এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 122.174.121.255 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৬498459
  • স্রেফ পানভোজনের জন্য এতো গন্ডগোল! হায় হায়
  • Tim | 2603:6010:a920:3c00:34f4:62fc:c803:f4f2 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪৮498462
  • এই লেখার শিরোনাম আর কনটেন্ট অবিকল আবাপ ডিজিটাল ডেস্ক এর মত। শুধু "জানেন কি " টাই নেই।
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৩498463
  • এহ  দুদ্দুর। এচ্চেয়ে রাজা ভচ্চাজের দ্বারকানাথ বইতে আরো ডিটেলে ভাল করে গপ্পো বলা আছে। 
     
    কথা হল একটা মানুষের সংস্পর্শে এলে আরেকটা মানুষ স্নান করে শুদ্ধ হচ্ছে এই ব্যপারটাই এমন গা গুলানো ওয়াক থু টাইপের মানসিকতা যে সেটাকে বাহবা দেবার বা গ্লোরিফাই করার কোন কারণ দেখি না। 
  • Abhyu | 47.39.151.164 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৩498464
  • আচ্ছা আজকাল আর এই রকম নাম হয় না? দিগম্বরী গুহ মুখোপাধ্যায়?
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৬498466
  • Tim - আপনি যে কন্টেন্টের কথা বলছেন সেটা  কি একবার দেখা যায় ? 
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৯:৩২498467
  • দ - 
     
     
    ম্যাডাম আপনি যে বইয়ের কথা বললেন সে সম্পর্কে আর একটু তথ্য জানতে পারলে ভালো লাগতো, আর আমি শুধু ঘটনার কথা লিখেছি পাঠক তা কিভাবে গ্রহণ করবেন সেটা তার বিষয়।
     
     
  • Tim | 2603:6010:a920:3c00:442b:df69:2414:8ad2 | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৯:৫০498468
  • দেবব্রতবাবু,
    নিশ্চয়ই দেখা যাবে, আপনি আনন্দবাজার পত্রিকার ডিজিটাল ডেস্কের ক্লিকবেইট শিরোনাম দেখতে চাইলে ওখানেই পাবেন। বিশেষ করে সেলিব্রিটিদের নিয়ে এইরকমই তো লেখাপত্র ছাপা হয়। সেই ব্যক্তিগত জীবন ইত্যাদি। কেন সেটা নিয়ে আলোচনা করতে হবে সেটাই আমার প্রশ্ন। 
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:০৬498470
  • Dekhun karo byktigoto porisore nak golano uchit noy bolei amio mone kori.kintu dwarokanath je somosto kaj korechen..... Segulo ki digombori debir dik theke khub somorthon jogyo?
     
     
     
    Ar amar apnar kache prosnota ektu onno chilo.... Apni ki konovabe eta bolte cheyechen j anandabazar er songe amar lekhar hubohu mil ache? 
  • dc | 122.174.121.255 | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:১১498472
  • দ্বারকানাথের কাজ দিগম্বরী দেবীর দিক থেকে সমর্থনযোগ্য কিনা সে ভাবনা ওনাদের দুজনের ওপরেই ছেড়ে দিন। ওনাদের ব্যাক্তিগত পরিসরে আমাদের নাক না গলানোই ভালো। 
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:২৬498475
  • ১) বাংলিশ  লিখবেন না। পড়তে পারি না। চোখ ব্যথা করে। 
    ২) দিগম্বরী বরে পোষা ঘরে পোষা টাইপের ছিলেন ত। তা যে বরের পোষ্য সে বর যেভাবে পুষবে সেটায় আপত্তি হলে বেরিয়ে গিয়ে সন্ন্যাসিনী হতে পারতেন। তা করেন নি বরং বরের টাকায়ই ধম্মকম্ম চালিয়েছেন। 
    এবার সেটাই ওনার পছন্দ করা চলার রাস্তা। সেই নিয়ে মাথা  ঘামিয়ে কিরব কী? হ্যাঁ ফিকশান হিসেবে  পড়তে পারি। কিন্তু আপনার লেখা সেদিক থেকেও ফিকশান পাঠের আনন্দ দিতে পারছে না। 
    ৩) দ্বারকানাথ ও ঠাকুর পরিবারের আফিম ব্যবসা যথেষ্ট ওয়েল ডকুমেন্টেড। সেটা নিয়ে মচমচে ফিকশান হতে পারে। কিন্তু কেউ লেখে না হায়। 
    ৪) দ্বারকানাথের ট্যাক্সো আদায় আরেকটা জায়গা। ইংরেজের হয়ে হিংস্র নির্মমতা ভাবে ট্যাক্স আদায় করতে গিয়ে বহু  স্বদেশবাসীকে নিঃস্ব করে ছেড়েছেন। সেটা নিয়েও প্রবন্ধ হতে পারে ফিকশানও হতে পারে। সেগুলোও ইন্টারেস্টিং বিষয়। 
     
    কিন্তু এই ঠাকুরবাড়ির কে কীভাবে তাঁদের যৌনাঙ্গ ব্যবহার করেছেন সেই নিয়ে লেখা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি।
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:২৭498476
  • * হিংস্র নির্মমভাবে (নির্মমতা নয়)
  • Tim | 2603:6010:a920:3c00:442b:df69:2414:8ad2 | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:৩৯498477
  • দেবব্রতবাবু,
    না, আমি এটা বলতে চাইনি যে আপনার লেখার সাথে আনন্দবাজারের লেখার হুবহু মিল আছে। প্রকৃতিগত মিল আছে বলতে চেয়েছিলাম। আমার লেখা পড়ে  সেরকম কিছু মনে হলে দুঃখিত। 
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৮498479
  • বাংলিশ - এ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়নি। এবার আপনাকে ' ম্যাডাম বলার ​​​​​​​জন্য ​​​​​​​আপনার ​​​​​​​রাগ ​​​​​​​হলে ​​​​​​​আমি ​​​​​​​নাচার ​​​​।
     
    একজন কি লিখবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, আপনি আজ বলতেই পারেন যৌন সুড়সুড়ি দেওয়া  লেখা আপনার ভালো লাগে না, ভালো না লাগলে পড়বেন না। কিন্তু তার মানে এই না যে কোনো একজন কি লিখবেন সেটা আপনি বলে দেবেন। ' ক্লান্ত ' হয়ে গেলে কিছুদিন বিশ্রাম নিয়ে নিতে পারেন।
     
     
     
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৯498480
  • Tim -
     
    না না আমার বোঝার ভুল, দুঃখিত। 
  • Ranjan Roy | ২১ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৫498481
  • সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে পাবলিক ডোমেইনে আলোচনা তখনই অর্থবহ হয় যখন তার ইমপ্যাকট  পাবলিক লাইফে বা নীতিতে পড়ে, নইলে এগুলো  কেচ্ছা বা নীতিপুলিশগিরির আড়ে পিএনপিসি হয়ে যায়।
    আর নৈতিক মূল্যবোধ একটি সামাজিক নির্মাণ মাত্র।  কথা বললে চান করতে হবে ? আবার শোবে কিনা
    সেটা পন্ডিত ডেকে ঠিক করে! এসব কিছু ট্যাবলয়েডের নিয়মিত আহার।
    দ্বারকানাথের আফিমের চোরাকারবার, এই আয় ও পরিবারের খাইখরচায় তার প্রভাব  বা তাঁর খাজনা আদায়ের পদ্ধতি --- এসব নিয়ে আলোচনা হতেই পারে।
    আর ওনার স্ত্রীর দু:খ? অভিজিত ব্যানার্জি নোবেল প্রাইজ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ তাঁর প্রথম স্ত্রীর দুঃখ নিয়ে কেঁদে ভাসালেন। রিসার্চ নিয়ে মুখে কুলুপ!
     
     
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১১:০৬498482
  • Ami to mukhe kulup atini ranjan babu.ager din bodhoy apnake railpath nirman ba union bank er kotha bollam.sudhu afim niye lekha hbe na kno e prosner mane ki? 
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ১১:১৮498483
  • বাংলিশ মানে ইংরিজি হরফে বাংলা লেখা, যেটা আপনি আকছার মন্তব্যের ঘরে করেন।  খোলা পাতায় লেখা মন্তব্য সবই সবাই দেখতে পায়। আমাকে না লিখলেও বিরক্তিকর বাংলিশ চোখে পড়ে। 
    বাংলা সাইটে বাংলিশ নিরুৎসাহিত করা হয় সংগত কারণেই। 
     
    আবারও খোলা পাতায় লেখা চোখে পড়লে কী মন্তব্য করব সেটাও একেবারেই আমার বিচার্য্য। ক্লান্ত লাগলেও বলব ওয়াক থু লাগলেও বলব। 
     
    বুঝলাম আপনি যৌন সুড়সুড়িমূলক লিখতে চান। সেক্ষেত্রেও আমার চোখে পড়লে মন্তব্য করতেই পারি। 
     
     
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১১:৩৬498485
  • আমিও তো আপনাকে বোঝাতে পারছি না, মন্তব্যের ক্ষেত্রে আপনি স্বাধীন তেমন লেখার ক্ষেত্রেও আমি স্বাধীন।
  • Ranjan Roy | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৮498494
  • দেবব্রতবাবু
     ১ আপনাকে কেউ বলছেনা আপনি কী  নিয়ে লিখবেন--সেটা আপনার ব্যক্তিগত পছন্দ। তেমনি পাব্লিক ডোমেইনে লেখাটা প্রকাশ করার পর সেটা নিয়ে মন্তব্য করা পাঠক-প্রতিক্রিয়া মাত্র। সেই প্রতিক্রিয়া ঠিক ভুল সবই হতে পারে। এটাকে আপনি আপনার লেখক-স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করছেন কেন? 
    ২ আফিম নিয়ে ইংরেজ পার্টনারের সঙ্গে চীনে চোরাচালানের কারোবার ডকুমেন্টেড। এটার থেকেই যে আয় তাদিয়ে জমিদারি কেনা ও ব্যাংক প্রতিষ্ঠার প্রয়াস।
    ৩ রেলওয়ে নিয়ে ওনার স্বপ্নের আপনি উল্লেখ মাত্র করেছেন। সেটার টাইম ফ্রেম বা আদৌ কতটুকু বাস্তবায়িত হয়েছিল সে নিয়ে কোন তথ্য বা আলোচনা নেই। তাহলে আপনি নতুন কী করলেন বা বললেন যা গুগল করলে জানা যাবে না?
     হয় নতুন তথ্য দেবেন বা পুরনো তথ্যের নতুন বিশ্লেষণ, নইলে সেটা হ্যাজিওগ্রাফি হবে না?
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭498496
  • রঞ্জন বাবু আফিম চালানের ব্যাপারটা আমার জানা নেই....... আর আমি  বলেছিলাম ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর এর উপকূল পর্যন্ত উনি রেলপথ বিস্তারের পরিকল্পনা করেন মিশরের পাশা মহম্মদ এর সঙ্গে  যৌথভাবে, এই পরিকল্পনা হয়েছিল ওনার দ্বিতীয়বার বিলেত যাত্রার সময়। ওনার অকাল মৃত্যু সেই পরিকল্পনাকে বাস্তব রূপ পেতে দেয়নি।
  • ritwik dey | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৮498497
  • tim বেড়ে বলেছে - শুধু "জানেন কি " টাই নেই। 
  • Ranjan Roy | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪১498499
  • দেবব্রতবাবু,
        কোথাও মিশরের পাশার সঙ্গে মিশর অব্দি রেললাইন পাতার স্বপ্নের রেফারেন্স পেলাম না। আপনি কোথায়  এর উল্লেখ পেয়েছেন জানালে বাধিত হব। অথচ দ্বারকানাথের  নীলচাষ ও আফিম উৎপাদনে দাদন দিয়ে চাষ করানোর উল্লেখ সবজায়গায় পেলাম। 
    উনি ১৮৪৫ সালে Great Western Bengal Railway Company (GWBRC) খোলেন, উদ্দেশ্য কোলকাতা থেকে রানীগঞ্জ হয়ে রাজমহল, এবং পরে পাটনা অব্দি লাইন বিছানো। কিন্তু এক বছর পরে ১৮৪৬ সালে মারা যাওয়ায় কিছুই হয়নি। সেখানে মিশর?
    আর আফিমের সাপ্লাইয়ের সঙ্গে রেলওয়ের স্বপ্ন জড়িত ছিল। .Carr Tagore and Company (1843) খুলেছিলেন এসব ব্যবসার জন্যেই। চীনের বেআইনি আফিম চালানের  জন্য একবার ওনার জাহাজ ক্যান্টনে বাজেয়াপ্ত হয়। 
     
     
    এ'দুটো বই  "Partner in Empire: Dwarkanath Tagore and the Age of Enterprise in Eastern India" লেখক  Blair King, এবং  Communication and Colonialism in Eastern India (লেখক Nitin Sinha)  এ'ব্যাপারে ভাল আকরগ্রন্থ। এছাড়া রয়েছে অর্থনীতিবিদ বিবেক দেবরায়ের ভারতীয় রেলওয়ের জন্মকথা ও বিকাশ নিয়ে ইদানীং প্রকাশিত বইটি।
    মহম্মদ পাশার সঙ্গে মিশর অব্দি রেল লাইন বিছানোর স্বপ্ন নিয়ে সোর্স বলবেন প্লীজ।
  • কলি | 2a03:e600:100::20 | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৩498500
  • ১৮২৩ খ্রিস্টাব্দে বেলগাছিয়ায় একটি বাগানবাড়ি প্রস্তুত করেছিলেন তিনি। সেখানেই রাতের পর রাত চলতে লাগল ফুর্তি।
     
    আজকাল এতেই যৌন সুড়সুড়ি লাগছে? হমম, বাঙালির কি দিনই এল।
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৬498501
  • রঞ্জনবাবু , আপনি  'ঠাকুরবাড়ির জানা - অজানা ' - সুুুুুমিতেন্দ্রনাথ ঠাকুর  ( মিত্র - ঘোষ পাবলিশার্স )
    বইটি ​​​​​​​দেখুন ​ ।
     
  • সিএস | 49.37.34.230 | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:২১498502
  • আমার আবার দ্বারকানাথের ডায়েরি - চিঠি, অন্য কাগজপত্র যা ছিল সেসব পড়ার খুব ইচ্ছে। কিন্তু নাতিটি তো সব পুড়িয়ে দিলেন, পূর্বপুরুষের কাজকর্ম লুকিয়ে ফেললেন।

    ভালো করেন নি।

    উনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাবু বাঙালীর জীবনে যৌনতার মুখবদল - দরকার হলে সেরকম গবেষণা নয় নামানো যেত অথবা সেসব কাগজে ক্যাসানোভার আত্মজীবনীর মতো কিছু ছিল কিনা ছিল সেও খুঁজে দেখা যেত।
     
     
  • অনিন্দিতা | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫২498503
  • দেবব্রতবাবুকে অভিনন্দন। চাটনি বা সুড়সুড়ি (কী বলবো বুঝতে পারছি না ) দিয়ে এমন একটা জম্পেশ আলোচনা তৈরি করেছেন। আজকাল এক অভিনেত্রী আর তার বিবাহবহির্ভূত সন্তান নিয়ে সামাজিক মাধ্যমে যে হৈচৈ চলছে , আপনার লেখাটিও সেই গোত্রের। 
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭498504
  • না অনিন্দিতা দেবী আমি এটা মানতে পারলুম 
    না , কেচ্ছা লিখলে ভিউ বাড়ে - এটা আপনাকে মানতেই হবে..... 
  • Abhyu | 47.39.151.164 | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৫498505
  • সবচেয়ে বিরক্তিকর হল এই ইংরেজি হরফে বাংলা লেখা।
  • দেবব্রত মণ্ডল | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৭498506
  • আর আমি লিখেছি উনি বাগানবাড়িতে ' ফুর্তি ' করতেন, সেখানে যৌন সুড়সুড়ি লাগছে কেন সবার ? বা যৌনাঙ্গ ব্যবহারের কথা মনে হচ্ছে কেন ? 
  • এলেবেলে | ২১ সেপ্টেম্বর ২০২১ ২০:০০498509
  • ধ্যার মশাই, দ্বারকানাথের ফুর্তি নিয়ে কারও মাথাব্যথা নেইকো - আগে এটা বুঝুন। উনি ওই বাগানবাড়িতে যে সায়েব-মেমদের নিয়ে ফুর্তি করতেন তার একটা আর্থ-সামাজিক প্রেক্ষিত আছে। সেটা আপনার লেখায় নেই। নেই মানে নেই। 
     
    দ্বারকানাথকে নিয়ে লিখছেন অথচ তাঁর আফিম ব্যবসা সম্পোক্কে জানেন না। এদিকে দুদ্দাড়িয়ে নেম ড্রপিং করেই যাচ্ছেন। আগের দিন আমাকে বললেন দেবেন ঠাকুরের আত্মচরিত পড়তে। তো ওতে মশাই কোন পাতাটায় ৪৩টা পতিতালয়ের উল্লেখ আছে? আজ বলছেন সুমিতেন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে। বলি, সে লেখা আপনি নিজে পড়েছেন?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন