এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  স্বাস্থ্য

  • “অন্ধ বিশ্বাসের উপনিবেশ” – কয়েকটি পর্যবেক্ষণ

    ডঃ জয়ন্ত ভট্টাচার্য
    আলোচনা | স্বাস্থ্য | ১৯ জুলাই ২০২২ | ৯৩৮৯ বার পঠিত | রেটিং ৫ (৪ জন)
  • জুলাই মাসের ১৬ তারিখে (২০২২) একটি বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে বিশেষ গুরুত্ব দিয়ে “অন্ধ বিশ্বাসের উপনিবেশ” (লেখক স্থবির দাশগুপ্ত) শীর্ষক উত্তর-সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। প্রবন্ধটিতে কর্পোরেট মিথ্যাচার ও দুর্নীতি, কোভিড টিকার মাঝে লুকিয়ে থাকা “নির্মিত অন্ধ বিশ্বাস”, কর্পোরেট পুঁজি কিভাবে ডাক্তার-বিজ্ঞানী-সাধারণ মানুষ নির্বিশেষে (সম্ভবত জনস্বাস্থ্য কর্মীদের এ তালিকার বাইরে রাখা হয়েছে) সবার ক্ষেত্রে মানসিক উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয় এবং এরা কর্পোরেটদের তৈরি করা তথ্যের নির্বিচার ব্যবহার করে এক ধরণের মানসিক দাসত্বের শিকার হয়, বিশ্ব স্বাস্থ্যসংস্থা কিভাবে কর্পোরেটদের হাতের ক্রীড়নক হয়ে ওঠে এবং, সর্বোপরি, রাষ্ট্রের তরফে কোনভাবেই “লোকস্বাস্থ্যের নীতিমালা, নৈতিকতা ও ন্যায্যতা রক্ষা করা অসম্ভব” বলে “প্রস্তাবিত চুক্তি ও প্রকল্পগুলোর বিরুদ্ধে স্রেফ ‘না’ বলা ছাড়া” আর কোন রাস্তা আমাদের সামনে নেই – এরকম পরস্পর-সংযুক্ত বিভিন্ন ধর্মী বিষয়কে স্বল্প পরিসরে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়েছে।

    জুলাই মাসের ১৬ তারিখে (২০২২) একটি বহুল প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে বিশেষ গুরুত্ব দিয়ে “অন্ধ বিশ্বাসের উপনিবেশ” (লেখক স্থবির দাশগুপ্ত) শীর্ষক উত্তর-সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। প্রবন্ধটিতে কর্পোরেট মিথ্যাচার ও দুর্নীতি, কোভিড টিকার মাঝে লুকিয়ে থাকা “নির্মিত অন্ধ বিশ্বাস”, কর্পোরেট পুঁজি কিভাবে ডাক্তার-বিজ্ঞানী-সাধারণ মানুষ নির্বিশেষে (সম্ভবত জনস্বাস্থ্য কর্মীদের এ তালিকার বাইরে রাখা হয়েছে) সবার ক্ষেত্রে মানসিক উপনিবেশ গড়ে তুলতে সক্ষম হয় এবং এরা কর্পোরেটদের তৈরি করা তথ্যের নির্বিচার ব্যবহার করে এক ধরণের মানসিক দাসত্বের শিকার হয়, বিশ্ব স্বাস্থ্যসংস্থা কিভাবে কর্পোরেটদের হাতের ক্রীড়নক হয়ে ওঠে এবং, সর্বোপরি, রাষ্ট্রের তরফে কোনভাবেই “লোকস্বাস্থ্যের নীতিমালা, নৈতিকতা ও ন্যায্যতা রক্ষা করা অসম্ভব” বলে “প্রস্তাবিত চুক্তি ও প্রকল্পগুলোর বিরুদ্ধে স্রেফ ‘না’ বলা ছাড়া” আর কোন রাস্তা আমাদের সামনে নেই – এরকম পরস্পর-সংযুক্ত বিভিন্ন ধর্মী বিষয়কে স্বল্প পরিসরে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়েছে।

    লেখাটির মাঝে কিছু সত্য আছে। আবার সত্যকে ব্যবহারের উদ্দেশ্যে লেখকের নিজের মর্জিমাফিক বিজ্ঞান ও জনস্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছুই বলা হয়নি, দুয়েকটি বিষয় এবং প্রধানত ব্রিটিশ মেডিক্যাল জার্নালের অ্যাসোসিয়েট এডিটর (“বরিষ্ঠ সম্পাদক” নন, সত্যের খাতিরে বললে) পিটার দোশীর একটি বা দুটি প্রবন্ধকে হাতিয়ার করা হয়েছে। এর বাইরে অসংখ্য গবেষণাপত্র আছে ব্রিটিশ মেডিক্যাল জার্নাল, ল্যান্সেট, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এর মতো আন্তর্জাতিক ক্ষেত্রে মান্য জার্নালগুলোতে। এবং এ জার্নালগুলো কর্পোরেটদের টাকায় নিয়ন্ত্রিত হয়না। এসব জার্নালে স্বাধীন গবেষণাপত্র ছাপা কর্পোরেট ফান্ডিংয়ের বদান্যতা ছাড়া। যদি বিজ্ঞানের এই স্বাধীন পরিসর না থাকে তাহলে বলা ভালো – প্রপঞ্চময় এ কর্পোরেট বিশ্বে কেউ স্বাধীন নয়। স্বাধীন হওয়া সম্ভবও নয়, “জ্ঞানাঞ্জন শলাকয়া” ফুটিয়ে না দিলে।

    এখানে একবার স্মরণ করে নেওয়া ভালো – যখন বিভিন্ন রকম সাক্ষ্যপ্রমাণ, উপাত্ত বা সম্ভাবনা থেকে শুধুমাত্র নিজের অনুকূলে বা পক্ষে যায় এরকম উপাত্ত, প্রমাণ বা সম্ভাবনাকেই বাছাই বা নির্বাচন করা হয় তখন যে হেত্বাভাস বা অনুপপত্তি (অর্থাৎ ভ্রান্ত যুক্তি) সংঘটিত হয়, তাকে যুক্তিবিদ্যায় পক্ষপাতদুষ্ট বাছাই বা ইংরেজি ভাষায় চেরি পিকিং (Cherry picking) বলা হয়। পক্ষপাতদুষ্ট বাছাই ইচ্ছাকৃতভাবে বা অজান্তেই হতে পারে। তবে জনবিতর্কে এই ভ্রান্তি একটি বড় সমস্যা।

    আমি শুরু করি আলোচিত প্রবন্ধের প্রধান বা একমাত্র হাতিয়ার পিটার দোশীদের প্রবন্ধটি দিয়ে – “Covid-19 vaccines and treatments: we must have raw data, now - Data should be fully and immediately available for public scrutiny”। প্রবন্ধটি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে ১৯ জানুয়ারি, ২০২২-এ প্রকাশিত হয়েছিল। প্রবন্ধের সহ-লেখক ছিলেন আরও ২ জন – ফিওনা গডলি এবং কামরান আব্বাসি, কেবলমাত্র পিটার দোশী নয়।

    স্থবির দাশগুপ্তের প্রবন্ধে ব্যবহৃত সমস্ত তথ্যই আহরিত হয়েছে এই একটি প্রবন্ধ থেকে, এর অতিরিক্ত কোন প্রবন্ধ থেকে নয়। এমনকি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের (এখন থেকে বিএমজে) পূর্বোদ্ধৃত প্রবন্ধে ব্যবহৃত শব্দবন্ধও ব্যবহার করা হয়েছে দাশগুপ্তের আলোচিত প্রবন্ধে। দোশীর প্রবন্ধে বলা হয়েছিল “মেমরিজ আর শর্ট”। দাশগুপ্তের প্রবন্ধে এর বাংলা করে বলা হল – “কিন্তু লোকস্মৃতি ক্ষণস্থায়ী”। বিএমজের প্রবন্ধে বলা হয়েছিল – “Pharmaceutical companies are reaping vast profits without adequate independent scrutiny of their scientific claims. The purpose of regulators is not to dance to the tune of rich global corporations and enrich them further; it is to protect the health of their populations. We need complete data transparency for all studies, we need it in the public interest, and we need it now.” এ কথাগুলো ভিন্ন স্বরে এবং বিশেষ আঙ্গিকে বঙ্গীকরণ হয়েছে দাশগুপ্তের প্রবন্ধে।

    ১৯ জানুয়ারি, ২০২২-এ বিএমজে-তে দোশীদের প্রবন্ধটি প্রকাশের পরে ২৪ জানুয়ারি একটি সংশোধনী প্রকাশিত হয়। এখানে বলা হয় – “This editorial by Peter Doshi and colleagues (BMJ 2022;376:o102, doi:) originally stated that the Medicines and Healthcare Products Regulatory Agency (MHRA) has “stopped posting information released in response to freedom of information requests on its website.” The online version has been corrected to say that MHRA’s posting is delayed, not stopped completely. MHRA posted no additional freedom of information requests on its website between 14 August and 28 December 2021. Since 29 December, however, it has posted a selection of materials for responses from July to September.” অর্থাৎ, প্রবন্ধটির একটি ছোট সংশোধনী প্রকাশের প্রয়োজন পড়লো।
    বিজ্ঞানে এরকম ঘটাই তো স্বাভাবিক। কোন একজন মানুষ বা সংস্থা কিংবা জার্নাল বা গোষ্ঠীর কাছে একমাত্র সত্যের কোন লুকনো হীরক খনি নেই। এখানে কোন তত্ত্ব বা ধারণা বা পরীক্ষালব্ধ ফলাফল পেশ করা হয়। আন্তর্জাতিক মহলে বিজ্ঞানী এবং গবেষকরা এ নিয়ে চুলচেরা বিচার-বিশ্লেষণ করেন। পরিণতিতে, গৃহীত হয় কিংবা পরিবর্তিত বা বাতিল হয়। এভাবেই বিজ্ঞান এগোয়।

    পিটার দোশীর আরেকটি প্রবন্ধের যৌক্তিক এবং বৈজ্ঞানিক ভিত্তিকে প্রশ্ন করে বিএমজে-তে অন্য একটি প্রি-প্রিন্ট প্রবন্ধ প্রকাশিত হয়েছিল “Comment on the BMJ opinion of the associate editor Peter Doshi about “Pfizer and Moderna’s 95% effective vaccines—we need more details and the raw data” শিরোনামে ফেব্রুয়ারি, ২০২২-এ। লেখকেরা হলেন ভিয়েনা ইউনভার্সিটির পদার্থবিদ্যার দু’জন অধ্যাপক - Dieter Suess এবং Florian Slanovc। আরেকজন ছিলেন Sabrina Dorn, যাঁর অ্যাকাডেমিক পরিচয় দেওয়া হয়নি। তাঁদের প্রবন্ধের সিদ্ধান্ত ছিল – “In summary, we conclude that Peter Doshi’s claim contradicts any reasonable assumption about the false negative rate of the used PCR tests. Furthermore, his argument that false negative tests due to an increase in the false negative rate decrease the reported efficacy of the phase III study, does not hold in principle if in both groups the PCR tests show the same false negative rate.”

    দাশগুপ্তের প্রবন্ধে অন্তর্লীনভাবে রয়েছে, কোভিড টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন – কারণ সমস্ত ট্রায়াল কর্পোরেটদের নিয়ন্ত্রিত, তাদের তৈরি ভূতুরে লেখকেরা (ghost writers) এসব গবেষণাপত্র লেখে এবং বিভিন্ন বিখ্যাত, প্রথমসারির জার্নালে প্রকাশিত হয়। আর আমাদের মতো চিকিৎসক-বিজ্ঞানী-সাধারণ মানুষের দঙ্গল মানসিক উপনিবেশের প্রভাবে চোখ বন্ধ করে এগুলোকে গিলে নিই।

    বিএমজে-তেই ২৭ এপ্রিল, ২০২২-এ প্রকাশিত হয়েছিল “Public health impact of covid-19 vaccines in the United States: observational study” শীর্ষক গবেষণাপত্র। ৭ পৃষ্ঠার এই গবেষণাপত্রে বলা হয় – “In addition to individual level benefits, we observed that vaccines protect communities against severe disease and infection. Higher coverage of vaccines seemed to confer greater levels of community benefits ... Vaccines should be deployed strategically with public health and social measures based on ongoing levels of transmission.” সহজ কথা হল, ভ্যাক্সিন তৈরির নেপথ্যে পূতিগন্ধম, কদর্য কার্যকলাপকে মনে রেখেও টিকার কার্যকারিতা নিয়ে কথা বলা যায় ৩টি স্তরে – ব্যক্তির উপকার, কমিউনিটির উপকার এবং পাবলিক বা জনস্বাস্থ্যের উপকার।

    এর আগে বিএমজে-তে (১৭ মার্চ, ২০২১) প্রকাশিত হয়েছিল “Vaccinating the world against COVID-19: getting the delivery right is the greatest challenge” শিরোনামের প্রবন্ধ। এতে খুব স্পষ্ট ভাষায় বলা হল – “Protecting the global community from the COVID-19 pandemic is not ‘rocket science’, it is much harder than that. Timely delivering the COVID-19 vaccine to the global population will require a strategic all-of-government approach, and an unprecedented all-of-society approach that spans government and the private sector, crossing entrenched economic divisions between
    the Global North and South, as well as burgeoning antiscientific movements that threaten to scuttle dramatic advances before they can even be brought to market.”

    ল্যান্সেট-এ (১৩ জুলাই, ২০২২) প্রকাশিত হয়েছে সুদীর্ঘ গবেষণাপত্র “Effectiveness of a fourth dose of mRNA COVID-19 vaccine against all-cause mortality in long-term care facility residents and in the oldest old: A nationwide, retrospective cohort study in Sweden”। গবেষকদের কোন কর্পোরেট সংস্থা বা অন্য কেউ ফান্ডিং করেনি। এখানে বলা হল – “These findings suggest that a fourth dose may prevent premature mortality in the oldest and frailest even after the emergence of the Omicron variant, although the timing of vaccination seems to be important with respect to the slight waning observed after two months.”

    ল্যান্সেটে (২৩ জুন, ২০২২) প্রকাশিত হয়েছিল – “Global impact of the first year of COVID-19 vaccination: a mathematical modelling study” শিরোনামে গবেষণাপত্র। গবেষকদের ফান্ডিং এসেছিল Schmidt Science Fellowship in partnership with the Rhodes Trust; WHO; UK Medical Research Council; Gavi, the Vaccine Alliance; Bill & Melinda Gates Foundation; National Institute for Health Research; and Community Jameel প্রভৃতি জায়গা থেকে। এই ফান্ডিংয়ের উৎসকে কর্পোরেট ফান্ডিং বলা শক্ত। এখানে বলা হয় – “COVID-19 vaccination has substantially altered the course of the pandemic, saving tens of millions of lives globally. However, inadequate access to vaccines in low-income countries has limited the impact in these settings, reinforcing the need for global vaccine equity and coverage.”

    ১৫ জুলাই, ২০২২-এ ল্যান্সেট-এ প্রকাশিত হয়েছে “ Vaccine effectiveness of one, two, and three doses of BNT162b2 and CoronaVac against COVID-19 in Hong Kong: a population-based observational study”। এদের ফান্ডিংয়ের উৎস হল "কোভিড-১৯ ভ্যাক্সিন ইভাল্যুয়েশন প্রোগ্রাম" এবং "চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর জোগানো অর্থ – কর্পোরেট পুঁজি নয়। প্রবন্ধের সিদ্ধান্ত – “Third doses of either BNT162b2 or CoronaVac provide substantial additional protection against severe COVID-19 and should be prioritised, particularly in older adults older than 60 years and others in high-risk populations who received CoronaVac primary schedules. Longer follow-up is needed to assess duration of protection across different vaccine platforms and schedules.”
    মোদ্দা কথা হল যে প্রায়-ব্যতিক্রমহীনভাবে এবং কর্পোরেট প্রভাব ছাড়াও কোভিড ভ্যাক্সিন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক অতি বৃহৎ ট্রায়ালগুলো হচ্ছে এবং ভ্যাক্সিনের কার্যকারিতা প্রমাণ করেছে।

    ১৫ জুলাই, ২০২১-এ নেচার-এ প্রকাশিত হয়েছিল “A long-term perspective on immunity to COVID”। এটি নেচারের আমন্ত্রিত গবেষণাপত্র ছিল। স্বাভাবিকভাবেই কোন ফান্ডিংয়ের প্রসঙ্গ আসেনি। এই স্টাডিতে বলা হয়েছিল – “In evaluating vaccine efficacy, we should not expect the high antibody concentrations characteristic of acute immune reactions to be maintained in the memory phase. It is an old misconception”।
    ক্লিনিকাল এথিক্স জার্নালে (মার্চ, ২০২২) প্রকাশিত হয়েছে (কোন ফান্ডিং ব্যতিরেকে) “How to continue COVID-19 vaccine clinical trials? The ethics of vaccine research in a time of pandemic”। গবেষণাপত্রে সিদ্ধান্ত হিসেবে জানানো হল – “given that currently approved vaccines are clearly more effective than placebo in at least preventing the occurrence of symptomatic COVID-19, we argue that they should be used as controls in future studies, unless there are “compelling scientific reasons to use placebo” which should be clearly identified and documented.”

    কোভিডকালে জনস্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা



    নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন-এ (আগস্ট ৫, ২০২১) হার্ভার্ড T.H. Chan School of Public Health, Boston-এর তরফে প্রকাশিত প্রবন্ধটি ছিল “Fundamentals of Public Health — A New Perspective Series”। এ প্রবন্ধে বলা হয়েছিল – “The Covid-19 pandemic has awakened many physicians to the value of viewing wellness and disease through the lens of public health as well as that of clinical medicine ... a well-structured and adequately financed public health system would benefit all subpopulations — including children, among whom disparities in prevention and care have profound, life-long effects”। এখানেও কোন কর্পোরেট বদান্যতা ছিলনা।

    আমরা করোনা অতিমারির মৃত্যু মিছিলের সময়ে এবোলার সময়টিকে একবার স্মরণ করি। আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের চাপে ১৯৯০-এর দশক থেকে শুরু হয় “স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম”। এর ফলে হাই-টেক যন্ত্রপাতি কেনা শুরু হয়৷ প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভেঙ্গে যায়। যখন এবোলা শুরু হয়েছিল তখন স্বাস্থ্যকর্মীদের কাছে সামান্য গ্লাভস বা মাস্কও ছিলনা।

    কেনেথ শেরিল এবং ক্যারোলাইন সমারভিল তাঁদের “AIDS, Ebola, and Politics” প্রবন্ধে (আমেরিকান পলিটিক্যাল সায়ান্স-এর মুখপত্র পলিটিক্যাল সায়ান্স-এর ২০১৫ সালের জানুয়ারি সংখ্যায় প্রকাশিত) বলেছিলেন যে সিয়েরা লিওন এবং লাইবেরিয়াতে গৃহযুদ্ধের ফলে এবোলা মারাত্মক চেহারা নেয় এবং এই গৃহযুদ্ধের প্রধান কারণ ছিল – “দুর্নীতি এবং কর্তৃত্ববাদী শাসন এবং তদুপরি ঠাণ্ডা যুদ্ধের পরিসমাপ্তিতে পশ্চিমী বিদেশী সাহায্য হারানো” এবং “আইএমএফ-এর তরফে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসিসমূহকে চাপিয়ে দেওয়া।”
    এর ফলশ্রুতিতে কয়েক হাজার মানুষ এবোলায় অসহায়ভাবে মারা গেছে। মধ্যপ্রাচ্যে তেলের দখল নেবার জন্য আমেরিকা যুদ্ধের জন্য ব্যয় করেছে ১০০ বিলিয়ন ডলারের বেশি। ম্যালেরিয়া নির্মূল প্রোগ্রামের জন্য বরাদ্দ ১০০ মিলিয়ন ডলার। আর এখন তো আমেরিকা চিনের সাথে “সখ্যের” অজুহাতে খোদ WHO ছেড়েই বেরিয়ে গেছে। যদিও সাম্প্রতিককালে আবার যোগ দিয়েছে।

    ১২ ডিসেম্বর, ১৯৯১, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ লরেন্স সামার্স একটি গোপন নোট তৈরি করে সহকর্মীদের মধ্যে বিলি করেন, মতামত চান। ১৯৯২-এর ফেব্রুয়ারি মাসে বিখ্যাত পত্রিকা The Economist নোটটি প্রকাশ করে দেয় “Let Them Eat Pollution (ওদেরকে দূষণ খেতে দাও)” শিরোনামে। নোটটির মোদ্দা কথা ছিল, ধনী বিশ্বের সমস্ত প্রাণঘাতী, দূষিত আবর্জনা আফ্রিকা বা কম উন্নত দেশগুলো তথা LDC (Less Developed Countries)-তে পাচার করতে হবে। এজন্য একটি স্বাস্থ্যের যুক্তিও দিয়েছিলেন সামার্স। তাঁর বক্তব্য ছিল আমেরিকার মতো দেশে ১,০০,০০০ জনে ১ জনেরও যদি দূষিত বর্জ্যের জন্য প্রোস্টেট ক্যান্সার হয় তাহলেও এর গুরুত্ব আফ্রিকার মতো দেশগুলোতে যেখানে ৫ বছরের নীচে শিশুমৃত্যুর হার ১০০০ শিশুতে ৫ জন তার চাইতে বেশি। এবং সেখানেই প্রথম বিশ্বের দেশের এই দূষণ পাচার করতে হবে, পাচার করতে হবে এই বিষাক্ত বর্জ্য। এরকম “চমৎকার ও অভিনব” ধারণার পুরস্কার হিসেবে ক্লিন্টন প্রশাসনে ৭ বছর U.S. Treasury Secretary পদে ছিলেন। সে মেয়াদ শেষ হলে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হয়েছিলেন। এসব পুরস্কারের কথা থাক। সামার্স এখন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী বিডেনের অর্থনৈতিক উপদেষ্টা।

    এরকম একটা প্রেক্ষিতে আমরা যদি স্বাস্থ্যের চোখ দিয়ে দেখি তাহলে সহজেই বুঝবো স্বাস্থ্যের জগতে দু’ধরনের নাগরিকত্ব (health citizenship) তৈরি হল। একটি পূর্ণ রাশি ১, আরেকটি ০। আধুনিক জাতিরাষ্ট্রের নাগরিকত্বও এরকম integer দেখা হয় – হয় ০ কিংবা ১। এখানে ভগ্নাংশের কোন জায়গা নেই। যেমনটা আজকের ভারতে এবং বিশ্বে দেখছি আমরা। স্বাস্থ্য নাগরিকত্বের প্রশ্নটিতে আমাদের মনোযোগ দেবার প্রয়োজন এ জন্য যে বিশ্ব স্বাস্থ্যের দুনিয়ায় একজন নাগরিক নৈতিকভাবে স্বাস্থ্যের সমস্ত সুবিধে ভোগ করার অধিকারী, “স্বাস্থ্য আমার অধিকার” এই শ্লোগানের বাইরে। এরকম স্বাস্থ্য নাগরিকত্বের অবস্থান থেকে মান্য জনস্বাস্থ্য গবেষক এবং দার্শনিক (যিনি social determinants of health-এর ধারণার প্রবক্তাও বটে) মাইকেল মার্মট প্রশ্ন করেন – “রোগীদের কেন চিকিৎসা করছো এবং যে পরিস্থিতিতে থেকে তাদের অসুখ শুরু হয়েছিল সেখানে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছ?” প্রশ্ন করেন সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর জন্য – “আমরা কি হয় ব্যক্তি চিকিৎসক কিংবা ডাক্তার-সমাজ হিসেবে যুক্ত হবোনা?” (“Shouldn’t the doctor, or at least this doctor, be involved?”) (The Health Gap, 2016) আমাদের কাছে সত্যিই কি এসব প্রশ্নের সদুত্তর আছে?

    নিওলিবারাল অর্থনীতি, অতিবৃহৎ বহুজাতিক সংস্থা, নিওলিবারাল অর্থনীতির বাহক ওয়ার্ল্ড ব্যাংক ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং পৃথিবীর বড়ো রাষ্ট্রগুলোর চাপে হু নিজের অবস্থান বদলাতে বাধ্য হচ্ছে। “সকলের জন্য স্বাস্থ্য”, “স্বাস্থ্য আমার অধিকার” এবং “সংহত প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা”-র ধারণা ১৯৭৮ থেকেই নিঃসাড়ে বদলাতে শুরু করে। প্রথমে আসে “সিলেক্টিভ প্রাইমারি হেলথ কেয়ার (বেছে নেওয়া প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা)”, তারপরে এলো GOBI (growth monitoring, promotion of oral rehydration, promotion of breast feeding, immunization) এবং পরবর্তীতে খুব খোলাখুলি ভার্টিকাল বা রোগ-কেন্দ্রিক প্রোগ্রাম। কমিউনিটির অংশগ্রহণের মধ্য দিয়ে একটি জীবন্ত ও সক্রিয় প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার প্রোগ্রাম পরিত্যক্ত হল। এর বিষময় ফল আমরা এই অতিমারির সময়ে প্রত্যক্ষ করছি।

    যদি একটি উজ্জীবিত, প্রাণবন্ত প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে আমরা গত প্রায় ৫০ বছর ধরে তিলেতিলে মেরে না ফেলে, একটি কাঠামো-সর্বস্ব ব্যবস্থা হিসেবে না রেখে যেমনটা ১৯৭৮-এর আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণা করা হয়েছিল যে প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাই হবে দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রাথমিক ভিত্তি তাহলে একেবারে প্রাথমিক স্তরে আমরা করোনা আক্রমণের সময়ে “টেস্টিং, কনট্যাক্ট ট্রেসিং এবং আইসোলেশন”-এর কথা ভাবতে পারতাম। রোগী এবং সরকার উভয়েরই বিপুল খরচ বাঁচার সম্ভাবনা ছিল। আলমা-আটা সনদের ১০ নম্বর ধারায় যা বলা হয়েছিল তার মূল কথা ছিলো – পৃথিবীর দূরতম প্রান্তের স্বাস্থ্যের সুযোগহীন মানুষটির জন্যও প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা সুরক্ষিত করতে হবে এবং এজন্য স্বাধীনতা, শান্তি, দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা এবং নিরস্ত্রীকরণের নীতি গ্রহণ করতে হবে যার মধ্য দিয়ে একটি দেশের সুষম বিকাশের জন্য আরো বেশি মানবসম্পদ সৃষ্টি হতে পারে।

    এদেরকে কে বাঁচাবে? একমাত্র সক্রিয় ও জীবন্ত প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা এদের বাঁচাতে পারে। যদি এক্ষেত্রে হস্তক্ষেপ করা না যায় তাহলে কোভিডে যত মানুষের মৃত্যু হবে তার চেয়ে বেশি মৃত্যু হবে এ রোগগুলোর জন্য। নেচার-এর “The Pandemic’s Future” (৬.০৮.২০২০) প্রবন্ধের শেষে মন্তব্য করা হয়েছে – “কোভিড-১৯ সংক্রামক ব্যাধির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিয়েছে কয়েক বছরের জন্যতো বটেই, এমনকি কয়েক দশকও হতে পারে।” বলা হয়েছে – “একটি সংক্রামক ব্যাধির হাত থেকে (পড়ুন কোভিড) মানুষকে রক্ষা করতে গিয়ে আরেক সংক্রামক ব্যাধিতে মানুষ মারা যাচ্ছে সেটা হল এমন এক শেষ হিসেব যা মানুষ কখনো চায়না।”
    কে দেবে এর উত্তর? রাষ্ট্র, রাজনৈতিক নেতারা কিংবা আক্রান্ত জনসাধারণ? সময় এবং ইতিহাস সেকথা বলবে।

    আসুন, আমরা প্রহর গণি! এই তমসার প্রহরকে চিরে দেখার চেষ্টা করি। কিন্তু অবশ্যই সমস্ত চিন্তা কর্পোরেট এবং রাষ্ট্র গ্রাস করে নিয়েছে এরকম ধারণার বেড়াজাল থেকে বেরোতে হবে। স্বাধীন বিজ্ঞানচর্চা এখনও হয়, হয়ে চলেছে। একে লঘু করা খুব ন্যায্য অবস্থান নয় – কি বিজ্ঞানের দিক থেকে, কি জনস্বাস্থ্যের অবস্থান থেকে।



    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ১৯ জুলাই ২০২২ | ৯৩৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পারমিতা | 1.23.85.194 | ২৫ জুলাই ২০২২ ০৮:৪১510291
  • আধুনিক চিকিৎসা ব্যবস্থা তুলে দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে রাখলেই মনেহয় সব রোগ সেরে যাবে....শুধু শুধু তর্ক বিতর্ক করে মন বা শরীর খারাপ করার মানে হয়না। আর নিজের বক্তব্য স্বনামে লিখলে ভাল হয় অযথা নাম লুকিয়ে লেখারই কোনো মানে হয়না
  • :) | 2a03:e600:100::84 | ২৫ জুলাই ২০২২ ০৮:৪৯510292
  • দেখুন বিশ্বাস আপনা আপনা। মা কালী, শনিঠাকুর, জলপড়া, কোভ্যাকসিন। যে যাতে ভরসা পাবেন নিন। শুধু পার্কে মর্নিং ওয়াক করতে গেলে, এরোপ্লেন চড়তে গেলে শনিপুজো কি ভ্যাকসিনের সার্টিফিকেট চাওয়ার চ্যাংড়ামিটা থামান।
  • t | 2a03:e600:100::32 | ২৫ জুলাই ২০২২ ০৯:০১510293
  • ভক্তদের বিশ্বাস অবশ্য খুব জোরালো না। পয়সা দিয়ে বুস্টার ডোজ নিতে ভক্তরা নারাজ। বাধ্য হয়ে ফ্রিতে বিলোতে হচ্ছে। এ কেমন মহৌষধ যা কেউ পয়সা দিয়ে কিনতে রাজি না?
  • পারমিতা | 1.23.85.194 | ২৫ জুলাই ২০২২ ১০:১২510295
  • কমিউনিটি মেডিসিনের পড়াশোনা এবার বন্ধ হবে মনে হচ্ছে।
  • বামেশ্বর লেনিন | 2405:8100:8000:5ca1::192:8849 | ২৫ জুলাই ২০২২ ১১:৫৫510298
  • যুক্তি তর্কে যখন পেরে ওঠা যাচ্ছে না তখন প্রতিপক্ষের কণ্ঠস্বরকে দাবিয়ে দেবার সোজা রাস্তা হল পেশি প্রদর্শন, বিকৃত অঙ্গভঙ্গি এবং খিস্তি খেউর করে শোরগোল তৈরি করা এবং সুস্থ বিতর্কের পরিবেশ কে বিষাক্ত করে দেওয়া। এই হীন কাজটি করবার জন্য অনেক সময় ষন্ডা মার্কা গুন্ডা বা বৃহন্নলা পাঠিয়ে দেওয়ার রীতি অপরিচিত নয়।

    এইসব যুক্তিবাদী খিস্তি ওয়ালাদের উত্তর দেবার মুরোদ বা মেরুদন্ড কোনটাই নেই সেটা জানি। তবু আগেই পোস্ট করা এই প্রশ্নগুলি আবার রাখছি।

    অত বিচলিত হবেন না জয়ন্ত বাবু। পাল্টা প্রশ্নগুলো আরো তীব্র হবে। আপনার স্তাবকরা ঠান্ডা করে দেবার ভয় দেখাচ্ছে। তাতে লাভ কিছুই হবে না।
    দারুন একটি কাজের কথা বলেছেন ,phillanthrocapitslist এখন ফিনান্স ক্যাপিটাল এর নতুন চেহারা নিয়েছে। সঠিক বলেছেন।
    প্রশ্ন হচ্ছে ১.আজকের দুনিয়ায় সবচেয়ে বড় phillanthrocapitslist কে?
    ২.যে অসরকারি সংগঠনের মাধ্যমে philanthropic কাজকর্মের আড়ালে রাষ্ট্রগুলির নীতি কে প্রভাবিত করছে phillanthrocapitslist রা, বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে ক্ষমতাশালী সেই সংগঠন টির নাম কি?
    ৩। ২০০৫ সাল থেকে এইরকম যে NGO ভারতের স্বাস্থ্য মন্ত্রক কে নিয়ন্ত্রণ করছে তার নাম কি?
     
    প্রশ্নগুলির উত্তর দিতে হয়তো শরমে মরে যেতে পারেন, কারণ ওই নামগুলি উচ্চারণ করলে অ্যান্টি  -ভ্যাকসার তকমমাটি গায়ে লেগে যাবার সম্ভাবনা থেকে যায়। তাই আপনার বিরম্বনা কমাতে উত্তরগুলো দিয়ে দিচ্ছি।
    ১. বিল গেটস
    ২. বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন
    ৩.PHFI (পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া)
  • Robert Mendelssohn | 2405:8100:8000:5ca1::309:5fe | ২৫ জুলাই ২০২২ ১৩:১৬510302
  • কমিউনিটি মেডিসিন পড়া অনেকদিন আগেই তো বন্ধ করে দিয়েছেন। না হলে উপসর্গহীন লোকেদের কোন অনির্ভরযোগ্য পরীক্ষার ভিত্তিতে কেস বানিয়ে দিতে পারতেন । মেডিসিনের গোড়ার কথাই হল, মানব শরীরে জীবাণুর উপস্থিতি মানেই সংক্রমণ নয়। আমাদের নাসিকা ছিদ্র থেকে শ্বাসতন্ত্রের উপরিভাগ পর্যন্ত পরীক্ষা করলে কয়েক হাজার জীবাণুর উপস্থিতি প্রমাণ করা যেতে পারে। এতে প্রমাণ করা যায় না আমরা ওই জীবাণু দ্বারা সংক্রমিত। জীবাণুন সংখ্যা যদি অতি দ্রুত বৃদ্ধি পায় তবেই সেটা সংক্রমণ । সংক্রমনের সঙ্গে যখন রোগের লক্ষণ বা উপসর্গ দেখা দেয়, তখনই কাউকে রোগী বা কেস  হিসেবে ধরা হয়।
    কোভিড কালে সবই তো গুলিয়ে দিয়েছিলেন।
    লকডাউন নামে কোন নিদান কমিউনিটি মেডিসিনের কোন বইতে দেওয়া আছে?
    ভুলিয়ে দেওয়া এবং গুলিয়ে দেওয়ার কাজটা এখনো চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে আর কতদিন জ্ঞান পাপের মুখোশ পড়ে থাকবেন?
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:6964:4f4d:db6a | ২৫ জুলাই ২০২২ ১৩:২৮510303
  • laugh
  • জ্যুতো বোস | 185.44.76.173 | ২৫ জুলাই ২০২২ ১৩:৪৮510305
  • চারটে করে "ভ্যাকসিন" নিয়ে তার পরেও এদের দু-তিনবার করে কোভিড হয়ে ল্যাজে গোবরে অবস্থা। তা ছাড়া হার্ট অ্যাটাক আর ক্যান্সারের এপিডেমিক তো আছেই।
    আর আমরা বোকারা একটাও ইঞ্জেকশন না নিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছি।
    এদের এইটুকু মাথায় ঢোকে না যে এই "ভ্যাকসিন" গুলো এদের ইমিউনিটি ঝাঁঝরা করে দিয়েছে। প্রতি বছরই এদের কোভিড হবে।
  • mandira | 2405:8100:8000:5ca1::a0:4739 | ২৫ জুলাই ২০২২ ১৭:২৪510314
  • না, কোভিড হলেও এদের বিশ্বাস টলবে না। অ্যাকসিডেন্টে পা বাদ গেলেও লোকে জানে - ভাগ্যিস গোমেদটা ধারণ করেছিলাম, নইলে আরো বড় বিপদ ছিল, ফাঁড়াটা অল্পের উপর দিয়ে গেল।
  • মা শেতলা | 2601:5c0:c280:4020:2183:b0e7:e1b0:125 | ২৫ জুলাই ২০২২ ১৮:২৬510315
  • একটা কথা না বলে পারছি না যে, সাধারণ মানুষ যাদের পক্ষে গাদা পেপার ইত্যাদি পড়ে কোথায় কেমন ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে ইত্যাদি দেখা সম্ভব নয়, তাদের খুব চাপ -- দুই দিকেই ক্রেডিবিলিটির নাগাড়ে অ্যাবিউজ চলছে, অমুক ডাক্তার/বিজ্ঞানী, তুষুক বড়ো ইনস্টিটিউট/ জার্নাল -- কাকে ছেড়ে কাকে ধরবো? 

    কালকেই দেখলাম একজন নোবেল লরিয়েটের সাথে এই প্রজন্মের সেরাস্য সেরা কম্পিউটেশনাল বায়োলজিস্ট ঝগড়া করছেন। 

    আর সত্যিই এতোবার অফিশিয়াল স্টান্স চেঞ্জ করা হয়েছে কোভিড নিয়ে যে পাবলিক পারসেপশন ধাক্কা খেতে বাধ্য। তবে এ হওয়ার-ই ছিলো, যারা জ্ঞান দিচ্ছেন, যারা কনস্পিরেসি খুঁজছেন, যারা এইসব দেখে হতাশ হয়ে ভাবছেন কার হাতে সময় আছে এদের সাথে তক্কো করার ... তারা কেউ-ই, কোভিড-এর "ফুল পিকচার" জানেন না। তারা কেন, আমার মনে হয় দুনিয়ার কেউ-ই কিছু জানে না। কাজেই আপনারা ছাড়ান দিন। 

    বরং এই ছবিটে দেখেনঃ Image
  • উত্তান বন্দ্যোপাধ্যায় | 2402:3a80:1cd5:b346:678:5634:1232:5476 | ২৫ জুলাই ২০২২ ২০:০৫510319
  • কোভিডের টিকা নিয়ে যে স্বচ্ছতা নেই, একথা বি এম যে বলছে। কথাটা কি মিথ্যে?
    আসন্ন নয়া স্বাস্থ্য বিল যে জনবিরোধী, স্বেচ্ছাচারী, সেকথা কি মিথ্যে?
    হু-এর এক বিশ্ব এক স্বাস্থ্যের ঘোষণা যে অবৈজ্ঞানিক, সেকথা কি মিথ্যে?
     
    হয় দল বাঁচাতে হবে নিজের ফ্রেটার্নিটির , নয় এ্যাসোশিয়েশন এর মুখ বাঁচাতে হবে নেতা বলে , নাহলে বাণিজ্য বাঁচাতে হবে ( কথায় বলে ইনভেস্টিগেশনের জন্যে তেভাগা নিয়ম- একভাগ মালিকের , একভাগ যিনি রেকমেন্ড করলেন তার  ,আরেকবার যিনি ইনভেস্টিগেশন করলেন তার) ।
    এরা কি জনমানুষের জনস্বাস্থ্য লুটের কথা ভাববেন?
  • সুকুমার তালুকদার | 2601:5c0:c280:4020:4437:333e:3e12:9a37 | ২৫ জুলাই ২০২২ ২১:১৬510326
  • এটাকে ফলস ইক্যুইভ্যালেন্স বলে। এ ছাড়াও স্লিপারি স্লোপের ব্যাপার আছে। 
     
    যেমন, BMJ-ই বলেছে, "The findings of this study also make clear that many more lives could have been saved, and will be saved, by encouraging people to keep up to date with vaccination in the face of waning immunity and new SARS-CoV-2 variants and by achieving even higher population coverage. How many lives is a matter for others to explore."

    ১) এডিটোরিয়ালঃ https://www.bmj.com/content/377/bmj.o867 
    ২) মূল পেপারঃ https://www.bmj.com/content/377/bmj-2021-069317 (এটার কথা জয়ন্তবাবুর লেখাতেও আছে, কিন্তু আমি শিওর আপনারা কেউ পেপারটা পড়ে দেখেননি। কারণ ন্যারেটিভে মিলছে না। একে বলে কনফার্মেটরি বায়াস।) 
     
    যাইহোক, এবার বলুন কী মানে করলেন উপরের লাইনটার? পেপারটা পড়তে সময় লাগবে, এডিটোরিয়াল-টা পড়ে নিতে পারেন। ব্যাপারটা সাটল - বুঝতে হবে। 

    এবার, এই উপরের লেখাটা কত সালের? ২৭শে এপ্রিল, ২০২২। 

    পিটার দোশির লেখাটার সাল কত? ২১শে ডিসেম্বর, ২০২০। 


    আপনার কোনটাকে কারেন্ট স্ট্যাণ্ডার্ড মানা উচিত? ২০২০ না ২০২২?? দুটোই কিন্তু বি-এম-জে। (উত্তরঃ দেবা না জনন্তি, কুতো মনুষ্যা?)

    আর একটা কথা বলা উচিত, বি-এম-জে/ ল্যান্সেট যেই হোক - সব নামকরা জার্নালের গুচ্ছ রিট্র্যাকশনের ইতিহাস আছে - আবার যুগান্তকারী আবিষ্কারের খবর-ও আছে, এর মানে এই নয় যে এদের কেউ-ই হোলি স্ক্রিপচার, আবার উল্টোদিকে রিট্র্যাকশন মানেই এই নয় যে এইসব জর্নলের মূল্য নেই। এক-ই কথা হু, সিডিসি, CIDRZ ইত্যাদির সম্পর্কেও বলা চলে। 
     
    (যা বললাম শান্ত, ঠাণ্ডা মাথায়, নেম-কলিং না করেই বলেছি। আবার নাকে কাঁদবেন না দাবড়ে দিয়েছে বলে।)
  • Debasis Bhattacharya | ২৫ জুলাই ২০২২ ২২:১০510327
  • অ্যান্টি-ভ্যকসাররা যে লুকিয়ে ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন, এইটা কেউ অস্বীকার করলেন না দেখে ভাল লাগল। তাঁদের কোনও ব্যাপারেই সততা নেই, এটা আর বলা যাবেনা। 'জুতো বোস' বলে একজন দাবি করেছেন, কোভিড ভ্যাকসিন না নেওয়ার ফলে তিনি কোভিড তো বটেই, এমন কি হার্ট অ্যাটাক আর ক্যানসার থেকেও বেঁচে গেছেন। এটাও সম্ভবত সত্যি কথা, কারণ, ফেক প্রোফাইলের জুতোরা জীবাণুর অরুচি। তাঁকে একটা পরামর্শ দিই। একটা দশতলা বাড়ির ছাদে উঠে ঝপাং করে নিচে ঝাঁপ দিয়ে দিন। আর কোনও দিনই কোনও রোগ হবেনা, গ্যারান্টি!
  • সুকুমার তালুকদার | 2601:5c0:c280:4020:ddb4:5292:b388:17ca | ২৫ জুলাই ২০২২ ২২:২২510328
  • এইসব না বললেও পারেন দেবাশিস-বাবু। জানি আপনি রেগেমেগে বলছেন। রাগার কারণ আছে, তাও বললাম, অনুরোধ বিবেচনা করবেন। 

    দেখুন, একদল লোক বলছেন যে তারা কনভিন্সড নন যে ভ্যাকসিন ক্ষতিকারক নয়, তাই তারা ম্যান্ডেটের বিরোধিতা করছেন, এবার হতেই পারে সেই ভয় থেকে অনেক অমূলক কথাও বলছেন, কিন্তু তাই বলে এতো সরলীকরণ করে ঝাঁপ দিন, টাপ দিন বললে ক্ষতি। 

    প্রথমতঃ অ্যানিমোসিটি বাড়ছে - সেটা পাব্লিক হেলথের পারস্পেকটিভ থেকে ক্ষতিকারক (বেটার সায়েন্স/পলিসি কমিউনিকেশন দরকার, জাজমেন্টাল না হয়ে), আর দ্বিতীয়তঃ, এতে আপনি নিজের একটা দুর্বল জায়গা তৈরী করে দিচ্ছেন যে ওই তো ঐ ভদ্রলোক আমাদের ঝাঁপ দিতে বললেন। অতএব সব 'ভ্যাক্সার' আমাদের মৃত্যুকামনা করছেন। (যেটা অবশ্যই ভুল।) 

    এবং এটাও, স্লিপারি স্লোপ। যিনি ভ্যাকসিন নিয়ে সন্দিগ্ধ, তিনি হয় গাধা, নয় সুইসাইডাল, নয় সুঁচ ফোটাতে ভয় পান বলে কেঁদে পাড়া মাথায় করছেন, এসব ভাবার কোনো কারণ ঘটেনি। 
  • &/ | 151.141.85.53 | ২৫ জুলাই ২০২২ ২৩:৫৯510334
  • আরে শুধু ভ্যাকসিন কেন, একদল আছেন যাঁরা করোনা নিয়েই সন্দিগ্ধ। বলেন, এরকম কোনো ভাইরাসই নাকি নেই, ফেক সব। মিলিয়ন মিলিয়ন লোক "অন্য" কারণে মারা গেছেন। অতি সূক্ষ্ম যুদ্ধ চলছে, সেই যুদ্ধের অস্ত্রাঘাতে।
  • Debasis Bhattacharya | ২৬ জুলাই ২০২২ ০০:০৫510335
  • সুকুমার তালুকদার,
     
    আপনার দুশ্চিন্তার কারণ নেই, আমি কী বলছি আমি জানি। এ ব্যাপারে আপনার সঙ্গে আমার বোধহয় সামান্য দ্বিমত আছে --- পরিস্থিতির বিবেচনা ও তার মোকাবিলার পদ্ধতি --- দুদিক থেকেই। স্থবির দাশগুপ্তের লেখা আনন্দবাজারে বেরিয়েছে বলেই জয়ন্তবাবু তাকে গুরুত্ব দিয়ে লিখেছেন, এবং লিখতেই কিছু লোক সাইটে হানা দিয়ে গালি দিচ্ছে। সব জায়গাতেই এই একই অভিজ্ঞতা। আমার ফেসবুক থ্রেডেও এরা এসেছিল, এবং ঘাড়ধাক্কা দিয়ে তাড়ানোর আগে পর্যন্ত গ্যাঁট হয়ে বসেছিল। এরা সকলেই অবিশ্বাস্য রকমের নির্লজ্জ। কেউই যুক্তিটুক্তি শোনে না, মেডিক্যাল আর্গুমেন্ট-ও বোঝেনা, শুধু ওদের অ্যাজেন্ডা অনুযায়ী নানা মন্তব্য, গালি, মিম, নিউজক্লিপ এইসব পোস্ট করে যেতে থাকে একটানা। সবই আগে থেকে স্টকে রাখা আছে, শুধু কপি-পেস্ট করে যাওয়া। দু-এক জন ধূর্ত জোচ্চর ব্যক্তি এর মাথা, যারা বিভিন্ন মিথ্যে বা অর্ধসত্য খবর, বাতিল হওয়া গবেষণা, দু-এক জন প্রতিষ্ঠিত বিজ্ঞানীর বিচ্ছিন্ন পাগলাটে মন্তব্য, এইসব এক জায়গায় জড়ো করে এবং সুপরিকল্পিতভাবে সাজিয়ে একটা রোমাঞ্চকর ষড়যন্ত্রের গল্প বানায়, আর সাঙ্গোপাঙ্গোরা সে সব ছড়াতে থাকে। ব্যাপারটা মোটেই বিচ্ছিন্ন নয়, বরং বেশ সংগঠিত এবং পরিকল্পিত। এখানে সেভাবে পাবলিককে রিচ করতে পারেনি বলে তেমন ক্ষতি করতে পারেনি, কিন্তু আমেরিকায় এদের যথেষ্ট প্রভাব, ফলে অত ধনী দেশ হওয়া সত্ত্বেও সেখানে কোভিড মৃত্যু খুবই বেশি ঘটেছে। ভ্যাকসিন-বিরোধী ভুয়ো খবর ছড়িয়ে প্রচুর টাকা রোজগার করেছে, এমন লোকও আছে ওখানে। আমার বহু বন্ধু, যাদের নিশ্চিতভাবে এতে কোনও স্বার্থ নেই, তাদেরকে এ প্রচারে বিভ্রান্ত হতে দেখেছি। কাজেই, এই সংগঠিত জোচ্চুরির কঠোর মোকাবিলা জরুরি বলে মনে করি।
  • অজয় রাউত | 2405:201:a803:f8f0:e92f:49ee:1e9f:c05 | ২৬ জুলাই ২০২২ ০০:২১510336
  • 2009 সালে রোনাল্ড জেমেকিস এর একটা ফিল্ম ছিল,  নাম 2012। সেই মায়াসভ্যতার ডুমসডে। সে ছবিতে কি দেখানো হয়েছিল?  
    আজকে যদি কোন বিশাল গ্রহাণু জাতীয় বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে, তালে মারা যাবার সম্ভাবনা কাদের বেশি হবে?  আম্বানি আদানি মোদি? না, জয়ন্ত, দেবাশীষ, উত্তান, বামাক্ষ্যাপা? 
    কর্পোরেট যত্ত খুশি ধান্দা করুক,  স্পেইসিস টিকে থাকবে। বিপ্লবী, এন্টি বা প্রো এরা হয়তো টিকে থাকবেন না। স্পেইসিস থাকবে। 
  • অজয় রাউত | 2405:201:a803:f8f0:e92f:49ee:1e9f:c05 | ২৬ জুলাই ২০২২ ০০:২১510337
  • 2009 সালে রোনাল্ড জেমেকিস এর একটা ফিল্ম ছিল,  নাম 2012। সেই মায়াসভ্যতার ডুমসডে। সে ছবিতে কি দেখানো হয়েছিল?  
    আজকে যদি কোন বিশাল গ্রহাণু জাতীয় বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে, তালে মারা যাবার সম্ভাবনা কাদের বেশি হবে?  আম্বানি আদানি মোদি? না, জয়ন্ত, দেবাশীষ, উত্তান, বামাক্ষ্যাপা? 
    কর্পোরেট যত্ত খুশি ধান্দা করুক,  স্পেইসিস টিকে থাকবে। বিপ্লবী, এন্টি বা প্রো এরা হয়তো টিকে থাকবেন না। স্পেইসিস থাকবে। 
  • &/ | 151.141.85.8 | ২৬ জুলাই ২০২২ ০০:৩১510338
  • আরে মশাই দুম করে অ্যাস্টেরয়েড পড়ে ডাইনোরা লোপ পেল, আরও কত স্পিসিস যে লোপ পেল লেখাজোকা নেই। স্পিসিস টেঁকার কোনো নিশ্চয়তা নেই।
  • &/ | 151.141.85.8 | ২৬ জুলাই ২০২২ ০০:৩৪510339
  • একদম ঠিক বলেছেন দেবাশিসবাবু।
    "এরা সকলেই অবিশ্বাস্য রকমের নির্লজ্জ। কেউই যুক্তিটুক্তি শোনে না, মেডিক্যাল আর্গুমেন্ট-ও বোঝেনা, শুধু ওদের অ্যাজেন্ডা অনুযায়ী নানা মন্তব্য, গালি, মিম, নিউজক্লিপ এইসব পোস্ট করে যেতে থাকে একটানা। সবই আগে থেকে স্টকে রাখা আছে, শুধু কপি-পেস্ট করে যাওয়া। দু-এক জন ধূর্ত জোচ্চর ব্যক্তি এর মাথা, যারা বিভিন্ন মিথ্যে বা অর্ধসত্য খবর, বাতিল হওয়া গবেষণা, দু-এক জন প্রতিষ্ঠিত বিজ্ঞানীর বিচ্ছিন্ন পাগলাটে মন্তব্য, এইসব এক জায়গায় জড়ো করে এবং সুপরিকল্পিতভাবে সাজিয়ে একটা রোমাঞ্চকর ষড়যন্ত্রের গল্প বানায়, আর সাঙ্গোপাঙ্গোরা সে সব ছড়াতে থাকে। ব্যাপারটা মোটেই বিচ্ছিন্ন নয়, বরং বেশ সংগঠিত এবং পরিকল্পিত। "

    এই কথাগুলো হাইলাইট করে পিন পোস্ট করে রাখা দরকার। নইলে নতুন অনেকেই এসে বিভ্রান্ত হতে পারেন এই ড্যাশগুলোর কথা শুনে। এরা সম্ভব্ত এতকাল ফেবুগ্রুপে বান্দরনাচ নাচত, এখন এখানেও এসে জুটেছে।
  • জুতো বোস | 37.19.217.75 | ২৬ জুলাই ২০২২ ০১:২৭510340
  • জুতো বোস | 37.19.217.75 | ২৬ জুলাই ২০২২ ০১:২৮510341
  • অ্যাভ্যামণিদের জন্য ছড়া | 2601:5c0:c280:4020:2c79:e72b:3cb7:5c44 | ২৬ জুলাই ২০২২ ০৩:৫০510342
  • হাট্টিমা-টিম-টিম,
          তাদের বস্তাপচা মিম, 
                তাদের যুক্তি ঘোড়ার ডিম, 
                      তারা হাট্টিমা-টিম-টিম। 
     
    ঐ বুঝিবা সূঁচ ফোটালো
              সবাই ভয়ে হিম, 
                    দল বেঁধে তাই বেরিয়ে এলো, 
                             হাট্টিমা টিম-টিম। 
                        
  • জুতো বোস | 84.17.60.251 | ২৬ জুলাই ২০২২ ০৪:০৬510343
  • যারা "ভ্যাকসিন" নিয়ে তারপর এখন হার্ট অ্যাটাক আর ক্যান্সার উপহার পেয়েছে, তাদের ছড়া কাটা বেরিয়ে গেছে। চিন্তা নেই, আপনারও বেরোবে। আপাতত বুস্টার নিয়ে যান। পৃথিবীর জনসংখ্যা কমা দরকার।
  • পিটার হোটেজ | 2601:5c0:c280:4020:2c79:e72b:3cb7:5c44 | ২৬ জুলাই ২০২২ ০৪:২৪510344
  • এই আপনাদের জন্যি পিটার হোটেজ বলেছেন যে ভ্যাকসিন ডিপ্লোম্যাসি দরকার। 

    "Physician-scientist and global health expert Dr. Peter Hotez says vaccines are the best option against pandemics, but organized hostility against the scientific community may be public health’s most dangerous foe."
     
    অর্গানাইজড হোস্টিলিটি - ঐ যা দেবাশিষবাবু বলছেন - সেটাই ঠিক। 
     

    আর শুনুন, ওরকম অভিসম্পাত আপনাদের মত অনেক লোকের কাছ থেকেই পেয়েছি। মরি নি। মৃত্যুকামনাকে আশীর্বাদ মনে করি। তবে আপনি দীর্ঘজীবী হোন। 
     
  • Debasis Bhattacharya | ২৬ জুলাই ২০২২ ০৫:২০510345
  • পাগোল্টা এখনও অমর হবার জন্য ছাদ থেকে ঝাঁপ দ্যায়নিকো? স্যায়না পাগল বলতে হবে!
  • &/ | 151.141.85.8 | ২৬ জুলাই ২০২২ ০৬:০২510347
  • এরা পাগল না, শয়তান। ইবলিশী মাস্তান। আরে আপদ, নিজেরা নিবি না নিবি না, মিটে গেল। অন্য লোকদের উপরে এত খামচাখুমচা নৃত্য কীসের? তারা কি তোদের পরামর্শ বা উপদেশ চেয়েছে?
  • মিলি | 2a03:e600:100::21 | ২৬ জুলাই ২০২২ ০৭:৩৭510348
  • ভ্যাক্সভক্তরা যে দশ তলা থেকে ঝাঁপিয়েও ভ্যাকের দৌলতে অমর হতিছেন হেইডা বেশ রিভিলিং। অনেকে আবার ভ্যাকের পর কোভিডে পড়েছেন, ব্যাপারটা গুপ্তরোগের মত চেপে রাখতে হচ্ছে। মায়া হয়। বড্ড মায়া হয়।
  • Debasis Bhattacharya | ২৬ জুলাই ২০২২ ০৭:৪৩510349
  • যত ফেক, তত উন্মাদ। যত উন্মাদ, তত জোচ্চর। যত জোচ্চর, তত বিচিত্র উপলব্ধি। 
  • Debasis Bhattacharya | ২৬ জুলাই ২০২২ ০৭:৫৬510351
  • ইয়ে, উপলব্ধি মানে, সাদা বাংলায় যাকে 'রিভিলিং' বলে আর কি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন