এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 203.99.212.53 | ১৯ অক্টোবর ২০১১ ০৯:৫৪494371
  • c/shouldnotworried/shouldnotbeworried
  • byaang | 122.172.249.212 | ১৯ অক্টোবর ২০১১ ১০:৩৬494372
  • আগে ভাবতুম হনুর বাংলা বোঝার সাধ্যি আমার নাই। আজ জানলাম হনুর ইংরেজি বোঝার ক্ষ্যামতাটুকুও নাই আমার। :-(((
    আমাকে কেউ ৯:২৯ আর ৯:৫৪র মানে বুঝিয়ে দেবে? ও হনু, বুঝলাম না বলে রেগে যেও নি বাপু!
  • h | 203.99.212.54 | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪০494373
  • osorry.raagini.

    maane, 'shouldnotworried' erjaaygaay 'shouldnotbeworried' portehabeityaadi.prathamposttaartextermadhyeityaadi...'iwon'talso' rbadale 'iwon'talsomind' portehabe.oiekiprathamposte.
  • h | 203.99.212.54 | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪২494374
  • banglaaasachhenaabolebaangalaaylikhateichchhekorchhenaa...faltuchaap...
  • i | 137.157.8.253 | ১৯ অক্টোবর ২০১১ ১০:৪৫494375
  • :)
    সেই আদি অকৃত্রিম হনুজী। সঙ্গীতা বন্দ্যোর টইয়ের পর আবার দেখা অনেকদিন পরে।
    কথা হবে।
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১১:৪৮494376
  • ব্বাপ! ক্ষী চাপ!
  • kumu | 122.160.159.184 | ১৯ অক্টোবর ২০১১ ১১:৫৬494378
  • অর্পণ,অচিন্ত্য,ইন্দ্রাণী,ঈপ্সিতা,ইন্দিরা, শমীক -পড়ে কী আনন্দ পেলাম,তা প্রকাশ করার ভাষাও যদি জানতাম।

    বাকীগুলো পড়ব।

    কিন্তু অর্পণ,এই টুকু???কবে থেকে অপেক্ষায় আছি।
  • h | 203.99.212.53 | ১৯ অক্টোবর ২০১১ ১১:৫৬494377
  • kena? chaapkena?
  • I | 14.99.232.119 | ১৯ অক্টোবর ২০১১ ১৩:২১494380
  • এতক্ষণে খেয়াল হল। হ্যাঁ, ইন্দ্রাণীদি'র লেখাটা বেশ মেনস্ট্রীম লেগেছে আমারো। হনু বলায় বুঝতে পারলাম। এইটাই। খচখচানিটা তাহলে এখানেই, "দুই উরু'র মধ্যে' নয়।

  • h | 203.99.212.54 | ১৯ অক্টোবর ২০১১ ১৩:৪০494381
  • questionremainshowever, onthelocaleof 'chaap' feltbySamik, isitprivateenoughtobepublic;-)
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৪:২৩494382
  • well the longitude may be private, but the latitude certainly is not! :)

    never mind, I was feeling the chaap by your short paragraph posted at 9:27 AM today. I was unable to find out the "full-stop" in the first sentence, hence the "chaap" resulted :)

    As you know, I am veryyyyyyyyyyyyy bad in English হে হে।
  • h | 203.99.212.54 | ১৯ অক্টোবর ২০১১ ১৪:৪১494383
  • youmusthaveputonthetorygrammarian'shattoday.thefirstfullstopisinthefirstline.notsurewhereyouwerelooking.
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৫:০৮494384
  • Oh really ... I missed it because of the absense of the immediate capital letter after that :))

    বাদ্দাও, ঠ্যাঙে ব্যথা হয়ে গেল।
  • h | 203.99.212.53 | ১৯ অক্টোবর ২০১১ ১৫:২৮494385
  • yes, longlivetheHat.
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৭:৫৯494386
  • ঢিঁচ্‌ক্যাঁও ...
  • achintyarup | 59.160.219.101 | ১৯ অক্টোবর ২০১১ ১৮:৪১494387
  • এইয়ো সিকি, চাদ্দিকে সবাইকে গুলি করে যাচ্ছ কেন, অ্যাঁ?
  • siki | 123.242.248.130 | ১৯ অক্টোবর ২০১১ ১৮:৫১494388
  • ও একটা ছারপোকা এস্‌ছিল, সেটাকে তাড়াবার জন্য গুলি করছিলাম।

    ইশেন মেরে দিয়েছে ছারপোকাটা।
  • nyara | 122.172.29.204 | ১৯ অক্টোবর ২০১১ ২১:৩১494389
  • আবার আমি ফেল মারিলাম। আমার বুদ্ধিজীবী হওয়া হইল না। ভাবিয়াছিলাম বুদ্ধিজীবী হইবার সুবর্ণ সুযোগ আসিয়াছে - উইথ অল্প খাটুনি। ইন্দ্রাণীর লেখাটি পড়িয়া খারাপ লাগাইলেই হনু ও ইন্দোডাক্তারের সমাসনে বসা যাইবে। হায় হতোষ্মি। গল্পটি ভাল লাগিয়া গেল।

    পু: এও বুঝিলাম হনু ও ইন্দোডাক্তার ইদানিংকার মেনস্ট্রিম গল্পাবলী বিশেষ পড়ে নাই।

    পু: পু: চন্দ্রিলও ভাল লাগিল।
  • I | 14.99.17.185 | ১৯ অক্টোবর ২০১১ ২১:৫২494391
  • হনুর সাথে আমাকেও একাসনে বসিয়ে বুদ্ধিজীবী বলে ডাকলে হনু সবিশেষ অপমানিত বোধ করবে। ডিপ্রেশনে পড়ে যাবে। মদ্যপান করবে না। ইংরেজীতে গাল দেবে না।
  • sayan | 115.241.45.57 | ১৯ অক্টোবর ২০১১ ২২:০১494393
  • :-))))
    জগৎ চাপময়। পুনর্বার বোধগম্য হইল।

    চন্দ্রিল'এর লেখাটা ট্র্যাশ বলতে পারলাম না, র‌্যাদার ভালো লাগল। অরণ্য, নতুন করে পাখা হলাম। অর্পণকে আর কী বা বলি! আরও বেশী লিখুক, এটাই। অন্য কিছু পড়া হয়নি। শমীকেরটা সবার শেষে পড়ব, পূজাবার্ষিকীর শ্রেষ্ঠ লেখাগুলোর মত ক'রে।
  • nyara | 122.172.29.204 | ১৯ অক্টোবর ২০১১ ২২:০১494392
  • মরার প্র্যাকটিস অ্যাকেবারে লা জবাব।
  • maximin | 59.93.198.135 | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩২494394
  • উইদাউট আ প্রিফেস খুবই সুন্দর লেগেছে।
  • siki | 122.177.184.103 | ১৯ অক্টোবর ২০১১ ২২:৩৪494395
  • ও ইয়েস, ইন্দ্রাণীদির নাম নিতেই ভুলে গেছিলাম, কী করে জানি না। সবার প্রথমে ওটা পড়ে শেষ করেছিলাম।
  • maximin | 59.93.198.135 | ১৯ অক্টোবর ২০১১ ২২:৪৪494396
  • আমার শহরের প্রথমাংশ wordy লেগেছে।
  • maximin | 59.93.198.135 | ১৯ অক্টোবর ২০১১ ২৩:১৭494397
  • ব্যাডমিন্টন খেলার দীর্ঘ বর্ণনা গল্পের ইন্টিগ্রাল পার্ট হয়ে ওঠে নি বলে মনে হয়েছে (উইদাউট আ প্রিফেস)।
  • kk | 107.3.242.43 | ২০ অক্টোবর ২০১১ ০০:০৯494398
  • পুজো ইস্পেশ্যাল আস্তে আস্তে পড়ছি। আস্তে আস্তে মতামত লিখবো। প্রথমে - উইদাউট আ প্রিফেস। আমার খুব ভালো লেগেছে। ইন্দ্রাণীদির লেখায় ছোট ছোট বাক্যে অনেক গভীর কথা থাকে। এখানেও তার ব্যতিক্রম নেই। অনেক গভীর কথা, একটা বিষণ্নতা যা ইন্দ্রাণীদির লেখায় ছেয়ে থাকে,ছবির মত স্পষ্ট দেখতে পেলাম। সুদীপের মৃত্যুর খবর দেবার ভঙ্গীটায় একটা ধাক্কা মত লাগলো। মনে হয় সেটাই লেখকের কাম্য ছিলো। অনেক কম কথায় অনেক কিছু বলা, এই জিনিষটা আমার খুব ভালো লাগে। তবে ইন্দ্রাণীদিকে একটা কথা বলবো, তোমার লেখা পড়লেই আমার একটা বরফজমা চুপচাপ বিষণ্ন ভোরের কথা মনে হয় (সেটা খুব প্রিয়ও আমার)। কিন্তু তুমি কি ঝলমলে বিকেলের ছবি নিয়ে কোনদিন লেখার কথা ভেবেছো? জাস্ট ফর্ম ভাঙার জন্য?

    সঙ্গে সুমেরুদার ছবি নিয়েও বলব। এই বিভিন্ন শেডে বিভিন্ন লেয়ারে কলম ও হাত, ফুল, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। গাড়ি স্কিড করে যাচ্ছে, অন্য লেয়ারে, এই আইডিয়াটা খুব ভালো লাগলো, কিন্তু গাড়িটার এক্সিকিউশন আমার একটু চোখে লাগছে। একটা কম্পিউটারকৃত যান্ত্রিক ছায়া.... একটু চোখে লাগছে।
  • kk | 107.3.242.43 | ২০ অক্টোবর ২০১১ ০০:২৪494399
  • এবার কৈলাশবাসীর কলকাতা যাত্রা। ইন্দিরা মুখার্জীর কলম ভারী ঝরঝরে, ফুরফুরে। ভাষাও উইটি। পড়তে ভালো লাগে। তবে এই জিনিষ আগেও লেখা হয়েছে ,খুব নতুনত্ব পেলামনা। চার নম্বর পরিচ্ছেদটাই সবচেয়ে ভালো লাগলো। সঙ্গে হুতোর ছবি ফাস্টোকেলাশ।
  • indrani | 137.157.8.253 | ২০ অক্টোবর ২০১১ ০৩:৪০494400
  • যতদিন লিখছিলাম, ততদিন আমার ছিল। এখন গপ্পো পাঠকের। এই ব্যস্ততার দিনে, সময় করে বাংলা ভাষায় এক অখ্যাতজনের লেখা পড়া এবং মতামত দেওয়া -আমি আনন্দিত, কৃতজ্ঞ।
    সেইসঙ্গে কৃতজ্ঞতা গুরুচন্ডালিকে আর সুমেরুকে।
    আমি কি ভেবে কি লিখেছিলাম সে কথা অবান্তর। সব চিন্তা ফলপ্রসূ হয় নি হয়তো। এলেখা এখন সম্পূর্ণ আপনাদের। আপনারা যা ভাববেন-সেটাই ঠিক।

    তবু, আলাদা করে দু একটি কথা-
    শুদ্ধসঙ্কÄ অন্য টইতে লিখেছেন-জজ্‌সাহেব আর মেমসাহেবের গল্প আরো বিস্তারের কথা। এই কথা আর কেউ বলেন নি। তো, লেখকের হাঁড়ির খবর দি। এ বইটি যখন হাতে পাই-পরিকল্পনা বিরাট মাপের ছিল.. কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, এদিক ওদিক চষতে হবে, লোকজনের সঙ্গে কথাবার্তা-এ জন্মে হবার নয়। তাই পরিকল্পনা বদলে ছোটোগল্পে এলাম আর বইটিকে পার্শ্বচরিত্র করে দিলাম।

    কেকে-কে বলি -কলম ধুয়েই লিখি। কিন্তু বিষণ্নতা আমাকে ছাড়ে না। চেষ্টা করব আন্তরিক।

    ম্যাক্সিমিনকে-ঐ ব্যাডমিন্টন খেলাটা আমার খুব প্রিয় জায়্‌গা-পারস্পরিক সম্পর্কের একটা ইঙ্গিত ছিল। ফলপ্রসূ হয় নি বোঝা গেল । এই একই মত আর একজনও জানিয়েছিলেন আমাকে লেখাটি পড়েই।

    আর এক নীরব পাঠককে। তাঁর একটি মেইল পেয়েছি গতকাল। তিনি তাঁর অনুভব জানিয়েছিলেন সেই চিঠিতে। আমি আশ্চর্য হয়ে দেখলাম আমি ঠিক যা যা ভেবেছিলাম এ লেখার সময়-পাঠকের জন্য কল্পনার উন্মুক্ত ভূমি ছেড়ে দেওয়া থেকে শুরু করে খুঁটিনাটি যাবতীয় যা কিছু ছিল আমার মনে , তিনি সে সমস্ত লিখেছেন। তিনি আমার মনে এভাবে ঢুকলেন কি করে? না আমিই তাঁকে এভাবে ছুঁতে পেরেছি?
    কালকের দিনটা আমার মনে থাকবে সমস্তজীবন।

    পাঠককে নমস্কার।
  • riddhiman | 108.194.169.197 | ২০ অক্টোবর ২০১১ ০৬:১৫494402
  • প্রথমেই ছোট গুলো মেরে দিলাম। কবিতা আর ছোট লেখাগুলো। আবু মুস্তাফিজ বেস্ট লাগল। বিপ্লব রহমানের টাও। বকিগুলো প্যারালেলি পরছি ভালো লাগছে। কবিতা এস ইউসুয়াল কিছুই বুঝলাম না। কিন্তু চন্দ্রিল একটা ইয়ার্কি মেরেছে। কবিতা লেখার সময়েই উনি খুব জেনেবুঝে কঠিন হয়ে যান।

    পরীক্ষায় বড় উত্তর লেখার সময় আমরা অর্বিট খিস্তি ঢুকিয়ে দিতাম, দেখতে কেউ পড়ে কিনা। এটাও সেরকম। আর একটা ওর অন্য অনেক লেখায় দেখেছি, মাঝেই মাঝেই আর্বিট গবা শব্দ টা থাকে।
    'গবা হিসি কাককীর্ণ ভোরে' এটা কি নরেন্দ্রপুরের কোন ড্রিল ?
    ওকে স্যু তো করা যায় না, কিন্তু একটা ধমক খাওয়া উচিত। কৈ গান ফান লেখার সময় তো টনটনে জ্ঞান থাকে, এখানে এটিচুড টাই হল,
    'ও, বাংলা ম্যগাজিন, ও কবিতা শালা এমনিতেও কেও পড়ে না, ওমনিতেও না, দেখি একটা পুরনো মাল ঝেরে কি হয়' । প্লিজ। পাঠক কে দু অক্ষর ছুড়লে সেটা চার হয়ে ফেরত আসবে।
  • kk | 107.3.242.43 | ২০ অক্টোবর ২০১১ ০৬:৫৭494403
  • গড্ডলিকার গল্প - এটা পড়ে আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। শমীকের লেখার স্টাইল, স্বচ্ছতা, সহজ কথায় প্রচন্ড জ্যান্ত বাস্তবের ছবি আঁকা,এগুলো আমার বরাবরের পছন্দ। কিন্তু এই লেখায় সেই সব ছাপিয়েও আরো কিছু যেন আছে। বাস্তবের চামড়া খোলা দিক, সেই নিয়ে কিছু লোকের বীভৎস উদাসীনতা, কিছু লোকের অসহায়তা সব এত বেশি স্পষ্ট ভাবে ফুটেছে যে মনের মধ্যে একটা ধাক্কা দেয়। একটা অনস্বীকার্য্য সত্যির ছবি, একটা নিষ্ফল হতাশা মনটাকে নাড়িয়ে দেয়। এই ভাবে দুটো দিক থেকে গল্পটাকে নিয়ে যাওয়াটা খুব ভালো লেগেছে। কিছুটা পার্থিব বা দূরবীন স্টাইলে। খুব পরিণত লেখা। কেন যেন আমি আশা করছিলাম শেষটায় কোনো পজিটিভ মেসেজ থাকবে। সেটা আশা করার কোনো কারণ নেই অবশ্য। তবে মানুভাই এর পরিণতিটায় যেন একটু 'সেই সময়ের' দুলালের বাবার ছায়া দেখতে পেলাম।

    করভৌমিক ভ্রাতৃদ্বয়ের ছবির সত্যি তুলনা হয়না। তবে এই ছবিটা একটু ওয়ান নোটের লাগলো। লামার তুলি বলেই আরো একটু বেশি প্রত্যাশা ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন