এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 24.139.119.174 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০১:০২83113
  • রিলায়েন্সের সাথে গাঁটছড়া বাঁধলে সাধারণ গ্রাহকদের কি অসুবিধে হবে তার কিছুই বোঝা গেলো না -
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০১:৪১83114
  • এটা সবে শুরুয়াত। ব্যাপারটা একেবারে এই আমিতে নেমে না এলে আমাদের হেলদোল হয় না, যেমন আমার হল শিলংএ গিয়ে।
    এতোবড় একটা পরিষেবা রিলায়েন্সের মত কুখ্যাত কর্পোরেটকে এমনি এমনি দিয়ে দেওয়া হচ্ছে এটা আপত্তিজনক নয় তাহলে ! আর স্টেটব্যাংকের ব্যবসায়ে ঘাটতি হলে নতুন বিল কি আসছে সেটাও তো জানি। ঘাটতি তো হবেই স্টেট ব্যাংকের নিজস্ব প্রজেক্ট বাদ দিয়ে কিছু এক্সট্রা কমিশন দিয়ে রিলায়েন্সের প্রজেক্টস বিক্রিতে উৎসাহ দেওয়া কি খুব কঠিন।? বিশেষ করে রিলায়েন্সের মতো দু নম্বরি কর্পোরেটের পক্ষে?
    সেইজন্যইই তো জালিয়াতির ইতিহাস তুলে দিলুম। সবাই বেইল ইন বেইল আউট, এফ আর ডি আই নিয়ে লাফাচ্ছে, তার আড়ালে নিঃশব্দে ঢুকে যাচ্ছে রিলায়েন্স। এটা খুব এলার্মিং। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা !
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০২:১৭83115
  • আমার তো মনে হয় এই FRDI আর পেটাইম ব্যাংক একই ডিজাইনের দু দিক। পেটাইম ভেতর ভেতর সিঁদ খুঁড়বে, তখন লস হচ্ছে, লস হচ্ছে বলে শোর মচিয়ে বাজারে নামবে বেইল ইনের ছক। আমাদের সঞ্চয় এইভাবেই কর্পোরেটের হাতে চলে যাবে।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০২:৩৪83116
  • এটা আসলে আরেকটু ডিটেলে বুঝতে চাইছি।

    রিলায়েন্স অতি জালি সংস্থা এতে কোন সন্দেহ নেই, আর স্টেট ব্যাংকের পরিষেবা অতি যাচ্ছেতাই এতেও সন্দেহ নেই। অন্যদিকে, স্টেট ব্যাংক সারা দেশে অসংখ্য ব্র্যাঞ্চ খুলে বসে আছে আর আমাদের দেশে মোবাইল ফোন পেনিট্রেশান বাড়াতেও রিলায়েন্স একসময়ে বড়ো ভূমিকা নিয়েছিল (রিলায়েন্স, এয়ারটেল সহ আরও সব প্রাইভেট টেলিকম কোম্পানিরা)।

    আপনি যেটা লিখছেন, "পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের আর্থিক সুরক্ষার দায়িত্ব নেওয়া এই মহাকায় কুবেরকে ধূপধুনো সহযোগে তুলে দেওয়া হচ্ছে জালি রিলায়েন্সের হাতে", এটা একেবারেই বুঝতে পারছিনা। স্টেট ব্যাংক তো ন্যাশনালাইজড ব্যাংক, তাকে কি রিলায়েন্স টেকওভার করছে? এরকম কোন খবরও তো সার্চ করে পাচ্ছি না।

    আরেকটা - "স্টেট ব্যাঙ্কের মতো বিশাল মজবুত স্বয়ংভর সংস্থার অংশীদার হবে এই গুণধর রিলায়েন্স" - রিলায়েন্স কি স্টেট ব্যাংকের শেয়ার কিনছে? সেজন্যই বলছি পুরোটা বিশদে লিখলে আলোচনা করতেও সুবিধে হয়। আমি অনেককেই জানি যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এফডি আছে, স্টেট ব্যাংকের ম্যাগনাম ফান্ডে যারা ইনভেস্ট করেছেন ইত্যাদি। তাদের সতর্কও করে দিতে পারব।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০২:৪২83117
  • এই খবরগুলোর দুয়েকটা লিংক পেলেও সুবিধা হয়, বন্ধুদেরও এই ব্যাপারে জিগ্যেস করবো। কিন্তু আপাতত গুগলে স্টেট ব্যাংক সংক্রান্ত কোন খবর পাচ্ছিনা। সত্যিই জানতে চাই, কারন তাহলে আর নেক্স্ট ফাইভ ইয়ার স্ল্যাবে পিপিএফও রিনিউ করবোনা।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:০০83118
  • দুয়েকটা খবর দেখতে পেলাম, নীচে দিচ্ছিঃ

    Jio Payments Bank is a 70:30 joint venture between RIL and the government-run State Bank of India. Through the partnership, SBI is looking to leverage Reliance Jio’s telecom network to connect last-mile customers, especially in the country’s unbanked rural areas. In exchange, Reliance Jio will have access to SBI’s wide customer base across the country.

    As of April 1 this year, SBI had a total of 420 Mn customers. Reliance Jio, on the other hand, boasts a user base of around 129 Mn, as per a report by the Cellular Operators Association of India (COAI).

    https://inc42.com/buzz/jio-payments-bank-reliance-sbi/

    Even as non-cash retail payments growth has decelerated from the highs it touched during the demonetization phase, the volume of digital transactions continues to show an upward trend.

    “Non-cash payments are rising faster in volume than value terms, implying that the shift to digitisation is happening largely in the lower ticket transactions,” Ashutosh Datar, vice-president at IIFL Institutional Equities Ltd said. As per RBI guidelines released in October 2016, the central bank allows payments banks to engage with group entities at an arm’s length to operate as business correspondents.

    Employees of the group entity can also conduct banking activities, provided the payments bank remains responsible for the services offered.

    http://www.livemint.com/Industry/FiqHfdFXdRgBQZkhGfV1IJ/Jio-Payments-Bank-likely-to-launch-in-December.html
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:০৩83119
  • যেটুকু বুঝলাম, রিলায়েন্স-স্টেট ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হতে চলেছে ৭০ঃ৩০ রেশিওতে। মানে স্টেট ব্যাংক এমনিতেও মাইনরিটি পার্টনার। স্টেট ব্যাংককে রিলায়েন্স টেকওভার করছে এরকম কিছু পেলাম না। প্রতিভা এ ব্যাপারে আরেকটু লিখলে ভালো হয়, কারন আমার পার্সোনাল ইন্টারেস্টও জড়িয়ে আছে।
  • সুমনা সান্যাল | 57.11.2.4 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:২২83120
  • যতোদিন কেন্দ্রে বিজেপি থাকবে,ততোদিন মোদীর মাথা থেকে আমাদের মরণফাঁদে ফেলে পিষে মারার এইরকম অজস্র দুর্বুদ্ধি বেরোবে। ওদের আরও অনেক গোপন পরিকল্পনা অবশ্যই আছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই ভয়ঙ্কর ব্যক্তি আর তার দল কে ভোট দেবার আগে একবার ভাবুন। জয় শ্রীরাম আপনাকে বাঁচাবেন না। কোনো হিন্দুত্ববাদ আপনার গচ্ছিত টাকা ফেরত দেবেনা। রামমন্দির আপনাকে নিরাপত্তা দেবেনা। আম্বানী আদানী মালিয়াদের বন্ধু এই ব্যক্তি আর বিজেপি
  • সুমনা সান্যাল | 57.11.2.4 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:৩১83121
  • আজ টু জি স্পেকট্রাম কাণ্ডের চোরেরা বেকসুর খালাস পেলো। তখন মনমোহন সিংহ কে মূল চক্রী আখ্যা দিয়ে বিজেপি বাজার গরম করেছিলো। বিজেপির বন্ধু মুকেশ আম্বানীর এই জিও র চক্করও একদিন ফাঁস হবে। আজ আমরা জিও র অপরিমিত ফ্রি ডাটা নিয়ে আহ্লাদিত। এর জন্যে বাজার থেকে কী পরিমাণ টাকা তুলেছে মুকেশ আম্বানী? এইভাবেই এইসব শিল্পপতিরা ঋণখেলাপি হয় আর এখন ওদের দেনার দায় আমাদের মেটাতে হবে আমাদের ব্যাঙ্কে রাখা রক্ত জল করা রোজগারের টাকায়। রিলায়েন্স নামের ধান্দাবাজ সংস্থার সঙ্গে স্টেট ব্যাঙ্কের গাঁটছড়া বাঁধার চক্রান্ত করে বিজেপি আমাদের পিষে মারতে চাইছে। ধন্যবাদ প্রতিভা সরকার কে, এত প্রাঞ্জল ভাষায় এই ভয়ঙ্কর চক্রান্ত এখানে তুলে ধরার জন্যে।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:৫১83124
  • লিংকের জন্য ধন্যবাদ। এখানে দেখছি লিখেছে

    "The Subscription and Shareholders' Agreement was signed by RIL as promoter with a 70% equity contribution and SBI as joint venture with a 30% equity contribution on June 30, 2016", মানে ৭০-৩০ রিলায়েন্স-স্টেট ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার যেটা আগে লিখেছিলাম।

    আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখলাম, Payments banks can accept deposits (initially up to Rs 1 lakh per individual), offer Internet banking, facilitate money transfers and sell insurance and mutual funds by piggy-backing on existing retail or other networks. Besides, they can issue ATM/debit cards, but not credit cards. However, they are not allowed to lend. Instead, they must invest 75% of deposits in short-term government bonds and provide a physical network of access points, one-quarter of which must be in rural areas

    কিন্তু যাই হোক, স্টেট ব্যাংক একটি জয়েন্ট ভেঞ্চারে মাইনরিটি পার্টনার হতে চলেছে। এতে কি স্টেট ব্যাংকের ডিপোজিটরদের কোন লস হবার সম্ভাবনা আছে? এই পয়েন্টে শিওর নই, তবে যেটুকু পড়ছি তাতে সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৫83125
  • ঠিক। ৭০/৩০। এখন। রিলায়েন্সের যা পাস্ট রেকর্ড তাতে মনে হওয়া ভুল হবে না যে অচিরেই পাশার দান উলটে যাবে। এইজন্য সিঁদকাটির উপমা। রিলায়েন্সের সঙ্গে এত বড় পাবলিক ব্যাংকের কোন জয়েন্ট ভেঞ্চার এ দেশের কোন মানুষ চাইবে ? একবার শুরু হলে কোথায় যাবে কোন ধারণা নেই আমাদের।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:০০83126
  • জয়েন্ট ভেঞ্চার হলে এমনিতে তো ক্ষতি দেখছি না, মানে এই নতুন এন্টিটি যদি আরো ভালো পরিষেবা দেয় আর লাভ করে তাহলে তো ভালোই হয়। আর ভবিষ্যতে যদি ধরে নি স্টেট ব্যাংক এই এনটিটির ৭০% রিলায়েন্সের থেকে অ্যাকুয়ার করে নিল, তাহলেও সেটা তো এই নতুন পেমেন্ট ব্যাংক নামক এনটিটি কে অ্যাকুয়ার করবে। তাতে স্টেট ব্যাংকের নিজস্ব যে শেয়ারহোল্ডিং প্যাটার্ন তাতে তো কোন পরিবর্তন হবে না!
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:০২83127
  • এই দুটোই পয়েন্ট । এক এক্সিটিং নেটওয়ার্ক কাজে লাগান আর দুই এস বি আই এর প্রকল্প মার খাওয়া। তৃতীয় সম্ভাবনা, এখুনি মনে এল রুরাল এরিয়া সংক্রান্ত। গ্রামীন ক্ষেত্রে ব্যাংকের গয়ংগচ্ছ ভাবের জন্যই না সারদা, রোজভ্যালি। তাহলে এই কাজে এক্সট্রা ইন্সেন্টিভ দিয়ে রিলায়েন্স আর একটা ফাটকা খেলার দিকে এগোবে সেই সম্ভাবনার কি হবে ?
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:০৩83128
  • মানে আমার একটা কনফিউশান হচ্ছে। একটা এনটিটি হলো স্টেট ব্যাংক। দ্বিতীয় হলো রিলায়েন্স। তৃতীয় হলো এদের দুজনের জেভি রিলায়েন্স পেমেন্ট ব্যাংক। আপনি বলছেন ভবিষ্যতে এই তৃতীয় এনটিটিতে স্টেট ব্যাংক মেজরিটি শেয়ারহোল্ডিং নিতে পারে। কিন্তু তার ফলে প্রথম এনটিটি স্টেট ব্যাংকএর ডিপোজিটরদের কিভাবে ডিপোজিট লস হবে সেটা ক্লিয়ার হচ্ছে না।
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:০৪83129
  • না হলে খুব ভালো। রিলায়েন্সের অতীত রেকর্ডের জন্যই চিন্তা।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:০৬83130
  • রিলায়েন্স যদি ফাটকা খেলে তাহলে হয়তো এই জেভিটা ডুববে (যদিও আরবিআই রেগুলেটর হিসেবে আছে, তবে ধরে নিলাম সেখানে কিছু জল মেশানো হবে)। কিন্তু জেভির ক্ষতি হলেও অরিজিনাল যে এনটিটি, স্টেট ব্যাংক, তার ওপর কি এফেক্ট পড়বে? আমার তো পড়বে না বলেই মনে হচ্ছে।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:০৮83131
  • রিলায়েন্সের অতীত রেকর্ড তো অতি যাতা, প্রচুর জালি করেছে। যদিও একসময়ে ইন্ডিয়ার মোবাইল পেনিট্রেশান দ্রুত বাড়ানোয় একটা রোল ছিল।
  • Abhisek | 207.101.5.106 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:৩২83132
  • Jio payment bank RIL (RLI নয়) আর SBI এর একটি joint venture। এক্ষেত্রে SBI এর বিক্রি হয়ে যাওয়ার কি সম্ভাবনা? SBI এর আগেও বহু ব্যবসায় বেসরকারি সংস্থার সাথে যুক্ত হয়ে পরিষেবা দিয়েছে। যেমন SBI ক্রেডিট কার্ড ছিল GE এর সাথে আবার SBI Life insurance , BNP Paribas এর সাথে জুড়ে রয়েছে। লেখিকার আরও পড়াশোনার প্রয়জন। দুমদাম কিছু একটা লিখে বহলে গেলে হবে না।
  • cm | 113.205.214.35 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৪:৪১83133
  • এতে এস্বিআইএর কি লাভ হবে সেটা বোঝা যাচ্ছে?
  • sm | 52.110.196.183 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৫:১১83134
  • এই ভেঞ্চারে বিশেষ কোনো বিপদ দেখছি না, আপাতত।
    কিন্তু একটা বাংলা পেপারে এফ আর ডি এই নিয়ে কিছু পড়লাম। মূল নির্যাস হলো যেকোনো ডিপোজিটের কোন শর্ত মানার দায় দেউলিয়া বা স্ট্রেসড ব্যাংকের থাকছে না। অর্থাত ধরা যাক ,আপনি ৫ লাখের ডিপোজিট রেখেছেন ৫ বছরের কড়া রে।এক্ষেত্রে ৩ বছর পর ওই ব্যাংকের অবস্থা খারাপ হলে ,আপনার ডিপোজিট ওই ব্যাংক যেভাবে খুশি ইউজ করতে পারবে।
    মেয়াদান্তে প্রাপ্য সুদের কম দিতে পারে। ডিপোজিট আর কয়েক বছর ফেরত দিতে পারে বা ডিপোজিটের সমমূল্যের ওই ব্যাংকের শেয়ার আপনাকে দিতে পারে।
    ওই শেয়ারের কাগজ আপনি ইচ্ছে মত ইউজ করতে পারেন।ভাঙ্গতেই হবে এমন কোনো মানে নাই।
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৫:৪৯83135
  • দুমদাম লেখা নয়। এটা নিয়ে প্রচুর লেখালিখি হচ্ছে। ফ্রন্টলাইনের ২৪ নভেম্বর - ডিসেম্বর ৮,২০১৭ সংখ্যাটা পড়ুন। ওটায় সবচেয়ে প্রাঞ্জল করে লেখা আছে। তার শিরোনামই হচ্ছে আ রিলায়ান্স ব্যাংক দ্যাট স্পেলস ট্রাবল ফর স্টেট ব্যাংক।
    ফ্রাঙ্কোর উদ্ধৃতি --( উই) আর ওয়ারিড... দ্য কোইন্সিডেন্স অফ দ্য বিল নাও বিকামিং আ ল অ্যান্ড দ্য RIL-SBI পার্টনারশিপ ব্যাংক কমিং ইনটু এক্সিস্টেন্স ইজ ওমিনাস। উই ডিম্যান্ড দ্যট দ্য গভমেন্ট রিভোক দ্য লাইসেন্স গিভেন টু RLI. রেলিয়ান্স এক্সিকিউটিভরা ব্যাপারটা যথারীতি উড়িয়ে দিয়েছেন। রেলায়ান্সের সঙ্গে পার্টনারশিপ ব্যাংকের নেতৃত্বের কাছেই গ্রহণ যোগ্য হচ্ছে না। অথচ আমরা বিন্দাস আর উড়িয়ে দিচ্ছি।
    এখানে যারা মন্তব্য করছেন তারা কি কেউ রিলায়ান্সের সঙ্গে যুক্ত ?
  • Abhisek | 207.101.5.106 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৮:৪৩83136
  • Reliance এর সাথে কেউ যুক্ত কিনা সে প্রশ্নে গিয়ে লাভ নেই। কথা থেকে কিছু একটা পড়ে অর্ধেক জিনিস না বুঝে, কিছু একটা লিখে দিলাম, কি মুস্কিল!
  • S | 57.15.178.188 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৮83137
  • এইধরনের দুয়েকটা পেমেন্ট ব্যান্ক অলরেডী চলছে। এয়ারটেলের একটা আছে, ইন্ডিয়া পোস্টের সাথে।

    রিলায়েন্স নিয়ে আপনার সন্দেহ সত্যি হলেও মুকেশ আম্বানী সব লাভ বিদেশে চালান করে দিয়েছে - এটা বোধয় হওয়ায় ভাসানো কথা। আর টুজি স্ক্যামে ধরা পড়া সকলকে তো আজকেই মনে হয় ছেড়ে দেওয়া হলো।

    আসলে এই লেখাটা পড়ে মনে হচ্ছে যে এসবিআইএর মালিকানা পেয়ে যাচ্ছে আম্বানী। সেটা সত্যি নয় - অনেকেই বলে দিয়েছেন। যে জেভিটা হয়েছে সেটা উঠে যেতে পারে, বা সেখানে এসবিআইএর ইকুইটি ইনভেস্টমেন্ট (যদি আদৌ থাকে) পুরো জলে যেতে পারে (বা আম্বানী কোনও ভাবে হাতিয়ে নিলো)। এসব হতেই পারে। কিন্তু তার বেশি আর কি বিপদ আছে, সেটা অন্তত এই লেখা পড়ে বোঝা গেলোনা।
  • প্রতিভা | 37.5.138.3 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ১২:৩০83111
  • আরো একটু নিজের অভিজ্ঞতা। লিখতে ভুলে গিয়েছিলাম নভেম্বর মাসে শিলংএ নেমে যিনি রিসিভ করতে আসবেন তার ফোন কিছুতেই পাই না। তিনিও পাচ্ছেন না। সে এক কেলো।
    তারপর জানা গেল রিলায়েন্স কোন নোটিশ না দিয়ে প্রায় রাতারাতি ঝাঁপ বন্ধ করে উধাও। অনেকের চাকরী গেছে আর বিস্তীর্ণ অঞ্চল যোগাযোগবিহীন।

    কেউ কোথাও নেই এই নৈরাজ্যে এই হেনস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ নেবার, প্রতিকার তো দূরস্থান।
  • dc | 120.227.245.142 (*) | ২১ ডিসেম্বর ২০১৭ ১২:৪৫83112
  • আরেকটু ডিটেলে লিখলে ভালো হয়, এই লেখাটা পড়ে স্টেট ব্যাংক আর রিলায়েন্স পেমেন্ট ব্যাংকের সম্পর্কটা কিছুই জানা গেল না। আমার স্টেট ব্যাংকে কোন ডিপোজিট নেই, কারন ওদের সার্ভিস অসহ্য, তবে পিপিএফ আছে। রিলায়েন্সের সাথে পার্টনারশিপ হলে এই পিপিএফ এর টাকা মার যাবে কি? বা যাদের এফডি আছে তাদের কি ডিপোজিট লস হবার সম্ভাবনা আছে? এগুলো নিয়ে লিখলে ভালো হয়।
  • dc | 120.227.234.178 (*) | ২২ ডিসেম্বর ২০১৭ ০২:০৮83138
  • ডিসক্লেমারঃ আমি এসবিআই বা রিলায়েন্সের, কাউর সাথেই যুক্ত না শুধুমাত্র কনসিউমার হিসেবে ছাড়া। এসবিআইতে আমার একটি করে সেভিংস আর পিপিএফ অ্যাকাউন্ট আছে। তবে ওদের ব্র্যাঞ্চে যেতে আতংক হয় বলে যথাসম্ভব অনলাইনে অপারেট করি। আর রিলায়েন্স জিও আগের বছর যখন ফ্রিতে ডেটা দিচ্ছিল তখন চারটে সিম নিয়েছিলাম, সেগুলোর মধ্যে একটা এখন ইউস করি। তবে কোম্পানিটা ভয়ানক জালি, তাই সাবধানে করি।

    খবরে বা এই টইএর লেখা পড়ে যেটুকু বুঝলাম তাতে মনে হলো রিলায়েন্স পেমেন্ট ব্যাংকের লাইসেন্স রিভোক করার কোন গ্রাউন্ড এখনই নেই। যেকোন ব্যাবসার এইম প্রফিট ম্যাক্সিমাইজেসান, কাজেই এই জেভি যদি লাভ করে তাহলে লাইসেন্স কেন রিভোক করা হবে সেই প্রশ্ন আসে।
  • Bip | 184.229.133.105 (*) | ২২ ডিসেম্বর ২০১৭ ০৩:৪২83139
  • They are doing a JV for a new venture, not sure how author translated that as take over of State Bank,but I guess for leftists scrutiny is immaterial. Reliance may be bad boy but at least Jio revolutionized Indian Telecom.service and common people did share it's benefit. Likewise if Mukesh can bring similar level of automation and innovation in outdated banking system, well and good. As such in the age of crypto currency bank will survive another twenty years max, I don't see banking will exist beyond 2040.
  • S | 57.15.69.187 (*) | ২২ ডিসেম্বর ২০১৭ ০৩:৪৫83140
  • ক্রিপ্টো কারেন্সির সাথে ব্যান্কিঙ্গের কি সম্পর্ক সেটা কেউ বুঝিয়ে দিলে ভালো হয় আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন