এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেকু এক্সপ্রেস

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬২৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আলফা | 7845.29.121212.207 | ১১ আগস্ট ২০১৮ ২২:৪৭369420
  • মোদি বলেছিলেন, দোনো হরি হ্যায় লেকিন এক বিকে (sold) হুয়ে হ্যায়।
  • সিকি | ১৯ আগস্ট ২০১৮ ২০:৫৮369422
  • আর রিজার্ভ ব্যাঙ্কের নতুং ডিরেক্টর কী বলেছেন?
  • pi | 7845.29.126712.219 | ১৯ আগস্ট ২০১৮ ২১:৪১369423
  • মানে, সত্যি। এত উচ্চপদে উচ্চ্শিক্ষিত লোকের মুখে এইসব কথা শুনলে জাস্ট কী বলব ভেবে পাওয়া যায়না।
  • | 453412.159.896712.72 | ২৮ আগস্ট ২০১৮ ১৮:১৩369424
  • তোলা থাক।
  • | ২৮ আগস্ট ২০১৮ ২১:৫৫369425
  • রাফালে কেলেঙ্কারীর খবর করেছিলেন যে সাংবাদিক তাঁকে গ্রেপ্তার করেছে।
  • | 453412.159.896712.72 | ২৯ আগস্ট ২০১৮ ১৪:৩৫369426
  • পেরেছে রে উর্জিত শেষ পর্যন্ত সব টাকা গুণে শেষ করতে পেরেছে।
    এই সাথেই খেয়াল রাখতে হবে অমিতশা আর তার ছেলে জড়িত এমন সব কো-অপারেটিভ ব্যাঙ্কে রিমার্কেবলি হাই অ্যামাউন্টে টাকা জমা পড়েছে।

    https://www.ndtv.com/india-news/99-3-per-cent-of-demonetised-currency-
    returned-to-banks-reserve-bank-of-india-1907921?type=news&id=1907921&c
    ategory=india-news
  • | 453412.159.896712.72 | ৩০ আগস্ট ২০১৮ ১০:১০369428
  • ওয়াশিংটনপোস্টের হেডলাইনটাই দেখার মত।

    India replaced its currency to wipe out illegal money stashes. Now the central bank says it didn’t work.

    https://www.washingtonpost.com/world/2018/08/29/india-replaced-its-cur
    rency-wipe-out-illegal-money-stashes-now-central-bank-says-it-didnt-wo
    rk/?noredirect=on&utm_term=.794288d4501d
  • S | 2390012.156.561223.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৮369432
  • শ্যাষে মাল্যও অরুন জেটলির লেজ কেটে দিলো?
  • amit | 340123.0.34.2 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৩369433
  • কালকে একটা ইউটুবে ভিডিও দেখছিলাম জী টিভি তে রোহিত সারদানা আরবান নক্সাল ইসু নিয়ে সম্বিৎ পাত্র কে উত্তাল ঝাড়ছে। পুরোটাই কি একটা সাজানো সেট উপ নাকি হাওয়া মোরগ রা আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে কে জানে।
  • sei | 456712.100.5623.49 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৪369434
  • মিডিয়াকে হাত করে সমাজে নোংরা বিষ ঢালা ছাড়া মুদি সরকার আর কিছুই করছে না। কি করতে হবে জানেও না। শেখার ইচ্ছেও নেই।নিউস ১৮ চ্যানেলে আমিষ দেবগান বলে এক উপস্থাপক আছে। বিজেপি বিরোধী বক্তাদের শুধু মারতে বাকি রাখে।অর্ণবের থেকেও এক কাঠি সরেস চামচ।
  • sm | 7845.15.564523.46 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৫369435
  • আবার সেই নামে,নেংটিটা!
  • sei | 456712.100.5623.50 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৩369436
  • হনোলুলুর মাকুদা নাদি বিতরণ করতে এসে পড়েছেন।
  • sm | 7845.15.782323.202 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৭369437
  • আজকে তো নেংটির প্যান্ডেলে থাকার কথা!
  • amit | 9003412.130.010123.204 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৭369438
  • একটা অদ্ভুত পোস্ট ট্রুথ নিউস স্পিরাল এ ঢুকে যাচ্ছি সবাই। ক্যাপটিভ নিউস anchor , ক্যাপটিভ অডিয়েন্স, সিলেক্টিভ প্রশ্নোত্তর, আর বিজেপির কিছু স্পোকেসপার্সন যারা চড়া গলায় চেচাতে পারে, আর কিছু না পারুক। বিশেষ করে দিল্লী বেসড ষ্টুডিও গুলোতে। বেশ কটা ভিডিও দেখলুম যেখানে বিজেপির মাল গুলো পুরো প্রশ্ন ডাইভার্ট করে যাচ্ছে আর পাঁচে পড়লেই হয় "বন্দে মাতরম " বলে চিৎকার অথবা "আব জনতা তায়ের করেগি" বলে পান্ডেমনিয়াম। 2019 এ বিরোধী দের কাজ সোজা হবে না নর্থ বেল্ট এ। দর্শকের হাততালি পুরো টেনে নিয়ে হচ্ছে জাস্ট গলার জোরে ভাট বকে। পয়সা ছড়িয়ে সবকটা নিউস চ্যানেল কিনে ফেলেছে। they 're trying their best to show ইট'স অনলি বিজেপি vs ফ্র্যাকচারড others ।

    সাউথ এর দিকে এতটা পারছে না, ওদিকে সেরকম ভালো স্পোকেসপার্সন নেই আর ওখানে এই ছিল চিৎকার লোকে অতটা খায় না। দেখলুম বেশ কটা ভিডিও তে ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে প্রকাশ রাজ আর খুসবু উত্তাল ঝাড়ছে ভারী গলায় আর বিজেপির মালগুলো মেও মেও করে উত্তর দিচ্ছে। স্পেসিয়াললি কর্নাটকে এখন বিরোধীরা কনফিডেন্স পেয়ে গেছে। কেরালাতে, অন্ধ্র বা তেলেঙ্গানাতেও দাঁত ফোটাতে পারবে না। কিন্তু ওই শালার কেউ বেল্ট। উপ-তে এক যদি মায়াবতী ঠেকাতে পারে।

    জানিনা কি হবে, কিন্তু বড়ো ইচ্ছে মোদী সরকার যাক। পব তে মমতা যতই বাজে হোক, পব কে জাহান্নমে নিয়ে যাক, কিন্তু কিন্তু এই মোদী আরো ৫ বছর থাকলে কি হবে ভাবতে পাচ্ছিনা। দেশজোড়া দাঙ্গার থেকে মনে হয় দরকার নেই আর ডেভেলপমেন্ট, লোকে কোনোমতে খেয়ে পরে বাঁচুক। ঢের হয়েছে যাচ্ছে দিন।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৮369439
  • ধ্যাত্তেরি!!
  • S | 90067.146.9004512.46 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩১369441
  • আগেরবার উত্তর ভারতে বিজেপি যে রেজাল্ট করেছিলো সেটা এবারে রিপিট করা অসম্ভব। বেশ কিছু রাজ্যে সবকটি সীট বা দুয়েকটা ছাড়া সবকটা সীট পেয়েছিলো। সেই রাজ্যগুলোতে সীট কমবেই। উত্তর প্রদেশে পিসিভাইপো মিলে আটকে দিলে মন্দ হয়্না। এই কারণেই অখিলেশকে পছন্দ হয়। ছেলেটা জানে কখন কি করতে হয়; কখন ইগো সরিয়ে রাখতে হয়।

    তবে পব, উড়িষ্যা, আসাম, নর্থ ইস্ট, হয়তো কর্ণাটকে আর মহারাষ্ট্রেও কিছু সীট বাড়বে। কিন্তু সেই দিয়ে কি মোদির নিরন্কুষ গরিষ্ঠতার সরকার হবে? সেক্ষেত্রে অবশ্যি চীটফান্ড দিদি ৩০+ সীট নিয়ে বড় শরিক হয়ে সমর্থন দিয়ে দিতে পারেন।
  • sm | 7845.15.891223.109 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৪369442
  • বিজেপির আসন সংখ্যা ১১০-১২০কমতে পারে।
    ইউপি, মধ্য প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র,গুজরাট, মিলিয়ে প্রায় ৯০ টা আসন কম পেতে পারে আর দ ভারতে ২০ টা মত কমবে,
    সারা ভারত মিলিয়ে আর ও গোটা দশেক কমবে।
    তৃণমূল প্রায় চল্লিশ টা আসন পাবে।
    বামেরা মেরে কেটে গোটা ছয়েক এর বেশি পাবে না।
    তবে, ইলেকশনের আগে কিছু জন হিত কর প্রকল্প বিজেপির আসন সংখ্যা বাড়িয়ে দিতে পারে। কারণ কংগ্রেস একটি সমান দুর্নীতি গ্রস্ত দুর্বল অপোজিশন।
  • S | 2390012.156.561223.1 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৫369443
  • গতবারের থেকে সীট ১২০ টা কমলে বিজেপি সরকার তৈরী করতে পারবেনা। এক যদি না দিদি সমর্থন দেয়। আর এই ১২০ টা সীটের একটা বড় অংশ যাবে কঙ্গের ঘরে। তখন কিন্তু বিজেপি আর কঙ্গের সীটের পার্থক্য অনেকটাই কমে আসবে।
  • sm | 2345.110.9004512.244 | ১৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৪369444
  • বিজেপি কে দিদির সাপোর্ট সম্ভব নয়।কারণ দিদির ভোট ব্যাংকের বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়। যারা সিপিএম তথা বামেদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। সুতরাং...
    দুই,পব এর কথা যদি ধরি, বামেরা প্রাসঙ্গিকতা হারিয়েছে।বিজেপির ছত্র ছায়ায় আশ্রয় নিয়ে,পরম শান্তিতে আশ্রমের ঘাস খাচ্ছে।
    এখন পব তে, তিনো দের বিকল্প বিজেপি ছাড়া কেউ নেই। কংগ্রেস ও বিলীয়মান।মুর্শিদাবাদ , মালদা পর্যন্ত হাত ছাড়া হবে।
    এখন ভেবে ভেবে দেখুন, বিজেপি আর তিনো দের মধ্যে কাকে ভোট দেবেন।
    অবিশ্যি, কল্লোল বাবুর মতন নোটা নামক একটি খেলনা অপশন আছে।
  • S | 2390012.156.561223.1 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৩369445
  • "তিনো দের বিকল্প বিজেপি ছাড়া কেউ নেই।"

    কেন? বিজেপি কত শতাংশ ভোট পাচ্ছে? বাম+কঙ্গ কত শতাংশ ভোট পেয়েছে?
  • amit | 340123.0.34.2 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫৮369446
  • চিট ফান্ড দিদির ওপর এতো ভরসা ? সমর্থন দেবেনা ? ক্ল্যাক এন্ড দাগার হলেই ব্যাস, ওদিকে একটু মন্ত্রিত্বের মোয়া আর এদিকে কয়েকটা রাঘব বোয়াল কে সিবিআই এর জূজূ দেখলেই সুরসুর করে গিয়ে মোদির পায়ে পড়ে যাবে।

    যখন ২০০২ গুজরাট দাঙ্গা হচ্ছিলো তখন কেও দিদির একটাও স্টেটমেন্ট শুনেছিলেন ? তখন তো তিনি রেল মন্ত্রী হয়ে বাজপেয়ী কে মালপোয়া খাওয়াতে ব্যস্ত ।
  • S | 90067.146.9004512.46 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৫369447
  • পবে মাইনরিটি ভোট দিদির বাক্সে এখনো পড়ছে এই কারণেই। কারণ তারা জানেন যে দিদি গদিচ্যুত হলেই বিজেপির সাথে হাত মেলাবেন। কঙ্গ আর বাম সব গেলেও হাত মেলাবে না কোনোদিনও। কিন্তু দিদি যদি সিংহাসনে থাকেন তাহলে বিজেপির থেকে (হয়তো) একটা দুরত্ব বজায় রাখবেন।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৫369448
  • সংখ্যালঘু জনতা বোকা নয়। তারা বিলক্ষণ জানে, তিনো মূল ভোটের রেজাল্ট যাই থাকুক, বিজেপির সঙ্গ দেবে না।কারণ তাহলে ফিরে আসার পথ বন্ধ।
    যেটা সিপিএম তথা বামেদের পরিণতি হয়েছে।
    লোকসভা ভোট ডিফারেন্ট বল গেম।
    এখানে বিজেপি কে হারানোর একটাই পথ ওয়ান ইস্টু ওয়ান লড়াই।
    ভারতে রাজনৈতিক দল গুলো এখন বেশ কিছুটা ম্যাচিউর হয়েছে।
    তারা অন্তত দর কষাকষির সময় এক্সট্রিম স্টেপ নেবেনা।
    মায়াবতী,অখিলেশ দুজনেই জানে ওয়ান ইস্টু ওয়ান না হলে, দুজনের আসন ওয়ান ফিগারে নেমে যাবে।

    আর পবতে কংগ্রেস ও সিপিএম দুজন মিলেও বিজেপির চেয়ে কম ভোট পাবে।
    এর কারণ; প্রথমত প্রথম বার জোট হয়েছিল,অধীর, অবপ,মান্নান,ও সিপিএম এর কিছু বড় নেতার জন্য।
    এঁরা, নিজেরাও কিছুটা কনফিডেন্স হারিয়েছে।
    দুই, নিচুতলার বাম কর্মীরা দলে দলে বিজেপি তে যোগ দিয়েছে ও দিচ্ছে।
    এই ভাঙন রুখবার মত কোন বলিষ্ঠ বাম নেতা নেই।
    তিন, কংগ্রেস এর গড় ও সংখ্যালঘু ভোট ব্যাংক এর পজিশন দুর্বল।
    ডালু বাবু, মৌসোম নূর-এরা এখন তিনো দের দিকে সফ্ট হয়ে পড়েছে।
    যেকোন দিন যোগ দিতে পারে।
    চার, রাহুল নিজের ভবিষ্যত্ রক্ষার জন্য দিদি কে চটাবেনা।
    কারণ যদি কংগ্রেস ভাল ফল করে সেক্ষেত্রে সরকার গঠনের জন্য দিদির সাপোর্ট লাগবেই।
    শুধু মধু পবতে, তিনো মূল কে চটিয়ে লাভ কি?
    তবে সব অঙ্ক পাল্টে দেবে অমিত -মোদীর জুটি।
    পুজোর পর থেকেই তেলের দাম লাগাতার কমতে পারে।
    ভোজবাজির মত বেশ কিছু প্রকল্প আসবে।
    বাজপেয়ির মত নরম পন্থী প্রচার চলবে।এইসব আর কি!
    বড় জমবে খেলা, এবারে।
  • PM | 018912.210.012323.15 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৮369449
  • জলে কুমির ডাঙায় বাঘ।।।এই হোলো পরিস্থিতি।।। কারুর হাত থেকেই মুক্তির আসু সম্ভবনা নেই--- এই ভবেই বাঁচা প্র্যাক্টিস করতে হবে
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৯369450
  • হাঙ্গর বামেদের চেয়ে ঢের ভালো অপশন।
  • S | 90067.146.9004512.46 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৪369452
  • হাঙ্গর কি চীট ফান্ডের টাকা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন