এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • রবীন্দ্রনাথ দিচ্ছে ডাক- নরেন্দ্র মোদী নিপাত যাক

    সোমনাথ রায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ১০ মে ২০১৪ | ৬১৩৩ বার পঠিত
  • রবীন্দ্রনাথ, যতই বিশ্বনাগরিক হোন, আসলে একজন হিন্দু। হিন্দু ভাববাদ অর্থে আমরা বেদ উপনিষদ গীতা তন্ত্র মিলিয়ে যে দর্শনগুলোর কথা ভাবি, রবীন্দ্রনাথ খ্রিস্টান আলোকপ্রাপ্তি নিয়ে সেগুলোর প্রচারক। একইভাবে মূলতঃ হিন্দুত্ব দিয়েই মহাত্মা গান্ধিকেও চিনতে হয়। তা স্বত্ত্বেও এরা মোদির বিরুদ্ধে। কিন্তু কেন? বয়সের সঙ্গে সঙ্গে এঁরা কি হিন্দুত্বকে ত্যাগ করলেন, নাকি বিরোধিতার কোনও গূঢ় কারণ আছে। সেইটা বোঝার জন্য হিন্দুধর্মের, ঐতিহ্যের প্রেক্ষিতে মোদিকে দ্যাখা দরকার।  মোদির হিন্দুত্ববাদ নিয়ে আমাদের অবশ্যই কোনও সংশয় নেই। তাঁর বক্তৃতাগুলো একটা মন দিয়ে শুনলেই দ্যাখা যাবে, লাইন নয়, শব্দের ফাঁকে ফাঁকে কীভাবে হিন্দুত্ব গোঁজা। অনুপ্রবেশকারী, সীমান্তের ওপারের শত্রু, শত্রুর মদতদাতা- এইসব নামে মুসলিমবিদ্বেষ ছড়ানো থেকে একটিবারও বিরত হচ্ছেন না তিনি। বিধর্মীর প্রতি এই বিদ্বেষ আমরা হিন্দু ইতিহাসে দেখেছি। শিবাজি-আনন্দমঠের অনেক আগে ভারতের মাটি দেখেছিল মীমাংসক কুমারিল ভট্টের অধীনে অযুত বৌদ্ধ হত্যা। দক্ষিণে পেরিয়ার প্রতিদিন ৬০০০ করে জৈনকে মেরে যজ্ঞে আহুতি দিতেন। এবং এর মধ্যে ধর্মের পালনই তাঁরা দেখেছেন। অনুশোচনা, ক্ষমাপ্রার্থনার কথা তাঁরা লিখে যান নি, যেরকম কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অক্ষৌহিণী হত্যার পরে কৃষ্ণার্জুন-যুধিষ্ঠির হত্যা নিয়ে কোনও অনুশোচনা দেখান নি। মোদিও সাম্প্রতিকতম সাক্ষাৎকারে বলেছেন, গুজরাট দাঙ্গা নিয়ে তিনি ক্ষমা চাইবেন না, দেশের আইন তাঁকে দোষী প্রমাণ করতে পারলে ফাঁসি দিতে পারে। জনশ্রুতিভিন্ন কোনও ইতিহাস-সাক্ষ্য কুমারিলদেরও দোষী প্রমাণ করেনি, মোদিকেও পারবেনা সুতরাং মোদিভক্তদের চিয়ার্স। কিন্তু, মোটের ওপর ভারতের শাইনিং বর্ণহিন্দুদের কাছে বার্তা পৌঁছে গ্যালো নরেন্দ্র মোদি গুজরাট দাঙ্গার খুন-ধর্ষণ-অগ্নিসংযোগ নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন। এবং ভবিষ্যতে ধর্মের আহ্বানে বিধর্মী গর্ভবতীর পেটে ত্রিশূল ঢুকিয়ে খুঁচিয়ে ভ্রূণহত্যাকে তিনি আবারও সরকারি মদত দিতে পারেন। কারণ শাস্ত্রমতে বিধর্মীরা উন্নয়নবিরোধী এবং দণ্ডনীয়। এবং চাণক্যনীতি মেনেই সেইসব ইতিহাসের নথি তিনি মুছে দেবেন এমনভাবে যাতে জনশ্রুতিকে মিথ্যা মনে হতে থাকে। উল্লেখ্য, পুরাণে শূদ্র মহাপদ্মনন্দের শাসনকাল  থেকে কলিযুগের সূত্রপাত। চাণক্যর আবির্ভাব সাম্রাজ্যবাদী বিদেশি শক্তির সাহায্য নিয়ে শূদ্ররাজাকে সিংহাসনচ্যুত করে ব্রাহ্মণ্য মন্ত্রণায় আমলারাজ প্রতিষ্ঠায়।



    অর্থাৎ, ইতিহাস পুনরাবৃত্তি করে। এইখান থেকে আমাদের রবীন্দ্রনাথ গান্ধির হিন্দুত্বে ঢুকতে হবে। কিন্তু, তার আগে, মোদির আদর্শ আরেক হিন্দু নেতার কথা স্মরণ করে নিই। স্বামী বিবেকানন্দ। ব্রাহ্মণ্য ভাবধারার মধ্যে থেকে তিনিই প্রথম বলেছিলেন শূদ্ররাজত্ব প্রতিষ্ঠার কথা। বহু বিতর্কিত মন্তব্য স্বত্ত্বেও তিনি এমন এক ভারতের কথা ভেবেছিলেন যেখানে সবধর্মের মানুষ তাঁদের নিজস্ব ধর্মীয় আইডেন্টিটি নিয়ে অংশগ্রহণ করবেন। এবং, রবীন্দ্রনাথ, গান্ধির মত তিনিও ভীষণ অহিংস। অহিংসা ভিন্ন এই হিন্দুত্বের ধারাটিকে উত্থাপন করা মুশকিল। অহিংসা এখানে খুব ইম্পর্ট্যান্ট।  ভারতের ইতিহাসে অহিংসার দর্শনকে প্রথম চ্যাম্পিয়ন করান জৈনরা বৌদ্ধ বা বৈষ্ণবদেরও আগে। মহাবীর বলেছিলেন অনেকান্তবাদের কথা। অনেক-অন্ত থেকে, বিভিন্ন অবস্থান থেকে একই বস্তু বা ঘটনা কে দ্যাখার কথা। এবং ঘটনাক্রম এতই বিচিত্র যে এই দ্যাখাগুলো বিভিন্ন হতে বাধ্য। ফলে একই বিষয়ের অনেক ভাষ্য তৈরি হবে। যতমত ততপথ। প্রকৃত সত্যকে (যদি আদৌ তা থেকে থাকে) বোঝার জন্য এই মত বা পথগুলির মধ্যে ডায়লগ বাঞ্ছনীয়। তার জন্য, কোনও ক্ষেত্রে ভীষণ পরস্পরবিরোধী দুটি বক্তব্যকেও আলোচনার টেবিলে বসতে হবে। একটি মতের কাছে আরেকটি ঘৃণ্য, তাদের পোষকরাও, তবু তাদের প্রায় প্রেমবন্ধনে আবদ্ধ হয়ে কথাবার্তা চালিয়ে যেতে হবে। কারণ প্রেম নইলে বিনিময় হয় না, আর অহিংসা না থাকলে চূড়ান্ততম বিরোধীকে সহ্য করে তার সঙ্গে কথা বলা যায় না। এখানে গান্ধির মহাভারত আর তিলকের মহাভারত আলাদা হয়ে যায়। যুদ্ধের আগের কৃষ্ণকে গান্ধি অধিকার করেন, যিনি যুদ্ধ থামাতে স্বয়ং অপমানিত হয়ে দৌত্যকর্মে যান। যুদ্ধের কৃষ্ণ, যুদ্ধের গীতা-র জন্যে অহিংস বৈষ্ণব ব্যাখ্যার আশ্রয় নিয়ে হয়। রবীন্দ্রনাথ সেখানে বলেন, ‘আমরা চলব আপন মতে শেষে মিলব তাঁরই পথে’। হিন্দুত্বের ইতিহাসে সংহারক কুমারিলের পাশাপাশি দেখি অনন্ত তর্ক চালিয়ে যাওয়া মাধবাচার্য, শংকর, রামানুজ, শ্রীচৈতন্যকে। ব্রহ্ম সদ্‌ না অসদ্‌, দুই না এক নাকি তিন, সে সব নিয়ে হাজার বছরের বিতণ্ডা। তার আগে পরে দিয়ে ঘুরে যাচ্ছেন, আজীবিক, অজিত কেশকম্বলী, মক্ষলি গোশালরা। মহাভারতে চার্বাকের ইনকুইজিশন হচ্ছে। কিন্তু রাম জাবালিকে তর্ক উত্থাপন করতে দিচ্ছেনও। পাত্রাধার তৈল না তৈলাধার পাত্র, তা নিয়ে অসম্ভব মাত্রায় আলোচনা চলছে। একই সভা আলো করে বসছেন নৈয়ায়িক, নব্য নৈয়ায়িক, উত্তর ও পূর্ব মীমাংসক, এমন কী বৌদ্ধরাও। মনুস্মৃতি যাঁদের ছায়া মাড়ালে প্রায়শ্চিত্তের বিধান দিয়েছে, সেই তস্করসমান বৌদ্ধপণ্ডিত ক্ষত্রিয় রাজা- ব্রাহ্মণ মন্ত্রীর সভা আলো করে থাকছেন।  অহিংসার বাতাবরণে ‘হিন্দু’শাস্ত্র যে অনন্ত আলোচনার পরিমণ্ডল দিয়েছে, ঐতিহাসিকভাবে তা অতুলনীয়। 



    আমরা বলব, এই ভিন্নমত সহনশীলতা, এই ‘সেকুলার’ আলোচনামণ্ডল, এই তো গণতন্ত্র। ঠিকই। বুর্জোয়া গণতন্ত্রে এই অহিংসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ তো অনস্বীকার্য, যে আমরা ক্রমশঃ রক্তক্ষয়ী আগ্রাসী যুদ্ধের সংখ্যা কমিয়ে ফেলছি পৃথিবী জুড়ে। যুদ্ধটা অন্যভাবে চললেও, গান্ধির সন্তানরা বছর বছর নোবেল পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশিই গতবছর জে পি মরগান এক বক্তব্যে জানাচ্ছেঃ ‘Too much European democracy getting in our way ’। 


    এই অনন্ত আলোচনা চালিয়ে যাওয়া, বিরোধীমতকে হিংসা না- কথা দিয়ে, শ্রুতি-ইতিহাস দিয়ে বোঝানো। এসব তো বিশাল সময়সাপেক্ষ ব্যাপার, কষ্টসাধ্যও। বুঝিয়ে জমি নেওয়া যে যায় না, সিপিএম, নবীনবাবু থেকে রবার্ট ভদ্রা সবাই প্রমাণ করেছেন ভারতে। বুঝিয়ে উন্নয়ন করতে গেলে মর্গান কোম্পানিরা যান কোথায়।  নিয়মগিরি দেখিয়েছে বুঝিয়ে পাহাড় কেনা বেদান্তর কর্ম না। তাহলে এই অনন্ত আলোচনার পার্প্সপেক্টিভে ঢুকলে ধান্দার ধনতন্ত্রর তো অস্তিত্ব সংকট! তাই, গণতন্ত্রে উন্নয়ন হয় না, এমন বক্তব্য তাঁরা মুহুর্মুহু প্রচার করছেন। নেতা, এবং তাঁর কোম্পানি নির্মিত ভিশন ছাড়া দেশ চলবেনা, এরকম অ্যাড টিভি খুললেই আমরা দেখছি। রবীন্দ্রনাথ কিন্তু অন্যভাবে বিশ্বাসী ছিলেন, আমরা চলব আপন মতের পরে লিখে ফেলেছেন ‘মরব না কেউ বিফলতার বিষম আবর্তে।’ এদিকে, মোদি কিন্তু জানেন বাঁদর সেনারা বাঁচলে লঙ্কায় স্বর্ণপ্রাচীর অক্ষত থাকেনা। কুবেরের ধন রক্ষা করাও যায় না। ফলে ব্রাহ্মণ্য ভারতে শূদ্রহত্যা আবশ্যক। আর কে না জানে শূদ্রেতররা কনভার্ট হয়েছে মুসলমানে। অথবা শূদ্রেতররাই ট্রাইবাল- মাওয়িস্ট। এর ফলে রবীন্দ্রনাথের হিন্দুত্ব আর মোদির হিন্দুত্ব উল্টোমুখ করে দাঁড়াতে বাধ্য। 


    কিন্তু, রবীন্দ্রনাথ তো অহিংস, তিনি হঠাৎ কেন এরকম ভাবে মোদিকে আক্রমণ করবেন। এর দায় লেখকের। ডাক পাঠকের মত সেও শুনেছে। শুধোলে ঠাট্টা করে বলে, ওনার দেড়শর ওপর বয়স, এখন কি আর মুখের ভাষা ঠিক থাকে। কিন্তু সে বস্তুত বিশ্বাস করে, এ না বলে গুরুদেবের উপায় ছিল না। তিনি হিংসায় উন্মত্ত পৃথ্বী, চলমান বিশ্বযুদ্ধ দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ফেলেছেন। মুসোলিনির রাজসিক মায়াকে ঔদার্য ভেবে পরে মাথার চুল ছিঁড়েছেন। হিংসা বড় পীড়া দ্যায় তাকে। তবু সেসবই শেষ কথা নয়। দাদু উত্তরাধুনিক, সোভিয়েত পতনের পরে ক্রিশ্চান আলোকপ্রাপ্তি ছেড়ে উত্তর উপনিবেশবাদের মধ্যে ইতিহাসের আশ্রয় দেখতে পাচ্ছেন। বিশ্বনাগরিক বলে আরাফত, শ্যাভেজ, জাপাতিস্তাদেরও ঘুরে ঘুরে দেখেছেন তিনি। একবিংশ শতাব্দীর শুরুর থেকে শিল্পবিপ্লবের আগ্রাসী রূপটা ক্রমশঃ প্রতীত হচ্ছে তাঁর মানসে। অরণ্য, কৃষি ধ্বংস করে পরিকল্পনাহীন ভাবে বেড়ে চলেছে কিছু উঁচু মানুষের দাবি। দরিদ্র আরও দরিদ্র হচ্ছে, এত দরিদ্র হচ্ছে যে দারিদ্রের সংজ্ঞা পালটে দিতে হচ্ছে। পৃথিবী উষ্ণতর হচ্ছে। মানুষকে বের করে আনা হচ্ছে জল-মাটি-অরণ্য-পাখি-র সংশ্লেষ থেকে। আরও একলা হচ্ছে, এলিয়েনেটেড হচ্ছে সে। আর রবীন্দ্রনাথ দেখছেন, আমাদের ঐতিহ্যে, সংস্কারে, উৎসবে মিশে আছে এর বিরোধিতার বীজ। জাপাতাদের সংগঠক জেনারেল মার্কোস বলছেন, একমাত্র ট্রাইবাল কমিউইনিটি স্ট্রাকচারেই তিনি দেখছেন আগ্রাসী সাম্রাজ্যবাদের বিরোধিতার শক্তি। রবীন্দ্রনাথও দেখছেন, এই হিন্দুত্বকে যা সবাইকে অমৃতের পুত্র বলে সম্বোধন করে। যা কুল-মান-এর তোয়াক্কা না করে মনের মানুষের সন্ধানে দেশে দেশে ঘুরে বেড়ায়। যে হিন্দুত্ব দেখায়, ছোট ছোট মানুষের কাজ, তাদের অ্যাবস্ট্রাক্ট লেবার-এর সম্মেলন শতশত সাম্রাজ্যের ভগ্নশেষ-এর পরেও থেকে যায়। দুহাজার বছরের ইতিহাস পুনর্পাঠের সূত্র দিয়ে যাচ্ছেন তিনি। বলছেন, ইতিহাস, সমস্ত যুগে সমস্ত দেশে এক হবে এই কুসংস্কার ত্যাগ না করলেই নয়। তিনি জানেন রাজার রাজা হয়ে মানুষের বেড়ে ওঠার জন্য এই পঠনের দরকার কতটা। বিতর্কের গভীরে ঢুকে খুঁজে আনতে হবে সত্য কী, ঝড়ে বাইরের নিয়ম নড়ে যাওয়ার পর ভবিষ্যতের জন্য অটুট হয়ে কোনটা পড়ে থাকে।


    মোদিকে সক্রিয় বিরোধ করার দায় তাঁর এখানেই। যাঁরা বিষাইছে বায়ু, নিভাইছে আলো- আশু সর্বনাশের মুখে তাঁদের ক্ষমা করার মন্ত্র তিনি দিতে পারছেন না। আর, আলোচনার জায়গাটাই থাকছেনা। মিশনারি হিন্দুত্ব আর আগ্রাসী ধন-সাম্রাজ্যবাদের মুখে দাঁড়িয়ে, রবীন্দ্রনাথ গান্ধির হিন্দু ইতিহাস, দর্শন বিশ্লেষণের জায়গা কোথায়। দলের লোকেদের তখন ছুটতে হবে ইস্কুলে ইস্কুলে কম্পালসরি আগ্রাসী হিন্দুত্বর প্রচার বন্ধ করতে।  অন্তর্দৃষ্টিতে নিজের ভিতর, নিজের জ্ঞানের গভীরে পথের সন্ধান না করে বাইরের বিদ্বেষ থামাতেই যুগ অতিক্রান্ত হবে আর মানুষের বেঁচে থাকা বাঁচিয়ে রাখার লড়াই আরও পিছিয়ে যাবে। শাস্ত্রের বদলে আবার শস্ত্রের আশ্রয় নিতে হবে। আর সেই সুযোগে পুনরায় বেড়ে যাবে হিংসার থাবা, ধংসের দিকে।



    তাই, রবীন্দ্রনাথ দিচ্ছে ডাক – নরেন্দ্র মোদি নিপাত যাক।


    '


     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ১০ মে ২০১৪ | ৬১৩৩ বার পঠিত
  • আরও পড়ুন
    বকবকস  - Falguni Ghosh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.227.106.153 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫১88000
  • অ্যায় , লাইনে এনে দিয়েছে এলসিএম দা, সকল অনাসৃষ্টি , মূলে .....
  • ঈশান | 60.82.180.165 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫১87999


  • কলকাতায়। ১৯৮৮-৮৯। :-)
  • j | 230.227.106.153 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫৩88001
  • কলকাতারটা ছবিটা নাহয় হল ;-)

    সিঙ্গুরের রাজনাথ সিং উইথ তিনোস এন্ড নকুসের ছবিটা পাওয়া তো আরো সহজ হওয়ার কথা
  • ঈশান | 214.54.36.245 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫৪88045
  • নাথুরাম গডসে কান্ড মনে হয় ১৯৯১ এর আগেই হয়েছিল। :-)

    যাগ্গে, এসব ক্যাচাকেচি করে লাভ কি। ইতিহাসের নানা বাঁকে নানা ঘটনা ঘটে। ১৯৮৯ সালে খুব কিছু ভুল হয়েছিল বলে মনে হয়না। যেমন মমতার সঙ্গে রাজনাথের সৌজন্য সাক্ষাৎকারেও খুব কিছু এসে গেছে বলেও মনে হয়না।
  • j | 230.227.106.153 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫৬88002
  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫৭88004
  • জে হে, কি যে কও। আমি তো শুধু একখান ভাঙ্গা আয়নার টুকরা ধরসি। কত প্রতিফলন আসে। আর জানোই তো, নীচের তলায় বোঝাপড়া হয়, বাম-বিজেপি, বাম-কংরেস, তিনো-বিজেপি তো আছেই, তিনো-কংরেস তো ভাই ভাই -- মাঝে মাঝে খপোর আসে না, বদ্ধোমানে গেরামে বাম-বিজেপি পঞ্চায়েত বোঝাপড়া করসে।
    এমন হয়। এতে কিসু হয় না।
  • ঈশান | 60.82.180.165 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫৭88003
  • এর নিচে ক্যাপশন হবেঃ

    "ঐ মঞ্চে থেকেও জানা যায় কিভাবে 'বিজেপি' কে বাড়তে দিতে নেই , টেকনিক বুঝলেন টেকনিক । দেখুন না তিথি-নক্ষত্র দিয়ে বলা হবে ওটা ঠিকই ছিল বৃহত্তর স্বার্থে !"

    ক্যাপশনটা পছন্দ হওয়ায় ছবিটা দিয়ে ফেল্লাম। আর কিছু না। :-)
  • j | 230.227.106.153 (*) | ২২ মে ২০১৪ ০৩:৫৯88005
  • :-) ক্যাপশনটা পরের ছবির তলাতেই এল

    পোয়েটিক জাষ্টিস !
  • j | 230.227.106.153 (*) | ২২ মে ২০১৪ ০৪:০৩88006
  • এটাও থাক

    তথাগত বাবুও আছেন মঞ্চে

  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৪:০৭88007
  • ওহো, ছবি, কতো আসে। এই যে, লাখ-টাকার মুর্গির নেতার হাত এক্কেবারে মুঠ্ঠিতে পাকড়াইয়া --
  • cm | 116.208.86.98 (*) | ২২ মে ২০১৪ ০৪:০৭88008
  • আমি অবশ্যি বিজেপিরে নিয়া এই গেল।গেলর মানে বুঝিনা! না গেলে আইব ক্যামনে।
  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৪:০৯88009
  • ওহ, হেইডা সিএম একদম হক কথা কইসে। কিসের যে এত গেল গেল রব। দুই সপ্তাহও হয় নাই। এই গেল গেল রসাতলে গেল শুইন্যা মাদার নেচার-ও কাঁইপ্যা ওঠসেন।
  • PT | 213.110.247.221 (*) | ২২ মে ২০১৪ ০৪:১০88010
  • ব্যাস, প্রত্যাশা মতই ঢাল-তলোয়ার নিয়ে নিরপেক্ষ মমতাপন্থীরা নেমে পড়েছেন তিনো-বিজেপি মাখামাখি ডিফেন্ড করার জন্য। কিন্তু যেকথা ৩৬৫ বার বললেও "কানে গুঁজেছি তুলো"-র জন্য শুনতে পান না অথবা মস্তিষ্কের অসারতার জন্য মনে রাখতে পারেন না তা হল ঐ ১৯৮৯ থেকে ২০১১ পর্যন্ত অর্থাৎ প্রায় দুদশকের বেশী সময় ধরে বামেরা বিজেপিকে পব-তে insignificant force হিসেবে রেখে দিয়েছিল। সেখান থেকে মমতার দাক্ষিণ্যে মাত্র তিন বছরেই বিজেপির এই উত্থান পব-তে।
    উটপাখী হে তোমার পেনশন নেওয়ার সময় হয়েছে।
  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৪:১৩88011
  • সেকি, এই তো ২০১১-র বিধানসভা ভোটেও তো বিজেপি তেমন ছিল না।
    মমতার দাক্ষিণ্য, নাকি, বামেদের অপদার্থতার জন্যে এবারে বিজেপি ভোট পাইসে তা নিয়া তক্কো করো।
    হিসাব তো কইত্যাসে যে বামেদের ভোটগুলাই বিজেপি পাইসে, মমতার ভোট মমতাই পাইসে। শুধ উতাই সংখ্যালঘু ভোটও নাকি মমতা পাইসে, তার মানে বিজেপি-বিরোধী ভোট মমতা পাইসে।
  • Arpan | 125.118.100.239 (*) | ২২ মে ২০১৪ ০৪:২৪88012
  • ১৯৯১-তে ১১% ভোটও ধর্তব্যের মধ্যে আনা হবে না, কারণ সেবার বিজেপি কোন আসন পায়নি।

    যখন সুবিধা হবে তখন ভোট শেয়ারের গল্প আনব, আবার অন্য সময় আসনসংখ্যা দিয়ে পরিস্থিতি বিচার করব - উট নয়, এমুপাখির দরকার পড়বে এবার।
  • sm | 122.79.39.11 (*) | ২২ মে ২০১৪ ০৪:৩০88013
  • Comment from PT on 21 May 2014 10:27:05 IST 213.110.243.21 (*) #
    বিজেপি যে বাঁশ দেবে সেটা কি আগে জানা ছিল নাকি চোর পালালে বুদ্ধি বাড়ার মত রেজাল্ট আউটের পরে তত্বিকতা হচ্ছে?

    PT ,বাম সমর্থকদের কিছু ভোট কে বি জে পি র দিকে যাবে, এমন টা অনেক সাধারণ মানুষই জানতেন । শুধু কিছু সি পি এম এর কিছু শীর্ষ নেতা বুঝতে চেষ্টা করেন নি।নিচের পোস্ট টা দেখুন।

    sm

    IP Address : 122.79.37.44 (*) Date:08 May 2014 -- 03:37 PM

    বামেরা অখুশি কেন খুশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা তো শর্ত টার্ম গোল।বি জে পি তো বেশ কিছু কেন্দ্রতে, দ্বিতীয় পার্টি হবে; ভবিষ্যতে প্রধান বিরোধী দল ও হবে । তখন বাম দল গুলোর কি হবে ভেবে দেখেছেন কমরেড? মনে রাখুন, জাতীয় কংগ্রেস এর দুরবস্থা। শোনা যাচ্ছে মোদীর সভায় যারা ভিড় করছে তারা অধিকাংশ বাম পন্থী ফ্লোটিং ভোটার।
  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৪:৩৯88014
  • দেখো, অপ্পোন আবার এক টুকরা আয়না ধরসে।
    ঐ যে জন্য বলি, দোষ কারো নয় গো মা।
  • PL | 132.164.202.90 (*) | ২২ মে ২০১৪ ০৪:৪২88015
  • আপনারা আদ্যিকালের সেই জ্যোতি বসু আর অটলবিহারীকে নিয়ে এখনো কেন ঝগড়া করেন বুঝিনা। জ্যোতি বসু তো মরে ভুত হয়ে গেছে আর অটল পটোল তুলল বলে। ওনারা কোন পরিপ্রেক্ষিতে কেন কাছাকছি এসেছিলেন তাই নিয়ে আজ আর ঝগড়া করে লাভ আছে? এই খবরটা দেখুনঃ

    http://www.aajkaal.net/22-05-2014/news/221295/

    বিজেপি কিন্তু বসে নেই, এবার পচ্ছিম বাঙ্গালেও হাই ইমপ্যাক্ট ক্যাম্পেন শুরু করে দিল! পুরনো ঝগড়া নিয়ে পড়ে থাকার আর কোন মানে হয়?
  • Arpan | 125.118.100.239 (*) | ২২ মে ২০১৪ ০৪:৪৮88016
  • হাইটেক কোনটা? জায়ান্ট স্ক্রিন? সে তো ওয়ার্ল্ড কাপের সময়ও পাড়ায় পাড়ায় বসবে।

    (এর মানে এই না, বিজেপি হাইটেক প্রচার করতে পারে না। এবারে যা দেখা গেল পারলে একা বিজেপিই পারে। কিন্তু এই উদাহরণটা সুপ্রযোজ্য হল না।)
  • PT | 213.110.247.221 (*) | ২২ মে ২০১৪ ০৪:৪৯88017
  • "মমতার দাক্ষিণ্য, নাকি, বামেদের অপদার্থতার জন্যে"
    অ, সুবিধে মতন নির্লজ্জ ও বেআইনী সংখ্যালঘু তোষণ বাদ দেওয়া গেল?

    "১৯৯১-তে ১১% ভোটও ধর্তব্যের মধ্যে আনা হবে না"
    আলোচনাটা ঐখানেই আটকে যায় কেন বারংবার? তার পরে কতগুলো ভোট হয়েছে আর তাতে কত % ভোট শেয়ার ছিল বিজেপির?
    1999: 11.13%
    2004: 8.06%
    2009: 6.14%
    2001: 5.19
    2006: 1.93

    ২০০৬-এর এই 1.93% থেকে আজকের বিজেপির এই উত্থান কি করে সম্ভব হল?

    ২০০১ আর ২২০৬-এর সংখ্যাতত্বঃ http://www.indian-elections.com/assembly-elections/west-bengal/election-result-06.html
  • PT | 213.110.247.221 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫২88018
  • "বাম পন্থী ফ্লোটিং ভোটার"
    এটি সোনার পাথর বাটি। ফ্লোটিং ভোটারের বাম-ডান কিছু হয়না বলেই তাদের ভাসমান আখ্যা দেওয়া হয়।
  • Arpan | 125.118.100.239 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৪88019
  • তালে আরেকটু ওয়েট করে ২০১৬ (এবং ২০২১-ও) দেখা হোক। যদি মোদি ওয়েভ না থাকে তখন কত ভোট শেয়ার থাকে পড়ে দেখার জন্য।

    আবারো বলছি, ৯১-এর মত ১৪-তেও একটা ব্জেপির ফেভারে ওয়েভ এসেছিল। থাকবে কিনা সময়ই বলবে।

    পিটি এইটা জানেন নিশ্চয়ই?

    http://en.wikipedia.org/wiki/Common_cause_and_special_cause_%28statistics%29
  • Arpan | 125.118.100.239 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৫88020
  • * বিজেপির
  • PL | 132.164.202.90 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৬88022
  • হাইটেক বলিনি, হাই ইম্প্যাক্ট বলেছি। দুটো কোন কোন সময়ে কাছাকাছি মনে হলেও, একটু তফাত আছে। ভিডিও স্ক্রীন হাই টেক-হাই ইম্প্যাক্ট, কিন্তু শাঁখ আর উলু শুধু হাই ইম্প্যাক্ট। আর একটা বিশেষ বাতাবরন তৈরি করে।
  • j | 230.227.106.153 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৬88021
  • সরকারী টাকায় দিনের পর দিন নিজের হিজাব পরিহিত ছবি ছাপাও বোধহয় মেরুকরণে সাহায্য করে নি !

  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৭88023
  • শহরের কথা কই ---
    শহরের অনেক মানুষ তিনোমুলের ওপর রেগে আগুন - সারদা কেলেংকারি, নারী নির্যাতন দমনে সরকারি ব্যর্থতা, ল্যাম্পপোস্টে রোবিন্দোসোংগিত -- আর নিতে পারে না মানুষ - তারা সব নাচতে নাচতে গিয়া সিপিএম-রে ভোট দেয় নাই, তারা জানে তিনো তো সিপিএমেরই উত্তরসূরী। তারা অনেকে ভোট দিসে বিজেপিরে।

    বিজেপি ক্যানো ভোট পাইসে তা সবথেকে কইতে পারে সিপিএম - কারণ তাদের ভোটই বিজেপিতে গেসে। করুন তারা বিশ্লেষণ।
  • Arpan | 125.118.100.239 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৮88024
  • সরি। হ্যাঁ, হাই-ইম্প্যাক্ট। ভুল পড়েছিলাম।

    (মাল্টিটাস্কিং করলে এই হয় ঃ(()
  • PL | 132.164.202.90 (*) | ২২ মে ২০১৪ ০৪:৫৯88025
  • "আবারো বলছি, ৯১-এর মত ১৪-তেও একটা ব্জেপির ফেভারে ওয়েভ এসেছিল। থাকবে কিনা সময়ই বলবে।"

    না থাকার সম্ভাবনা খুবই বেশী। কিন্তু মনে রাখবেন, অন অ্যাভারেজ ওভার টাইম বিজেপি শক্তি বাড়িয়েই চলেছে।
  • lcm | 118.91.116.131 (*) | ২২ মে ২০১৪ ০৫:০০88026
  • পিটি জানেন। ৭৭-এর অ্যান্টি কংরেস হাওয়া দেখসেন, ৯১-র বিজেপি হাওয়া দেখসেন, ২০০৯-এ পচ্চিম্বঙ্গে অ্যান্টি সিপিএম হাওয়া দেখ্সেন, ২০১৪-তে প্রো-মোদি হাওয়া দ্যাখসেন।
    সব জানেন জানবেন না ক্যান। তবু ডিফেন্ডার তো, একটু ডিফেন্স করতে চান।
  • PL | 132.164.202.90 (*) | ২২ মে ২০১৪ ০৫:০২88027
  • (মাল্টিটাস্কিং করলে এই হয় ঃ(()

    সে আর বলতে! এদিকে এক্সেল ওদিকে পিডিএফ :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন