এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rupankar sarkar | 117.194.234.96 | ৩০ অক্টোবর ২০১১ ১২:৪২494437
  • আমার শহর - ল্যুই(স)ক্যারল বা চার্লস লুতুইজ ডজসনের সঙ্গে সাল্‌ব্‌হাদর দালিকে গুললে কি হয় জান ? শওকিয়োঁ মে ঘোলা যায়ে ফুলোঁ কি শবাব, উসমে ফির মিলাঈ যায়ে থোড়া সা শরাব - হোগা ইয়ে নশা যো তৈয়ার - চশমার মধ্যে দিয়ে থার্ড কোয়াড্‌র্‌যান্ট যে দেখা যাচ্ছে, সে ছবি তো আমার আগে দেখা - তার তলায় যা লিখেছি, শুধু কাট পেস্ট। কি বলব, কিচ্ছু বলার নেই।
  • rupankar sarkar | 117.194.234.78 | ৩০ অক্টোবর ২০১১ ১৪:০২494438
  • আমার শহরের ওপর kk-র মন্তব্যে সুমেরুর ছবির কথা আছে। উনি বলেছেন পাই-এর তোলা ছবি মার্জ করা যেত। ওঁকে জানিয়ে দিই - মার্জ করা কিন্তু হয়েছে। পাইয়ের সেই অসাধারণ ছবিটা আমি আগেই দেখেছি। রোদ-চশমার ভেতরে সেই ছবিই দেখা যাচ্ছে।
  • Sayantan Goswami | 223.29.195.160 | ৩০ অক্টোবর ২০১১ ১৮:৫৫494439
  • ত্রিশাখদার কবিতা অপূর্ব লাগলো বরাবরের মতন ।

    আভীকদার লেখা কবিতাগুলো দারুন ইনোভেটিভ , বেশ ভিন্ন একটা স্বাদ পেলাম ।

    মৃগাঙ্ক-র কবিতাও খুব মনোগ্রাহী ।
  • kk | 107.3.242.43 | ৩০ অক্টোবর ২০১১ ২৩:০৮494440
  • রূপঙ্করবাবু, জানিয়ে খুব ভালো করলেন। আমি তো জানতামনা ওটা পাইয়ের তোলা। অলংকরণে শুধু সুমেরুদা'র নাম দেখে ভেবেছিলাম পাইয়ের ছবি এতে নেই। এখন আরেকবার দেখলাম। ছবির আরো একটা নতুন মাত্রা দেখতে পেলাম।
  • kk | 107.3.242.43 | ০১ নভেম্বর ২০১১ ০২:৩৫494442
  • পুজো ইস্পেশালের দ্বিতীয় ভাগ নিয়ে আস্তে আস্তে লিখবো। তার আগে একটা কথা মনে হলো, বলি। গতবছর থেকে দেখছি পুজোসংখ্যা গুরু দিব্যি মোটাসোটা হচ্ছে। এদিকে এমনি গুরুচন্ডালী ম্যাগাজিনের (অ-কাগুজে) আজকাল আর দেখাই পাওয়া যায়না। পুজোসংখ্যায় এতগুলো করে লেখা না দিয়ে ম্যাগ-গুরুর আরো সংখ্যা বার করতে কি অসুবিধা আছে? এক ক্ষেপে এতগুলো লেখা না পড়ে আমি তিনমাস (কি কিছু মাস) অন্তর কিছু কিছু লেখা পড়তে পেলে খুব খুশি হবো। আমার প্রচুর লেখা সম্বলিত পুজোসংখ্যা গুলো একটু ওভার হোয়েল্মিং লাগে।
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৬:০২494443
  • রূপঙ্করদা, অনেক ধন্যবাদ :)
  • dd | 59.97.120.134 | ০২ নভেম্বর ২০১১ ০৯:৪০494444
  • পুজো স্পেশালের নতুন ঠোঙা খুঁজে বার করা এক বিড়ম্বনা।

    এটার লিং আছে শুধু এই টই তেই। নতুবা যেতে হয় প্রথম পাতায় - সেখানে বাঁ দিকে ডান দিকে,চতুর্দিকে "পুজা স্পেশাল"এর ছড়াছড়ি, কোনোটারই সাল তামামি কিছু নেই।

    নতুন কেউ এতো পরিশ্রম করে খুঁজে পড়বে?
  • anirban | 192.17.115.202 | ০৩ নভেম্বর ২০১১ ০৪:০৩494280
  • কোনো লেখাই পড়া যাচ্ছে না। খালি এক লিংক থেকে আরেক লিংকে চলে যাচ্ছে কিন্তু একটা লেখাও খুলছে না।
  • sumeru | 124.125.49.181 | ০৩ নভেম্বর ২০১১ ১৫:১৮494281
  • অনির্বাণ বাচ্চার লেখায় উল্লম্ব চার নম্বর পটটি অহেতুক রিপিট করা হয়েছে।
    দেখুন এইখনে http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=21&pid=jcr://content/pujo09/2011ii/1320047001822
    এখনে লেখা ঘেঁটেছে। অনেক যায়গাতেই ঘেঁটেছে।

    ছবিও অনেকাংশে ডিসর্টটেড। ইচ্ছে মতন রিসাইজ করায় দাঁড়াচ্ছে না। স্কিলহীনতাই কারণ।

    আপাতত আমি অতি ক্লান্ত। এসব আর ভাল লাগছে না।
  • siki | 123.242.248.130 | ০৩ নভেম্বর ২০১১ ১৫:৩৯494282
  • সুমেরু,

    আমার দোষ। একটা ইমেজ দুবার রিপিট হয়ে গেছিল। ঠিক করে দিলাম, একবার দেখে নাও।

    এই লেখাটাতে বিশেষ করে, লেখার তুলনায় ছবির সংখ্যা বেশি হয়ে গেছিল। সবকটা ছবিকে একটা লেখায় অ্যাকোমোডেট করতে গিয়ে ক্লামজি হয়ে গেছে। ছবি ডিসটর্ট কোথাও করা হয় নি, পার্সেন্টেজ ধরে ছোট করা হয়েছে, কিন্তু রেশিও ঠিক রেখে।

    একটু ডিটেলে বোঝালে ঠিক করার চেষ্টা করতে পারি।
  • rupankar sarkar | 14.99.70.148 | ০৩ নভেম্বর ২০১১ ২০:২৮494283
  • ফুটোস্কোপ - প্রসেনজিত বাবুকে অনুরোধ, আরো বেশ কিছুদিন ফিল্ম রিভিউ লিখে একটা সঙ্কলন বানিয়ে ছাপাতে। এই ছবিকটার একটাও আমি দেখিনি। কিন্তু তাতে এই অসাধারণ রম্যরচনা পড়ে রসাস্বাদনে কিছুমাত্র বঞ্চিত হইনি। আপনি যদি কলম বন্ধ করেন, রম্যরসের বিরাট ক্ষতি হয়ে যাবে। রম্যরচনার সবচেয়ে বড় গুণ হল পরিমিতি জ্ঞান। গুরুচন্ডালিতে অনেকেই হাস্যরস উপহার দেওয়ার চেষ্টা করেন। রসের বেশি-কম হওয়াতে তেমন জমাট বাঁধেনা। তাঁদের কাউকে ছোট না করেই বলছি, এ প্রতিভা বিরল।
  • Shibanshu | 117.195.138.38 | ০৩ নভেম্বর ২০১১ ২৩:১০494284
  • কল্লোলদা,

    ফাৎরা পুজোর জবাব নাই। মনে হচ্ছে এবার পুজোয় হায়দরাবাদে না থেকে বেঙ্গালুরু চলে গেলেই হতো। এক্কেরে বায়োস্কোপের পারা ল্যাখা। জয় হোক।
  • aranya | 144.160.226.53 | ০৫ নভেম্বর ২০১১ ০৯:১০494285
  • পূজো ইস্পেশাল ২০১১ প্রথম ভাগে 'অরণ্য' নামে এক প্রতিভাবান লেখক অনবদ্য একটি কবিতা লিখেছেন - 'কাক সিরিজ'। এমন কবিতা লিখতে পারলে আমি গর্বিত হতাম, কিন্তু এটি আমার মানে নিউ জার্সী, আম্রিগাবাসী অরণ্য-র লেখা নয়। এই অরণ্য বাংলাদেশ থেকে লেখেন, আগেও মনে হয় 'অপার বাংলা' বিভাগে এর লেখা দেখেছি।
    কনফিউশন এড়াতে আমি এবার থেকে কাϾট্র =ইউএস লিখব, টই/ভাটে কিছু পোস্ট করলে, অরণ্য১/অরণ্য২ বা পাতি অরণ্য (আমি)/সুলেখক অরণ্য (অন্যজন) ইত্যাদির চেয়ে সেটাই মনে হয় ভাল হবে। অবশ্য অন্য অরণ্য ভাট/টইতে লেখেনও না।
    অনেকদিন আগেই এই ডিসক্লেমার-টা দেওয়া উচিত ছিল। কবি অরণ্য কোন দেশে থাকেন সেটা জেনে লিখব ভেবেছিলাম, তারপর যা হয়, ল্যাদ ইত্যাদি।
  • aronno | 119.30.39.70 | ০৫ নভেম্বর ২০১১ ১৯:৪০494286
  • #২৪৭৭;#২৪৯৪;#২৪৩৯; #২৪৩৭;#২৪৮০;#২৪৬৭;#২৫০৯;#২৪৭৯; (#২৪৩৮;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৫;) #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৮২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৮২; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৬;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৫০৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;, #২৪৫৩;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৫৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;#২৪৯৭; #২৪৮৯;#২৪৬৪;#২৪৯৪;#২৫১০; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮২;, ''#২৪৩৭;#২৪৮০;#২৪৬৭;#২৫০৯;#২৪৭৯;, #২৪৬৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৩;#২৪৭৬;#২৪৯৫;#২৪৬৮;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৫৩;#২৫০৩;#২৪৪১; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৮০; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩; #২৪৭৬;#২৫০৯;#২৪৮২;#২৪৫৫;#২৫০৩; #২৪৭৪;#২৫০৭;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;'' #২৪৮৬;#২৪৯৭;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৯;#২৪৬৮; #২৪৮৯;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;, #২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৭; #২৪৭৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;#২৪৯৭;#২৪৬৩;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৮২;#২৪৯৫;#২৪৩৪;#২৪৫৩; #২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৬;#২৫০৯;#২৪৮০;#২৪৬৮;#২৪৫৩;#২৪৮০; #২৪৫৬;#২৪৬৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৬; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪; #২৪৭৯;#২৪৯৪;#২৪৩৯; #২৪৮৯;#২৫০৭;#২৪৫৩; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৬;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৫০৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৮২;#২৫০৩;#২৪৫৫;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;

    #২৪৩৮;#২৪৭৪;#২৪৯৪;#২৪৬৮;#২৪৬৮; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭৭;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৬৩; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৮০; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৭; #২৪৭০;#২৫০৯;#২৪৭৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৭৬; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯;, #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৬৮;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৭; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৬৯;#২৪৯৪;#২৪৫১; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৮২;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৫৪;#২৪৯৭;#২৪৮৬;#২৪৯৫;#২৪০৪; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪; #২৪৩৮;#২৪৬০; #২৪৩৭;#২৪৭৬;#২৫০৯;#২৪৭০;#২৪৯৫; #২৪৫৩;#২৪৬৮;#২৪৬০;#২৪৭২; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৭;#২৪৯৭;#২৪৮২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২;, #২৪৬৮;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৭৪;#২৫২৪;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩;#২৪৩৯;, #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৭৭;#২৪৯৭;#২৪৮২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৪৯৪;#২৪০৪;

    #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৭২;#২৪০৪; #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৪৯৭;#২৪৭২;#২৪০৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫;#২৪৫১; #২৪৭৪;#২৪৮০;#২৪৭৬;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৬; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৪;#২৪৯৪;#২৪৭০;#২৪৫৩; #২৪৭৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৮২;#২৪৯৬;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪১;#২৪৭৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬৮;#২৪৮২;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৭৬;, #২৪৭৯;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৬৪;#২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৫;#২৫০৩;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২; '#২৪৩৭;#২৪৮০;#২৪৬৭;#২৫০৯;#২৪৭৯;'#২৪০৪;

    #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৪৭২; #২৪৮৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৩৯;#২৪০৪; #২৪৮৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৩৯;#২৪৫৩;#২৫০৩;#২৪৩৯; #২৪৪০;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৫৫;#২৪৯৪;#২৪৭৮; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭৭;#২৫০৩;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪;#২৪০৪; #২৪৮৮;#২৪৯৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৭;#২৪৫৩; #২৪৮৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৮;#২৫২৭;#২৪০৪;

    #২৪৩৭;#২৪৮০;#২৪৬৭;#২৫০৯;#২৪৭৯;, #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;
  • Aronno | 119.30.39.70 | ০৫ নভেম্বর ২০১১ ১৯:৪৬494287
  • ভাই অরণ্য (আমেরিকা প্রবাসি) ভাল লাগল আপনার স্বীকারোক্তি দেখে, কেন না কিছুদিন আগে আমার এক কাছের বন্ধু হঠাৎ জানাল, ''অরণ্য, তোমার একটা কবিতা দেখলাম কেউ নিজের নামে ব্লগে পোষ্ট দিয়েছে।'' শুনে আহত হলাম, কিন্তু বন্ধুটি আমাকে লিংক দিতে পারল না। এমন কিছু বিব্রতকর ঘটনার সাক্ষী আমি নিজেই। যাই হোক আপনার এমন স্বীকারোক্তি আমার ভাল লেগেছে।

    আপাতত নাম বিভ্রাট নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই, এবং তেমন কোনো মাথা ব্যথাও নেই। লিখতে পারলেই আমি খুশি। জানি না আজ অব্দি কতজন এই ভুল করেছেন, তবে যারা আমার লেখা পড়ছেন আগে থেকেই, তারা এমন ভুল করেন না বলেই আমার ধারণা।

    আপনি ভালো থাকুন। অনেক লিখুন। আমিও পরবর্তী থেকে সম্পাদক মন্ডলীকে কিছু একটা উপায় বাতলে দেব, যাতে পাঠকরা গুলিয়ে না ফেলে কোন 'অরণ্য'।

    ভাল থাকুন সবাই। সবাইকেই ঈদের আগাম শুভেচ্ছা। সুন্দর কাটুক সবার সময়।

    অরণ্য, বাংলাদেশ
  • Atanu Banerjee | 14.96.66.217 | ০৬ নভেম্বর ২০১১ ২১:১২494288
  • সৈকতের থিমপূজো নিয়ে লেখাটা দারুন লাগলো; খুব উইটি; ওর অন্যান্য লেখাগুলোর মতো...
  • Atanu Banerjee | 14.96.66.217 | ০৬ নভেম্বর ২০১১ ২১:১৬494289
  • ২২ শে শ্রাবন খুবই ভালো লেগেছে; প্রসেনজিৎ-কে দারুন লেগেছে;ভাবতেই পারিনি চরিত্রটা এত সুন্দর করে পোট্রে করতে পারবে;
    রাইমাকে বেশ মিষ্টি লাগছে; দারুন চরিত্রাভিনয় পরমেরও।অআর গৌতমদার গলায় কবিতা শোনাটা একটা উপলব্ধি;
    তবে ঋদ্ধির ‘প্রোসেনজিতের মিটিং-এ বসে ‘**’ চেপে রাখার উপমা শুনে একচোট হাসলাম; মনে হলো ঋদ্ধির দারুন অবসার্ভেশন’

  • kk | 107.3.242.43 | ০৮ নভেম্বর ২০১১ ০১:১৬494291
  • পুজো ইস্পেশালের দ্বিতীয় কিস্তি নিয়ে রোজই লিখবো ভাবি, হয়ে ওঠেনা। যাহোক, আজ একটু লিখে যাই।

    লিমেরিক -- আমি অনেকদিন ধরে এই ধরণের লেখা গুরু পত্রিকায় পড়তে চাইছিলাম। তার ওপরে সুমন মান্নার লেখার আমি বরাবরই ভক্ত। ভালো লাগলো লিমেরিক। কিন্তু দু এক জায়গায় মনে হলো একটু জোর করে মিল দেওয়া হয়েছে। যেমন প্রথম লিমেরিকে 'ধান খায়' এর সাথে 'খোঁচা দেয়', বা দ্বিতীয়তে 'দিনচার শুকিয়ে' র সাথে 'চিনিজলে ভিজিয়ে'। এইগুলোতে চোখ হোঁচট খাচ্ছে, ছন্দটাও সামান্য কেটে যাচ্ছে। সঙ্গের ছবি নিয়ে বলি। ছবিগুলোর সিলেকশন খুব ভালো। কিন্তু কিছু ছবির ক্ল্যারিটি ভালো, কিছুর একেবারেই ভালো নয়। এরকম কেন হলো? এটা বড্ড চোখে লাগছে।

    ফুটোস্কোপে বাইস্কোপ -- পুজো ইস্পেশালের দু কিস্তি মিলিয়ে এটা এখনও অব্দি আমার সবচেয়ে প্রিয় লেখা। প্রসেনজিৎ বর্মন নি:সন্দেহে 'কাল্টিভেট' করার মত রিভিউয়ার। এই লেখার রসবোধের কোন তুলনা তো নেইই, প্লাস গল্প বলার ভঙ্গী, কোথায় কতটুকু বলতে হবে, কতটুকু রূপালী পর্দায় দেখার জন্য ইঙ্গিত দিয়ে ছেড়ে রাখতে হবে সেই পরিমিতিবোধ সবই অসাধারণ। এত উপভোগ্য ফিল্ম রিভিউ আমি খুব কমই পড়েছি। তবে, চার নম্বর গল্পে (রা-ওয়ান)মনে হলো শেষটা একটু তাড়াহুড়ো করে করা হয়েছে। আর 'ফান্দেতে পড়িয়া'র রিভিউটাও এর সাথে থাকলে আমার খুব ভালো লাগতো।

    পুজোর চিঠি -- চমৎকার লেখা। শংখশুভ্রর লেখার স্টাইলটা আমার খুব ভালো লাগছে। খুব স্পনটেনিয়াস। পড়লে মনে হয় লেখার সময় লেখককে খুব বেশি চিন্তা-ভাবনা করতে হয়না। কলম বা কী-বোর্ড বেয়ে আপনি তরতর করে লেখা আসে। মনে হয় লেখককে ফিরে প'ড়ে শব্দ পাল্টাতে হয়না, বাক্য অদলবদল করতে হয়না। মনে হয় লেখকের রাফ আর ফেয়ার কপির মধ্যে বিশেষ কোনই তফাৎ নেই। স্পনটেনিয়াস, উইটি, খুব এনজয়েব্‌ল্‌ রীড। মতামত দিতে গিয়ে এই বিশেষ লেখাটার থেকেও লেখকের স্টাইলের কথাই বেশি বললাম। তার একটা ছোট্ট কারণ আছে। এই বিশেষ লেখাটাই আমি অন্য পাতায় আগে পড়েছি। তাই শংখশুভ্রর নাম দেখে খুব উৎসাহিত হয়ে পড়তে বসেও সেই প্রথম পড়ার চমকটা এবারে মিস করলাম। সেই জন্যই হয়তো এই পার্টিকুলার লেখাটার থেকেও লেখকের স্টাইলটার কথাই বেশি মনে আসছে। এটা আমার লিমিটেশন। লেখকের দোষ নয়। আমি শংখশুভ্রর লেখা আরো পড়তে চাইবো। সঙ্গে মৃগাংকশেখর গাঙ্গুলীর ছবি বিশেষ ভালো লাগলো।
  • kk | 107.3.242.43 | ০৮ নভেম্বর ২০১১ ০১:২১494292
  • ম্যাক্সিমিনদি কে একটা কথা বলি। আপনার পুজো ইস্পেশালের গদ্য-প্রবন্ধ ভালো লাগছেনা লিখেছেন। এই সুতোয় সেগুলো লিখুননা, ভালো লাগছেনা কেন, বা কবিতাগুলো ভালো লাগছে কিনা, লাগলে কেন, ইত্যাদি। ভাটের মধ্যে তো সব মতামত হারিয়ে যাবে। আরেকটা কথা, আপনি এক জায়গায় লিখেছেন গদ্য ইত্যাদি ভালো লাগেনি, আরেক জায়গায় লিখেছেন পুজো ইস্পেশালের গদ্যসাহিত্যে মান ভালো। আমি একটু ধন্দে পড়লাম। দুটোর মানে তো উল্টোমুখো। তাহলে কোনটা আপনার রিয়াল মত?
  • Tim | 198.82.25.14 | ০৮ নভেম্বর ২০১১ ০২:৫০494293
  • একেবারে গোড়া থেকে শুরু করি। সৈকত বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার তেমন ভালো লাগেনি। সৈকতদার গদ্য ঝরঝরে, সুখপাঠ্য, কিন্তু দিন কে দিন কনটেন্টে খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। শেষ প্যারাগ্রাফ বাদে বাকি লেখাটা খুব সাধারণ, শেষ প্যারাটাও অনেকটাই আগে পড়েছি আগে পড়েছি বলে মনে হয়।
    আমার মনে হয়েছে তাড়াহুড়ো করে লেখা। যেহেতু ফ্লো নিয়ে লেখকের কোন সমস্যা নেই, তাই হুশ করে লিখে ফেলা হয়েছে হয়ত। পড়ার পরে তাই কোন রেশ থাকেনা।
  • Tim | 198.82.25.14 | ০৮ নভেম্বর ২০১১ ০২:৫৫494294
  • পুজোর রিলিজ: আগেই পড়া কয়েকটা লেখা। বলা বাহুল্য, অনবদ্য লেখা। মৌসমের রিভিউ আমার ভালো লাগেনি, বাদবাকি বেশ ভালো। ছেঁড়া ছেঁড়া বাক্যে রিভিউ লেখেন প্রসেনজিত। সেটা কখনও কখনও এফিশিয়েন্টলি মুডটা ধরে রাখে, কখনও লেখার বাঁধন আলগা করে দেয়। বুঝে খেললে ভালো হয়। আজকাল হালকা রম্যরচনার অভাব গুরুতে। প্রসেনজিতের আরো বিভিন্ন বিষয় নিয়ে লেখা উচিত।
  • maximin | 59.93.201.80 | ০৮ নভেম্বর ২০১১ ০৩:৩৭494295
  • kk পুজো স্পেশালের কথা বলিনি। ইন্দ্রানী আর পাই এর লেখা পড়েছি। এই দুটো লেখার ভিত্তিতে বলেছি এবারের পুজো স্পেশালের গদ্য লেখার মান খুব উঁচু।

    সাধারণ ভাবে বলেছি ও মূলত প্রবন্ধের কথা বলেছি। রাজনীতিবিষয়ক প্রবন্ধ পড়ে বড় হয়েছি। সেইসব লেখকরা প্রচুর পড়াশোনা করতেন জেলখানায় বসে। বিষয়কে খুব ভালো করে জানতেন।

    নেটে এসে প্রচুর বাংলা গদ্যসাহিত্য পড়লাম। তার মধ্যে কিছু গল্প চলনসই লেগেছে। ভালো প্রবন্ধ পাইনি। গদ্যসাহিত্যের মধ্যে অন্য যা যা আছে, কিছু ভালো লেগেছে। বেশিরভাগই আমাকে ঠিক টানেনি। গুরুতে এসে দেখলাম নেটের অন্য সব জায়গার চেয়ে স্ট্যান্ডার্ড ভালো। কিন্তু খুব বেশি পড়ার ইচ্ছে হল না। মঠের কথা ও শ্রাবনীর রহস্য গল্প নিশ্চয়ই পড়ব।
  • maximin | 59.93.201.80 | ০৮ নভেম্বর ২০১১ ০৩:৪৩494296
  • আপনারা কেউ যদি ভবতোষ দত্তর 'আট দশক' বইটি পড়ে থাকেন তাহলে হয়তো বুঝবেন কি বলতে চাইছি।
  • maximin | 59.93.201.80 | ০৮ নভেম্বর ২০১১ ০৩:৪৬494297
  • এবং এই বইটি শুষ্ক যুক্তি সম্বলিত লেখাও নয়।
  • maximin | 59.93.201.80 | ০৮ নভেম্বর ২০১১ ০৩:৫৩494298
  • জীবনে সময় কম, বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ জিনিস পড়তে চাই বলেই বাংলা সাহিত্য কম পড়ি। আমি না পড়লেও বাংলা সাহিত্যের কোনও ক্ষতি হবে না।
  • Tim | 198.82.25.14 | ০৮ নভেম্বর ২০১১ ০৪:০২494299
  • আদমের আপেল পড়লাম। আমার এই এক্সপেরিমেন্ট ভালো লেগেছে। ছবি আর লেখার কোলাজ বেশ নতুনত্ব এনেছে। স্মার্ট গদ্য। অনির্বানের লেখা আরো পড়তে চাই। সুমেরুদার ছবি ভালো লেগেছে।

    ছবির কথায় মনে পড়লো, আগের দুটো লেখার ছবি একেবারেই ভালো লাগেনি।
  • Tim | 198.82.25.14 | ০৮ নভেম্বর ২০১১ ০৪:১৫494300
  • কল্লোলদার লেখা, যেমন হয়, অসাধারণ। ছবির মত মোচ্ছবটা প্রত্যক্ষ করা যায়। আরেকটু এডিট করা যেত কি? কিছু অংশ আবার করে লেখা যেত? ( এগুলো আমি জোরে জোরে ভাবছি, আসলে পড়ার সময় মনে হচ্ছিলো)। তবে তাতে অমন তরতরে লেখার গতিটা থাকতো কিনা বুঝতার্ছিনা। মোদ্দা কথা, মোচ্ছবসাহিত্য হিসেবে ফ্যাৎরা পুজো সার্থক হয়েছে। সুমেরুদার ছবিটাও বেশ, বিশেষত: রঙ নির্বাচন।
  • Tim | 198.82.25.14 | ০৮ নভেম্বর ২০১১ ০৪:২৫494302
  • পরের স্টপ: শঙ্খশুভ্রর পুজোর গল্পগাছা। সহজ গদ্য, চমক কম। কিন্তু পর্য্যবেক্ষণ ভালো। স্মৃতি সততই... ইত্যাদি প্রভৃতি। আমার ভালো লাগলো এই সহজিয়া উদ্যোগ। বিশেষভাবে পাড়া ক্রিকেটের লাস্ট বল সিচুয়েশন নাড়া দিলো। শঙ্খশুভ্র আরো লিখুন। মৃগাঙ্কশেখরের ছবি ভালো, স্টারবাক্সের কফিকাপে তেমন আমোদিত না হলেও টিশার্ট থেকে ড্যাবডেবিয়ে চে' থাকা মাদুগ্গা ভালো লেগেছে।
  • Nina | 69.141.168.183 | ০৮ নভেম্বর ২০১১ ০৫:০৬494303
  • হো হো হোহো হা হা হা হিহি--কল্লোলদার ফ্যাৎরা পূজো জাস্ট সুপার লাইকালাম :-)))
    ১০০ তে ১০০০০০০০০ অঙ্কে দেয়া যায় কিনা জনিনা কিন্তু আমি দিলাম--দুরন্ত লেখা।

    শঙ্খশুভ্রর এই লেখাটা আগে পড়েছি, তবু আবার পড়তে ভাল লাগল। খুব ঝরঝরে লেখা আর খুব রিলেট করতে পারি!

    বাকি এখনও পড়া হয়নি--পড়ে জানাব।
  • Tim | 198.82.25.14 | ০৮ নভেম্বর ২০১১ ০৫:৩০494304
  • অসমের বাঙালীর রাজনীতি: একটি মহাকাব্যিক লেখা। এত পরিশ্রম করে লেখাটা নামানোর জন্য সুশান্তবাবুকে অভিনন্দন। আমার এই বিষয়ে তেমন পড়াশুনো নেই, তাই তর্কে ঢুকবো না। তবে অনেক কিছু জানলাম। উপস্থাপনাও ভালো লাগলো।

    আপাতত এইটুকু। বিজ্ঞাপণ বিরতির পরেই আরো সমালোচনার খই ফুটবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন