এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.242.15 | ০৭ মে ২০২১ ১৪:০৪105646
  • খোলা নর্দমার সঙ্গে তুলনা টানার পরে অনেকে নর্দমা ঢাকা দিয়েছে। in fact কাউকে কোন গালাগাল না দিতেই আমার পিতৃদেবকে নিয়েও টানা টানি হয়েছিল। সেগুলো সবই রেকর্ডেড।

  • dc | 171.49.203.58 | ০৭ মে ২০২১ ১৪:১৪105647
  • আরে রেকর্ডেড তো বটেই, সবই রেকর্ডেড। আপনিও নর্দমায় নামবেন না, অন্যদেরও নামাবেন না :-)

  • আজ্ঞে | 2001:bc8:1824:2539::1 | ০৭ মে ২০২১ ১৪:২৩105648
  • সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আসামে NRC করতে চেয়েছে বলেই বাংলায় তিনোরাও সেটা চাইবে এমন কোন গ্যারান্টি নাই। বিজেপির পথই ভারতের পথ নাই হতে পারে।

  • dc | 171.49.203.58 | ০৭ মে ২০২১ ১৪:৩২105649
  • বিজেপির পথই ভারতের পথ, ওটা তো পিটিদার নিজস্ব মত। অন্য অনেকেই সেই মতে সাবস্ক্রাইব করেনা সে তো দেখাই গেল, নাহলে তো পব, তামিল নাড়ু আর কেরলে বিজেপি ক্ষমতায় চলে আসতো। এমনকি খোদ ইউপিতেও এবার পঞ্চায়েত নির্বাচনে মানুষ সপাকে বেশী ভোট দিয়েছে। 

  • PT | 203.110.242.23 | ০৭ মে ২০২১ ১৪:৪৫105650
  • "গুরুতে এসব ঢপবাজি চলে না, বিজেপিকে সামান্য একটু ঘুরিয়ে সাপোর্ট করেছ কি দশটা লোক ধরে ফেলবে"

    সত্যি? গুরুর কেউ ধরনা মঞ্চে উপস্থিত বিজেপি নেতাদের দেখতেই পায়নি, ধরে ফেলা তো দূরস্থান। ঐ সময়েই তো বিষবৃক্ষের বীজ পোঁতা হল যেটাকে তিনোরা পেলে-পুষে বড় করল!! তখন কোথায় ছিলেন মহায়?

    দিল্লীশ্বরেরা চোখ খুললেই জেহাদী দেখে আর গুরুতে তাদের ভাবশিষ্যরা চারপাশে বিজেপি দেখছে। আর সেই বীজ পোঁতার এতদিন বাদে একজন বিজেপি সাপোর্টারকে গুরুতে পাকড়াও করা গেছে!! কি এফিসিয়েন্ট এই গোয়েন্দাগিরি। আমেরিকার red under the bed কেও হার মানায়।

    দয়া করে নর্দমার ঢাকনা আবার খোলা হোক। শুধু জ্যাঠামো বন্ধ হোক। মনে হয় না গুরুর সম্পাদকীয় দপ্তর কাউকে জ্যাঠামো করার দায়িত্ব দিয়েছে। জ্যাঠামোর চাইতে ঐ পাঁক আর দুর্গন্ধ অনেক বেশী সহনীয়।
     

  • dc | 171.49.203.58 | ০৭ মে ২০২১ ১৪:৫০105651
  • আরে এতো রেগে যাচ্ছেন কেন? নাহয় আপনি বিজেপি সাপোর্টার, তো কি হয়েছে? এতোদিন মুখোশ পরে ছিলেন, এখন মুখোশটা খুলে গেছে। ও কিছু না। 

  • জ্যাঠা | 2405:8100:8000:5ca1::5d7:a77f | ০৭ মে ২০২১ ১৪:৫২105652
  • রামবাম হাত মিলিয়ে ইউপিএ সরকারকে ফেলার চেষ্টা করেছিল হে ভাইপো। বিষবৃক্ষের বীজ কে পুঁতেছিল তা নিয়ে লুকোছাপা নেই তো।

  • @বিজেপিটি | 182.76.110.171 | ০৭ মে ২০২১ ১৫:০০105653
  • পিটি সরাসরি লিখছে না কেন সে রাজ্যের ৫ টাকায় ডিমভাতের কাউন্টারের লোকেশন লিস্ট চায়? সোজা কথায় লিখছে না কেন সে সেই তালিকা থেকে কি প্রমাণ করতে চায়? পস্টুলেটটা কী? কোন বক্তব্যের কাউন্টার সে করতে চায়? রাজ্যে শ্রমজীবী ক্যান্টিন ক'টা আর কোথায় কোথায় রয়েছে? সেখানে যদ্দুর জানি ব্যক্তিগত উদ্যোগে আর অনুদানের আনুকুল্যে ২০ টাকায় খাওয়া পাওয়া যায়। ৫ টাকার ডিমভাতের কাউন্টার কি সে কৃতিত্ব খাটো করছে বলে তার মনে হয়? ন্যূনতম কটা কাউন্টার এর খবর পেলে এ বিষয়ে তার ভাটানো শেষ হবে?


    সোজা ভাষায় সরাসরি কী প্রমাণ করতে চায় না বলে এভাবে ঘুরিয়ে ত্যানা প্যাঁচাতে থাকলে আবার অচিরেই কাঁচা খিস্তি খাবে নিঃসন্দেহে। 


    আর এরকম যেকটা পস্টুলেট তার রয়েছে, একে একে গুছিয়ে হরিদাস পাল হিসেবে লগিন করে এক একটা ব্লগ পোস্ট হিসেবে সে রাখছে না কেন, যাতে করে স্পেসিফিক সেই পয়েন্টটা নিয়ে সরাসরি পক্ষে বিপক্ষে কথা সেখানে হতে পারে? গুরুর প্রতিটা টই, ভাটের প্রতিটা পাতায় সেই বক্তব্যগুলো দিনের পর দিন ঘুরিয়ে পেঁচিয়ে রেটরিকালি প্লেস করে, বিভিন্ন ব্যক্তি ও গুরু কর্তৃপক্ষকে টন্ট করে চলছে কেন সে? এটা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুরুর পাঠকদের ইরিটেট করা সেটা কী বোঝা যাচ্ছে না বলে সে মনে করছে?

  • PT | 203.110.242.23 | ০৭ মে ২০২১ ১৫:৫৮105655
  • ৫ টাকার ডিম্ভাতের কাউন্টার সমূহের জেলাভিত্তিক তালিকাটি এখানে টাঙিয়ে দেওয়া হোক।

  • dc | 171.49.203.58 | ০৭ মে ২০২১ ১৬:০১105656
  • আসলে এবার "নো ভোট টু বিজেপি" ক্যাম্পেনের সাফল্যে পিটিদা খুব বেশী ক্ষেপে গেছে, তাই মাথাগরম করে বাঙালির বাপবাপান্ত করে ফেলেছিল। একটু শান্ত হোন পিটিদা, বিজেপির হয়ে কৌশলী প্রচার করার সুযোগ আগামী দিনে আরও পাবেন। এতো রাগলে চলে? 

  • ডিম্ভাত | 74.82.60.90 | ০৭ মে ২০২১ ১৬:০৭105657
  • অ্যাই কে আছিস রে তালিকা টাঙা তালিকা টাঙা। ম্যাস্টর হুকুম করেছে। 

  • গড়গড়া | 198.7.62.204 | ০৭ মে ২০২১ ১৬:১৫105658
  • ততক্ষন একটু তামুক চলবে কত্তা? আপ্নের যা জমিদারি মেজাজ অল্পেই রেগে যান কিনা

  • কাউন্টার | 2a0b:f4c2:1::1 | ০৭ মে ২০২১ ১৬:৪৮105659
  •  পশ্চিমবঙ্গের সব কাজের মাসি আর টোটোচালকের সঙ্গে কথা বলতে তো সময় লাগবে। পাঁকবাবু বরং এ নিয়ে একটা RTI করুন। উত্তর কি পেলেন এখানে জানিয়ে দেবেন।

  • @বিজেপিটি | 103.76.82.40 | ০৭ মে ২০২১ ১৭:২১105660
  • কেন টাঙাতে হবে সেটা পষ্ট ভাষায় না বললে তো  টাঙানোর কোনো উদ্যোগ নেওয়া যাবে না কত্তা। ওই স্লিপারি স্লোপের খচরামিটি তো অনেকদিন ধরেই চলছে, যাকে গোলপোস্ট সরানো বলে বলে ভদ্রলোকেরা হেদিয়ে গেলেন, ক্লান্ত হলেন, তাদের বয়স ও হয়েছে, চোখের পাতাও রয়েছে। পষ্ট করে এ বিষয়ে নিজের থিয়োরিখানি না বলে এরকম আলবাল প্রশ্ন তথা অর্ডার দিতে থাকলে তো কপালে খিস্তিই জুটবে মনা। এবার থেকে নিজের বক্তব্য নিজে পরিষ্কার করে বলা অভ্যাস করো কেমন? অন্যকে তিরিশটা অবান্তর প্রশ্ন করার আগে এটা বলে নেওয়া অভ্যাস করো যে এ বিষয়ে নিজের থিয়োরি বা কনক্লুশনটা কী। উত্তরগুলো এলে সেটা কীভাবে সমর্থিত বা নস্যাৎ হবে। 


    কারণ অন্য যারা এই কাউন্টার প্রশ্নটা করেন তাদের এই সততাটুকু আছে, যে, কাউন্টার প্রশ্ন করার অর্থ যে ইমপ্লায়েড অবস্থান, তারা সেখানে স্থির থাকেন।  তুমি বাপু সেখানে থাকো না। এ অতীতে অজস্রবার দেখা গেছে। সুতরাং ডিমভাত বিষয়ে নিজের বক্তব্যখানা আগে পোষ্কার করে বলে ফেল দেখি।

  • পিটির গার্জেন | 157.40.192.85 | ০৭ মে ২০২১ ১৮:০৪105662
  • অ্যাই তনু, হাত পা ধুয়ে পড়তে বোস।


     সারাক্ষণ বিজেপি কেন এল না বিজেপি কেন এল না করে যাচ্ছে! 

  • PT | 203.110.242.23 | ০৭ মে ২০২১ ১৮:৪৫105664
  • যাক, নিশ্চিন্ত হওয়া গেল যে কারো কাছ তালিকা নেই।
    নেহাৎই আমড়াগাছি।

  • dc | 171.49.203.58 | ০৭ মে ২০২১ ১৯:০০105667
  • যাক আজকের মতো বিজেপিটিদা আইটিসেলকে খুশী করতে পেরেছে :d কিপ ইট আপ পিটিদা :d

  • t | 2405:8100:8000:5ca1::4dc:482f | ০৭ মে ২০২১ ১৯:১৩105668
  • বামফ্রন্টের ভূমিসংস্কারে কারা কারা জমি পেয়ে উপকৃত হয়েছিলেন তার লিস্ট টাঙানো হোক।

  • @বিজেপিটি | 103.76.82.40 | ০৭ মে ২০২১ ১৯:৩৫105671
  • পিটি এতক্ষণ এইজন্যে আমড়াগাছি করছিল? গুরু ইউজারদের কাছে ডিম্ভাত কাউন্টারের তালিকা নেই এটা প্রমাণ করতে? রাজনৈতিক বক্তব্য কিছুই ছিল না তাহলে? সাধে খিস্তি দেয় মানুষে?

  • @বিজেপিটি | 103.76.82.40 | ০৭ মে ২০২১ ১৯:৩৫105670
  • পিটি এতক্ষণ এইজন্যে আমড়াগাছি করছিল? গুরু ইউজারদের কাছে ডিম্ভাত কাউন্টারের তালিকা নেই এটা প্রমাণ করতে? রাজনৈতিক বক্তব্য কিছুই ছিল না তাহলে? সাধে খিস্তি দেয় মানুষে?

  • আমড়াগাছি | 198.7.62.204 | ০৭ মে ২০২১ ১৯:৪৩105673
  • আইটিসেলের পুরনো কায়দা। হিন্দুদের কি সুবিধে দেওয়া হচ্ছে না আর মুসলমানদের কি দেওয়া হচ্ছে তার একটা তালিকা চেয়ে বসবে সেটা না দিলেই কেল্লাফতে। ভালো ট্রেনিং পেয়েছে ম্যাস্টর।  

  • PT | 203.110.242.23 | ০৭ মে ২০২১ ১৯:৪৫105674
  • তালিকা নাহয় বাদই দিলাম। ৫ টাকার ডিম্বাতের কাউনটার সম্পর্কে সামান্যতম সংবাদও কারো কাছে নেই। শুধুই খিল্লি আর নর্দমার জল।

  • নর্দমা | 51.68.152.226 | ০৭ মে ২০২১ ১৯:৫৫105675
  • এসো হে ম্যাস্টর আমার বুকে এসো। এ পৃথিবীতে শুধু তুমি আমায় চিনেছ। এসো আমরা দুজনা পাশাপাশি শুয়ে থাকি   

  • :( | 2a03:e600:100::32 | ০৭ মে ২০২১ ১৯:৫৫105676
  • IITতে google করতে শেখায় না? স্যাড।

  • খিল্লি | 198.7.62.204 | ০৭ মে ২০২১ ১৯:৫৯105677
  • অ্যাই নর্দমা হ্যাট হ্যাট। তোর জন্য ম্যাস্টরের এরকম দুর্নাম হয়েছে। এখন থেকে ও শুধু আমার কাছে থাকবে। 

  • @বিজেপিটি | 103.76.82.40 | ০৭ মে ২০২১ ২০:৩৯105680
  • ওরে আবাল, কীসের সংবাদ, কেন দরকার, এ নিয়ে তোর বক্তব্যটা কী সেটা তো খুলে বল! ডিম্ভাতের কাউন্টার নিয়ে নিজের বক্তব্যটুকু এখনো বলে উঠতে পারল না, ০৫ মে ২০২১ ২৩:৫৫ থেকে আজ ০৭ মে ২০২১ ১৯:৪৫ দুদিন ধরে বক্রোক্তির এই তুলনাহীন আমড়াগাছি কে লোকে লুঙ্গী তুলে নাচ বলবে না তো কী বলবে আর? 

  • দৌড় | 2a0b:f4c0:16c:8::1 | ০৭ মে ২০২১ ২০:৫৬105681
  • আরে ভাই, পিটির কাছে রাজনৈতিক আলোচনা হল মমতাকে নিয়ে খিল্লি করা, এই যেমন মমতার ডিমভাত প্রকল্প নিয়ে আওয়াজ দেওয়া, ব্যস - এই অবধি হচ্ছে ওনার দৌড়।

    তৃণমূল এর অনুদান প্রকল্প - যেমন, মেয়েদের স্কুলে যাবার জন্য সাইকেল প্রদান - ইনি একে ভিক্ষা বলেন, অনেকেই বলেন। কিন্তু ইনি আবার বলেন এই সাইকেল দেওয়া সিপিএমের আমলে শুরু হয়েছিল। অর্থাৎ, একাধারে তৃণমূল ও সিপিএম কে ছুলে দিলেন। তাহলে তলে তলে কার সাপোর্টার পরিষ্কার বোঝা যাচ্ছে। আগে একটু লুকিয়ে চুরিয়ে বিজেপি সাপোর্ট করতেন, আজকাল একদম খুল্লম খুল্লম। প্রায় সন্ময় ব্যানার্জির মতন।

  • @বিজেপিটি | 103.76.82.40 | ০৭ মে ২০২১ ২১:১৭105682
  • অনেক হল, অপূর্ব ব্যাপারটা আরেকটু বলে যাই। 


    আবাপ-র রিপোর্টিং এরকম ছিল (১৩  ফেব্রুয়ারি ২০২১) সোমবার থেকে কলকাতায় পাঁচ টাকায় পাওয়া যাবে ভাত, ডাল, সবজি, ডিম। সোমবার নবান্ন থেকে ভার্চুয়ালে 'মা' প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন থেকে সরকারি ক্যান্টিনে পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল, সবজি, ডিম। আপাতত কয়েকটি ওয়ার্ডে ট্রায়াল দিয়ে শুরু হবে এই প্রকল্প। পরে কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই 'মা' প্রকল্প (Maa Scheme) চালু করা হবে। 


    ২৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৪ সিংগুল K ডিম্ভাত কাউন্টারের ছবি দিলেন। 


    আর ইনি ১৭ এপ্রিল থেকে শুরু করেছেন : কলকাতার বাইরে ৫ টাকার ডিম্ভাত প্রকল্প কেমন চলছে কেউ জানাবেন? 


    (০৩ মে ২০২১ ২০:১৯) কলকাতার টিভি চ্যানেলের ক্যামেরার বাইরে কোথায় কোথায় ৫ টাকার ডিম্ভাতের দোকান খুলেছে কেউ জানেন?


    ভাটে, টইতে সর্ব প্রসঙ্গে এই এক প্রসঙ্গ - (০৪ মে ২০২১ ১১:৩৮) কাকলি ক্ষেত্রপাল প্রসঙ্গে-  আর হ্যাঁ, এটাও জেনে নেবেন যে ঐ সব মৃত মানুষেরা ৫ টাকার ডিম্ভাত পেত কিনা!! 


    যে প্রকল্পটা কলকাতার বিভিন্ন ওয়ার্ডের জন্য অ্যানাউন্স করা হয়েছে, কয়েকটা ওয়ার্ডে ট্রায়াল শুরু হয়েছে মাত্র, সেটা নিয়ে কন্টিনুয়াস ত্যানা পেঁচিয়ে যাচ্ছে জেলায় জেলায় ডিম্ভাতের কাউন্টারের তালিকা চেয়ে। একে লোকে চুতিয়া বলবে না তো কী বলবে?

  • রিসকাওলা | 198.7.62.204 | ০৭ মে ২০২১ ২১:৫৭105683
  • ও ম্যাস্টরদা গোলপোস্ট সরাতে হলে আমায় ডেকো। তোমার তো আবার গাঁড়ে ব্যাতা।  

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন