এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • S | 2405:8100:8000:5ca1::341:9826 | ০১ মে ২০২২ ০৯:৫৫507052
  • কঙ্গনা রানাঊতের কথায় দুঃখু পেলে তো মুশকিল। উনার অভিনয়টা পুরোপুরি নিয়ে বাকী সবকিছু ফেলে দিন। অজয় দেবগণ বোধয় কোনও কারণে ভাজপার কাছাকাছি আসতে চাইছে। দুইদিন আগে দেবগণের টুইটার চেক করছিলাম। হিন্দিভাষীরাই গুছিয়ে ধুয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম যোগী। তার ক্যাবিনেটের লোকের কথা? গোবরের থেকেও ধুর।
  • S | 2405:8100:8000:5ca1::24a:2fa | ০১ মে ২০২২ ০৯:৫৭507053
  • দুটো খুব পুরোনো বাংলাদেশী সিরিয়ালের খোঁজ দিচ্ছি। আশির দশকে হত। উৎসাহ থাকলে দেখবেন। ইউটিউবে বোধয় আছে। "এইসব দিন রাত্রি" আর "ঢাকায় থাকি"। ওরকম সিরিয়াল এপার বাংলায় কোনওদিনও দেখিনি।
  • santosh banerjee | ০১ মে ২০২২ ১০:৩৭507054
  • আমাদের এপারের বিদগ্ধ গন বাঙলাদেশ এর ব্যাপারে একটু নাক উঁচু ভাব পোষণ করেন বলে মনে হয়।""ওরা আমরা জাতীয় আরকি। ""বাঙাল রা আবার ভালো সিরিয়াল সিনেমা করে নাকি?"".... এই গোছের। আর, কলকাতার সিনেমা নিয়ে কিছু বলা উচিত নয়। সত্যজিৎ/ঋত্বক/মৃনাল কে ভাঙিয়ে খাওয়া যাবে আগামী ১০০ বছর!! এই উন্নাসিকতা সর্বনাশ টি করছে। সৌমিত্র নামক ঐ বুড়ো লোকটার চলে যাওয়াটা আরেক ধাক্কা। অভিনেতা কোথায়?? পরিচালক ক্যামেরা ছেড়ে ‌দিয়ে চলে যান বোধহয়। নাহলে এমন হয়?? দেখা যায়না মশাই!!!! 
  • রৌহিন | ০১ মে ২০২২ ১২:১৭507057
  • সৈকত যে তিনটে ছবির কথা বললে, তাদের যে কোনোটার থেকে পরাণ বন্দ্যোপাধ্যায় আর দেবের টনিক অনেক ভালো লাগবে, দেখে নিও। সম্ভবতঃ এ বছর বাংলায় এখন পর্যন্ত একমাত্র বক্স অফিস সফল ছবি
  • একক | 2409:4060:2e80:c18:7ca1:ef4a:736e:97fa | ০১ মে ২০২২ ১৩:০০507059
  • বাংলায় ক্যাপিটাল নেই রে বাপ। আর দীর্ঘদিন ধরে ক্যাপিটাল না থাকলে আর্টিসট হোক বা কলাকুশলী সবাই সেই রাজ্য ছেড়ে চলে যায়। সিনেমা মানে আর্ট প্লাস ইঞ্জিনিয়ারিং।  একটা সাইড  দূর্বল হলে আরেকটা দিয়ে কিছুটা ম্যানেজ হয়।  দুটোই ঢঢনং হলে চলে নাকি!!  
     
    বাংলায় গু গোবর হচ্চে। স্ক্রিপ্ট ক্যামেরা এডিটিং সবেতে আনপ্রফেশনাল। টেক্নিক্যাল লোকেরা পয়সা না পেলে ভালো আউটপুট আসবেই বা কোদ্দিয়ে??  এবার দুম করে কোন বাংলা ছবির বাজেট হয়ত তিরিশ কোটি,  যখন কাজটা নাবাবার লোকরাই রাজ্য ছেড়েচে, তখন হঠাৎ বাজেট দিয়ে কি ব্যাং হবে!!  
     
    আপনি অনেক অনেক খুঁত ধরতে পারেন বাংলা ছবির। এটা পচা সেটা পচা। ড্রিল করতে করতে ভেতরে যান,  দেখবেন মূল কারণ  সেই প্রফেশনাল আউটপুট এর অভাব কারন ট্যাহাপহা নাই।  
     
    এটা একটা ইন্ডাস্ট্রি রে বাপ। এখানকার বাংগালী ছেলেমেয়েরাই কেও অভিনয় কেও পরিচালনা কেও এডিটিং ফাটিয়ে করচে,  কেও মুম্বাইতে, কেও সাউথে। 
     
    বাংগালি কে খিস্তিয়ে লাভ নেই।  উজ্জীবিত করার ও দরকার নেই। বাংলায় ইন্ডাস্ট্রি বলে কিছু এক্সিস্ট করে না। তাই ওপর থেকে নীচ আন্ডারপারফরমার। যেমন ল্যাও তেমন ম্যাও। তাইবলে বাংলা ভাষার পিনিক খেয়ে ওই বেসুরো ম্যাও শুনতে হবে, এ কী আহ্লাদ :(((
  • | 2601:247:4280:d10:dde9:8cea:60ff:8511 | ০১ মে ২০২২ ২০:২৮507078
  • ভারতীয় উপমহাদেশের কথাই বলছি।বাংলাদেশের নাটক দেখুন,পাকিস্তানের ধারাবাহিক।এদের গল্প,তার বিষয়বস্তু,উপস্হাপনা লক্ষ্য করার মত।ওদের সব নাটক/সিরিজ দারুন এরকম কিছু বলি নি। অন্তত চেষ্টা আছে- এদিকে সেটা নেই। আমাদের বাংলা সিরিজ/ধারাবাহিক!স্বাভাবিক গল্প/ স্ক্রিপ্ট (দুটো বর, পাঁচটা বউ,কুচুটেপনা, কুসংস্কারের চাষ) লিখতে বেশি টাকা  লাগে এই ভূষিমালের বদলে? 
    টাকা নেই বলে অখাদ্য বাংলা ছবির শুটিং থাইল্যান্ড( বাই বাই ব্যাংকক) বা ইউরোপে( বনি) হয়? বাঙালি উচ্চকিত অভিনেতা/ত্রী রা অন্য ভাষার সিনেমা/ সিরিজে ভালো অভিনয় করেন টাকা বেশি পান বলে? দর্শকদের পাঁঠা মনে করে যা খুশি গিলিয়ে দেবার কারণ টাকার অভাব? ওয়েব সিরিজের প্রায় অন্ধকার ঘরবাড়ি( দেখলে দমবন্ধ হয়ে যাচ্ছে মনে হয়) আশ্চর্য জগাখিচুড়ি ভাষা, উৎকট সাজগোজ,প্রচন্ড গালাগাল এগুলো সবই টাকার অভাবে? 
    এসব কে  দেখতে চায়? যাদের মাথা থেকে এসব বেরোয়, যারা বাংলা সিনেমা/ সিরিজের হোতা তাদের চরণে ১০০ টি পেন্নাম।
     
  • dc | 171.60.252.59 | ০১ মে ২০২২ ২১:১৬507079
  • যে সিরিয়াল বা সিনেমাটা দেখতে বাজে লাগছে সেটা দেখবেন না। তাহলেই তো হয়। 
  • π | ০১ মে ২০২২ ২১:৩৪507082
  • একক, এই যুক্তি কিন্তু দাঁড়াচ্ছেনা।  অভিনেতারা অনেকেই যে যথেষ্ট শক্তিশালী তা অন্যত্র দেখা গেছে,  এমনকি কিছু খাজা লোকজনের কাষ্ঠ বা অতি অভিনয় বাদে এইসব সিরিজ সিরিয়াল সিনেমায় তাঁদের অভিনয় বহু ক্ষেত্রেই দারুণ কিছু না হোক, জঘন্য না। মানে এগুলো না দেখতে পারার জন্য এই ফ্যাক্টর তত ডেটারেন্ট নয়।  
    আর অভিনয় করানো তো অনেকটাই পরিচালকের হাতেও।  
    ক্যামেরার কাজও অনেকগুলোতেই ভাল। 
    কিন্তু সব মিলিয়ে কিস্যুই দাঁড়ায় না প্রায়, কিছু ব্যতিক্রম বাদে।  দেখলেই সময় নষ্ট বলে গা কিড়মিড় করে। 
  • S | 2a03:e600:100::90 | ০১ মে ২০২২ ২২:২৯507084
  • দোষ দুপক্ষেরই। যারা বাংলায় খাজা কন্টেন্ট তৈরী করছে, তাদেরও। যারা বাংলা খাজা কন্টেন্ট ছেড়ে হিন্দি, ইংরেজী, তেলুগু খাজা কন্টেন্ট দেখছে, তারাও সমান দায়ী।
  • dc | 171.60.252.59 | ০২ মে ২০২২ ০০:০৯507087
  • আদৌ খাজা কন্টেন্ট দেখে সময় নষ্ট করার কি আছে আমি সেটাই বুঝিনা। আমি লাস্ট হিন্দি সিনেমা দেখেছি দিল চাহতা হ্যায়, তারপর আর কোন হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখিনি। লাস্ট বাংলা সিনেমা দেখেছি ভুতের ভবিষ্যত। যেখানে আর মোটে কুড়ি পঁচিশ বছর বাকি, সেখানে খাজা বাংলা আর হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখে কি করে সময় নষ্ট করবো? 
  • একক | 2409:4060:40e:2c81:73ab:3a4:b1:225e | ০২ মে ২০২২ ০১:২৮507089
  • আমি ত লিখলুম এখানকার লোকেরাই,  বাইরে গিয়ে ভালো কাজ করে। যেখানে টাকা,  সেখানে প্রফেশনালরা ছুটবে এটা বুঝতে,  অসুবিধে হয় কেন ঃ) 
     
    যে কারণে কলকাতায় সফটওয়্যার প্রজেক্ট পাঠানোর সময়েও লোকে দুবার ভাবে। সিনেমাও প্রজেক্ট। ইন্ডিভিজুয়ালি এখানকার লোকেরা ট্যালেন্টেড না হলে বাইরে  গিয়ে সফল হয়? সেটা শেষ কথা নয়।  
     
    প্রোজেক্ট টা এখানকার মাটিতে নাবাতে একটা সিস্টেম লাগে,  যেটা, যেখানে ক্যাপিটাল বেশি,  সেখানে মোটের ওপর বেটার। 
     
    চিল্লর নিয়ে কিচকিচ করলে,  মন খুলে কাজ করা যায়না। আসলে আমরা বেমালুম ভুলে যাই যে সিনেমা একটা আপাদমস্তক ইন্ডাস্ট্রি এবং,  জাসট লাইক এলসহোয়ার,  ইফ ইউ থ্রো পীনাটস, ইউ উইল গেট মাংকিজ। 
     
    এবার,  উরি বাবা সিনেমা ত শিল্প। সেখানে কাওকে মাংকি বলা মানে এক্সিস্টেন্স এর পায়জামায় হনুমানছানা ঢুকিয়ে ছেড়ে দেওয়া।  অতএব সবাই সবাইকে ভালো বলে। 
     
    মাংকি ডান্স শুরু হলে,  তখন হৈ চৈ,  তোরা কেন ওদের মতন নাচতে পারিস না?  ঃ)))
     
     
     
  • Subhadeep Ghosh | ০২ মে ২০২২ ০১:৩৫507090
  • পশ্চিমবঙ্গ ও আরো ঠিক মতো বললে কলকাতা কেন্দ্রিক বাংলা সংস্কৃতির ব্যাপারটার প্রতি প্রাথমিক একটা ঝোঁক থাকলেও , বেশি অনেকদিন ধরেই সেখান থেকে সরে আসার একটা প্রবল প্রবণতাও পরিলক্ষিত হচ্ছিল বাংলাদেশের মধ্যে। নিজেদের সমস্যাকে নিজেদের বোধবুদ্ধি দিয়ে বোঝা ও সেই মত নিজেদের তৈরি করা উপায়ে তাকে রূপদান করার এই প্রচেষ্টার ফল ফলতে শুরু করেছে ধীরে ধীরে, সঠিক কথা।
  • &/ | 151.141.85.8 | ০২ মে ২০২২ ০১:৪৬507091
  • বাংলাদেশের 'ভবের হাট' সিরিজটা আজও মাঝেমাঝেই দেখি মন ভালো করতে। বিশেষ করে প্রথম কয়েক পর্ব। বহু পুরনো। কিন্তু ভালো। এমন চমৎকার সরল সহজ মজার সিরিজ -মনের আরাম, চোখের আরাম।
  • Amit | 61.69.184.156 | ০২ মে ২০২২ ০২:৫৪507092
  • পব তে সব সিনেমা হলে 90% বাংলা ছবি দেখাতে হবে এই মহান দাবিটা পব র কোনো শিল্পী বা তথাকথিত মহাতারকা কেউ তোলেনি এখনো অবধি কারণ তাতে বাংলা সিনেমার উন্নতি কিছু হোক না হোক - সক্কলের আগে সব হল বা মাল্টিপ্লেক্স এর গঙ্গাযাত্রা হবে সেটুকু  মনে হয় তারাও বোঝেন। 
     
    আর পার্লামেন্ট এ দেব এর আধো বাংলায় বলা বক্তৃতা র প্রচেষ্টা মহুয়া মৈত্রের খাঁজকাটা ইংরেজি র থেকে কারোর কারোর ভালো লাগতেই পারে। আফটার অল যার যা পছন্দ। তবে মমব্যান যেসব রত্ন একত্র করে শুয়োরের খোয়াড় বানিয়েছেন এসেম্বলি বা পার্লামেন্ট এ , তাতে দেব বা নুসরত মিমির এর মতো ভাঁড় এর থেকে মহুয়া মিত্রের মতো শিক্ষিত একদুজন কোনোমতে আছে বলে বাঙালির মানসম্মান টা এখনো টিকে আছে আর কি। 
  • π | ০২ মে ২০২২ ০৬:৩৬507093
  • @একক, টাকার সমস্যা তো আছে।  কিন্তু এটা সাইক্লিকও। তোর মনে হয় কাকাবাবুর এই হাল টাকার অভাবে?  রাজকাহিনি?  সেতো হিন্দিতে গিয়ে আরোই বেশি ধেড়িয়েছিল। বাংলাতেও টাকার খুব অভাব ছিল না, হিন্দিতেও না। অভিনয়, টেক্নিকাল দিক কোনটাই খুব খারাপ কিছু ছিলনা। কিন্তু সিনেমা?  অসহ্য খারাপ।
  • r2h | 134.238.14.27 | ০২ মে ২০২২ ০৯:৪২507099
    • বাংলা সিনেমার বাজার ও সোশ্যাল মিডিয়া - একক 
    • ...কাজেই যার অপশন রয়েচে বেটার কাজ দেখার সে বাংলা দেখবেনা। পিরিওড।
      এবার একটু অন্যদিকে তাকানো যাক?  খুব খুব কম লোকের " অপশন " আচে প্রকৃতপ্রস্তাবে।  কটা লোকের নেটফ্লিক্স একসেস আচে?  নিদেনপক্ষে লোকাল ওটিটি? ফেবুতে এক্টিভ? 

      খুব কম খুব কম।  কিন্তু এরাই  ওপিনিয়ন কন্ট্রোল করচে। কারন মিডিয়া এখন ফেসবুক টুকে খবর করে। ...
     
    • dc | 171.60.252.59 | ০২ মে ২০২২ ০০:০৯
    • আদৌ খাজা কন্টেন্ট দেখে সময় নষ্ট করার কি আছে আমি সেটাই বুঝিনা। আমি লাস্ট হিন্দি সিনেমা দেখেছি দিল চাহতা হ্যায়, তারপর আর কোন হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখিনি। লাস্ট বাংলা সিনেমা দেখেছি ভুতের ভবিষ্যত। যেখানে আর মোটে কুড়ি পঁচিশ বছর বাকি, সেখানে খাজা বাংলা আর হিন্দি সিনেমা আর সিরিয়াল দেখে কি করে সময় নষ্ট করবো? 
  • dc | 122.164.220.31 | ০২ মে ২০২২ ০৯:৫৮507100
  • ওপরের টইতে নেটফ্লিক্সের কমেন্টের সাথে একমত। নেটফ্লিক্সের কালেকশান অতি ফালতু, ভালো কনটেন্ট দেখার সেরা উপায় হলো টরেন্ট। সিটিজেন কেন থেকে লরেন্স অফ অ্যারাবিয়া হয়ে স্পেস ওডিসি, ওদিকে অ্যাটেনবরো সমগ্র থেকে আর্থার সি ক্লার্কের মিস্টিরিয়াস ওয়ার্ল্ড, টরেন্টে যা চাইবেন তাই পাবেন। একজন মানুষের লাইফ স্প্যানের অন্তত একশোগুন বেশী সময়ের ভালো কন্টেন্ট সর্বত্র ছড়িয়ে আছে। 
  • সংবিধান | 2405:8100:8000:5ca1::38f:df63 | ০২ মে ২০২২ ১১:৫০507105
  • সংবিধানের ভরসায় থাকবেন না। সংবিধানে সেকুলার সোসালিস্ট লেখা ছিল না, একজন ডিক্টেটর ইমার্জেন্সি ডেকে ঢুকিয়ে দিয়েছেন। কাল আরেকজন ডিক্টেটর হিন্দিকে রাষ্ট্রভাষা বলে ঢুকিয়ে দেবেন। আর্টিকল ৩৫১ তো আছেই।
    351. Directive for development of the Hindi language It shall be the duty of the Union to promote the spread of the Hindi language, to develop it so that it may serve as a medium of expression for all the elements of the composite culture of India and to secure its enrichment by assimilating without interfering with its genius, the forms, style and expressions used in Hindustani and in the other languages of India specified in the Eighth Schedule, and by drawing, wherever necessary or desirable, for its vocabulary, primarily on Sanskrit and secondarily on other languages
  • একক | 2409:4060:40e:2c81:73ab:3a4:b1:225e | ০২ মে ২০২২ ১৩:১৪507108
  • রটুহ 
     
    আমার ওই টইতে বক্তব্য নেটফ্লিক্স ভারসাস টরেন্ট ভারসাস প্রাইমোয়ার ছিল না। 
     
    প্রশ্নটা একসেস ও প্র‍্যাক্টিস এর। সমাজের খুব ছোট্ট একটা অংশ এগুলো একসেস করে। যেখানেই ইন্টারনেট আছে সেখানেই লোকে নেটফ্লিক্স বা টরেন্ট ব্যবহার করে এটা ভাবা মোদির ডিজিটাল ইন্ডিয়ার মত। বাস্তবে এগুলোর গ্রহীতা অতি ক্ষুদ্র। 
     
    কিন্তু এদের মতামত টুকে মাস মিডিয়া সিনে সমালোচনা করে যার প্রভাবে , এসবের থেকে শতহস্ত দূরে থাকা গ্রহীতারা বাংলা সিনেমা দেখবেন কিনা সেই ডিসিশন নেন। 
     
    মাস ডিসিশন মেকিং প্রসেস ভুলভাবে প্রভাবিত হচ্চে। ওইটুকুই বক্তব্য ছিল। 
     
    এবং এক্ষেত্রেও,  যদি বল, খপরের কাগজ,  ফেবুর স্টেটাস থেকে টুকচে কেন?  না,  ওদের সিনে সমালোচক প্যানেল - কন্টেন্ট রাইটার পোষার চে এই টুক্লিবাজি অনেক সস্তার। সেই ঘুরেফিরে - টাকা নাই তাই চাকা নাই এর চক্কর ঃ((
  • dc | 122.164.220.31 | ০২ মে ২০২২ ১৩:৩৬507110
  • টরেন্টের আগে ছিল লাইমওয়্যার। যদ্দুর মনে পড়ে ওটাতেই প্রথম সিনেমা ডাউনলোড করেছিলাম, তবে তখন ছশো এমবির ফাইল সাইজ হতো। খুব ভালো সব এনকোডার ইউজ করতো ফাইল সাইজ ক্মানোর জন্য। আর তার আগে এমপিথ্রি। প্রথম পিটুপি নেটোয়ার্ক মনে পড়ে, ন্যাপস্টার? একটা পাঁচ এমবির এমপিথ্রি ডাউনলোড হতে সারা রাত লাগতো। নেটে ভালো কনটেন্ট অনেক দিন ধরেই পাওয়া যায়। 
  • r2h | 134.238.14.27 | ০২ মে ২০২২ ১৪:০৮507111
  • ভারসাস করছি না, অপশন থাকা না থাকার ব্যাপারটা দেখাতে চাইছি, খাজা কন্টেন্ট আমার না দেখলেও চলে, কিন্তু যার হাতে শুধু টিভি চ্যানেল আর সিনেমা হল, তার এত বাছবিচারের সুযোগ নেই, এই।
     
    • একক | 2409:4060:40e:2c81:73ab:3a4:b1:225e | ০২ মে ২০২২ ১৩:১৪507108
    • রটুহ 
       
      আমার ওই টইতে বক্তব্য নেটফ্লিক্স ভারসাস টরেন্ট ভারসাস প্রাইমোয়ার ছিল না। 
  • একক | 2409:4060:40e:2c81:73ab:3a4:b1:225e | ০২ মে ২০২২ ১৪:২১507112
  • হ্যাঁ,  আমিও সেটাই। যাদের অপশন নেই তাদের জগৎ আলাদা। এবং সেটাই বৃহত্তর বাজার। বাংলা মিডিয়ার টুকলি মারকেটিং এ তারা লুজার হচ্চে।
     
     
  • r2h | 134.238.14.27 | ০২ মে ২০২২ ১৭:৪৭507117
  • সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একাত্মতা বাড়ানো ছাড়া কোন রাস্তা নেই। এখনো এই বাংলার পাঠক পূর্ববঙ্গের সম্বোধনগুলি জানে না, গোসল, নাস্তা পড়লে তাদের চোখ কটকট করে। দিল্লির পুলিশ বাংলাদেশি টাইপ ভাষা বলেছে বলে আমাদের গা ঝিমঝিম করছে, কিন্তু গুরুর বাইরে খোঁজ নিলে দেখা যাবে, অন্তত কলকাতার মানুষদের মধ্যে অনেকেই ভাবছেন ঠিকই তো, নিশ্চয় ওরা বাংলাদেশি টাইপ ভাষা বলে।

    আর হয়েছে বঙ্গীয় আঁতেলকূল। মূলধারার লোকজনের কাছে ব্যবসা মোক্ষ, মানে তাতে কোন আপত্তি নেই, মুণ্ডু গেলে খাবোটা কী, টাকা পয়সা তো লাগবেই, কিন্তু তার বাইরে একটুখানি সুস্থরুচি এইসব নিয়ে ভাবিত না (রেফ টিভি সিরিয়েল)। আর তার বাইরে যাদের লম্ফঝম্প দেখে তাক লেগে যায়, তাদের আর্ধেক দেখা যায় ছমাসের মাথায় হয় মিটু খাচ্চে নয় পার্টনার পিটিয়ে ফেবুখাপে হাজিরা দিচ্ছে। এ মানে তালপুকুরে ঘটি না ডুবলেও ডেকাডেন্সে রোমান সাম্রাজ্যকে পাল্লা দেওয়ার মত ক্যাপা। মাঝে মধ্যে মনে হয় লোকজনকে খাঁচায় পুরে তিরিশ পাতা এ আর বারকির টই পড়ানো দরকার।
    আর তার ওপরে হোলিয়ার দেন দাউ আর উচ্চমন্যতা তো আছেই।

    টাকার ব্যাপারটা নানান দিকে, যেমন হিন্দিতে কম বাজেটে চমৎকার সব সিনেমা হয়। মসান (বাংলার হিসেবে বোধয় তাও সাত কোটি অনেক বাজেট), অপরিচিত নায়ক, আনকনভেশনাল নায়িকা, বক্স অফিস ডিজাস্টার -কিন্তু গত দশ বছরেরে ভারতীয় সিনেমায় ঐ নামটা আসবেই। কিন্তু ইন্ডাস্ট্রি বিরাট বড়, অন্ধকার বিষন্ন রোল করে ভিকি কৌশল অন্যতম হিরো হয়ে গেল, ইন্ডাস্ট্রিটা যেহেতু বিরাট। বাংলায় তেমন বাজার থাকলে হয়তো প্রতিভাবানেদের ভিড়ও বেশি হতো।

    তো, খাজা কন্টেন্ট না দেখে নেটফ্লিক্স দেখা যায়, যেমন গুল হলেও রুটির আকালে কেক খাওয়া যায়। এবার আমি বসে বসে গুরুতে ক্ষুব্ধ হলেই সস্তায় ভালো রুটি তৈরী হবে তা না। তবে কাল হুলিয়ে বৃষ্টি হয়েছে, গরম কমেছে।
  • dc | 182.65.201.206 | ০২ মে ২০২২ ১৯:১৪507118
  • শুধু নেটফ্লিক্স বলে না, ভালো সিনেমার কালেকশান নেটে কোন মুভি অ্যাগ্রিগেটরের কাছেই নেই। টরেন্টই ভরসা। 
  • dc | 182.65.201.206 | ০২ মে ২০২২ ১৯:২৩507119
  • সেদিক দিয়ে গানের অবস্থা বরং ভালো। য়ুটুব মিউজিকে সাবস্ক্রাইব করে প্রায় সমস্ত গান পাওয়া যায়। মাসে একশো আশি টাকা মতো পড়ে, অসাধারন কালেকশান। গানগুলো ডাউনলোডও করে রাখা যায় অফলাইন শুনতে চাইলে। আর আপেল ওয়ানও ভালো, ওটাও একশো আশি মতো, তাতে আপেল মিউজিক আর টিভি দুটোই পাওয়া যায়। 
  • 4z | 50.100.241.233 | ০২ মে ২০২২ ১৯:৫৫507120
  • বাংলা সিনেমা সিরিয়ালে আজকাল হিন্দি গানের যা রমরমা এর কুশীলবরা আর কি মুখ খুলবে! 
  • sm | 2402:3a80:1cd1:a729:278:5634:1232:5476 | ০২ মে ২০২২ ২০:৫২507121
  • বাং লা সিরিয়াল এর মান ও গ্রহনযোগ্যতা, এখন হিন্দি সিরিয়াল গুলোর চাইতে বেশি। হামলোগ, নুক্কর,বুনিয়াদ,রামায়ণ,মহাভারতের যুগে বাংলা সিরিয়াল, মিট মিট করে জ্বলতো। তেরো পার্বণ,ব্যোমকেশ,এগুলো সেইসময়ে হিন্দি সিরিয়াল গুলোর দাপটে ম্রিয়মাণ ছিল।
    এখন বরঞ্চ বাংলা সিরিয়াল অনেক বেশি দর্শক দেখে।অপরাজিত অপু,মিঠাই,কৃষ্ণকলি,রামকৃষ্ণ,যমুনা ঢাকি এই সব সিরিয়াল গুলো বর্তমান জি বা স্টার প্লাস এর হিন্দি সিরিয়াল গুলোর চাইতে ঢের বেশি পপুলার।অভিনেতা ও নেত্রীরা ও বাংলা সিরিয়াল গুলোতে অনেক স্মার্ট,আগের দশকের চাইতে।
     বাংলাদেশের সিরিয়াল ও নাটক, কিছু kich দুর্দান্ত! গোটা পাঁচেক ভালো বাংলা দেশের সিনেমার লিষ্ট পেলে ভালো হতো।অধিকাংশ বাংলাদেশের সিনেমাই বেশ খাজা কোয়ালিটির।অন্তত নাটক গুলোর তুলনায়।
    মনে হয়,বাংলা দেশের নাটক ও সিনেমার দর্শক বেস আলাদা।
  • sm | 2402:3a80:1cd1:a729:278:5634:1232:5476 | ০২ মে ২০২২ ২১:০৪507122
  • গোসল বা নাস্তা এপারের বাংলা ভাষী লোকজনের মুখভাষ্য নয়।এগুলো অঞ্চল ভেদে হয়েই থাকে। এপার বাংলায় স্নান,ব্রেকফাস্ট বা জলখাবার বেশি চালু। কারণ এইসব প্রতিশব্দ এই অঞ্চলের লোকজনের কাছে বেশি গ্রহণীয়। এতে কোন জটিলতা নেই।
    এপার বাংলার লোকজন কিন্তু ,নগদ, বাকী,কেচ্ছা,গায়েব,এলেম,কলম,মহকুমা,দোয়াত এইসব শব্দ স্বচ্ছন্দে গ্রহণ করেছে।এগুলো সব ই আরবী/ফার্সী থেকে এসেছে।
    এসব আপনা থেকেই হয়।মনে রাখা দরকার কোন কোন শব্দ একটি ভাষায় বেশি স্থায়ী হয় যখন বেশীর ভাগ জনতা সেটাকে মান্যতা দেয়। এর মধ্যে কোন এলিটজম নেই বরঞ্চ উল্টোটা সত্য।
  • যোষিতা | ০২ মে ২০২২ ২১:০৪507123
  • আর ভাষা! দেশটা মরে গেছে, আজই ফিরলাম কোলকাতা থেকে। রাইগর মর্টিস হচ্ছে কোলকাতার। ভয়ঙ্কর।
  • sm | 2402:3a80:1cd1:a729:278:5634:1232:5476 | ০২ মে ২০২২ ২১:১১507124
  • ওটাতো আপনার ত্যাগ করা দেশ। সৎ মা। ওটির জন্য বেশি না ভাবলেও চলবে। ওদিকে রাশিয়ার ভয়ে নর্ডিক দেশ গুলো তো ভিজে কাপড় হয়ে গেছে।
    সুইটজার ল্যান্ডের কি অবস্থা?চুরির পয়সা আগলাতে আগলাতেই  তো রেতে ঘুম নাই।
     
    রাজার বড় দুখ।
    দুঃখ কিসে হয়? 
    আধ পেটা খেয়ে মানুষ ,সুখে রয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন