এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 68.46.95.16 | ০৮ নভেম্বর ২০১১ ০৫:৪৬494305
  • :(
  • Nina | 69.141.168.183 | ০৮ নভেম্বর ২০১১ ০৭:০৫494306
  • সায়ন কর ভৌমিকের আঁকা ছবিগুলি--দুরন্ত :-)
  • madhuchhanda paul | 14.99.45.105 | ০৮ নভেম্বর ২০১১ ১৪:১৩494307
  • #২৪৭০;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৭;#২৪৭২; #২৪৮৮;#২৪৭৬; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪০৪; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৫;#২৫০৩;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৫; ! #২৪৩৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৬; #২৪৩৮;#২৪৮৯;#২৪৯৪; ! #২৪৩৮;#২৪৮০; #২৪৩৯;#২৪৭২;#২৫০৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৮০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৮৬;#২৪৩৪;#২৪৮৮;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৮২;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৭৬;#২৫০৩; " #২৪৭৭;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৭; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৯; " #২৪৬৮;#২৪৭৬;#২৪৯৭; #২৪৭৬;#২৪৮২;#২৪৭৬;#২৫০৭; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫;#২৪৩৯; #২৪৭৯;#২৫০৩;#২৪৭২; #২৪৫৯;#২৫০৩;#২৪৮২;#২৫০৩;#২৪৭৪;#২৪৯৭;#২৪৮২;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭৪;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৫২৪;#২৪৯৬; #২৪৫৮;#২৪৮২;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫; #২৪০৪; #২৪৪৭;#২৪৬৮; #২৪৪৭;#২৪৫৩;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৮; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭৮;#২৪৯৪; #২৪৭০;#২৪৯৭;#২৪৮০;#২৫০৯;#২৪৫৫;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪০৪;
  • Prasenjit | 121.241.98.225 | ০৮ নভেম্বর ২০১১ ১৪:৪১494308
  • ফিডব্যাকের জন্য সবাইকে ধন্যবাদ। লেখালেখির ক্ষেত্রে আমি আনাড়ি এবং অনভিজ্ঞ। ল্যাদ থেকে বিচ্ছিন্ন করে আমাকে কতখানি কাল্টিভেট করা সম্ভব তাই নিয়েও আমার প্রবল সংশয় রয়েছে। টিমদার মত আমিও মৌসম কে সবচে কম রেটিং দেব। (সিনিমা না, লেখাটার কথাই বলছি। :)

    স্পেশাল থ্যান্‌কু হুতোদাকে। ছবিটার জন্য। ছবিতার একটু বর্ণনা দি। সবাই তো আমার মত কনৈসোর নন।

    ছবিটিতে পাহাড় পর্বত নদী নালা, কলকারখানা সবই আছে, কিন্তু আউট অফ সার্ভিস বা ব্যাকগ্রাউন্ড মোডে। মৃতপ্রায় জীবনের মত নিÖপ্রান। তখন ফ্রেমের ডানদিক দিয়ে টুক করে ঢুকে, টুকটুকে লাল জামা পরিহিতা এক মহিলা হেঁড়ে গলায় আঁ আঁ করে রাগ ভৈরবীতে গাইতে লাগলেন। শুনে এক শুঁটকো মত লোক পাগল হয়ে যায়। বন্দুক বাগিয়ে ঢাঁই ঢাঁই করে গুলি ছুঁড়তে থাকে। কিন্তু সময়টা বসন্তকাল হওয়াতে বন্দুক থেকে গুলির বদলে হোলি হ্যায় বেরোয়। মূলত তিন ধরণের রং- হলুদ, সবুজ আর গোলাপি ছড়িয়ে পড়তে থাকে আকাশে বাতাসে। প্রেম প্রেম গন্ধে ম ম করতে থাকে চারিপাশ। শাহিদ কাপুর আর সোনম কোনা খুঁজতে থাকে। উপরের বামদিকের কোন তাদের পছন্দ হওয়াতে ওখানে কৃষ্ণচূড়া গাছের নীচে ভালোবাসার লুকোচুরি খেলা খেলতে থাকে। তাই দেখে অনুপ্রানিত হয়ে সলমান খান জামা খুলে করিণাকে আই লাভ ইউ বলতে যায়। কিন্তু করিনা সলমানের সরু পাতলি কোমর দেখে হিংসায় ফ্রেম ছেড়ে চলে যায়। হায়!!! বদলে প্রাগ ঐতিহাসিক যুগের এক বিলুপ্ত হয়ে যাওয়া জলজ প্রাণী পূনর্জন্ম নেয়। যার ডানা উড়ুক্কু মাছের ন্যায়। অথচ শরীর যেন কাঁকড়ার দাঁড়া। সুযোগ বুঝে একচোখওয়ালা জলদস্যু সাল্লুভাইকে পেছনের দিক থেকে আক্রমন করার চেষ্টা করলে এরোপ্লেনের সাথে ধাক্কা লেগে তার অক্কাপ্রাপ্তি হয়। এসবকিছু যখন কোল্ডড্রিংকস আর পপকর্ন সহযোগে নেতাই পর্যবেক্ষণ করছিল তখন তারও পেছন থেকে দেখে হুতোবাবু হুবহু টুকে রাখেন।
  • Du | 117.194.201.142 | ০৮ নভেম্বর ২০১১ ১৭:১৩494309
  • হুহা রিভিউ, রিভিউয়ের ছবি আবার ছবির রিভিউ :))
  • r2h | 198.175.62.19 | ০৮ নভেম্বর ২০১১ ২০:২৩494310
  • নেতাইয়ের মত রিভিউয়ার পেলাম না বলে আমার এতদিন বড় শিল্পী হওয়া হলো না। টিম তো ভালো লাগে নি বলেই খালাস। কালকেই কথা হচ্ছিল সমাজসচেতনতা নাট্যকাব্য ভূমার প্রভাব উৎপ্রেক্ষা অপিনিহিতি এইসব দিক বিচার করে সমালোচনা করতে হবে। যত সব ছেলে ছোকরা।
  • Tim | 198.82.29.11 | ০৮ নভেম্বর ২০১১ ২১:৫৮494311
  • না না আমি পুঙ্খানুপুঙ্খ বিচের করে তবেই কয়েছি। আরেট্টু রোসো, এবার আমিও ডিটেইল ছবিরিভিউ লিখছি। (হুঁ হুঁ বাওয়া, আমারে দাবায়ে রাখতা পারবা না)। পোচোন্ডো জোশ এসে গ্যাছে, সত্যের পথ থেকে বিচ্যুত হবই না। জ্জয়প্পীড়!!

  • Tim | 198.82.29.11 | ০৮ নভেম্বর ২০১১ ২২:১৫494313
  • মামুর লেখার সাথে যে ছবি সেটায় প্রধান গোলমাল লাগছে রঙ। ছবিটা সিম্পুল সাদাকালো হলে আমার বেটার লাগতো। একসাথে দলা পাকানো এতগুলো ফিগার, কেমন খিচুড়ি হয়ে গেছে। আরেকটু ছাড়া ছাড়া, আরো শার্প রেখায় কেটে কেটে দিলে কেমন হতো? প্যাঁচাটা পারফেক্ট, কিন্তু ইঁদুরটা খাজা। বেজায় আর্টিফিশিয়াল দেখাচ্ছে। হুতোদার স্কেচ অনবদ্য, কিন্তু এখানে সে ঝলক নাই।

    নেত্যর রিভিউতে ছবিটা আরোই বেমানান। একটা আদ্যন্ত স্মার্ট মস্তির লেখা, সাথে অমন কপিপেস্ট রেডিমেড ছবি বাজে লেগেছে। যান্ত্রিক ফিগার কেন বাপু? এত উঙ্কÄল রঙই বা কেন? একটা সাদামাঠা কার্টুন আঁকলেই তো হতো। নেতাৎ রং দিতে হলে ডার্ক শেড। আজব জন্তুর কনসেপ্ট ফিট করেনি, কারণ লেখায় সেরকম কোন রেফারেন্স নেই। একটাই জিনিস চোখে পড়ার মত, সেটা হলো গোটা ছবিটা দশভূজা অ্যান্ড কোং এর প্যান্ডেলে দাঁড়িয়ে থাকার একটা আভাস তৈরী করছে। সেটা বাদ দিলে আর কিছু নেই। খুব একটা সুখকর দৃশ্য নয়।

    আমি হুতোদার ছবি অনেক দেখেছি এবং শিল্পী হিসেবে তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। তাই বেশ কড়া করে সমালোচনা করলাম। ছবি সম্পর্কে বিন্দুবিসর্গ জ্ঞানও আমার নেই, সাধারণ পাঠকের প্রতিক্রিয়া হিসেবে এইসব কথা। এইটা ডি:। :-)
  • Tim | 198.82.29.11 | ০৮ নভেম্বর ২০১১ ২২:২২494314
  • ও হ্যাঁ নেত্যর বসে বসে পপকর্ণ খাওয়ার ছবিটা আমি একবার ভুল করে ঘট উইথ ডাব, একবার নেত্য দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে ভেবেছিলাম। ঐটা লেবেল না করে দিলে কেউ বসে সিনিমা দেখছে বোঝা মুশকিল। জোরে বাথরুম না পেলে ( এদিকে বাথরুম অকুপায়েড) ওরম আড়ষ্ট হয়ে ক্ষেউ সিনিমা দেখে? :-)
  • r2h | 198.175.62.19 | ০৮ নভেম্বর ২০১১ ২২:৩৩494315
  • ইসে, আসলে জন্তুটা হচ্ছে শাড়ি পরা চামচিকে। আঁকার আগে সিনেমাটা দেখিনি কিনা, তাই ভেবেছিলাম শাড়ি পরা চামচিকেটা একটা সাঙ্ঘাতিক টাইপের রূপক কিছু হবে :) নেতাই জলজন্তু বলায় ভেবেছিলাম চেপে যাবো, কিন্তু সত্য কে দাবায়ে রাখা গেলনা। আর টিম যে কি বলে। সিনেমা বিষয়ে একটু রং চং নাচ গান না থাকলে চলবে কেন। একি তোমার মৃণাল মানিক নাকি। নিজের শিল্পের এরকম বাখান গাইতে লজ্জা পাচ্ছি ঠিকই, কিন্তু সেই যে মহাকবি সবসময় সত্যের পথ থেকে বিচ্যুত হতে নিষেধ করেন, তাই আরকি।
  • Tim | 198.82.29.11 | ০৮ নভেম্বর ২০১১ ২২:৪০494316
  • চামচিকে? মাছের মত দেখতে তো! যাইহোক, আমার কথা এখানেই শেষ।
  • r2h | 198.175.62.19 | ০৮ নভেম্বর ২০১১ ২২:৪২494317
  • :D
  • r2h | 198.175.62.19 | ০৮ নভেম্বর ২০১১ ২২:৪৭494318
  • তবে এঅকটা কথা বলতেই হয়, সমালোচকেরা ইতিহাসবিস্মৃত
    http://sayankb.webs.com/lej_naaki_mugur/index.html
  • Tim | 198.82.29.11 | ০৮ নভেম্বর ২০১১ ২৩:১৪494319
  • :-(
  • Nina | 12.149.39.84 | ০৯ নভেম্বর ২০১১ ০০:০৯494320
  • :-))))))))))))
  • Yashodhara Raychaudhuri | 59.144.72.34 | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫৪494321
  • ShakilaTuba'r 'jeebanswati' ekasamanyokaaj.Lubnacharjaopekkhakritoduruho, kintubhasharsongeebhabebibahitokhubkomkobidekhecchi.kobitataibeshilikhibole, kobitarpatateichokhbeshikkhonaatkecchilo..khubinteresting, bohu-swar-prodhaancollectionhoyecche...meyederkobitar.sridarshini, tista, arkotanaamnebo?
  • Altaf Hosen | 103.10.78.235 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:১১494322
  • নতুন অভিজ্ঞতা হচ্ছে কবিতা পড়তে গিয়ে, চমকে উঠছি, কোথায় কোথায় যে চলে যাচ্ছেন আজকের কবিতা লেখকরা, কেমন যে অতলস্পর্‌র্‌শী মনে হয়! কেমন যে স্বত:স্ফুর্ত! ফিরে-ফিরে পড়ার তাগিদ পাই ভিতর থেকে।
    এখন এখানে লুবনা চর্যাকে ঘিরেই এসব বলা হল।
  • pi | 72.83.76.29 | ১৪ নভেম্বর ২০১১ ২০:০২494324
  • এই মতামতের লিঙ্কটা প্রথম পাতায় কোথাও দিয়ে দেওয়া হোক। অনেকেই বুঝতে পারছেন না , লেখাগুলি নিয়ে কোথায় মন্তব্য করবেন , বা একবার করার পর টইটা নেমে গেলে আর খুঁজে না পেয়ে মন্তব্য করতে পারছেন না বলে জানিয়েছেন।
  • Update | 59.164.98.129 | ১৪ নভেম্বর ২০১১ ২০:০৫494325
  • প্রথমবার সাইটে এসেই অনেকে পুজো ইস্পেশালের টইতে পোস্ট করেন। এই ধাঁধাটা কোনদিন ধরতে পারিনি।
  • Sushanta | 117.198.59.132 | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৯494326
  • TIMকে ধন্যবাদ, আসামের বাঙালির রাজনীতি নিয়ে এতো দীর্ঘ লেখাটা পড়বার জন্যে!
  • Sushanta | 117.198.59.132 | ১৮ নভেম্বর ২০১১ ১০:১৫494327
  • শ্রী দর্শিনী চক্রবর্তীর লেখা দুটো ভালো লাগলো।
  • Altaf Hosen | 180.234.36.203 | ১৯ নভেম্বর ২০১১ ১৭:৩১494328
  • বেশ ভাল। বেশ ভাল। কেমন যে আবহ তৈরি হয়!
  • f | 72.83.76.29 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৩০494329
  • i | 137.157.8.253 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৩২494330
  • ঐ যা: - ভাটে লিখে দিলাম তো..
  • indrani | 137.157.8.253 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৩৮494331
  • যাই হোক, মিঠুন ভৌমিকের পুজো স্পেশালের লেখা পড়ে একটা পুরোনো প্রশ্ন চাড়া দিয়েছে মাথায় । প্রশ্নটা হ'ল-নীলিমা কেন 'বসেন'? আর অর্ণব কেন শুধুই 'বসে'? লেখকের বয়স কেন বোঝা যাবে বা চরিত্রের বয়স বেশি হলে তার জন্য আলাদা ট্রীটমেন্ট কেন? লেখকের নৈর্ব্যক্তিকতা কি ক্ষুণ্ন হয় না এতে? এইটি আমার পুরোনো প্রশ্ন। বহু লেখায় এইরকম দেখি। কেন?

  • Tim | 173.163.204.9 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৫২494332
  • আইদিকে এখানেই উত্তরটা দিই। লেখকের বয়সের সাথে আপনি তুমি ইত্যাদির কোন সম্পর্ক নেই।

    বরং অর্ণব ও নীলিমার আপেক্ষিক বয়সটা বেশি প্রাসঙ্গিক। বা, কার চোখে দেখা হচ্ছে সেটা। সেইটা সচেতনভাবে করা হয়েছে।

    চরিত্রের বয়স বেশী হলে আলাদা ট্রিটমেন্ট কেন?

    এইটা ভালো প্রশ্ন। আমার মতে, লেখককে মিতভাষী হতে সাহায্য করে সেইটা। আর গল্পের আবহ তৈরী করতেও।

  • Tim | 173.163.204.9 | ২৮ নভেম্বর ২০১১ ০৮:৫৮494333
  • আগেরটা ভাট থেকে কপিপেস্ট করলাম।

    আরো একটু ভেবে দেখলাম। যদি এইভাবে দেখি, যে লেখক দুজনের সাথেই এক সমতলে দাঁড়িয়ে ছবিটা দেখছে? তাহলে কিন্তু নীলিমার ক্ষেত্রে ""তিনি"" এবং অর্ণবের ক্ষেত্রে ""সে"" ব্যবহার আরোই যুক্তিযুক্ত হয়।
  • Tim | 173.163.204.9 | ২৮ নভেম্বর ২০১১ ০৯:০০494335
  • ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। থ্যাঙ্কু!
  • i | 137.157.8.253 | ২৮ নভেম্বর ২০১১ ০৯:২১494336
  • লেখককে সমতলে থাকতে হলে দুজনকেই সে বলতে হয়।
    অর্ণবের চোখ দিয়ে দেখতে গিয়ে আমি আটকে যাচ্ছি। একমাত্রিক হয়ে যায় কেমন। শুধু অর্ণবের চোখ দিয়েই দেখছি। আমার নীলিমার পাশে গিয়ে বসা হচ্ছে না। আমি মানে পাঠক। আমি মানে লেখক।

    প্রথম প্যারাটা যদি এইভাবে রিরাইট করি-
  • i | 137.157.8.253 | ২৮ নভেম্বর ২০১১ ০৯:৩০494337
  • অন্যদিনের মতই নীলিমা বাইরে এল । বাগানের একটা অংশ আবছা দেখা যাচ্ছে, একটা বৃত্তাকার অংশ, যেন মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে গুটিকয় ফুলগাছ- শিউলি, জবা,কাঠগোলাপ। শিউলি গাছটায় ভালো ফুল হয়। এখন যেমন ডালে, পাতায়, গাছের গোড়ায়, সর্বত্র ফুল জমে আছে। একটু পরেই নীলিমা ঐ ফুল তোলার বন্দোবস্ত করবে। সেই কাজে তাঁর সহকারী সোহম। সোহমের বয়স চার। নীলিমার কনিষ্ঠপুত্র সিদ্ধার্থর একমাত্র সন্তান । জ্যেষ্ঠপুত্র সাত্যকির একটি ছেলে - অর্ণব।

    কিন্তু ফুল তোলার ঢের দেরি। পেটা ঘড়ি একটু আগেই জানিয়েছে সবে পাঁচটা । ঘুমে অচেতন বাড়ি। অতি সন্তর্পণে উঠোনে একটা চেয়ার টেনে বসে নীলিমা। সকালের এই সময়টাই একান্ত নিজের। দিন ও রাত্রির অবশিষ্ট, ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ গত আটচল্লিশ বছর ধরেই অন্যদের অধিকারে। এই প্রায়ান্ধকার সময়টা নীলিমা নিজের পাশে এসে বসে। এই যেমন এখন ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন