঝা যায় আমরা জাতি হিসেবে আসলে আদৌ রাবীন্দ্রিক বোধ এ জারিত নই, আর এই ঘটনা গুলো বিছিন্ন নয়, this is not really aberration , this is rather norm ।
  • su | 86.118.6.148 (*) | ২৬ মার্চ ২০১৪ ০৩:৪১73851
  • তবে F - word is used more as an interjection , less of intercourse - বাংলার সঙ্গে তুলনা টা ঠিক চলে না বোধ হয় এ ব্যাপারে ।
  • b | 135.20.82.164 (*) | ২৬ মার্চ ২০১৪ ০৫:১৮73852
  • কল্লোলদা, শুধু চোদা নয়, ওর আগে শব্দ বসে তো ঃ বহু-কা- সেটা বোকা হয়ে গেছে, বহন- সেটা বান; মাদার ইত্যাদি। আসলে সবই অজাচারের দিকে লক্ষ্য।
  • ranjan roy | 24.96.33.234 (*) | ২৬ মার্চ ২০১৪ ০৮:০৪73853
  • খিস্তি শুনতে ভালোবাসেনা এমন লোক হাতে গোনা যায়। গ্রামীণ জনতা কিছু কম বাসে না, প্রত্যক্ষ অভিজ্ঞতা।

    কিন্তু "ধর্ষণ" ( রেপ) কি আদৌ খিস্তি বা শুধুই খিস্তিমাত্র?
    যৌনতার মিশেল দেয়া জোকস এক কথা আর মেয়েদের নীচু করে বা ক্ষমতার স্থুল প্রদর্শনবাহী জোকস্‌ আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন