এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরা | 2001:67c:2660:425:92e2:baff:fe20:2760 | ১০ মার্চ ২০২১ ০০:৩২103391
  • সিপিআইএম, একটি ফ্যাসিস্ট গাম্বাট পার্টি হিসেবে নিজেদের সর্বদাই হনু মনে করে। মনে করে স্যামুয়েল প্যাটির  হত্যাকে সমর্থন করবে,  অথচ কালুবর্গি আর দাভোলকরের হত্যার বিরুদ্ধে দাঁড়াবে। 


    ছাগলের তিন নং বাচ্চারা জানেনা,  ওদের ওসব কৌশল গণশক্তির যুগে চলত, এখনকার সহজলভ্য তথ্যের যুগে ওরা জাস্ট অপাংক্তেয়।


    এরা চালচুরি নিয়ে দেড়শ পাতার হ্যাজ নামিয়ে দেবে, অথচ কয়লা বা কমনওয়েলথ নিয়ে নিজেদের নিচেরটা মুখে নিয়ে বোবা হয়ে যাবে। 


    রাম্বামকে একটি ভোটও নয়। নো ভোট টু বিজেপি স্লোগানের মানেই তাই। ইউ এ পি এ, ক্যানারসির বিরুদ্ধে থাকুন।

  • Aa | 2409:4060:11e:e960:1053:fb66:841d:31d0 | ১০ মার্চ ২০২১ ০০:৩৪103392
  • @ চেনা আলো চেনা অন্ধকার বাম থেকে যে গেছে সে আর চাইলেও কোনোদিন ফিরতে পারবে না। দরজা চিরকালের মত বন্ধ হয়ে গেল (অন্তত cpi ba cpim এর ক্ষেত্রে)। কিন্তু বিজেপি তে পাত্তা না পেয়ে অনেক প্রাক্তন tmc আবার tmc তে back করছে এবং অভ্যর্থনা পাচ্ছে। 


    আর সব চেয়ে বড় কথা হলো যেভাবে কয়লা ও গরু কাণ্ডে এক এক করে cbi আমন্ত্রণ জানিয়ে আসছে, মে মাসের পর tmc দল টা অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। অতি বামদের দেখে দুঃখ হয় তারা এমন একটা দলকে নিজেদের গডফাদার করেছেন যে দল টা অস্তিত্ব সংকটে ভুগছে। তবে একটা বাম শক্তি আর্থিকভাবে ধুঁকতে ধুঁকতে, লাজ লজ্জাহীন তোষামোদি মিডিয়ার প্রপাগান্ডা প্রতিহত করে এবং অতি বামদের sabotaging করাকে পাত্তা না দিয়ে যেভাবে বিজেপির বিরুদ্ধে লড়ে চলেছে তাতে ওদের হুঁশ ফিরতে পারতো। ফেরেনি যখন তখন জনগণের কাছে ' আদর্শবাদী ' অতি বাম দলের প্রকৃত চরিত্র উন্মোচন হয়ে গেছে। আমি ব্যক্তিগত ভাবে অতি বামদের,  বিশেষ করে নকশালদের সন্মান করতাম যারা ভুল ঠিক যাই হোক একটা চেষ্টা করেছিল সমাজ পরিবর্তন করার। তবে এখনকার অতি বামরা অনেক বেশি চালাক। তবে অতি বামরা মিছে ভয় পাচ্ছেন। বিজেপি যদি ক্ষমতায় চলেই আসে তবে অতি বামরা ট্রটস্কি র দিব্যি দিয়ে বিজেপি কে নিজেদের গডফাদার বানিয়ে নেবেন। তবে ইতিহাস ক্ষমা করবে না একজন সাধারণ মানুষ হিসাবে মনে হয়

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ০০:৩৫103393
  • পাবলিক যদি রাজনীতি বুঝত তাহলে কি আর কুপমন্ডুক শব্দটার প্রয়োজন হয়?  RSS কি চায়় আর পবতে কি হচ্ছে সেটা  ভাবতে  তো!

  • aranya | 162.115.44.104 | ১০ মার্চ ২০২১ ০০:৫২103394
  • পাবলিক রাজনীতি বোঝে না। তবে কে বা কারা রাজনীতি বোঝে ? 

  • Oh Really! | 2402:3a80:a99:38a9:ddab:6a29:7051:86fa | ১০ মার্চ ২০২১ ০১:০৭103397
  • একটা বাম শক্তি আর্থিকভাবে ধুঁকতে ধুঁকতে 


    CPI(M)'s income declined from Rs 104.84 crore to Rs 100.96 crore.



     

  • আর কে! | 2402:3a80:a99:38a9:ddab:6a29:7051:86fa | ১০ মার্চ ২০২১ ০১:০৯103398
  • পাবলিক রাজনীতি বোঝে না। তবে কে বা কারা রাজনীতি বোঝে ? 

    ছাগলেরা, নেসেসারিলি

  • ছাগল ভেড়া সমিতি | 2a0b:f4c1:2::252 | ১০ মার্চ ২০২১ ০১:৪৯103399
  • আপনারা বুঝতেই পারছেন। গুরুচন্ডালির রেসিডেন্ট রাজনৈতিক বোদ্ধা ও বিশেষ-অজ্ঞ পন্ডিত বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল একজোট হয়েছে (৮০% ভোট), কারণ তারা বাম ও কংগ্রেস এর জোটকে (১০%) হারাতে বদ্ধপরিকর। বাম ও কংগ্রেসের জোট পশ্চিমবঙ্গে ক্ষমতা কুক্ষীগত করে রেখেছে, তাদের হাত থেকে ক্ষমতা ফিরিয়ে আনতে গোখরো সাপের খেলা চালু করছে বিজেপি ও তৃনমূল জোট।


    পশ্চিমবঙ্গে এই দ্বিমুখী জোট-বনাম-জোট এর ৮০-বনাম-১০ এর লড়াই এ আপনারা সঠিক দিক বেছে নেবেন।


    - পঃবঃ ছাগল ভেড়া সমিতি 

  • Arnab | 2402:3a80:196b:c3ab:678:5634:1232:5476 | ১০ মার্চ ২০২১ ০২:০৬103400
  • মেঘের আড়ালে আর কেনো ?? 


    #NoVoteToBJP নামানো লাজুক তৃণমূল,  মানে আমাদের আগুনখোর লিবেরেশনের কমরেড বিপ্লবীরা , একই সাথে সোজাসুজিভাবে বলুন না  #VoteForTMC  । পলিটব্যুরো থেকে দীপ্ংকরবাবু কি এখনো সেই প্রস্তাব পাশ করান নি ? 


    অবশ্য আপনাদের কষ্টটাও মাঝে মাঝে বোঝার চেষ্টা করি । নন্দীগ্রামে আপনারাই যে উদোম শ্রেনীস্ংগ্রাম আর বিপ্লব নামিয়েছিলেন আরএসএস করা শুভেন্দু , মুকুল  ইত্যাদিদের নিয়ে তা  সম্পূর্ণ হয়নি ।( নোট: শুভেন্দু , মুকুল কিছুদিন  আগে দুজনেই স্বীকার করেছেন পূর্বে তাদের আরএসএস-এর সাথে যুক্ত থাকার কথা ।)  ( পুনশ্চ: আমি নন্দীগ্রাম এবং সিঙ্গুর ইস্যুতে সিপিএমের নীতি এবং সেইসময় তাদের ব্যবহারিক রাজনীতির বিরুদ্ধে ।)। এছাড়াও সেইসময়ের কালপ্রিট পুলিশ কর্তা থেকে এলাকার 'হার্মাদ' সিপিএমেরা পরে তৃণমূলে এসেছেন । 


    অবশেষে সেই বিশুদ্ধ লেনিনবাদী বিপ্লব এবার সম্পূর্ন করার সময় আসিয়াছে ।


    বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে চারবার বিজেপির সাথে জোট করে ভোট লড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই সেই বিপ্লবের কান্ডারী হবে ।




    সিপিএমই তো সাম্প্রদায়িক  দল বাংলায় । তারাই তো বাবরি মসজিদ ধবংসের পরও , গুজরাত দাঙ্গার পরেও বিজেপি সরকারে যোগ দিয়েছিল ; সিপিএমের নেতারা সেই সরকারের রেলমন্ত্রী, ক্রিয়ামন্ত্রী হয়েছিল । 2001 , 2004 ,2006 একসাথে ভোটে লড়েছিল । 


    মমতা এসব কিছুই করেননি । আরএসএস নেতাদের 'প্রকৃত দেশপ্রেমিক' মমতা তো বলেননি , আবার আরএসএস নেতারাও গদ্গদকন্ঠে মমতাকে 'বাংলার দূর্গা '  বলেনি । এসবই সিপিএম করেছে । তারপর, লালকৃষ্ণ আডবাণী, অরুণ জেটলি , মুরলী মনোহর জোশী এরা বিজেপির ভালো লোক , এছাড়াও আডবানীকে রাষ্ট্রপতি করা হলে মমতা বন্দ্যোপাধ্যায় এর আপত্তি নেই - ইত্যাদি কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নি । আডবানীকে নিশ্চয় বিপ্লবীর মকনে করেন লিবেরেশনের কমরেডরা  , আসল বামপন্থিরা ( মমতা বন্দ্যোপাধ্যায় তো সারটিফিকেট দিয়েছেন দীপ্ংকরবাবু রাই আসল কমিউনিস্ট !)।


    ২০১১ সালের পর সিপিএম ( তৃণমূল নয় ) ক্ষমতা আসার পরই রাজ্যে হিন্দু স্ংহ্তি , হিন্দু জাগরণ মঞ্চ , অস্ত্রসহ রামনবমীর মিছিল , রাজ্যে আরএসএস শাখার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে । বসিরহাট-আসানসোল- ধূলাগড়-কাচড়াপাড়া-ভাটপাড়া এবং আমাদের বাড়ির পাশে আমডাঙায় দাঙ্গা , একরকম বছরের নিয়মিত সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে ।  এসবই সিপিএমের আমলে ,মানে 2011 এর পর ।


    এখন আবার রাজনৈতিক ম়ঞ্চ থেকে হনুমান চল্লিশা , চন্ডীমন্ত্র পাঠ ইত্যাদি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের  অনুপ্রেরণায় আসল কমিউনিস্টরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগুনঝরা বিপ্লব নামাবেন ব'লে নেমেছেন মেঘনাদ হয়ে । হ্যাজ নামাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। । কিন্তু সরাসরি তৃণমূলকে ভোট দিন - মানে যার জন্য এত নাটক , সমাবেশ , মিছিল ।


    কাকে ঠকাচ্ছেন ( মানে , ভাবছেন সেরকম ;আপনাদের মধ্যে আবার আত্মশ্লাঘা , প্যাট্রোনাইজিং ব্যাপারটা হেব্বি কমন তো।) আপনারা ? এই ইন্টেলেকচুয়াল ডিজঅনেস্টির , এত চাতুরীর কি কোনও প্রয়োজন ছিল ? 


    আপনাদের ওই  মিথ্যচারীতার ,ব্যবসার ফান্ডিং , রাজনৈতিক প্রোটেকশন বাংলায় দিদির দল করে ,এটা মোটামুটি সবাই বোঝে ( মানে , যারা চায় বুঝতে ।) ।


    2011 এর ভোটের আগে এই গুরুচন্ডালী থেকেই পণ্ডিত আগুনখোর আসল কমিউনিস্টরা , আমেরিকার ,অতি-দক্ষিনপন্থী Q-NAN গোছের  কন্সপিরেসি নামিয়েছিলেন - সিপিএম নাকি বডি কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছে ,  বহুলোক নিখোঁজ করে দিয়েছি , গাড়িবোঝাই লাশ ইত্যাদি । মানে ওয়াটসআপ আসার আগে , একক্থায় ফেক নিউজ ফ্যাশন হওয়ার আগেই আপনারা ফেক নিউজের উইপোনাইজ করতে শুরু করেছিলেন । ( পুনশ্চঃ আমি একথা বলছি না যে, বিমানবাবুরা সুর্যোদয় করাতে গিয়ে মানুষের উপর অত্যাচার করেনি , লুটপাট করেনি ।) 


    তাই নিজেদের বামপন্থি বলে মনে করলে অন্তত নূন্যতম সততার পরিচয়টুকু দেবেন । নইলে সাধারন লোকে এমনিতেও বাল্টি ব'লে পোছেনা আপনাদের , বিজেপির বিরুদ্ধে যে উদ্যোগগুলো  নিচ্ছেন আপনারা তার বিশ্বাসযোগ্যতা থাকবে না ।


    আমিও চাই বিজেপি বাংলা থেকে দূর হোক । এই নোংরা দলটি বাদ দিয়ে যে কেউ আসুক । তাতে সেটা তৃণমূল হলেও ক্ষতি নেই ।


    কিন্তু দয়াকরে এই লুকা-ছুপি খেলার নোংরামি বন্ধ করুন । চেষ্টা করে দেখুন । অনেক দিনের বাজে অভ্যেস তো সময় হয়তো লাগবে ,কিন্তু বেটার লেট দ্যান নেভার ।

  • হাহা | 2402:3a80:a5e:7697:0:3e:b07c:4b01 | ১০ মার্চ ২০২১ ০২:১৩103401
  • সিপিএম নিজের জোটসঙ্গী লিবারেশনের রাজ্য কমিটির সদস্যর নন্দীগ্রামের লেখা নিয়ে কেমন নতুন উদ্যমে ঝাঁপিয়েছে দেখ সিপিম।


    !

  • Arnab | 2402:3a80:196b:c3ab:678:5634:1232:5476 | ১০ মার্চ ২০২১ ০২:২২103403

  • বিশিষ্ট সাংবাদিক স্নিগনেন্দু বাবু বাংলায় বিজেপি আরএসএস এর উত্থান নিয়ে বইটি লিখেছেন । সেখানে তিনি আরএসএস নেতাদের যে বক্তব্য তিনি ছেপেছেন তাতে স্পষ্টভাবে তারা বলছেন তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর কীভাবে আরএসএস বাংলায় তাদের শাখা সংখ্যা বৃদ্ধি পেয়েছে  । 


    তবে এও ঠিক বামেরা 34 ক্ষমতায় থেকে বাঙালিকে এই হিন্দুত্ব রাজনীতি বিষয়ে সচেতন করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছিল - একথাও বলা যাবে না । তারা হয়তো গায়ের জোরে এই অন্ধকারের শক্তিকে বাড়তে দেয়নি,কিন্তু সেটুকুই যে যথেষ্ট ছিলনা তা 2011 এর পর প্রমাণ হয়েছে ।  


    তারজন্য অবশ্য তৃণমূলের আইডেন্টিটি পকিটিক্স অনেকাংশে দায়ী৷  একথা অবশ্য আমার ' আসল কমিউনিস্ট' কমরেডরা মানবেন না  । তারাও অনুপ্রাণিত দিদির চন্ডীমন্ত্রে , হনুমান চল্লিশার পাঠে ।

  • Ranjan Roy | ১০ মার্চ ২০২১ ০৭:৪৪103406
  • এগুলো বলতে ভাল লাগে। চন্ডীপাঠ অনুপ্রাণিত দিদি ইত্যাদি। তাই কোনদিন কৃষক-শ্রমিক সমস্যা নিয়ে একটা কথাও না বলে নিয়মিত ধর্মীয় মঞ্চ থেকে উগ্র বক্তব্য দেয়া পীরজাদার থেকে অনুপ্রাণিত হওয়া কমরেডদের চোখে পড়েনা।


    এভাবে বিজেপিকে আটকানো যাবে? বুকে হাত দিয়ে বলুন কারো সাহায্য চাইনা, আমরা মানে কং+বাম+পীরজাদা জোট আটকে দেব। এবার হিসেবটা দেখান,  কীভাবে জিতবেন বলে নিশ্চিত? 


    এখানে কেউ মমতাকে সততার প্রতীক মনে করেনা।  কংগ্রেসের একটি আদর্শহীন উপদল। কংগ্রেসের হাত ধরে বামকে সরাল। বাংলার বাইরে কেউ পোঁছেনা। কিন্ত বিজেপি ? একজন আলেকজান্ডার, আরেেকজন ডাাকাাত। 


    বিহারে লালুর পরিবারের লূঠের সামনে দিদিভাইপো নস্যি। লালু এখনও জেলে। ছেলেমেয়ের বিরুদ্ধেও একগাদা করার করাপশনের কেস। জেলে গিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে তাদের হাত ধরতে বামফ্রন্টের কোন নীতিগত অসুবিধা হয়নি?

  • স্নেহময় | 2409:4064:4e9d:bf7d::8609:b605 | ১০ মার্চ ২০২১ ০৮:০৩103407
  • বিজেপির বিরুদ্ধে যেখানে যে প্রার্থী শক্তিশালী তাঁকেই ভোট দিতে হবে। মোট কথা বিজেপি ও বিজেপির সঙ্গে জোটবদ্ধ কোনো প্রার্থকে একটিও ভোট নয় । কেবলমাত্র একমুখী চেষ্টা হতে হবে " বিজেপি হারাও,দেশ বাঁচাও ।

  • বামভোলা | 2a0b:f4c1:2::252 | ১০ মার্চ ২০২১ ০৮:১০103408
  • বামঃ আগে মমতাকে হ্ঠাও, বিজেপিকে আমরা দেখে নেব, মমতা প্রধান শত্রু, মোদি সেকেন্ডারি।

    তিনোঃ বামদের হঠাও, বিজেপিকে আমরা দেখে নেব, অনেক কাছ থেকে দেখব, বিজেপি দলের মধ্যে ঢুকে কাছ থেকে দেখব।

    বিজেপিঃ মর শালারা। নেপোগিরিতে আমাদের সঙ্গে পারবি না, বাংলার মিষ্টি দই এবার আমরা মারবোই মারবো।

  • শুদ্ধসত্ত্ব দাস | ১০ মার্চ ২০২১ ০৮:১৮103409
  • চমতকার লাগলো, অনেক ধন্যবাদ।


    একটা ছোট্ট জিনিস নিয়ে জিজ্ঞেস করতে  / মন্তব্য করতে চাই। ভুল বলে থাকলে মার্জনা করে দেবেন -


    "জামানত" বোধহয় বাংলায় নেই। জামিন বা আমানত আরো খাটে। 


    আপনার আরো লেখার অপেক্ষায় রইলাম। 

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ০৮:২২103410
  • এই নিন। অতিবদ অতিবামেদের সেকুলার নেতৃত্ব। দেখুন কেমন করে বিজেপির পাতা ফাঁদে পা দিতে হয়। একে দিয়ে বিজেপিকে আট্কাবেন?


  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:fa89 | ১০ মার্চ ২০২১ ০৮:৩৩103411
  • আপনি মিছেই টেনসন করছেন রঞ্জন। মোটে সাত পার্সেন্ট ভোট নিয়ে বামেরা কিই বা করবে? বিজেমূল এমনিতেই জিতবে।

  • ab | 2a0b:f4c2:1::1 | ১০ মার্চ ২০২১ ০৯:০৩103412
  • novotetobjp বনাম votetobjp পার্টির লড়াই তো হেব্বি জমেছে গুরু।

  • Somnath Roy | ১০ মার্চ ২০২১ ০৯:৩১103413
  • এইগুলো শুধু প্রতিশোধস্পৃহা নয়, এই ট্রোলিং-এর খবর কি পার্টি নেতৃত্ব রাখে না? অবশ্যই রাখে। তার মানে, এটা তাদের রাজনৈতিক লাইনও। এইটা ভেবে দেখার এই লাইন কেন তাদের নিতে হতে পারে?
    ক)  গত ভোটে সিপিএম সমর্থকদের অধিকাংশ বিজেপিকে ভোট দিয়েছিলেন, তার পরও সেই  সমর্থন ফেরানোর জন্য সিপিএম কোনও কর্মসূচী নেয় নি। এর ব্যাখ্যা এরকম হতেই পারে, যে ভোট ট্রান্সফার করার জন্য সিপিএম বিজেপির থেকে টাকা পেয়েছিল। সেই চুক্তি এখনও বলবৎ। ফলে সিপিএম বিজেপির পে-রোলে আছে। এইবার ধরুন, আপনি ভোডাফোনের দোকানে কাজ করেন। মার্কেটে হাওয়া উঠল ভোডাফোন বয়কট করা হোক। আপনার ফাটবে না?

    খ) ত্রিপুরায় সিপিএমের হারের পরে এটা প্রমাণিত যে সিপিএম সব ক্ষেত্রে বিজেপিকে আটকানোর মতন জায়গায় নেই। বিশেষতঃ, ক্ষমতা হারানোর পর তার সংগঠনের যে স্কেলে সংকোচন হয়, তা নকশাল ফ্রিঞ্জগ্রুপগুলোকেও শ্লাঘা প্রদান করে। তাই, বিজেপিকে আটকানোর বিকল্প সিপিএম নয়। বিজেপিকে আটকানো যদি ভোটের মূল উদ্দেশ্য হয়, তাহলে সিপিএমের কোনও লাভ নেই, বরং ক্ষতি- এরকম আত্মসমালোচনা তাঁরা করেই থাকতে পারেন।


    গ) সিপিএমের যেকজন কর্মী সমর্থক টিকে আছেন, তাঁরা এক লাইনের এজেন্ডায় রয়েছেন- তৃণমূল হঠাও। ২০০৬ অবধি তৃণমূলের অস্তিত্বের যেমন একমাত্র উদ্দেশ্য ছিল সিপিএম বিরোধিতা, এখন সিপিএমেরও তাই। ফলে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন, যা বলছে বিজেপির বিরুদ্ধে ইচ্ছে হলে তৃণমূলকেও ভোট দিতে, তার বিরোধিতা না করলে সিপিএমের ভিটেমাটি চাঁটি হবে। 

    আমরা ভেবে দেখলে বুঝব এই সবকটি কারণই এই আত্মহত্যামূলক লাইনে নিয়ে যায়। সিপিএমের অনেক অন্যভাবে ইন্টারভেন করার জায়গা ছিল। বিশেষতঃ নিও নরমাল আনার জন্য করোনার ভয়ে যেভাবে লকডাউন ফাউন করে স্কুল কারখানা ট্রেন বন্ধ করে রাখা হল, তার বিরুদ্ধে এন জিও না চালিয়ে রাস্তায় নামলেই গণসমর্থন ফিরে পেত। কিন্তু, ২০০৬ থেকে সিপিএম গাধার গাঁড়কে নিজের রাজনৈতিক অভীষ্ট ধরে এগোচ্ছে।  

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ০৯:৪৮103414
  • "ত্রিপুরায় সিপিএমের হারের পরে এটা প্রমাণিত যে সিপিএম সব ক্ষেত্রে বিজেপিকে আটকানোর মতন জায়গায় নেই।"


    আর কত অসত্য, অর্ধসত্য শুনতে হবে? ত্রিপুরার প্রায় পুরো কংগ্রেস প্রথমে তিনোমুল হয়ে পরে বিজেপিতে চলে যায়। পবতেও সেই ট্রেন্ড চালু হয়েছে। সেইজন্যেই শুধু বিজেপিকে আটকে লাভ নেই। তিনোমুলকেও আটকানো দরকার কেননা তিনোরাই বিজেপির লাইফ লাইন।

  • তাপস বিশ্বাস | 202.142.107.223 | ১০ মার্চ ২০২১ ০৯:৫৩103415
  • যাঁরা সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত নন বা কোনো রাজনৈতিক দলের দলদাস নন তাদের মনোভাব প্রকাশ করার একটা পরিসর যা গণতান্ত্রিক সমাজকে ঋদ্ধ করে তুলে ধরার এমন প্রয়াস এবারের নির্বাচনে এক নতুন জানালা খুলে দিয়েছে।


    প্রতিবারই নির্বাচনে বাংলা তার স্বভাবসিদ্ধ নতুনত্বের পরিচয় নিয়ে আসে যা বাকি দেশ অনুসরণ করে। 


    এই প্রয়াস ও প্রচারের এক বালি দানা সম অংশ হতে পেরে গর্বিত।


    NO VOTE TO BJP

  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:fa89 | ১০ মার্চ ২০২১ ০৯:৫৯103416
  • এটা পেলাম।


    প্রসঙ্গ ভোট কাটুয়া:


    যে পাখি কাঠ ঠুকে খায়, তার নাম কাঠঠোকরা। তেমনই যে পার্টি ভোট কেটে খায়, তার নাম ভোট কাটুয়া। কিন্তু ভোট তো কাটারই জিনিস। সে তো সবাই কারো না কারোর ভোট কাটে, তবে এমন অদ্ভুত নামকরণ কেন? 


    এই শব্দটি রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। সেখানে AIMIM এর ভাগ্যে এই শিরোনাম জুটেছিল, কারণ শাসকদলের বিরুদ্ধে যে মহাগঠবন্ধন তৈরি হয়েছিল, তাতে তারা সামিল হয়নি এবং পৃথক ভাবে ভোট লড়ার ফলে কিছু কেন্দ্রে শাসকদল বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার ফলে বিরোধী জোটকে হারস্বীকার করতে হয়েছিল। যদিও এখানে দুটো কথা বলার আছে। 


    এক, মহাগঠবন্ধনে মিমকে সামিল করানোর জন্য যথেষ্ট স্পেস ছাড়া হয়নি। মিমের সদিচ্ছা থাকলেও তাতে সাড়া দেওয়া হয়নি, বরং উল্টোটাই হয়েছে। তারা ১০টা সিট চেয়েছিল, তাতে রাজি হয়নি কংগ্রেস। ওরা নিজেরা ৭০টা দখল করে রেখেছে এবং ধেড়িয়েছে। বিহারের কোন বড় সভা না করে সেই সময় রাহুল গান্ধী কেরলে পড়ে থেকেছে। এখন প্রশ্ন হল, কংগ্রেসকে তাহলে ভোট কাটুয়া বলা হবে না কেন? নাকি বড় পার্টির জন্য এসব শব্দবন্ধ খাটে না! টুপি-দাঁড়ি দেখলেই এইগুলো মনে পড়ে!


    দুই, মিম ২০টা আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে মিম, মহাগঠবন্ধন এবং এনডিএ যথাক্রমে ৫, ৯ এবং ৬টা আসন পেয়েছিল, এর মধ্যে একটি মাত্র আসনে মিম এবং মহাগঠবন্ধনের প্রাপ্য ভোট যোগ করলে এনডিএ কে হারাতে পারতো। কিন্তু এনডিএ তো এগিয়ে ছিল ১৫টি আসনে। কিন্তু তবু 'ভোটকাটুয়া' তকমা জুটলো মিমের কপালে!


    অর্থাৎ মোদ্দা যা দাঁড়ালো, শাসকদলের শাসনে যারা অতিষ্ঠ, তাদের ভোট যাদের কারণে ভাগাভাগি হয়ে যায় তাদের ভোট কাটুয়া বলা হয়। সেই মতো পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসনে যারা অতিষ্ঠ, তাদের ভোট যাদের কারণে ভাগাভাগি হয়ে যেতে পারে, তাদেরকে ভোট কাটুয়া বলা যেতে পারে।


    পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল। তৃণমূলের শাসনে যারা খুশি নন, তারাই পরিবর্তন চাইছেন, যাচ্ছেন বিজেপিতে। সে কারণেই বিজেপি এখানে প্রধান বিরোধী শক্তি। এখন সে জায়গায় যদি আরেকটি বিরোধী শক্তি হাজির হয়, তাহলে কে কার ভোট কাটবে? Anti Tmc ভোট বিজেপি থেকে শিফট হবে সেই তৃতীয় ফ্রন্টে অর্থাৎ সংজ্ঞানুসারে, তৃতীয় ফ্রন্ট বিজেপির ভোট কাটুয়া। 


    এই সহজ সত্যটা বুঝতে এত অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু তবু হচ্ছে। হয়তো অভিজ্ঞতার অভাব থেকেই হচ্ছে। একটা জিনিস দেখুন, আমাদের রাজ্যে শাসনে আছে তৃণমূল। কন্যাশ্রী-রূপশ্রী-সাইকেল যেমন তাদের একটা ভোটব্যাঙ্ককে সুরক্ষিত করেছে, তেমনি আম্ফান দুর্নীতি, সারদা-নারোদা-রোজভ্যালি, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে একশ দিনের কাজ- প্রতিটি প্রকল্প থেকে টাকা তোলা, এমনকি মিডডে মিল- রেশনের চাল চুরি করা--এসব কিছুর ফলে কিছু মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছেন অবিলম্বে। একটা বড় পরিমাণ মানুষের অবস্থান এখন No_vote_to_tmc, সেই ক্ষোভকে কাজে লাগিয়েই বাংলায় বিজেপির ভিত শক্ত হচ্ছে। সে জন্যই ওদের কেন্দ্রীয় স্লোগান 'আর নয় অন্যায়' বা ওদের রথের নাম 'পরিবর্তন যাত্রা'। এখন তৃণমূলের অত্যাচারে যারা ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদেরকে বুঝিয়ে-সুজিয়ে তৃণমূলের কোলে ঠেলে দেওয়া নিশ্চয়ই কোনো সচেতন নাগরিকের কাজ হতে পারে না, আর সেটা তাদের পক্ষে সম্ভবও নয়। ফলতঃ যদি সত্যিই No_vote_to_bjp করতে হয়, তাহলে anti tmc ভোট টানার জন্য bjp ছাড়া অন্য কোন ফ্রন্টকে শক্তিশালী করতে হবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আর যদি কেউ Yes_vote_for_tmc করতে চান, তাহলে তার কথা আলাদা। সে ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে সেটা মুখে স্পষ্টভাবে বলে দিলে বোধ হয় ভালো হয়।


    আর এর সাথে কিছু x-factor আছে। 


    এক, ধরুন, বিজেপিকে রুখতে সমর্থন-টমর্থন দিয়ে কোন তৃণমূলের নেতাকে বিধায়ক হিসেবে জেতালেন। রেজাল্টের পর তিনি বিজেপিতে ঝাঁপ দিলেন। একথা নিশ্চয়ই মানবেন, আজকে দাঁড়িয়ে সেটা কোন অলীক কল্পনা নয়। কি করবেন তখন?


    দুই, মমতা ব্যানার্জিকে TMC জোট করতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে। হ্যাঁ, TMC জোটের কথাই বলছি। A,B,C- তৃনমূলের অন্তত তিনটি লবি আছে সব জায়গায়। ইলেকশনের আগের ক্ষমতা এবং টাকার যথাযথ বন্টন হলে এই জোট ভেঙে যাবে। A টিকিট পেলে, B যদি দাবিমতো ক্ষমতা বা টাকা না পায় দরজা খোলা পেলে বিজেপিতে শিফট করবে আর না পেলে আড়ালে থেকে বিজেপিতে ভোট করাবে। আর C হয়তো নির্দল প্রার্থীও হয়ে যেতে পারে। কি করবেন তখন?


    এবারের নির্বাচন সত্যিই অন্যবারের মতো নয়। ফ্যাসিবাদের মুখোমুখি আমরা। সে বিপদ বুঝে যদি সঠিক রাস্তা না নেওয়া হয়, সুইসাইডাল হতে পারে কিন্তু। দয়া করে একটু ভাবুন।

  • @PT | 2405:8100:8000:5ca1::941:c902 | ১০ মার্চ ২০২১ ১০:০৬103417
  • বিজেপি, তিনোমুল এবং কংগ্রেসকে আটকাতে হবে। আবার খগেন মুর্মু বিজেপিতে যাচ্ছে। মানে বিজেপি, তিনো্মুল, কংগ্রেস এবং সিপিএমকে আটকাতে হবে। আবার তেজস্বীকেও আটকাতে হবে। নোটা ছাড়া গতি নেই।

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ১০:১৭103418
  • তিনোরা হয়্ত ৪৫% ভোট পাবে। বাকি ৫৫% কোথায় যাবে? 


    যারা সত্যি সত্যি বিজেপিকে আটকাতে চায় অথচ সরাসরি রাজনীতি করে না তাদের অবিলম্বে একটি সদর্থক স্লোগান তোলা উচিতঃ "হয় তিনো নয় জোট। 


    ২০১১ তে "যে আসে আসুক সিপিএম যাক" নামক বালখিল্য স্লোগানের লং টার্ম এফেক্ট এখন দেখা যাচ্ছে। "যে আসে আসুক" এর মধ্যে বিজেপিও প্রছন্ন ছিল। সেই স্লোগানধারীরা এখন পশ্চাতের চামড়া খোয়ানোর ভয়ে ভেক বদলে আবার একটি নির্বোধ নন-্কমিটাল স্লোগান দিয়ে বিজেপিকে আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। 

  • Ranjan Roy | ১০ মার্চ ২০২১ ১০:৩৩103419
  • পলিটিশিয়ানের সুচিন্তিত বক্তব্যের সাথে অনেকটাই সহমত। বিহারে আসল ভোট কাটুয়া হল কংগ্রেস। একগাদা সিট নিল,, কিন্ত স্ট্রাইক রেট খুব খারাপ। লেফট গ্রুপের রেট ভাল। ওদের কিছু সিট বেশি দিলে ফল অন্যরকম হতে পারত।


    কিন্ত কমরেড,  জেতার পর বিজেপির দিকে টাকা বা পদের লোভে চলে গিয়ে গণেশ উল্টে দেয়া? এ ব্যাপারে ত গোটা দেশে রেকর্ড করেছে কংগ্রেস। আসামের হিমন্ত বিশ্বশর্মা একাই বিজেপিকে আনলেল। ইউপিতে সবচে বড়  নেতা রীতা বহুগুণা। এমপিতে জোতিরাদিত্য  17 জনকে নিয়়ে। কর্ণাটকে 17 জনকে নিয়ে  জারখোলি, যিনি সেক্স কাণ্ডে ধরা পড়়়লেন।


    গুজরাতের গোয়ার মণিপুরের কংগ্রেস দলটিকে প্রায় তুলে দেওয়া বিধায়কের? বঙ্গে আপনার প্রধান জোটসঙ্গী কং থেকে দরকার পড়লে টোপ গিলবেনা? ভাবুন। 

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ১০:৪৮103420
  • তিনোরা "দরকার পড়লে টোপ গিলবেনা? ভাবুন। "

  • Somnath Roy | ১০ মার্চ ২০২১ ১১:১৪103421
  • গত দশ বছরে সিপিয়েমের কতজন নেতা তৃণমূলের টোপ গিলেছে?বিজেপির হাজারগুণ শাঁসালো টোপ বাম বিধায়করাও কি গিলবে না?

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ১১:২১103423
  • তাহলে তো মিটেই গেল। বিজেপই পবর ভবিতব্য। তক্ক শেষ। যাও সবে নিজ নিজ কাজে।

  • Somnath Roy | ১০ মার্চ ২০২১ ১১:২২103424
  • না, বিজেপিকে মমতা আটকে দেবেন। তাঁকে সাহায্য করুন।

  • PT | 45.64.224.66 | ১০ মার্চ ২০২১ ১১:৩৭103425
  • আরেকটি misconception। নিজেরা আসতে না পারলে বিজেপি কোন না কোন ভাবে মমতাকেই ক্ষমতায় রাখবে। বামেদের উত্থান আটকে রাখার জন্য। তিনোর কতজন ও কারা কারা RSS এর হয়ে কাজ করে চলেছে তা অবোধ পাবলিকের পক্ষে জানা সম্ভব নয়।

  • aranya | 162.115.44.104 | ১০ মার্চ ২০২১ ১১:৪২103426
  • পাবলিক অবোধ ও ছাগোল, তারা কুয়োর ব্যাঙ, রাজনীতি বোঝে না - সত্যিই কি তাই? 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

No Vote to BJP, Debotosh Das on Election, Debotosh Das on No Vote to BJP, Debotosh Das Bindubisargo, NO Vote to BJP and CPIM, CPM No Vote to BJP, West Bengal Assembly Election, West Bengal Assembly Election 2021, West Bengal Assembly Election Coverage, West Bengal Assembly Election Guruchandali, West Bengal Assembly Election human story, West Bengal Assembly Election Politics, West Bengal Assembly Election Votebaksho, West Bengal Assembly Election Votebakso, West Bengal Assembly Election, West Bengal Assembly Election Votebakso Guruchandali, Guruchandali Election Coverage, Guruchandali Assembly Election West Bengal 2021
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন