এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 144.160.226.53 | ২০ অক্টোবর ২০১১ ০৬:৫৯494404
  • চন্দ্রিলের কপিতা যাদের ভাল লেগেছে, দয়া করে নিম্নলিখিত মণি-মুক্তো গুলির মানে একটু বুঝিয়ে দিলে আমার মত অবুঝ, গোদা পাঠকের সুবিধা হয় -

    " খুরো মেঘে ধেয়ে রয় মনস্টারের খোকা, ডাইনে ঝোঁকা
    কোঁৎ পাড়ে শিরিশিরি নিজগোপ্তা বেদনার পোকা "

    ঋদ্ধির সাথে একমত - গানে তো নয়ই, ওনার গদ্যেও বোধহয় এ জিনিস চোখে পড়ে নি। আবাপ-র অভীক বাবু সেই বলে ছিলেন না - 'বাঙালীকে যা দেব, তাই গিলবে' , এও প্রায় সেইরকম ব্যাপার।
  • aranya | 144.160.226.53 | ২০ অক্টোবর ২০১১ ০৭:১৪494405
  • পোঁ*পাকামি আর আর্বিট খিস্তি ঢুকিয়ে ইচ্ছাকৃত শকথেরাপির চেষ্টায় 'ন্যাড়ার লাল' সত্যিই এক মাস্টারপিস।

    সেই মাস্টারপিস থেকে আর একটি শকথেরাপির মুক্তো, যা পাঠককে ঝাঁকিয়ে দেয় -

    'শক্ত কালো গুটলিসম পায়ুভর্তি নীতিবোধদানা' - এর অবিশ্যি মানে না বলে দিলেও চলবে।
  • ranjan roy | 115.118.231.77 | ২০ অক্টোবর ২০১১ ০৭:৫৩494406
  • অরণ্য,
    কবিতাটা আসলে ডি-ওয়ার্মিং এর কাব্যিক সুষমা। উ:, কি আরাম, কি আরাম।
  • kd | 59.93.243.15 | ২০ অক্টোবর ২০১১ ১২:১১494407
  • পুজো স্পেশালে চেনাশোনাদের লেখা দিয়েই শুরু করলুম। শমিক, ইন্দ্রাণী, পাইদিদি - যেমনটি আশা করেছিলুম, তেমনটি পেয়েছি।

    ইন্দিরাদিদি, তোমার লেখা পড়ে খুব ভালো লাগলো। খুব মজা পেলুম tongue in cheek স্টাইলে মাদুগ্গার ছেলেমেয়ে নিয়ে বাপেরবাড়ি আসার বন্নোনা পড়ে। তবে একটা যে ঐতিহাসিক ভুল হয়ে গ্যাছে - বড়ছেলে/ছোটোছেলে উল্টেপাল্টে গেছে যে (রেফ: কালিবাবু)! :)

    বড়দিন স্পেশালে প্রগতি, কলিদিদি আর পাল্লিনের লেখা চাই। আর চাই লামার গোটাদু'য়েক আদ্দেক লেখা গপ্পো (লামা 'অভিমন্যু' পেননেমে লিখলে পারে)। ও হ্যাঁ, আর চাই হনুর লেখা - ওর লেখা পড়ার আগে ভাবতেই পারিনি যে কোনো লেখা পুরোপুরি অবোধগম্য হ'লেও পড়তে দারুণ লাগতে পারে।
  • h | 203.99.212.53 | ২০ অক্টোবর ২০১১ ১৪:০৬494408
  • btw, idiscoveredthatiwon'tminddyinginarmsofawomanwhileattemptingtopleaseherafteriam64:-) thiscouldturnouttobemycomicmasterpieceaftermyselfpublishedbookoflaughterfailstosellasinglecopy.thewomanofcoursehappenstograbacopyfrommyjacketpocketandsincesomewomencan'tthrowevenwhattheydetest, willhopefullykeepboth.shecouldalsosharethebookbetweenherfriendssothattheycouldhavealaughatchinatownandeventuallydiscoverihavebeendumpedbyallofthematvariouslevelsoffatormyopia, inadebatableorder, withcontradictoryevidences;-) nowthatwillfinallybesomethingonlydeathisallowedtobringinasapresent.aplaceinthemainstream.whowillfancydeathotherwise:-))
  • siki | 122.177.184.103 | ২০ অক্টোবর ২০১১ ১৪:২৩494409
  • হনু, ইয়ে মানে, কিছু যদি মনে না করো, তোমার বাংলা টাইপ করতে ঠিক কী অসুবিধে হচ্ছে? তুমি কি মোবাইল থেকে অ্যাক্সেস করছো না কম্পু থেকে? আমি টেকনিকাল সাহায্য কিছু করতে পারি আর কি, তোমার একটা নাম্বার আছে আমার কাছে, যদি সেটাই চালু থাকে তো আমি সেখানেও কল্‌ করতে পারি বা মেলেও কথা বলা যেতে পারে।

    অথবা তুমি যদি ইংরেজিতে লিখতেই বেশি সচ্ছন্দ হও, তাইলে অবিশ্যি অন্য কথা, মানে কোনও কথাই নাই :-))
  • Megh | 61.247.176.154 | ২০ অক্টোবর ২০১১ ১৪:৫৫494410
  • বিপ্লব রহমানের শিরোনামহীন
    আহা দৌড়ে নিয়ে গেলো এধার থেকে ওধার।
  • kd | 59.93.243.15 | ২০ অক্টোবর ২০১১ ১৫:৪৩494411
  • অথবা হনু iPad কিনেছে। ওটাতে বাংলা পড়া যায় কিন্তু লেখা কি যায়?
  • siki | 122.177.184.103 | ২০ অক্টোবর ২০১১ ১৭:২২494413
  • সেটা হলে অবশ্য সিরিয়াসলি ব্যথা হ্যাজ। অপেরা মিনিতে বাংলা পড়া যায় কিন্তু লেখা যায় না।
  • Samik | 122.177.184.103 | ২০ অক্টোবর ২০১১ ১৮:০৫494414
  • গড্ডলিকার গল্প যাঁরা ভালো লেগেছে বলেছেন, সকলকে ধন্যবাদ। বিশেষ করে কৃষ্ণকলিদি-কে জানাই, বানিয়ে গল্প লেখা আমার আসে না। আমি শুধু আমার চারপাশে যা ঘটছে দেখতে পাই, সেটাকেই একটা কাঠামো দেবার চেষ্টা করি। এই গল্পের প্রতিটা ঘটনাই সত্যি। চোখের সামনে রাস্তা পার হতে গিয়ে মুহূর্তের মধ্যে দলামোচড়া মাংসপিণ্ড হয়ে যাওয়া কালো রঙের কুকুরছানা - আমার নিজের চোখে দেখা। অনেক দিন ভালো করে ঘুমোতে পারি নি দৃশ্যটা দেখবার পর। অথচ চাপা পড়া কুকুরের দেহ দিল্লির রাস্তায় কতই তো দেখা যায়, কখনও এরকম হয় নি।

    রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারে লাইন রাখবার জন্যে দালালের শরণাপন্ন হওয়া এবং পরদিন দেখা যে সেই দালাল আসলে রেলপুলিশেরই কনস্টেবল, এটা একেবারে আমার পাশের ফ্ল্যাটের ঘটনা। জরুরি কাজে তাঁদের চেন্নাই যাবার ছিল। তৎকাল ছাড়া কোথাও টিকিট পাবার আশা ছিল না। এবং সর্বোপরি, ঘটনাটা চৌঠা জুন সকালের, যেদিন রামদেব "ভ্রষ্টাচার'-এর মুদ্দা নিয়ে রামলীলা ময়দানে "অনশনে' বসলেন। লোকেশনটা কেবল ছিল কড়কড়ডুমা রিজার্ভেশন কাউন্টার, পূর্ব দিল্লিতে। পুরনো দিল্লি স্টেশন নয়।

    মানুভাইয়ের চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। তবে এরকম মানুভাই খুঁজলে হয় তো পাওয়া যাবে। ভারেদিয়া গ্রামটা বাস্তব। একে খুঁজে পেয়েছি গুগল করে। http://varedia.weebly.com/। এই পটভূমিতে মানুভাইকে খাপ খাওয়াতে তাই কষ্ট পেতে হয় নি। আর কিছু গুজরাটি ভাষার লাইনের জন্য কৃতজ্ঞতা স্বীকার, গুগল ট্রান্সলিটারেটের প্রতি।

    :)
  • kk | 107.3.242.43 | ২০ অক্টোবর ২০১১ ১৯:৪১494415
  • শমীক, আমিও তো তাইই বললাম, সত্যির কথাই।
  • kk | 107.3.242.43 | ২০ অক্টোবর ২০১১ ১৯:৪৮494416
  • শমীক, আমিও তো তাইই বললাম, সত্যির কথাই।
  • pi | 128.231.22.133 | ২১ অক্টোবর ২০১১ ২২:৩১494417
  • নিনাদি, পুজোর লেখাগুলো নিয়ে এখানে লেখো।
  • suddhasatya | 117.194.242.170 | ২১ অক্টোবর ২০১১ ২২:৩২494418
  • আজ হেরুকের বীণা এবং ভাষা দাও স্বাধীনতা পড়লাম। দ্বিতীয়টি আগে বলি। বেশ লেগেছে লিখন ভঙ্গীমা। খুব স্বল্প কথায় টানটান স্কেচ। প্রথমটি অনেক আশা জাগিয়েছে, কিন্তু বড্ড দ্রুত শেষ, বড্ড দ্রুত। কি অপূর্ব ছবি আঁকছিলেন লেখক, কেন থামলেন এত তাড়াতাড়ি?

    ইন্দ্রাণি,সময় করে ঐ মহাপরিকল্পনা সাঙ্গ করুন, অনুরোধ রইলো।

  • Nina | 12.149.39.84 | ২১ অক্টোবর ২০১১ ২২:৫৬494419
  • হেরুকের বীণা---খুব চেনা চেনা সুর---খুব ভাল লাগল---শুধু সুরের আলাপটুকু হয়েই থেমে গেল যেন---ক্রমশ: নাকি?

    ভাষা দাও স্বাধীনতা --আমার মনে হল এক গদ্য কবিতা---বিষাদ মধুর!

    আর কবিতার কথাটা ভুল টইতে পোস্ট হয়ে গেছে ---হোঁচোট খেয়েছিলাম বলে বোধহয়:-((
  • kk | 107.3.242.43 | ২১ অক্টোবর ২০১১ ২৩:২৬494420
  • মরার প্র্যাকটিস -- আমি আবু মুস্তাফিজের লেখা আগে পড়িনি। চমৎকার লেখার স্টাইল তো আপনার! শুধু স্টাইলই নয়, টপিক, কথা গাঁথা, প্রেজেন্টেশন সবই দুর্দান্ত লাগলো। আপনার লেখা আরো পড়তে ইচ্ছে করছে আবু মুস্তাফিজ।
    সঙ্গের ছবিও চমৎকার। আমার হঠাৎ এশারের কথা মনে হলো। সুমেরু মুখো, আবার সেলাম।

    ভাষা দাও, স্বাধীনতা -- এওও ভারী ভালো লাগলো আমার। আগে বোধহয় একবার লিখেছি, আবার লিখি, অল্প কথায় অনেক কিছু বলে দেওয়ার স্টাইল ভীষণ প্রিয় আমার। লেখক যেন কয়েকটা মাত্র রেখা দিয়ে খুব সুন্দর দুটো ছবি এঁকেছেন। বেশ বোল্ড রেখার টানগুলো, কিন্তু বিষাদ, অসহায়তা ,ছাইরং, অ্যাবস্ট্রাকটনেস সবই ছুঁতে পারলাম। বিপুল বাবু,আরো লিখুন।
  • kk | 107.3.242.43 | ২২ অক্টোবর ২০১১ ০৭:১৮494421
  • আমার শহর -- অসাধারণ। গদ্য, কবিতা, পেইন্টিং, ছায়াছবি, ফোটোগ্রাফি সব মিলে মিশে যদি একটা কোন ফর্ম অফ আর্ট তৈরী হয় তাহলে যা হবে তাই হলো 'আমার শহর'। পাই এর অন্য লেখা আগে পড়েছি, ভালো লেগেছে। কিন্তু সেই সব লেখার থেকে ঘুনাক্ষরেও বোঝা যায়না যে এই লেখকের কলমেই এরকম একটা স্টাইল লুকিয়ে আছে। এই লেখার ভাবনা, সততা, স্বচ্ছতা,প্রকাশভঙ্গী, টুকরো টুকরো অনুভূতির কোলাজ অপূর্ব লেগেছে। দ্যাট ইউনিক ফর্ম অফ আর্ট। এই যে লাইনগুলো কবিতার আকৃতিতে লেখা হয়েছে, এই ট্রীটমেন্টটা খুব ভালো লাগলো। কারণ আমার কাছে এটা শুধুই গদ্য নয় (অবশ্য একটা পয়েন্টে এসে গদ্য আর কবিতার খুব তফাৎ থাকেনা, তবুও)। আমি পাই এর কলমে আরো এই ধরণের লেখা পড়তে চাইবো।

    অলংকরণ নিয়ে বলি -- সুমেরুদার কাজ আবার খুব ভালো লেগেছে। ফাটলের মধ্যে ফুল, ব্লাড স্যাম্প্‌লের স্লাইড, এই এক্সিকিউশনটা খুব সুন্দর। তবে রোদচশমা অত স্পষ্টভাবে নাও দেখানো যেতে পারতো, আরেকটু অ্যাবস্ট্রাক্ট করা যেতেও পারতো। আর হয়তো স্টার অফ দ্য শো যে ফোটোগ্রাফী তাকে একটু জায়গা দেওয়া যেতে পারতো। মানে, পাই এর তোলা কিছু ছবি মার্জ করা যেতো হয়তো। আমার মনে হলো।
  • Update | 128.231.22.133 | ২২ অক্টোবর ২০১১ ০৭:২৩494422
  • Name:iMail:Country:

    IPAddress:124.168.49.37Date:22Oct2011 -- 01:55AM

    কেকে,
    গত পুজো সংখ্যায় আবু মুস্তাফিজের লেখা ছিল তো।
    বিপুল দাসের লেখা-শঙ্খপুরীর রাজকন্যা-ওঁর ছোটোগল্পের সঙ্কলন,নীল আলোর সন্তান, কালের পুতুল, বডি, ভুবনজোতের বাঘ , সরমার সন্ততি । আরো অনেক আছে। বঙ্গজনের দুর্ভাগ্য জনপ্রিয় লেখক নন।অওঁর একান্ত নিজস্ব কন্ঠস্বর খুব কম পাঠকের কাছেই পরিচিত।

    শুদ্ধসঙ্কÄ ,
    চাকরি , সংসার সব ছেড়ে লিখতে হবে তবে। লিখব কোনদিন।

    কেকে সব লেখা আলাদা আলাদা করে আলোচনা করছেন-এইটা ভীষণ ভালো লাগছে আমার।
    আমিও লিখ্‌ব সময় করে।
    তবে, এবারে পুজো স্পেশালে সব লেখাই একটা মান ধরে রেখেছে। গদ্য ও কবিতা প্রায় প্রতিটিই অসম্ভব যত্ন নিয়ে লেখা। পাঠককে প্রায় কেউ অবহেলা করেন নি।
  • kk | 107.3.242.43 | ২২ অক্টোবর ২০১১ ০৭:২৯494424
  • টিটিদিদি, আমার পড়াশোনা আর কতটুকু বলো? গন্ডুষমাত্র পড়া, তার মধ্যেও অনেক ফাঁক, স্বীকার করতে লজ্জা নেই। খুব ভালো করলে এই ইনফোগুলো দিয়ে। পড়বো।
  • kk | 107.3.242.43 | ২২ অক্টোবর ২০১১ ০৭:৫১494425
  • নদীর ধারে বাড়ি -- এই লেখাটা পড়ার পরে আমার আর অন্য কিছু পড়তে ইচ্ছে করলোনা আজ। খালি চুপ করে বসে ভাবতে ইচ্ছে করে। বাড়িটার কথা, সেদিনের কথা, এদিনের কথা, মানুষ দুটোর কথা। বাস্তব, ঘটনা, অনুভূতি সব মিলেমিশে এক হয়ে গিয়েছে লেখাটায়। অচিনবাবুর স্টাইল ভীষণ ভালো লাগে আমার। ভীষণ ভিজুয়াল। আমি পুরনো বাড়িটা স্পষ্ট দেখতে পাই। বাড়িটার বারান্দায় আলোছায়ার খেলা, তিনটে কুকুরছানা, দুটো হলদে প্রজাপতি সব চোখের সামনে স্পষ্ট ফুটে ওঠে। শুধু ভিজুয়াল বললে ভুল হবে, খুব সেনশুয়াল, অচিনবাবুর লেখা। ছোট ছোট বাক্য, খুব সহজ (ঠিক মনে হয় যেন সামনে বসে গল্প বলছেন), অলংকারের জাঁকজমকে ক্লান্ত নয়, কিন্তু অসম্ভব সেনশুয়াল। মন টেনে নেয়, মন টেনে রাখে সারাক্ষণ। পড়ার পরে মনটা কেমন একরকম হয়ে যায়। লেখা একেবারে মনের মধ্যিখানটায় আঙুল রাখে।

    সঙ্গের ছবিটা ভালো, তবে আলাদা করে নজর কাড়লোনা।
  • pi | 128.231.22.133 | ২২ অক্টোবর ২০১১ ০৮:১০494426
  • কলিদি ও আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ :)

    কলিদি, আবু মুস্তাফিজের আরেকটা গল্প পাশবিক পুজো সংখ্যায় ছিল। অল্ফ বাঘের গল্ফ।

  • achintyarup | 59.93.246.151 | ২৩ অক্টোবর ২০১১ ০৪:৪৫494427
  • অনেক ধন্যবাদ সক্কলকে। আরও বিশেষ করে, কারণ এইটেই আমার প্রথম শেষ করে উঠতে পারা গল্প (?)। এবং সম্পাদকীয় তাড়া না থাকলে কবে শেষ করে উঠতে পারতুম বলা কঠিন। (কেকে, সত্যি বলতে কি ছবিটা আমারও ভাল লাগেনি।)

    পুজো ইস্পেশালে বেরুনো লেখাগুলির মধ্যে ইপিস্তোর লেখা আগে পড়েছি। তার সঙ্গে আমার ঝগড়া, কারণ ঐ জাদুচশমাটা সে আমাকে দেয়নি।

    চন্দ্রিলের লেখা ভাল লাগেনি।

    একটানা বসে গোটা গোটা গল্প পড়ে ওঠার সুযোগ হচ্ছিল না, আর টুকরো টুকরো করে গল্প পড়তে আমি পারি না। প্রথম যে গল্প পড়লুম, সেটি শমীকের। এ গল্পও আগে হাতে এসেছিল, কিন্তু একসঙ্গে পড়ে ফেলার সুযোগ হয়নি। আমি আদৌ সাহিত্য সমালোচক নই, কিন্তু এইটুকু মনে হয়েছে যে খুব সুন্দর গল্প বলতে পারে শমীক। খুবই ভাল লাগল।

    বাকি লেখাগুলোও পড়ব আস্তে আস্তে। কেমন লাগল লিখে যাব এইখানে।
  • arnab | 14.96.169.35 | ২৩ অক্টোবর ২০১১ ১০:৪৭494428
  • চন্দ্রিলের লেখায় এগুলো অকারণ জাগলারি বলেই মনে হয় আমার।এমনিতে মূলত "অপর' লিটম্যাগে ওর আরও কবিতা পড়েছি।তাতেও কমবেশি এ জিনিসটা আছে। এবার কথা হল কবিতার আবেদন খুব ব্যক্তিগত, পবিত্র হোক বা না হোক,আর বলাই যায় যে কেউ আপনাকে পড়তে, এমনকি বুঝতে মাথার দিব্যি দেয় নি কিন্তু এ কথাও ঠিক যে "যদি বল আড়ি/তোমাকেও ছেড়ে যেতে পারি' ওরই লেখা।
  • suddhasatya | 117.194.231.93 | ২৩ অক্টোবর ২০১১ ১৫:২২494429
  • ক্ষমতাবান লেখকেরা আবু মুস্তাফিজের মতন হয়ে থাকেন। মরার প্‌র্‌যাকটিস পড়তে পড়তে মনে হচ্ছিল আমি ইটালো ক্যালভিনোর ফেবলসগুলোর সামনে দাঁড়িয়ে গিয়েছি আচমকা। কিম্বা জীবনানন্দ। বধু ছিল শিশুটিও পাশে...তবু সে। তবু কেন আত্মহত্যা করেছিল সে? কিম্বা বাদল সরকার-এর 'বাকী ইতিহাস'।
    - তুমি কেন আত্মহত্যা করেছিলে সীতানাথ?
    - তুমি কেন আত্মহত্যা করো নি শরদিন্দু?
    এমনই কিছু। দুরন্ত।
    এবং সুমেরু। মনে হচ্ছে অলঙ্করণকে অন্য সাবালোকত্বের দিকে নিয়ে চলেছেন।
  • rupankar sarkar | 117.194.229.12 | ২৩ অক্টোবর ২০১১ ২১:৪৪494430
  • শমীকের লেখার তো আমি মস্ত বড় পাখা (fan) , কিন্তু এ গপ্পোটা এট্টু এডিটিং টেবিলে ফেললে ভাল হত। আর, হিন্দী এবং গুজারাতিতে ওর তো বিরাট দখল তবু বার বার 'নাড়া' কেন ? শব্দটা তো 'নারা'।
  • siki | 123.242.248.130 | ২৫ অক্টোবর ২০১১ ১২:৩১494431
  • রূপঙ্করবাবু, আন্তরিক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেবার জন্য। হ্যাঁ, সঠিক বানান হল নারা। আমিই ভুল লিখেছি, এইমাত্র চেক করলাম।

    আর ইয়ে, আমি গুজরাতি কিন্তু একবর্ণও জানি না। পড়তেও পারি না। সবই কাকুর কৃপা। কাকুই ট্রানস্লেট করে দিয়েছেন।
  • muhit | 58.97.145.157 | ২৫ অক্টোবর ২০১১ ২১:২৭494432
  • আবু মুস্তাফিজের লেখা একদম নাড়িয়ে দেয়, সেআজা কথায় অমানবিক। সৈকত বন্দ্যেআপাধ্যায়ের যথারীতি জুড়ি নেই।
  • ranjan roy | 59.161.22.150 | ২৬ অক্টোবর ২০১১ ১৯:৪৮494433
  • মাহবুব লীলেন এর "" অরক্ষিতা'' নাটকটি দীপাবলীর সন্ধ্যেয় পড়ব বলে বাঁচিয়ে রেখেছিলাম।
    মহাভারতের কচ-দেবযানী উপাখ্যানের এক সমকালীন পাঠ উনি প্রস্তুত করেছেন। ২৫টি দৃশ্য। পঞ্চম, ষষ্ঠ, ও সপ্তম অব্দি পড়তে পড়তে চমকে উঠি।
    কয়েকটি বাক্য। যেখানে শুক্রাচার্য কচকে বলছেন-- মানুষের পরিচয়ের সামান্য অংশই নিজের অর্জিত, বাকিটা অরোপিত হয় ঐতিহ্য ও পরিবেশ থেকে।
    হটাৎ খেয়াল হয় অমর্ত্য সেন এর ভায়োলেন্স ও আইডেনটিটি বিষয়ক বহুল প্রচারিত উপপাদ্যের কণ ও সীমা এই দৃশ্যে ফুটে উঠেছে, সমগ্র নাটকটিতেও।
    কচ চরিত্র নির্মাণে সংযম দেখিয়ে দৃশ্য গুলো শক্তিশালী হয়েছে। তেমনি বৃত্ত চরিত্রটি। শুক্রাচার্য, দেবযানী নিয়ে কোন কথা হবে না। আর নাটকটির ভিস্যুয়াল্‌স্‌।
    সুমেরুর অলংকরণ চোখের সীমা ছাড়িয়ে ভেতরে পৌঁছেচে। আমি মুগ্‌ধ, তাই তৎকালীন ভালোলাগাটুকু জানিয়ে দিচ্ছি। শুদ্ধসঙ্কÄ, ন্যাড়াবাবু, রূপংকরবাবুরা এ নিয়ে ভালো বলতে পারবেন। সম্পাদকমন্ডলীকে নাটকটি প্রকাশ করার জন্যে ধন্যবাদ। নাটকটি পড়ে আসল ""অরক্ষিতা'' --দেশ নিয়ে চুপ করে যাই।
  • ranjan roy | 14.97.25.182 | ২৬ অক্টোবর ২০১১ ২৩:২৩494435
  • সবকটি কবিতা পড়ে শেষ করলাম। সবগুলো বেশ ভাল। বলতে কি, এবারের কবিতার স্তর বেশ উচ্চমানের।
    এদিকে আমি তো অর্পণ, ইন্দ্রনীল ও অরণ্যের কবিতার পুরনো ফ্যান। এরা কম লেখে কেন?
    তবে আমাকে এবার বিশেষ আকৃষ্ট করেছে মৃগাংকের অংকন ও কবিতা এবং তানিমের কবিতা। ইন্দিরা ম্যাডামের রসরচনা খুব ভাল লেগেছে। বাকি গল্পগুলো এক-দুদিনের মধ্যে পড়ব।

  • pi | 128.231.22.133 | ২৮ অক্টোবর ২০১১ ২৩:৫৪494436
  • রূপঙ্করদা, এবারের লেখাগুলি নিয়ে লিখলে বরং এখানে লিখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন