এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উবের ডক

    h
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১৭ | ২২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 184.79.160.147 | ১৪ এপ্রিল ২০১৭ ১০:৫১366125
  • জাস্ট মজা করে ডকু করার জন্য লিখে রাখছি। এবার আমেরিকায় আমায় প্রচুর উবের চড়তে হয়েছে এবং হচ্ছে। তো এমনিতে আমরা ইমিগ্রান্ট অ্যালিয়েন ওয়ার্কার, তো আমাদের এমনিতে কোন সামাজিক জীবন বিশেষ নেই, যদি না আরো অনেক আইটি গাই দের সঙ্গে চেনা থাকে। তো আমার বরাবর ই খুজলি র অভ্যেশ, অকারণে কথা বলা অভ্যেস লোকের সঙ্গে, এবার উবের এর চালক/মালিক দের সঙ্গে কথা বলে বলে বেশ খানিকটা কথা জমেছে তাই লিখে রাখছি। ব্যক্তি মানুষের বৈচিত্র ই মানবতার পক্ষে একমাত্র আশার কথা। ভাবলাম, এরকম একটা কাজ বড় করে করতে হবে, সিরিজ এ, বা ক্রাউড সোর্সিং করে, বিভিন্ন ট্রেডস লোকের সংগে সংক্ষিপ্ত আলোচনার রেকর্ড। পারলে অডিও। বিভিন্ন দেশে এবং বিশেষত আমার দেশে। ব্রেশ্ট এর লেখা কুলে ওয়াম্পে বলে একটা ফিল্ম আছে, তাতে ট্রেনের লোকের কথাবার্তা র রেকর্ড আছে, ওয়াইমারের সময়। তো সেই ফর্মাট অনেকদিন ধরে মাথায় ছিল, দেখি এটায় সময় উৎসাহ থাকে কিনা। অন্যরাও অনেকে করতে পারেন, সাউন্ড ক্লাউডে বা মামুর সাইটে রেখে দেওয়া যাবে। অভিজ্ঞতার ট্রেডিং না করে , ভ্যালু জাজমেন্ট না করে বা কম করে, বেসিক কনভারসেশনের রেকর্ড, টো আনডারস্ট্যান্ড হোয়াট দ্য ফাক ইস গো-ইং অন।

    তবে রতন দা আর খোকন দা আর রীনা দির দীর্ঘ ইন্টারভিউ হয়তো নেবো, যদি দেন।

    নাম সবার মনে নেই। যেগুলো মনে আছে লিখবো ও না।

    ১- - একাধিক বার এঁর গাড়িতে চড়েছি। কাছকাচি থাকেন সম্ভবত। বয়স পঞ্চাশের উপরে, ককেশিয়ান। জানালেন নেটফ্লিক্স এ 'অ্যালগো' সিনেমাটা দেখে উনি সর্টিং সম্পর্কে জানতে পেরে দারুন খুশি হয়েছেন। জানালেন ওঁর পঁচিশ বছরের ছেলে আর তিরিশ বছরের মেয়ে আছে। ইয়াংকি সাপোর্টার। উবের চালাতে গিয়ে অংক, অ্যালগো ইত্যাদি তে আগ্রহ হয়েছে, কমিউনিটি কলেজে পড়ার কথা ভাবছেন। আমি গুরুচন্ডালির জন্য পারলে এঁর ফর্মাল ইন্টারভিউ নেবো। ফান লাভিং লোক, ছেলের সঙ্গে ইয়াংকির খেলা দেখতে যান, জার্সির লোক অরিজিনালি। স্কুলে অংক মন দিয়ে করেন নি, কেন একটা দু`খ আছে। বাবা নাকি একদিন , জল, ব্রেড আর খেলনা একটা বাড়ি দেখিয়ে বলেছিলেন, এর মধ্যে দুটো আমি দেবো, আরেকটা তোমায় যোগাড় করতে হবে, ১৬ বছর বয়সে, তখন থেকে নানা কাজ করেন। কি করেছেন আগে বলেন নি। শেয়ার অ্যাকো তে থাকেন বেড়াতে গেলে, মোবাইল ইকোনোমি জিনিসটায় প্রচন্ড মজা পান, আর অসম্ভব সুন্দর হাসি। রাজনৈতিক আলোচনা পছন্দ করেন বলে মনে হয় না।

    (ত্রিনিদাদের ভারতীয় পুরুষ) - বছর তিরিশেক বয়স। কমিউনিটি কলেজে পড়তে চলেছেন, সরাসরি বার্নি র সাপোর্টার। আসল পেশা কারপেন্ট্রি। আমায় বললেন আমি যেন ব্যায়াম করি। সেদিন পার্টিকুলারলি কোমরের ব্যাথায় অসুস্থ ছিলাম, পড়ে যাচ্ছিলাম, দৌড়ে ধরলেন, এবং জড়িয়ে ধরে বললেন, ইউ আর লাইক মাই ড্যাড ঃ-)))

    ইজিপ্ট এর লোক। নাগিব মাহফুজ এর ভক্ত। ইয়াকুবিয়ান বিল্ডিং সিনেমাটা দেখতে বললেন। আর বললেন, বিনোদ খান্না অমিতাভের চেয়ে বড় অভিনেতা, কিন্তু অমিতাভ হ্যাজ বিগ ফলৈং, হি মেক্স মি ক্রাই অল দ্যা টাইম। আই ক্যানট স্টপ ডান্সিং উইথ ইন্ডিআন মুভি। মাস তিনেক আগে চাকরি হারিয়েছেন। সম্প্রতি বিবাহ বিচ্চেদ হয়েছে। এখন উবের চালান। অসাধারন সেল্ফ ডেপ্রিকেটিং হিউমর। বললেন জিপিএস ছাড়া কি করে ড্রাইভ করতেন আগে ভুলে গেছেন। বিবাহে জিপিএস পাননি, 'রঙ উওম্যান' এর সঙ্গে সমস্যা হয়েছে ঃ-)

    বৃষ্টির মধ্যে প্রায় ভগবানের মত চট করে এসে যাওয়া অল্প বয়সী কালো ছেলে - অনেক গুলো ক্যানেসেলেশন এর পরে। জানালেন যে লিমুসিনের ব্যাবসা উঠে গেছে ওনার বন্ধুর, টেক্শাসে, উনি এখানে দামী গাড়ি চালাচ্ছেন বটে, কতদিন পারবেন জানেন না। অন্য চাকরি করেন না। বললেন, এভরিথিং উইল বি অলরাইট ইন দ্য এন্ড।

    বছর ২০-২৫ এর ডোমিনিকান রিপাবলিকের ছেলে, বাবা সেখানে স্থানীয় লিগে চাম্পিঅন বেস বল ক্যাচার ছিলেন। কিন্তু ও স্পোর্টস ভালো বাসে না। একটা ইলেকট্রোনিক গুড্স এর দোকানে চাকরি করেন, আর উবের চালান। ডেট পাছেন না ভালো এটা একটা অশান্তি। আমাকে কার্ড দিয়ে বলেছেন, চাকরি তে সমস্যা হলে যেন যোগাযোগ করে, উনিও আইটি পড়েছেন কলেজে, ওঁদের দোকানে সবসময়ে মেকানিক নেয়।

    বছর ৭০ দক্ষিন এশীয় মুসলমান পুরুষ - আপনার বাড়ি কি কলকাতায়, ওখানে কোন চাকরি নেই, এখানে কেন এশছেন, আমার তিনটে ট্যাক্সি আছে, একটা পোলিশ ছেলে, একটা পাকিস্তানি স্টুডেন্ট, আরেকটা আমি চালাই। বৌ দূরে ড্রাইভ করতে দেয় না, আগে প্রিন্টিং এর কারখানায় কাজ করতাম, এখন পারি না, তুমি এত কফি খাও কেন, দুধ খাও, আমি তোমার জন্য দুধ এনে দেবো।

    বছর পঁচিশের মূলত ডিজে, নাম শুনে হিস্পানিক মনে হয়, স্থানীয় বেস্বল টিমের সাংঘাতিক ফ্যান। র‌্যাপ ভালো বাসেন না, কিত্নু পাবলিক চাইলে ডান্স এর জন্য বাজান, চিল মিউজিক ভালো বাসেন, মিক্সিং করেন। পরের গাড়ি টা মার্সিডিজ কিনবেন, পুলিশ ভুল কাজের জন্য কাউকে গালাগাল করলে খুশি হন, মানুষের পুলিশের কথা শোনা উচিত।

    উগান্ডার লোক, বছর চল্লিশেশ, পৃথিবীর সবচেয়ে জোরে আর সুন্দর হাসির মালিক। সরাসরি জানালেন, মাধুরী দীক্ষিত ঐশর্য্যর থেকে ভালো, কিন্তু ঐশর্য্য এতো ভালো যে উনি কনফিউজ্ড। উগান্ডার সার্বিয়ান ফুটবল কোচ ভগবান। রামাদানে চারিদিকে মিশ্টি আর খাবার বিতরন করেন, আর ক্রীসমাসে আত্মীয়দের বাড়ি তেই থেকে যান, কারন ইট ইজ রিস্কি টু ড্রাইভ হোয়েন ইউ আর টু হ্যাপি। ট্রাম্প এর ফ্যান নন, এর বেশি কিছু বলেন নি।

    বছর চল্লিশেক (কৃষ্ণাঙ্গ) সম্প্রতি ডিভোর্স হয়েছে, বাবার সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে, বাড়ি টা গেছে। ওবামার ফ্যান, মিশেল কেন রাজনীতি করেন না উনি বোঝেন না। একটা ফ্রেজ শেখা হল, হোয়েন সামবডি ইজ শার্প, হি কুড বি শার্প অ্যাজ অ পিস্তল। নির্বাচনে র রেজাল্টে বিব্রত হয়েছেন, কপ রা যদি অপমান করে কথা বলে, রুখে দাঁড়িয়ে কথা বলেন, অন্যায় করেন নি। ভারতীয় রা কি সবাই আইটি আর ডাক্তারি পড়ে। ওনার সব ডাক্তার রাই খুব ভালো আর ভারতীয়। অন্য চাকরি যেটা করতেন, সেটা এখন আর সময় পান না, বাবার বিজনেসে সাহায্য করতে, বাবাক দেখাশুনো করতে, আর উবের এর কাজ করতে দিন যায়। উই হ্যাভ টু প্রমিস আওয়ার সেল্ভস টু এক্সারসাইজ, উই আর পুটিং অন ইউ নো।

    ইত্যাদি।।।আরো কিছু লিখবো।।।যদি উৎসাহ ধরে রাখতে পারি।
  • h | 184.79.160.147 | ১৪ এপ্রিল ২০১৭ ১০:৫৭366136
  • আমার লোকাল খবরের কাগজের নিউজ কভারেজ এ চোখ রাখা অভ্যেশ আছে। এমনিতে এত ডিসকানেক্টেড জীবন, যে ক্যাবি দের সঙ্গে কথা বলা টাই হয়তো একেক্দিন একমাত্র কথা বলার সুযোগ। দেশে চেনা অচেনা লোক এর সঙ্গে অকারণে বাসে বা ট্রেনে বা চায়ের দোকানে হ্যাজানো অভ্যেস আছে, ভাবলাম, এখানে কাফে তে তো সেটা করা যাবে না , হোটেলেও বেশি না, পাবে খেলা দেখতে গেলে তাও হত, এবার হয় নি, তো এই অদ্ভুত আলাপ গুলো ই একমাত্র মানুষ কে জানার উপায়, কিছুটা প্যাঠেতিক, পরিসর ও ক্রমশ সঙ্কুচিত। মরার আগে যেন বলতে পারি, দেশ গুলোকে একটু বোঝার চেষ্টা করেছিলাম, পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করার ব্যাপারটা মিজারেবল ফেলিওর হলেও। কদিন বাদেই দেশে যাব, আর মেয়ে কে ছাড়া থাকতে পারছি না, অসম্ভব কষ্ট হচ্ছে, কিন্তু সে গপ্প শুনতে চাইলে এসব বলা যাবে খ্যা খ্যা করে ঃ-)
  • San | 113.245.14.101 | ১৪ এপ্রিল ২০১৭ ১৫:৩৯366147
  • এটা পড়তে ভালো লাগছে :-)
  • PM | 11.187.225.216 | ১৪ এপ্রিল ২০১৭ ১৬:২৭366158
  • বেশ লাগছে
  • h | 184.79.160.147 | ২৩ এপ্রিল ২০১৭ ২১:৪৬366169
  • ওয়াসিম আক্রম আর জোর্জ ক্লুনি র যদি সিক্রেট লাভ চাইল্ড হত যেরকম দেখতে হত, প্রায় সেরকম দেখতে এক ভদ্রলোকের মার্সিডিজ এ চড়ার অভিজ্ঞতা হল, ডলার দশেকে মার্সিডিজ সি ক্লাস চড়া বিচিত্র অভিজঁঅতা বলতে হবে। আমার ও বাবার , নিজ নিজ ভাবে এবং যৌথ ভাবে, চোদ্দো পুরুষ সহ, এ অভিজ্ঞতা হয় নি।

    প্রথমত যদিও আরেকটু হলে ক্যান্সেল করে দিচ্চিলাম বুকিং, গাড়ি দেখে ঘাবড়ে গিয়ে। কিন্তু কয়েক পাত্র লোকাল ব্রিউ লাগার এর পরে বৃষ্ঠির মধ্যে বাস স্ট্যান্ডে দাঁড়াতে ইচ্ছে করছিল না। তো ইনি জানালেন, এঁর চুয়ান্ন বছর বয়স, পয়সা করেছেন, এখন রিটায়ার করে মেনলি হাঁটেন আর উবের চালান। ছোটোবেলায় ফিজিক্স আর বায়োলোজি পড়েছেন, ভেবেছিলেন ডাক্তার হবেন, কিন্তু অংকে খুব ভালো ছিলেন, বলে তাড়া তাড়ি ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি পেয়ে যান। রিটায়ার করে ভালো ই আছেন, তবে উইকেন্ডে যাত্রী নেন না, অকারণ অ্যাগ্রেসিভ ব্যাবহার করে লোক জন, মাল খেয়ে বিশেষত। বললেন যে ভারতে মিডল ক্লাস লোকজন এত ডিগ্রী করে কেন, আমি বললাম চাকরি নেই বোলে, কি করবে। তখন বললেন যে ওনার মাঝে মাঝে নতুন ডিগ্রী পেতে ইচ্ছে করে, কিন্তু ইউনির বাচ্চাদের সঙ্গে পেরে উঠবেন না বলে যান না। আমাকে বললেন, আমার পরিবার নিয়ে একবার আমেরিক বেড়ানো উচিত। ফোন নং দিলেন, যদি গাড়ি লাগে যেন জানাই, আর বললেন ভালো কাজুন চিকেন পাওয়া চায় গোল্ডেন ড্র্যাগন রেস্তোরা তে, যথেষ্ট শস্তা, ট্রাই করতে পারি।
  • h | 184.79.160.147 | ২৩ এপ্রিল ২০১৭ ২১:৫৬366180
  • রোগা বেঁটে হোয়াইট ওয়ার্কিং ক্লাস , ইমেজের দিক থেকে দেখলে এক অর্থে রেয়ারিটি। ভীষণ হাসি খুশি, আমার ই বয়সী হবেন। এমন ভাবে গ্রীট করলেন, যেন বহুদিনের পরিচিত। প্রচন্ড বৃষ্টি পড়ছিল আমি বার্গার খেতে যাচ্চিলাম, বললেন, এদের সিক্রেট মেনু ট্রাই করতে পারো। তবে দর্জার কাছে বোসো না, ঠান্ডা লেগে যাবে, ডাবল ডোরস নেই। এবং এক কাজ কোরো, এদের নিজেদের কোলা আছে ট্রাই করতে পারো। তো বৃষ্টি প্রসঙ্গে বললেন, এবার আর ক্ষরার কম্প্লেন কেউ করতে পারবে না। তো আমি বললাম, মিচিগান ফ্লিন্ট এ যে জলের ব্যাপারটা শুনেছিলাম, সেটা কতটা সত্যি। সত্যি জলাভাব, কন্টামিনেটেড জল আছে নাকি, তোমরা এত বড় লোক দেশ এই সব সমস্যা তো আমাদের। তখন বললেন, আর বলবেন, গভর্ন্মেন্ট সব কিছু করতে যায়, আর স্ক্রিউ করে, স্টুপিড বোকাচোদা র দল, জীবনের সব কিছু গভর্নমেন্ট এর করা উচিত না। আমি দেখলাম একটু বাজিয়ে দেখি, বললাম এই যে এত্তো দাম দিয়ে জল কিনে খাই, প্যাকেজ্ড ওয়াটার, বলুন আমরা ছোটো বেলায় কখনো খেয়েছি। বললেন কোম্পানি গুলো ও বোকাচোদা খালি ঢপ দেয়, উই সারভাইভড রাইট? একটু যত্ন নিলে ওয়াটার সাপ্লাই এ সমস্যা থাকে না। তার পরে বললেন, ভালো করে লাঞ্চ খাও, আর ডোন্ট ফরগেট দ্য লোকাল কোলা ঃ-))
  • একক | ২৩ এপ্রিল ২০১৭ ২২:০৬366191
  • এইত্তো মনের মত মানুষ ! গভ্ট স্ক্রুস এভরিথিঙ্গ ঃ) হাগস ঃ))
  • h | 184.79.160.147 | ২৩ এপ্রিল ২০১৭ ২২:২৩366192
  • এত উবের চড়ি , ৯৯ শতাংশ কেস এ পুরুষ ড্রাইভার পাই। পর পর তিন বার মহিলা ড্রাইভার পেলাম।

    একজনের সঙ্গে কথোপোকথন কখন ভুলব না। গাড়িটা অসহ্য খারাপ।

    শহরের মধ্যে সাংঘাতিক পার্কিং খুব খরচ। তাই এখন আর গাড়ি নিয়ে কাজে যেতে গেলে যাতায়ত এ উবের অন করে নেন। পার্কিং এর কস্ট এত বেশি এটা কি অকারণ দাম বাড়ানো রিয়েল এস্টেট এর সমস্যা ? প্রেসিডেন্ট তো এই করেই বড় লোক হয়েছেন। আর বোলো না, হি ইজ প্রবাবলি রেসিস্ট প্রিক। আমি ফার্নিচারের দোকানে কাজ করতাম, কাজে কোন সমস্যা ছিল না।

    বাবা পাকিস্তানি, মা ডোমিনিকান। পাকিস্তানি ফ্যামিলির সঙ্গে যোগাযোগ সম্প্রতি বেড়েছে ইন্টারনেট এ। ওরা আসতে চায়, আমিও আনতে চাই, কিন্তু এখন বর্ডারে যা অবস্থা আসতে পারবে না। বেড়াতেও না। একজন আমার বন্ধু গিয়ে তিন মাস আটকে পড়েছিল, কিন্তু আমার ওদের খুব দেখতে ইচ্ছে করে। ফ্যামিলির ওদিক টার কথা জানি ই না।

    কি করে স্প্যানিশ শেখা যায়। এই রে আমার স্প্যানিশ ভালো না, আমি স্কুল-ও যানি না, কিন্তু ডোমিনিকান রিপাবলিকের আত্মীয় রা বলে, আমার স্প্যানিশ ওরা বোঝে না। জুনট ডিয়াজ পড়েছো, ওয়ান্ড্রাস লাইফ অফ অস্কার ওয়াও। হোয়াট অ্যাবাউট ইট। ডোমিনিকান লোক জার্সি তে এসছে, তার পরে তার জীবন। ও । ওয়েল হাউ মেনি স্টোরিজ উইল দে রাইট, টু মেনি আউট দেয়ার।
  • h | 184.79.160.147 | ২৯ এপ্রিল ২০১৭ ২০:৫২366193
  • বিশাল চেহারার কৃষ্ণাংগ। গোমড়া। দু একটি আপন মনে কার্সিং, উবের এর বার বার কি ফর্ম ফিলাম করার মেসেজ আসছে। পরে বাজিয়ে দেখা গেল লেডি ট্রাবল। বিবাহিত তিন সন্তানের পিতা। বড় মেয়ে ২১, ছেলে ১৪, তার পরের মেয়েটা বোধ হয় ৮। সান্ঘাতিক গর্ব বড় মেয়ে কে নিয়ে, সে কলেজ শেষ করেছে, কাজ ও করছে। কি কাজ সেটা বলেন নি, কিন্তু সে যে অসম্ভব পেয়ারি লাডলি সেটা বোঝা গেল। শি মেকস টি ফর মি, হোয়েন উই ড্রাইভ শি হেল্প্স মি কনসেন্ট্রেট, বাট ইন আ রিলাক্সড ওয়ে। ছেলে কে নিয়েও কম গর্ব না, স্কুল ডিস্ট্রিক্ট এর অন্যতম সেরা 'ফুটবল' প্লেয়ার। এন ফ এল এ খেলার স্বপ্ন দেখে। আরন আর্নান্ডেজ এর স্ক্যান্ডাল এবং অপরাধ সত্ত্বেও দ্যাখে। হি ইজ ফোকাসড। কোচ রা নাকি উচ্ছসিত। হোয়েন আই গো টু দ্য গ্রাউন্ড্স, আই অ্যাম দ্য ড্যাড অফ দ্য লিটল প্রিন্স। বিগ হনর ইউ নো। বৌ এর নিজের বিউটি পার্লার এর ব্যাবসা। শি ইজ টু বিজি ফর মি, শি ডাজ নট হ্যাভ টাইম টু টক টু মি(ফুপিয়ে ফুপিয়ে)। তো আমি ভীষণ সিনিয়র পাব কাউন্সেল, বললাম ওকে গিভেন দ্যাট উইমেন ডু নট আন্ডারস্ট্যান্ড, আর ইউ এবল টু টেক হার আউট। ইউ নেইলড ইট, দ্যাট ইজ দ্য প্রবলেম, আই অ্যাম অলওয়েজ টায়ার্ড টু। দেন উই ফাইট। লাস্ট টাইম উই ওয়ার আউট হ্যাভিং আইসক্রীম ওআজ থ্রী স্প্রিংগ্স এগো। একবার নাকি নিউ ইয়র্ক এর কাছ দিয়ে ড্রাইভ করছিলেন, অন্য কোন গাড়ি থেকে ২ লিটার আইসক্রীম এর কৌট ছুড়ে ছিলেন কোন মহিলা, পুলিশ সেটা দেখে দুটো গাড়ি কেই থামায়। কিন্তু উনি নাকি রিপোর্ট করতে চান নি। পুলিশ অফিসার $১০ পুরষ্কার দিয়ে বলেছিলেন, গেট ইয়োর কার ক্লিন্ড। উনি রিপোর্ট করাতে চান নি, মে বি শি হ্যাড ব্যাড ডে। আই অলওয়েজ হ্যাভ ব্যাড ডেজ। কেন? দ্যাখো আমি এমনিতে খুব চিল্ড, কনস্ট্রাকশনে কাজ করতাম। রেসিস্ট টন্ট করছিল, একটা বাচ্চা ছেলে, প্রায় এক সপ্তাহ বারণ করেছি, বস কে বলেছি, তার পরে না থামায়, নাক ভেঙ্গে দিয়েছি। তো চাকরি টা ছিল না আর, বস কিন্তু সিম্প্যাথেটিক, বলেছে কুল অফ করো, তোমাকে আমি নেবো কাজে। বললাম পুলিশ এর কোনো সমস্যা হয়েছে, বল্লো না তা হয় নি। তোমাকে তো হয়তো আমার থেকেও বেশি রেসিস্ট বিহেভিয়র সহ্য করতে হয়। আমি বুঝলাম আমি বাদামী ও দাড়ি ওয়ালা হওয়ায় সিম্প্যাথেটিকালি বলছে আমি ইসলামোফোবিআ র শিকার কিনা। তো আমি বললাম, দ্যাখো অল্প সল্প অভিজ্ঞতা হয় নি তা না, তবে ইউরোপে বেশি হয়েছে, মার ও খেয়েছি, কিন্তু অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা এখানে। তবে এখন শুনছি অবস্থা খারাপ। তো বললাম নাক ভাঙ্গা খারাপ না, আই নিড টু হ্যাভ মোর টি টু বি স্ট্রং। ঃ-)))) তো এদিকে বৌ এর ব্যাপারটা কি করবে। বললো ১৭ বছরের বৌ। তার আগে ৩ ৪ বছর এক সঙ্গে থেকেছি। কি আর করবো। আই উইল বাই সাম ফ্লাওয়ার্স অ্যান্ড বাই সাম আইসক্রীম, শি লাইক্স মেলন জেলাটো, দেন শি উইল টেক থ্রী ডেজ টু কুল ডাউন, ইভেন আফটার ইটিং অল দ্যা জেলাটো হারসেল্ফ। দেন আই হ্যাভ টু মেক হার টি । শি ইজ ম্যাড, শি লাইকস জিন্জার ইন টি, হু টেক্স জিন্জার ইন টি, আই মিন ফর গড্স সেক। আই হ্যাভ টু বাই জিনজার। অ্যান্ড দ্যাটস নাই ন অ্যান্ড আ হাফ মাইলস টু আ স্পেশাল শপ। গড হেল্প মেন।
  • বোকা | 192.66.85.233 | ৩০ এপ্রিল ২০১৭ ১৩:৫৫366126
  • পড়ছি। ভালো লাগছে।
  • de | 192.57.86.39 | ৩০ এপ্রিল ২০১৭ ২০:২৯366127
  • বাঃ! এইটা তো দেখিনি আগে -
    ভালো হচ্চে -
  • h | 184.79.160.147 | ০১ মে ২০১৭ ০৩:১২366128
  • ... ক্লিয়ারলি একজন প্রচুর খবর রাখা মানুষ, শ্বেতাঙ্গ বছর ষাটেক বয়স। কি করতেন আগে বা উবের চালানো ছাড়া কি করেন কিছুই বলেন নি। নিউজ জাংকি বলতে যা বোঝায় তাই। দুটো অদ্ভুত প্রশ্ন করলেন। আসলে তিনটে। ডিরেক্ট। ট্রাম্প সম্পর্কে ভারতে কি কথা হচ্ছে? করবিন একেকদিন কোয়েশচন হাওয়ারে অসাধারণ করছে, একেকদিন ছড়াচ্ছে, দ্যাট ইজ অড --এটা আমি লক্ষ্য করেছি কিনা। আমি বুঝলাম ইনি পুরোনো নিউ ইং ল্যান্ড ডেমোক্রাট, বা হয়তো বৃটিশ এখন এখানে থাকেন, যদিও উচ্চারণে ধরতে পারি নিঃ-))) আরেকটা কথা বললেন, বার্নি ইজ গ্রেট বাট বিট নাইভ, আমি বললাম বার্নি কে নাইভ বলছেন কেন, বল্লেন যে উই নিড পিপল ফর ট্রেড্স।
    ক্লিন্টন গট আ ব্যাড নেম, আই ডোন্ট নো হোয়াট টু ডু। থিংক অ্যাবাউট ইট অ্যান্ড টেল মি হোয়েন উই মিট এগেন ঃ-))))

    খুব স্বাভাবিক ভাবেই এটা আমি কখনো ই ভুলবনা, লেখাটা পরে খুঁজে না পেলেও। এই যে , উই নিড পিপল ফর ট্রেড্স, এটা ব্রিটেনে এক ধরণের টোরি আর নর্থ ইংল্যান্ড দের লেবার দের ধারণা, ইউনি র ফিজ কমানোর আন্দোলন হলেই শোনা যায়, সবার ইউনি তে পড়ার কি দরকার। যখন বলা হয় আজকাল কার চাকরি তে ইউনি ডিগ্রি বা অন্তত এক দু বছরের জিপিএ স্কোর লাগে, তখন শোনা যায়, ব্রিং ব্যাক ম্যানুফ্যাকচারিং জব্স, তারপরে এটাও শোনা যায়, টোরি মহলে, ইউনিয়ন্স ড্রোভ দ্য জব্স অ্যাওয়ে। তো আমার এনার সঙ্গে আলাপে সে সব মনে পড়ল। অনেক্দিন পরে আজকে খেয়াল করে দেখলাম, স্কার্ফ টা যেটা ছিল পাশের সিটে রাখা, সেটা চেলসির ঃ-)
  • h | 184.79.160.147 | ০২ মে ২০১৭ ০৪:২৮366129
  • বাসে সহযাত্রীদের পড়তে দেখা বই গুলো (ডিজিটাল না, বোঝার উপায় নেই) এখানেই লিখে রাখছি। যদিও এই লিখে রাখার কোন মানে হয় না ঃ-)) মানুষ কত মিনিংলেস অপ-ট্রিভিয়া সংগ্রহ করবে রে বাবা ঃ-)))) মামু ফ্রি তে লিখতে দিয়েছে লেখা হচ্ছে আবার কি ঃ-)))

    ১ - সিস্টার সোলজাআ (sister souljaah- পোষাকে অন্তত একেবারে গরীব কৃষ্ণাংগ মহিলা পড়ছিলেন --মিডনাইট। আমি বাস থেকে নাম সংগ্রহ করেই কিন্ডলে কিনে অনেক টা পড়ে ফেলেছি, এখনো শেষ হয় নি। বিচিত্র লেখক। এল এ রায়ট্স এর সময়ে কন্ট্রোভার্সি তে জড়িয়ে পড়েন, কিন্তু পাওয়ারফুল লেখক। একেবারে হালের ১৯৯০ এর দশকের গদ্যকার।

    ২- আর্থার কোয়েস্টলার (কৃষাঙ্গ যুবক পড়চিলেন) --- থার্টীন্থ ট্রাইব। সার্চ করে ইন্টারেস্ট পেয়েছি, তবে ১৯৭৬ এর বই। শিমোন জাবার ঘরানা।

    ৩- শ্বেতা`গ মধ্যবয়সী পুরুষ - প্লেটো র রিপাবলিক পড়ে গেল মাইরি কন্টি তিন চারদিন টানা। কোন গর্ব নেই। অসহ্য নোঙ্গরা নস্যি নেওয়ার রুমাল দিয়ে মাঝে মাঝে নাক মোছা সহ। এখন আরেকটা কি গোদামত পড়ছেন, তবে নাম টা অনেক ঝুঁকি দিয়েও পড়া যায় নি।

    ৪- মধ্যবয়সী শ্বেতা`গ মহিলা - আগে পড়ছিলেন ডায়ানা গাবালডন। এখন গম্ভীর ভাবে মেরি গ্যাব্রিয়েল কৃত মার্ক্স এর জীবনী পড়ছেন, লাভ অ্যান্ড ক্যাপিটাল।
  • sinfaut | 52.106.112.192 | ০২ মে ২০১৭ ১১:৪৪366130
  • ঃ))
    কী ভালো লাগছে এই খন্ডচিত্রগুলো।
  • pi | 174.100.177.10 | ০২ মে ২০১৭ ১২:৫১366131
  • ভাল লাগছে পড়তে।
  • Du | 182.58.104.72 | ০৩ মে ২০১৭ ০১:৫২366132
  • বেশক
  • h | 184.79.160.147 | ০৩ মে ২০১৭ ০৭:৩৭366133
  • স্কুলের জানিটর। অবসরে উবের চালান। চেহারাটা ইথিওপিয়ান। নেফারতিতির মত মাথা। অ্যাবসোলিউটলি, আগে ম্যান্চেস্টার এ ছিল সেই নানির মত দেখতে।

    আমি বললাম, আপনি এত অল্পবয়সী , আই অ্যাম শিয়োর ইউ আর পপুলার অ্যামংগ দ্য গার্ল্স।-))) তো বললো, ওয়েল আই হ্যাভ হ্যাড মাই মোমেন্ট্স, পুরো সালা নিকোলাস কেজ ঃ-))))

    আরেকটু পড়ুন না। হু নোজ, দে মাইট নিড অ্যান অ্যাসিস্টান্ট টিচার ওর অ্যান অকাউন্টান্ট ওর আ কোচ। স্কুল্স আর নট গো-ইং টু চায় না অর ইন্ডিয়া। উইথ জ্যানিটর জব, মে বি ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন ২-৩ জবস। অর ইউ কুড আস্ক ফর আ রেজ লাইক আই ডু অল দ্য টাইম।

    আমার চোখে জল এসে যাছে লিখতে গিয়ে। শুধু এটুকু বলেছি বলে, নামার পরে আমাকে জড়িয়ে ধরলেন। বললেন, আই ওয়ান্ট টু রিমেম্বার ইউ। ট্রাম্প আমাদের মেরে ফেলতে পারে নি।
  • h | 184.79.160.147 | ০৪ মে ২০১৭ ০৫:০৩366134
  • মানুষের সঙ্গে কথা বলার একটা নেশাও আছে, তেমনি একটা শিক্ষাও আছে। কখনো ই ভাবা উচিত না, এই তো বেশ পড়ে ফেলেছি। ব্যক্তিগত জীবন এবং মানুষ এমন দুসরা বাঘা বাধা লোক ও হার মেনে থাকে। আরেকটা সুবিধেও আছে, আমি তো দেশের নেতা নই, দার্শনিক বা তাত্ত্বিক ও নই, হবো ও না, টুক টাক বাদ্দিলে অনুভূতি বাদ দিলে নাথিং ইজ অ্যাট স্টেক। প্রতিবার ভুল প্রমাণিত হলেও পৃথিবীর কোন ক্ষতি হচ্ছে না।

    গত কিছুদিনে এরকম দুটো বিচিত্র অভিজ্ঞতা এই উবেরেই হয়েছে। প্রায়শঃ উবেরে মিলিটারি ভেটেরান দের সঙ্গে দেখা হয়, একজন এর সঙ্গে দেখা হয়েছিল, যে আমাকে বলেছিল ইউ স্টে আউট অফ ট্রাবল ঃ-))) জানা গেছিল সে নেপাল পোহরা ঘুরে এসেছে, কারণ তার আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে এক আফগান পরিবার এর সঙ্গে বন্ধুত্ত্ব হয়ে যায়, তাদের মাধ্যে নেপালি এক পরিবারের সঙ্গে বন্ধুত্ত্ব হয়ে যায়। বাস স্ট্যান্ড থেকে প্রায় ৫ সাড়ে পাচ ঘন্টা হাটায় সেখানে পৌছয় সে শুধু এই বন্ধু র কাছে যাবে বলে, বিভিন্ন কথায় একটই জাত্যাভিমান চোখে পড়ছিল, কিন্তু জেনেরালি সে যে বন্ধুর জন্য এক মাসের খাবার নিয়ে গেছিল সেটা বুঝলাম, প্রচুর খাবার জল ইত্যাদি নাকি সে নীচ থেকে নিয়ে গেছিল, আবার ইচ্ছা আছে যাবার, বন্ধুর বাচ্চারা কেমন আছে জানার জন্য।
    সে যাই হোক আরেক ভদ্রলোক এর সঙ্গে আলাপ হয়, এরকম মানুষের আমি আর কখনো দেখা পাবো কিনা সন্দেহ। ইনি একটা সময়ে, হোটেল এর সুইট সেল্স এ ছিলেন। এবং পুরোনো কম্পিউটার সিস্টেমে বুক করতে করতে ক্লান্ত হয়ে যেতেন, আপনি মিনিবারে বিয়ার চান কিনা, আপনি অন অ্যারাইভল ফ্রেশ স্ট্রবেরি চান কিনা, টাওয়েল কোন রঞ্গের পছন্দ, আপনি কি যে লিমুসিন টি আছে এই হোটেলের জন্য, সেটা কি চান স্টেশনে বা এয়ারপোর্টে যাক। ইত্যাদি। বেশির ভাগ অ্যাপ্লিকেশন ই ভীষা পুরোনো, কাজ ই করে না। হয় আইটি নয় ক্লায়েন্ট এর ভাট শুনতে শুনতে ক্লান্ত।
    বিশাল চেহরার এই শ্বেতাঙ্গ যুবক টি আমায় চমলে দিল যখন জানালো তার আসল চাকরি হল, যাদের মানসিক ট্রমা হয়েছে, বিষেষত ভায়োলেন্স এ তাদের কাউন্সেলিং এ সাহায্য করা। এই জন্য ইনি কমিউনিটি কলেজে ২ বছর কোর্স করেছেন, পড়ায় ভালো নম্বর পেয়েচেন তারপরে এটা করেন। এই কোর্সের দাম সংস্থা দিয়েছে, যেখানে উনি পরে চাকরি করছেন, এই মানসিক ভাবে বিপর্যস্ত মানুষ কে সাহায্য করেন। আমি বললাম এ পেশা বাছলেন কেন? বললেন ওনার এক্সটেন্ডেদ পরিবারের বড়দের কেউ এরকম একটি সংস্থার টপ বস। অন্য সংস্থা সেখানে ওঁরা চাকরি পান নি, তাছাড়া ওঁর ভাই ইরাকে যুদ্ধে আহত হয় এবং মানসিক ট্রমার সমস্যায় পড়ে।, তাকে সাহায্য করতে চেয়েই মূলত এই পেশায় আশা। বিষয়টা কে জানতে চেয়ে। এখন নাকি সে অনেক সুস্থ, ওঁর অন্যান্য সাহায্যপ্রার্থী দের সাহায্য করেও থাকেন। আই বললাম এতো সাংঘাতিক মনের জোর আর হাই ইন্টেলিজেন্স এর ব্যাপার। তখন উনি বললেন, ভাই ওঁর জীবনে দেখা সেরা বুদ্ধিমান লোক, ওর বস্টনে পড়তে যাওয়া উচিত ছিল, ও যে কেন যুদ্ধে গেল। আমি বললাম দেখুন দেশপ্রেমিক রা কি করে দেশকে সাহায্য করবেন ভাবতে গিয়ে অনেক সময়ে সমস্যায় ফ্যালেন ও পড়েন। তখন গাড়ি স্লো করে আমার হাত টা ধরে বললেন ব্রো তুমি ঠিক বলেছি। আমার ভাই দেশপ্রেমিক প্রাউড আমেরিকান, কিন্তু নট শিয়োর আমেরিকা ইজ প্রাউড অফ হিম, হি শুড হ্যাভ বীন আ প্রফেসর অর আ ফিলোসফার। আমি বল্লাম আপনার তো চাম্পিয়ন পরিবার, খুব খুশি হলেন, পরে দেখা হলে আমাকে একটা চার্জার উপহার দেবেন বললেন।
  • h | 78.15.56.32 | ০৭ মে ২০১৭ ০৪:১১366135
  • হায়দ্রাবাদ, মার্ক অ্যান্ড আয়েষা স্টোর, ক্যালিফোর্নিয়া ইত্যাদি ভুলে না যাই বলে লিখে রেখে দিলাম
  • h | 184.79.160.147 | ০৭ মে ২০১৭ ০৭:০১366137
  • এই মার্ক অ্যান্ড আয়েষা স্টোর টা একটা গ্যাস স্টেশন/পেট্রল পাম্প। এটা আমার মনে থাকবে। আমি সাধারণত নাম ব্যাবহার করি না, কিন্তু ইসলাম ঘৃণার এই সময়ে, এই নাম টা ইন্টারেস্টিং, যদি মার্ক বা আয়েষা কেউ ই মুসলমান নাই হতে পারেন বা দুজনেই হতে পারেন, তবে কারো কারো নাম তাঁদের ছাড়িয়ে যায়, সময়এর চোখে চোখে কথা বলতে জানে, বেঁচে থাকাটাই অনেক সময়ে রেজিসস্টান্স, আর কারো কারো নাম সে স্বপ্ন দেখতেও জানে না ঃ-)))) বিসি ঃ-))))

    এই স্টোরের ছেলে টা আমাদের ওদিক কার কনভারসেশন টা ভোলার না। ৯০ পেন্স এর কফি আর ৪ ডলার এর কাগজ আর দেড় ডলার এর কলা কেনার পরে মাইরি, এই মজাটা পাবো ভাবি নি। একেবারে সদ্য গোঁপ গজানো ছেলে।

    --ইন্ডিয়ান?
    --ইয়েস।
    --ইন হোটেল?
    --ইয়েস। কফি ইজ চিপার দ্যান বানানাস, ইউ লিভ ইন অ ফানি কান্ট্রি।
    --হাহা, আইটি?ইন্ঞ্জীনিয়ার?
    --আইটি ইয়েস, ইঞ্জীনিয়ার নো।
    --হাহা, ফাইনান্স? ইউ নো আই স্টাডিড কমার্স।
    --হোঅ্যার, হুইচ পার্ট অফ ইন্ডিআ আর ইউ ফ্রম, আই অ্যাম ফ্রম সামহোয়ার নিয়ার কলকাতা। কাহাসে।
    --আই অ্যাম ফ্রম পাকিস্তান .....ইউ নো মিডিয়া ....

    ভারতীয় আইটি ইঞ্জীনিয়ার দের সঙ্গে কথা বলার সময়, হয়তো ছেলেটা এই লব্জ টা রপ্ত করেছে। 'ইউ নো মিডিয়া' দিয়ে সে আমাদের কলা কাগজ আর কফি বেচে ফাইনান্সের সেই লড়াই টা লড়ছে, যেটায় কমার্স ফাইনান্স কে হারাবে, ফাইনান্স ইঞ্জীনীয়ারিং কে হারাবে, ইঞ্জীনীয়ারিং আইটি কে হারাবে, আর বিরাট কোহলি দুই ইনিংস এ আউট না হওয়া সত্ত্বেও, ভারত হারবে তিনশো রানে, গদ্দাফি স্টেডিয়ামে। টি শার্টে কোহলির ছবি, ওর হয়ে আইটি দের কলা বেচছে , রথের খবর রেখে না রেখে জানার উপায় নেই। মার্ক আর আয়েষা র কথাও পরের দিন জিজ্ঞেস করতে হবে, পরের বার এসে।
  • aranya | 83.197.98.233 | ০৭ মে ২০১৭ ০৭:১৮366138
  • পেন্স নয়, সেন্ট :-)

    খুবই উপভোগ করছি লেখাগুলো
  • Atoz | 161.141.85.8 | ০৮ মে ২০১৭ ০১:০৭366139
  • অরণ্যদা পর্যন্ত এসে পড়েছেন! লেখার টান বলে কথা! ঃ-)
    খুব ভালো লাগছে। সবটাই।
  • h | 184.79.160.147 | ১২ মে ২০১৭ ০৫:০৭366140
  • --কেন জানি মনে হয়েছিল আপনি মহিলা হবেন। বোধিসত্ত্ভ নামটা পরে ভেবে দেখলাম পুরুষ ও হতে পারেন। আপনি কি বৌদ্ধ?
    --না আমি জন্মেছি হিন্দু ধর্মাবলম্বী পরিবারে, তবে আমাদের তো কনফারমেশন নাই। আপনি?
    --সুন্দর রোদ উঠেছে, জানলা খুলে দিতে পারি, কিন্তু ঠান্ডা লাগবে হয়তো। আমি ম্যাসাচুসেটস এর গভীর বিশ্বাসী ক্যাথলিক পরিবারের মেয়ে, তবে নিউ ইংল্যান্ডে ফিরছি প্রায় ৩৫ বছর পরে। এখন ক্যালিফর্নিয়ায় থাকি। ওয়েস্ট এর একটা নেশা আছে, আমার সেটা জায় নি। গাড়ি করে সারা দেশ ই বার বার ঘুরি। একটু বাইরে বেরোলে বুঝবেন, আমাদের দেশ কি অদভুত সুন্দর। আমার মা খুব বিশ্বাসী ছিলেন। ওঁর পছন্দ হয় নি আমার এই ঘুরে ঘুরে দেশ দেখার নেশা। উনি আমায় একজায়্গায় চেয়ে ছিলেন।
    --আমার মাও তাই হয়তো চেয়েছিলেন, তবে আমি ছোটো একঘেয়ে জায়গায় বড় হয়েছি, যেখানে বৈচিত্র যে নেই তা না, তবে বৈচিত্রটা এক্সপ্লোসিভ না। আমি ধরুন মুসলমান নেবারের সঙ্গে থাকতে বাধ নই, কিন্তু শহরে সেটা হতেই পারে, আআর আজকাল হহর ভালো লাগে।

    --বুঝতে পেরেছি। ডাইভার্সিটি তোমার ভালো লাগার কারণ আছে বুঝি।
    আছা তুমিই কি নিরামিষ?আমার চেনা ভারতীয়রা প্রায় সকলেই নিরামিষাসী।
    --না আমি মাছ ভালোবাসি, মাংঅসও ভালোবাসি।
    ---ও আসলে আমার ছেলে একেবারে ভেগান। অসাধরণ রন্না করে। খুব স্বাস্থ্যকর খাওয়ায়। তবে আমি মাছ মিস করি।
    --ও তাই। ছেলে বড় হয়ে গেছে?
    --বড় মানে, হি ইজ থার্টি টু। হাহা খুব ই বড়। সারাদিন দর্শন পড়ে আর রান্না করে। তুমি স্পিরিচুয়াল নও, এত সুন্দর নাম তোমার।
    --না আমার আসলে গভীর ভাবে চিন্তা করতে শেখা হয় নি।
    --তোমার বাবা মা বা পরিবারের অন্যরা কি স্পিরিচুয়াল?
    --না, তবে অনেকে হয়্তো বিশ্বাসী , রিলিজিয়াস। বাবা একটা সময়ে অ্যাগনোস্টিক ছিলেন, আবার এটা ওটা পড়তেন। আমার যখন জন্ম হয়, দেশে একটা বামপন্থী বিপ্লবের অ্যাটেম্প্ট হয়েছিল, আগে পরেও কয়েকবার হয়েছে, তাতে অনেক লোক মারা যান। হয়তো স্ট্রাইফ টাকে পুরোটা কম্প্রিহেন্ড না করতে পেরে আমায় এই গম্ভীর নামের দায় টা পাস করেছেন। আই বিকেম ফ্যাট মেনলি ইন অর্ডার টু ফাইট দ্য বার্ডেন ঃ-))))
    ---দ্যাট ইজ ফানি ঃ-) আমাদের নতুন প্রেসিডেন্ট হোয়াইট হাউজ বেশ ভালো করছেন। সবাই কে প্রার্থনা করতে উৎসাহিত করছেন। মিটিং এ প্রার্থনা হয় শুনছি। তার পরে ধরো, কয়েকটা স্টেট আইন পাশ করতে পেরেছে, যে তারা যারা তাদের ধর্ম বিশ্বাসে আঘাত আনে তাদের জিনিস পত্র বিক্রি করবে না, সার্ভিস দেবে না, তাতে অবশ্য গে আর এসবিয়ান রা একটু রেগে গেছে। কিন্তু অনেক দিন পরে স্পিরিচুয়ালিটি দেশে ফিরে আসছে।

    -- আমি এবার নামবো, ভালো লাগলো। আপনি কাইন্ড হার্টেড, তবে, আমার মনে হয় যাঁরা ঈশ্বরের কথা তেমন ভাবে বিশ্বাস করেন না, বা আদৌ করে না, তাঁদের মধ্যেও যে কাইন্ড হার্ট থাকতে পারে, এটা আপনি মানেন মনে হল।
    --ওকে।
    --
  • Du | 182.58.108.42 | ১২ মে ২০১৭ ২২:৩৩366141
  • অনেকেই বোধ হয় প্রথম ভারতীয়ের সাথে কথা বললেন নয়? তুমি কি পুরো বোধিসত্ত্ব বললে নামটা ? ঃ)
  • h | 176.137.252.32 | ১৩ মে ২০১৭ ০৫:২০366142
  • পুরোটাই তো আছে অ্যাপ এ। প্রথম হওয়াটা প্রায় অসম্ভব।
  • h | 176.137.252.61 | ১৩ মে ২০১৭ ১৯:৩০366143
  • -এই রে ঠিকানা ভুলে গেছেন? আই কুড ড্রাইভ ইউ টু সেনেগাল, ইট কুড টেক আআআআআআআওআর্স ঃ-))))))====
  • h | 184.79.160.147 | ১৫ মে ২০১৭ ০৫:২০366144
  • বয়স্ক কিন্তু অতি ড্যাপার চেহারা। সানগ্লাস ইত্যাদি। তো গাড়িতে ওঠার অল্প পরেই বুঝলাম আমাকে নর্মালি কথা শুরু করার যে পরিশ্রম টা করতে হয় সেটা করতে হবে না। গপ্প করতে ভালো বাসেন। বল্লেন তুমি ইন্ডিয়ান না পাকিস্তানি। আমি বল্লাম ইন্ডিয়ান। বল্লেন তোমাদের সমস্যাটা কি? আমি বল্লাম আরে শোনো। আমি সাদ্দাম হুসেনের এয়ার ফোর্স এর ফাইটার পাইলট ছিলাম। আমি তোমাদের বম্বের কাছে পুনায় ৮৫/৮৬ সাল নাগাদ রাশিয়ান কম্ব্যাট ফাইটার এ ট্রেনিং করেছি। আমার ট্রেনার ইন্ডিয়ান ছিল। আবার পরে আমাদের বাঘদাদের এয়ার ফোর্স কলেজে পাকিস্তানি আর ইন্ডিয়ান পাইলট রা একসঙ্গে ট্রেনিং দিয়েছে। মাল খেয়ে ফানি ইন্ডিয়ান নাচ নেচেছে। বাট দেন দে ওয়ার এনিমিজ। আই ডোন্ট গেট ইট। তোমার বুঝি ইরানি বন্ধু নেই, তোমরা তো পাগলের মত যুদ্ধ করেছো। চুপ করে গেলেন। বল্লেন ঠিক ই বলেছো, swear word ইত্যাদি। তো আপনাকে এদেশে আসতে দিলো? আই ওয়াজ হনেস্ট। আমি ইজিপ্ট এ গিয়ে ওদের এম্ব্যাসি তে পুরোটা বললাম, আর্মি ভেঙ্গে যাওয়ার পরে, তার পরে যে সব বন্ধুরা লুকিয়ে ছিল তাদের সবটা বল্লাম। আমাকে কড়া ইনটারভিউ করলও কয়েকদিন, তারপরে আসতে দিল। কিন্তু Swear word চাকরি ই পাই না। যেখানে থাকি সেখানে কমারশিয়াল পাইলট ট্রেনিং স্কুলে গিয়ে চাকরই চাইলাম পাইনি। ট্যাক্সি চালাচ্চি প্রায় দশ বছর। আছা একটা কথা বল, তোমাদের দেশের লোক কিছু কি ইউরোপিয়ান? মানে? আমার জে ট্রেনার ছিল, সে একেবারে ইউরোপিয়ান দেখতে। তো আমায় ও বলেছিল ও কাশ্মিরী। কাশ্মিরে কি কিছু ইউরোপিয়ান থেকে গেছিল, না জানি না তবে সেন্ট্রাল এশিয়ান চেহারা তো অঞ্চল জুড়েই আচে।
    আই ডু গেট আ কার্ড ফ্রম কাশ্মীর এভরি ক্রিস্টমাস। বয় মাই রাশিয়ান প্লেন ওয়াজ বিউটিফুল, হি ইজ আ গুড ম্যান।
  • h | 184.79.160.147 | ১৫ মে ২০১৭ ০৫:২১366145
  • ***আমি বল্লাম আরে শোনো --- আমি বল্লাম ঠিক বলা মুশকিল ছোটো করে।....আরে শোনো....
  • h | 184.79.160.147 | ১৫ মে ২০১৭ ০৫:২৪366146
  • ****তার পরে যে সব বন্ধুরা লুকিয়ে ছিল তাদের সবটা বল্লাম ----- যে সব বন্ধু রা ফ্যাক্টস লুকিয়েছিল, তাদের কেও সবটা বলতে বলেছিলা, ওরা ভয়েই মরলো। দ্যাখো হনেস্টি মানুষ পছন্দ করে। আমি সবটা বল্লাম, আজ আমি ভিসা পেয়েছি, কিন্তু ওরা পায় নি।
  • h | 184.79.160.147 | ১৬ মে ২০১৭ ০৬:৫৬366148
  • যে দেশে আর্মি নিয়ে লোকে গদ গদ, প্রেসিডেন্শিয়াল ক্যান্ডিডেট রা হাততালি কুড়োন , 'রিপোর্টিং টু ডিউটি' বলে স্যালুট করে, (জন কেরি র ক্যাম্পেন আশা করি সকলে ভুলে যান নি), সে দেশে ভেটেরান দের ভিক্ষে করতে দেখলে অবাক লাগে। আর ট্যাক্সি চালাতে দেখলে বা শুনলে অবাক না লাগলেও কিছুটা আশ্চর্য্য লাগে, যদিও ট্যাক্সি চালানোতে সংসার হয়তো খারাপ চলে না, ডিগনিটি অফ লেবার এর সমস্যা এদেশে শিল্প বিপ্লবের সময় থেকে নেই, ইন ফ্যাক্ট সেটা এদেশের প্রধান শ্রদ্ধা করার মত মাহাত্ম্য, তবু মনে হয়, বাজে গ্যাস না দিয়ে মানুষ গুলোর আরেকটু দেখাশুনো হতে পারে।আগে বলেছি এক ভেটেরান (বাচ্চা ছেলে যদিও), নেপালি বন্ধুর গল্প বলে আমাকে একটু অবাক করেছিল, তার অল্প পরে যাঁর সঙ্গে আলাপ হয়, তাঁকেও আর ভোলা কঠিন। এরকম কম্প্রিহেন্সিভ আলোচনা খুব বেশি হয় নি।
    আহত হয়েছিলেন, শিড়দাঁড়া য় নানা গ্রোথ হতে শুরু করে। অপারেশন হয়, কিন্তু কাজ হয় নি, সরকারি ভাবে রেফার্ড না হলে বাইরে দেখানো মুশকিল, তার পরে ওপিঅয়েড নেন , পরে সমস্যা ফিরে আসে, এবং যন্ত্রনা নিয়েই ওপিয়ড চিকিৎসা রিফিউজ করেন। পড়াশুনো করেন বিষয় টা সম্পর্কে, এখন অন্য চিকিৎসা করে কিছুটা ভালো আছেন। প্রসঙ্গ ওঠে আমার প্রায় বেঁকে যাওয়া চলাফেরা থেকে প্রশ্ন নিয়ে, সেদিন বাজে অবস্থা ছিল। স্বভাববশত বলে ফেলি, যে, মাঝে মাঝে মনে হয় বার্নি স্যান্ডার্স হেল্থ কেয়ার সম্পর্কে ঠিক ই বলেছিলেন, ওপিয়য়েড সমস্যা , প্রেস্ক্রিপশন ড্রাগের খরচের সমস্যা, দীর্ঘ চিকিৎসার লাভজনক দিকটার দীর্ঘ ছায়া এগুলো নিয়ে স্যান্ডার্স এর ধারণা পরিষ্কার এবং সত্যি বলে মনে হয়। এর পরে যেটা হয় সেটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মাষ্টারমশায়ের ক্লাস। বলেন দেখুন আমার ছোটোবেলা অন্যদেশে যে দেশে ইউনিভার্সাল হেল্থ কেয়ারের ক্লাস। বলেন যে সে দেশে রাষ্ট্রপ্রধান আর আমার পরিবারের এক ই কভারেজ ছিল। আমার চেনাশোনার মধ্যে কারো শুনি নি, শুধু কভারেজ এর সমস্যা থাকার জন্যো কেউ কষ্ট পাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হত, কিন্তু ক্রিটিকাল সমস্যায় না। দেখুন প্রত্যেকটা দেশে একটা রাজনৈতিক মুহুর্ত আসে, যিনি সেই মুহুর্ত টাকে ধরতে পারেন, তাঁকে চেনা যায়। আমার পক্ষে ট্রাম্প্কে ভোট দেওয়া সম্ভব ছিল না, কিন্তু ভেবে দেখুন এক দিক থেকে দেখলে মহিলা দের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আমার দেশ যতটা প্রস্তুত ছিল, স্বাস্থ্য ব্যাবস্থা র সমস্যা সমাধানে তার থেকে বেশি উদগ্রীব ছিল। এখন এই সমস্যা আমাদের ই সমাধান করতে হবে। ট্রাম্প নানা রকম সমস্যা তৈরীর জন্য রাজনৈতিক ভাবে বা ব্যক্তিগত ভাবে সমালোচিত হন কিনা, রাজনইতিক শিক্ষা পান কিনা, তার থেকে ঢের বেশি গুরুত্ত্বপূর্ণ এই বিচিত্র মিলিয়ন মিলিয়ন লোকের স্বাস্থ্য সমস্যা র থেকে বেরোবো কি করে। আমার উত্তর জানা নেই, তবে মানুষ্কে পড়াশুনো করতে হবে, সচেতনতা বাড়াতে ফবে, বুঝতে হবে, পেন কিলার এর থেকে মূল সমস্যা খুঁজে বের করা জরুরী। প্রচন্ড ট্রাফিক জ্যাম ছিল, আমি একবার ও বিরক্ত করি নি, কাজে পৌছে বেশ অসুবিধেয় পড়তে হয়েছে, বেশ কয়েক মিনিট দেরিতে আলোচনা শুরু হওয়াতে, ঈষৎ জবাবদিহি ও করতে হয়েছে। কিন্তু এটা ভুলতে পারছি না। আমি যখন বললাম, এই খানকার রীতি অনুযায়ী, থ্যাংক ইউ ফর দ্য সারভিস, তখন বললেন, আমাদের হিরো হওয়া ছাড়া রাস্তা নেই, সবাই সবাইকে সাহায্য করতে হবে। এবং রাস্তা টা ক্লিয়ারলি যুদ্ধ না। এ মানে ভোলা যাবে না। দাড়ি ও বাদামী চামড়ার জন্য আমাকে মুসলমান ধরে নিয়েই কথা বলছিলেন। সাহস দিতে চাইছিলেন। আমি মুসলমান নই আমার পক্ষে এর সঠিক প্রতির্কিয়া জানা সম্ভব নয়। এটুকু বলতে পারি, আমায় অনেকক্ষন চোখ ধুতে হয়েছে , মিটিং এ ঢোকার আগে। এবং নিজের অ`জ্ণানতা র বিপদ সত্ত্বেও, জীবনে র সবটাই বড়লোক না হলেও সুবিধেভোগী অভিজ্ঞতা হওয়া সত্ত্বেও, প্রোফাউন্ড অভিজ্ঞতার মরীচিকার খোঁজে দামী মুহুর্ত হারাতে হারাতে কি বোর্ডে আশ্রয় নেওয়াটাই মোটামুটি উপায় মাত্র। চেনা মানুষের কথা লিখতে পারিনি।অচেনা মানুষের কথা লিখতে পারার প্রশ্ন ওঠে না। নিজেকে বিষয় করাও সম্ভব না, তাই এইসব নেকুপুশু চলবে খানিকটা। কারণ সিনিকাল রাজনৈতিক শক্তির কাছে হেরে গেলেও,তাকে কি বোর্ড দেওয়া যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন