এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • লতা মঙ্গেশকর (১৯২৯-২০২২) 

    Partha Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩৮০১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • লতা মঙ্গেশকর (১৯২৯-২০২২)
    ___________________

    বিশাল মাপের এক শিল্পী চলে গেলেন। তাঁকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানালাম। এবং তার পরে কয়েকটা "শাস্তিযোগ্য" কথা লিখলাম।
     
    লতা মঙ্গেশকর সত্যিই বিশাল মাপের গায়িকা ছিলেন। আরো অনেকেই ছিলেন, কিন্তু তাঁদের কথা মিডিয়া ও শাসকশ্রেণী বলেনি তেমন করে, তাই আমরা তেমন জানতেও পারিনি। আমরা তো সেই শৈশব থেকেই তাঁর বাংলা ও হিন্দি গান শুনে বড় হয়েছি।
     
    আমি একটু আধটু গান বুঝি। আমার মতে, তাঁর নিজের বোন আশা ভোঁসলে তো বটেই, গীতা দত্ত, সুমন কল্যাণপুর, বাণী জয়রাম, আমাদের বাংলার আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সবিতা চৌধুরী, নির্মলা মিশ্র এঁরাও বিশাল মাপের শিল্পী ছিলেন। অনুচ্চারিত নামের মধ্যে চন্দ্রাণী মুখোপাধ্যায়, ললিতা ধর চৌধুরী, আল্পনা ব্যানার্জী, রাণু মুখার্জী -- আরো অনেকে। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রি তাঁদের প্রতি সুবিচার করেনি। এমন কী, একথাও বলা হয়, লতা মঙ্গেশকর নিজেই তাঁদের প্রতি সুবিচার করেননি তেমন করে। এছাড়া, আসাম থেকে পাঞ্জাব, গুজরাট থেকে তামিলনাডু থেকে বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোর -- বহু প্রতিভা শেষ হয়ে গেছে বলিউড নামক দানবীয় মেশিনের নিষ্পেষণে। ব্র্যান্ড তৈরীর মুনাফাবাজিতে।
     
    আমাদের মতো সামান্য মানুষের জীবনে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর কিংবা আশা ভোঁসলের প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন নেই দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, সলিল চৌধুরী, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এঁদের প্রভাব।
     
    কিন্তু তার পরেও যে কথাটা আজকে কেউ বলবে না (বলতেই যে হবে এমন কোনো কথাও নেই), তা হলো -- এন্টারটেনমেন্টের বাইরে তিনি কী দিয়ে গেলেন? বলিউড ফিল্মি গানের বাইরে -- যে গানে কোনো আধুনিকতা নেই, প্রগতিশীলতা নেই, জীবনমুখিতা নেই, এই নিষ্ঠুর ভয়াবহ বৈষম্য, নিপীড়ন, হিংসা, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলা হয়নি এবং হবেনা -- সেখানে তাঁর অবদান কী? হ্যাঁ, আমি জানি তিনি দেশাত্মবোধক গান কিছু রেখে গেছেন। যুদ্ধের আবহাওয়ায় তৈরী করা কিছু গান।
     
    সে এন্টারটেনমেন্ট -- বিনোদনও -- খুবই লঘু প্রজাতির। স্টিরিওটাইপ এক চটুল, উচ্চবিত্ত বা হতাশাগ্রস্ত নায়িকা, যিনি আমাদের পুরুষতান্ত্রিক সমাজের নিয়মমতো এক দ্বিতীয় শ্রেণীর মানুষ যাঁর জীবনের উদ্দেশ্য হলো নায়কের প্রেমে পড়া বা চোখে পড়া, এবং শেষে নিজের সত্তা বিসর্জন দিয়ে পুরুষশাসিত সমাজের কর্তৃত্ব মেনে নেওয়া খুশিমনে, এবং মাঝে মাঝে হিন্দুধর্মকে আশ্রয় করে বেঁচে থাকা (বলাই বাহুল্য, বলিউড ভীষণরকমের ধর্মকেন্দ্রিক এবং হিন্দুধর্মকেন্দ্রিক), সেই নায়িকার বালিকাসুলভ কণ্ঠে পাঁচ বা ছয় দশক ধরে গান। 

    এসব কথা বললে রক্তচক্ষু ভারতীয় ও বাঙালিদের হুমকি শুনতেই হবে। অথবা, নিজের ফ্যামিলি ও বন্ধুমহলেই সম্পূর্ণ বর্জিত হতে হবে। কিন্তু তাও বলছি, কারণ এসব কথা আমাদের প্রজন্মের পরে বলার আর কেউ থাকবে না।
     
    তাঁর দীর্ঘ জীবনে চোখের সামনে তিনি দেখলেন ভারতবর্ষের মতো একটা দেশ দারিদ্র্যে, রোগে, শোকে, অশিক্ষায়, কুসংস্কারে, ধর্মান্ধতায়, মিথ্যায়, দুর্নীতিতে, লোভে, এবং উগ্র অন্ধ দেশপ্রেমে শেষ হয়ে গেলো। কিন্তু তিনি কোনো কথা বললেন না। বরং শাসকশ্রেণীর পাশেই চিরকাল থাকলেন। বলিউড নামক চরম প্রাচীনপন্থী একটা সাংস্কৃতিক জগতের প্রতিনিধিত্ব করে তিনি একটা প্রাচীনপন্থী সামাজিক ও অর্থনৈতিক সিস্টেমকেই বিরাটভাবে সমর্থন করে গেলেন।
     
    তিনি দেখলেন একসময়ের "বিবিধের মাঝে দেখো মিলন মহান"এর দেশ একটা সস্তা প্রজাতির হিন্দি ভোগবাদী কালচারে সুনামির মতো ভেসে গেলো। লুপ্ত হয়ে গেলো বৈচিত্র্য, রং, ডাইভার্সিটি। বাংলা থেকে পাঞ্জাব, বাংলাদেশ থেকে রাজস্থানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনপদ্ধতি বলিউড ফিল্মি সংস্কৃতি শেষ করে দিলো। কিন্তু তিনি কোনো কথা বললেন না। শুনেছি, ছত্রিশটি ভাষায় তিনি দশ হাজার গান গেয়েছেন। কিন্তু সে গানের ভাষা আসলে কি আলাদা? না কি, একই জীবনদর্শন বিভিন্ন ভাষায় জোর করে আমাদের ওপর চাপিয়ে দেওয়া বিগ মিডিয়া ও ফিল্ম ইন্ডাস্ট্রির উৎসাহী মুনাফাবাজির মদতে? 

    ভেবে দেখুন।
     
    এর জন্যে রাজনীতি করতে হয়না। প্রত্যক্ষ রাজনীতি না করেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায়। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, রেখা, জয়ললিতা, রজনীকান্ত, উত্তমকুমাররা, শচীন ধোনি সৌরভরা তাঁদের বিপুল জনপ্রিয়তা নিয়ে যদি মাঝে মাঝে দু একটা কথা বলতেন, দেশের অবস্থা অনেক বদলে যেতো। বলিউডে এই বীভৎস পুরুষতান্ত্রিকতা ও বালখিল্যতার অবসান ঘটতো। বিলিয়ন বিলিয়ন কালো টাকার একটা ব্যবসা একটু সাদা হতো।
     
    কিন্তু তিনি বলেন নি। কখনো বলেন নি। ওই শচীন তেন্ডুলকারের মতোই, বৈজয়ন্তীমালা, কিশোর কুমার কিংবা অমিতাভ বচ্চন বা হেমা মালিনীর মতোই তিনি চিরকাল চুপ করে থেকেছেন।
     
    তারপর শুধু চুপ করেও থাকেন নি। সারাজীবন তিনি ও তাঁর বোন চরমপন্থী হিন্দুত্ববাদীদের সমর্থন করে এসেছেন প্রকাশ্যে। হিটলারপন্থী সাভারকারকে পিতৃতুল্য বলে পুজো করেছেন, এবং সেই টুইটার লক্ষ কোটি মানুষ বেদবাক্য বলে মেনে নিয়েছে। এই সেদিনও, শোনা যায়, লতা মঙ্গেশকর ভারতের ঐতিহাসিক কৃষক আন্দোলনকে বিপথগামী বলেছেন, এবং তার বিরোধিতা করেছেন। এসব কথা আজকের এই সেন্টিমেন্টাল অশ্রুসজল দিনে কেউ বলবে না। 

    আসলে, কখনোই বলবে না। সোশ্যাল মিডিয়াতে ও ব্যক্তিগত জীবনে রোষের মুখে, অশ্লীলতার মুখে কেই বা পড়তে চায়?
     
    মনে আছে, উত্তমকুমারকে দেবতা হিসেবে পুজো করিনা বলেছিলাম বলে আমাকে একটা গ্রুপে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সে হুমকি রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। শোলে সিনেমার বালখিল্যতার সমালোচনা করেছিলাম বলে বিদগ্ধ এক শান্তিনিকেতনী আমাকে সবার সামনে অপমান করেছিলেন। বানিয়ে বলছিনা। সেসব রত্ন সেভ করে রেখে দিয়েছি, যদি কখনো কাজে লাগে।
     
    আজ আমি নিশ্চয়ই এক শ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে একটু দুঃখ পাবো (যদিও আমার দুঃখ পাওয়াতে কারুরই কিছু আসে যায়না), এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবো, কিন্তু আমি জানিনা তার বাইরে আমার আর কী নিবেদন করার আছে।
     
    অবশ্য আমি অতি সামান্য মানুষ, তাই আমার কথার মূল্যও অতি সামান্য।
     
    ও হ্যাঁ, আমি জীবনে কখনো লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার এঁদের গান সামনে থেকে শুনিনি, কারণ তাঁদের অনুষ্ঠানের মহার্ঘ্য টিকিট কাটার পয়সা আমাদের ছিলোনা। আমেরিকার দীর্ঘ তিন দশকের জীবনে সে ক্ষমতা হলো, কিন্তু তখন দৃষ্টিভঙ্গী বদলে গেছে। ওসব শুনতে যাওয়ার, দেখতে যাওয়ার আইডল পুজোর মানসিকতা তখন আর নেই।
     
    জিনিয়াস তো বটেই শিল্পী হিসেবে।  অসাধারণ এক জিনিয়াস। কোনো সন্দেহ নেই। তা নিয়ে আমার এই লেখা আমি লিখিনি। আমার লেখা তাঁর গানের বাইরের লতা মঙ্গেশকরকে নিয়ে।
     
    জানি, তিনি জানতে পারলে হয়তো আমাকে উদ্দেশ্য করে বলতেন, "ম্যায়নে ক্যা করু রাম মুঝে বুড্ঢা মিল গ্যায়া।"
     
    ###
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ৩৮০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Dolon | 2a00:23c5:7701:c501:bc6e:4fbc:b821:82c8 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫২503741
  • সঠিক লেখা। শিল্পী হিসেবে তিনি অবশ্যি ভালো  , কিন্ত কজন কে ছাত্র হিসেবে তৈরী করেছেন ? ওনার ki কোনো পরবর্তী লিগ্যাসি আছে ?
  • Amit | 121.200.237.26 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৫:৩৩503742
  • সব শিল্পীকে বিপ্লবী বা বিদ্রোহী বা এন্টি এস্টাব্লিশমেন্ট হতে হবে এমন কোনো গাইড লাইন আছে ? অথবা লিগ্যাসি রেখে যেতে হবে ? একজনের মূল্যায়ন কেন শুধু তার রেখে যাওয়া গানের বেসিসে হতে পারেনা ? আর মারা ​​​​​​​যাওয়ার ​​​​​​​ঠিক ​​​​​​​পরে ​​​​​​​পরেই ​​​​​​​এসব ​​​​​​​খুব ​​​​​​​জরুরি ? ​​​​​​​গান ​​​​​​​পছন্দ ​​​​​​​না ​​​​​​​হলে ​​​​​​​না ​​​​​​​শুনলেই তো ​​​​​​​চলে ​​​​​​​যায়। 
     
    আর ওই এন্টি এস্টাব্লিশমেন্ট গাইড লাইন  ধরলে তো কলকাতার বেশির ভাগ শিল্পী শিল্পচর্চার থেকে দিদিপিসির জুতো চাটতে ব্যস্ত গত দশ বছর ধরে। সেসব নিয়েও একটু হ্যাজ নামানো যায়না ? 
     
    আর এই হিন্দি বা বলিউড এর সেই ছিঁচকাঁদুনে আমরা বাঙালি পিস্ নামানো নিয়ে নতুন করে কোনো মন্তব্য নেই। রেগুলার এসব আমরা-ওরা হ্যাজ নামানো কয়েকজনের কাছে টাইম পাস্। অক্ষমের আস্ফালণ যাকে বলে। নিজেরা ভাষায় ভালো কিছু করার ক্ষমতা নেই , তাই আকাশে ঢিল ছুড়ে যাওয়া। বলিউড এর এত দাপটে সত্ত্বেও কেন সাউথ ইন্ডিয়া তে ভালো আর্টফিল্ম হোক বা মশালা মুভি হোক -সমানে সমানে পাল্লা দেয় বা ইভেন বলিউড এদের কপি করতে বাধ্য হয় সেসব কিন্তু কখনো আলুচোনায় আসেনা। 
  • Abhyu | 47.39.151.164 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৬503743
  • লতা খুব খোলাখুলি ভাবে বিজেপিকে এন্ডোর্স করে গেছেন।
  • Abhyu | 47.39.151.164 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৯503744
  • কোনো শিল্পী মারা যাবার পরে কেবল তাঁর শিল্পীসত্ত্বা নিয়েই আলোচনা হবে এরকম তো কোনো কথা নেই। মানুষ হিসেবে কেমন ছিলেন, রাজনৈতিক অবস্থান কি রকম ছিল, জনপ্রিয়তাকে কোন কাজে লাগিয়েছেন সে নিয়ে আলোচনা তো হতেই পারে।
  • Amit | 121.200.237.26 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১০503745
  • তা নিশ্চয় হতে পারে। তবে বলার টাইমিং টা আমার ব্যক্তিগত ভাবে অতি বাজে লেগেছে। 
    আর বিজেপিকে ​​​​​​​এন্ডোর্স ​​​​​​​করা ​​​​​​​বলতে ​​​​​​​দেশের ​​​​​​​অর্ধেক ​​​​​​​লোককে ​​​​​​​ফাঁসিতে ​​​​​​​চড়াতে ​​​​​​​হয়। ​​​​​​​এভেন ​​​​​​​২০২১ ​​​​​​​পব ইলেকশন ​​​​​​​একটু ​​​​​​​ওলোট ​​​​​​​পালট ​​​​​​​হয়ে গেলে আজকে ​​​​​​​কলকাতার ​​​​​​​সব ​​​​​​​তথাকথিত ​​​​​​​মুক্তমনারা ​​​​​​​কার ​​​​​​​পেছনে ​​​​​​​ছুটতো ​​​​​​​সেটা ​​​​​​​বলা ​​​​​​​মুশকিল। ​​​​​​​নেহাত ​​​​​​​হয়নি। ​​​​​​​তাই চটি ​​​​​​​চাটা ​​​​​​​চলছে ​​​​​​​এখনো। 
     
    আর ​​​​​​​সেই ​​​​​​​এক ​​​​​​​বলিউড ​​​​​​​অপসংস্কৃতি এসে ​​​​​​​সোনার ​​​​​​​বাংলা ​​​​​​​ছারখার ​​​​​​​করে ​​​​​​​দিলো - তার ​​​​​​​আগে ​​​​​​​কি ​​​​​​​সোন্দর সংস্কৃতি ছিল ​​​​​​​সব - এই ​​​​​​​হ্যাজ ​​​​​​​গুলো অত্যধিক ইউস ​​​​​​​করায় ​​​​​​​বস্তাপচা ​​​​​​​হয়ে ​​​​​​​গেছে এখন। 
  • গুরু | 2620:132:300c:c01d::4 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১১503746
  • হোক হোক। হিটলারসঙ্গী সুভাষ বোস, হিটলারপন্থী সাভারকর ও তাদের ভক্তদের কল্লা নেওয়া হোক। আরণ্যক লিখেছে বলে গোরক্ষা সমিতির প্রচারক যেন ছাড় না পায়। এলজিবিটি রাইট নিয়ে রবি ঠাউর নীরব ছিলেন কেন?  সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সত্যজিৎ রায়ের বক্তব্য কোথায়? কাউকে ছাড়া নেই।
  • আহা | 2a0b:f4c2:3::72 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২১503747
  • অমিতচাড্ডিও কি বিজেপীকে এন্ডোর্স কিছু কম করে নাকি?ওই নিয়ে খোচা দিলে অমিতচাড্ডির ছেনছিটিব জাগায় খোচা লাগে। হ্যা হ্যা হ্যা হ্যা
  • Abhyu | 47.39.151.164 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৪২503748
  • @ অমিত

    যাব্বাবা লতা বিজেপিকে এন্ডোর্স করেছেন বললে ওঁকে ফাঁসিতে চড়াতে বলা হয় না কি? ওঁর একটা রাজনৈতিক অবস্থান ছিল, সেটা বলা যাবে না? সেই অবস্থান ভালো না খারাপ সে নিয়ে তো কোনো মন্তব্যই করিনি।

    দেখুন, গান যেমন অপছন্দ হলে না শুনলেও চলে, তেমন এইসব আলোচনাও তো অপছন্দ হলে না পড়লেও চলে।
  • Amit | 121.200.237.26 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৪503749
  • হ্যা। সেটা  ঠিকই। এগ্রিড। অপছন্দ হলে না পড়লেও চলে। আসলে লতা মঙ্গেশকর শুধু শিল্পী হিসেবে আমার কাছে এতটাই উঁচুতে যে ওনার মৃত্যুর ঠিক পরে পরেই এরকম একটা সেই টিপিকাল আমরা বঞ্চিত বাঙালি আঁতেলমার্কা সেট পিস পড়ে মাথাটা একটু গরম হয়ে গেছিলো। 
     
    আলোচনা নিশ্চয় চলুক  একশোবার। আর বিশেষ এতে ঢোকার ইচ্ছে নেই। 
  • সম্বিৎ | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৫৫503750
  • প্রতিটি কঙ্গনার বিপরীতে একটি সমান শিভাঙ্গি থাকবেন।
     
     
    May be an image of 2 people and text that says 'Shivangi @sheevaan... 10m Lata Mangeshkar was a sanghi. Khandani one at that, her family had ties with savarkar's. Also her voice was the equivalent of pressure cooker whistle. Pls save the RIP stuff. 10 8 14 Shivangi @sheevaangii ·5m You can be mad but it still won't change the fact that she was only popular because she started singing in the radio era. Her extra sweet diabetic voice was diluted by the radio.'
  • Abhyu | 47.39.151.164 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৯:০৩503751
  • অমিত, সে তো ঠিকই। ওঁর আর্টিস্ট্রি নিয়ে তো সত্যিই কোনো কথা হবে না, এমন এমন গান গেয়েছেন যে একটা পার্সোনাল কানেক্শন তৈরি হয়ে যায়, এ শুধু আমার-আপনার কথা নয়, গোটা উপমহাদেশ মন্ত্রমুগ্ধ হয়ে থেকেছে।
  • dc | 122.164.64.161 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৮503752
  • পার্থবাবুর লেখার সাথে প্রায় পুরোটাই একমত। লতা মঙ্গেশকর প্রত্যক্ষ আর পরোক্ষভাবে অনেক সময়েই বিজেপির ফেভারে বলেছেন, তা ছাড়া কোনকিছু নিয়ে তেমন কিছু বলেন নি। একবার কোন একটা উড়ালপুল নিয়ে যেন কি বলেছিলেন, ফলে সেটা আর বানানো হয় নি (যেটুকু মনে আছে আর কি, আমি ভুল হতে পারি)। আর একবার গাড়ি আনতে গিয়ে কি কিছু হয়েছিল? নাকি সেটা শচীন? 
     
    লতার প্রসঙ্গে আরেকটু যেটা বলতে পারি, সেটা হলো উনি জিনিয়াস তো ছিলেনই। যেমন শচীন ক্রিকেটের জিনিয়াস। লতা, নৌশাদ, এসডি, আরডি, রফি, কিশোর, এনারা বলিউডের গোল্ডেন এজের গায়িকা-সুরকার ছিলেন। সাব কন্টিনেন্টের কোটি কোটি মানুষ, কয়েক জেনারেশান ধরে এঁদের গান শুনেছে, ভালোবেসেছে। আর লতা কি লেভেলের গায়িকা ছিলেন সেটা আমি বলতে পারবো না, কারন আমি নিজে গানের কিছু জানিনা। নৌশাদ, এস ডি ইত্যাদিরা বলতে পারবেন। আমার কাছে লতা স্রেফ এমন একজন গায়িকা যাঁর গান আমি বারবার শুনি, ছোটবেলা থেকে শুনে আসছি। মানুষ জন্ম সার্থক হয়েছে লতার গান শুনতে পেরেছি বলে (রফি, কিশোর ইত্যাদিরাও এই দলে থাকবেন)। 
     
    এবার লতার একটা গান শোনা যাক :-)
     
     
     
     
  • dc | 122.164.64.161 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৪503753
  • ডিসক্লেমার দিয়ে দি বাবা, আজকাল ডিসক্লেমার ছাড়া কিছু লেখা যায় নাঃ লতা কি নিয়ে কি বলেছিলেন আর কি নিয়ে বলেন নি সেসব নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। আমি শুধু ওনার গান শুনি, ওনাকে নিয়ে আমার আর কোন ইন্টারেস্ট নেই। আশা, নৌশাদ, রফি, কিশোর, আরডি, এসডি, শচীন, ক্লাইভ লয়েড, আর ম্যালকম মার্শাল নিয়েও আমার একই পোজিশান। এনারা এলজিবিটি রাইটস, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, আর রিফিউজি ক্রাইসিস নিয়ে কোন বক্তব্য রেখেছেন কিনা সে নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। এরা ব্যক্তিগত জীবনে কে কি করেছেন বা করেন একেবারেই জানিনা। 
  • সম্বিৎ | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৫503754
  • মুজতবা লিখেছিলেন, "যে শিবলিঙ্গ দিয়ে মশারির পেরেক ঠোকা যায়না, সে শিবলিঙ্গের কপালে আগুন।"
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৮503756
  • পার্থবাবু মোটামুটি ঠিক পয়েন্ট ধরেছেন। 
     
    ফান্ডামেন্টালি, লতা মঙ্গেশকর সিনেমার প্লেব্যাক সিঙ্গার। বলিউড সিনেমার গানই লতা মঙ্গেশকর এর সঙ্গীতসত্তার মূল স্তম্ভ।

    ভারতে বহুদিন সিনেমা আর পপুলার সঙ্গীত পরস্পরকে আঁকড়ে ধরে ছিল, কারণ দীর্ঘদিন ভারতের সিনেমা ছিল মিউজিক্যাল, এখনও আছে, তবে আগের মতন ভারতীয় সিনেমা অতটা সঙ্গীতনির্ভর নয়। আর আধুনিক ভারতীয় পপুলার মিউজিক সিনেমানির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে।

    পশ্চিমের সিনেমা আর পপুলার সঙ্গীত এর জগৎ এতটা পরস্পরের ওপর নির্ভরশীল নয়, এতটা অঙ্গাঙ্গীভাবে জড়িত নয় - এলভিস প্রিসলে, মাইকেল জ্যাকসন, রে চার্লস, বিটলস থেকে টেলর সুইফট বা লেডি গাগা -দের সাঙ্গীতিক কেরিয়ারের জন্য হলিউডের ওপর নির্ভর করতে হয় না।
     
    এম এস শুভলক্ষ্মী এবং লতা মঙ্গেশকর দুজনেই খুবই দক্ষ শিল্পী, দুজনেই ভারতরত্ন এবং নানাবিধ পুরস্কারে নিজ যোগ্যতায় অর্জন করেছেন। কিন্তু, শুভলক্ষ্মীর সঙ্গীতসত্তা রাগপ্রধান সঙ্গীতনির্ভর। আর, লতা অসাধারণ প্রতিভাবান এবং দক্ষ শিল্পী, কিন্তু উনি মূলত মেইনস্ট্রিম বলিউডের প্রোডাক্ট, ওনার দায়বদ্ধতা বলিউডের প্রতি নিবেদিত। 

    বলিউড লতা মঙ্গেশকর দের তৈরি করে, নাকি লতা মঙ্গেশকরের মতন অসম্ভব প্রতিভাবান শিল্পী বলিউডকে সমৃদ্ধ করেন - সেটা কোনো তর্কের বিষয়ই নয়। কারণ, লতা মঙ্গেশকর বলিউডের সিনেমা মেকিংকে প্রভাবিত করেন না, সঙ্গত দেন, সমৃদ্ধ করেন। ঠিক যেমন, সিনেমার স্টারেরা সঙ্গত দেন। বলিউডের সিনেমাতে ন্যাশনালিজম, পেট্রিয়ার্কি, পলিটিক্স - এসব যেমনভাবে দেখানো হয় তার প্রতিফলন দেখা যায় বেশির ভাগ শিল্পীদের - লতা মঙ্গেশকর থেকে অমিতাভ বচ্চন দের সিনেমার বাইরের সমাজজীবনে। ব্যতিক্রম যে নেই তা নয়, কিন্তু তারা ব্যতিক্রমই।
  • S | 176.126.253.190 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫১503757
  • বিজেপি নাকি শিবসেনার এন্ডর্সমেন্ট?

    যাইহোক। বলিউড ব্যাপারটাকে একটু বুঝতে হবে। তারও আগে বুঝতে হবে ভারতের অর্থনৈতীক এবং শিল্পগত পরিকাঠামো। বাই ডিজাইন একটা লম্বা সময় ধরে ভারতের ইকনমি পুরোপুরি ভাবে সরকারের উপর নির্ভরশীল ছিল, বিশেষ করে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই জনগণের একটা বিশাল বড় অংশ সরকার মাই-বাপ মোডে জীবন কাটিয়ে দেয়। বা দিতে বাধ্য হয়। শিল্পীরাও তার বাইরে নয়।

    তার উপরে রয়েছে বলিউডের ফান্ডিং স্ট্রাকচার। বহুদিন ধরেই এইটা খুবই কন্সেন্ট্রেটেড। মানে মাত্র কয়েকজনের উপরে নির্ভরশীল। এরাই বলিউডের বেশিরভাগ সিনেমার প্রযোজনা করে। বাকীরাও তাদের আশীর্বাদ ছাড়া কিছুই করতে পারেনা। ফলে শিল্পীরা চুপচাপ থাকে। সম্প্রতি ফান্ডিং সোর্স আর রেভিনিউ স্ট্রাকচার কিছুটা ডাইভার্সিফাই হওয়াতে এখন তাও অবস্থা বেটার। বহু অ্যাক্টর এবং বিশেষ করে ফিমেল অ্যাক্টররা বহু কথা বলছে, জে এন ইউতে যাচ্ছে, টুইট করছে।

    এর বাইরে আছে লুজ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান। আজকে বড় কোনও শিল্পী সরকারের বিরুদ্ধে কথা বললে তার সিনেমা হয়তো হল মালিকরা দেখাতেই পারবেনা। আমি সত্যিই জানতে চাই যে এমার্জেন্সির সময় কি অবস্থা ছিল।

    লতাজী সম্পর্কে আমার একটাই অভিযোগ। আরেকটু কেয়ারফুল হতে পারতেন গানের নির্বাচনের ক্ষেত্রে। দিদি তেরা দেওয়ার দিওয়ানা না গাইলেও হত। তবে আজ বোধয় সেই আলোচনার দিন নয়।
  • dc | 122.164.64.161 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:০১503758
  • এমার্জেন্সির সময়ে কিশোর কুমার নাকি কি বলেছিলেন। বা সঞ্জয় গান্ধীর সাথে নাকি কি একটা গন্ডগোল হয়েছিল। ঠিক জানিনা, ভুল হতে পারি। (আবারও ডিসক্লেমারঃ কিশোর কুমারের গান শুনি, উনি কিসের বিরুদ্ধে বা ফরে কি বলেছেন সে নিয়ে ইন্টারেস্ট নেই)। 
  • Abhyu | 47.39.151.164 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:১২503759
  • এলসিএমদার সঙ্গে প্রচন্ড একমত। আর S-এর জন্যঃ

    https://www.ndtv.com/india-news/from-rakhi-every-year-to-gujarati-dishes-lata-mangeshkars-bond-with-pm-2752577

    অংশবিশেষঃ The Bharat Ratna recipient in 2013 had endorsed him for the post of Prime Minister. PM Modi was the Chief Minister of Gujarat then. "I pray to God that we see Narendra Bhai as PM," she had said. Just weeks after he was made the Prime Ministerial candidate for the BJP in the 2014 general elections.

    তা ছাড়া সাভারকরের সঙ্গে পারিবারিক যোগাযোগ ছিল ওঁর বাবার আমল থেকে।
  • | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৬503761
  • যাহ রিহানাকে তেড়েফুঁড়ে করা লতার ট্যুইটটার কথা অনেকেই জানে না দেখি।  হ্যাঁ লতা বিজেপীর স্ট্রং সাপোর্টার।  মোটামুটি উচ্চবর্ণ মারাঠিরা  অনেকেই এই সেটে পড়ে তো। সেই হিন্দু পাদ পাদশাহী থেকে লম্বা ঐতিহ্য।  
     
    কিন্তু এই লেখাটা মানে অরিজিনালটা বড্ড খাজা ঘিসাপিটা টাইপ। আশা করছি পরে কেউ একটা ঠিকঠাক লেখা লিখবে। 
     
    চোদ্দ বছর বয়স থেকে  যাকে গান গেয়ে গেয়ে একটা বড় সংসার চালাতে হয় তাকে অত সহজে নাকচ করা যাচ্ছে না এইটাই যথেষ্ট ইন্টারেস্টিং ব্যপার। 
     
    আর পার্থ ব্যানার্জি, শব্দটা পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক নয়।  পিতৃতন্ত্রকে একটা ধাক্কা দিতেছিলেন লতা।  মহারাষ্ট্রে মেয়েদের মেন্সট্রুয়াল সার্কলের উপর বেস করে বাঈ বা তাঈ ডাকা হয়। যতদিন মেন্সট্রুয়াল সার্কলের ভিতরে ততদিন বাঈ মেনোপজের পর তাঈ। মোটামুটি ৫২-৫৫ কারো বয়স মনে হলেই তাকে তাঈ বলে ডাকে লোক। লতা এই সম্বোধন কোনোদিন অ্যালাও করেন নি। ওঁকে ' লতাজি' বলতেই  বাধ্য করেছেন সবাইকে।  
  • | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৭503762
  • *ধাক্কা দিয়েছিলেন 
  • Hmm | 2001:67c:289c::20 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৭503765
  • সাভারকরের কবিতায় সুর দেবার অপরাধে হৃদয়নাথ মঙ্গেশকরের আকাশবাণীর চাকুরিটি গিয়েছিল।
  • সম্বিৎ | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৭503766
  • কমপ্লিট ঘিসাপিটা। দ-দির সঙ্গে একদম একমত। ওদিকে শ্রীজাত, এদিকে পার্থবাবু - রিসেন্ট টপিক নিয়ে একটি ঘিসাপিটা কবিতা ও প্রবন্ধ অবশ্যম্ভাবী। 
  • S | 2001:ba0:1800:91::1 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০৬503768
  • হৃদয়নাথ তো পরে শিবসেনায় যোগ দেয় মনে হয়।
  • santosh banerjee | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৪503773
  • একদম ঠিক। শিল্পী যদি তার শিল্প কলা কে নিয়ে থাকে শুধু, চারপাশের সামাজিক অবস্থা সম্পর্কে উদাসীন থাকেন, বা শুদ্ধ শিল্প করার আড়ালে "গোপনে গোপনে দেশদ্রোহী'র পতাকা বহন " করেন ... সেই শিল্পী'র মহানতা কি? আমরা চার্লস চ্যাপলিন কে তো দেখেছি, পল রোবসন, মহম্মদ আলি, জ্যা পল স্যাৎরে থেকে শুরু করে এই ভারতের ই ভূপেন হাজারিকা, উৎপল দত্ত, হেমাঙ্গ বিশ্বাস .... আরো কতো শিল্পী ... সমাজ সংস্কৃতি ভাষা আন্দোলনের সমস্যার বিষয়ে উদ্বিগ্ন হয়ে শিল্প সৃষ্টি কে জনগন মুখী করেছেন। অনেক উদাহরণ দেয়া যায়। লতা মঙ্গেশকর মহান শিল্পী।উনি চিরজীবী হোন। কিন্তু কাদের খপ্পরে পড়ে উনি মহান থাকলেন? পার্থ বাবুর কথা অনেকেই হজম করতে পারবেন না। কিন্তু ..."এ্যয় মেরে ওয়তন কে লোগো" ... যাদের শ্রদ্ধা নিবেদন করে গাওয়া, তারা কি অবস্থায় নিদারুণ সংকটজনক পরিস্থিতির কারণে এবং সরকারি চরম গাফিলতির জন্য "লৌট কে না আয়ে" , সেটা কি লতা জী অনুধাবন করে ছিলেন? তাই, শিল্পী সমাজ বদ্ধ জীব না হলে মহানতা থাকে না। মতামত নিজস্ব।
  • | 2406:7400:63:a9f1::100 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৪503778
  • উফ কি আঁতেল , একেবারে বঞ্চিত বাঞ্চোৎ আঁতেল | সবাই শালা খারাপ একমাত্র আঁতেল গণ ছাড়া | সবাই খারাপ , সব্বাই ...
  • santosh banerjee | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৮503779
  • মা বাবা শুদ্ধ ভাষায় কথা বলতে শেখায়নি । কেন এসব শুয়োরের বাচ্চারা মতামত দেয় বুঝি না। আসলে অসভ্য আর ছোটলোক এরা।
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:b101:f400:94a:7b16:ed17:ea55 | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১০503780
  • দ দি , ব্যাপারটা কেমোন স্ববিরোধী হয়ে  যাচ্ছে না?  "পিতৃতন্ত্রকে একটা ধাক্কা দিতেছিলেন লতা।" একটা আপাদমস্তক পিতৃতান্ত্রিক দলকে প্রমোট করে?
  • | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৮503785
  • @হিবিবি, ফেসবুকে এইটা লিখেছিলাম। না স্ববিরোধী নয়। একটা দীর্ঘ  জীবন অমন ০ আর ১ এর বাইনারিতে হয় না। 
     
    লতা মঙ্গেশকরের মৃত্যুর পরে যথারীতি বাঙালি দুইভাগ হয়ে ঝগড়া করছে। একদল কোন বিরুদ্ধ কথাই শুনতে রাজী নয় আরেকদল কেবল  যে বিরুদ্ধকথা বলেই থামছেন তা নয় যথেষ্ট কটুকাটব্যও করছেন। 

    লতা এক অবিস্মরণীয় কন্ঠস্বরের অধিকারিণী, সেই জন্মগত স্বর নিয়মিত সাধনায় তিনি নিয়ে গেছেন এমন পর্যায়ে যে পার্ফেকশান আর লতা সমার্থক হয়ে গেছেন - এই কথা যেমন সত্য তেমনই সত্য তাঁর বিজেপীর প্রতি অকুণ্ঠ সমর্থন। মারাঠি উচ্চবর্ণের মানুষজন অনেকেই এই সেটটায় পড়েন যাঁরা সাভারকর মুগ্ধ, আদবানির রথযাত্রায় উদ্বেলিত এবং অবশেষে নরেন মোদীকৃত গুজরাট জেনোসাইডে হিন্দু পাদ পাদশাহীর পুনরুত্থান সম্ভাবনায় উচ্ছসিত। লতাও এরকমই একজন। অন্তত তাঁর বিভিন্ন আচরণ, রিহানাকে করা তাঁর ট্যুইট ইত্যাদি দেখে আমার তাই মনে হয়েছে। বিজেপীর সমর্থনে লতা রাজ্যসভার সদস্যও হয়েছিলেন।  তো সেইজন্য মানুষ হিসেবে তাঁকে, তাঁর মতামতকে আমি শুধু এড়িয়ে চলা নয় প্রতিরোধযোগ্য মনে করি। 

    কিন্তু এহ বাহ্য, এরপরেও তাঁর একটি কাজ অত্যন্ত শ্রদ্ধা করি। সেটা মহারাষ্ট্রের বাইরে কজন জানেন নিশ্চিত নই, কিন্তু  লিখে রাখা দরকার মনে হল। মহারাষ্ট্রে মেয়েদের মেন্সট্রুয়াল সার্কলের উপর বেস করে বাঈ বা তাঈ ডাকা হয়। যতদিন মেন্সট্রুয়াল সার্কলের ভিতরে ততদিন বাঈ মেনোপজের পর তাঈ। মোটামুটি ৫২-৫৫ কারো বয়স মনে হলেই তাকে তাঈ বলে ডাকে লোক। লতা এই সম্বোধন কোনোদিন অ্যালাও করেন নি। ওঁকে ' লতাজি' বলতেই  বাধ্য করেছেন সবাইকে।  ১৩-১৪ বছর বয়স থেকে যাঁকে গান গেয়ে বড় সংসার টানতে হয়েছে, উচ্চবর্ণের সহস্র  ব্যাগেজ বয়েও তিনি যে এই প্রতিরোধটুকু করেছেন, নিজের নিতান্ত শারীরবৃত্তীয় একটি প্রক্রিয়ার উপর নির্ভর করে সম্বোধন করতে দেন নি এঁর জন্য আমার তরফ থেকে অকুণ্ঠ সাধুবাদ তাঁর প্রতি। মজা হল যে মারাঠী ব্রাহ্মণের কাছে এইটা শুনেছিলাম সে অন্য মহিলাদের প্রতি  নিজের সম্বোধন বদলায় নি, যদিও লতা সম্পর্কে বেশ শ্রদ্ধাপূর্ণভাবে বর্ণনা করেছিল।
  • Ranjan Roy | ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪০503786
  • লসাগু,   অভ্যু ও দ'য়ের  সংগে মোটামুটি একমত হয়েও তিন'পয়সা দিচ্ছি।
    ১ পয়সাঃ আরে বাবা, একটা মানুষ কি জীবনের সর্বক্ষেত্রে 'পলিটিক্যালি করেক্ট' বিহেভিয়ার করতে পারেন নাকি? তাঁর মাইন্ডসেট তাঁর পারিবারিক সংস্কার এগুলোর প্রভাব থাকবে না? হ্যাঁ, লতা ভাইবোনেরা অল্প বয়সে পিতৃবন্ধু সাভারকরের একটি 'দেশপ্রেমে'র আবেগ উচ্ছসিত মারাঠি কবিতার গান গেয়েছিলেন।
    ২ উৎপল দত্ত হেমাঙ্গ, ভুপেন হাজারিকা, সলিল এঁরা কি হিসেবে সমাজ সচেতন? বাম রাজনীতির সমর্থন করে গেছেন বলে? এঁদের ব্যক্তিগত জীবনযাপনে সেই মতাদর্শের প্রতিফলন কতটুকু? হেমাঙ্গ বিশ্বাস অবশ্যই এক উজ্বল ব্যতিক্রম।
    ৩ তার মানে কি বিশিষ্ট প্রতিভাদের রাজনৈতিক বিশ্বাস বা সমাজচেতনা নিয়ে প্রশ্ন করা যাবে না? নিশ্চয়ই যাবে। কিন্তু প্রেক্ষিত থেকে সরে গিয়ে নয়।  যেদিকটায় সম্বিৎ আঙ্গুল তুলেছেন।
       তেন্দুলকারের রাজ্যসভায় নির্বাচিত হয়েও  তার প্রতি উদাসীন থাকা নিশ্চয়ই নিন্দনীয়।  এবং লতার বিজেপি প্রীতি স্পষ্ট। আর পাবলিক স্ফিয়ারে এঁদের উচ্চকন্ঠ অবশ্য ম্যাটার করে। কিন্তু গোটা জীবনে ওঁর গানই আমাদের মুখ্য আলোচনার বিষয় হওয়া উচিৎ।
     
    ডিসি,
      কিশোরকুমার এমার্জেন্সির সময় সঞ্জয় গান্ধীর অনুষ্ঠানে বিনা পয়সায় গাইতে অস্বীকার করেছিলেন। তাই অঘোষিত ভাবে আকাশবাণীতে ওঁর গান বাজানো বন্ধ হয়ে গেল। দু'বছর ওঁর গান গাওয়া সিনেমা রিলিজ হয়নি। গুলজারের "আঁধি" চাটুকারদের চক্ষে ইন্দিরার প্যারডি মনে হওয়ায় অঘোষিত ব্যান। এমনকি সত্যজিৎ রায়ের 'সিকিম' তথ্যচিত্রও ছাড়পত্র পেলনা।
        ১৯৭৭ সালে যেদিন নির্বাচনে ইন্দিরা ও সঞ্জয়ের হেরে যাওয়ার খবর জানা গেল তখনই বিকেলে বিবিধ ভারতীতে বেজে উঠল কিশোরের গলায় "বদল জায়ে অগর মালি, চমন কভি হোতা খালি? বাহারেঁ ফির ভি আতী হ্যায়, বাহারেঁ ফির ভি আয়েগী"।
                            যাক মালি মুখ লুকিয়ে,
                           বাগান যাবে কি শুকিয়ে?
                          তবু বসন্ত আসে,
                         আসে সে সবুজ ঘাসে।
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন