এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণবৈষম্য এবং আমেরিকার পলিটিক্স

    S
    অন্যান্য | ০৭ জুন ২০২০ | ১৭৭৮১ বার পঠিত
  • পিনাকিদার নির্দেশে এই লেখা লিখছি। ইতিমধ্যেই মামুর পোস্ট পড়ে গেছে। আমিও সেই পোস্টে দুয়েকটা কথা লিখেছি। তাই ভেবে দেখলাম যে একটু অন্যরকম লেখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৬:১৭732020
  • এবার বুঝেছি, কোথায় গন্ডগোল হচ্ছে,
    আপনি বলছেন: ফরেন বর্ন = বিদেশী

    সেই হিসেবে, ইউএসএ-তে প্রচুর ফরেন বর্ন, গিজগিজ করছে ফরেন বর্ন।

    The U.S. foreign-born population reached a record 44.4 million in 2017.

    Total population in USA in 2017 was 325 million.
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৬:২৪732021
  • এসএম,
    আপনার লিংকেই আছে ৫% ডাক্তার নট ইউএস সিটিজেন। তাহলে দেখছেন আমি যে বলেছিলাম - ৫% ।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৬:৩১732022
  • আপনার কথাই মানলাম।ধরুন আপনি ইউ এস এর রেসিডেন্ট কিন্তু সিটিজেন নন,আপনার পুত্র কন্যাও নন।আপনার পুত্র বা কন্যা যদি ইউ এস মেডিকেল স্কুল থেকে পাস করে,তো তিনি ফরেন বর্ন ডক্টর তো হবেন না কি! এমন সংখ্যাও তো কম নয়।

    অন্যদিকে ইউ এস এর সিটিজেন,কিন্তু তাদের পুত্র কন্যা অন্য দেশে জন্মে,ইউ এস এ ফিরে এলো।আদতে ইউ এস এর লোক কিন্তু ফরেন বর্ন হিসাবে গণ্য হবে। এদের সংখ্যা আপনার মতে গিজ গিজে।

    ঠিক আছে।দুই ধরনের গ্রুপ কাটা কুটি করে নিন।

    কিন্তু এই পরিসংখ্যান তো ঠিক; ত্রিশ শতাংশ ফিজিশিয়ান ফরেন বর্ন।আপাতত এটুকু মানলেই চলবে।

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৬:৩৫732023
  • আম্রিগায় - ফরেন বর্ন - হে হে,
    নার্স ধরুন তা হবে ৪৫%
    গার্ডেনার ৯০% শতাংশ
    বাড়ির ক্লিনিং সার্ভিস ৭০%
    আইটি প্রোগ্রামার তাও হবে ৩৫%
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৬:৩৭732024
  • এসব আন্দাজে বললাম। মানে বেসিক্যালি, আমেরিকায় ফরেন বর্ন - ব্যাপারটা - কত লোক যে ইউরোপে বর্ন ।
  • S | 2405:8100:8000:5ca1::58b:49d7 | ১০ জুন ২০২০ ১৬:৪০732025
  • লসাগুদা, আমি ৪ বছরে মাত্র তিনজন আমেরিকানের কাছে পড়েছি। তার মধ্যে আবার একজন টিচিং পড়িয়েছিলেন। বাকীরা চীনা, ভারতীয়, ইরানী, তুর্কী, তাইওয়ানি, রোমানিয়ান।
  • sm | 42.110.164.3 | ১০ জুন ২০২০ ১৬:৪২732026
  • lcm,আমার মনে হচ্ছে অনেক দূর সরে গেছে তর্ক।আপনার ও আমার এই পোস্ট চালা চালি চলতেই থাকবে।তর্ক হচ্ছিলো  ননহোয়াইট ডাক্তার দের  বা অন্যান্য হাই স্কিলড কর্মীদের দৃশ্যমানতা নিয়ে।

    আমার মনে হচ্ছে,আপনার আপত্তি হচ্ছে খালি ডাক্তার এর সংখ্যা নিয়ে। অন্যান্য প্রফেশন নিয়ে যুক্তি অনেক টা মেনে নিয়েছেন। ঠিক আছে। খালি ডাক্তার দের নিয়ে আপত্তি,তাই তো?

    যদি উত্তর হ্যাঁ হয় বলুন।

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৭:১২732028
  • তর্ক তো নেই, আপনার লিংকেই তো বলা আছে ৫% বিদেশি ডাক্তার। ইউএস নাগরিক নয় যারা তারাই তো বিদেশি।
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৭:১৮732029
  • বড়েস,
    হ্যাঁ, অ্যাকাডেমিক্স, হায়ার এডুকেশনে - আর আলাদা করে লিখি নি।
  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৭:২৫732030
  • ওপরের লিঙ্কটা ভালো করে পড়লে দেখা যাবে,ইউ এস মেডিকেল ওয়ার্ক ফোর্স ডাক্তার দের মধ্যে ৫৬ শতাংশ হোয়াইট,১৯শতাংশ এশিয়ান,৫-৬শতাংশ যথাক্রমে,কালো ও হিসপ্যানিক এবং ১৩-১৪শতাংশ অজানা।

    অর্থাৎ কোন হাসপাতালে গেলে ৪০শতাংশের ওপর নন হোয়াইট ডাক্তার চোখে পড়বে।

    এবার ইউ এস এর ডেমোগ্রাফি দেখা যাক।৭২ শতাংশ হোয়াইট,১৮শতাংশ হিসপ্যানিক,১৪ শতাংশ ব্ল্যাক,৫শতাংশ এশিয়ান আর বাদ বাকি।

    একটাই জিনিষ খুব লক্ষ্যনীয় এই যে,৫শতাংশ এশিয়ান পপুলেশন প্রায় ১৮ শতাংশ ডাক্তার প্রোভাইড করছে। লসাগুর মতে বাইরে থেকে ইউ এস এ তে এসে নাকি ডাক্তারি করা যায় না বা খুব টাফ।

    তাহলে কি দাঁড়ালো,এশিয়ানরা,বিভিন্ন হাই স্কিলড প্রফেশন খুব এগ্রেসিভলি দখল করছে।এটা কিন্তু ব্ল্যাক দের মধ্যে লক্ষ্যনীয় ভাবে কম।

    আমার মতে তাচ্ছিল্য ও অবজ্ঞা এড়াতে প্রথমে এই পথে কালো দের এগুতে হবে।তারপর রেসি জম ঘুছতে অনেক টাইম লাগবে।

  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৭:৩৩732031
  • lcm বি,ডাক্তার বলতে কি বুঝলেন, বুঝলাম না।

    পরিষ্কার দুটো মানে দাঁড়াচ্ছে।যদি ধরেন বিদেশী ডিগ্রি প্রাপ্ত,তাহলে সংখ্যা টা প্রায় ত্রিশ শতাংশ মতন।

    যদি ধরেন,বিদেশ বর্ন,তাহলে ও ত্রিশ শতাংশ মতন।

    যদি এসব না ধরে,ধরেন, হোয়াইট আমেরিকান দের মতন দেখতে ন য়,তাহলেও ওই ত্রিশ শতাংশের একটু বেশি।

    হা,হা,হা।কোন দিকে যাবেন? --)))

  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৭:৩৫732032
  • #বিদেশী

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৭:৩৭732033
  • "... আমার মতে তাচ্ছিল্য ও অবজ্ঞা এড়াতে প্রথমে এই পথে কালো দের এগুতে হবে..."

    না। সাদাদের হাতে মৃত্যু এড়াতে কালোদের লড়তে হবে, আর সাদাদের রেসিজিম ছাড়তে হবে, নইলে কালোরা মার্ডার্ড হতেই থাকবে - সে তারা ডাক্তার বা প্রফেসর যেই হোক।
  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৭:৪০732034
  • কিভাবে লড়বে??

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৭:৪১732035
  • আপনার লিংকে আছে ৫% ডাক্তার নন-্সিটিজেন, তাই ৫% ডাক্তার বিদেশি, কারণ তারা অন্য দেশের নাগরিক।

    জলের মতন সহজ।
  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৭:৪৫732036
  • কেউ মেরে ফেললে যেভাবে বাঁচার জন্য মানুষ লড়ে। রাস্তার নেমে প্রতিবাদ করবে। খুনিদের শাস্তির জন্য লড়বে। যেমন লড়ছে।
  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৭:৫০732037
  • প্রতিবাদ তো ভালো জিনিষ।কিন্তু সংখ্যা,অর্থ,প্রতিপত্তিতে তো সাদারা এগিয়ে। প্রবলেম তো সেখানেই।। আর প্রতিবাদ তো রাস্তায় না নেমেও হয়। অনেক ধরনের প্রতিবাদ ই তো আছে।এটুকুই।

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৮:০৩732038
  • এটা অত জটিল কোনো ব্যাপার না, মৃত্যুর হাত থেকে বাঁচার লড়াই - এত অপশন টপশন দেখার কিছু নেই, কে এগিয়ে কে পিছিয়ে এত হিসেব করারও কিছু নেই
    Don't kill black people
    Stop killing black people
    Black lives matter
    সাধে কি আর এত লোক রাস্তায় নেমেছে, সেন্সিবল মানুষ এমনিই এটা বুঝতে পারে।
  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৮:১৩732039
  • ঠিক ই তো।এই লড়াই জারি রাখা জরুরী।কিছুদিন বাদে যেন লড়াই থিতিয়ে না যায়। যারা বৈষম্য কারী ,তারা যেন বলতে না পারে,ওই দেখো,রীতি নীতি না মানার জন্য,করোনা ছড়িয়েছিল। আমার মতে অন্যান্য উপায় গুলো অবলম্বন করে,আন্দোলন ও প্রতিবাদ চালিয়ে,করোনা এপিসোড কেটে গেলে জোরালো আন্দোলন ;রাস্তা জুড়ে করা উচিত।

    এটা একান্তই আমার মত।এ জন্য এত হু হা র কি আছে!!

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ১৮:১৫732040
  • সেই গপ্পোটা মনে পড়ল --
    একজন ভারতীয় আমেরিকায় এসে, নিউইয়র্কে সব দেখে বলেছিল - আমেরিকানরা সব কোথায়?

    মনিপুর থেকে আসা একদল ইয়াং ছেলেমেয়েকে হিন্দি বলতে দেখে ধর্মতলায় এক বাঙালি ভদ্রলোক বলেছিলেন - বাহ! বিদেশিরা কি সুন্দর হিন্দি বলছে দেখ, আর আমাদের নিজের ভাষার প্রতি কোনো কদর নেই, এসেট্রা।
  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৮:৩২732041
  • সে তো আমেরিকা গেলেই ভারতীয়রা টের পায়।সাদারা না কি বলাবলি করে,ওই দেখো বিদেশী ইন্ডিয়ান গুলো ,এখানে কেমন আরামে আছে!

    যতোই চিৎকার করে ,ফিস ফিস করে, হেঁসে,ককিয়ে বলি ,না আমি আমেরিকান,আমার সিটিজেনশিপ কাগজ আছে।

    কিন্তু কে শোনে কার কথা।বলে কাগজ পকেটে রাখো।এটা ইউ এস এ,ইন্ডিয়া নয়।---)))

  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১৮:৪১732042
  • "...
    নন্দ বাড়ির হ'ত না বাহির, কোথা কি ঘটে কি জানি;
    চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি,
    নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে 'কলিসন' হয়;
    হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি-চাপা পড়া ভয়,
    তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল
    সকলে বলিল- 'ভ্যালা রে নন্দ, বেঁচে থাক্ চিরকাল।' "

    আমেরিকার বিএলেম আন্দোলনকারীরা নন্দলালের পথটা জানেন না দেখা যাচ্ছে। কী আর করা, বোকা লোক।
  • r2h | 49.37.10.63 | ১০ জুন ২০২০ ১৮:৪৭732043
  • আমেরিকায় সব ভারতীয়দের গ্রীন কার্ড, সিটিজেনশিপের কাগজপত্র নিয়ে ঘুরতে হয় বুঝি? এমনিতে একটা আইডি রাখতে হয় জানি। প্রথমবার যখন বিজনেস ভিসায় আমেরিকা গেছি, সবসময় পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরতাম, একবার পাসপোর্টে কফি পড়ে গেল, তারপর ফিরে এসে পাসপোর্ট বদলাতে হলো। কিন্তু এমনিতে তো লোকে শুধু একটা ড্রাইভার্স লাইসেন্স নিয়েই ঘোরে দেখি।

    কদিন আগে ডিপোর্টেশন নিয়ে বাড়াবাড়ি হচ্ছিল, তো ঐ ইমিগ্রেশন, রিফিউজি, অ্যাসাইলামসিকারদের নিয়ে কাজ করা ননপ্রফিটগুলো দেখছিলাম, ফ্লায়ার বানিয়ে, ফোন করে, ইমেল করে লোকজনকে বলছে, কাগজ দেখাবে না, ইমিগ্রেশন থেকে লোক এলে ঢুকতে দেবে না, দরজার ল্যাচ খুলবে না, কোর্টের কাগজ দেখতে চাইবে, ওয়ারেন্ট দেখতে চাইবে, উকিল থাকলে উকিল নাহয় আমাদের ফোন করবে সঙ্গে সঙ্গে।

    পকেটে কাগজ নিয়ে ঘোরার ব্যাপারটা জানতাম না একদম।
  • sm | 2402:3a80:a1c:1e25:0:5d:c9ba:cf01 | ১০ জুন ২০২০ ১৮:৫৮732044
  • একবার এক আমেরিকান এক ইন্ডিয়ান কে বললো,আমাদের এখানে তো, ই -মেলে বিয়ে হয়।

    ইন্ডিয়ান আশ্চর্য্য।থমকে থ। তাই নাকি!আমাদের ইন্ডিয়ায় তো, ফিমেল এর সঙ্গে বিয়ে হয়!!

    দূর,r 2h ;পকেটে কাগজ রেখে কেউ ঘোরে,!!আমি তো জোক করছিলাম।ওপরের টাও একটা জোক!--))

  • r2h | 2405:201:8805:37c0:adbf:d752:a8ee:c313 | ১০ জুন ২০২০ ১৯:১১732045
  • আচ্ছাঃ)
  • avi | 2409:4061:9c:e499:7f76:cebd:e08e:47d | ১০ জুন ২০২০ ২২:১২732046
  • আমেরিকা আর ভারতীয় ডাক্তার নিয়ে যুদ্ধটা বেশ ভালো লাগলো। একটা মজার ব্যাপার। আমাদের কলেজের ব্যাচে দেড়শো স্টুডেন্ট ছিল, এমবিবিএস। পাস করার পর পাঁচ জন সিরিয়াসলি ইউএসএমএলই পরীক্ষার প্রস্তুতি নেয়। প্রত্যেকেই কিন্তু দিব্যি মার্কিন মুলুকে চলে যায়। এবং নিজেদের পছন্দের বিষয়েই ম্যাচ করে মোটামুটি। হ্যাঁ, পরীক্ষা যথেষ্ট কঠিন, তারাই বলে।

  • lcm | 99.0.80.158 | ১০ জুন ২০২০ ২২:৪৭732047
  • অভি,
    এটা জেনে ভাল লাগল। আমার ধারনা ছিল ইউএসএ-তে প্র্যাকটিশ/চাকরি করা জন্য অ্যাপ্লাই-ই করে না বেশি জন। অবশ্য আমার এই ধারনা একটু আগেকার, এই ধরো ১৯৮৫-১৯৯০। মেডিক্যালে যারা বাইরে যেতেন তখন, তাদের প্রাথমিক গন্তব্য হত ইউরোপ, স্পেশালি ইংল্যান্ড।

    এদেশে প্র্য্যাকটিশ করার জন্য লাইসেন্স পাবার পরীক্ষা - সেটির উদ্দেশ্য অন্য - সেটি ঐ ওভারঅল অ্যাকাডেমিক কারিকুলাম লেন্থের গ্যাপ কভার করার জন্য। অনেকে স্পাউজ হয়ে এসেছে ইন্ডিয়া থেকে এমবিবিএস করে, তাদের অনেকেই পরীক্ষা দিয়ে লাইসেন্স পেয়েছে। প্র্যাকটিশ করছেন। তারা অভিযোগ করেছেন, লাইসেন্স পরীক্ষার জন্য অ্যালজেব্রা পড়তে হয়েছে, এই সব।

    এদেশে অ্যাকাডেমিক্সে সবথেকে কঠিন বলে - মেডিক্যাল কলেজ অ্যাডমিশন। মোটামুটি ভাল কলেজে অ্যাকসেপ্ট্যান্স রেট খুব লো, ১০% এর নীচে
    https://www.usnews.com/best-graduate-schools/top-medical-schools/hardest-to-get-into-rankings
  • lcm | 99.0.80.158 | ১১ জুন ২০২০ ০৩:২৭732049
  • তো যাই হোক, এই টই-এর মূল টপিকে আসা যাক, এসএম মূলত দুটো পয়েন্ট বলেছেন -

    ১) কৃষ্ণাঙ্গদের পড়াশোনা করে ডাক্তার/উকিল/ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে তাদের আর কেউ গলায় পা দিয়ে মারতে পারবে না। তাদের নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।

    ২) কোভিড-এর সময় প্রতিবাদ চালানো ঠিক না, অসুখ ছড়াতে পারে, অন্য কোনো পদ্ধতি ভাবা উচিত

    প্রথম পয়েন্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। জর্জ ফ্লয়েড-এর সঙ্গে নৃশংস বৈষম্যপূর্ন আচরণ করার সময় - তার ডিগ্রি কী, কেমন চাকরি করেন, কত টাকা মাইনে পান - এসব জিগ্গেস করে নি পুলিশ। কাউকেই করে না। ভাল ডিগ্রি থাকলে হাঁটু চাপ একটু কম হবে, এমন কোনো রেসিজিম নেই।

    দ্বিতীয় পয়েন্টটিতে বরং তবু কিছুটা সারবত্তা আছে। কোভিড ক্রাইসিস চলাকালীন প্রতিবাদ জমায়েতে রিস্ক আছে। কিন্তু ঘটনাটি, বিশেষ করে ভিডিওতে দেখলে যে অডিও-ভিসুয়াল এফেক্ট হয়, তাৎক্ষণিক অভিঘাত এত বেশি হয় যে, সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ করার ইচ্ছে হয় মানুষের। আর সঙ্গে সঙ্গে না করলে, অপরাধীর বিচার এবং সাজা পাবার কোনো সম্ভাবনা থাকে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন