এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  মোচ্ছব

  • আজি বইমেলা জাগ্রত দ্বারে

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    বাকিসব | মোচ্ছব | ১৩ জানুয়ারি ২০২৩ | ৩২৯৩ বার পঠিত | রেটিং ৫ (২ জন)


  • আবার বইমেলা আসিয়া পড়িল। আর মাথা টানলেই যেমন কান আসে, তেমনি বইমেলা আসার আগেই আসে তার লটারি। গুরুর বইমেলা এই লটারি থেকেই শুরু হয় – এ এখন আমাদের নোন ফ্যাক্ট – কী বলেন?

    লটারির ব্যপারটা অনেকেই জানেন – তবু যারা পরে এসেছেন, তাদের জন্য আরেকবার – এ এক আশ্চর্য কর্মযজ্ঞ। সহজ কাজকে কতটা কঠিন করে করা যেতে পারে, কতটা উদ্যম এবং উদ্যোগ ব্যবহার করে, এ তার এক জ্বলন্ত উদাহরণ। আসল কথাটা হল, যারা স্টল নিচ্ছেন, তারা কে কোন স্টল পাবেন, তা ঠিক করা। আগে গিল্ড নিজেই ঠিক করে দিত – তুমি বাপু এখানে, তুমি এখানে, তুমি ওই চুলোয় – কিন্তু তাতে করে যা অবশ্যম্ভাবী – পক্ষপাতিত্বের অভিযোগ ওঠা শুরু হল। ফলে এই লটারি। দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা ছটা অবধি মহাবোধি সোসাইটির হলে এক মহাযজ্ঞের আয়োজন।

    বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনি পৌঁছাবেন, দর্শকাসনে দস্তুরমত নিতম্ব ঠেকাইবেন, দেখবেন স্টেজে কত কিছু হচ্ছে – যেন একটু পরেই কে কে গাইতে উঠবে। গিল্ডের মানবিকতা বোধ আছে অবশ্যই – আপনাকে খালি মুখে বসিয়ে রাখবে না। চা আসবে, সাথে বিস্কুটও পাবেন – এক্কেবারে ফ্রী তে। চা খান, স্মার্ট লোকেরা ম্যাপের সামনে স্ট্র্যাটেজি করুন, বদ লোকেরা অনুষ্ঠান শুরু হওয়া অবধি বাইরে দাঁড়িয়ে গজল্লা করুন, সুবোধজনেরা এবং এনার্জিবিহীনেরা চেয়ারে বসে ঝিমান। যা ইচ্ছে – কেউ বকে না।

    অ্যাপ্রক্স পৌনে একটা নাগাদ প্রস্তুতিপর্ব শেষ হয়ে আসল অনুষ্ঠান শুরু। গিল্ডের কাছে যেমন যেমন টাকা জমা পড়েছে, সেই অনুযায়ী পরপর সংস্থার নাম ধরে ডাকতে থাকবে। অবশ্যই এভাবে একসময়ে আপনাকেও ডাকবে। ডাকলে আপনাকে যেতেও হবে। গিয়ে একটি চিরকুট তুলতে হবে। তাতে একটি নম্বর লেখা থাকবে। আজ্ঞে না, সেটি আপনার স্টল নম্বর নহে, সিরিয়াল নম্বর। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কখন ডাক পাবেন, তার নম্বর। এবারে যত নম্বরে আপনার নাম, ততজনের পরে গিয়ে ম্যাপ দেখে যা ফাঁকা থাকবে, তার মধ্যে বেছে নিতে হবে আপনার পছন্দের স্টল। (জনান্তিকে জানিয়ে রাখি, গুরু আজ অবধি ১০০ র নীচে কোনো নম্বর পায়নি)

    এবারে এখানেই হল আসল স্কিলের খেলা। ম্যাপের সামনে আপনি দাঁড়াতে পারবেন খুব বেশী হলে এক থেকে সোয়া এক মিনিট। এর মধ্যেই আপনাকে ভেবে রাখতে হবে, কোনদিকটায় আপনি তাক করবেন – কত নম্বর গেটের কাছে, কিম্বা গিল্ডের অফিসের কাছে না দূরে, ফুড স্টলের পাশে না দূরে, টয়লেটের পাশে না দূরে – এসব অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাবনিকাশ। তারপর মেসিসুলভ দক্ষতায় আপনি ম্যাপের একটি বিন্দুতে হাত রাখবেন – ব্যস। সেই স্টল আপনার। যেন মহারাজা খুশী হয়ে ব্রাহ্মণকে দেবোত্তর জমি দিলেন। এর অবশ্য ট্যাকশো লাগে।

    কে না জানে, এইসব স্কিলফুল খেলায় কোচের গুরুত্ব অপরিসীম। তাঁর স্ট্র্যাটেজিতেই দু গোলে পিছিয়ে থেকেও আবার দুই গোল শোধ করে আপনি ম্যাচে ফিরতেই পারেন। এবারেই যেমন, ১৪০ সিরিয়াল নাম্বার পেয়ে গুরুর মেসি উৎপলবাবু একটু হতোদ্যম হয়ে পড়েছিলেন। ১৩৯ জনের পরে আর কী পড়ে থাকবে ভেবে। কিন্তু খেলার বিরতিতে এলো কোচের ভোকাল টনিক – পাই এর ফোন। ততক্ষণে পাই গেট নম্বর, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, সব মিলিয়ে এত রকমের গবেষণাধর্মী হিসেবনিকেশ করে ফেলেছে যে হোসে মোরিনহো বা পেপ গুয়ার্দিওলাও লজ্জা পাবে। কোথায়, কোন দিকে, কোন পয়েন্টে টার্গেট করা হবে, সব রেডি। সহকারী কোচের ভূমিকায় ইমানুলদা। আর যথারীতি বিরতির পরে উৎপলের গোল – লাগ-লাগ-লাগ ৫০৭। ৫এও নেই (০), ৭এও ছিলাম না, কিন্তু আমরা আছি – বিলকুল আছি। গুরুর দিব্যি।

    ৭, ৮ অথবা ৯ নম্বর – যে কোনো একটা গেট দিয়ে ঢুকে পড়ুন। প্রায় সবক্ষেত্রেই সোজা গিয়ে ডানদিকে পড়বে। রাস্তার উল্টোদিকেই লিটল ম্যাগাজিনের তাঁবু -খুঁজে পেতে কোনো সমস্যা নেই। হাঁটতেও কম হবে – কারণ তিনটি গেটই করুণাময়ী বাস স্ট্যান্ড / মেট্রো স্টেশনের লাগোয়া। অতএব চলে এলেই পেয়ে যাবেন আমড়াতলার মোড়। দেখা হবে, কথা হবে প্রচুর, খাওয়া হবে, আড্ডা হবে, সেলফি হবে, গ্রুপফি হবে, গানবাজনাও হবে। খালি খেলা হবে কি না, সেটা এখনই বলা মুশকিল। তবে বইমেলা ইস্টার্ট। ধ্যার‍্যার‍্যার‍্যার‍্যার‍্যার‍্যা ------
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 192.139.20.199 | ১৩ জানুয়ারি ২০২৩ ২২:০১739277
  • এই তো। বার্ষিক মোচ্ছব শুরু। পাঁচে ও সাতে গুরুচণ্ডা৯।
  • রৌহিন | ১৩ জানুয়ারি ২০২৩ ২২:০৫739278
  • ৫ এ ০ ৭ এ?
  • | ১৩ জানুয়ারি ২০২৩ ২২:০৯739279
  • ইঞ্জিরিতে যারে কয় ফাইভ ও সেভেন।  আহা বাসস্ট্যান্ডের কাছে হওয়াটা বড় সুবিধে। 
  • পারমিতা | 223.236.249.115 | ১৩ জানুয়ারি ২০২৩ ২২:৩৩739280
  • বাস টার্মিনাসের কাছে হলে একটু সুবিধা হয়।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৪ জানুয়ারি ২০২৩ ০২:২২739281
  • রৌহিনের লেখাটি চমৎকার লাগল। laugh
    কোন এক বছর থাকতেই হবে।
    শুভেচ্ছা রইল গুর্চর বিক্রি-বাটার জন্য।
  • উত্তিষ্ঠত জাগ্রত! | 2601:5c0:c280:d900:5dc8:19e3:b776:a8a3 | ১৪ জানুয়ারি ২০২৩ ০৫:২৮739282
  • :|: | 174.251.160.2 | ১৪ জানুয়ারি ২০২৩ ০৫:৩৮739283
  • ত্রিশূলধারীর কাঠের খড়ম ক্যানো? চটি পরা উচিৎ ছিলো। শস্তায় পুষ্টিকর।  
  • &/ | 151.141.85.8 | ১৪ জানুয়ারি ২০২৩ ০৫:৫৫739284
  • জোড়াফুল, পদ্মফুল, সূর্য, চাঁদ, তারা, কাস্তেহাতুড়িতারা, জোড়াহাড়্খুলি,কাচেরপিরামিড ইত্যাদি ইত্যাদি---এসব কই? ঃ-)
  • তৌহিদ হোসেন | 2402:3a80:1cd0:e88f:178:5634:1232:5476 | ২৬ জানুয়ারি ২০২৩ ০৮:২৪739317
  • গুরুচণ্ডা৯ এমনিতেই যেতাম। এই লেখাটা যেন নেমন্তন্ন দিল। অনবদ্য❤
  • π | ৩১ জানুয়ারি ২০২৩ ০৮:০০739322
  • π | ৩১ জানুয়ারি ২০২৩ ২১:৪৭739323
  • π | ৩১ জানুয়ারি ২০২৩ ২১:৫১739324
  • প্রথম দিনেই গুরু জমজমাট!! 

    পুরানো গুরু,  নতুন চণ্ডালদের সঙ্গে এসে গেল অনেক নতুন বইয়েরাও!  বহু ছবিই এখনো বহু গুরু চণ্ডালের মোবাইল গর্ভে!
  • নিবেদিতা ক্ষেপী | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৯739348
  • জমে উঠেছে ব‌ইমেলা, আরো জমাটি করে তুলতে চলে আসুন চটজলদি
  • aranya | 2601:84:4600:5410:6dae:7984:7b7b:657 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৫739351
  • বিক্রি বাটা কেমন হচ্ছে? আর কম বয়েসী ছেলেমেয়েরা কি আসছে -বই টই কিনছে? 
  • &/ | 151.141.85.8 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৮739352
  • কত্ত লোক! কত্ত বই! স্টলে গেরুয়াবসন একজন লোককেও দেখলাম। আর একজন আকাশিবসন এলিয়েনকেও! ঃ-)
  • r2h | 192.139.20.199 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩০739353
  • অরণ্যদা পড়েছে কম বয়সী নিয়ে।
    কেন বাপু, আমরা মধ্যবয়সীরা কি ফেলনা নাকি?
  • &/ | 151.141.85.8 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৪739354
  • প্রবৃদ্ধ প্রপিতামহ ঃ-)
  • r2h | 192.139.20.199 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৫739355
  • গেরুয়া পাঞ্জাবী ইমানুলদা।
    এলিয়েন কে, এলিয়েন কেন? নীল টিশার্টে নীপাদিকে দেখলাম দুয়েকটা ছবিতে।
  • aranya | 2601:84:4600:5410:6dae:7984:7b7b:657 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৫739356
  • কমবয়সীরাই তো ভবিষ্যত 
    তারা বাংলা বই পত্তর পড়ছে কিনা জানতে সাধ যায় 
  • &/ | 151.141.85.8 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫০739357
  • হাল্কা আকাশি জামা, বসে আছেন, চোখে চশমা।
  • &/ | 151.141.85.8 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৪739359
  • লরি ভরে বই
    ওই আসে ওই ঃ-)
  • r2h | 192.139.20.199 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৯739360
  • আর ভবিষ্যৎ। দেখা গেল পরশুদিন জোম্বি অ্যাপোক্যালিপ্স হয়ে গেল, আর আমরা ভবিষ্যতের কথা ভেবে মাথা চুলকোতে থাকলাম। আমি বাপু মধ্যবয়সী বন্ধুবান্ধব নিয়েই খুশি।

    বেশি ছোটদের সঙ্গে কথাবার্তা বলতে অবশ্য খুব ভালো লাগে। যেমন কুমুদির ক এবং খ বিভাগ।
  • π | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪739361
  • অরণ্যদা, বিক্রি খুবই ভাল। অনেক অল্পবয়সী আসছে, আমি অল্প সময়েই যা দেখলাম! 
  • aranya | 2601:84:4600:5410:6dae:7984:7b7b:657 | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৫739362
  • বাঃ @পাই 
  • π | ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮739363
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন