এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • নন্দীগ্রামের সেই রাত

    সৌমিত্র বসু, সম্পাদক, অন্যস্বর
    আলোচনা | বিবিধ | ১৭ মার্চ ২০০৭ | ১৩৭৫৭ বার পঠিত | রেটিং ১ (১ জন)
  • গুরুর সমস্ত লেখার মতোই, এর মতামতও লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র নয়। নন্দীগ্রামে পুলিশি নির্যাতনের অব্যবহিত পরে এই লেখাটি প্রকাশিত হয়। এই প্রতিবেদনটি যিনি লিখেছিলেন তিনি যে সূত্রের উপরে নির্ভর করেছিলেন, তাদের বয়ানে অতিকথন থাকা সম্ভব। যাঁরা পড়ছেন, তাঁরা সেটুকু মাথায় রেখেই পড়ুন।
    এটা সেই রাতের ঘটনা। ১৪ই মার্চ রাত। দিনের বেলার "অপারেশন নন্দীগ্রাম" শেষ হবার পর রাতে সিপিএম স্থানীয়ভাবে একটি বারো ঘন্টার বন্‌ধ ডাকে। এই রকম একটি প্রত্যন্ত এলাকায়, যেখানে লোকজন এমনিতেই সন্ধ্যা হলেই ঘরে ঢুকে পড়ে, সেখানে এরকম একটি বন্‌ধ ডাকার অর্থ কি? দিনের আলোয় প্রথম পর্বের পুলিশি আক্রমণের পর, যখন খবর আসছিল, ৬০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে, মানুষের মৃত্যুতে আমরা শিহরিত, আতঙ্কিত হচ্ছিলাম, তখনও জানা ছিলনা, এই গণহত্যার সবচেয়ে ভয়ঙ্কর পর্বটি এখনও বাকি থেকে গেছে। ঠিক তখনই, মহাকরণে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এই দ্বিতীয় এবং ভয়ঙ্করতম পর্বটির পরিকল্পনা করছিলেন। সেই পরিকল্পনাকে কাজে পরিণত করতে বন্‌ধ এবং রাতের অন্ধকারের প্রয়োজন ছিল তো বটেই।

    রাত নামছিল নন্দীগ্রামে আর মৃত্যু নিয়ে সংখ্যার খেলা ততক্ষণে যথেষ্ট ধূম্রজাল সৃষ্টি করে ফেলেছিল। সেই ধূম্রজাল পরেও কাটেনি। দৈনিক স্টেটসম্যান জানাচ্ছে ৩১ জন মৃত, বেসরকারি টিভি চ্যানেলগুলি জানাচ্ছে ১৮ জন মারা গেছেন। তারা টিভির গৌরাঙ্গ, যাকে পুলিশ দিনের বেলায় আটক করে সিপিএম বাহিনীর হাতে তুলে দেয়, এবং প্রকাশ্য টিভিতে যাঁকে সিপিএম বাহিনীর হাতে আক্রান্ত হতে শোনা গেছে, তিনি তাঁর "অফ-দা-রেকর্ড" বক্তব্যে মৃতের সংখ্যা ১০০+, এবং অন-দা-রেকর্ড বক্তব্যে "অগুন্তি" বলে জানাচ্ছেন। তারা টিভির সংবাদদাতা সুব্রত, মমতার সঙ্গে ছিলেন, তিনি জানাচ্ছেন, মৃতের সংখ্যা "অসংখ্য", কারণ কারোর পক্ষেই সঠিক সংখ্যা জানা বা বলা সম্ভব নয়। মহান রাজ্য সরকার এবং তার মুখপাত্র শ্রী ভোরা জানাচ্ছেন, মৃতের সংখ্যা ৬। এই সংখ্যাটাই তাঁকে জানানো হয়েছে, এবং তিনি প্রেসকে পরে আরও জানাবেন।

    সংখ্যা, এভাবেই কমছিল বাড়ছিল, যেন মানুষ নয়, সংখ্যার খেলা হচ্ছে। ইতিমধ্যে নন্দীগ্রামে বন্‌ধ ও সন্ধ্যা নেমেছিল যথাসময়ে। তারা টিভির সুব্রত এবং গৌরাঙ্গ ঘটনাস্থলে ছিলেন। রাতের সেই ভয়ঙ্করতম ঘটনার তারা প্রত্যক্ষদর্শী। এই বিবরণ মূলত: তাদেরই বিবরণ। ঘটনার বর্ণনার আগে সেই প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনে নেওয়া যাক, সেই সেন্সরশিপের কথা, যা, সে নিজেই নিজের উপর আরোপ করেছে। "আমি যা দেখেছি, আমার যা বলা উচিত, আমি মিডিয়াকে সেসব বলছিনা, কারণ মানুষ বা আমাদের দর্শকরা সেসব বিশ্বাস করবে না। মানুষের বিশ্বাসের একটা সীমা আছে, লোকে আমাকে পাগল বলবে। আমি যা দেখেছি, শুনেছি, যার মধ্যে দিয়ে গেছি, নিজেই নিজেকে সেসব বিশ্বাস করাতে পারছিনা। দু:স্বপ্নের রাতের মতো যদি যা দেখেছি, শুনেছি, সেগুলো সত্যিই যদি প্রলাপ হত... "

    গৌরাঙ্গ এবং সুব্রত জানাচ্ছেন, না, থ্রেট বা মারধোরের কারণে নয়, সেই রাতে তাঁরা যা দেখেছেন, তার পর হোটেলের ঘরে ফিরে তাঁদের সত্যিই অনেকবার বমি করতে হয়েছে।

    "ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল্‌স আর কম্যান্ডোদের নিয়ে সিপিএম বাহিনী প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে ঢোকে। পুরুষদের টেনে বার করে আনা হয়। ওরা কাউকে আটক করছিল না। কোনো বন্দী নেই, কোনো সাক্ষী নেই, ওরা গুলি করছিল, পেটে বেয়নেট ঢুকিয়ে নাড়িভুঁড়ি বার করে আনছিল, শরীরগুলো ভাসিয়ে দিচ্ছিল খালে, সেখান থেকে মোহনা আর সমুদ্রে। তারপর কমবয়সী মেয়েদের টেনে আনা হচ্ছিল, তাদেরকে ফাঁকা জায়গায় একসঙ্গে জড়ো করা হয়, ক্রমাগত ধর্ষণ করে চলা হয়, যতক্ষণ না একেকজন কোলাপ্স করে যায়, তারপর, একদম আক্ষরিক অর্থে, অঙ্গপ্রত্যঙ্গ ছিঁড়ে আনা হয়, কাউকে কাউকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, তারপর হলদি নদী কিংবা তালপটি খালে ভাসিয়ে দেওয়া হয়। এসবের কোনো সাক্ষী টিকে নেই। থাকলেই বা কি,যদি কেউ বেঁচেও থাকে, মেদিনীপুরের কোন মেয়েই বা নিজের উপরে অত্যাচারের গল্প ফলাও করে বলবে, আর বললে বিশ্বাসই বা করবে কে? তাছাড়া কেউ বললে তাকেও তো একই জিনিস করে খুন করা হবে।

    এইসব শেষ হবার পর, সিপিএম আর পুলিশ তারপর গোটা এলাকা লাল ব্যানার আর পতাকা দিয়ে ঢেকে দিচ্ছিল। মানে, এলাকা এখন নিরাপদ আর শুধু তাদের রাজত্বই চলবে। যারা গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছিল, তারা প্রায় সবাই ধরা পড়ে গ্রামের কিনারায় বা আশেপাশে। তাদের কি হয়েছে, কেউ জানেনা। আমরা শুধু তাদের কথাই শুনতে পেয়েছি, যারা মাঠ আর জঙ্গল পেরিয়ে পালাতে পেরেছে। সেটাও খুব কঠিন। এখন মাঠ শুকনো। ফসল কাটা হয়ে গেছে। মাঠের উপর দিয়ে গেলে যে কেউ দেখতে পাবে।

    অসংখ্য ধর্ষণ হয়েছে। সরকারি ভাবে ধর্ষণের সংখ্যা ৬, কারণ, এই কজনই নিজেদের গল্প বলার জন্য টিকে আছে। এরা সবাই মধ্যবয়সী, সেই কারণেই হয়তো কেটে কুচিকুচি হবার হাত থেকে কোনোভাবে বেঁচে গেছে। গ্রামের পর গ্রামে এই জিনিস চলেছে। রাত পেরিয়ে সকালেও চলেছে। সমস্ত সাংবাদিকদের সরিয়ে দেওয়া হয়েছিল। দৈনিক স্টেটসম্যানের সাংবাদিক সুকুমার মিত্র বুলেটবৃষ্টির মধ্যে কোনোরকমে পালিয়েছেন। ওনাকে নাম ধরে, বিশেষ করে খোঁজা হচ্ছিল, কোনো কায়দায় উনি পালাতে পেরেছেন। আক্রমণকারীরা এতো হিংস্র, যে স্থানীয় কোনো লোক কারো কাছে মুখ খুলতে চাইছে না। ভয়কে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। আতঙ্ককে ব্যবহার করা হচ্ছে সামাজিক সেন্সরশিপের একটা পদ্ধতি হিসাবে।

    পাশেই হরিপুর সাবডিভিশান। যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য চিহ্নিত। সেখানেও প্রতিবাদ হয়েছে। সেখানকার লোকেরা মূলত: মাছ ধরে। তাদের মাছ ধরা এখন বন্ধ করতে হয়েছে দুটো কারণে। এক, খাঁড়ি আর সমুদ্র মৃতদেহে ভরে আছে। দুই, আরও খারাপ যেটা, হাঙর, কুমীর আর ঘড়িয়ালরা তাজা রক্তের লোভে সুন্দরবন থেকে এইদিকে চলে আসছে। এরা মানুষের শরীর তো খাচ্ছেই, সঙ্গে সমস্ত মাছও খেয়ে নেবে এরকম একটা আশঙ্কা। মাছ ধরতে গেলে জালে কুমীর আর হাঙর উঠে আসছে। এরকম চলতে থাকলে হরিপুরের মানুষ আগামী সপ্তাহখানেক কাজ করতে পারবেনা। স্থানীয় লোকেদের বিশ্বাস, হরিপুরকে শিক্ষা দেবার জন্য এটা প্রশাসন আর সিপিএমের পূর্বপরিকল্পিত। হরিপুরে কেন্দ্রীয় দল, এমনকি আরও বড়ো পুলিশ বাহিনী ঘুরে গেছে। নন্দীগ্রাম আর হরিপুরকে একসাথে শিক্ষা দেওয়া হচ্ছে।

    মৃতদেহের কোনো চিহ্ন কখনও পাওয়া যাবেনা,ধর্ষণের কোনো প্রমাণ থাকবেনা, এটাই এখন ওদের মডেল। সত্যিই কতজন মারা গেছে জানা যাবে তিন মাস পরে, তাও যদি এলাকায় শান্তি ফিরে আসে, যদি বাসিন্দারা আদৌ ফিরে আসতে পারে, যদি তারপর নিখোঁজ মানুষজনের সংখ্যা গোণা হয়। কিন্তু সিপিএম এখন এই এলাকাগুলোকে "মুক্ত", "স্বাধীন" করেছে, এর পরে মনে হয়না এলাকাছাড়াদের ফিরে আসতে দেওয়া হবে, আর এদের সম্পত্তি দিয়ে দেওয়া হবে কেশপুর গড়বেতা থেকে সিপিএমের যে লোকজন এসেছে, তাদেরকে। নন্দীগ্রাম আর হরিপুরকে পরবর্তী নির্বাচনের জন্য নিরাপদ এলাকা বানিয়ে তারপর পুরোটা গুটিয়ে ফেলা হবে।''

    এই সেই গল্প, যা দেশভাগের গল্পের চেয়েও ভয়াবহ। সাংবাদিকরা সবাই এই সব জানেন, কিন্তু কেউই বলতে এগিয়ে আসবেননা। বললে তাদেরকে খুঁজে বার করা হবে, এবং লোপাট করে দেওয়া হবে। যে সমস্ত সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা বিপক্ষে গেছেন, তাঁদের ভয় দেখানো তো শুরু হয়েই গেছে।

    আমাদেরই তাই লিখতে হবে বিকল্প ইতিহাস। অন্য কোনো বিকল্প নেই। আমি জানিনা, কে কতটা বিশ্বাস করলেন, তবে নাম-ধাম-সূত্র সবই দেওয়া রইল আগ্রহী মানুষ, ইতিহাসকার এবং ভবিষ্যতের জন্য। যদি কেউ চান, তিনি যাচাই করতে পারেন। খুঁড়ে বার করতে পারেন। এ ছাড়া অন্য কোনো বিকল্প আছে কিনা আমার জানা নেই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ১৭ মার্চ ২০০৭ | ১৩৭৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সঞ্জীব বিশ্বাস | 2402:3a80:1964:18d3:a496:d54c:3456:8d33 | ০৯ মার্চ ২০২১ ১০:৩৫103305
  • গল্পের গরু গ্যাছে চড়ে জানতাম, এ তো শালা পুরো মঙ্গল গ্রহে পৌঁছে গেছে।। কোন দেশি গাঁজা টানলে এমন গল্প লেখা যায় জানতে উৎসুক রইলাম

  • সব্যসাচী সেনগুপ্ত | 115.96.128.187 | ০৯ মার্চ ২০২১ ১১:০৩103306
  • গপ্পের খাসমহল। তবে গাঁজা টেনে নয়। সজ্ঞানে, স্বেচ্ছায়, সুস্থ চিত্তে। তিণমূলী অনুপ্পেরণায়। 

  • চন্দন সেনগুপ্ত | 2409:4060:2086:5a1:1574:441c:f4d2:798a | ০৯ মার্চ ২০২১ ১১:১৮103307
  • আমার মনেহয় আপনার পরিবার বা প্রিয়জন খুব বিপদে আছেন। নয়তো এইরকম অরূপকথা রচনা সম্ভব নয়। এখনও কদিন তৃণমূল ক্ষমতায় আছেন। আপনি পুলিশে যোগাযোগ করুন প্লিজ।

  • মৃণাল কান্তি সাহা | 2401:4900:3a2b:823:a1e8:718a:5eb1:ff17 | ০৯ মার্চ ২০২১ ১২:০৬103309
  • যারা কমেন্টে লিখছেন যে লেখক গাঁজা সেবন করে লিখেছেন, তাদের প্রতি একটাই অনুরোধ, গাঁজার অপমান করবেন না। কোনটা গাঁজা আর কোনটা সস্তা চোলাই, পার্থক্য বুঝতে শিখুন।

  • শুভেন্দু | 2409:4061:2c00:5604:1921:fc21:6781:bed8 | ০৯ মার্চ ২০২১ ১২:১১103311
  • এ তো মহা উদগান্ডু

  • Binamra Biswas | 2401:4900:1221:dd60:113d:2866:35d1:9fdb | ০৯ মার্চ ২০২১ ১২:২৩103313
  • কল্প বিজ্ঞানের লেখা লিখুন, সাফল্যের  সম্ভবনা প্রবল। 

  • PM | 182.160.126.210 | ০৯ মার্চ ২০২১ ১২:২৭103314
  • এসব ই এককালে তুমুল সত্যি ছিল দাদারা ---সেই সব আগুন ঝরা দিনে ----উফফ কি সব দিন ছেলো গুরুতে --ভাবলেই গায়ে কাঁটা দেয় :)

  • রক্তিম | 202.142.114.202 | ০৯ মার্চ ২০২১ ১২:৩১103315
    • সিপিএম ডেনাই করবে, যেভাবে মোদি গুজরাট genocide ডেনাই করে।
  • বিস্মরন জন | 1.23.171.208 | ০৯ মার্চ ২০২১ ১২:৪৩103316
  • গাঁজাখুরি গপ্পো 

  • নীল লোহিত | 2402:8100:2383:52cf:178:5634:1232:5476 | ০৯ মার্চ ২০২১ ১২:৪৭103317
  • এইসব বালছাল লেখার জন্য কত টাকা পাস শুয়োর

  • cb | 49.182.45.158 | ০৯ মার্চ ২০২১ ১৩:০৯103319
  • এসব লেখা পাবলিশ করার আগে একটা ডিউ ডিলিজেন্স করা উচিত ছিল।  কাম অন!!!  

  • সায়ক কর্মকার | 2401:4900:1044:2f93:0:11:f580:b101 | ০৯ মার্চ ২০২১ ১৩:৩৯103321
  • পাগলের প্রলাপ। যা পেরেছ লিখেছ।

  • সায়ন চক্রবর্তী | 45.249.167.40 | ০৯ মার্চ ২০২১ ১৩:৪৪103323
  • আপনি কি এখনও বেঁচে আছেন? একটু পদধুলি নিতাম৷ মমতা বন্দ্যোপাধ্যায় হার মানবে,মোদিজি ও অমিত শাহ আপনাকে খুঁজে পেল না?

  • অঙ্কন | 2409:4060:2e17:5ba9::dd4b:4a13 | ০৯ মার্চ ২০২১ ১৩:৫০103324
  • কি এটা!! লেখকের পদধুলি দিয়ে স্টাফ বানাবো! 

  • রাণা আলম | 202.142.81.225 | ০৯ মার্চ ২০২১ ১৩:৫৭103326
  • বেশ আকর্ষণীয় ন্যারেটিভ। আপনি গল্প লিখুন। আপনার হবে। 

  • অর্ক | 117.194.118.180 | ০৯ মার্চ ২০২১ ১৪:০১103327
  • উফ্ গায়ে কাঁটা দিয়ে উঠল। কি রোমহর্ষক ব্যাপার স্যাপার। 


    তবে এটা মানতেই হবে সিপিয়েম লাশ গায়েব করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। 

  • Sahidul Haque | ০৯ মার্চ ২০২১ ১৪:১৭103329
  • এতটা ঘটেছিল কিনা জানি না তবে নৃশংস অত্যাচার ও নির্মম হত্যাকান্ড যে ঘটানো হয়েছিল সেকথা কেউই অস্বীকার করতে পারবে না। অন্তত ১৪ জনের মৃত্যু তো সরকারিভাবেও স্বীকৃত। তাদের প্রাণের মূল্যও কি নেহাত কম? তাছাড়া ২৪ ঘণ্টা চ্যানেলের পক্ষে যতটা লাইভ সম্প্রচার দেখানো সম্ভব হয়েছিল তা তো নিজের চোখেও দেখেছি... গরিব খেটে খাওয়া মানুষের স্বঘোষিত মসিহাদের সেই কীর্তি কলাপ ওদের আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল, এটা বলাই যায়।

  • সুব্রত সান্যাল | 2402:3a80:a37:32d4:708b:382b:4c5d:5f4b | ০৯ মার্চ ২০২১ ১৪:৫৬103332
  • দশ বছর ক্ষমতায় না থাকা সাত পার্সেন্ট হয়ে যাওয়া একটি দল সাংবাদিকদের লোপাট করে দেবে! ইদিকে লাশ পাচার করে নদী নালা নলকূপ সঅব বোঝাই করে ফেলা ছিপিএমের একপিস নেতাকেও জেলে ভরা গেল না এই দশ বছরে!


    এমন সুউচ্চ শ্রেণীর ঢপ কমই পাচ্ছি আজকাল। লেখকের উচিত দেড়েল ফেকুর ভাষন লেখা - দেশে এখন ঐ একজনই আছে যে এই লেভেলের ঢপ আত্মস্থ করে উগরে দিতে পারে! 


    লেখককে আভূমি কুর্নিশ, আশা রাখছি ভবিষ্যতে গোপাল ভাঁড়ের সাথে এঁর নামটিও উচ্চারিত হবে।

  • অভিজিৎ ঘোষ | 2409:4061:312:66f8:e03:45:ec42:3e0a | ০৯ মার্চ ২০২১ ১৪:৫৬103333
  • কোন সাক্ষী টিকে নেই, যিনি  লিখেছেন তিনি কি ভূত??

  • অরিন্দম চন্দ্র | 2402:3a80:a9c:392e:57a:96c2:a2dd:32a4 | ০৯ মার্চ ২০২১ ১৫:০৭103334
  • অসাধারণ একটি গুলপো।শুধু লাল জলে এই জিনিস আসে না,বায়বীয় বস্তুর অমোঘ প্রভাব স্পষ্ট। 

  • মজিদ মাষ্টার | 2409:4060:2e99:9872:25b6:fd4e:ea02:721 | ০৯ মার্চ ২০২১ ১৫:৩৭103335
  • আমরা গণহত্যা সংগঠিত করেছি একটিই কারনে । বিপ্লব

  • অজয় দেবগন | 2409:4060:2e99:9872:25b6:fd4e:ea02:721 | ০৯ মার্চ ২০২১ ১৫:৪১103336
  • গোল্ডীর বাবা নিজে নেতৃত্ব দিয়েছিলেন, সুদূর রায়গঞ্জ থেকে এসে ৫০ জন কিশোরী কে স্বহস্তে ধর্ষণ করেছিলেন 

  • রাজর্ষি রায়চৌধুরী | 82.27.43.175 | ০৯ মার্চ ২০২১ ১৫:৫৪103337
  • বুঝে দেখ বসুদার কলমের জোর, 


    ঘুরে গেছে আজগুবি গপ্পের মোড়। 


    থোড় বড়ি খাড়া 


    লিখে তাড়াতাড়া, 


    এই বারে লিখেছেন থাড়া-বড়ি-খোড়! 


              (অরিজিনাল সূত্র নিষ্প্রয়োজন। 'ভুল'টি ইচ্ছাকৃত!)

  • অর্ঘ্য দাস​ | 210.212.72.213 | ০৯ মার্চ ২০২১ ১৬:২২103338
  • নন্দীগ্রাম​। শাসক সিপিএম-এর ফ্যাসিস্টসুলভ শাসনের জন্য রাজ্যের মানুষের মনে এখনও একরাশ ঘৃণা।
    সেই ইতিহাস মনে রেখেই, বাম ঐক্য ও বাম গণ​আন্দোলন দরকার ছিল​। ফ্যাসিস্ট বিজেপি কোথায় নিয়ে যেতে পারে তা কল্পনারও বাইরে।
  • বাপ্টু চ্যাটার্জি | 2409:4060:e83:d441::638a:4a11 | ০৯ মার্চ ২০২১ ১৭:১৯103342
  • দাদা, কি স্বপ্নে এইসব দেখেছিলেন? দিদির পুলিশ ক্ষমতায় এসেও একটা সিপিএমের নেতাকে জেলে ভরতে পারল না?

  • শুভদীপ গুপ্ত | 223.191.34.106 | ০৯ মার্চ ২০২১ ১৭:২১103343
  • যারা ওই দিন নিখোঁজ হয়েছিলেন বর্তমান সরকার তার কোনো তালিকা বানিয়েছে কি? 

  • শুভদীপ | 223.191.34.106 | ০৯ মার্চ ২০২১ ১৭:২৪103344
  • একটা তদন্ত কমিশন হয়েছিল শুনেছি তার কি খবর? রিপোর্ট কোথায়? 

  • Commie Kutta | 202.142.69.135 | ০৯ মার্চ ২০২১ ১৭:৫১103346
  • Kisher Nesha korechish bhai??? Ganja na pata???

  • ফেবু সিপিএম | 136.228.209.36 | ০৯ মার্চ ২০২১ ১৮:১৭103347
  • ফেবু সিপিএমের যে কোনো কাজ নেই, একটা গোটা দিন ধরে এই ১৪ বছরের পুরোনো লেখাটার পিছনে পড়ে থাকা দেখলে বোঝা যায়। :-D

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন