এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিবাংশু | 236712.158.676712.160 (*) | ০৫ জানুয়ারি ২০২০ ০৫:৩৪79950
  • গণতন্ত্র? এর পরেও?

    আরও বহু কিছু বাকি আছে এদেশের জন্য। সময়ের অপেক্ষা শুধু...
  • | 237812.68.674512.145 (*) | ০৫ জানুয়ারি ২০২০ ০৬:০৫79951
  • বাংলাদেশে পাকিস্তানের খানসেনাদের বুদ্ধিজীবি হত্যার মত টার্গেট নিয়েছে বিজেপী। আর এস এস আর জামাত-ই-ইসলামি তো একই মুদ্রার দুই পিঠ।
  • দোবরু পান্না | 236712.158.676712.186 (*) | ০৫ জানুয়ারি ২০২০ ০৭:১৬79952
  • এবারে এসপার নয়তো ওসপারের লড়াইটা শুরু হওয়া উচিৎ - কিন্তু হবে কি? প্রতীক্ষায় বসে আছি
  • অর্জুন | 236712.158.676712.252 (*) | ০৫ জানুয়ারি ২০২০ ০৮:০৯79953
  • গণতন্ত্রকে এর আগেও ধাক্কা দিয়েছে ক্ষমতায় থাকা অন্য সরকার। কিন্তু এরকম বিকৃত ও নৃশংস আঘাত গণতন্ত্রে আর হয়েছে কি?
  • Amit | 236712.158.23.209 (*) | ০৫ জানুয়ারি ২০২০ ০৯:৫৫79954
  • এগুলোই নরমাল হয়ে যাবে আস্তে আস্তে যা হালচাল। যে দেশে দুটো রাস্তার গুন্ডা ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী হয় আর আরেকটা গুন্ডা দেশের সব থেকে বড়ো রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই দেশের হাল এর থেকে আর কি ভালো হবে। কোনো সভ্য দেশ হলে এই তিনটে এতদিন জেলের ঘানি টানতো।

    এখনো যেসব তথাকথিত ভদ্রলোকেরা বিজেপিকে সাপোর্ট করে, তাদেরকে প্রণাম।
  • Jnusu secretary speaks | 237812.69.453412.98 (*) | ০৫ জানুয়ারি ২০২০ ১১:৩৫79956
  • বিপ্লব রহমান | 237812.69.453412.98 (*) | ০৬ জানুয়ারি ২০২০ ০১:০৫79958
  • প্রচণ্ড প্রতিরোধ চাই। গুণ্ডাতন্ত্রকে রুখতেই হবে। ধিক্কার জানানোর ভাষা নাই।
  • de | 236712.158.455612.60 (*) | ০৬ জানুয়ারি ২০২০ ০৮:০৬79959
  • জঘন্য!
    এর নাম গণতন্ত্র! ছিঃ!

    এই নাম্বার গুলোকে ট্র্যাক করলেই তো পুলিশের কাজ সারা হয় -
  • Google 7005750770 | 236712.158.780112.102 (*) | ০৬ জানুয়ারি ২০২০ ০৮:৩১79962
  • Crowdfunding Platform Websites in India - Indian National ...
    contribute.inc.in › CHILDNOTBRIDECAMPAIGN
    Child Rights and You- East Volunteers. Share Fundraiser. I don't wish to share. Quick contact. India; 7005750770 · [email protected]. Pages. Home · Contact
  • | 236712.158.676712.160 (*) | ০৬ জানুয়ারি ২০২০ ০৮:৪৩79963
  • ধ্যার বাবা! এখানেও স্প্যামারোগুলো আসছে! এদের ঠ্যাকানোর কিছু উপায় করুন টেক টীম।
  • Amit | 236712.158.23.205 (*) | ০৬ জানুয়ারি ২০২০ ১১:২৪79964
  • IT সেল এর ভিডিও নেমে গেছে বাজারে। শ্রেয়সহী কে নাকি কয়েকটা মুখোশ পড়া লোকের সাথে দেখা গেছে ক্যাম্পাস এ সেদিন।

    সাবাস রিপাবলিক টিভি। অর্ণব তো এবার গোয়েবলস কে কবর থেকে তুলে নাচাবে।
  • North Gate reclaimed | 236712.158.676712.160 (*) | ০৬ জানুয়ারি ২০২০ ১২:২৮79957
  • I was staying off from my phone in the evening. Avoiding social media voyeurism. Went out to have tea with ban and aswathi, when he said panicked, 'have you seen what's happening in JNU?'. I opened my phone and every whatsapp group every FB post was shrieking of horror. Aishe's bloodied face, the terrible video from Sabarmati....

    In an hour we were inside JNU, at Sabarmati, dodging police and sanghis. Around two hundred traumatised students were huddled there. Sabarmati hostel was in a wreck.

    Friends who were gathering outside North gate said situation is really tense. Sanghis not letting anyone enter. They are chasing, beating up, intimidating people. Yogendra Yadav has been beaten up.

    The narration of people of what happened were horrific. But this post is not about that.

    This post is how the number of students at Sabarmati swelled to three thousand. How students in small processions kept going to hostels and got fearful students out. How fear gradually evaporated. How daflis found their way. How from outside also constant messages kept coming..."we are growing in number". And finally, "north gate reclaimed"!

    Then everyone started to march to the north gate, via the hostels. The numbers swelled even more. JNU Profs were staying put at this side of the gate. Media lights. Amidst cheers the gate was opened. The sea of supporters from outside poured in. Oh...that was a magical magical moment.

    This post is about how bloodied, battered, injured, Hogwarts won yet another battle. The larger war however, continues.
    - Bonjyotsna Lahitri
  • ন্যাকা | 237812.69.563412.237 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০২:৪৬79978
  • "ক্যাম্পাসে নকশালরা মার খাইসে গঅঅঅঅ..."
    এই মর্মে কবিরা কাঁদছেন। বামকবিরা তো কাঁদছেনই। ডানেরা যাদের নিয়ে উৎসাহিত তেমন অনেকের কান্নাকাব্যও নজরে এলো।
    ওদিকে বাম শুকরকূল একদা যখন দুইশো শুয়োর মিলে একটা বয়স্ক লোককে কেলাতেন তখন যে চারানা আটানারা "বুদ্ধিদীপ্ত ট্রোল", যেমন, "আহারে খুব মেরেছে। ঠিক করেনি। নাহল একটু গরুর বাচ্চা... তাই বলে মারবে?", কিম্বা, "আয় খামারে... ঝান্ডার ডান্ডা...." ইত্যাদি করেছেন, তারা এই তথাকথিত ডান সুশীলদের মত ন্যাকাপনা করেননি। এখন তারা স্যাটাক্যাল খেয়ে, যেকোন বিজেপি সমর্থক দেখলেই মব লিঞ্চ করতে উসকাচ্ছেন। আর সেই ডান সুশীল কাব্যপ্রস্তুতকারীগণ আপ্রাণ চেষ্টা করে চলেছেন, "একটু জায়গা দাও তোমার মেহফিলে বসি" করার...
    যাকগে... তারা করুন। তারা উন্নত ধীশক্তির অধিকারী। আর আমি ভ্যানচালানো হিন্দু। চল্লিশ কেজির গাঁজাখোর যাদবখামার আমার আধখানাও তুলতে পারবে না। আর বুদ্ধিজীবীদের মেহফিল তো আমার কাছে কাইন্ড অফ ধাপার মাঠ। রবীন্দ্রনাথ যেখানে আইডল, সেখানে আমি বড়ই বেমানান।
    হ্যাঁ, তো বামক্যালানোতে ডান সুশীল যারা দুঃখ পেয়েছেন, তাদের উদ্দেশ্যে এক হিন্দু কবির লেখা কটি লাইন তুলে দিলাম...
    .
    যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বার অপাবৃতম্, সুখীনাং ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম্। .....
    সুখেদুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ, ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। ....
    অথ চেৎ ত্বমিমং ধর্মংসংগ্রামং ন করিষ্যসি, ততঃ স্বধর্মকীর্তিঞ্চ হিত্বা পাপমবাপ্স্যসি।
    ভয়াদ রণাদুপরতাং মংসন্তে ত্বাং মহারথাঃ যেষা চ ত্বং বহুমতো ভুত্বা যাস্যসি লাঘবম্।
    অকীর্তিং চাপি ভুতানি কথয়িষ্যন্তি তেহব্যয়ম্, সম্ভাবিতস্য চা কীর্তি মরণাদতিরিচ্যতে।
    অবাচ্যবাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা। নিন্দন্তস্তব সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম।
    .
    ভাগ্যিস তখনকার হিন্দু কবিরা সুশীলতা করত না। নইলে দেখা গেল দুর্যোধনকে ক্যাম্পাসে ঢুকিয়ে দিত। আর এসব শ্লোক লিখত না।
  • | 237812.69.563412.93 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৩:২৭79965
  • হ্যাঁ রভিশকুমার কাল ওই ভিডিওটা ধরে ধরে বাস্ট করেছেন।
  • তাতিন | 124512.101.89900.231 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৩:২৯79979
  • ন্যাকা*দা,
    বিদ্যাসাগর কলেজের ছাত্রের মতন ভ্যানচালানো হিন্দু উঠে আসছে?
  • রঞ্জন | 236712.158.895612.180 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৩:৫৭79966
  • খবরগুলোঃ
    ১ ভিসি এবং এবিভপির এই প্রচার যে রেজিস্ট্রেশনে বাধা সৃষ্টি করা আন্দোলনকারীরাই আসলে এই হিংসার কারণ , দাগ কাটছে নয়া, বামেদের বিরুদ্ধে বিষোদ্গারও নয় । ক'জন কেন্দ্রীয় মন্ত্রীও এই প্রচারে গলা মিলিয়ে বলেছেন যোগেন্দ্র যাদব ওই সময়ে কি করে ওখানে পৌঁছে গেল এটাও তদন্তের বিষয়। যেন ঐশী ঘোষ নিজেই নিজের মাথা ফাটিয়েছেন এবং ৪৫ বছরের অধ্যাপিকা সুচরিতা সেনও। অধ্যাপকদের সংগঠন ভিসির পদত্যাগের দাবি করেছে।
    ২ ভিসির বক্তব্য থেকে এটা স্পষ্ট ৭০ দিনের শান্তিপূর্ণ আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যেই এই গুন্ডামি। ঊনি বলছেন এবার শান্তি; রেজিস্ট্রেশনে কোন বাধা পড়বে না । এখন উনি স্টুডেন্টদের সুরক্ষার গ্যারান্টি দিচ্ছেন! অধ্যাপকদের উপর হামলা নিয়ে শিক্ষা মন্ত্রী বা ভিসির কোন বক্তব্য চোখে পড়েনি। অধ্যাপকদের ফ্যামিলি কোয়ার্টারে হামলা নিয়েও না ।
    ৩ দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলছে।
    বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদকীয় লিখে বলছে -- শাসক দলের গুন্ডা এবং পুলিশের আঁতাত! হামলার আগে স্ট্রিট লাইট নিভিয়ে দেওয়া হয় । এভাবেই নভেম্বরে পুলিশ আগে রাস্তার লাইট নিভিয়ে জে এন ইউয়ের ছাত্রদের উপর হামলা করেছিল।
    এবার পুলিশ নাকি ঠিক সময়েই পৌঁছেছিল , কিন্তু তারা বাঈরে দাঁড়িয়ে রইল , আর তিনঘন্টা ধরে ভেতরে তান্ডব!
    ৪ সরকার নাকি কাল ডেকে এনে জে এন ইউ কর্তৃপক্ষকে বলেছেন ছাত্রদের উপর কড়া অ্যাকশন না নিতে!
    প্রশ্ন, কোন ছাত্র? যারা অধ্যাপিকার মাথা ফাটায়? অ্যাম্বুলেন্স ভাঙে? দুর্বৃত্তদের শাস্তি হোক !
  • সিএস | 237812.69.453412.26 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৪:১৬79980
  • দীপিকা আবার আইটি সেল আর ট্যাক্সের লোকেদের কাজ বাড়িয়ে দিল।

    আজ রাত থেকেই ওর পেছনে লাগতে হবে।
  • | 236712.158.676712.146 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৪:২৯79981
  • আঁটিসেল পেছনে পড়ে গেছে দীপিকার। এবার একটা সিবিয়াই রেড হবে।
  • রঞ্জন | 236712.158.455612.60 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৪:৫৩79967
  • ভালো খবরগুলোঃ।

    মাত্র গত সপ্তাহে ভারত সরকার ইকনমিক স্ট্যাটিস্টিক্স কে বিশ্বসনীয় করতে এক স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে, যাতে প্রাক্তন চিফ স্ট্যাটিসটিশিয়ান প্রণব সেন এর সংগে জে এন ইউয়ের খ্যাতনামা প্রফেসর সি পি চন্দ্রশেখর ( নব্বইয়ের দশকে ডেমোগ্রাফি নিয়ে এঁর কাজ উল্লেখনীয়)। উনি এই হামলার প্রতিবাদে সরকারের কমিটি থেকে পদত্যাগ করেছেন। নিন্দা করেছেন নোবেল লরিয়েট অভিজিত।

    প্রতিবাদে মুখর হয়েছে প্রিভিলেজড সেকশনও। বলিউডের শুধু স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, শাবানা আজমী এবং অভিনব সিনহাই নন , ধিক্কারে ফেটে পড়েছেন নতুন প্রজন্মের অভিনেতারা। কীর্তি স্যানন, তাপসী পান্নু,সোনম কাপুর, ভুবন বাম ( ইউ টিউব ফেম) এবং মোদীজির পোস্টার বয় অক্ষয় খান্নার স্ত্রী টুইংকল!

    ইন্ডাস্ট্রি'র ব্যারনরা মুখ খুলছেন। মহীন্দ্র গ্রুপের আনন্দ, ম্যারিকো গ্রুপের হর্ষ মারিওলা, আরপিজি'র হর্ষ গোয়েঙ্কা এবং বায়োকন এর কিরন মজুমদার শ' ।

    হামলার প্রতিবাদে মুখর মুম্বাই, আলিগড়, কোলকাতা, পাটনা, চেন্নাই, হায়দ্রাবাদ, চন্ডীগড়, পাঞ্জাব, বেনারস, কেরালা, রাজস্থান, তেলেঙ্গানা, আই আই এম আমেদাবাদ, গুয়াহাটি, জোরহাট, ফ্যাকাল্টি মেম্বার্স ( আই আই টি মুম্বাই, টিস,), হরিয়ানার অধ্যাপকদের ফেডারেশন, পুণে ফিল্ম ইন্সটিটুট, রায়পুর, বিলাসপুর।

    যেমন ভাবা গেছল, নাম করে এফ আই আর হয়েছে ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ঐশী ঘোষের বিরুদ্ধে, শনিবার কথিত প্রটেস্ট এবং ভ্যান্ডালিজমের অভিযোগে, যার রোববারে মাথা ফাটল। কিন্তু রোববারের হামলার ব্যাপারে এফ আই আরে কোন নাম নেই , কেউ গ্রেফতার হয়নি।
    হ্যাঁ, ইউপিতেও তাদের নামে এফ আই আর হয়েছে যারা গুলিতে মারা গেছে। মরা মানুষ সাক্ষ্য দেয় না ।
  • | 237812.68.674512.211 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৫:৩২79968
  • ঐশী কী করছিল সেটা আগেই জানিয়েছে। ঐশীর সঙ্গে অমিত শাহ, উপাচার্য, দিল্লি পুলিশ সবার সার্বিক বোঝাপড়া আছে। তাই ঐ গুন্ডাদের ঢুকিয়েছিল মার খেতে, অমিত শাহকে বলে দিয়েছিল পুলিশকে তিন ঘন্টা ধরে গেটের বাইরে কিতকিত খেলার আদেশ দিতে। উপাচার্য যেন গেটের সিকিউরিটিদের আদেশ দেন ঐশীর সঙ্গে গুন্ডাদের ঢুকতে দিতে ও ঐশী সমেত অন্যদের মারার পরে তান্ডব করে নিরাপদে বেরিয়ে যেতে দিতে। ঐশীর নির্দেশে দিল্লি পুলিশ রাস্তার আলো নিভিয়ে দেয়। ঐশীই গেটের বাইরে এবিভিপির অন্য গুন্ডাদের জড় হতে নির্দেশ দিয়েছিল। ঐশী নাম তো তাই তার ঐশ্বরিক শক্তি।

    (Amit Dasgupta, responding to the IT Cell)
  • | 236712.158.676712.160 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৫:৩৬79982
  • natak | 237812.69.453412.236 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৬:১৭79969
  • যাক দিল্লীর ভোটের দিন ঘোষণা হয়ে গেলো! আর মাত্র মাসখানেকের অত্যাচার, এত নাটক আর সয়না বাপু!!

    তবে জে এন ইউ তে রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে বা যাচ্ছে, এটাই সবচেয়ে ভালো খবর। এরপর যাদের যা করার করতে থাকুক, যারা পরীক্ষা দিয়ে পাশ টাশ করে কয়েকবছরের মধ্যে সরকারকে ট্যাক্স দেওয়ার তারা দিক, আর বাকী ভিখারীরা সেই ট্যাক্স ধ্বংস করুক, এই আর কী!
  • de | 236712.158.455612.192 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৬:৪৩79971
  • https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#

    এই আরেকখানা গেরুয়া পেপার -

    ঐশীর পাশে এবিভিপিকেও খাড়া করিয়ে দিয়েচে -
  • অর্জুন | 236712.158.676712.160 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৬:৪৯79983
  • এ ভাবেই এরা unmasked হোক ।

    জে এন ইউ'র ভিসি দুদিন পরে প্রেস বিবৃতি দিলেন। নির্লজ্জতার সীমা নেই। প্রশ্নের উত্তর দেওয়ার হিম্মত নেই। বলেছে 'he is being pained.' অথচ আক্রান্ত ছাত্রী, ছাত্রদের সঙ্গে কথা বলেনি লোকটা। ফিজ হাইক যেটা নিয়ে ঝামেলার উৎপত্তি সে সময়েও দশ মিনিটের জন্যে স্টুডেন্টদের সঙ্গে কথা বলার কথা মনে হয়নি?

    এর অভিলম্বে পদত্যাগ করা উচিত।

    To quote Yogendra Yadav 'He is an intellectual joke and a moral blot.
  • সিএস | 236712.158.676712.160 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৮:২৮79972
  • এমেলেরা যোগীবাবুর ওপর রেগে যাচ্ছিল বলে, ট্যাক্সের পয়সা গেলা পুলিশকে দিয়ে গুলি চালিয়ে লোক মারল।

    পোষা আ**লদের খুশীর জন্য natak কম নয়।
  • | 237812.68.674512.235 (*) | ০৭ জানুয়ারি ২০২০ ০৯:৪৭79973
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন