এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব

  • ভাটিয়ালি (বি টিম)

    (বি টিম)
    বাকিসব | | ০৩ জুন ২০২২ | ৪০৬৫ বার পঠিত
  • ভাটিয়ালি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৪ জুন ২০২২ ০২:২২737264
  • কিন্তু লগইন ম্যান্ডেটরি করে কি হবে? এই যে আমি lcm লগ ইন করে পোস্ট করেছি, আমি তো আর একটা গুগল বা ফেসবুক আইডি থেকে পোস্ট করতেই পারি।
  • Abhyu | 223.191.57.161 | ০৪ জুন ২০২২ ০৬:০৮737265
  • দু দিন আসবেন না, দেখবেন সব ঠিক হয়ে গেছে। শুধু হুতো বেনামে খিস্তি দেয় শুনে চমৎকৃত হলাম।
  • sm | 116.193.141.220 | ০৪ জুন ২০২২ ০৮:৫৬737266
  • দু দিন আসবেন না, দেখবেন সব ঠিক হয়ে গেছে। শুধু হুতো বেনামে খিস্তি দেয় শুনে চমৎকৃত হলাম।
     
    ---
    কে কোথায় হুতোর নামে লিখেছে,দেখান।নয়তো ভুল স্বীকার করুন।দল পাকিয়ে লাভ হবে না।।
  • Abhyu | 223.191.57.161 | ০৪ জুন ২০২২ ১০:২০737268
  • ও আচ্ছা আমারই ভুল, হুতোর পোস্টের পরেই লিখেছিলেন কিনা, তাই ভুল হয়ে গেছে। তবে হুতোর জায়গায় ডিসিতেও আমার ক্ষেত্রে চমৎকৃতিটা থেকেই যায়।
  • sm | 2402:3a80:1982:1f7b:278:5634:1232:5476 | ০৪ জুন ২০২২ ১০:২৩737269
  • ধন্যবাদ,ভুল স্বীকার করার জন্য।
     
    তার পরেও বলবো আপনার পোস্টের মানে বোঝায় সমস্যা আছে। আরো একবার ভালো করে পড়ুন।
    তবে,আবার একবার ধন্যবাদ।
  • Bratin Das | ০৪ জুন ২০২২ ১৮:১২737271
  • হুতো খিস্তি  দেয় কিনা জানি না। তবে বেনামে লেখে।নিজেই বহুবার লিখেছে যে বেনামে লেখে।
  • dc | 2401:4900:1cd0:6dc9:68a7:499f:e8d9:a9c3 | ০৪ জুন ২০২২ ১৮:১৭737272
  • এবার দেখে নিন কিভাবে ভালো চিজ তৈরি করা হয় 
     
  • জুলু সর্দার লোকবক্ষুলা | 2401:4900:3d38:2b9:bd91:788:29b9:6612 | ০৪ জুন ২০২২ ১৯:৩৬737273
  • হুতো ব্যাপারটাই তো বেনাম।
  • kk | 2601:448:c400:9fe0:3998:dfa5:363c:454b | ০৪ জুন ২০২২ ২১:৪৪737277
  • এই স্বনাম-বেনামের কড়াক্কড় ব্যাপারটা আমি খুব ভালো বুঝিনা। আমি আজ বলেছি আমার নাম 'কেকে', সবাই জাস্ট সেই বলার ভিত্তিতেই আমাকে একাটা পার্টিকুলার লোক ধরে নিয়ে চলছে। এখানেই কত লোকে কতবার নিক বদল করেছেন। একটা তো আলাদা টইই ছিলো 'অরিজিতের বিভিন্ন নাম' বলে। তো কোন নামে লিখলাম সেই দিয়ে কী যায় আসে? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে বটে যে ধরি আমি 'কেকে' নামে খুব শান্ত-শিষ্ট পোস্ট করলাম আর 'জেজে' নামে গাল দিয়ে সবার ভুত ভাগিয়ে দিলাম। এতে নিজের একটা ভাবমূর্তি ভালো রেখে অন্যদিক দিয়ে কিছুটা ফ্রাস্ট্রেশন ওগরানো গেলো। কিন্তু সেক্ষেত্রেও, লোকে যে 'জেজে' কে খারাপ ভাবলো সেও তো আমিই রইলাম রে বাবা। তো তারও ভাবমূর্তি তো খারাপই হলো। দিনের শেষে সবই বেনাম। কোনো গ্যারান্টি নেই যে কেকে বা হুতো বা অভ্যু বা ব্রতীন কোনোটাই কারুর "রিয়্যাল" স্বনাম।
  • আত্মঘোষ | 2401:4900:3d38:2b9:bd91:788:29b9:6612 | ০৪ জুন ২০২২ ২২:২৬737280
  • হ্যাঁ, হুতো বেনামে লেখে মানে কী, হুতো আমার সরকারি নাম নাকি! 
     
  • কই ভোলা | 2401:4900:3d38:2b9:bd91:788:29b9:6612 | ০৪ জুন ২০২২ ২২:২৯737281
  • লোচবক্ষুলাটা লোকবক্ষুলা হয়ে গেছে, মিস্টেক।

    আর লগিন করলে হবে কচুপোড়া, ফেসবুকে লোকে দেয়না নাকি!
  • Abhyu | 223.191.0.30 | ০৪ জুন ২০২২ ২২:৩৬737282
  • আচ্ছা লোকে যদি সায়ন_করভৌমিক_দাশচক্রবর্তী বা বোধিসত্ব_দাশগুপ্ত_গুরুচণ্ডালী বা সুভদ্রা_ঊর্মিমালা_তালুকদার ইত্যাদি নামে লেখে তখন আপনাদের মনে হবে না এচ্চেয়ে আকা, ব্যাং, কেকে এই সব নামই ছিল ভাল?
  • dc | 2401:4900:1cd0:6dc9:3494:fe8e:8c1f:5569 | ০৪ জুন ২০২২ ২২:৪৮737283
  • এই গানটা শুনতে শুনতে আলোচনাটা করলে ব্যাপারটা আরেকটু মনোজ্ঞ হবে 
     
  • Bratin Das | ০৪ জুন ২০২২ ২৩:১৪737284
  • অন‍্যদের কথা জানি না। 2007- 2022 অবধি আমি তিনটে নাম ব‍্যবহার করেছি। ব্রতীন, ব আর অপু। আর এখন ম‍্যান্ডেটরী লগিন করলে ব্রতীন  দাস।
  • হালদার | 2401:4900:3d38:2b9:bd91:788:29b9:6612 | ০৪ জুন ২০২২ ২৩:২২737286
  • আমি কবে থেকে ভাবছি একটা নতুন ধর্ম তৈরি করবো, মর্মপীড়েরও আপত্তি নেই। কিভাবে যে শুরু করবো কিছুতেই বুঝতে পরছি না। পুরো প্রচার রিমোট হতে হবে।
  • Bratin Das | ০৪ জুন ২০২২ ২৩:২৫737287
  • আর এরকম উদাহরণ আরো আছে যেমন একজন আগে লিখতেন "ল‍্যাদোশ চন্দ্র মিত্র" নামে এখন সময়ের বিবর্তনের সাথে সাথে
    তিনিই এখন "এলসিএম। তাকে অন‍্য  কোন নামে আমি লিখতে দেখি নি।
     
    এক ই কথা খাটে ঈশানেল সম্পর্কে। 
    "মিঠু আর "ম" ছাড়া আমি অন‍্য নাম ব‍্যবহার ও দেখি নি। 
     
    এখানে প্রশ্ন টা হচ্ছে ইন্টগ্রিটির। আর দমের।
     
    শিরদাড়ার যথেষ্ট  জোর না থাকলে কেকে যেমন বললো ওই "জেজে" নামের আড়ালে  গিয়ে স্বনামে চক্ষু লজ্জার  খাতিরে  যা বলা যায় না ছদ্মনামে  তা অনায়াসে  বলে লোকজন।
  • sm | 2402:3a80:1cd3:98dc:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২২ ০৮:৩২737297
  • কয়েক জনের পোস্ট পড়লাম। এই ভিত্তিতে কিছু পয়েন্ট উল্লেখ করছি।
    ব্রতীন,বুঝতে পারছে না,কাঁচা খিস্তি ও পাকা খিস্তি কি জিনিষ-
    একটা উদাহরণ।
    • hehe | 45.35.34.26 | ০২ জুন ২০২২ ১৩:৫৮503386
    • বোতিন একে মিশনচোদা তায় খোরাক মাল! মূখ খুললেই আওয়াজ খাবে এই ভয়ে ইগনোর মাড়াচ্ছে।
    এই পোস্টে যে গালা গাল দেওয়া হয়েছে সেটা আন প্রোভোকড এবং অশ্রাব্য। কিন্ত,কেউই বিশেষ প্রতিবাদে যান নি।
     
     
         এবার আসি অন্য প্রসঙ্গে। পিটি,বোধি,এলেবেলে,আমি ও আরো অনেকে এরকম কাঁচা খিস্তির সম্মুখীন হয়েছি।
    বোধি কে দিনের পর দিন,আন প্রোভোকড গালা গালি দেওয়া হয়েছে। মৃদু প্রতিবাদে গেছেন দু চার জন। অধিকাংশ ই বোধির ইগনোর করার ক্ষমতার প্রশংসা করেছেন। এলেবেলে উত্যক্ত হয়ে পাল্টা গালা গালি দিয়েছেন। কারণ সবার রেসপন্স সমান হবার কথা নয়।
    পূর্বোক্ত দুজন কে যে বা যারা গালা গালি করেছে,তারা নিতান্তই অল্প সংখ্যক এবং অজানা নিকে।
    এলেবেলে যথার্থ ই বলেছেন,তারা গুরুর খুব পুরোনো লোক।কারণ এক দু মিনিটের মধ্যে কয়েক বছরের পুরনো লিংক খুঁজে দেন বা পুরোনো কথা স্মরণ করিয়ে দিতে পারেন।
    কেউ চেনা নিকে ক্রমাগত গালি গালাজ দিলে,সেটার সনাক্ত করন সম্ভব।
    পিটি কে অমুক ব্যক্তি গালি দিয়েছেন।
    কিন্তু অজানা নিক হলে,সেটির উল্লেখ ও মিলিয়ে যায়,দুদিন পর।
    তাই কতৃ পক্ষের উচিৎ কোন পোস্ট অশ্রাব্য গালি গালাজ বা বিদ্বেষ মূলক হলে, উল্লেখ করে- মুছে দেওয়া। বা, অন্য টই খুলে,একত্রিত করা।
    অবশ্যই অচেনা নিকটির সনাক্ত করন সম্ভব হলে,উল্লেখ করে দেওয়া অমুক ব্যক্তি নিয়মিত এই নিক থেকে লেখেন ও এই নিক গুলি থেকে গালি বর্ষণ করেন।
     
     
  • dc | 2401:4900:1cd1:6a1b:2d9b:feda:7be7:a736 | ০৫ জুন ২০২২ ০৮:৪২737298
  • kk এর পোস্ট ভালো লাগলো, ব্রতীন এর ইন্টেগ্রিটি পয়েন্টের সাথেও একমত। আরেকটা কথা মনে হলো, ধরা যাক একজন সাধারনত তাঁর নিজের নিক থেকে অনেক এমনি পোস্ট করেন, আর অন্য কোন নিক থেকে শুধু খিস্তি পোস্ট করেন। সেক্ষেত্রে কি খানিকটা স্প্লিট পার্সোনালিটির ব্যপার আসে? 
     
    তবে এই আলোচনাটার একটা আনইনটেন্ডেড কনসিকোয়েন্স হয়েছে। এই যে sm এতো হাঁটু খাটিয়ে বার করলো আমি নাকি বেনামে পোস্ট করি, সেই খোরাকটাই বা কম কিসের? :-)
  • sm | 2402:3a80:1cd3:98dc:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২২ ০৮:৫০737301
  • হ্যাঁ, পিটি কে অশ্রাব্য গালিগালাজ দেবার পর ও কতিপয় লোকজনের মৃদু প্রশ্রয় খোরাক ই বটে।
  • Bratin Das | ০৫ জুন ২০২২ ০৯:৩২737302
  • পিটি দা কে খিস্তি দেবার প্রতিবাদ আমি করেছিলাম। কিন্তু  পিটি দা বহু লোক কে গরু ছাগল বলেছেন  কাজেই ব‍্যাপার টা একতরফা বলা যাবে না।
  • Bratin Das | ০৫ জুন ২০২২ ০৯:৩৫737303
  • ব্রতীন , আটোজ বা যোষিতা দি কে খিস্তি দিলে দিলে প্রতিবাদ কেউ করবে না কারণ এরা গুরুর "গুড বুকে" নেই। আর মাঝে মাঝেই অপ্রিয় কিন্তু  সত‍্যি কথা বলে থাকেsmileylaughcool
  • Bratin Das | ০৫ জুন ২০২২ ০৯:৪৮737304
  • আমার উত্তর টা ছিল এইরকম
     
  • sm | 2402:3a80:1cd3:cd23:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২২ ১০:০৭737305
  • প্রতিবাদ কে কিভাবে করবে,সেটা একান্ত নিজস্ব ব্যাপার। আমার বক্তব্য ছিল, কতৃপক্ষের কি কি ব্যবস্থা নেওয়ার আছে, তার ওপর।
    আপাতত ব্রতীন কে দুটি প্রশ্ন।
    তুমি কি  কাউকে ছাগল ,গরু বলেছো? বা,তোমার ওপর গালি বর্ষণ কি একতরফা? 
    দুই,কাঁচা খিস্তি কাকে বলা হয়,সেটা বোঝা গেছে কি? 
  • দানববাবু | 2401:4900:38c2:5866:1012:2ccc:f8d5:23db | ০৫ জুন ২০২২ ১০:১৮737307
  • কর্তৃপক্ষ তথা হায়ারার্কিবিহীন বা কোন গোপন ক্ষমতাশালী মোনোলিথিক হোমোজিনিয়াস গোষ্ঠী ছাড়া সঙ্গ্ঘের অস্তিত্ব ভাবতে না পারা একটা সমস্যা।
    গুরুর লোক গুরুর অ্যাডমিন গুরুর কর্তৃপক্ষ গুরুর লোক।
    কী মুশ্কিল, তারা কে, কারা?

    ও অবশ্য কিছু করার নেই।
  • sm | 2402:3a80:1cd3:cd23:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২২ ১০:২৭737308
  • একটা ব্লগ সাইট যার একটি টই এর মন্তব্য পাঁচ লাখ ছড়ায়, তার দেখভালের কোন লোকজন নাই! স্বয়ম্ভূ!!
  • dc | 2401:4900:1cd1:6a1b:2d9b:feda:7be7:a736 | ০৫ জুন ২০২২ ১০:৩০737309
  • হাঁটুর সমস্যা বড়ো সমস্যা। 
  • Bratin Das | ০৫ জুন ২০২২ ১০:৪৬737313
  • না  কাউকে গরু ছাগল বলেছি বলে মনে পরছে না। মিশন ওসব শেখায় না smiley
  • JSL | 106.197.7.140 | ০৫ জুন ২০২২ ১২:৫৭737319
  • এইটাই হয় মুশকিল।
    অনেকেই স্কুলের গন্ডী পেরোনোর পর অনেক খারাপ খারাপ জিনিস শিখে ফেলে। তাতেই লোকজন বখে যায়। আদি পাপ, জ্ঞানবৃক্ষের ফল। (অনেকে তো আগেও শিখে ফেলে, তাদের কথা আর বললামই না।)
    এজ অফ ইনোসেন্স আর এজ অফ অ্যাকাউন্টেবিলিটি, এই দুটোকে উপযুক্ত পাত্রে নিয়ে সুন্দর করে শেকেন, নট স্টার্ড করে পেয়ালায় ঢেলে দিলে তবে গিয়ে নাহি রবে হিংসা অত্যাচার।
  • dc | 2401:4900:1cd1:6a1b:6975:d09f:6844:2916 | ০৫ জুন ২০২২ ১৩:১৪737320
  • তাহলে আর কি, প্রাথমিক পদক্ষেপ হিসেবে রিটার্ন টু ইনোসেন্স শুনে ফেলা যাক। শেকেন, নট স্টার্ড :-)
     
  • sm | 2402:3a80:1cd3:cd23:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২২ ১৩:৩৪737321
  • পোস্ট ডিলিট তো করা হয়।কে করে? @দানব বাবু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন