এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • যাদবপুর - আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি বিবৃতি

    অভিষেক তুঙ্গা লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ | ১৩২২০ বার পঠিত
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কিছু ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ছাত্র সংসদের থেকে আমরা একটি চিঠি পাই। সেটি খোলা চিঠি হিসেবে প্রকাশ করা হল। বলা বাহুল্য, লেখার বক্তব্য ও দৃষ্টিভঙ্গি লেখকের নিজস্ব।


    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


    ঠিক কী ঘটেছিল ?


      ঘটনার সূত্রপাত চতুর্থ বর্ষের ছাত্র PRINTING DEPT. এর মানিক হালদার এবং CONSTRUCTION DEPT. এর অনুপম ঘোষ ও IT DEPT. এর দ্বিতীয় বর্ষের একটি ছাত্রকে দিয়ে। সকলেই থাকত JADAVPUR UNIVERSITY-এর SALTLAKE CAMPUS-এর হস্টেলে। দ্বিতীয় বর্ষের ছাত্রটি এসেছিল দার্জিলিং থেকে, স্বাভাবিকভাবেই রয়ে গিয়েছিল ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতা। যদিও দার্জিলিং থেকে আসা বহু ছাত্র-ছাত্রীই ক্রমশ মিশে যায় যাদবপুরের সংস্কৃতির সাথে, এক্ষেত্রে তা হয়নি। প্রথম বর্ষেই যে কারণে ছাত্রটি কথা কাটাকাটির মধ্যে চতুর্থ বর্ষের এক ছাত্রের নাকে ঘুষি চালায়। তবে তখনকার মতো ঝামেলাটি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয়। ঘটনাপ্রবাহে ছাত্রটি নিজেকে আরও গুটিয়ে নিতে থাকে।


                         দ্বিতীয় বর্ষের ছাত্রটি অবৈধভাবে হস্টেলে নিজের রুমে দুজন প্রথম বর্ষের ছাত্রকে রাখতে শুরু করে। গত ২২এ অগাস্ট চতুর্থ বর্ষের প্রিন্টিং টেকনোলজির ছাত্র তথা হস্টেলের anti-ragging squad এর প্রাক্তন সদস্য মানিক হালদার তা হস্টেল সুপারের নজরে আনে, এতে দ্বিতীয় বর্ষের ছাত্রটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে কেউ বা কারা দ্বিতীয় বর্ষের ছেলেটির ঘরের কাঁচ ভেঙ্গে দিয়ে যায়। কে বা কারা ঘটনাটি কেন ঘটাল নাকি ঘটনাটি নিছকই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ২৩শে অগাস্ট ঘটনাটি নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হস্টেলে একটি মিটিং বসে যেখানে মানিক, অনুপম ও অন্যান্য ছাত্ররাও উপস্থিত ছিল। মিটিং-এ দু-তরফেই উত্তপ্ত কথা কাটাকাটি চলে, ২য় বর্ষের ছাত্রটি সাহস থাকলে one to one লড়াই-এর চ্যালেঞ্জ জানাতে থাকে। এরই মধ্যে অনুপম মেজাজ হারিয়ে ২য় বর্ষের ছাত্রটিকে চড় মেরে বসে। যদিও মিটিংটি শেষ হয় সবাই-সবাই কে ক্ষমা চেয়ে নিয়ে। এমনকি অনুপম ও সেই ছাত্রটি পরস্পরকে কোলাকুলিও করে।


                        পরের দিন কেউ ২য় বর্ষের ছাত্রটির দরজার বাইরে মলত্যাগ করে যায়। এরকম পশুচিত কাজ কোন জানোয়ার করে গেল কে জানে, কিন্তু ২য় বর্ষের ছাত্রটি UGC –এর ওয়েবসাইটে অভিযোগ দায়ের করে। (অভিযোগটি র‍্যাগিং এর অভিযোগ হিসেবে দায়ের করেনি)



    এর পরের ঘটনাপ্রবাহঃ


    ১) VC ২৪ ঘণ্টার মধ্যে তিন সদস্যের একটি FACT FINDING COMMITTEE তৈরি করে। যদিও কোন ছাত্র কোনোভাবেই এই তদন্ত কমিটির বিন্দুমাত্র অস্তিত্ব টের পায়নি।


    ২)এই কমিটি অনুপম ও মানিককে ডেকে পাঠায় ও সেদিনের চড় মারার ঘটনার স্বীকারোক্তি নানা ছলা-কৌশলে লিখিয়ে নেয়। যদিও এরা জানতই না এই কমিটি আসলে তথাকথিত র্যামগিং-এর তদন্ত কমিটি। এমনকি এই কমিটি ঘটনাস্থলে উপস্থিত সবাইকে জেরা করেনি।


    ৩) গত ১০ই  সেপ্টেম্বর anti-ragging committee-এর মিটিং ডাকা হয়, কোন agenda ছাড়াই। যেখানে on table agenda –য় এই প্রসঙ্গটির উত্থাপন করা হয়। যেহেতু প্রায় সব ছাত্রছাত্রীরাই র‍্যাগিং–এর বিরোধী, তাই ছাত্র-সদস্যরা ঘটনাটি র‍্যাগিং ধরে নিয়ে শাস্তির পক্ষে সম্মতি দিয়ে আসে, একমাত্র সল্টলেক ক্যাম্পাসের সদস্য মিঠুন ও সাধারণ সম্পাদক সৌভিক ছাড়া। এরা অল্পবিস্তর ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহল ছিল। শাস্তির পূর্বে নিয়ম অনুযায়ী অনুপম ও মানিককে শোকজ করা হয়।


    ৪) show-cause –এর জবাব পাওয়ার আগেই registrar মিডিয়াতে শাস্তির ঘোষণা করে দেয়।



    আমাদের বক্তব্য কী?


    ১) যে কেউ অভিযোগ করতেই পারে তাকে র‍্যাগিং করা হয়েছে,কিন্তু প্রকৃতই র‍্যাগিং হয়েছে কিনা,তার সঠিক অনুসন্ধান হওয়া উচিত।


    ২) গোটা ঘটনায় মানিক এর দোষ অবৈধভাবে রুম-এ ছাত্র রাখার ঘটনা সুপার-এর নজরে আনা! অনুপমের দোষ উত্যক্ত কথাকাটাকাটি মধ্যে চড় মেরে বসা,যেটা আবার নিজে মিটিয়েও ফেলে। বাকি ঘটনাগুলো কারা করেছে প্রমাণিত নয়, তাহলে কি করে এই দুজনকে র‍্যাগিং এর শাস্তি দেওয়া হচ্ছে?


    ৩) Fact Finding Committee এভাবে লুকিয়ে অনুসন্ধান চালানো কেন? এমনকি Anti Ragging Committee-এর মেম্বারও জানতে পারলো না!


    ৪) Anti Ragging Committee Meeting-এর আগেও agenda তে কেন সদস্যদের Ragging-এর অভিযোগ বা মিটিং এর বিষয়ে কিছু জানাল হল না?


    ৫) একটি বচসার ভিত্তিতে যদি Ragging-এর শাস্তি দেওয়া হয়, তাহলে কাল football মাঠে offside নিয়ে বচসা বা প্রেম নিয়ে senior-junior-এর মধ্যে গণ্ডগোলকেও Ragging বলে চালানো হবে।


    ৬) তবে চড় মারার ঘটনা অবশ্যই অনভিপ্রেত ও অপ্রীতিকর,তাই Hostel-এর Code of Conduct-এর নিয়ম অনুযায়ী অভিযুক্তের শাস্তি পাওয়া উচিত।


    ৭) কাচ ভাঙ্গা ও মলত্যাগ এর ঘটনা কঠোরভাবে নিন্দনীয়,অভিযুক্তদের অবিলম্বে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।



    আমাদের দাবী কী?


    ১) এত অবিচার ও অস্বছত্তার জন্য  Anti Ragging Committee Meeting পুনরায় ডেকে পুরো ঘটনাটির পুনরালোচনা করা হোক।


    ২) যতক্ষণ না পুরো ঘটনাটির পুনারালোচনা করা হচ্ছে, ততক্ষণ শাস্তি লাগু করা যাবে না।



    আরো কিছু প্রশ্ন ও তার উত্তরঃ


    ১) ভিসি (উপাচার্য) কি আইনবিরোধী কিছু করেছেন?


    - র‍্যাগিং-এর শাস্তির আইন তো রয়েছেই, কিন্তু কর্তৃপক্ষ মিথ্যে অভিযোগে ব্যবস্থা নেবেন এরকম কোনও আইন নিশ্চয়ই নেই। কিন্তু এক্ষেত্রে সেটাই তো হয়েছে।


    ২) আমরা কেন আচার্য (রাজ্যপাল)-এর কাছে যাচ্ছি না?


    - ভিসি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি যদি এখানকার ছাত্রদের রুচি এবং মূল্যবোধ গুলিকে মাথায় না রেখে শুধুমাত্র মিথ্যে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে চান, তাহলে আমরা বাইরের কাউকে কীভাবে ভরসা করবো? আর, আচার্যের কাছে যাওয়া মানে তো পক্ষান্তরে মেনেই নেওয়া যে ভিসির ক্ষমতার আওতায় বিষয়টা মেটানো যাচ্ছে না।


    ৩) কর্তৃপক্ষ কি র‍্যাগিং-এর অভিযোগকে পুনর্মূল্যায়ণ করতে পারেন?


    - পারেন না এরকম কোনও আইন কিন্তু নেই। তার মানে নতুন করে তদন্ত ও বিচার করাই যায়।


    ৪) আমরা কেন আলোচনার বদলে আন্দোলনের (শান্তিপূর্ণ হলেও) রাস্তা বেছে নিলাম?


    -আমরা ভিসির সঙ্গে দেখা করেছিলাম, তিনি বললেন যে ইউজিসিকে রিপোর্ট পাঠানো হয়ে গেছে, ফলে সিদ্ধান্তগুলো আর পুনর্বিবেচনা করা যাবে না। সেক্ষেত্রে আলোচনার কোনও রাসতা তিনি খুলে রাখতে দিলেন না। ফলে অবস্থান বিক্ষোভ শুরু করতে হল।


    ৫) আমাদের আন্দোলনে কেন ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারকে অমানবিক ভাবে ঘেরাও করে রাখা হয়েছিল?


    - আমরা কাউকেই ঘেরাও করিনি। তাঁরা চাইলেই বেরিয়ে যেতে পারতেন। কিন্তু তাঁরা নিজেরাই থেকে গেছিলেন। তাঁদের কাছে খাবার জল বা ওষুধ ও পৌঁছোচ্ছিল। কিন্তু বাইরে বিশ্ববিদ্যালয়ের অবস্থা মোটেও স্বাভাবিক ছিল না। স্বাভাবিক পড়াশোনার পরিবেশ বেশ কিছুদিন ধরেই ব্যাহত হচ্ছিল। সে নিয়ে তাঁদের খুব হেলদোল দেখা যায় নি।


    ৬) প্রো ভিসি অসুস্থ জানা স্বত্ত্বেও তাঁকে কেন আটকে রাখা হল?


    - আগেই বলা হল কাউকে আটকে রাখা হয় নি। মিডিয়ায় প্রো ভিসি-র অসুস্থতার খবর পাওয়ার সঙ্গেসঙ্গে তাঁর সঙ্গে আমরা দেখা করি। তিনি জানান যে ঠিক আছেন, কিন্তু আমরা তাঁকে আবারও বলি তিনি চাইলেই চলে যেতে পারেন। পুরো কথোপকথনটাই ভিডিও রেকর্ড করা আছে। মিডিয়া অন্যভাবে প্রচার করছে, কিন্তু মিডিয়া যেটা দেখাচ্ছে না যে তিনজন ছাত্র গুরুতর ভাবে অসুস্থ, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    ৭) ফেটসুর জিএস অ্যান্টি র‍্যাগিং কমিটির মিটিং-এ গিয়ে কেন ছাত্রদের শাস্তির পক্ষে মত দিয়েছিল?


    - ভুল তথ্য। অ্যান্টির‍্যাগিং কমিটির মিটিং-এর মিনিট দেখলেই সেটা পরিস্কার হয়ে যাবে। রেজিস্ট্রার নিজেও তা স্বীকার করেছেন?


    ৮) আমাদের আন্দোলনের কী কোনও রাজনৈতিক রং আছে?


    আমাদের আন্দোলনের গতিপ্রকৃতি ও পদক্ষেপগুলি জেনারেল বডির মিটিং-এ ঠিক করা হয়। এর মধ্যে কোনও রাজনৈতিক ব্যানারের পার্টি যুক্ত নেই।


     ৯) আমরা কি র‍্যাগিং এর সমর্থক?


    - কখনোই না। আমরা মনে করি র‍্যাগিং একটি সামাজিক ব্যাধি। আর সিনিয়র জুনিয়র হিসেবের বাইরেও সমাজের সর্বত্র র‍্যাগিং হয়ে আসে। কোথাও অফিসার অধস্তন কর্মচারীকে র‍্যাগিং করে, কোথাও শিক্ষাপ্রতিষ্ঠানের অথরিটি ছাত্রদের র‍্যাগ করে। তাই র‍্যাগিং-এর বিরুদ্ধে সর্বস্তরের সচেতনতা এবং র‍্যাগিং করবো না এই আত্মসচেতনতাও দরকার। শুধুমাত্র শাস্তি দিয়ে র‍্যাগিং নির্মূল করা যাবেনা।



    ছাত্রছাত্রী ও বৃহত্তর সমাজের কাছে আমাদের আবেদন-


    টানা ৫২ ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর আমাদের রিলে অনশন প্রায় ৯০ ঘণ্টা অতিক্রম হতে চলল। এখন অব্দি পিতৃসম কর্তৃপক্ষ একবার জানারও প্রয়োজন মনে করল না, ছাত্রছাত্রীরা কেমন আছে! এর মধেই আমরা পাচ্ছি বিশাল সমর্থন- দ্বিতীয় বর্ষের ছাত্ররা তাদের fest- U-Turn স্থগিত রেখেছে, Electronics-এর দুই ছাত্র VC-র হাত থেকে switzerland-এর একটি নামী scholarship নিতে অস্বীকার কারেছে, Production ও Computer Science-এর বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা অনির্দিষ্ট কালের জন্য নিজেদের ক্লাস বয়কট এর সিদ্ধান্ত নিয়েছে, এছাড়াও চলছে বিক্ষিপ্ত ক্লাস বয়কট। রয়েছে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও বিশাল সমর্থন- Virginia Tech থেকে Sector-V, IIT থেকে IIM চিঠি পাঠাচ্ছেন তারাও। JNU থেকে Presidency, আমরা পাচ্ছি বিভিন্ন কলেজের সমর্থন। আসলে সমর্থন ছাড়া আমাদের এই আন্দোলন কখনই টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এই আন্দোলন আর শুধু ইঞ্জিনিয়ারীং ছাত্রছাত্রীদের আন্দোলনে আটকে নেই, Arts থেকে Science, সমস্ত Faculty-র ছাত্রছাত্রীরা এতে যোগদান করেছে। আগামী বুধবার বিকেল ৩টায় (সময় পরিবর্তিত হতে পারে) Union Room-এর সামনে থেকে একটি মিছিলের ডাক দেওয়া হচ্ছে- যেকোনো কলেজ-বিশ্ববিদ্যালয় নির্বিশেষে ,যেকোনো বয়স ও পেশার মানুষ এতে যোগদান করতে পারেন, অবশ্যই কোনোরকম রাজনৈতিক ব্যানার ছাড়া। উন্নততর ক্যাম্পাস গড়ে তুলতে পাশে চাই সবাইকে।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৪ সেপ্টেম্বর ২০১৩ | ১৩২২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 131.241.218.132 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৩75605
  • যাদবপুরে রেসিজম নেই। এ এক অসাধারন উক্তি। মঙ্গলগ্রহেও মানুষ নেই।
  • রোবু | 213.147.88.10 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৮75688
  • আমার জদ্দুর মনে পড়ছে, আইসা প্রথমদিন সলিডারিটি দেখিয়েছিল আন্দোলনের সাথে। কোনো কারণে সরে গেলো?
    ডিঃ মনে পড়ছে, সিওর না। সরে গেলো কিনা, সেটাও এই লিফ্লেট দেখে বোঝার উপায় নেই।
  • aranya | 154.160.226.53 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৯75689
  • এটা আইসা ডেফিনিটলি ভাল লিখেছে, প্রীতম আর তার বন্ধুরা যেন ফারদার ভিক্টিমাইজড না হয়, সেটা দেখা দরকার।
    এর সাথে আশা করি, প্রমাণ ছাড়া শুধু সারকামস্ট্যানশিয়াল এভিডেন্সের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যাবে না, শো কজের উত্তর দেওয়ার সময় দিতে হবে - এই দাবীগুলো ও থাকবে।
  • tunga | 125.250.33.22 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১০75606
  • কোর্ট এ গিয়ে লড়ুক আর ছেলেদুটো ** ধরে বসে থাকুক।।। বুদ্ধিজীবিদের দল! যাদবপুর এ কখনো ছাত্রজীবন কাটিয়েছেন? যাদবপুর এর সংস্কৃতি কি বুঝবেন?
    https://www.facebook.com/photo.php?fbid=651011178242364&set=a.261143620562457.77101.100000004620904&type=3&theater
    আমি ব্যক্তিগত ভাবে গোর্খাল্যান্ড লড়াই এর সমর্থক।।।
  • Subham Rath | 127.194.36.156 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৭75691
  • Khub kharap lagche dekhe.. erokom ohetuk baje ortho dewa hchhe. FETSU kokhonoi 'victim' er biruddhe noy !! eta FETSU r clear stand !!!! the victim has every right to lodge complaint..
    FETSU r stand Authority r biruddhe.. FETSU r stand jekono rokom er chauvinism (language , race , clan , religion whatsover ) er biruddhe. FETSU chae reinvestigation.

    Decision er age ..jokhon erokom complaint lodge kora hyechilo tokhon anti ragging committee r kauk janano hyni (especially student member) ebong . Decision howar por sei prothom FETSU jante pare. je erom kono ghotona ghotechilo.. Tar age accused ba victim karur smbndhei FETSU janto na.
  • Subham Rath | 127.194.36.156 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৯75692
  • Khub kharap lagche dekhe.. erokom ohetuk baje ortho dewa hchhe. FETSU kokhonoi 'victim' er biruddhe noy !! eta FETSU r clear stand !!!! the victim has every right to lodge complaint..
    FETSU r stand Authority r biruddhe.. FETSU r stand jekono rokom er chauvinism (language , race , clan , religion whatsover ) er biruddhe. FETSU chae reinvestigation.

    Decision er age ..jokhon erokom complaint lodge kora hyechilo tokhon anti ragging committee r kauk janano hyni (especially student member) ebong . Decision howar por sei prothom FETSU jante pare. je erom kono ghotona ghotechilo.. Tar age accused ba victim karur smbndhei FETSU janto na.
  • + | 213.110.243.22 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৯75607
  • ব্যাসঃ) আর কেউ লিখবেন না, যারা যাদবপুরে পড়েননিঃ)

    তাহলে আর খোলা চিঠি কেন ভাই?? শুধু যাদবপুরে দেওয়াল লিখুন, আর যাদবপুরের ফেবু পেজে লিখুন।

    BDW ভিসিও তো যাদবপুরেরই স্টুডেন্ট ছিলেন, তিনিও সংস্কৃতিটি বোঝেননি, একটু বুঝিয়ে বলা যাবে?

    এই প্রসঙ্গে গোর্খাল্যান্ড উঠছেই বা কেন? ছেলেটার বাড়ি কোথায় সেটা কি খুব গুরুত্বপূর্ণ?
  • b | 135.20.82.164 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৮75608
  • গপ্প বলি একটা। দিল্লিতে থাকতে, টুকটাক সিনিমা আর রেস্টুরেন্টের পয়সা যোগাড় করতে টুইশনি করতাম অনেকে। সেই টুইশানি পাওয়ার উপায় ছিলো বিভিন্ন টুইশন এজেন্সিতে গিয়ে নাম লেখানো। পরিবর্তে, ওদের একটা কাট মানি দিতে হত।

    তা আমার এক বন্ধু নাম লেখাতে গেছে। কাঁহা পঢ়ে হো? বলাতে উত্তর দিলো যাদবপুর ইউনিভার্সিটি। নাক কুঁচকে ম্যানেজার বললেনঃ য়াদভপুর? লল্লু কা ইউনিভার্সিটি হ্যায় ক্যা? বিহার মে?

    বেচারা টিউশন পেলো না শ্যাষ অবধি।
  • kc | 204.126.37.78 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৪75609
  • ফেটসুরতো খুবই খারাপ অবস্থা দেখছি। অমাদের সময় অন্তত কিছুটা ম্যাচুউরিটি ছিল কথাবার্তায়।
  • s | 182.0.249.87 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৪75694
  • এই লেখা থেকেঃ
    দ্বিতীয় বর্ষের ছাত্রটি অবৈধভাবে হস্টেলে নিজের রুমে দুজন প্রথম বর্ষের ছাত্রকে রাখতে শুরু করে। গত ২২এ অগাস্ট চতুর্থ বর্ষের প্রিন্টিং টেকনোলজির ছাত্র তথা হস্টেলের anti-ragging squad এর প্রাক্তন সদস্য মানিক হালদার তা হস্টেল সুপারের নজরে আনে, এতে দ্বিতীয় বর্ষের ছাত্রটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে কেউ বা কারা দ্বিতীয় বর্ষের ছেলেটির ঘরের কাঁচ ভেঙ্গে দিয়ে যায়। কে বা কারা ঘটনাটি কেন ঘটাল নাকি ঘটনাটি নিছকই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। ২৩শে অগাস্ট ঘটনাটি নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হস্টেলে একটি মিটিং বসে যেখানে মানিক, অনুপম ও অন্যান্য ছাত্ররাও উপস্থিত ছিল। মিটিং-এ দু-তরফেই উত্তপ্ত কথা কাটাকাটি চলে, ২য় বর্ষের ছাত্রটি সাহস থাকলে ওনে তো ওনে লড়াই-এর চ্যালেঞ্জ জানাতে থাকে। এরই মধ্যে অনুপম মেজাজ হারিয়ে ২য় বর্ষের ছাত্রটিকে চড় মেরে বসে। যদিও মিটিংটি শেষ হয় সবাই-সবাই কে ক্ষমা চেয়ে নিয়ে। এমনকি অনুপম ও সেই ছাত্রটি পরস্পরকে কোলাকুলিও করে।

    - হেটসু জানত না?
  • Somaditya | 82.37.244.124 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৪75693
  • kota kotha bolar. ei ragging kore felechhe bhul kore etc oti baal er jukti. ragging jara kore proti bochchhor i kore tader modhye ekta biswas thake je amra student, tar upore songothito. college authority r oto sahos hobe na. police keo dakbe na etc etc. tai proti bochchhor ragging ek i rokom bhabe chole ase. onek faculty o jukto thake. amar college e bhoyonkor ragging hoto. ebong report korle o kissu hoto na. karon senior student ra dol bedhe bhangchur korto. gherao korto.
  • s | 182.0.249.87 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৬75695
  • সরি টাইপো - ফেটসু
  • Tim | 188.91.253.11 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৫75610
  • খারাপ কই? দিব্যি ভালো অবস্থা তো! এইসব বক্তব্য ও অ্যাটিচিউডের পরেও টিঁকে আছে যখন তখন ভাগ্য ও অবস্থা দুইই ভালো বলতে হবে।
  • h | 213.132.214.156 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৯75611
  • তদুপরি 'ভালো টিউশনের' আশাও কমতি পড়েনি।
  • Subham Rath | 127.194.36.156 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৩75696
  • Saltlake campus er hostel ghotona ti sombndhe oakibohal thakleo. .erokom ghotona je ghoteche ta union janto na !!!!! "যদিও মিটিংটি শেষ হয় সবাই-সবাই কে ক্ষমা চেয়ে নিয়ে। এমনকি অনুপম ও সেই ছাত্রটি পরস্পরকে কোলাকুলিও করে।" sombhoboto hostel er ei ghotona parosporik bhabe mite gchilo bolei hoyto union ke r jananor dorkar poreni erokom i hoyto mne korechilen. sedin saltlake campus hostel e uposthit chatro ra
  • Blank | 180.153.65.102 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২০75612
  • যাই দু কথা লিখে - ঐ যে তুঙ্গা বাবু গোর্খা ল্যান্ডের সমর্থক হিসেবে যে লিংক শেয়ার করেছেন, ওটি একটি ভুল ভাল সেন্টি মার্কা।
    ওখানে যেসব শেরপাদের নাম বলা আছে, তাদের সবাই (মানে যেহেতু অনেকের ক্ষেত্রে জানি, তাই ধরে নিচ্ছি সবাই) এভারেস্টে উঠেছে কোনো এক গ্রুপের সাথে, গ্রুপ লীডের আন্ডারে। সামিটের বুকিং হয় গ্রুপ লিডের নামে আর তার সাথে গ্রুপ মেম্বার দের ডিটেলস থাকে রুল অনুসারে। শেরপাদের ডিটেলস থাকে না। এনারা কেউ ই নিজেরা নিজেদের শখে এভারেস্টে ওঠেননি। পয়সা নিয়ে গ্রুপের সাথে গেছেন। তাই এনাদের নাম অফিসিয়ালি আসে না।
    কোনো শেরপা যদি গ্রুপ মেম্বার হিসেবে উঠে থাকেন তাহলে অবশ্যই আলাদা কথা হবে।
  • Felix Felicis | 131.241.218.132 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৯75613
  • খেলার মাঠে মেজাজ "তুঙ্গে" উঠলে সেমসাইডের প্রবল সম্ভাবনা থাকে। তাই হয়েছে আর কী;-)
  • jhiki | 233.255.225.36 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৪75614
  • সারনেম নিয়ে খোরাক করাটা যথেষ্ট অশালীন। প্রতিবাদ জানিয়ে গেলাম।
  • pinaki | 148.227.189.9 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৩75615
  • কিন্তু আমি যা বুঝলাম, অন্য সব জায়গায় ঝগড়া, খিস্তি, হাতাহাতির যাই নিয়ম হোক না কেন যাদবপুরের ক্ষেত্রে সেটা র‌্যাগিংই হতে হবে। নইলে এলিটিস্টদের গাল দেওয়া যাবে না ভালো করে। যাদবপুরের ছেলেমেয়েরা খুব খারাপ, কারণ তারা গত ৩৫-৩৬ বছর ধরে এমন একটা ইউনিয়ন চালাচ্ছে, যেখানে কোনো মেইনস্ট্রীম পার্টির এন্ট্রি নেই, অথচ সেই ইউনিয়ন কখনো কোথাও টাকা নয়ছয়, মেয়েদের আওয়াজ, বেআইনি ভর্তি - এসব করেছে বলে শোনা যায় না, তারা খুব খারাপ কারণ তারা লাইব্রেরী ফাইন বা টিউশন ফী বাড়লে মুভমেন্ট করে অথচ তাদের অনেকেরই রোজকার পকেট মানি অনেক বেশী, তারা এক্কেবারে অসভ্য কারণ তারা পরীক্ষা ব্যবস্থার বদল চায় শুধুমাত্র ফেল করাদের পাশ করানোর জন্য, তারা সবচেয়ে বেশী দুষ্টু কারণ তারা সিঙ্গুরের বিরুদ্ধে কথা বলে অথচ নিজেরা পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে অথবা বিদেশে চলে যায়, তাদের হিপোক্রিসি তো আকাশছোঁয়া। এ তো নতুন কিছু নয়। যাদবপুরের জনতা আবার সুবিধেবাদী ছাড়া অন্য আন্দোলন কবে করল? ঃ-)
  • kc | 204.126.37.78 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০১75616
  • আজব তো। যাদবপুরকে কে গাল দিল? কমরেড মিত্তির গুলিয়ে দেবার কোশিশ করছেন মনে হয়।
  • netai | 131.241.98.225 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৩75617
  • এটা উল্টো করেও লেখা যায়
  • netai | 131.241.98.225 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৪75618
  • অন্য সব জায়গায় র‌্যাগিং যাই নিয়ম হোক না কেন যাদবপুরের ক্ষেত্রে সেটা ঝগড়া, খিস্তি, হাতাহাতি ই হতে হবে।
    এভাবে
  • pinaki | 148.227.189.9 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১২75620
  • কমরেড নেতাই যেভাবে বললেন সেভাবেই তো সকলে লিখছেন। দুনিয়ার কোন ইনস্টিটিউশনে একটা দ্বিপাক্ষিক ঝগড়ার সময় কেউ চড় মারলে সেটাকে 'র‌্যাগিং' বলা হয়েছে একটু দেখান তো?
  • netai | 131.241.98.225 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১২75619
  • পোষ্ট যখন করলামই তখন আরেকটু লিখি-
    যদুপুরের এই কেস টা টিপিকাল র‌্যাগিং এর কেস নয় ঠিক ই। তবে ছেলেটিকে যথেষ্ট হ্যাকল করা হয়েছে এটা তো ঘটনা। জানলা কাচ ভাঙা দরজার সামনে হেগে রাখা এসব নোংরামি কাউকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দেবার জন্য যথেষ্ট। কতৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন এইটা খুব ই ভালো। তবে শাস্তি নিয়ে বিতর্ক চলতেই পারে। এ সেম না করে দু সেমের জন্য সাসপেন্ড করতেও পারে। যারা শাস্তি পেয়েছে তারা দোষ না করে থাকলে যারা দোষ করেছে তারা এগিয়ে এসে শাস্তি মাথায় নিক।
  • + | 213.110.243.22 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৫75621
  • পিনাকি দা,
    কাউকে চড় মারা বা কারোর রুমের সামনে হেগে রাখা - এগুলো র‌্যাগিং-এর আওতায় পড়েনা কেন যদি বুঝিয়ে বলতেন।

    "অন্য সব জায়গায় ঝগড়া, খিস্তি, হাতাহাতির যাই নিয়ম হোক না কেন যাদবপুরের ক্ষেত্রে সেটা র‌্যাগিংই হতে হবে।"

    অন্য সব জায়গায় একই জিনিস হলে সেটাও র‌্যাগিং, কিন্তু প্রশ্ন হল, যদুপুরের প্রসঙ্গে বারবার অন্য জায়গার কথা আসবে কেন?
  • jhiki | 233.255.225.36 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৭75623
  • যে সিনিয়রের নাক ফেটে গেছিল সে নিশ্চয় ইউ জি সি তে অভিযোগ না জানানোর জন্য এখন আফশোষ করছে। এরকম ঘটনা তো অন্য কোন কলেজ সো ঘটতে পারে, কোন জুনিয়রকে কি কখনও শাস্তি দেওয়া হয়েছে সিনিয়রকে 'র‌্যাগ' করার অভিযোগে?
    কারো কাছে কোন তথ্য আছে?
  • pinaki | 148.227.189.9 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৭75622
  • হ্যাঁ, হেগে রেখে আসা বা কাঁচ ভাঙ্গা - এগুলো হ্যারাসমেন্ট। হয়তো র‌্যাগিং ও বলা যেতে পারে। কিন্তু সেগুলো ঐ ছেলেগুলৈ করেছে - এটা কোথায় জানা গেল? ভিক্টিম ছেলেটির উপর তো হস্টেলের অনেক সিনিয়ার ক্ষেপে ছিল। তাদের কেউও করে থাকতে পারে। অনেকে মিলে প্ল্যান করেও করা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে এদের দুজনই কেন? যে চড় মেরেছে - সে তো তাও একটা অপরাধ করেছে। অন্য ছেলেটার অপরাধ কী? শাস্তির মাত্রা তো পরের কথা। অপরাধ কী আর অপরাধী কে - সেগুলো আগে ঠিক হোক।
  • Felix Felicis | 131.241.218.132 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৯75625
  • ঝগড়া/হাতাহাতি/খিস্তি আর একজনকে টার্গেট করে "পারসিস্টেন্ট" ঝগড়া/হাতাহাতি/খিস্তির মধ্যে অনেক তফাত। AICTE-র ডেফিনেশনটা একটু দেখে নিলে ভালো হয়। আর সেটাতে আপত্তি থাকলে আন্দোলনটা সেখানে গিয়ে করাই ভালো।
  • netai | 131.241.98.225 (*) | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৯75624
  • র‌্যাগিং বলতে আমাদের যা ধারণা এটা তো ঠিক তেমন নয় ই। এ নিয়ে কোনো বক্তব্য রাখি নাই।

    কেউ হোস্টেলে অন্যের দরজার সামনে হেগে রেখে গেছে এমন ও তো কোনোদিন শুনি নাই। উদাহরন দিতেও পারবোনা, তাতে কি প্রমান হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন