এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণবৈষম্য এবং আমেরিকার পলিটিক্স

    S
    অন্যান্য | ০৭ জুন ২০২০ | ১৭৭৮৬ বার পঠিত
  • পিনাকিদার নির্দেশে এই লেখা লিখছি। ইতিমধ্যেই মামুর পোস্ট পড়ে গেছে। আমিও সেই পোস্টে দুয়েকটা কথা লিখেছি। তাই ভেবে দেখলাম যে একটু অন্যরকম লেখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১১:৪১731989
  • আবার সেই ভুল বোঝাবুঝি।আমাদের দেশে অধিকাংশ লোক মনে করে সাদারা উন্নত জাত।বেশি বুদ্ধিমান।কেন? এটা মাইন্ড সেট।

    গত কয়েক দশকে নতুন করে উপলব্ধ হয়েছে,চিনা ও জাপানিরা বেশি বুদ্ধিমান।কেন?কারণ বিভিন্ন ক্ষেত্রে এঁদের দৃশ্যমানতা বেশি।

    সব ই মাইন্ড সেট।এক কালে দেশবাসী মনে করতো বাঙালি বুদ্ধিমান জাতি।এখন উল্টোটা ভাবে।কেন? বাঙালি একই আছে।বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমানতা কমেছে,এটুকুই।

  • S | 2405:8100:8000:5ca1::ee:c1c2 | ১০ জুন ২০২০ ১১:৪৮731990
  • ডিভি - ডাইভার্সিটি ভিসা। এটা কিন্তু ইমিগ্রান্ট ভিসা মানে রেসিডেন্সি। আনলাইক এইচ ওয়ান যেটা ননইমিগ্রান্ট ভিসা। এরা বেশিরভাগই আমেরিকাতে অন্যরকম কাজকর্ম করে - ঐ দোকান, রেস্তোরা, ট্রাক চালানো ইত্যাদি। প্রফেশনাল কাজকর্মে খুবই কম।

    আমি একজন বার্মিজ লোককে চিনতাম যিনি ঐ অ্যাসাইলাম নিয়ে এসেছিলেন। খুব ভাঙা বাংলা বলতেন, অনেক শব্দের মানেই বুঝতাম না। বলেছিলেন যে প্রথম কয়েক মাস না বছর সরকার থেকে একটা ভাতা দেয়। ততদিনে নিজেকে কাজ জোগাড় করে নিতে হয়। আমি যেখানে থাকতাম সেখানেও পাশের বিল্ডিংএর একটা অ্যাপার্টমেন্টে হঠাত তিনটে বাচ্চা নিয়ে এক দম্পতি আসলো। বাচ্চাগুলো কি সুইট। লোকটি এবং তার স্ত্রী আমাদের দেখে খুব হাসত। দেখে মনে হয়েছিল আফগান হবে। কেসটা আশা করি বুঝতেই পারছেন। আরেকটা আফগান ছেলে ছিল, ইন্ডিয়ান দোকানে মাংস কাটত, খুব ভালো হিন্দি বলত।
  • dc | 103.195.203.141 | ১০ জুন ২০২০ ১১:৪৮731991
  • নানা, দেশবাসী এখনও মনে করে বাঙালি বুদ্ধিমান জাত। গুরুতে পঁচাত্তর পয়সার পোস্টের সংখ্যাই তো তার প্রমান। স্যার নিজে নজরে রাখছেন।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১১:৫২731992
  • সিপিএম অভিমান করে চলে যাবার পর থেকে; কেউ আর বাঙালি কে বুদ্ধিমান জাতি ভাবে না।

  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১২:০৮731993
  • lcm,আমার ফান্ডামেন্টাল ভুল হয় নি।এই প্রতিবাদ রেসিজম এর বিরুদ্ধে। ওই হাঁটু দিয়ে কালো মানুষের গলা চিপে ধরা ,সানগ্লাস তোলা সাদা পুলিশটির উদ্ধত ও গর্বিত ছবিটির বিরুদ্ধে।

    এটাও ঠিক, ভারতের মতো হতভাগ্য দেশে পৌনে দুশো পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর ও কোন আন্দোলন হয় না।ওদিকে নির্ভয়া কাণ্ডে পুরো দেশ গর্জে ওঠে।

    আমেরিকায় শত শত শিশু,তরুণ,নিরীহ জনতা মাস শুটিং এ মারা গেলেও এরকম দেশ জুড়ে আন্দোলন হয় না।এমন কি আইন এর  মূলগত পরিবর্তন পর্যন্ত হয় না।

    এমনটা অনেক দেশেই হয়।

  • Amit | 203.0.3.2 | ১০ জুন ২০২০ ১২:১৬731994
  • ইসসস. কালোদের কি কি করা উচিত যাতে তাদের সত্যিকাতের উন্নতি হয়, স্রেফ গুরু না পড়তে পারার সুবাদে তারা হয়তো জানতে ও পারলেননা. বেকার পুলিশ এর হাতে মার্ খেয়ে মরছেন . আচ্ছা আপনারা যারা আছেন ওদেশে , একটু ব্ল্যাক কমিউনিটি গুলোতে গুরুর এসব দামি কমেন্ট এর প্রিন্ট আউট বিলি করলেও পারেন তো. একটু সোশ্যাল সার্ভিস হবে , পুন্যিও হবে.

    ঠাকুরঘরে কে ?
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১২:২১731995
  • হ্যা,আমি একমাত্র কালোদের দুঃখে দুঃখী।আমি I পরিযায়ী শ্রমিক দের জন্য কেঁদে গঙ্গার পাশে ভোলগার সৃষ্টি করেছি।আমি কি ভালো! আমি কি মিত্তি।
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১২:৫৫731996
  • এসএম,
    আর একটা জিনিসও আপনি বোধহয় ভুল বুঝছেন।
    এই নিন তথ্য -


    এটা পনেরো বছর আগের হিসেব, এখন বেড়ে ১০-১৫% হতে পারে।
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১২:৫৯731997
  • ও আচ্ছা, তার মানে এসএম বলছেন যে নির্ভয়া কান্ড নিয়ে যে আন্দোলন হয়েছিল সেটাও তাহলে নিশ্চয়ই কোনো স্বার্থান্বেষী লোকেদের আন্দোলন ছিল । আচ্ছা - এটা জানতাম না।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৩:১০731998
  • ওফ lcm,আপুনি হলেন গিয়ে রাশি শাস্ত্রের বিশেষজ্ঞ।আপনার সঙ্গে এ বিষয়ে কথা বাড়ানোর ধৃষ্টতা নেই। আমি বললাম প্রায় ত্রিশ শতাংশ ডাক্তার বিদেশী। 

  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৩:৩১732000
  • আমি যে কথা বলিনি,সেটা আমার মুখ দিয়ে বসানো হচ্ছে কেন?lcm আপনার কাছে এক্সপেকটেড নয়।আমি কখনো বলিনি যে রেসিজিম এর বিরুদ্ধে আন্দোলন স্বার্থান্বেষী লোকজন করেছে।একেবারে ভুল উক্তি ।এই ধরনের কোন আন্দোলন এর ক্ষেত্রেই প্রযোজ্য নয়।
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১৩:৪৪732001
  • আচ্ছা, বুঝতে পারি নি, এই যে আপনি লিখলেন না -

    "... তবে সর্বদা কিছু সুযোগ সন্ধানী লোকজন থাকে,যারা নিজ স্বার্থে এসব আন্দোলন কে প্রভাবিত করে,নিজেদের মতন করে চালায়..."

    এটা তাহলে অন্য কোনো আন্দোলন সম্পর্কে বলেছেন, এই জর্জ ফ্লয়েড সংক্রান্ত নয়। আমারই বুঝতে ভুল হয়েছে। সরি।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৩:৫৪732002
  • সেতো থাকে ই। আন্দোলন থেকে সেকেন্ডারি গেন করতে চায়। যারা লুট পাট করছে,তারাও যেমন ঢুকে পড়েছে।এসব নতুন কিছু নয় তো! যেমন কৃষক আন্দোলন,শ্রমিক আন্দোলন থেকে বামফ্রন্ট,সিঙ্গুর ,নন্দীগ্রাম থেকে তিনো মূল ডিভিডেন্ড তুলেছে।এমন নয় এদের সবার উদ্দেশ্য অসৎ ছিলো। কিন্তু আন্দোলন কে প্রভাবিত তো করেছে।

  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১৪:০৪732003
  • এসএম,
    আপনার এই লিংকটি ঠিকই বলছে - এই যে ২৫% বলছে, এরা "foreign trained doctor"।
    ইউএসএ-তে মেডিক্যাল কলেজে সিট কম, কম্পিটিশন এত বেশি, যে, অনেকেই এখান থেকে ক্যারিবিয়ান আইল্যান্ডস এবং অন্যান্য দেশে মেডিক্যাল পড়তে যায়। এরা অনেকেই ইউএস বর্ন সিটিজেন। আমার চেনা বেশ কয়কেজন আছেন।

    ইন্ডিয়া থেকে MBBS করে এসে, বা, অন্য দেশ থেকে ডিগ্রি করে এসে এখানে প্র্যাকটিস শুরু করা যায় না।

    নানা ঝক্কি আছে। একগাদা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে লাইসেন্স পেতে হয়। আমার কোলিগের স্ত্রী, ইন্ডিয়ার MBBS, এখানে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে, এখন সার্টিফায়েড অ্যানেসথিওলজিস্ট - চাকরি করছেন।

    আর্টিকলে বলেছে যে কান্ট্রি অফ বার্থ ইনফর্মেশন ওদের কাছে নেই, কিন্তু তবু ওরা আন্দাজ করছে অনেকের জন্ম দেশের বাইরে। সেটা হতে পারে, কিন্তু তারা পড়াশোনা করেছে ইউএসএ-তে, শুধু ডাক্তারি পড়তে অন্য দেশে গেছিল। এরকম অনেকে আছেন।
  • lcm | 2600:1700:4540:5210:bd3f:7687:c049:9312 | ১০ জুন ২০২০ ১৪:০৭732004
  • মানে, এই ২৫% এর প্রায় সবই ইউএসএ-এর স্টুডেন্ট, ছোটোবেলায় এদেশে এসেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, মেডিক্যালে চান্স না পেয়ে অন্য দেশ থেকে মেডিক্যাল ডিগ্রি করে এসে পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়েছে। কিন্তু এরা ঠিক বিদেশি ডাক্তার নয়। আমেরিকার মানুষ, অন্য দেশে পড়তে গেছিল।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৪:২৯732005
  • একদম সঠিক বলেছেন।ফরেন ডিগ্রি হোল্ডার।কারণ ইউ এস এ তে মেডিকেল পড়ার খরচা অনেক।

    আবার অন্য দিক টা ধরুন ,এশিয়ান স্টুডেন্টদের একটা বেশ বড় অংশ ইউ এস এ তে পড়তে আসে। শতাংশের হিসাবে বোধ হয় ২০শতাংশ মতন হবে।চেক করে নেবেন।

    এখন এনারা যখন ইউ এস এ তে কাজ করবেন,তখন এদের কিন্তু ইউ এস কোয়ালিফাইয়েড ধরা হবে।

    মোদ্দা কথা শতাংশের হিসাবে বিরাট কিছু তফাৎ হবে না।

    কোন একটা লিঙ্কে দেখলাম প্রায় ২৯ শতাংশ ফিজিশিয়ান ফরেন বর্ন।খুঁজে দেখছি।

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৪:৫০732007
  • আবার বলছি - ভুলটা ঠিক করে দিই - অন্য দেশে জন্মে, সেখানে বড় হয়ে, সেখান থেকে পড়াশোনা করে, মেডিক্যাল ডিগ্রি নিয়ে এসে ইউএসএ-তে সোজা ডাক্তারির চাকরি শুরু করা যায় না। কিন্তু ইঞ্জিনিয়ারিং বা অন্য পেশায় করা যায়।

    তাই ফরেন বর্ন, এন্ড রেইজড - ডাক্তার খুবই কম।

    আর একটা জিনিসি, ইউএসএ-এর পড়ার খরচা আছে ঠিকই, তবে সেটা এখানকার স্টুডেন্টদের অন্য জায়গায় মেডিক্যাল পড়তে যাওয়ার একটি কারণ, তবে মূল কারণ নয়। বেশির ভাগ আমেরিকান স্টুডেন্ট অন্য জায়গায় ডাক্তারি পড়তে যায় এখানে চান্স পাওয়া খুবই কঠিন বলে। ইউএসএ-এর কোনো কলেজে চার বছরের কলেজ ডিগ্রির পর, খুব ভাল জিপিএ এবং এমক্যাট না থাকলে, মেডিক্যাল স্কুলে চান্স পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলা যায়।
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৪:৫৩732008
  • আর ফরেন বর্ন - ইউএস সিটিজেন তো অনেক। তারা অনেকেই বাবা-মার হাত ধরে এদেশে এসেছে।
    সুতরাং, ফরেন বর্ন-্টা কোনো ক্রাইটেরিয়াই নয় এখানে।
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৪:৫৭732009
  • "... যারা লুট পাট করছে,তারাও যেমন ঢুকে পড়েছে..." ---

    আচ্ছা, তার মানে আপনি বলছেন এই আন্দোলনে কিছু লোক লুটপাট করেছে, কিন্তু মূল আন্দোলনটা, মানে বেশির ভাগ লোক যারা এটায় অংশগ্রহণ করছেন তারা স্বার্থান্বেষী লোক না।

    ঠিক আছে, তাই সই। আপাতত এই যথেষ্ট।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৫:১০732010
  • lcm,আপনাকে তো লিঙ্ক দিলাম,যেখানে বলছে ওয়ান থার্ড ডক্টর ফরেন বর্ন।

    ইউ এস এ তে ডাক্তারি তে চান্স পাওয়া সোজা আবার কঠিন।কীরকম হলো ব্যাপার টা!

    যারা ইউ এস বর্ন ,তাদের খুব উঁচু গ্রেড পেয়ে ভর্তি হতে হয়।সঠিক খবর। এবং ব্যায় বহুল।এই দুই কারণে অনেকে বিদেশে ডাক্তারি পড়তে যায়।

    অন্য দিকে ওভারসিজ স্টুডেন্ট দের জন্য অনেক রিলাক্সেশন আছে,ইউ এস এর ইউনি গুলো তে। কিছু নাম করা ইউনি বাদে। কারণ,এদের আয়ের একটা  উৎস হলো ওভারসিজ স্টুডেন্ট।আমি কিছু জনতা জানি,যারা ইন্ডিয়ায় ভালো সরকারি কলেজে চান্স না পেয়ে,ইউ এস এ তে ডাক্তারি পড়তে গেছে।

    তাহলে কি দেখা গেলো।ওভারসিজ স্টুডেন্ট সমমানের না হলেও ইউ এস এ র কিছু ইউ নি তে মেডিকেল পড়তে পায়।

    এরা যখন ইউ এস এ তে চাকরী করবে, এদের ইউ এস কোয়ালি ফায়েড ধরা হবে।তাহলে কি এরা অযোগ্য বা নিন্মমানের?মোটেও না।কারণ usmle বা লাইসেন্স এক্সাম পাস করার পর এরা প্র্যাকটিস এর সুযোগ পাবে। এটি শক্ত পরীক্ষা।

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৫:২৭732011
  • প্রথম কথা,

    বেশির ভাগ আমেরিকান মেডিক্যাল স্কুল ফরেন স্টুডেন্ট নেয় না।
    Only about 35% of US medical schools accept international applications at all.

    বেশির ভাগ মেডিক্যাল স্কুলে রিকোয়ারমেন্ট আছে এখান থেকে কলেজ ডিগ্রির, যেমন -

    হাভার্ড মেডিক্যাল - International students are required to have studied for at least one year in the US or Canada; bachelor’s degree from the US or Canada strongly preferred

    জন হপকিন্স - International students are required to have studied for at least one year in the US or Canada;

    স্ট্যানফোর্ড মেড স্কুল - International students are required to have studied for at least one year in the US, UK, or Canada;

    কলাম্বিয়া মেডিক্যাল - International students are required to have completed at least three full academic years at a university in the US or Canada

    নন-মেডিক্যাল বিষয়ে পড়তে আসার এমন রিকোয়ারমেন্ট নাই।

    ইন্ডিয়া থেকে যেভাবে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স স্টুডেন্ট আসে মাস্টার্স বা পিএইচডি করতে, সেই তুলনায় মেডিক্যাল পড়তে আসে খুব খুব কম।
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৫:৩৯732012
  • মোটকথা, আমেরিকায় অন্য দেশের ডাক্তার খুব কম। প্রায় নেই। অন্য দেশের নাগরিক, এখানে ভিসাতে ডাক্তারির চাকরি করছেন - এমন প্রায় নেই।

    নার্স আছে। এইচওয়ান ভিসায় নার্স আসেন।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৫:৪৫732013
  • একদম সঠিক বলেছেন।মেডিকেল স্কুলে যেসব স্টুডেন্ট পড়তে পায়,তাদের খুব ক্ষুদ্র ভগ্নাংশ একেবারে বাইরের লোক।মানে যার জন্ম ইউ এস এ তে হয় নি।

    কিন্তু এর বাইরে,প্রচুর জনতা আছে, যাদের জন্ম ইউ এস এ তে, বা বাবা মা পার্মানেন্ট রেসিডেন্ট।এরা সব হিসেবের মধ্যে ঢুকবে।

    তারপর আছে ডাইরেক্ট এন্ট্রি।অর্থাৎ ধরা যাক কেউ কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে,usmle পরীক্ষায় পাশ করলো।সে ডাইরেক্ট ইউ এস এ তে কাজ করার সুযোগ পাবে।তার জন্ম বা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যাই হোক।

    এমন ডাক্তার এর সংখ্যা বিরাট।কারণ ইউ এস এ র মেডিকেল স্কুল গুলোতে যতো স্টুডেন্ট প্রডিউস করে , তার চেয়ে ঢের বেশি ডাক্তার প্রয়োজন হেল্থ সিস্টেম রান করাতে। এই গ্যাপ এরা পূর্ণ করে। তাই এতো বেশি ওভারসিজ ডক্টর দেখা যায়।

  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৫:৫১732014
  • হেইচ ওয়ান ছাড়ুন।এখন তো গ্রিন কার্ড দিচ্ছে!!

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৫:৫৪732016
  • "...এতো বেশি ওভারসিজ ডক্টর দেখা যায়..."

    না দেখা যায় না। কারণ, ডাক্তারদের স্পেশ্যাল ভিসার ব্যব্স্থা নেই। লাইসেন্সিং রেস্ট্রিকশন আছে।

    নার্স কিছু দেখা যায়।
    ----
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৫:৫৮732017
  • ওটাই তো মুশকিল। লাইসেন্সিং না দেখালে ভিসা দেবে না। আর ভিসা না পেলে গিয়ে লাইসেন্সিং করবে কি করে। ক্যাচ ২২।
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৬:০৪732018
  • গ্রিন কার্ড তো অনেক পরের ব্যাপার। লাইসেন্সিং রেস্ট্রিকশন না রিল্যাক্স করলে অন্য দেশের ডাক্তারদের এদেশে চাকরি করতে আসা মুশকিল।

    আর, লাইসেন্স রুল রিল্যাক্স - সেটা এরা করতে চায় না।

    একটা কারণ হল,

    ইউএসএ-তে ডাক্তারি হল, ২২-২৩ বছরের পড়াশোনা,
    স্কুল(১২) + কলেজ(৪) + মেডিক্যাল(৪) + রেসিডেন্সি(২/৩)

    অন্য অনেক দেশে, এটা ১৮/১৯ বছরের ব্যাপার,
    স্কুল(১২) + মেডিক্যাল(৫) + রেসিডেন্সি (১/২)

    তো, এদের বক্তব্য এখানে এসে বাড়তি কয়েক বছর পড়ো, লাইসেন্স পরীক্ষায় পাশ দাও, তবে এখানকার ডাক্তারদের মতন চাকরি করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন