এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ণবৈষম্য এবং আমেরিকার পলিটিক্স

    S
    অন্যান্য | ০৭ জুন ২০২০ | ১৭৯৯৩ বার পঠিত
  • পিনাকিদার নির্দেশে এই লেখা লিখছি। ইতিমধ্যেই মামুর পোস্ট পড়ে গেছে। আমিও সেই পোস্টে দুয়েকটা কথা লিখেছি। তাই ভেবে দেখলাম যে একটু অন্যরকম লেখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 42.110.165.23 | ১৫ জুন ২০২০ ১৭:১৫732180
  • উঁহু কথা হয়েছে কনফেডারেট জেনারেল দের নাম মুছে ফেলা ও লিডার দের মূর্তি ভেঙ্গে ফেলার সিদ্ধান্তের প্রেক্ষিতে।
    চার্চিল এর মূর্তি সরানো টা কেবল প্রটেস্টার দের দাবী।
    আমাদের দেশে তো প্রধান মন্ত্রী তো হরদম মন কি বাত করছে।তার মানে কি তার স্বপক্ষে বিপক্ষে বিতর্ক শুরু হয়েছে পার্লামেন্টে?
    গান্ধীজির মূর্তি ভাঙ্গা নিন্দনীয় কাজ। উনি যে প্রকৃতপক্ষে রেসিস্ট ছিলেন না,সে বিষয়েও অনেকে বক্তব্য রেখেছেন।
    এই গুরুতে হরদম মনীষী দের ডলাই মালাই চলছে। তো তাই বলে লোকজন বিবেকানন্দ,রামকৃষ্ণ,রবীন্দ্রনাথের মূর্তি ভাঙতে থাকবে!!?
  • Amit | 121.200.237.26 | ১৫ জুন ২০২০ ১৭:২১732181
  • ইসসসস. কি অন্যায়. এক্কেরে নিন্দনীয় যাকে বলে. টেনিদা থাকলে বলতেন পুঁদিচ্চেরি.

    অবশ্য মন কি বাত করতে গেলে যে আগে সেটা নিয়ে পার্লামেন্ট-এ বিতর্ক সেরে নিতে হয়, এটা প্রধান সেবক তো দূরের কথা, বিরোধী রাও জানে বলে মনে হয়না. খুবই সমস্যার ব্যাপার.
  • sm | 42.110.165.23 | ১৫ জুন ২০২০ ১৭:২৫732182
  • হিউম্যান বিইং তো পারফেক্ট হতে পারে না।ফ্ল থাকবেই।গান্ধীজি ছোট বেলায় সোনা চুরি করেছিলেন।অনুতপ্ত হন ।স্বীকার করে নেন। তা বলে,তাঁকে চোর হিসাবে মনে রাখতে হবে? না কি তাঁর চরিত্রের সত্যবাদী দিকটা মনে রাখতে হবে।যার যা,চয়েস! 

  • dc | 103.195.203.122 | ১৫ জুন ২০২০ ১৭:২৯732183
  • সোনা চুরি করেছিলেন কিনা জানিনা, তবে সভ্যতা টভ্যতা নিয়ে অনেক আটভাট বকে গেছেন। সব কিছু নিয়েই আলোচনা হওয়া উচিত। আমি যে কারুর মূর্তি গড়ার বিরোধী আর যে কারুরই মূর্তি ভেঙ্গে ফেলা হলে আমার ভালোই লাগে।
  • Amit | 121.200.237.26 | ১৫ জুন ২০২০ ১৭:৩২732184
  • সত্যই তো. কি অন্যায়.

    তো গান্ধীর চরিত্রের এতো ডিটাইলেড এনালাইসিস এর পরে শেষ সিদ্ধান্ত কি কি দাড়াইলো ? শেষ অব্দি প্রতিবাদ কি কেও করতে চলেছেন আদৌ ? নাকি ছমাস মাত্তর বয়স বেড়ে গেছে বলে মায়াপাতায় অন্যের হাতে গোসাইখুড়ো র বাঁশের লাঠি ধরিয়ে ই খালাস ?
  • sm | 42.110.165.23 | ১৫ জুন ২০২০ ১৯:০৪732186
  • তাহলে কি দাঁড়ালো?কালোদের দুঃখে কাতর হয়ে ফেসবুক বিপ্লবে ভরিয়ে দেবো।গুরু তে প্রবন্ধ ফেঁদে আল্টি মেটলি ইউ এস এর প্রাক নির্বাচনী খেউরে পরিণত করবো।মিছিলে যাবার মিথ্যা গপ্পো ফাঁদবো।কজন ভারতীয় তথা প্রবাসী বাঙালী কালোদের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হলো জানাবো না। গান্ধীজির মূর্তি ভাঙলে ,তার মজা উড়াবো। অবসর পেলে, সাদা দের তেল দেবো আর গুন কীর্তন করবো।তাই তো।আপাতত এটুকুই থাক।

  • sm | 42.110.165.23 | ১৫ জুন ২০২০ ১৯:০৬732187
  • আচ্ছা ডিসি কি বলছেন!!বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হলো,সেটা সাপোর্ট করেন!!?

  • dc | 103.195.203.122 | ১৫ জুন ২০২০ ১৯:৪৪732188
  • বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হয়েছে নাকি? জানতাম না। কিন্তু তাতে কি হয়েছে? কতো মূর্তি গড়া হয়েছে, কতো ভাঙ্গা হয়েছে। আরও কতো হবে।

    এই কদিন আগে পড়লাম নাকি পার্লামেন্ট ভেঙ্গে নতুন পার্লামেন্ট তৈরি হবে। ভালোই তো! এক জায়গায় থেমে গেলে হবে নাকি?
  • Atoz | 151.141.85.8 | ১৬ জুন ২০২০ ০০:০৫732195
  • ডিসি,
    এইরকম একটা স্লোগান তুলি আসুন,"ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, নতুন করে গড়িয়ে নাও" ঃ-)
    আর, এইসব মূর্তি টুর্তি খুবই পৌত্তলিক হিদেন ব্যাপার, এসব না গড়ানোই ভালো। তার জায়গায় নানারকম বিমূর্ত ভাস্কর্য গড়ানো যায়, বেশ একটা আঁতেল আঁতেল ভাব থাকবে। ঃ-)
  • avi | 2409:4061:18a:af10:3698:7eab:8d29:b26c | ১৬ জুন ২০২০ ০০:০৯732196
  • বিমূর্ত ভাস্কর্য ভাবলেই সেই বিশ্ববাংলার ফুটবলের কথা মনে পড়ে। সে কী প্রাণঘাতী বিমূর্তি!

  • Atoz | 151.141.85.8 | ১৬ জুন ২০২০ ০০:২৫732197
  • ওই বিশ্ববাংলা ফুটবল মূর্তি দেখে ভয়ে ট্যাক্সি ড্রাইভারকে জড়িয়ে ধরেছিলেন ডিসি। ঃ-)
  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ০২:৪৫732198
  • হ্যা, তারপর ডিসি আবার লক ডাউন এর সময় কাউকে জড়ানো যাচ্ছেনা বলে একটু দুক্খু ও করেছিলেন বটে :) :)

    বিশেষ কিছু বৃদ্ধ ভামের পোস্ট দেখে কিন্তু বেশ জলসাঘরের বিশ্বম্ভর রায়ের কথা মনে পড়ে. মায়াপাতায় হাঁকডাক, গালাগাল করে বাকিদের চমকানোর ব্যর্থ চেষ্টা, কারোর কাছে পাত্তা পাক আর না পাক . রিয়েল লাইফে একটা মাছি কেও হয়তো ডরানো র ক্ষমতা নেই, কিন্তু এখানে ফানুসে গরম হাওয়া ভরে ফোলাতে কোনো অসুবিধা নেই, কে আর কাকে চেনে. কোনো আলুচোনার মাঝে ডালিভরা নুইসেন্স আর গালিভরা আটিচূড নিয়ে তিনি সর্বদাই হাজির নিজেকে আস্ত খোরাক প্রুভ করতে.

    যাকগে, নজর না লাগে আবার. গুরুর পাতায় এরকম ফ্রি জোকার একটি থাকায় এখনো জীবনটা পানসে হয়ে যায়নি. অফুরন্ত খোরাকের ফ্রি সাপ্লাই.
  • Atoz | 151.141.85.8 | ১৬ জুন ২০২০ ০২:৫৪732199
  • ছবি বিশ্বাস বিখ্যাত হয়ে গেলেন ঐ ড্রেসিং গাউনে। ঃ-) আরো কত চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু সব ফকফকা। সবাই খালি বলে, ড্রেসিং গাউন কোথায়? ঃ-)
  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ০৩:৪৩732200
  • এনাকে অবশ্য গাউন টাউন কিস্যু জিগাতে হয়না একদম. প্রতিটা আলোচনায় বিন বুলায়ে মেহমান এর মতো নিজেই হাজির হয়ে ওনার ট্রেডমার্ক গারবেজ ছড়াতে শুরু করে দ্যান.

    :) :)
  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ০৩:৫৭732201
  • যাকগে, টুই বেপথে চলে যাচ্ছে. এসব নুইসেন্স এলিমেন্ট খোলা পাতায় থাকবেই. ইগনোর করাই বেস্ট. তবে ওই আর কি, মশা কানের পাশে একনাগাড়ে ভোঁভোঁ করলে একসময় বিরক্তি তো লাগেই. মশা, মাছি দের অপমান করবার ইচ্ছে নেই যদিও.

    S, দীপাঞ্জন,লসিম-দা - আপনারা সব লিখুন.
  • Atoz | 151.141.85.8 | ১৬ জুন ২০২০ ০৪:০৮732202
  • লসিম নামটা বেস্ট। ঃ-)
  • sm | 42.110.165.23 | ১৬ জুন ২০২০ ০৯:৪০732209
  • একটা ছাগল সারারাত ধরে ব্যা ব্যা করে চলেছে,দেখছি ।কিছু কাঁঠাল পাতা পাঠিয়ে দেবো?

  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ০৯:৪১732210
  • আহা, নিজের কম পড়ে যাবে তো.
  • sm | 42.110.165.23 | ১৬ জুন ২০২০ ০৯:৪৩732211
  • তাহলে একটু কচি ঘাস পাঠাই?

  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ০৯:৪৭732212
  • নিজের জন্যে সব কিছুই স্টক এ আছে দেখছি. আশ্চর্য নয় যে এনার পেট খারাপ হলে প্রায়ই গুরুর পাতায় উপচে পড়ে.
  • sm | 42.110.165.23 | ১৬ জুন ২০২০ ০৯:৫৩732213
  • তখন মোতালেব মিঞা কহিলো, সরকার অস্ট্রেলিয়া থেকে ছাগল আমদানি করেছে।আমার ভাগ্যে একটা জুটেছে।সারারাত ব্যা ব্যা করতেছে। দেশী ঘাস মুখে রোচে না। দুখুরে পাঠিয়েছি লছিম পুর থেকে ইস্পেশাল ঘাস আনতে হবে।দেখি মুখে রোচে কি না।

  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ০৯:৫৮732214
  • বলি পরশুর গোনা টা শেষ হলো ? না আরো সময় লাগবে ? লাগলে লজ্জার কিছু নেই, এতো বছরের জমানো নিজের ই আবর্জনা সরিয়ে গোনা কি মুখের কথা.
  • sm | 42.110.165.23 | ১৬ জুন ২০২০ ০৯:৫৯732215
  • হি,হি।--))

  • আলোচনা | 2a00:1d70:ed15:37:235:53:254:1 | ১৬ জুন ২০২০ ১০:০৭732216
  • sm যে অভদ্রতা করবেন এটা তো স্বাভাবিক হয়ে গেছে। যাঁরা সত্যই আলোচনা চালাতে চান, এনাকে ইগনোর করতে পারেন। রিয়্যাকশন না পেলে বেশিদিন ট্রোল করার উৎসাহ থাকবে না। কিন্তু sm কে গালাগাল করার লোভটাও অনেকে সামলাতে পারছেন না। আলোচনার কোয়ালিটি মেনটেন করার উৎসাহ তত দেখা যাচ্ছে না।

  • sm | 42.110.165.23 | ১৬ জুন ২০২০ ১০:১৮732217
  • আলোচনা, দেখাবেন কোথায় sm অভদ্রতা করলো? আপনি কি এই টই তে আলোচনায় অংশ নিয়েছেন? নাকি,টুপ করে গাছ থেকে পড়ে,দালালি করতে চলে এলেন? sm এখানে আলোচনায় ভিন্ন মত রেখেছেন ও প্রতিপ্রশ্ন করেছেন।অনেকের সঙ্গে মতে মেলে নি।সেই জন্য প্রশ্নগুলো তো ধামা চাপা দেওয়া যায় না?

    দলবাজি চালাতে হলে চালান কিন্তু এক ই নিক ব্যবহার করে লিখুন। গুরু যে পারস্পরিক পিঠ চুলকানোর জায়গা,সেটা নতুন করে তো বলে দেওয়ার কিছু নয়!

  • Amit | 121.200.237.26 | ১৬ জুন ২০২০ ১০:২০732218
  • :) :)

    গোনা শেষ হলো ?
  • S | 2405:8100:8000:5ca1::871:854 | ১৬ জুন ২০২০ ১৩:০৮732220
  • বিগত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন জায়্গায় পুলিশের প্রতিক্রিয়া দেখে বেশ চিন্তা হয়। অবশ্যই কিছু পুলিশ অফিসার এবং পুলিশ ডিপার্টমেন্ট যে ধৈর্য্য, সাহসীকতা, এবং বুদ্ধিমত্তার সঙ্গে সমাজের সঙ্গে কাজ করছে সেকথা অনস্বীকার্য। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের পুলিশের একটা বড় অংশ কিন্তু পরিস্থিতি আরো খারাপ করতে সাহায্য করেছে। পুলিশের অত্যাচারের প্রতিবাদে মিছিলের উপরে অকথ্য অত্যাচার চলেছে। পীসফুল প্রোটেস্টারদের প্রোভোক করা হয়েছে, কারণ ছাড়াই মারধোর করা হয়েছে।

    একটা ভিডিও দেখছিলাম যেখানে কয়েকজন শান্তিপূর্ণ প্রোটেস্টারদের সামনে সামনে পুলিশ যেতে যেতে হঠাত একজন পুলিশ দাঁড়িয়ে যায় (অনেকটা ফুটবলে যেভাবে ডিফেন্ডাররা স্ট্রাইকারের সামনে দাঁড়িয়ে যায় সেরকম), এর ফলে একজন প্রোটেস্টার সেই পুলিশের উপর গিয়ে পরে, সেই অজুহাতে তিন চারজন পুলিশ মিলে তাকে মাটিতে ফেলে অ্যারেস্ট করে।

    জর্জ ফ্লয়েডকে মারার ভিডিওতেও দেখা গেছিল যে হত্যাকারী অফিসার এবং তার সঙ্গী অফিসার প্রত্যেকের হাত ছিল পকেটে। মানে এসব যে তারা হামেশাই করে, সেটা বেশ স্পষ্টই বোঝা যায়। এই কথাটা কোচ গ্রেগ পোপোভিচ বলেছেন। কোনও ভদ্র দেশেই চোকহোল্ড কখনও অপরাধী ধরার নিয়ম হতে পারেনা। তাছাড়া অ্যারেস্ট করা মানেই সে অপরাধী নয়, সেটাও বোঝা উচিত।

    দুদিন আগেই অ্যাটলান্টায় রেয়শার্দ ব্রুকস নামক এক কালো লোককে গুলি করে মেরেছে পুলিশ। সেই ভিডিও দেখলেও বোঝা যাচ্ছে যে পুলিশের ততপরতা অযথা একটু বেশিই ছিল। কালো লোকেরা খুব স্বাভাবিক কারণেই অ্যারেস্ট রেজিস্ট করে, নইলে পুলিশ ভুয়ো কেস দিয়ে দেবে, কোনও কারণ ছাড়াই দিনের পর দিন লকাপে রাখবে। গরীব কালোদের পক্ষে অ্যাটর্নি বা বেইলের পয়সা জোগাড় করা সম্ভব নয়।

    আরো একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে বিভিন্ন রাজ্যের ক্যাপিটলে (বিধানসভা ধরতে পারেন) বন্দুক্ধারী প্রতিবাদীরা কোরোনাভাইরাসের হেতু লকডাউনের প্রতিবাদ করে। মানে ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরে, কাঁধে এআর১৫ সহ বিভিন্ন অ্যাসল্ট রাইফেল ঝুলিয়ে প্রতিবাদ। পুলিশ দেখেছি তাদের সঙ্গে বেশ আতুপুতু ব্যবহার করেছে। সেইসব ভিডিও পেয়ে যাবেন ইউটিউবেই। কিন্তু হাইপথেটিকালি একজন কালো লোক যদি বলে যে পাঁচ মাইল দূরে তার একটা বন্দুক আছে, এবং তার লাইসেন্সও আছে - তারপরও তাকে অ্যারেস্ট করা এবং হয়তো মাটিতে ফেলে মিনিটের পর মিনিট গলায় পা রাখাটা খুব জরুরী হয়ে পরে।

    আমেরিকার পুলিশের একটা বিশাল বড় অংশের এই বৈষম্যমূলক ব্যবহার একেবারে চোখের সামনে চলে এসেছে। এমনকি বিগত কয়েক সপ্তাহে বেশ কিছু পুলিশ চীফ এবং ইউনিয়ন লীডারদের বক্তব্য খুবই মারাত্মক। তাদের বক্তব্য একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে বেশ করেছি টাইপের একটা ভঙ্গী আছে। কোনওরকম রিফর্মের জন্যই তারা রাজী নয়। কারণ তাহলে এই স্ট্রঙ্গহোল্ড চলে যাবে যেখানে প্রচুর কমপ্লেইন থাকা সত্ত্বেও কোনওরকমের ইনভেস্টিগেশান হয়্না। প্রমাণের অভাবে মানুষ মারা পুলিশও দিব্বি চাক্রি করে এবং প্রোমোশানও পায়।

    প্রতিবাদের মিছিলের প্রায় সবই শান্ত, এমনকি বেশ কিছু বিশাল বড় প্রতিবাদ মিছিলের ভিডিও দেখেছি যেগুলোতে একদম আওয়াজ হয়নি। আমার রাজ্যে বিভিন্ন জায়্গায় পুলিশ দারুন কাজ করলেও কিছু হোয়াইট সুপ্রিমেসিস্টরা প্রোভোক করার চেষ্টা করেছে। অথ্চ এইরকম শান্ত একটা প্রতিবাদকে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার দ্বারা কলুষিত করার চেস্টা করা হয়েছে। অন্যদিকে পুলিশদের মধ্যে মাত্র কয়েকজনই তো খারাপ, বাকীরা ভালো এই অজুহাত দেওয়া হয়েছে। সমস্যা হল ভালো পুলিশরা তো খারাপ পুলিশের অত্যাচারের সময় চুপ করে দাঁড়িয়ে থাকে।

    সুখবর একটাই যে এবারে আমেরিকার জনগণের একটা বড় অংশ বিএলেম, হোয়াইট প্রিভিলেজ, আর পুলিশ ব্রুটালিটি নিয়ে নড়ে চড়ে বসেছে। দেখা যাক আদৌ আসল কোনও পরিবর্তন হয় কিনা।
  • sm | 42.110.165.23 | ১৬ জুন ২০২০ ১৬:১৭732221
  • প্রটেষ্টার গণ চাইছে জেমস কুক এর স্ট্যাচু সরিয়ে দেওয়া হোক।।কুক হলো গিয়ে দাস ব্যবস্থা,আব্যবরিজিনস দের দুর্দশা ও ল্যান্ড চুরির জন্য দায়ী। মমতাময় অস্ট্রেলীয় সরকার চাইছে না,এমন কি অপোজিশন লিডার ও। ---))
    https://www.dailymail.co.uk/news/article-8424545/Thousands-call-Captain-Cook-statue-REMOVED-links-colonialism-genocide.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন