এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • না হাঁচিলে যারে

    জয়ন্তী অধিকারী লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ১৭ এপ্রিল ২০১৩ | ৪৮৬৪ বার পঠিত
  • অনেকদিন আগেকার গপ্পো।

    এক যে ছিল ভীষণ কেবলী মেয়ে, টিঙটিঙে রোগা, থাকার মধ্যে মাথায় ঘন চুল, মুখচোরা আর প্র্যাকটিকালে ভয়। কেমিস্ট্রী ছাড়া সবকিছু পড়তে ভালবাসে, পাকপাড়া থেকে বেলগাছিয়া এসে ট্রামে করে কলেজ যায়।

    আর ছিল এক ডাক্তারীর ছাত্র, বেজায় গম্ভীর, নেহাত দরকার না পড়লে কথাটথা কয় না, সবসময় রামগরুড় মুখ করে ঘোরে কিন্তু পেটে শয়তানি বুদ্ধি গিসগিস করে।



    সেদিন ডিসেম্বর মাস, অসময়ে প্রবল বৃষ্টি।

    হাঁচতে হাঁচতে কেবলী কলেজে চলেচে, বগলে তিনটে প্র্যাকটিকাল খাতা, এক হাতে তোয়ালেরুমাল, অন্য হাতে বাসের রড, কাঁধে ঝোলা  ব্যাগ।

    এমন সময়ে সর্বনাশকে দেখা গেল। সর্বনাশ মানিকতলার দিকে কোথায় একটা থাকত, কিন্তু শ্যামবাজার অব্দি উজিয়ে এসে ট্রামে করে মেডিকেল কলেজ যেত।

    সরকারী রাস্তায় যে যেভাবে খুশি যাওয়া আসা করবে, কারো কিছু বলার থাকতে পারে না।

    ভয়ঙ্কর ভীড়, হাঁচি, এতগুলো জিনিস হাতে, তার ওপর ঐ গোবুচন্দ্র মূর্ত্তির হাঁড়িমুখ দেখে কেবলীর মাথা কেমন গরম হয়ে গেল। সে স্টপ আসার একটু আগে থেকেই ভীড় ঠেলতে ঠেলতে দরজার কাছে চলে এলো, আর নিজের স্টপে টুক করে নেমে পড়ল, নেমে কফি হাউসের রাস্তাটা ধরে এগোল। একটা কাজ ছিল ঐদিকে, বৃষ্টিটাও ধরেচে এট্টু, ভাবল সেরে যাই কাজটা।

    হনহন করে কিছুদূর এগিয়ে গেছে, হেনকালে পেছনে ভীষণ চিৎকার শোনা গেল - বাজখাঁই গলায় কে যেন চ্যাঁচাচ্ছে, “ধরুন,ধরুন ঐ মেয়েটাকে ধরুন।”

    কেবলী কারো সাতে নাই পাঁচে নাই, সে যেমন যাচ্চিল, যেতে লাগল।

    কিন্তু পেছনের সেই চেঁচামেচি ক্রমে ভয়াবহ চেহারা নিতে লাগল - “ঐ যে সবুজ ছাপছাপ শাড়ি পরা মেয়েটা, আমার স্টেথো নিয়ে গেল।”

    সবুজ শাড়ী? সামান্য বিচলিত কেবলী চারপাশে দেখল - সবুজ কেন, কোনরকম শাড়ী পরা মেয়েই নাই। ততক্ষণে সেই ইয়ে দৌড়ে এসে কেবলীকে ধরে ফেলেচে, চাদ্দিকে পাঁচ ছজন জড়ো হয়ে গেচে, আজকাল কতরকম পকেটমার দেখা যায়, সে বিষয়ে  ছোটবড়মেজোসেজো বাক্য রচনাও শুরু হয়েচে।

    যতই নিরীহ হোক, একটা সময় সকলেই রুখে ওঠে - কেবলী প্রচণ্ড চটে বল্ল - “কী চান, বলুন তো, আমার পেছনে দৌড়োচ্চেন কেন?”

    - “তোমার (??) কাছে আমার স্টেথো চলে গেছে, দৌড়ব না?”

    - “এক্কেবারে বাজে কথা বলবেন না, বুঝেছেন!”

    - “তোমার (আবার তুমি তুমি কচ্চে, কী সাহস) পেছনেই ছিলাম তো, আমার স্টেথো কোথায় গেল তবে?”

    - “আপনার তো মেডিকেল কলেজ (যাঃ, মহাভুল হয়ে গেল, এটা কেবলীর জানার কথা নয়), এখানে নামলেন কেন? আর নিজের জিনিস সামলাতে পারেন না, অন্যকে দোষ দেন!!”

    - “অত হাঁচি দিচ্চিলে, হাতে এত খাতাটাতা - ”

    রীতিমত ভীড় হয়ে গেছে ততক্ষণে।

    - উনি হাঁচছিলেন আর আপনি পেছন পেছন যাচ্ছিলেন?

    - স্টেথো  নিয়ে যাচ্চিলেন?

    - ট্রামের  মধ্যেই ডাক্তারি?

    মনে রাখতে হবে সেটি সত্তর দশকের শেষ, রাস্তাঘাটে এরকম ঘটনা তখন খুব সুলভ ছিল না। তার ওপর ঐ অঞ্চলে চাদ্দিকে চেনা লোক। দুঃখে, রাগে কেবলীর আবার ভীষণবেগে হাঁচি শুরু হল, আর সেই হাঁদারাম ও অন্য সবাই হাসিহাসি মুখে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল।

    চার নম্বর হাঁচিটা সবসময়েই সবচেয়ে জোর, সেটি সামলাতে গিয়ে কেবলীর কাঁধের ব্যাগ রাস্তায় পড়ে গেল আর তার ভেতর থেকে বেরিয়ে এল সেই হতচ্ছাড়া ইয়ে মানে স্টেথো। ঐ সময়ে কাণ্ডজ্ঞানশূন্য কেবলী সেটি যতজোরে পারে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে কলেজের দিকে হাঁটা দিল।

    ল্যাবে খাতা জমা দিয়ে, কমনরুমে গিয়ে একটু জল খেয়ে ওষুধ খেতে গিয়ে কেবলীর খ্যাল হোলো ওষুধের পাউচটা কই? রাস্তায় পড়ে গেছে ঠিক, সব ঐ হনুমানটার জন্য। গজগজ করতে করতে কেবলী থিওরী ক্লাশে চল্ল।

    দরজার সামনে ক্লাসের সৌমিত্রর সাথে গম্ভীরমুখে সেই গোবিন্দ - হাতে কেবলীর পার্স, কলম, ওষুধের পাউচ।

    "রাস্তায় পড়ে গেছিলে বুঝি?" সৌমিত্র উবাচ "ভাগ্যিস গোবু (কেবলীর মনে মনে দেয়া নাম, আসল নাম নয়)দা ছিল। দেখো কী সুন্দর সব কুড়িয়ে এনে দাঁড়িয়ে রয়েছে"।

    প্রচ্ণ্ড চটে গিয়ে আবার হাঁচি দিতে দিতে সবেগে কেবলীর প্রস্থানও প্রথম দৄশ্যে যবনিকা পতন।


    -----------------------------------------------------------------------------------


    দিন যায়।

    কেবলী মোটেই ভালো নেই। কেমিস্ট্রী পড়তে তার ইচ্ছেই করে না। থিওরি তবুও চালানো যায়, প্র্যাকটিকাল বড়ই বিরক্তিকর ও নীরস। ইস, কেন যে ইংলিশ নিল না! এইসব যন্ত্রণার ওপর জুটেছে ঐ গোবুচন্দ্র-আজকাল হামেশা তাকে নিজের কলেজ ছেড়ে কেবলীর ক্লাশে পেছনের বেঞ্চিতে দেখা যায়। সে আবার নানারকম গলা করে প্রক্সি দিতে পারে - এই গুণটি আবিষ্কার করে ক্লাশের ছেলেরা তাকে মাথায় করে রেখেচে। এমনকি মাঝে মাঝে সে প্রফেসারদের প্রশ্নের উত্তর দেবার জন্য হাত তুলে থাকে, একদিন নাকি তাকে ক্লাশের সময় বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে পিকেজি কষে ধমক দিয়েছেন। রক্ষে এই যে ক্লাশে কেবলীর চেয়ে বহুগুণে সুন্দরী ও স্মার্ট মেয়েরা থাকাতে ব্যাপারটা কেউ আঁচ করতে পারে নি। যাই হোক, গোবুর পক্ষে যে এ যাত্রা ডাক্তার কেন কম্পাউন্ডারও হওয়া সম্ভব নয় - এ বিষয়ে কেবলীর মনে সামান্যতম সন্দেহও ছিল না। সৌমিত্র মাঝে মাঝে গোবুচন্দ্রের গুণগান শোনায় - নাকি খুব ব্রিলিয়ান্ট ছাত্র(হুঁঃ) ওর বাবাও আর্মিতে ডাক্তার, কেমিস্ট্রী ভালোবাসে, তাই মাঝে মাঝে এখানে ক্লাশ করতে আসে (বাবাগো, এমন জীবও আছে দুনিয়ায়!!)। কেবলী ঠাকুরকে ডাকে - গোবু যা ইচ্ছে করুক, শুধু ওর আমার কলেজে ঘুরঘুর বন্ধ হোক, উটকো ঝামেলা কেবলীকে যথেষ্ট বিরক্ত ও বিব্রত করছিল।

    সময় বয়ে যায় যথানিয়মে! পার্ট ওয়ানের রেজাল্ট বেরিয়ে গেল, কেবলী সকালের ট্রামে কলেজে চলেচে মার্কশিট না কী একটা নিতে।

    কলেজের একটা স্টপ আগে ভীড় ঠেলে গোবুচন্দ্র উদিত হলেন আর চোখ দিয়ে কেবলীকে বল্লেন “নেমে পড়ো”। দেখাই যাক, ভেবে কেবলী নামলো। সেই স্টেথো-কাণ্ডের পর এই দৃশ্যে যা ভাবের আদানপ্রদান হল তা এইরকম -

    গোবু - শুনলাম ফেল হয়েচ।

    কেবলী - আমি তো আর ক্লাশের সময় অন্য কলেজে গিয়ে আড্ডা দিই না যে ফেল করব।

    গোবু - যাক, পাশ করেচ তালে। একটা কথা বলার জন্যে —

    ও ও ওরে বাবারে, মারে গেছি, গেছি রে-এ-এ-এ, মরে গেলাম রে-এ!!

    আড়চোখে ব্যাপারটা দেখে কেবলী অত্যন্ত খুশী হল। আসলে, অভ্যেসমত ট্রাম থেকে নেবেই কেবলী ফুটপাথের দিকে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে গোবুও, আর ঠিক সেখানেই, যেন গোবুকে ফেলে দেবার জন্যই অতি চমৎকার ভাবে সাজানো ছিল একতাল গোবর, অন্যমনষ্ক ভাবে যাতে পা পড়া মাত্রই গোবু একেবারে পারফেক্টলি প্যারাবোলিক কক্ষপথে ভীষণ জোরে ধপ্পাস হয়ে গেছে আর এখন মাটিতে পড়ে  চ্যাঁচাচ্ছে। লোকজন জড়ো হচ্ছে, “জল দিন, আহা আগে তুলুন্না, দাদার জামাকাপড় যে গোবরে মাখামাখি, এট্টু দেইখ্যা হাঁটাচলা করেন্না ক্যান” এইসব শুনতে শুনতে হৃষ্টচিত্তে কেবলী আস্তে আস্তে সরে পড়ল।

    কলেজের কাজ সেরেটেরে, একটু আড্ডা মেরে কেবলী ও আরো কয়েকজন বেরোচ্চে, এমন সময় দেখা গেল সৌমিত্র হন হন করে আসচে (ততদিনে জানা গেছিল, গোবু আবার সৌমিত্রর কীরকম  দাদা হত) -

    “হ্যাঁরে তুই নাকি গোবুদাকে ঠেলে গোবরে ফেলে দিয়েছিস?”

    কেবলী হেন কেবলী মেয়ে  কাউকে ঠেলে ফেলে দিতে পারে, সেও গোবরে, এটা এতই অবিশ্বাস্য খবর, যে যেখানে ছিল দৌড়ে ঘটনা শুনতে এলো, আর সৌমিত্র হাত পা নেড়ে সবাইকে বোঝাতে লাগলো - “গোবুদা বলল, তোদের ক্লাশের ঐ কেবলী মেয়েটাকে দেখি ট্রাম থেকে নামছে। সরল মনে একটু রেজাল্টের কথা জিজ্ঞেস করতে গেছি, আর বল্লে বিশ্বাস করবি না, কথা নেই, বার্ত্তা নেই, কুনুই দিয়ে ঠ্যালা মেরে এক্কেবারে গোবরের মধ্যে ফেলে দিল।”

    বেশীর ভাগই বিশ্বাস করলো না, তবু সৌমিত্রর চ্যাঁচামেচিতে এক আধজন যেন একটু ভেবে দেখচে মনে হল। তাইতে মহারেগে কেবলী বলে ফেল্ল - “বেশ করেচি, আবার উল্টোপাল্টা বলতে এলে ট্রামের তলায় পাঠিয়ে দেব, বলে দিস।”

    হাতে কাজ কম্ম নাই, মজার গন্ধে সবাই নেচে উঠল -

    হ্যাঁরে, কী উল্টোপাল্টা বলছিল, প্রায়ই বলে নাকিরে, পেটে পেটে এত, এইজন্যই এসে এসে বসে থাকত,

    “আয় তবে কেবলীনী, পুরো গল্পটা শুনি” - ফুর্তির চোটে তিন পাক নেচেও নিল কেউ কেউ।

    মুখটুখ লাল করে প্রায় কেঁদে ফেলেচে কেবলী, কথা খুঁজে পাচ্চে না, সৌমিত্রই উদ্ধার করল। সবাইকে ঠেলেঠুলে কলেজ থেকে বের করে দিল, তারপর গুছিয়ে বসে বল্ল -

    “শোন মন দিয়ে, দুটো কথা আছে -

    এক হল - গোবুদা কাল দিল্লী চলে যাচ্চে, ওর বাবা বদলী হয়ে গেছেন। ও ওখানেই পড়বে (বাঁচা গেল, আজই কালীবাড়ীতে পুজো দিতে হবে)।

    দুই - গোবুদা জিজ্ঞেস করল, গোবুদাকে দিয়ে কি তোর কোন দরকার আছে?”

    সোজা প্রশ্নের সোজা উত্তর - কোন দরকার নাই, ছিল না কোনদিন, ভবিষ্যতেও হবে না।

    আশাহত সৌমিত্র কলেজে দাঁইড়ে রইল - মহানন্দে কেবলী প্রায় নাচতে নাচতে ট্রামে চড়ল।

    এই অকিঞ্চিৎকর কাহিনীটি এতক্ষণে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, সামান্য একটু বাকী আছে।

    প্রায় চার বছর পর আবার এক ডিসেম্বরের সকালে আমরা কেবলীকে দেখতে পেলাম। সে এখন রিসার্চ করে, অনেকটা স্মার্ট হয়েছে, স্কলারশিপ পায়, নানা জায়গায় যায়, বেশ আত্মবিশ্বাসী।

    কখনো কখনো কলেজের দিনগুলোর কথা স্বপ্নের মত মনে পড়ে, কী বোকাই ছিল, কী ভীতু। 

    দু একবার মনে হয়েছে অত জোরে পড়ে গেল, চোট পেল কিনা একবার জিজ্ঞেস করা উচিত ছিল।

    সৌমিত্রর সঙ্গে বন্ধুত্ব আছে এখনো, ওরা চারপাঁচজন একটা এনজিওতে যুক্ত, মাসের দুটো রবিবার সকলে এক বৃদ্ধাশ্রমে যায়, যতটুকু পারে স্বেচ্ছাশ্রম দেয়।

    ঠাণ্ডার দিন, তাই সৌমিত্র বলেছিল কফিহাউসে ওয়েট করিস, সকাল দশটা নাগাদ, আমরা ওখানেই মীট করে একসঙ্গে বৃদ্ধাশ্রমে যাব। কেবলীর সরল মন, ভাবতে পারেনি এই নিরীহ প্রস্তাবের পেছনে কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে।

    কেবলী কফিহাউসে গিয়ে দেখল তখনো দলের কারো দেখা নেই। বিরক্ত হয়ে বসল একটা খালি টেবিলে, বহুদিন পর এদিকে আসা, কলেজদিনের কথা মনে পড়ছিল খুব, ক্লিপদুটো কোথায় পড়ল কে জানে, চুল বেজায় উড়ছিল, আর চাদ্দিকের সিগারেটের গন্ধেই হয়তো অল্প অল্প নাক সুড়সুড় করছিল।

    রুমাল কোমরে গুঁজে রাখে, সেটি না পেয়ে কেবলী মাথা নীচু করে ব্যাগে অন্য রুমালটা খুঁজছে, হেনকালে কে বলল “এই যে -”

     গোবু্চন্দ্র - যাকে শেষ দেখা গিয়েছিল গোবরে পড়ে থাকতে। আগের চেয়ে শরীরটা সেরেছে, আকাশনীল শার্ট, নাকে চশমা, গলা একটু ভারী, হাতে কেবলীর ক্লিপ, রুমাল।

    “আমাকে দরকার নেই বলেছিলে,তা এইসব সারাজীবন কুড়িয়ে আনবে কে?”

    এককথার মানুষ কেবলী উত্তর দিল - “হ্যাঁচ্চো-ও”।
    __________________________________________________________________________________________________________
    ছবি : সোনালী সেনগুপ্ত


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ১৭ এপ্রিল ২০১৩ | ৪৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.130.16 (*) | ২০ এপ্রিল ২০১৩ ০২:৫১76301
  • দারুণ লেখা, দারুণ ছবি।
  • ranjan roy | 24.96.83.37 (*) | ২০ এপ্রিল ২০১৩ ০৪:০২76303
  • একেবারে অসা! আমাকে মুগ্ধ করেছে ক্র্যাফটের দিকটাও। কি পরিমিতি বোধ! টানটান লেখা। আর সোসেনের ইলাস্ট্রেশন!

    কেন কম লেখো, কুমু? আরও আরও লেখা চাই, নিয়মিত।
  • Misty | 230.225.12.210 (*) | ২০ এপ্রিল ২০১৩ ০৭:১৮76302
  • ওম্মা এযে এক্কেরে বাসু chatterjee , হৃষিকেশ মুখার্জি র গল্প -সেই পুরনো ছবিগুলো মনে পরে গ্যালো
  • শুদ্ধ | 127.194.224.207 (*) | ২৪ এপ্রিল ২০১৩ ০১:৩৬76304
  • অনেকদিন পরে নিপাট আটপৌরে ঢঙ-এর একটা নাটকীয় লেখা পড়লাম। কেমন যেন লীলা মজুমদারের কথা মনে চলে এল। এ সেই সহজ যা সহজাত সত্যি।
  • nina | 79.141.168.137 (*) | ২৭ এপ্রিল ২০১৩ ০৩:০৫76305
  • উফ!! তালেগোলে হল দেরী পড়তে---আর পড়ে তো নতুন করে পড়ে গেলেম প্রেমের প্রেমে----প্রেম হো তো অ্যায়্সা!!! গপ্প হো তো অ্যায়সা-------কুমু এক্কেবারে ফাস্টোকেলাশ--আরও কয়েক পিস হোক--চলুক চলুক---------
  • sp | 217.239.86.106 (*) | ১৪ মে ২০১৩ ০৪:১৭76309
  • বাঃ এটা তো দুর্দান্ত হয়েছে, প্রথম পর্বটা আগেই পড়েছিলাম, ছবিটাও খাসা। এরকম আরো গল্প হোক।
  • pobitro | 213.132.214.156 (*) | ১৪ মে ২০১৩ ০৭:৫৪76306
  • হেব্বি হয়েছে ঃ)
  • Blank | 180.153.65.102 (*) | ১৪ মে ২০১৩ ০৮:৪৯76307
  • এইটে বেশ লেগেছে। বেশ মজার আর ছবি গুলো খুব ভালো। কুমুদি আরো লেখো।
  • নিরমাল্লো | 24.139.97.73 (*) | ১৪ মে ২০১৩ ১১:৫১76308
  • এই নিয়ে ২ নম্বর হোলো (প্রথমটা চাচাকাহিনী), সর্দিকাশীর এত্তো গুন কে জান্তো!! গল্পোটা বেশ ভালো লাগ্লো।
  • Abhyu | 138.192.7.51 (*) | ০৩ জুলাই ২০১৪ ০৯:৫৫76310
  • name: kumu mail: country:

    IP Address : 52.104.26.16 (*) Date:03 Jul 2014 -- 09:36 PM

    এলারামের ঘড়ি নিয়ে কথা হচ্চে?
    ইটি আমার জীবনীর অগণিত স্থায়ী সমস্যার অন্যতম।ছেলেদের ও তাদের বাবাকে ঠিক সময়ে তুলে ইশকুল/কলেজ/আপিস/এয়ারপোর্ট ইত্যাদি জায়গায় পাঠানো।
    তা এই কবছর আগের কথা-তখনĺ এই ডিউটি পালন কর্তে একটু অসুবিধাই হচ্ছিল।খাবার না হয় বানিয়ে দিলাম কিন্তু তিনজনকেই রোজ ঠেলে তোলা!!তা ঐ সমস্যার সমাধান কর্তে আমি দোকানে গিয়ে ভাল একটি এলারাম দেয়া ঘড়ি চাইলাম।

    নানারকম ঘড়ি দেখাল-যেমন হয় টিংটং,ঘন্টা,পাখীর ডাক ইত্যাদি।এসবে কাজ্জ হবার নয় সে তো আগেই জানি।
    সেশে যেমনটি চাইছিলাম তাই পেলাম।ছরকম শব্দ হয় -জয় জগদীশ হরে,ওঁ ভূর্ভুবঃ ,হানুমান চালিশা ইত্যাদি।অসম্ভব ক্যারকেরে বিকট গলায়।সবচেয়ে ভাল হল আওয়াজ বন্ধ কররার বোতামটি এইটুকু আর একটা অসম্ভব জায়গায়।

    পরদিন কি চমৎকার ঘটনা হোলো সে আর কী বলব ভাই।

    এনার উঠতে হোতো ৫ টায় আর বাকীদের ৬ ৬৩০ এইরকম ,ঠিক ৪ ৩০ তে দিগবিদিগ প্রকম্পিত করে "জ্জয় জ্জগ্গদ্দীশ হরে"বেজে উঠল।ইনি ভয়ংকর চমকে নাপিয়ে বিছানা থেকে নেমে" ছোর ছোর -চ্চোর নাকি,ঘরে কথা বলে কে,"অন্য ঘর থেকে ছেলেরা "পুলিশ পুলিশ ,বাবা ,মা কই"তোর মাকে কবে কাজের সময় দেখা যায়?"মিঃ অধিকারী হোয়াট হ্যাপেনড"সে ভীষণ গোলমাল।
    কোনরকমে হাসি সামলে চাদর সরিয়ে ঘড়িটি বন্ধ করে দিলুম।তখন আবার এনাদের রাগ দেখে কে।
    "একটু উঠতে গড়িমসি করি বলে এইরকম ব্যবস্থা করবে?এই,মইটা আন স্টোর থেকে।খোল ব্যাতারী খোল ঐ ঘড়ির।এইবার লফটে ফেলে দে ঐ সর্বনাশা জিনিস।ওঃএখনো প্যালপিটিশন মত হচ্চে নইলে আমিহাতুড়ি দিয়ে--'"

    এইরকম ঘড়ি কিনুন।মানুষেত আওয়াজ আর যত বিকট সম্ভব।
  • titir | 138.210.206.145 (*) | ১৫ মে ২০১৫ ০৪:১৩76311
  • পড়াটা প্রথমবার নয়, দ্বিতীয় বা তৃতীয়বার। হয়তো আরো অনেকবার পড়ব। ভালো লাগাটা জানিয়ে গেলাম।
  • ranjan roy | 192.69.134.43 (*) | ১৬ মে ২০১৫ ১২:৪৪76312
  • আমারও তিতিরের কথা।
  • pi | 57.29.232.94 (*) | ১৯ এপ্রিল ২০১৭ ০৫:২৪76313
  • আজকের দিনে এই ছবি এখানেও আসা মাংতা হ্যায় !

    এবারের দিল্লি বইমেলায়, গুরুর স্টলে তোলা। সিকি সোমরাজ বা ফরিদাদার তোলা।
  • Du | 182.58.104.190 (*) | ১৯ এপ্রিল ২০১৭ ০৫:৪৮76316
  • ঈস কি নিষ্ঠুর। ফেসবুকও তো ছিলনা। সৌমিত্র ভাগ্যিস ছিলো!!
  • শ্যামল ও কুমু | 181.50.143.189 (*) | ১৯ এপ্রিল ২০১৭ ০৫:৫২76314
  • থাংকু থাংকু।
  • swati | 69.97.218.246 (*) | ১৯ এপ্রিল ২০১৭ ০৬:০৫76317
  • আহা আবার অনেকদিনের খুশীর রসদ জোগাড় হল!

    ওই ভীষণ কেবলী মেয়েটাই , টিঙটিঙে রোগা, হিড়িম্বাতে পালটে গেল ? সে গপ্পটাও শুনব...।
  • প্রতিভা | 192.66.101.97 (*) | ১৯ এপ্রিল ২০১৭ ০৮:৪২76315
  • অনেকদিন পর প্রাণ খুলে হাসলুম। একটু লজ্জা লজ্জা হাসি, কারণ ঠিক এইরকমই নয়, আবার এইরকমই অতীত অভিজ্ঞতা সবার সঙ্গে লেপটে থাকে ছায়ার মতোই।
    অনেকে নালশেকুটি থাকেন সর্বদাই মেয়েরা নাকি লেখায়ও বড় কাঁদুনে, গম্ভীর আর জ্যাঠামোভর্তি। তাদের এ লেখাটা এখুনি পড়ে ফেলা উচিৎ।
  • kumu | 37.56.178.200 (*) | ২০ এপ্রিল ২০১৭ ০২:৫৩76318
  • প্রতিভা,আমি তো অনেকদিন থেকেই আপনার লেখার ভক্ত।এই সামান্য লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
    দু,স্বাতী-থাংকু,থাংকু আর লেবুলজেন্স।
  • kumu | 37.56.141.134 (*) | ২১ এপ্রিল ২০১৭ ০২:৫০76319
  • স্বাতী,ভীষণ কেবলী টিঙটিঙে রোগা মেয়ে হিড়িম্বাতে পালটে যায়-এটিই জীবনের রসায়ন।
  • Kaushik | 137.0.0.1 (*) | ২৬ এপ্রিল ২০১৭ ০৪:৩২76320
  • আরেকটু হলে যেন ভালো হোতো! দারুন লেখা।
  • Kakali Sinha Roy | 137.0.0.1 (*) | ২৬ এপ্রিল ২০১৭ ০৬:৫৭76321
  • গোবু-কেবলী দারুণ ।
  • Niladri Chakraborty | 212.142.90.48 (*) | ২৭ এপ্রিল ২০১৭ ০৬:৫৪76323
  • কেবলি তো চোখের ভিতর দিয়া মর্মে পশিল গো । হা হা । মোর মন ভোরে গেছে খুশি তে , সেই কথা জানাই । ধন্যবাদ দিদি ।
  • তিতি রায় | 52.110.190.222 (*) | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:০১76322
  • দারুণ মজার, চমৎকার! পুরনো সময় মনে পড়ায়।
  • kumu | 37.56.191.182 (*) | ২৮ এপ্রিল ২০১৭ ০২:৪৮76324
  • কৌশিক,তিতি,,নীলাদ্রি-সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।ভালো লেগেছে শুনে আনন্দ পেলাম।

    কাকলি,এটি পুরনো লেখা,২০১৩ সালে লিখেছিলাম।অনেক ভালবাসা নিও।
  • শক্তি | 37.63.168.177 (*) | ২০ জুলাই ২০১৭ ০৪:২০76325
  • না হাঁচিলে খুব লোকসান হইত ।প্রাণ খুলিয়া হাসিবা র সুযোগটা মাঠে মারা যাইত
  • kumu | 192.69.149.199 (*) | ২১ জুলাই ২০১৭ ০৩:৪৮76326
  • শক্তিকে অনেক ধন্যবাদ,ভালোবাসা।
  • pi | 24.139.221.129 (*) | ২২ ডিসেম্বর ২০১৭ ০৬:৩২76327
  • প্রেমে পড়লে উড বি বিজ্ঞানীদের দশা রিক্যাপ করার জন্য তুললাম একটু।
  • দেবারতি | 127.226.132.109 (*) | ২৫ ডিসেম্বর ২০১৭ ০৭:৫০76328
  • গোবু যখন হবু ছিলেন।
  • kumu | 132.162.126.226 (*) | ১৯ জানুয়ারি ২০১৮ ০৩:০৫76329
  • আর কি কেউ পড়বে?
  • kumu | 132.162.126.226 (*) | ১৯ জানুয়ারি ২০১৮ ০৩:১১76330
  • জনতা কতো কতো ল্যাখে,আমি একমাত্র শেয়ালছানাটি মাঝে ২ তুলে ধরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন