এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ভোট পর্যালোচনা- ২০১৯, পশ্চিমবঙ্গ

    সোমনাথ রায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৯ মে ২০১৯ | ১৬৮১০ বার পঠিত
  • ক) ঐতিহাসিক ভুল


    আমরা যে পরিমন্ডলে বড়ো হয়েছি, সেখানে এমন একটি দল আছে, যাকে আমরা বেশ কিছুদিন গিলতেও পারি না এবং ওগড়াতেও পারিনা। সেই দলটি ঐতিহাসিক ভুল করে থাকে। প্রধানমন্ত্রিত্ব বিতর্ক থেকে নাগেরবাজার প্যাক্ট বিভিন্ন নিদর্শন তার। তবে দলের মাথারা আত্মসমালোচনা করেন। নিজের সমালোচনা নিজে করার একটা সুবিধের দিক হল তাঁদের অন্যের সমালোচনা স্বীকার  করতে হয় না। ফলে এই দলটির ব্যাপারে আমাদের আর কিছু তেমন এখন বিশেষ লিখে লাভ নেই। তাও শুরুতে গণেশপুজোর মতন রাখা রইল। বাকি উপাচারে এতদাধিপতয়ে শ্রীবিষ্ণবের মতন ফুল দেব মাঝে মাঝে।


    খ) সংঘ নাকি সংগঠন


    যেহেতু আলোচনা পশ্চিমবঙ্গ নিয়ে আর এই বক্তব্য লোকসভা ভোটের শোকসভায় পাঠের জন্য পাঠানো হচ্ছে, ফলতঃ সুরতহালে কী এল জানতে চাইব বৈ কী! প্রথমে দেখার এই ১৮র ৪২ কি সংঘের কেরামতিতে হতে পারে? সংঘ পরিবার, হিন্দুত্ববাদী এই গোষ্ঠীটি বাংলায় বহুবছর ক্রিয়াশীল, বাকি ভারতের মতন। তবে মধ্যিখানে বাম আন্দোলনের ঘনঘটায় এদের টার্গেট অডিয়েন্স অন্য রেখায় প্রতিসৃত হয়েছিল। কিন্তু কলকাতাকেন্দ্রিকতা থেকে অফ ফোকাস বিভিন্ন অংশে গোকুলে বেড়েছে অবশ্যই। আর, দুম করে ভোটে জেতার থেকে বেশি কিছু তাদের লক্ষ্য থাকায় সামাজিক কাজকর্মে অংশীদার হওয়ার কাজ চালিয়ে গেছে। বিশ্বায়নের আগে আমরা মণিমেলা দেখেছি, বিজ্ঞান জাঠা দেখেছি, এমন কী পাড়ার ক্লাবগুলোর সক্রিয়তা দেখেছি। এখন সেই জায়গায় পোটেনশিয়াল অর্গানাইজাররা অর্কুট-ফেসবুক-টিন্ডার-হোয়াটস অ্যাপ করেন। ফলে সামাজিক পরিসরে সংগঠন ডুবে গেছে, সংঘের আলো উজ্জ্বল হয়েছে। হালে সরস্বতী বিদ্যামন্দির লোকের চোখে টোখে পড়ছে, কিন্তু সক্রিয়তা এক মাত্রায় বহুবছর ধরে থেকেছে। এই দিয়ে ভোটে জেতার সবটা হয়েছে মনে হয় না, কিন্তু কিছুটা হয় নি এমন নিশ্চয়ই নয়। সঙ্ঘারামে নিশ্চিতভাবে সংগঠনের ভিতপুজো হয়েছে। তাহলে বাকি থাকে সংগঠন। একটি সংগঠন ভালো চললে তার ভোট বাড়ে। বিশেষতঃ নতুন খেলতে নামা দল জেতে আর পুরোনো দল হারে ডিফেন্স-মিডফিল্ড-ফরওয়ার্ডের অর্গানাইজেশনের তারতম্য ঘটিয়েই। তার মানে ২ থেকে ১৮য় হেভি অফেন্স। ৩৪ থেকে ২২ এ ডিফেন্স ঝুলেছে, যতই ভোটভাগ বাড়ুক টাড়ুক না কেন। বল পজেশন তখনই কাজের যখন তা গোলে বাড়ে।  মনে রাখা দরকার, আমরা ২৩৫, ওরা ৩০ এর ভোটেও ৩৫% এর বেশি ভোট ওদের ভাগে ছিল।  ভোটকে সিটে পরিণত করার মধ্যে সাংগঠনিক কেরামতি থাকে।


    সিপিএমের ভাগে ২ থেকে শূন্য নিয়ে বেশি কিছু বলব না। তবে প্রকৃতি শূন্যস্থান পূরণ করে বলে শিশুবিজ্ঞানে লেখা ছিল। এটুকু খেয়াল করা অবশ্য যেতেই পারে যে ২০০৯এ বামশক্তি যে ১৬টি আসনে জিতেছিল, তার ১১টি এবার বিজেপির ভাগে পড়েছে। উল্টোদিকে দেখি  ২০০৯এ পাওয়া আসন, যা বিজেপি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে ২০১৯এ, তা হল হুগলি, ব্যারাকপুর, বনগাঁ আর রানাঘাট। এর মধ্যে ব্যারাকপুর আসনটা দ্রষ্টব্য, সেখানে তৃণমূলের সংগঠনের মূল লোকটি বিজেপিতে গিয়ে জিতেছেন। বনগাঁ আর রানাঘাটে নাগরিকত্ব বিলের ইস্যু ছিল, যা নিয়ে আমরা পরের পর্বগুলিতে আলোচনা করছি। ফলে বিজেপির ভোট এবং আসন দুইই বেড়ে যাওয়া, স্থানীয় সরকারে ক্ষমতাসীন দলের নাকের ডগা থেকে মার্জিনাল ভোটে একাধিক লোকসভা আসন বের করা, প্রার্থী প্রচার করতে পারেন নি, এমন জায়গাতেও ফল উলটে দেওয়া- এইসবই সাংগঠনিক কৃতিত্ব হিসেবে দেখা উচিত।


    গ) আইটি সেলের ভাইটি


    তিনি আমাদের হোয়্যাটস অ্যাপ করে গেছেন। আমরা প্রথমে পড়ি নি, তারপর খুলে দেখেছি মমতা ব্যানার্জির কার্টুন, তারপর স্কুলমেটদের গ্রুপে ফরওয়ার্ড করেছি। তারপর একদিন ট্রেনের তাসের আড্ডায় বিশরপাড়ার রবি বলেছে মেটিয়াবুরুজে অপহরণ নিয়ে একটা হেভি প্রতিবেদন এসেছে, সব কাগজ চেপে যাচ্ছে। বলেছি ফরওয়ার্ড করে দে তো। এই ভাবে বিছন থেকে দই জমেছে। কিছুক্ষণ আগে, আমার অফিসের এক সুইপার দেখলাম আরেকজনকে তার ফোন থেকে রাজনৈতিক খবর পড়ে শোনাচ্ছেন। দ্বিতীয়জনের কাছে স্মার্টফোন নেই মনে হল। তো হোয়াটস অ্যাপের ফরওয়ার্ড আমরা কাকে পাঠাচ্ছি আর কার থেকেই বা পাচ্ছি? কার থেকে নয়? পিসতুতো দিদি-সহকর্মী-মুদির দোকানমেট-স্কুলের বন্ধু ইত্যাদি, প্রভৃতি। আমাদের চেনা লোকজনই এগুলো পাঠাচ্ছে, যাদের রাজনৈতিক আনুগত্য-টত্যও নেই, মিডিয়াওলাদের মতন খবর বেচে খাবার জোটানোর দায় নেই। টিভিতে এক বিশেষ-অজ্ঞ এসে গাঁক গাঁক করে বলে গ্যালো- এন আর সি হওয়ায় নাকি আসামে হিন্দুরাই ক্যাম্পে ঢুকছে, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সে নিশ্চয়ই তৃণমূলের কমিটিতে আছে, আমি হোয়াটস অ্যাপ পেয়েছি সীমান্ত থেকে যে সব লস্কররা ঢুকে আশেপাশের বস্তিতে থাকছে, এন আর সি হলে তাদের চুন চুনকে তিহার জেলে পোড়া হবে। আমার ভায়রা আমাকে পাঠিয়েছে, সে তৃণমূল বা বিজেপি নয় বরং বামমনস্ক। এইভাবে সাইবার স্পেসে, আমাদের নিজস্ব আলাপচারিতায় এমন এক সংগঠন গড়ে উঠেছে যেখানে নম্বর দিলে বিজেপি ৯৫ তৃণমূল -২০ আর মমতা ব্যানার্জির মিম বানিয়ে সিপিএম সেখানেও বিজেপির খাতায় বাকি ৫ নম্বর উঠিয়ে দিয়েছে। কিন্তু, কথা হল হোয়াটস অ্যাপ কার থেকে পাই? কাকে পাঠাই? আইটির ভাইটি কে বা কারা আমি জানিনা, কিন্তু তাঁর কাজ ভাইরাল হয়ে আমার কাছে আসে আমার চেনাশুনো লোকের থেকেই, পাঠাই ও তাদেরকেই। চেনাশুনো লোক আমাদের জন্য তারাই যাদের সাথে দেখাশোনা হয়। আশেপাশের লোক, এই শহর বা গঞ্জের, নইলে ট্রেনে একটা দুটো স্টেশন, বাসে কুড়ি মিনিট দূরে থাকে এরকম। ফলে এক ভৌগোলিক পরিসরে এই সাইবার স্পেস ক্রিয়ারত থাকে। হোয়্যাটস অ্যাপের সাংগঠনিক ক্ষমতাও ভৌগোলিক। মাটিতে চলা সংগঠন তার কর্মীদের হাত ধরে বুথ-ওয়ার্ড-পঞ্চায়েত-ব্লক ধরে গড়ে ওঠে, শক্তিশালী হয়, শক্তি ক্ষয়ও করে। মেসেঞ্জার-হোয়্যাটস অ্যাপের স্মার্ট সংগঠন, স্থানীয় কর্মীর ভূমি ঊর্ধ্বে ভোটের প্রচার চালিয়ে গেছে সেই ভৌগোলিক পরিসরেই, মূলতঃ।


    ঘ) ভৌগোলিক ঠিক




    চিত্র ১- বিধানসভা ভিত্তিক এগিয়ে থাকার হিসেব (লাল- বিজেপি, নীল- তৃণমূল)


    চিত্র ১ -এ রাজ্যের লোকসভা ভোটের ফল রাখা রইল।  একটু অন্যরকম দেখাচ্ছে, তার মূল কারণ বিধানসভা কেন্দ্রে কে এগিয়ে সেই হিসেব ধরে এই ম্যাপপয়েন্টিং করা হয়েছে। এছাড়া কংগ্রেসের এগিয়ে থাকা বা  কংগ্রেস সিগিনিফিকেন্ট এই এলাকাগুলি আমরা ম্যাপে সাদা রেখে গেছি ধরিনি ( নির্দিষ্ট করে- মালদার দুটো লোকসভা আর বহরমপুর), আর মূল ম্যাপে গা ঘেঁষাঘেঁষি ব্যারাকপুর আর হুগলি কেন্দ্রের বিধানসভাগুলি ভালো করে বোঝা যাচ্ছিল না (এই অঞ্চল জনগনত্বে পৃথিবীর সামনের সারিতে)। মোটের ওপর নীল রঙে তৃণমূলের জেতা আর লাল রঙে বিজেপির জেতা বিধানসভা দেওয়া আছে। যেটা দেখার, উত্তরবঙ্গে দুটো আর দক্ষিণবঙ্গে দুটো নীল প্যাচ ছাড়া, বাকি সমস্ত লাল বা নীল দাগ দলাবেঁধে আছে , মানে বিস্তীর্ণ অঞ্চল ধরে হয় টানা বিজেপি এগিয়ে, নতুবা তৃণমূল। এই চারটে বিচ্ছিন্ন হয়ে পড়া জায়গা নিয়ে আমরা পরে কথা বলব।


    কিন্তু মূল ট্রেন্ড যেটা বিজেপি যেখানে এগোচ্ছে সেখানে আশেপাশের বেশ বড়ো অঞ্চল ধরে বিজেপি এগোচ্ছে, অঞ্চলগুলো এত বড়ো যে তার মধ্যে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন ধর্মগোষ্ঠী শহর-গ্রাম ইত্যাদি পড়ছে, মানে ধরুন দেড়খানা বা তিনখানা জেলা ধরে একটা বিজেপি জেতা পরিসর। আবার তৃণমূলও তাই। এই জেতার পরিসরটা একাধিক লোকসভাকে কাটছে। ধরুন ব্যারাকপুরের মধ্যে আমডাঙা তৃণমূল এগিয়ে তার পাশে খড়দা, অশোকনগর, বারাসত অন্য লোকসভাতে হলেও তৃণমূল জিতছে। দমদম আর বারাসতের দুটো বিজেপি বিধানসভা যথাক্রমে রাজারহাট গোপালপুর আর বিধাননগর- গায়ে গায়ে। আবার ঘাটালের ডেবরাতে বিজেপি এগিয়ে তার পাশেই তো পাঁশকুড়া পশ্চিম আর মেদিনীপুর বিজেপির থাকছে। এই ধারাটা গোটা রাজ্য জুড়েই প্রায়। এর উত্তর অধীর চৌধুরীর পকেট দিয়ে হয়। সেখানে কংগ্রেসের খুব ভালো ভোট সব বিধানসভায়, সাতটার চারটেতে এগিয়ে, বাকিগুলোতেও এত ভালো যে কংগ্রেসের ভোট বলে মনেই হয় না, আর তার কারণ কংগ্রেসের অসাধারণ সংগঠন আছে ঐ অঞ্চলে। অধীরবাবুর নিজস্ব সংগঠন। অর্থাৎ, সংগঠন, যা অঞ্চল ভেদে শক্তিশালী হয়, তা যেখানে প্রতিপক্ষের তুলনায় মজবুত, সেখানে মোদি হাওয়া, সারদা দুর্নীতি, টাকা খাটানো সব তুচ্ছ করে জয় এনেছে। নইলে পুরো দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে তৃণমূল সব বিধানসভায় এগিয়ে, আর সারদায় ক্ষতি তো ঐ জেলাতে প্রচুর। দক্ষিণ চব্বিশে তৃণমূলের এমন সংগঠন যে ডিএ পেকমিশন ব্যর্থতার পরেও ডায়মন্ড হারবারে পোস্টাল ব্যালটে তৃণমূল এগিয়ে থাকে! তৃণমূল যেখানে ভালো রকম পিছিয়ে সেখানে ১০ বছর আগের ভোটেও সেই অবস্থায় ছিল। বাঁকুড়ায় ২০০৯এ ৩৬% ভোট ছিল, মেদিনীপুরে ৪২%। এখনও কিমাশ্চর্য তাই হয়ে গেছে। অনুরূপ হিসেব বালুরঘাট, বিষ্ণুপুর কিম্বা আসানসোলেও। বামপন্থীদের সংগঠন প্রবলতর ছিল ২০০৯-এ (তখন ভাঙন শুরু হয়ে গেছে), এখন একদমই অনুরূপ প্রাবল্য বিজেপির। তৃণমূলের সংগঠন যেখানে ২০১১র পরে গড়ে উঠেছে সেখানে সেখানে সেটি দুর্বল এবং বিজেপি সম্ভবতঃ পূর্বতন শক্তিশালী অন্য একটি সংগঠনের কাঠামো ধরে এগিয়েছে। ফলে সেখানে তৃণমূলের ভোট ২০০৯-এর হিসেবে প্রায় আটকে আছে এবং বিজেপির ভোট ২০০৯-এ বামদলের ভোটের সমান হয়ে গেছে। আর, আগে যা বলেছি, ২০০৯-এ বামশক্তির জেতা লোকসভা আসনের ১৫র ১১ টিতে এবার বিজেপি জিতেছে। বাকি ৪টি আসন যা তৃণমূল এবার পেয়েছে সেগুলি হল- আরামবাগ (১০০০+ ভোটে কোনও ক্রমে জেতা), পূর্ববর্ধমান, ঘাটাল ও বোলপুর।  তৃণমূলের সংগঠন বীরভূমে অনুব্রত মন্ডলের হাতে শক্তিশালী হয়েছে। ঘাটালে নির্ণায়ক হয়েছে কেশপুর বিধানসভা, ৭৮০০০ ভোটে এগিয়ে দিয়ে। কেশপুরে তৃণমূলের সংগঠন নিয়ে আমরা গত দুদশক ধরে শুনে আসছি। তাছাড়া সংগঠন তো শুধু একটা ব্লকে আটকে থাকে না, আশেপাশের ব্লকেও ছড়ায়। তাই, আশেপাশের বিধানসভাতেও যথাক্রমে লাল বা নীল রঙ ধরছে।


    এই যে বিন্যাসটা, যেখানে তৃণমূল এগিয়ে সেটা এবং তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল নীল আর যেখানে বিজেপি এগিয়ে, আশেপাশের অঞ্চল লাল, যাদের জ্যামিতির পরিভাষায় হয়ত বা ম্যানিফোল্ড হিসেবে দেখা যাবে, সেটা এই নির্বাচনের মূল ধারা। একটা মাপক হিসেবে এখানে ভোটে জেতাকে ধরা হয়েছে, শুধু জেতা হারা দিয়ে অবশ্য সবটা ব্যাখ্যা হয় না। কিন্তু, লক্ষ্যণীয় বিষয় যেখানে একটি ম্যানিফোল্ডের সীমানা আর আরেকটি শুরু, তার কাছাকাছি দিয়ে একদলের ভোট শেয়ার কমে আসছে আরেকজনের বাড়ছে এরকম। অর্থাৎ একটা ভূমিগত বিন্যাসের ধারা মেনে ভোট ভাগ হচ্ছে, বিশেষতঃ বিজেপি আর তৃণমূলের মধ্যে। লোকসভা কেন্দ্রের বদলে বিধানসভা কেন্দ্রের নিরিখে ম্যাপ দেওয়া এইটা বুঝতেই যে এই ম্যানিফোল্ড-গুলি স্থানীয় সাংগঠনিক শক্তির হেরফেরে ভোটের ফলাফলের পরিণতির ইংগিতই দিচ্ছে। আমাদের হাতে বুথ ভিত্তিক তথ্য নেই, কেউ পেলে করে দেখতে পারেন সেইখানেও এই বিন্যাস দেখা যাচ্ছে কী না!


    ঙ) মিথ-মিথ্যে-মিথোজীবিতা


    বলা হচ্ছে এস সি ও এস টি রা তৃণমূলের দিক থেকে সরে গেছে। আমরা মালদা মুর্শিদাবাদ বাদে ৬৪টির মত এস সি সংরক্ষিত বিধানসসভা দেখলাম, তার ৩১টিতে তৃণমূল এগিয়ে।  যে এস সি বিধানসভাগুলি বনগাঁ রানাঘাট বা আলিপুরদুয়ারে গায়ে গায়ে লেগে আছে, সেইগুলির প্রায় সবকটিতেই বিজেপি এগিয়ে। তার আশেপাশের অসংরক্ষিত বিধানসভার ট্রেন্ড রঙ ও কিন্তু অনুরূপ। আবার যে সংরক্ষিত আসনগুলি দক্ষিণ চব্বিশ পরগণায়, তার সবগুলিতে তৃণমূল এগিয়ে। অর্থাৎ তপশিলি জাতিভুক্ত মানুষের আধিক্য সংশ্লিষ্ট বিধানসভাগুলিতে আলাদা করে ফলের তারতম্য ঘটাচ্ছে না, এবং সারা বাংলা জুড়ে তপশিলি জাতির আলাদা করে বিজেপিকে বেছে নেওয়ার সাধারণ কোনও রীতি এই ভোটে উঠে আসেনি। তবে, একথা অনস্বীকার্য যে রাণাঘাট আর বনগাঁয় বেশিরভাগ বিধানসভাই তপশিলি সংরক্ষিত। এবং গত দুটি লোকসভা এবং বিধানসভা ভোটে তৃণমূলকে বিপুল সমর্থনের পরে এইখানকার মানুষ এবার বিপুলভাবে বিজেপির সঙ্গে গিয়েছেন। তার পিছনে একটা বড় ফ্যাক্টর অবশ্যই নাগরিকত্ব বিলের প্রতিশ্রুতি। আসামের এর আর সি-র উদাহরণ হাতের সামনে থাকলেও সেখানে বিজেপির প্রচারকে কাউন্টার করতে পারে নি বাকি দলগুলি। এছাড়াও আগে আলোচনা করা সংগঠনের শক্তির তারতম্যের ব্যাপারটা এসেই যাবে। রাণাঘাটের কৃষ্ণগঞ্জে একটি বিধানসভা উপনির্বাচন হয়েছিল এইবারই। সেখানে পূর্বের তৃণমূল এম এল এ-কে হত্যা করা হয়, সন্দেহের তীর বিজেপির দিকে থাকে। প্রায় সমস্ত প্রিসিডেন্স সরিয়ে রেখে সেই আসনে বিজেপি জেতে! দলিত এম এল এ হত্যা যেখানে জাতীয় রাজনীতিতে নির্ধারক পয়েন্ট হতে পারত, সেখানে সেই আসনের উপনির্বাচনেই সেই এম এল এ-র দল হেরে যায়, এ সাংগঠনিক বিচ্যুতি ছাড়া হতেই পারে না।


    যাই হোক, আমাদের চিত্র-১ এ চারটে পকেট আছে, যা তৃণমূলের দিকে থাকা বিধানসভা, চারদিক থেকে বিজেপি দিয়ে ঘেরা। উত্তরবঙ্গে সিতাই ও রাজগঞ্জ, দুটোই এস সি। দক্ষিণে মানবাজার ও বিনপুর, দুটিই এস টি। এর কাছাকাছি দুটো বিজেপির জেতা এস টি বিধানসভা রায়পুর ও রানিবাঁধ, যেখানে তৃণমূলের পিছিয়ে থাকা এবং সিপিএমের প্রাপ্ত ভোটের হিসেব মিলে যায়।


    এবার, তপশিলি উপজাতি সংরক্ষিত সিটের হিসেব যদি দেখি- ১৫ টির ৩ টি তৃণমূল পেয়েছে। অর্থাৎ এখানে একটা শক্তিশালী ট্রেন্ড দেখা যাচ্ছে যে তপশিলি উপজাতির মানুষজন বিজেপিকে বেছে নিচ্ছেন। তবে এর মধ্যে লক্ষ্যণীয়, ঐ পূর্বোল্লিখিত দুটি পকেট বাদ দিয়ে আর যে এস টি আসনে  তৃণমূল এগিয়েছে, সেই সন্দেশখালির আশেপাশের সব আসনই কিন্তু তৃণমূলের। আবার বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রামের এস টি আসনগুলির আশেপাশে সব আসন প্রায় বিজেপির। তবে, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না যে তপশিলি উপজাতির মানুষ তো আর শুধু সংশ্লিষ্ট বিধানসভাতেই থাকেন না, আশেপাশে ছড়িয়ে থাকেন আর তাঁদের ভোট অঞ্চলের অন্যান্য বিধানসভাতেও প্রভাব ফেলেছে।


    এইখানে একটা মিথোজীবিতার তত্ত্ব আনা যায়। মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। সম্প্রদায়, পেশা ব্যতিরেকে একে অন্যের সঙ্গে আদানপ্রদান করে। আমার প্রতিবেশী কী ভাবছে, বাজারের সবজিওলা কী বলছেন, ছেলের গৃহশিক্ষক কী চাইছেন এইসব আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর, এই হাইপোথিসিসকে আমরা রাখছি আরেকটা হাইপোথিসিসের প্রতিতুলনায়। সেটা হল যে- মুসলিম ভোট প্রায় সর্বাংশে তৃণমূলে গেছে এবং সেইটাই তৃণমূলকে যেটুকু অক্সিজেন দেওয়ার দিয়েছে। বাংলার মুসলিম জনশতাংশ সবচেয়ে বেশি, দুটি জেলায়- মালদা আর মুর্শিদাবাদ। জনবসতির ৫০% এর বেশি মুসলমান। তার মধ্যে মালদায় একটিও আসন তৃণমূল পায় নি, মুর্শিদাবাদে তিনটির দুটি আসন পেয়েছে। আরও একটি মুসলিম সংখ্যাগুরু জেলা উত্তর দিনাজপুর। এখানে মুসলিম ৪৯% এর বেশি। এই জেলার ৯টি বিধানসভার ৫ টিতে তৃণমূল এগিয়ে, চারটিতে বিজেপি। এবং কোনও আসনেই ৪৯% এর কাছাকাছি ভোট তৃণমূলের নেই বরং কয়েকটি আসনে কংগ্রেস-সিপিএম ভালো ভোট পেয়েছে। অর্থাৎ, মুসলিমরা সংখ্যাগুরু এমন অঞ্চলে তৃণমূলকে তাঁরা সম্প্রদায় বেঁধে ভোট দিয়েছেন এরকম মোটেই নয়। এরপরে যে দুটি জেলায় মুসলিম বসতি বেশি, মানে ১/৩ এর বেশি, দক্ষিণ চব্বিশ পরগণা এবং বীরভূম, দুটিতেই লোকসভার সব আসন তৃণমূলের, বিধানসভার প্রায় সব আসনও। দক্ষিণ চব্বিশের প্রায় সমস্ত বিধানসভায় ৫০% এর বেশি ভোট তৃণমূলের, কোথাও কোথাও তা ৭০-৮০ ছুঁয়েছে। এর মধ্যে তপশিলি জাতি অধ্যুষিত বিশাল এলাকাও রয়েছে। সিপিএম কংগ্রেসের ভোট অনেক কম, এস ইউ সি আইয়ের গড় যে দুটি কেন্দ্র, সেখানে উল্লেখযোগ্য ভাবে বিজেপির ভোট বেশ কিছুটা বেশি। বীরভূমেরও বহু কেন্দ্রে ৫০%এর বেশি ভোট তৃণমূলের। অর্থাৎ এই সমস্ত কেন্দ্রে ভোটের সোজা ধর্মীয় বিভাজন হয় নি, মুসলিম ভোট তৃণমূল আর হিন্দু ভোট বিজেপি এমন ভাবে ভোট ভাঙে নি। বরং উলটো ইংগিত পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে সেখানে ২০-২৫% মুসলমান, যেমন বর্ধমান হাওড়ার বিধানসভাগুলি, তার অনেকগুলিতে তৃণমূলের ভোট বেশ ভালো এসেছে, ৫০%এর কাছাকাছি। আবার উত্তরবঙ্গে ঐধরণের মুসলমান বিন্যাসে তৃণমূলের ভোট অত ভালো হয়ও নি। উত্তর চব্বিশ ও নদীয়ায় মিশ্র ফল, বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে যেখানে তৃণমূলের ভোট ভালো, সেখানে তপশিলিপ্রধান আসনেও তৃণমূল অনেকটা এগিয়ে। আবার সেটা হচ্ছে না বলে উত্তর চব্বিশ পরগণা ও নদীয়ার কিছু এলাকায় ফল ততটা ভালো হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে ১০% মুসলিম, সেখানে একটি আসন তৃণমূল পাচ্ছে। একদমই পাচ্ছে না বাঁকুড়া পুরুলিয়া দার্জিলিং এ, সেখানে মুসলিম জনশতাংশ দশের নিচে।


    বিজেপির গ্রহণযোগ্যতা মুসলিমদের কাছে ভালো নয়, এখন অবধি এটা প্রতিষ্ঠিত। ফলে মুসলিম ভোট বিজেপির বিরুদ্ধেই যাওয়ার সম্ভাবনা। যে অঞ্চলে মুসলিমরা সংখ্যাগুরু, তাঁরা একাধিক দলকে বিজেপির বিরুদ্ধে বেছে নিচ্ছেন। যে অঞ্চলে সংখ্যালঘু কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে আছেন, সেখানে সম্ভবতঃ তৃণমূলকে বেছে নিচ্ছেন এবং মুসলিমদের বিজেপিজনিত আশংকা একভাবে তাঁদের প্রতিবেশী হিন্দুকে প্রভাবিত করছে, তাঁদের ভোট একতরফা বিজেপিতে যাচ্ছে না। বরং তৃণমূল আরও কিছুটা এগিয়ে যাচ্ছে। তপশিলি জাতির ভোটেও সেই প্রভাব আসছে। ব্যতিক্রম মতুয়া অঞ্চলগুলি, সেখানে নাগরিকত্ব ইস্যুতে তপশিলি ভোট একধারে বিজেপিতে গিয়েছে, হিন্দু-মুসলিম মিথোজীবিতার তত্ত্ব টেঁকে নি। যেখানে মুসলিম নেই, সেখানে বিজেপির মুসলিম-বিরোধিতার অভিযোগ তার ভোট হিন্দুদের কাছেও কমায় নি, কারণ হিন্দু জনগণ প্রতিবেশীর সহমর্মী হতে পারে নি।


    এর উল্টোদিকে আসছে তৃণমূলের মুসলিম তোষণ, ইমামভাতা প্রভৃতি 'পশ্চাদপট' জনগণের মধ্যে তার ভোট বাড়িয়েছে, কদিন বাদে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে রাজ্যে। মুসলিম ধর্মীয় রাজনৈতিক দল এসে এই ভোট নিয়ে তৃণমূলকে অপ্রাসঙ্গিক করে দেবে এই সব বক্তব্য। বিজেপির পাশাপাশি বাম-লিবারেলরাও যার প্রচারে নেমেছেন। কমরেড নরেন্দ্র মোদী তো বলেইছেন, মানুষ দুধরণের- যাঁরা ওনাকে সমর্থন করেছেন আর যাঁরা ওনাকে সমর্থন করবেন। কিন্তু ধর্মীয় ভোট বিভাজনের জনপ্রিয় হয়ে ওঠা তত্ত্ব ১০-৩৫% মুসলিম জনবহুল এলাকায় বহুলাংশে তৃণমূলের ৫০% বা তার বেশি ভোটের হিসেব মেলায় না। হিন্দু-মুসমিল সম্পর্ককে শুধুমাত্র বৈরিতার আলোয় দেখলে হিসেবে অনেকটা ফাঁক থেকে যাবে।


    চ) নটেগাছ


    নোটের গাছি ছাগলে খেয়েছিল কিন্তু তা সত্তেও দেশব্যাপী বিরোধী হাতে পেনসিলও প্রায় রইল না। আরবান এলিট নোটাবিপ্লবীরাও উড়ে গেলেন মোদি হাওয়ায় আর গ্রামে বন্দরে তো কথাই নেই। পশ্চিমবঙ্গে আরও অনেক কিছুর সাথে ঝামরে পরল সেই হাওয়া। কিছু রাজনৈতিক সমীকরণ পাল্টালো। একমাত্র যে সব জায়গায় (দাগ দিয়ে আবার বলা, জায়গা, অঞ্চল, ভৌগোলিক বিভাজন) তৃণমূলের সংগঠন শক্তিশালী, হাওয়া বাঁক নিল সেখানে এসে। চলে গেল সেইসব জায়গায়, যেখানে তৃণমূলের সংগঠন শক্তিশালী নয়, নতুন এবং বামপন্থীদের সংগঠন যেখানে কদিন আগেও শক্তিশালী ছিল। এর পাশাপাশি এল সংঘের হাতে গড়ে ওঠে বিজেপির সংগঠন, যা আদিবাসী অঞ্চলে শক্তিশালী হয়ে উঠেছে। বিজেপির সংগঠন সম্ভবতঃ বাম সংগঠনের জীর্ণানি বাসাংসিতে পুনঃ প্রাণিত হল। এই লেখাটির সংশোধনপর্বে বন্ধুরা বললেন তৃণমূলের দুর্নীতি, অগণতন্ত্র, বিরোধীদের উপর অত্যাচার এই বিষয়গুলি পর্যালোচনা করতে। কিন্তু, আমরা দেখতে পাচ্ছি, সারদা উপদ্রুত দক্ষিণ চব্বিশ পরগণায় একাধারে তৃণমূল জিতছে, অনুব্রত মন্ডলের পাঁচনবাড়ির হুমকি সত্তেও বীরভূমে জিতছে, আবার উন্নয়ন হয়েছে লোকে মেনে নিলেও ঝাড়গ্রাম-বাঁকুড়ায় হারছে। মুকুল রায়ের হাত ধরে মমতার সরকারের থেকে অধিক উন্নয়ন হবে, সৌমিত্র খাঁ বা অর্জুন সিংহ দল বদলানোয় তাঁদের পারফরমেন্স পালটে যাবে, এ মনে হয় সাধারণ ভোটাররা বিশ্বাস করেন না। তবে যেখানে বিজেপির সংগঠন বেশি সক্রিয় হয়েছে সেখানে তৃণমূলের বিরুদ্ধে জনমত ভোটবাক্সে পড়ার বন্দোবস্ত করা গেছে। অন্যত্র, যেখানে তৃণমূল শক্তিশালী, স্থানীয় মানূষের অভাব অভিযোগকে ভোটে নির্ণায়ক হতে দেয় নি। এ কথা অনস্বীকার্য, ছোট স্তরের নেতার দুর্নীতি অত্যাচার সারদা বা রাফালের থেকে কম প্রভাব ফেলে না মানুষের তাৎক্ষণিক সিদ্ধান্তে, কিন্তু সংগঠনের স্ট্রাকচারটি ক্রিয়াশীল থাকলে, সেইগুলিকে অ্যাড্রেস করা বা তার প্রতিশ্রুতি দেওয়া সহজ হয়ে যায়।


    তাই, ধর্ম নয়, মতাদর্শ নয়, উন্নয়নও নয়,  ম্যাচ শেষে দেখা গেল জিতল সংগঠনই, কারণ ভোট হয়ে যায় না, ভোট করানো হয়- যুদ্ধের মতনই।


    ছ) কী করিতে হইবে


    আমাদের কথা কেউ শোনে না। তাও এত কিছু লেখার পর একটু উপদেশ-সার ও লিখে যাই। এমনিই তৃণমূলকে আজকাল সকলেই বলে যাচ্ছে কী কী করা উচিত। আমরা বরং বলব, তৃণমূলের কী করিতে হইবে না! যেটা ২০০৯ এ সিপিএম করেছিল, সেইটা না করলেই মনে হয় হবে। স্থানীয় স্তরে সংগঠনকে ধরে রাখা আর মজবুত করা ছাড়া আর খুব কিছু করার নেই। আত্মসমালোচনার বদলে অন্যের সমালোচনা বিচার করে সেই অনুসারে কাজ করা, স্থানীয় রাজনীতির সুবিধা ভেবে রাজ্য রাজনীতি চালানো, ইত্যাদি। সব দোষ নিচুতলার কর্মীদের একাংশের নামে না চালিয়ে, নিচুতলার কর্মীদের পাশে উঁচুতলার দাঁড়ানো। কিছু নেতা বিজেপিতে যাবে, কিছু জেলেও হয়তো বা যাবে। কিন্তু অঞ্চল ধরে রাখার কাজে সরকারের সাহায্য এক্সটেন্ড করতেই হবে, অন্ততঃ ২০২১ অবধি। একচুয়ালি  মমতা ব্যানার্জি সরকারের বদলে পার্টিতে মন বেশি দিলে ভালোই হবে। ভোট শুধু সরকারি প্রকল্প দিয়ে আসে না। ডিএ মাইনর ইস্যু, তবে সরকারি চাকরিতে, স্কুল কলেজে নিয়োগ দরকার। সংগঠনের সার ওখানে জমে।


    আর বিজেপিকে? ২০০৯ এর পর তৃণমূল যা করেছিল, তাই। লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইত্যাদি পাওয়ানো। বাংলা থেকে মন্ত্রী। বুদ্ধিজীবীদের চাকরি দেওয়া থাকলে কিছু উটকো ঝামেলা কম হয়, সেইসব।


    আমাদের? গ্যালারি আসলে খেলারই অঙ্গ। ইমোশনাল অ্যাটাচমেন্ট কাটিয়ে খোরাক নিন। সব কিছুই আসলে ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আর, নাহলে মাঠে নেমে ইস্যুভিত্তিক লড়াই করুন, কিম্বা আইটি সেলের মতন ব্যক্তিগত মেসেজ ভাইরাল করার উপায় করুন। আমার মতন আত্মপ্রসাদ পেতে চাইলে আলাদা কথা, নতুবা ফেসবুকে বেশি লিখবেন না, ও কেউ সিরিয়াসলি নেয় না।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৯ মে ২০১৯ | ১৬৮১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.10 (*) | ০৭ জুন ২০১৯ ০২:৩১78395
  • S
    দূরত্বের তথ্যটার জন্য ধন্যবাদ। লোকেশন বাছার জন্য এটা বোধহয় একটা মেজর ইস্যু।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০২:৩৫78396
  • ডিসি, হোসুর ব্যাঙ্গালোরের পাশের পাড়া। আমি একবার একজনের বাইকে চড়ে ইলেকট্রনিক্স সিটি থেকে লান্চের সময় হোসুর ইন্টাস্ট্রিয়াল কমপ্লেক্স (না ঐরকম কিছু একটা নাম) গিয়ে ঘুরে এসেছিলাম।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০২:৪৭78397
  • মূল প্লান্ট আর অ্যানসিলিয়ারির মধ্যে দুরত্ব বেশি থাকলে প্রচুর খরচ বাড়ে। লজিস্টিক্সের ঝামেলা বাড়ে কয়েকগুন। ন্যানোর মতন সস্তা গাড়ির ক্ষেত্রে সেটা অ্যাবজর্ব করা সম্ভব ছিলোনা। তাছাড়া গাড়ির কারখানার লিস্টটা দেখলে বোঝাই যাচ্ছে যে একটা জায়্গা ধরে সেখানে একগাদা গাড়ির কারখানা তৈরী হচ্ছে। ঐ অ্যানসিলিয়ারিগুলোকে কাছে রাখার তাগিদে।

    পোর্ট বা এয়ারপোর্ট থেকে খুব দুরে গাড়ির কারখানা থাকলে, বিশেষ করে ন্যানোর মতন হালকা গাড়ির ক্ষেত্রে, সমস্যা হতে পারে। আমাদের দেশের রাস্তা ভালো না। ফলে শোরুমে আসার আগেই প্রচুর সমস্যা দেখা যাবে। এখনো হয়, কিন্তু সেটা বাড়বে। তাছাড়া গাড়ির কারখানার জন্য সমতল জমির দরকার হয়, নইলে গাড়ির অ্যালাইনমেন্টে সমস্যা হতে পারে। এসবই তখন শুনেছিলাম/পড়েছিলাম। আরো কিসব ছিলো।

    যেখানে সেখানে যেকোনও ফ্যাক্টরি বানানো যায়্না। পুরুলিয়ার অজ গ্রামে গিয়ে স্টেট অব দি আর্ট মাল্টিপারপাস হসপিটাল বানিয়ে কেউ লাভ করিয়ে দেখাক।
  • dc | 232312.164.231223.182 (*) | ০৭ জুন ২০১৯ ০২:৫৮78398
  • S, জানি।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:০৩78400
  • ন্যানো বোধয় ওখানে কোনওদিনই তৈরী হয়নি। আর পন্তনগরে টাটার কারখানা ১০০০ একরের জমির উপরে তৈরী। প্রায় সব অ্যানসিলিয়ারি ওখানেই তৈরী হয়। তার মধ্যে শুধু টাটার কারখানাতেই বোধয় হাজার দশেক লোক কাজ করেন।
  • PT | 340123.110.234523.19 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:০৭78316
  • কোন শিল্পপতির প্রতিই আমার কোন মোহ নেই। মোহ আছে বড় কারখানা ও কেমিকাল হাবের প্রতি। কেননা পব-তে বিপুল সংখ্যক ছেলে-মেয়ে কেমিস্ট্রি নিয়ে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হয়। বিপুল সংখ্যক, (বিশেষতঃ মেয়েরা) bio-related বিষয়ে নিয়েও পড়া-শুনো করে। কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের জন্য পব-র গোটাটাই ঊষর ক্ষেত্র। আমার এই তক্কে ঝাঁপানোর প্রধানতম কারণ ছিল এটাই-রাজনীতি দ্বিতীয় স্থানে ছিল।

    তবে আমি স্থিরনিশ্চিত যে টাটাকে তাড়ানোর চাইতেও বামেদের উৎখাত করাটাই পাখির চোখ ছিল রামধনু জোটের। নানারকমের রাজনৈতিক প্রত্যাশার সমাপতনে ব্যাপারটিকে রূপ দেওয়া হয়। ফেবুতে একটি ছবিতে দেখলাম লকেট দিদি বড়দির অনশন মঞ্চে আলো করে উপস্থিত। তিনি এখন ভোটে জিতে সিঙ্গুরে কারখানার দাবী জানাচ্ছেন।

    সম্প্রতি নয়ডা যাওয়ার পথে ৩ কিমি লম্বা মায়াকানন দেখলাম বাইরে থেকে। ঐ বিপুল পরিমাণ জমিতে গুচ্ছের পাথরের হাতি দিয়ে সাজাতে নাকি ৪০,০০০ কোটি সরকারি টাকা খরচা হয়েছিল। কোন মেধা , কোন রাজনাথ, কোন অগ্নিবেশ সেখানে ধর্ণা দিয়েছিলেন বলে তো মনে করতে পারিনা। কেন?
    (আমারও "অ্যাপ নেই, ল্যাপও নেই। পাতি ডেস্কটপে খটখট।")
  • Du | 237812.58.450112.192 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:০৮78401
  • না গেলা ও না ওগরানো পার্টির আরেকজন খুন হল। তার বাবা ও ভাইকেও ছুরি মেরে গ্যাছে।
  • sm | 2345.110.9003412.104 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:১৪78402
  • এই লিঙ্কে দেখা যাচ্ছে রতন বাবুর প্রপোজাল ছিলো,পনথনগরে ন্যানো কারখানা খোলার।
    তার মানে এখানেও ঢপ দিয়েছিলেন!চমৎকার।
    দুই,কুযুক্তি ও অপযুক্তি সাজানোর কাজ নিপুন ভাবে চলছে।
    দূরত্ব!
    দেখাযাক।সানন্দের থেকে আমেদাবাদ বোধ হয় 70 কিমি।
    আর নিয়ারেস্ট পোর্ট মুনদরা পোর্ট 320 কিমি।
    কলকাতা থেকে খড়গপুর (পোর্ট ও এয়ার পোর্টের) দূরত্ব প্রায় সেম।100কিমির সামান্য বেশি।
    এডভ্যান্টেজ?খড়গপুর একটি পুরোনো ইন্ডাস্ট্রিয়াল শহর।বহু লোকের বাস।উপরন্তু একটিপ্রিমিয়াম ইন্সটি আছে।রতন বাবুর ক্ষমতা থাকলে পৃথিবীর মধ্যে যোগ্যতম লোক রিক্রুট করতে পারেন।ওঃ বলা হয়নি।সানন্দ একটা ড্রাই, আধা গ্রাম,আধা শহর।জলকস্ট প্রচুর ছিল ,অন্তত কারখানা করার সময়।
    পন্থ নগর।এখানে নিকটবর্তী যে এয়ার পোর্টটি আছে সেখানে প্লেন নামে কিনা বড় প্রশ্ন
  • PT | 340123.110.234523.10 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:২৫78403
  • কেজিপি-এয়ারপোর্টঃ ১৩০ কিমি
    সিঙ্গুর-এয়ারপোর্টঃ ৪০ কিমি
    সানন্দ-এয়ারপোর্টঃ ৪৫ কিমি
    (এসব তো অন্তর্জালেই পাওয়া যায়!!)
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:২৯78404
  • "সানন্দের থেকে আমেদাবাদ"এর দুরত্ব ৪৭ কিমি।
    "খরগপুর থেকে কোলকাতার"এর দুরত্ব ১৩৮ কিমি। গুগুল ম্যাপে এইসব জিনিস মাপা যায়।

    "উপরন্তু একটিপ্রিমিয়াম ইন্সটি আছে।রতন বাবুর ক্ষমতা থাকলে পৃথিবীর মধ্যে যোগ্যতম লোক রিক্রুট করতে পারেন।"
    আইআইটির ছেলেমেয়েদের সম্বন্ধে জাস্ট কোনো আইডিয়া না থাকলে এইসব ভুলভাল তক্ক জুড়ে দেয় লোকে। আইআইটির কজন ইন্জিনিয়ার ভারতের কোন গাড়ির কারখানায় যোগ দেয়? আইআইটির ফ্রেস ছেলেপিলেরা যে মাইনে এক্সপেক্ট করে সে টিসিএসের প্রজেক্ট ম্যানেজাররাও পায়্না। আর টেলকো? আইআইটি কেজিপির ছেলেদের সবার বাড়ি খরগপুরে? সিলিকন ভ্যালি থেকে এসে রিক্রুট করে নিয়ে যাচ্ছে কেন?

    উত্তরাখন্ডে মোট ৫টি গাড়ির কারখানা আছে, তার মধ্যে ৩টি পন্তনগরে।
  • dd | 90045.207.2356.125 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:৩১78317
  • আমি সব জানি।

    সেন্নাইতে আমার কারখানার প্রতিবেশী ছিলো হিউন্ডাই। প্রায় সাড়ে পাঁচশো একর জমির উপর। সে এক হিউজ ব্যাপার। আর তার চাদ্দিকে ডজনে ডজনে অ্যানসিলারী কারখানা। গা ঘেঁষে বা তিন চার কিলোমিটারের মধ্যে। বেশ ছোট্ট থেকে শুরু করে রীতিমতন কুরি তিরিশ একরের অ্যানসিলেরী কারখানাও প্রচুর।

    খাঁটি দেশী, বিদেশী বা বর্ণ সংকর। সব রকমের সাপ্লায়ারই কারখানা বানিয়ে কারবার করছে।

    অতএব প্রমান হইলো যে এনসিলেরী ইউনিটকে মূল কম্পাউন্ডের মধ্যে না রাখিলেও স্বর্গ রসাতলে যায় না।

    প্রসংগতঃ আমার একটি স্মার্ট ফোন, একটি টেবেলেট, একটি কিন্ডেল, একটি অধুনা স্বর্গগত ল্যাপী থাকা স্বত্তেও আমি পিসিতে ঠকঠকিয়েই যাবতীয় জ্ঞান ভান্ডার বিলিয়ে থাকি।
  • sm | 2345.110.9003412.104 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:৪৬78405
  • ধুর ভুলভাল তর্ক হচ্ছে।গাড়ি কারখানার মাল কি বাই এয়ার আসছে সব?আর সানন্দ থেকে কলকাতা পোর্টের দূরত্ব 300 কিমির ওপর,যেখানে কলকাতা বড়জোর 120 কিমি।তার বেলা?☺️
    দুই,উইকি দেখাচ্ছে সানন্দ থেকে আমেদাবাদ এয়ারপোর্টের দূরত্ব 70 কিমি।
    তিন,পন্থ নগরে একটি পরমাণু সদৃশ এয়ারপোর্ট আছে।কালে ভদ্রে প্লেন দেখা যায়।
    ধরে কাছে পোর্ট ও নেই।তা,ওখানে এতো বড় হাব হলো কি করে?আর রতন বাবুই বা ন্যানো খুলতে চেয়েছিলেন কেন?
    চার,রতন বাবু,জানে কি করে 30 -40 হাজার টাকায় ইঞ্জিনিয়ার খাটানো যায়।আর কোরাসে গিয়ে হাজার হাজার পাউন্ডে বেতন আর পেনশন দেন।আই আই টি,যে ওদিক মারবে না ভালো করেই জানি।সেই জন্যই বললাম ক্ষমতা থাকলে,রিক্রুটমেন্ট করতে পারতেন।
    https://en.m.wikipedia.org/wiki/Sanand
  • sm | 2345.110.9003412.104 (*) | ০৭ জুন ২০১৯ ০৩:৫৫78406
  • #সানন্দ থেকে মুন্ডরা পোর্টের
  • Amit | 9003412.218.0145.104 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:০০78318
  • এলেবেলে কে,
    বিস্বাসঘাতকতা করতে হলে টাটারা অনেক আগেই করতে পারতো মনে হয়। কারখানাটা ৮০% কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পরে কেন করতে হবে ? করে তাদের কি ঘন্টা লাভ হলো ?

    ডিডি- দা কে,
    মনে হয় এনসিলারি ইউনিট গুলোকে মূল কম্পাউন্ড এর মধ্যে রাখলে লাভ হতে পারে যদি কনভেয়র বেল্ট দিয়ে কানেক্ট করা যায়। ট্রান্সপোর্ট এর জন্ঝাট মিটে গেলো। এতো টেইট বাজেট এ তো সামান্য কস্ট সেভিংস ও অনেক লার্জ স্কেল এ।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:০১78407
  • আবারো লিখি। পোর্ট থাকতেই হবে কেন? পান্জাব চন্ডিগড়ে কোন পোর্ট আছে? এয়ারপোর্ট থাকলে চলে বা একটা বড় হাব (শহর) দরকার। কোলকাতা বা আমেদাবাদ।

    পন্তনগরে টাটার কারখানার জন্য ১০০০ একর জমি দেওয়া হয়েছে। কোনো সবজান্তা এক্সপার্ট এসে এতো জমি কেনো দেওয়া হবে বলে কান্নাকাটি জুড়ে দেয়নি। বা পথ অবরোধ করে চাষীভাইদের কষ্টে চোখ খুঁটে জলও বের করেনি। এই কারণেই বহু সুবিধে থাকা সত্তেও পবে শিল্প হয়নি। সিঙ্গুরের কারখানা না হতে দেওয়ার মতন মানসিকতা এর অন্যতম কারণ।

    আইআইটির ব্যাপারটা আমি এখনো বুঝলাম না। আমার মনে হয় আপনিও বোঝেননি। আইআইটি থাকা-না থাকার সঙ্গে গাড়ির কারখানা তৈরীর কোনও সম্পর্কই নেই।

    সবশেষে একটা কথা বলে দিই। লোকে যখন ওয়েবমেড পড়ে ডাক্তারি ঝাড়লে আপনার রাগ হয়, তেমনি সবজান্তা গামছাওয়ালারা ইন্টারনেট থেকে অর্থনীতি, শিল্পনীতি, গাড়ির কারখানা নিয়ে তক্ক করলেও হতাশা হয়। কারণ আপনি যদি রোগি দেখতে গিয়ে দেখেন যে রোগী আপনাকে ওয়েবমেড পড়ে পরামর্শ দিচ্ছে তখন আপনি কি করবেন? সেই রোগীকে আর দেখবেন না। শিল্পপতিরাও পবের ক্ষেত্রে সেরকম সিদ্ধান্তই নিয়েছে।
  • PT | 340123.110.234523.23 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:১৪78319
  • অ্যান্সিলারি কারখানা ৫ কেন হয়্ত ৫০ কিমি দূরেও করা যায়। সমস্যা হচ্ছে যে এইসব প্রস্তাব দিচ্ছেন তিনোপ্রিয়া শাঁওলী!! আর উল্টোদিকে গাড়ী বানিয়ে বিশ্বখ্যাত এক ব্যবসায়ী। কার কথা বেশী বিশ্বাসযোগ্য সে তো পসন্দ আপনা আপনা।

    কিন্তু ভেবে দেখুন যে টাটাবাবু শাঁওলীকে বোঝানোর চেষ্টা করছেন যে নাথবতী অনাথবৎ এর শেষ দৃশ্যে সবুজ ও নীল রঙের ফুট লাইটের বদলে লাল ও হলুদ আলো ফেলতে। শাঁওলী নিশ্চয় টাটাবাবুর কথাই মেনে নিতেন, তাই না?
  • sm | 2345.110.783412.36 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:১৫78408
  • আমার কোন রাগ ই হয়নি।আপনি ভুলভাল যুক্তি দিচ্ছেন।একবার বলছেন কাছাকাছি এয়ারপোর্ট,পোর্ট থাকার কথা।আবার বড় শহর থাকার কথা।
    সবকিছুতেই খড়গপুর এগিয়ে সানন্দ আর পন্থ নগর থেকে।
    আর আই আই টি র ব্যাপারটা যখন বুঝতে পারেন নি,তখন নতুন করে বোঝাবো না।
    আপনি যতই চেঁচিয়ে গলা ফাটান,আমড়া গাছে কখনো আম ফলাতে পারবেন না।
    যাই হোক,সিঙ্গুরে গরীব চাষী দের তিনফসলি জমি কেড়ে নিতে গিয়ে কোর্ট থেকে রামধাক্কা খেয়েছে বুদ্ধ বাবুর সরকার।আর টাটার কম্পেনসেশন আদায় করার চেষ্টাও বিফলে গেছে।সুড় সুড় করে জমি ফেরত দিয়ে দিয়েছে।
    এরপর আর কি বলার থাকে?
    আপনাকে তো একটা পোস্ট করতে দেখিনি যে কারখানা গোটানোর সিদ্ধান্ত নেবার পর রতন টাটা কেন জমিটা রাজ্য সরকার কে ফেরত দিচ্ছেন না।কেন কোর্টে ঝুলিয়ে রাখছেন।
    কেউ চোখ খুঁটে জল ফেলে,আর কেউ চোখে ছানি পড়েছে বলে ঘুরে বেড়ায়।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:১৮78409
  • "কেন কোর্টে ঝুলিয়ে রাখছেন।"
    আমি কি টাটার আইনজীবি নাকি? ভুল লোককে প্রশ্ন করছেন। অবশ্যি সেটাই স্বাভাবিক।
  • Atoz | 125612.141.5689.8 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:২১78320
  • নাথব্তী অনাথবৎ
    ঃ-)
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:২৪78410
  • তিনো জেতার পর বামেদের কর্মীরা যখন খুন হতেন তখন টিভির স্টুডিওতে বসে অনেকে বাম আমলের সন্ত্রাসের কথা বলে সেসব জাস্টিফাই করতেন। এখন হঠাত তাদের মুখে রামনাম থুড়ি শান্তির কথা কেন?
  • Amit | 9003412.218.0145.104 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৩০78321
  • সেই সব সবজান্তা শিল্পীর দলবলের নমুনা তো এই কবছরে দেখা গেলো। মমব্যান এদেরকে একেবারে দু পয়সার ভিখিরি বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে।

    যাক গে। যা গেছে গেছে, যা হচ্ছে হোক। ২০২১ এ বিজেপি মমব্যানকে গলাধাক্কা দিয়ে বিদেয় করুক, কার কি আসবে যাবে আর।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৩১78411
  • তিনো মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন যে উনার এলাকার একটি খুনের জন্য বাম সরকারের ৩৪ বছরের শাসনই দায়ী। বাম শাসনের ফলে ইয়ং ছেলেদের আপব্রিঙ্গিঙ্গ খারাপ হয়েছে।

    ইয়ঙ্গ ছেলেদের আপব্রিঙ্গিঙ্গ ২০১১ সালেই শেষ হয়ে গেছে?
  • Atoz | 125612.141.5689.8 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৩৯78322
  • মূলোৎপাটন করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলুক। রাজ্যের আপদবালাই দূর হোক।
  • PT | 340123.110.234523.4 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৫০78412
  • "সবকিছুতেই খড়গপুর এগিয়ে সানন্দ আর পন্থ নগর থেকে।"
    কেন?
  • sm | 2345.110.783412.36 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৫২78413
  • আপনার পোস্ট পড়ে মনে হয়েছে,আপনি টাটার পক্ষে যুক্তির অবতারণা করছেন।সবই অবিশ্যি ভুলভাল।কিন্তু যুক্তি তো পেশ করেই চলেছেন।
    যেমন সিঙ্গুর খরচ বাঁচাতে টাটার বেস্ট অপশন।ভালো।কিন্তু টাটা চাইলেই কেন মানতে হবে?
    সেক্টর ফাইভে যদি টাটা কুড়ি একর জমি চায়,আর সেটা যদি না দিতে পারে তো নিউটাউনে দেবে।টাটার সেকন্ড ক্যাম্পাস রয়েছে তো।
    এখন সিঙ্গুর হলো নীতির প্রশ্ন।যদি বেটার অপশন থাকে,তাহলে বহুফসলি জমি কাড়া কোন সুস্থ মস্তিষ্কের রাজ্য সরকারের ই উচিত নয়।
    টাটার ও সেকন্ড অপশন বা প্ল্যান বি থাকা উচিত।তাদের ও দেখা উচিত সিঙ্গুরে হাজার একর বহুফসলি জমি অধিগৃহিত হলে কতো বেশী জনতা জীবিকা চ্যুত হবে বা কতো বেশি ড্যামেজ হবে।
    আপনার অনেস্ট ওপিনিয়ন কি?খড়গপুর বাছলে,টাটার কি এমন ক্ষতি হতো?
    এই যে এতো ভয় মিডিয়া দেখলো?টাটা কি সেকেন্ড ক্যাম্পাস পব তে করে নি।টাটা মেমোরিয়াল হাসপাতালের ব্রাঞ্চ নিউটাউনে খোলেনি।নতুন করে মেটালিক্স এর কারখানার সম্প্রসারণ করে নি।
    মন থেকে শিল্পপতি দের দূরে সরিয়ে রাখুন।পাত্তা না পেলে,ওঁরা ঠিক মাছির মতন বিন বিন করে ফিরে আসবে।
  • sm | 2345.110.783412.36 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৫৬78414
  • আপনি সানন্দ আর পনথনগর এর থেকে নিয়ারেস্ট পোর্ট আর এয়ারপোর্টের দূরত্ব যোগ করে দুই দিয়ে ভাগ করে নিয়ে দেখুন,খড়্গপুর এগিয়ে।
    এছাড়াও অন্যান্য সুবিধাও আছে।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৪:৫৭78415
  • "পাত্তা না পেলে,ওঁরা ঠিক মাছির মতন বিন বিন করে ফিরে আসবে।"
    অন্য জায়্গার মধু ছেড়ে? আপনি নিস্চই জানেন যে রতন টাটাকে পাত্তা দেওয়ার লোকের অভাব ঘটেছে।
  • S | 458912.167.34.76 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:০১78416
  • অথচ টাটারা কেন অন্য কোম্পানিরাও এই দুটো জায়্গাতেই কারখানা করলো। এরা সবাই কি বোকা। গাড়ির কারখানার ইন্জিনিয়ারদের কোথায় গাড়ির কারখানা তৈরী করতে হবে সেটা গুচতে আপনার লেখা পড়ে তবেই শেখা উচিত।
  • dc | 232312.174.230112.184 (*) | ০৭ জুন ২০১৯ ০৫:০৯78323
  • ডিডিদা, অ্যান্সিলারি ইউনিট যদ্দুর মনে হয় মেইন ম্যানুফ্যাকচারিং ইউনিটের যতো কাছাকাছি রাখা যায় ততো সুবিধে। ফেসিলিটি লোকেশানের নানারকম কনস্ট্রেন্ট আছে, সেসব হিসেব করে দূরত্ব যতো কমানো যায় আরকি। শ্রীপেরুম্বুদুরে হিউন্ডাই কারখানার কথা তো বললেনই, চেন্নাইয়ের কাছে বিএমডাব্লুরও ওরকম বিশাল কারখানা আছে। তাছাড়াও আছে ফোর্ড আর মাহিন্দ্রার প্ল্যান্ট।

    তামিল নাড়ুতে যেটা নেই সেটা হলো শাঁওলি মিত্রের মতো গাড়ি শিল্পী। ফলে বড়ো বড়ো প্ল্যান্ট বানানো গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন