এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলকাতা পৌর নির্বাচন ২০২১, বামফ্রন্ট ও‌ সিপিএম এর ইশতেহার ও‌ অন্যান্য

    bodhisattvagc dasgupta লেখকের গ্রাহক হোন
    ১৬ ডিসেম্বর ২০২১ | ১৬৯৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • কলকাতা পৌর নির্বাচন, বামফ্রন্ট, সিপিএম
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | 2406:7400:63:42a4::100 | ১৬ ডিসেম্বর ২০২১ ২০:৩৪502136
  • এই তো এসে গেছে , লালু নন্দন বাহুগুনা | উইকএন্ড টা ভালোই চলবে |
  • | 2406:7400:63:42a4::100 | ১৬ ডিসেম্বর ২০২১ ২০:৩৬502137
  • কি রে বাঞ্চোৎ , মেসেজ বোর্ড এ গিয়ে কিছু লিখবি না ?
  • bodhisattvagc dasgupta | ১৬ ডিসেম্বর ২০২১ ২০:৫৪502138
  • বামেদের ইশতেহারে কি আছেঃ 
    বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, ২০ নভেম্বর। ইশতেহার প্রকাশিত  হয়েছে ৫ ডিসেম্বর, ২০২১। 
    কী আছে এই ইশতেহারে : ​​​​​​যেগুলোয় নজর পড়লো- 
    ১- শ্রমজীবি শেলটার, রাতের আস্তানা 
    ২- প্রতি বরো তে শ্রমজীবি মহিলা দের ব্যবহারের জন্য ক্রেশ,‌‌‌‌‌‌প্রতি ওয়ার্ডে, শ্রমজীবি ক্যান্টিন ও শ্রমজীবি বাজার
    ৩- ১০০ দিনের কাজের জন্য ন্যূনতম ৩২৭ টাকা মজুরি, কাজের পরিধি ও‌ নিয়োগ বৃদ্ধি
    ৪ - কর্মসংস্থানের নতুন প্রকল্প
    ৫. ছোটো পরিবেশ বান্ধব প্রকল্পে উৎসাহ
    ৬।  ২৮০০০ এর বেশি শূন্যপদে নিয়োগ, এক বছরের মধ্যে
    ৭. ধাপে ধাপে গভীর নলকূপের সংখ্যা শূন্যতে নিয়ে যাওয়া 
    ৮. আপতকালীধ অবস্থায় পরিবার পিছু দিনপ্রতি ২০ লিটার পানীয় জল
    ৯. মহিলাদের জন্য শৌচালয়, স্কুল ও শৌচালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো, জেন্ডার নিউট্রাল পাবলিক টয়লেট
    ১০. গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রতি ওয়ার্ডে নেবারহুড কমিটি, ১০০ টি জায়গায় অবিউজ রেজিস্টান্স টিম, সব ধরনের বৈষম্য মূলক আচরণের অভিযোগে সহায়তা
    ১১. মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী র পরিষেবা কে ইন্টারনেটে নিয়ে আসা
    ১২. বিনা ফি র জন্য ও মৃত্যুর সার্টিফিকেট প্রদান
    ১৩. মিউটেশন কে দালাল চক্রের হাত থেকে মুক্ত করতে ব্যবস্থার বিকেন্দ্রীকরণ
    ১৪. করপোরেশনে র মধ্যে থাকা বেসরকারি হাসপাতালে ২০ শতাংশ ফ্রি বেড
    ১৫ - মাল্টিলেভেল ফ্লাইওভার, সমস্ত ব্রিজের মেরামতি 
    ১৬. প্রতিটি বাজার অঞ্চলে পরিবেশ বান্ধব ক্যারিব্যাগ স্টোর
    ১৭. সি এন জি , ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ
    ১৮- পরিবেশ বান্ধব প্রকল্পে উদ্যোগে ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ
    ১৮. তৃতীয় লিঙ্গের মানুষের জন্য স্বাস্থ্যবীমা 
    ১৯. কলকাতার অন্তত ২০ টি মহামারী মোকাবিলায় বিশেষ হেলথ ইউনিট 
    ২০- বরো গুলিতে হেলথ কেয়ার ইউনিট
    ২১ - ওয়ার্ড প্রতি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ইউনিট
    ২২- মাসে ১০০০০ টাকা অব্দি আয়ের মানুষের সামাজিক সুরক্ষা য় বিশেষ নজর, প্রয়োজনে বিপিএল তালিকার প্রসার 
    ২৩- প্রবীণ বা প্রবীণ একলা মানুষের সহায়তায উদ্যোগ
    ২৪- সমস্ত নির্মাণে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের জন্য সহজগম্যতার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা য় প্রতিবন্ধকতা যুক্ত মানুষকে অগ্রাধিকার, আয় নিরপেক্ষ ভাবে স্বাস্থ্যবীমা
    ২৫- স্কুলছুট কমানোর বিশেষ উদ্যোগ, কমিউনিটি লার্নিং সেন্টার, মিঠু গে মিলে সুষম পুষ্টির বিষয়ে বিশেষ ব্যবস্থা
    ২৬- সমস্ত টেন্ডার ও প্রকল্পের বাজেট ওয়েবসাইটে প্রকাশ
     
    এছাড়া
     
    - ১৯৮০ র আইন‌অনুযায়ী ওয়ার্ড কমিটির পুনর্গঠন 
    - বসতি উন্নয়নে অগ্রাধিকার, প্রজা ঠিকা আইনের বসতি উন্নয়ন 
    - এক ব্যক্তি এক পদ নীতি অনুসারে মেয়র ও মেয়যর পারিষদ নির্বাচন
    - নিকাশী ব্যবস্থার আধুনিকীকরণ
    - করপোরেশনে র নিজের কর্মীদের সঙ্গে সম্মানজনক ব্যবহার 
    - খেলার মাঠের সংরক্ষণ
     
    উপরের তালিকাটি সম্পূর্ণ না। মূল প্রকাশিত পুস্তিকাটি বা তার পিডিএফসংগ্রহ করতে স্থানীয় সিপিএম কর্মী দের সঙ্গে যোগাযোগ করুন। তাদের সোশাল মিডিয়া ফিডে নজর রাখুন, আগ্রহ থাকলে।
     
     
     
     
  • | 2406:7400:63:42a4::100 | ১৬ ডিসেম্বর ২০২১ ২১:২১502139
  • ওহে আচোদা নন্দন আগে বল সিপিএম কটা সিট জিতবে |
     
  • | 2406:7400:63:42a4::100 | ১৬ ডিসেম্বর ২০২১ ২১:২৩502140
  • আচ্ছা অমর্ত্য সেন বেশি রাতে ফোন করে ?
  • | 2406:7400:63:42a4::100 | ১৬ ডিসেম্বর ২০২১ ২২:৫৪502147
  • ওরে সিপিএম এর বাচ্চা সিপিএম কোথায় গেলি? আয় দেয়াল ধরে ঝুঁকে দাঁড়া |
  • bodhisattvagc dasgupta | ১৭ ডিসেম্বর ২০২১ ০৯:২৯502162
  • প্রচারের সুবিধা র জন্য সংক্ষিপ্ততর ইশতেহারে র নির্যাস
     
    ☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭
    ★ *_এবারে কলকাতা পুরসভা নির্বাচনে বামফ্রন্ট যে ইস্তেহার প্রকাশ করেছে, তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় পয়েন্ট এইগুলো_*
  • maku | 2605:6400:30:f1fb:3151:258e:efef:18eb | ১৭ ডিসেম্বর ২০২১ ১০:২৩502165
  •  
    পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বিধানসভা নির্বাচনের আগে শাসক এবং গেরুয়া শিবিরকে মিলিয়ে ‘বিজেমূল’ স্লোগান তুলেছিল বাম শিবির। কিন্তু পুরভোটের (West Bengal Municipal Election) আগে বাঁকুড়ায় সিপিএম (CPM)নেতার বাড়িতে বিজেপি (BJP) নেতার আগমন ঘিরে এ বার লাল-গেরুয়া সংযোগের অভিযোগ তুলতে শুরু করল জোড়াফুল শিবিরও (TMC)।

    মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের (Bankura Town) কমরার মাঠ এলাকায় আচমকাই প্রবীণ সিপিএম নেতা কিঙ্কর পোশাকের (Kinkar Poshak) বাড়িতে ফুল-মিষ্টি নিয়ে হাজির হন জেলার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা (Niladrishekhar Dana) ।  প্রায় মিনিট দশেক কিঙ্করবাবুর বাড়িতে ছিলেন নালাদ্রি।

    তবে এখানেই শেষ নয়। কিঙ্করবাবুর বাড়ি থেকে বেরিয়ে শুভঙ্কর সরণী এলাকায় বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেত্রী শিউলি মিদ্যার বাড়িতে হাজির হন বিজেপি বিধায়ক।  নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে ফুল-মিষ্টি নিয়ে ঢুকে পড়েন সিপিএম নেত্রীর বাড়িতে।  বেশ খানিক ক্ষণ কথা হয় দু’জনের। তাতেই দুই দলের সংযোগ নিয়ে সরব হয়েছে তৃণমূল।

    পুরভোটের আগে বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। কারণ এর আগে, ৪ ডিসেম্বর বাঁকুড়ার মাচানতলায় প্রকাশ্য সভায় বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় প্রাক্তন সাংসদ তথা প্রবীণ সিপিএম নেতা বাসুদেব আচার্যকে নিয়ে প্রশংসার সুর ধরা পড়ে। তার কয়েক দিনের মধ্যে বাডি় বয়ে গিয়ে এই সাক্ষাৎকে বিজেপি-র রণকৌশল বলে মনে করছে জোড়াফুল শিবির। তাদের অভিযোগ, পুরভোটের আগে সিপিএম-কে কাছে টানার চেষ্টা করছে বিজেপি।

    সিপিএম এবং বিজেপি যদিও এই সাক্ষাৎকে সৌজন্য বলেই উল্লেখ করেছে। কিন্তু গোটা ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। তৃণমূল এই সাক্ষাতকে পুরভোটে বামেদের সঙ্গে বিজেপি-র জোটবদ্ধ লড়াইয়ের আগাম প্রস্তুতি হিসেবেই দেখছে।

    উল্লেখ্য, পুরভোটের নির্ঘণ্ট এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে। কিন্তু ভোটের দিন ক্ষণ যা-ই হোক না কেন, রাজ্যের সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে।  জেলায় জেলায় কর্মীদের সঙ্গে বৈঠক থেকে জনসংযোগ, নানা উপায়ে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই,। তার মধ্যেই সিপিএম-এর দুয়ারে বিজেপি-র হাজির হওয়ার এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে জেলা রাজনীতিতে।

    https://bengali.abplive.com/district/bankura-bjp-leader-niladri-shekhar-dana-meets-cpm-leader-kinkar-poshak-tmc-alleges-alliance-853144
  • ar | 173.48.167.228 | ১৭ ডিসেম্বর ২০২১ ১০:৫৬502166
  • "বিপিম!!"
    বা
    রেড ক্রোকাস স্যাটিভাস!!!
  • | 2402:3a80:d0a:d3a1:f4e2:111a:f968:cebf | ১৭ ডিসেম্বর ২০২১ ১১:০৭502167
  • বাঃ , এখন দেখছি সবাই এসে ঠাপিয়ে দিয়ে যাচ্ছে | শুওরের বাচ্চা সিপিইএম গন গাদন খাচ্ছে |
  • | 2402:3a80:d0a:d3a1:f4e2:111a:f968:cebf | ১৭ ডিসেম্বর ২০২১ ১১:১৩502169
  • ভাবা যায় , সিপিএম কে লোকজন পাবলিক খোলাখুলি খিস্তি মারছে | ....:)
    এরাকিছুদিন আগে পাড়াতে কেউ যদি একটু এদিক ওদিক কথা বলতো বা জাস্ট চুপ করে থাকতো , তাদের ওপর কত অত্যাচার করেছে | মাদারচোদ শুওরের বাচ্চা সিপিএম |
  • জগজিৎ সিং | 42.110.223.136 | ১৭ ডিসেম্বর ২০২১ ১২:২০502170
  • তুম তনহা দুনিয়া লড়োগে
    বাচ্চো সি বাতে করতে হো ...
  • | 2406:7400:63:79a6::100 | ১৭ ডিসেম্বর ২০২১ ১৩:৫২502173
  • মাকু টার ব্যাটারি ডাউন হয়ে গেছে , বেশি পোস্ট করছে না | 
    এমন করলে বিপ্লব কিভাবে হবে ?
  • | 2402:3a80:d0a:d3a1:f4e2:111a:f968:cebf | ১৭ ডিসেম্বর ২০২১ ১৫:২৪502177
  • এই ম্যানিফেস্টো টা রোল করে পালিত বুড়ো আর তোর পেছনে ঢোকানো হবে |
  • | 2406:7400:63:79a6::104 | ১৮ ডিসেম্বর ২০২১ ০০:৩২502184
  • বাঞ্চোৎ শুওরের বাচ্চা সিপিএম 
  • | 2406:7400:63:c539::101 | ১৯ ডিসেম্বর ২০২১ ২১:৪৬502229
  • কন্ডোম ফাটা মাল 
    শ্রী আলফা বাল টি কোথায় ? 
  • | 2406:7400:63:38c3::102 | ২১ ডিসেম্বর ২০২১ ১৩:০৩502258
  • খ্যা খ্যা ... খি খি ...
    ওরে হারামির হাড্ডি সিপিএম , তোদের তো আবার পাবলিক গাদন দিলো | লোকে ভোলে নি |
    যা এখন নিজের পেছনে আঙ্গুল গুঁজে চুপ করে বসে থাক |
  • | 2406:7400:63:38c3::102 | ২১ ডিসেম্বর ২০২১ ১৩:১৪502259
  • আজ থেকে দশ বারো বছর আগে হলে তোর বেজন্মা কমরেড গুলো আমার বাড়িতে ঢিল মারতো , ইলেকট্রিক লাইন কেটে দিতো , এখন দ্যাখ কেমন লাগে |
    শুওরের বাচ্চা তোরা আর কোনো দিন আসবি না | যা বাড়ি গিয়ে বাবার বিচি ধরে ঝুলে থাক |
  • Indra Mukherjee | ২৩ ডিসেম্বর ২০২১ ১২:৪৯502274
  • আবার আসিব ফিরে
  • Indra Mukherjee | ২৩ ডিসেম্বর ২০২১ ১২:৫৪502275
  • সেই স্পার্টাগাসের এক ক্রীতদাসদের মত আবার ফিরে আসব, আসবই, শুনে রাখ কৃমিকীটেরা ।
  • :) | 2406:7400:63:f228::102 | ২৩ ডিসেম্বর ২০২১ ১৫:১৭502280
  • আরেকটি লালু আসিয়াছে , পুরোনো টি ঠাপ খাইবার পর এখন পুনরায় গর্তে ঢুকিয়াছে .
  • bodhisattvagc dasgupta | ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:১৮502281
  • 02 টি ওয়ার্ডে জয়ী বামফ্রন্ট 
    66 টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট
    47 টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি
    16 টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস
    10 টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে তৃণমূল
    5 টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থীরা
    03 টি ওয়ার্ডে জয়ী বিজেপি
    134 টি ওয়ার্ডে জয়ী তৃণমূল
    129 টি ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থী দিয়েছিল
     
    এটা ভোটের রেজাল্ট এর দিন পাওয়া , তাই কিছু ভ্যারিয়েশন হতে পারে।
  • bodhisattvagc dasgupta | ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:২০502282
  • কিছু জায়গায় ফাইট উল্লেখযোগ্য হয়েছে।
     
    ওয়ার্ড ২১ - সুজাতা সাহা ৪৪ ভোটে পরাজিত
     
    ওয়ার্ড ৯৮ - মৃত্যুঞ্জয় চক্রবর্তী ২৯৪ ভোটে পরাজিত
     
    ওয়ার্ড ১১১ - চয়ন ভট্টাচার্য ৫৮১ ভোটে পরাজিত
     
    ওয়ার্ড ১২৭ - রীনা ভক্ত ৯১৪ ভোটে পরাজিত
     
    ওয়ার্ড ১২৮ - রত্না রায় মজুমদার ১০১৯ ভোটে পরাজিত
     
     
    ওয়ার্ড ১০ - করুণা সেনগুপ্ত (৩৫.৬৫%)
     
    ওয়ার্ড ২৬ - তাপস প্রামাণিক (১৭.৬২%) 
     
    ওয়ার্ড ৬৫ - অনুলেখা সিনহা (১৫.২৯%) 
     
    ওয়ার্ড ৬৭ - দীপু দাস (২৯.০১) 
     
    ওয়ার্ড ৮৮ - কার্তিক মন্ডল (১৬. ৫৫%) 
     
    ওয়ার্ড ৭৫ - ফৈয়াজ আহমেদ খান (২২.৩৫%) 
     
    ওয়ার্ড ৮৯ - ডা. সলিল চৌধুরী (২০.৪৬%) 
     
    ওয়ার্ড ৯১ - সুরজিৎ সেনগুপ্ত (২৮.৫৬%)
     
    ওয়ার্ড ৯৩ - গোপা রায়চৌধুরী (১৫.২৫%) 
     
    ওয়ার্ড ৯৫ - অন্বেষা ভৌমিক (২০.৬৯%) 
     
    ওয়ার্ড ৯৬ - দীপালি গোস্বামী (২৮.০৬%) 
     
    ওয়ার্ড ৯৭ - সুশান্ত পাল (১৬.০৩%) 
     
    ওয়ার্ড ৯৯ - শিখা মুখার্জি (৩১. ৪৩%) 
     
    ওয়ার্ড ১০০ - মীরা ঘোষ (২২.৬০%) 
     
    ওয়ার্ড ১১০ - তনুশ্রী মন্ডল (১৯.৯৮%) 
     
    ওয়ার্ড ১১৪ - মোহিত কুমার ভট্টাচার্য ( ২৩.৭৬%)
     
    ওয়ার্ড ১০২ - ভাস্বতী গাঙ্গুলী (২৬.০৩%) 
     
    ওয়ার্ড ১০৫ - নমিতা দত্ত (১৭.৬০%) 
     
    ওয়ার্ড ১০৬ - দীপঙ্কর মন্ডল (২১.৪১%) 
     
    ওয়ার্ড ১০৭ - গৌতম রায় (২০.২১%)
     
    ওয়ার্ড ১১৫ - শুভঙ্কর বাগচী (১৫.৬১%)
     
    ওয়ার্ড ১২০ - গৌতম অধিকারী (১৫.১৬%)
     
    ওয়ার্ড ১২২ - মঞ্জু কর (২৫.২৬%%)
     
    ওয়ার্ড ১২১ - আশিস মন্ডল (২৭.০৩%)
     
    ওয়ার্ড ১২৯ - মৌসুমী চ্যাটার্জী (২৬.৫২%)
     
    ওয়ার্ড ১৩০ - পার্থসারথি সরকার (১৫.৯১%)
     
    ওয়ার্ড ১৩১ - রঞ্জন দাশগুপ্ত (১৬.১৩%)
     
    ওয়ার্ড ১৩২ - মিতা ঘোষ (১৮.৮১%) 
     
    ওয়ার্ড ১২৩ - প্রসেনজিৎ ঘোষ (২৩.১০%)
     
    ওয়ার্ড ১২৫ - প্রিয়া রায় (১৫.৪১%) 
     
    ওয়ার্ড ১২৬ - বিমান গুহ ঠাকুরতা (১৭.৭৬%) 
     
    ওয়ার্ড ১৪৪ - বিপ্লব ব্যানার্জি (১৯.১৯%)
  • | 2402:3a80:d18:86be:cd2d:837a:7ec4:4bb1 | ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:২৭502283
  • এই তো গর্ত থেকে বামপন্থি বুদ্ধি বিচি টি বেরিয়ে এসেছে | হবে না ? মাসিমার উৎসাহ বলে কতা |
  • bodhisattvagc dasgupta | ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪৫502285
  • তৃণমূলের কিছু জয়: 
     
    যাদবপুরের ১০৯ নম্বর ওয়ার্ড।
     
    শহীদ স্মৃতি কলোনীর ১৩৯ নম্বর বুথ।
    তৃণমূল- ১০০৯
    সিপিআই(এম)- ০ 
     
    ১৪০ নং বুথ
    তৃণমূল- ১১৬৮
    সিপিআই(এম)- ১ 
     
    ১৪১ নং বুথ
    তৃণমূল- ৯৬৫
    সিপিআই(এম)- ১ 
     
    ১৪২নং বুথ
    তৃণমূল- ৯০০
    সিপিআই(এম) – ২ 
     
    ১৩১ নং বুথ
    তৃণমূল-৬৩৩
    সিপিআই(এম)- ৯
     
    উত্তর কলকাতার বেলেঘাটায় ৩৫ নম্বর ওয়ার্ড।  শাসক দলের প্রার্থী এখানে জিতেছে ৯৩শতাংশের বেশি ভোট পেয়ে। 
     
    ২৬ নং বুথ
    তৃণমূল- ৬৮৬
    সিপিআই(এম)- ০ 
     
    ২৯ নং বুথ
    তৃণমূল- ২৮১
    সিপিআই(এম)- ২ 
     
    ২৭ নং বুথ
    তৃণমূল- ৩৭৫
    সিপিআই(এম)- ০ 
     
    ২৮ নং বুথ
    তৃণমূল- ৮৩৮
    সিপিআই(এম)- ১ 
     
    ৬৬ নম্বর ওয়ার্ডে মন্ত্রী জাভেদ খানের পুত্র ৬২হাজার ৪৫ভোটের ব্যবধানে জিতেছে! 
     
    কয়েকমাস আগে মুখ্যমন্ত্রী বিধানসভা উপনির্নাচনে ৫৮হাজার ৮৩২ ভোটে জিতেছিলেন। ৮টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। আর একটি ওয়ার্ডেই সেই ব্যবধান টপকে গেছে মন্ত্রী পুত্র।
     
     
    ৩২ নং বুথ
    তৃণমূল- ৪৫৭
    সিপিআই(এম)- ৯ 
     
    ৬নং বুথ
    তৃণমূল-৫২৬
    সিপিআই(এম)- ১১ 
     
    ৭নম্বর বুথ
    তৃণমূল- ৮২৮
    সিপিআই(এম)- ৩২ 
     
    ৩৩(এ) নং বুথ
    তৃণমূল- ৩৬৪
    সিপিআই(এম)- ১০ 
     
    ১৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল ৯৭ শতাংশ ভোট পেয়েছে!সেখানে মূলস্রোতের কোন রাজনৈতিক দল ভোটে দাঁড়ায়নি। 
  • | 2402:3a80:d18:86be:cd2d:837a:7ec4:4bb1 | ২৩ ডিসেম্বর ২০২১ ১৯:১১502290
  • ওরে বক্কা বাজ , কোন লাভ নেই | যা মাসিমাদের কাছে যা , কিছু পাবি ...:)
  • | 49.207.197.123 | ২৩ ডিসেম্বর ২০২১ ২৩:৫০502305
  • লালু লালু লেলো লেলো 
    মাসি তোমার কোথায় গেলো ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন