এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   বিবিধ

  • দাবা খেলা নিয়ে চর্চা

    অপু
    আলোচনা | বিবিধ | ০৭ মে ২০২২ | ৪৫৭০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • দেখুন মহায় আমি একজন বাঙলা
     দাবা পাগল লোক। পাচ বছর বয়েসে দাবা খেলতে শিখান বাপি। দেশে এবং  বিদেশে
     ( মূলত: USA) প্রচুর দাবা প্রতিযোগিতা য় অংশগ্রহণ করেছি।এবং সাফল‍্য পেয়েছি। এখন ও দিনে অনলাইন  চেস খেলে থাকি এক থেকে দেড় ঘন্টা। 
     
     
    এখানে আমি দাবা খেলা শেখাবো। যারা দাবা ভালোবাসেন। তারা কমেন্ট করুন। Lwts have an iteactive session!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ০৩ জুলাই ২০২২ ০৫:৩১737667
  • একপরে আমাদের কিংস সাইড ডিফেন্স নিয়ে আলোচনা করতে হবে। সেখানে একটি লোককে  বাদ দিয়ে আলোচনা সম্ভব নয়। তার নাম হল নিমোচোভিচ। নামেই  আমরা টের পাচ্ছে ইনিও রাশিয়ান।
     
    যো দি রাশিয়ান হবে না রাশান হবে গো?
     
    আবার মনে করিয়ে দি এর একলব‍্য শিষ‍্য হলেন টাইগ্রান প্রট‍্যোশিয়ান। এ বার নাকি দু বারের বিশ্ব চ‍্যাম্পিয়ান। 
  • Bratin Das | ০৮ জুলাই ২০২২ ০১:৩০737717
  • ভালো শিক্ষক  আর ভালো রিসার্চার বোঝেন? স অনেক ক্ষেত্রেই এই দুই গুণ এক সাথে দেখা যায় না। নিমোজভিচ কে উজ্জ্বল  ব‍্যতিক্রম বলা যেতে পারে। অবশ‍্য ওনার মোট ছাত্র সংখ‍্যা এক।দুবারের বিশ্ব চ‍্যাম্পিয়ান দাবাড়ু।
     
    তবে উনি বেশী খ‍্যাত দাবায় ওনার  মৌলিক  অবদানের জন‍্যে। ওনার বিখ‍্যাত বই " My System "
     
     
  • Bratin Das | ১২ জুলাই ২০২২ ০৫:৪৫737745
  • আচ্ছা  এইবার  একটা অন‍্য ব‍্যাপার জেনে নেওয়া যাক। প্রতিপক্ষ  কে কিস্তিমাত করতে গেলে নূন্যতম  কী কী বল ( পাওয়ার) দরকার
    1. একটি মন্ত্রী ( বা কুইন)
    2.  একটি Rook  বা নৌকা
    3. দুটি Knight বা ঘোড়া
    4. দুটি Bishop বা গজ বা হাতি
    5. একটি গজ একটি ঘোড়া
    6. নূন‍্যতম একটা বোড়ে নিয়েও জেতা যায় কিন্তু সেক্ষেত্রে  বোড়ে টিকে মানুষ  করতে হয় অর্থাৎ  আট নাম্বার ঘরে নিয়ে গিয়ে তার পরবর্তে একটি নৌকা বা মন্ত্রী  নিতে হবে।
  • Bratin Das | ১২ জুলাই ২০২২ ০৫:৫৪737746
  •  এর পর দাবার কতগুলো পরিভাষা শিখে নেওয়া যাক কারণ  এগুলো আমরা সবসম য় ব‍্যবহার করে থাকি।
     
    1. মেজর পিসেস  বা প্রধান বল দুটো। মন্ত্রী আর নৌকা।
    2. Diagonal যে কোন কোণাকুণি সারি
    3. Closed file নিজের ঘুটির পথ যদি নিজের বোড়েই বন্ধ করে রাখে।
    4. Decoy : প্রতিপক্ষ  কে তার ইচ্ছার বিরুদ্ধে  নিজের সুবিধা মতোন ঘরে যেতে বাধ‍্য করা কে বলে ডিকয়
    5  Combination :- নিজের বোড়ে বল ইত‍্যাদি বিসর্জন  দিয়ে ও বিপক্ষে র অস্বস্তি  সৃষ্টি করাকে বলে কমবিনেশন 
  • Bratin Das | ১৬ জুলাই ২০২২ ০৫:২৩737853
  • 6. Castling:-: অর্থাৎ  রাজাকে দুর্গে প্রবেশ করানো। রাজারা দিকে হলে, রাজা দুঘর। রাজার দিকের নৌকা দুঘর। নোটেশন হল 0-0 আর মন্ত্রীর দিকে হলে রাজা দুঘর। মন্ত্রী র দিকের নৌকা তিনঘর। নোটেশন 0-0-0 
     
    7.  Adouber ( আদুবে) :- দাবা খেলায় টাচ আন্ড মুভ। অর্থাৎ চালতে গিয়ে যে বল টিকে আপনি প্রথম  স্পর্শ করবেন সেটাকেই চালতে আপনি বাধ‍্য। অনেকসময়  হয়তো কোন ঘুটি ঠিকঠাক  ভাবে বোর্ডে সাজানো  নেই অথচ সেটাকে আপনি ঠিক করে নিতে চাইছেন। তখন এই আদুবে কথাটা বলা হয় যার অর্থ  হল এই ঘুটি টা কে আমি ঠিক জায়গা  য় রেখে দিচ্ছি। কিন্তু  এটাকে আমি চালবো না।
    8. Check: কিস্তি। অর্থাৎ  কোন বল ( পাওয়ার ) বা বোড়ে দ্বারা রাজা কে আক্রমণ  এবং চেতাবনি দেওয়া। এর নোটেশন হল + আর checkmate হল কিস্তিমাত। অর্থাৎ  কিস্তি পরেছে আর রাজার যাবার জায়গা নেই। কিস্তিমাতের নোটেশান হল ++ 
    9.  Double check :- এক ই সাথে দুটো পাওয়ার দিয়ে কিস্তি দেওয়াকে বলে ডাবল চেক।
     
    10. Draw:- কোন খেলা অমিমাংসীত ভাবে শেষ হওয়াকে বলে ড্র।
     
    11. Exchange: -:বদলাবদলি।  একটা বল দিয়ে অন‍্য বল কে মারাকে বলে এক্সচেঞ্জ।
     
    12. Fianchetto ( ফিয়ানকেট্টো) গজকে ঘোড়ার দু নাম্বার ঘরে নিয়ে যাওয়াকে বলে ফিয়ানকেট্টো।
     
    13. F I D  E : ফিডে। বিশ্ব দাবা ফেডারেশনের সংক্ষিপ্ত  রূপ। মূল শব্দ টা হল ফরাসী Federation  Internationale des   Echess এনারাই খেতাব দেন। 1924 সালে প‍্যারিসে এই সংস্হা গঠিত  হয়।
  • Bratin Das | ১৯ জুলাই ২০২২ ০৬:০৮737883
  • ধুর বাবা। কেউ কিছু লেখে না ক‍্যানো গো??sad
  • Bratin Das | ১৯ জুলাই ২০২২ ০৬:১১737884
  • যাকগে কবি বলেছেন ফলের আশা  না করে লিখে যাও। অতএব।
     
    এরপরে কতগুলো  খুববব ই গুরুত্বপূর্ণ  জিনিস
     
    পিন
    Squared  
    Discovered চেক বা উঠকিস্তি
  • Bratin Das | ১৯ জুলাই ২০২২ ০৬:১৪737885
  • যাকগে কবি বলেছেন ফলের আশা  না করে লিখে যাও। অতএব।
     
    এরপরে কতগুলো  খুববব ই গুরুত্বপূর্ণ  জিনিস
     
    পিন
    Squared  
    Discovered চেক বা উঠকিস্তি
  • Amit | 121.200.237.26 | ১৯ জুলাই ২০২২ ০৬:২৮737886
  • আরে লেখাগুলো পড়ে পড়ে আগে সবে খেলাটা শিখছি। তাপ্পর কমেন্ট করবো। 
  • 4z | 2606:40:4a1:848e::861:d0d7 | ১৯ জুলাই ২০২২ ০৭:৩০737887
  • আরে পড়ছি পড়ছি। অনেকদিন বোর্ডে হাত দিইনি। ব্রেনে মর্চে পড়ে গেছে। একটু সময় লাগবে প্রশ্ন করতে।
  • lcm | ১৯ জুলাই ২০২২ ০৮:২৪737888
  • ১০নং টা বুঝতে পেরেছি। এদ্দিন ড্র বলতে বুঝতাম লটারি, এখন অন্য একটা মানে আছে বুঝতে পেরেছি।
  • tkb | 117.194.71.28 | ২০ জুলাই ২০২২ ২৩:২১737915
  • অনেক দিন ধরে গুরু খুঁজছিলাম ।এবার পেলাম। 
  • thelar naam babaji | 2405:8100:8000:5ca1::2fd:dca6 | ২০ জুলাই ২০২২ ২৩:৩৪737916
  • ওরে পাগলা। নাড়া বাধ। যেটুকু দাবা খেলা কোনোক্রোমে শিখেছিলি, এই গুরুর বোঝানোর গুতোয় তা মাথায় উঠবে।
  • Bratin Das | ২১ জুলাই ২০২২ ০৯:৩১737922
  • যারা আমার দাবার স্কিলের টেস্ট নিতে চান বা খেলতে চান ।তাদের বলি www,chess,com 
    চলে আসুন। আমার আই ডি হল <sabuj111>
  • কেলো মামা | 2a03:e600:100::33 | ২১ জুলাই ২০২২ ১১:৫০737923
  • কি কেলো মামা!
    চেস কমে তোমার প্রোফাইল দেখ্লাম গুরু , ১০-টা গেম খেলে ৩-টে জিতেছ, ৬-টায় হেরেছ। আর ১৫৮৩ অল টাইম আভারেজ! ঠিক আছে, কিন্তু এই দিয়ে কলার তোলার চেষ্টা কোরো না।
    এই লেভেলের ক্যালি নিয়ে খাপ খুলেছ, তুমি মাইরি পারো ও।
    আর একটু মন দিয়ে প্র্যাকটিশ করো মামা !!
     
     
     
  • dc | 2401:4900:1f2b:9743:38a0:4c3d:7cfb:3378 | ২১ জুলাই ২০২২ ১১:৫৭737924
  • এটা খুব বাজে ধরনের পার্সোনাল অ্যাটাক হচ্ছে। অপু বা ব্রতীন নিজের মতো করে পোস্ট করছেন, তাতে অসুবিধা কি হয়েছে? এগুলো না করলে হয় না? 
  • Bratin Das | ২১ জুলাই ২০২২ ১২:৩৭737925
  • এই লোক টিকে চিনি। আই এস আই ​​​​​​​থেকে ​​​​​​​বই ​​​​​​​দিই ​​​​​​​নি ​​​​​​​তাই ​​​​​​​এত ​​​​​​​রাগ ​​​​​​​।কুউউউউউউল ​​​​​​​ডুড 
     smiley
     
     chess,com> কারা খেলে কোন আইডিয়া আছে? দম থাকলে  এক হাত হবে নাকি বন্ধু ? শুধু গলাবাজি করলে হবে নাকি? laugh​​​​​​​
  • Bratin Das | ২১ জুলাই ২০২২ ১২:৪৪737926
  • আরেক টা ইন্টারেষ্টিং তথ্য যাদের সাথে খেলেছি তাদের আভেরেজ rating 1685.. মানে আমার থেকে ১০২ বেশী 
  • Amit | 120.22.211.127 | ২১ জুলাই ২০২২ ১৩:৪৫737928
  • আরে আপনি লিখুন আপনার মত। এমন কোনো নিয়ম আছে যে গ্র্যান্ডমাস্টার নাহলে দাবা বা অন্য  কিছু নিয়ে লেখা যাবেনা ? লিখে নিজের ভালো লাগাটাই আসল। 
  • Bratin Das | ২১ জুলাই ২০২২ ১৭:৩৩737931
  •  একে  চিনি   অমিত।
     
     গুরুর পুরোনো পাপী।  একটা পোস্টের পরে জোকের মুখে কেমন নুন পরলো  দেখলেন?
     
    বেচারী  laugh
  • যোষিতা | ২১ জুলাই ২০২২ ১৯:২১737933
  • ব্রতীন, 
    তুই লিখতে থাক। পোকা মাকড় মাছি ভনভন করলে হুশ হুশ করে তাড়িয়ে দেব।
  • ওমনাথ | 43.251.171.40 | ২১ জুলাই ২০২২ ২০:৫৩737935
  • ব্রতীনদা, সোমনাথ বলছি। তুমি বই তুলে দাও বা না দাও, তাই জন্য তোমাকে পার্সোনাল অ্যটাক করার মত মানসিকতা এখনও হয়নি। কোনোদিন হবে বলেও মনে হয় না। মানুষ চিনতে পারোনি, নো ইস্যু, আন্দাজে মানুষকে ভুলভাল অ্যাকিউজ করাটা বন্ধ রাখো প্লিজ। 
  • এহেহেহে | 2a0b:f4c2:1::1 | ২১ জুলাই ২০২২ ২৩:০২737937
  • বোতিনতো নেদে পেদে এক্করে ফেলেচে।
  • যোষিতা | ২১ জুলাই ২০২২ ২৩:৪৩737938
  • হুশ্ হুশ্
  • Ranjan Roy | ২২ জুলাই ২০২২ ১৪:৫৬737947
  • Brateen 
    এবার তোমার চাল । 
    অপেক্ষায় আছি।  বোর্ড পেতে ছি।
    এদিক ওদিক না দেখে আমাদের মত হরিদাস পাল দের  শেখা তে থাকো। 
    অনেক আশীর্বাদ পাবে। 
  • Bratin Das | ২৩ জুলাই ২০২২ ০৭:৪৭737953
  • এই খানে সব থেকে ডেডলি হল ডিসকভার্ড চেক ।বা উঠ কিস্তি 
     
    মানে পাতি ফান্ডা হল বিপক্ষের রাজা আর আপনার বল ( [পাওয়ার)এর মধ্যে বসে  আছে আপনার নিজের এই বোড়ে বা অন্য পাওয়ার । এই বার আপনি টুক করে বোড়ে টা সরাবেন বা অন্য পাওয়ার । এক্দিকে কিস্তি পরবে অন্য্দিকে বোড়ে বা আপনার যে বল উঠে কিস্তি পরছে সেটা দিয়ে প্রতিপক্ষের একটা মেজর পাওয়ার(মন্ত্রী বা নৌকা ) ধরলেন । রাজা আক্রান্ত হয়ে যখন সরল তখন টুক করে মন্ত্রী বা নৌকা টি মেরে দিলেন । ততে হয়তো আপনার মাইনর পাওয়ার টি হারালেন কিন্তু মনে করুন 
     
    গজ = ঘোড়া = ৩ পয়েন্ট 
    নৌকা = ৫ 
    মন্ত্রী = ৯ 
     
    অর্থাৎ ৩ দিয়ে আপনি ৫ বা ৯ পেলেন । লাভ = ৫-৩ - ২ বা ৯-৩ = ৬ 
  • Bratin Das | ২৩ জুলাই ২০২২ ০৭:৪৭737954
  • এই খানে সব থেকে ডেডলি হল ডিসকভার্ড চেক ।বা উঠ কিস্তি 
     
    মানে পাতি ফান্ডা হল বিপক্ষের রাজা আর আপনার বল ( [পাওয়ার)এর মধ্যে বসে  আছে আপনার নিজের এই বোড়ে বা অন্য পাওয়ার । এই বার আপনি টুক করে বোড়ে টা সরাবেন বা অন্য পাওয়ার । এক্দিকে কিস্তি পরবে অন্য্দিকে বোড়ে বা আপনার যে বল উঠে কিস্তি পরছে সেটা দিয়ে প্রতিপক্ষের একটা মেজর পাওয়ার(মন্ত্রী বা নৌকা ) ধরলেন । রাজা আক্রান্ত হয়ে যখন সরল তখন টুক করে মন্ত্রী বা নৌকা টি মেরে দিলেন । ততে হয়তো আপনার মাইনর পাওয়ার টি হারালেন কিন্তু মনে করুন 
     
    গজ = ঘোড়া = ৩ পয়েন্ট 
    নৌকা = ৫ 
    মন্ত্রী = ৯ 
     
    অর্থাৎ ৩ দিয়ে আপনি ৫ বা ৯ পেলেন । লাভ = ৫-৩ - ২ বা ৯-৩ = ৬ 
  • Swarnendu Sil | ২৩ জুলাই ২০২২ ২৩:২৭737956
  • বাহ দিব্যি জিনিস নিয়ে টই শুরু হয়েছে। ডুবে গেছে কেন? 

    তবে কোন একটা পোস্টে দেখলাম squared লেখা। ওইটা সম্ভবত skewered লিখতে চাওয়া হয়েছে, জিনিসটার নাম skewer ( স্কিউয়ার ), আর হলে skewered ( যেমন pin আর pinned piece ). 

    আর রেটিং ইত্যাদি নিয়ে কথাটা খানিক অশোভনই লাগল। 1583 এমন কিছু রেটিং নয় সে ঠিক, কিন্তু কেউ উৎসাহ নিয়ে কিছু একটা নিয়ে লিখছেন, সেখানে এ প্রসঙ্গ তোলার মানে কি? কারোর না পোষালে না পড়লেই তো মিটে যায়।  
  • ট্যানজেনশিয়ালি রেলিভ্যান্ট | 2601:5c0:c280:4020:a4fc:6005:b0de:bfe6 | ২৪ জুলাই ২০২২ ১৮:১৯737960
  • ব্রতীনবাবুর জন্যি। 
     
  • Bratin Das | ২৪ জুলাই ২০২২ ২১:১১737961
  • আমি আসলে <www,redhotpawn.com> সাইটে খেলতাম ।  chess.com
    এক্দম নতুন । 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন