এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেকু এক্সপ্রেস

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬২৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৯369453
  • এই এক চিট ফান্ড চিট ফান্ড করে ঘ্যান ঘ্যানানি বাজারে চলছে।
    চার বছর এর বেশি তদন্ত চলছে। কিছু অগ্রগতি?
    এই যে টু জি, কোল কেলেঙ্কারির লাখ লাখ কোটি টাকার ঘাপলা, কোন অগ্রগতি?
    তা, তখন তো কংগ্রেস পাওয়ারে ছিল। তার সঙ্গে জোট করার পক্ষে সওয়াল কেন?
    বিজেপির কোন বড় আর্থিক কেলেঙ্কারি মিডিয়ায় আসেনি।
    তাহলে কি বিজেপি কে সাপোর্ট করতে বলছেন?
  • S | 90067.146.9004512.46 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৯369454
  • নোটবদল দুনিয়ার সর্বকালের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি। এতো বিশাল পরিমাণ কালো টাকা মোদি সরকার সাদা করে দিয়েছে।

    এতো বড় আর্থিক কেলেঙ্কারি ছাড়া আর কি কি কেলেঙ্কারি হয়েছে তার একটা লিস্টের জন্যই তো এই টইটা খোলা হয়েছে।
  • amit | 340123.0.34.2 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৭369455
  • রিলায়েন্স ইউনিভার্সিটি স্ক্যাম।
    ব্যাপম স্ক্যাম
    রাফালে নিয়ে কোনো পরিষ্কার উত্তর নেই, শুদু গোল গোল ঘোরানো
    Nirav মোদির পালানো
    চোকসি বিদেশের নাগরিক বনে যাওয়া সময় মতো
    অমিত শাহ এর ছেলের কোম্পানি
    বাবা রামদেব

    আরো মনে পড়বে একটু ভাবলে। এতো শুদু টিপ্ অফ ইসবের্গ
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৯369456
  • তাহলে কি দেখা গেল।
    কংগ্রেস, বিজেপি, তিনো,সবার পেছনেই কেলেঙ্কারির ছাপ।
    একমাত্র প্রয়াগের জলে হাত ধোয়া পার্টি হচ্ছে বাম ফ্রন্ট।
    ভালো,তা,তাদের তো জনগন প্রত্যাখ্যান করেছে।
    কি করা যায় দেখুন।
  • S | 90067.146.9004512.46 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫০369457
  • নো ওয়ান্ডার দেশটার এই অবস্থা।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:৫৭369458
  • নো ওয়ান্ডার, ট্রাম্পের দেশের থেকে ভালো আছে।
  • Amit | 012312.22.346712.73 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:২২369459
  • S , আপনি লিখুন যা মনে আসে । রিএক্ট করে লাভ নেই । বুজতেই পারছেন কার কথা বলছি । ইগ্নোরেন পাতি ।
    বিজেপির মেজর বিপদ আদৌ আর্থিক কেলেঙ্কারি নয়। এই চার বছর পাবলিক জাস্ট এদের কোথায় নেচে যাচ্ছে। একদিকে কেও বলছে বাদর থেকে মানুষ আসেনি , অন্যদিকে কেও বলছে মহাভারতে ইন্টারনেট ছিল , অন্যদিকে কেও বলছে মুসলিমদের মেরে তাড়াও, এ সব ভাইরাল হয়ে যাচ্ছে । আমরা সেগুলো নিয়ে খিল্লি করছি , মজা পাচ্ছি , হোয়াটস্যাপ ফেবু ভরে যাচ্ছে মিমে। কেও প্রশ্ন করার টাইম পাচ্ছে না চাকরি কোথায় ? কেন এডুকেশন বাজেট cut হচ্ছে ? জনু কোনো ইস্সুই না , কিন্তু ওটা নিয়ে সমানে দেশদ্রোহী বলে হল্লা চলছে । সব আমাদেরকে সার্কাস দেখতে ব্যস্ত রাখা । এদেরকে প্রশ্ন করলেই দেশদ্রোহী। সিনেমা hall এ জাতীয় সঙ্গীত , ইটা একটা ইসু ?
    পুরো ক্লাসিক nazi হিস্ট্রি repeat হচ্ছে আমাদের সামনে। 1920 theke ৩০ ei পিরিয়ড তার হিস্ট্রি পড়লে অদ্ভুত সিমিলারিটি dekha যাচ্ছে।

    Arun shourie র ekta interview দেখলুম। 2019 : is the last chance for Indian democracy।
  • S | 90067.146.9004512.46 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩০369460
  • এরপরে কি কি হতে পারে সেটার একটা আন্দাজ করা যেতেই পারে। এমন একটা সাজানো ঘটনা ঘটবে যাতে হঠাত দেশপ্রেম উথলে উঠবে আর বিরোধিদের দেশোদ্রোহি তকমা দেওয়া হয়ে যাবে। দুসপ্তাহ আগেই কয়েকজনকে জেলে ভরা হলো এই এক বদমায়েশি করে। আরো আসছে। দেশ তো শুধু ট্রেইলার দেখেছে এখনো অবধি।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:০২369461
  • আমার মনে হয় ভালোই হচ্ছে। দেশের জনতার কাছে কার কি চরিত্র পরিষ্কার হচ্ছে।
    বাজপেইয়ীর বিজেপি আর মোদীর বিজেপির পার্থক্য চোখে পড়ছে।
    কংগ্রেস আমলে মূল্যবৃদ্ধি আর স্ক্যামের আঁচ ও চোখে পড়েছে।
    অখিলেশ, মায়াবতী কেমন নেতা জানতে পেরেছে।
    কেজরিয়ালকে ও অজানা নয়।
    বামেদের শূন্যগর্ভ ভাষণ কতটা উচ্চকিত হতে পারে দেখেছে।কংগ্রেস এর লেজুড় বৃত্তি ও চোখে পড়েছে।
    তিনো মুলের লড়াই দেখেছে, দলীয় খেওখেই ও দেখছে।
    এসব দেখে শুনেই ভোট দেবে।
  • PT | 340123.110.234523.24 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৩369000
  • ভোটকেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারলে তবে না!!
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৭369001
  • তাহলে অনলাইন এ ভোট দেবার জন্য কমিশনের কাছে আবেদন করুন।
    গত পঞ্চায়েত ইলেকশনে তো হোয়াটস এপ এ নমিনেশন পাঠানো হয়েছে।
    তারপর কোর্ট কি বললো, জানে শ্যামলাল!
  • PT | 340123.110.234523.24 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৫369002
  • পঞ্চায়েত ভোটে অনেক মুলো সমর্থকেরাও ভোট দিতে পারেনি। সেটা যদি কারো কাছে আনন্দের বিষয় হয় তাহলে তাদের গণতন্ত্র সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার যোগ্যতা নেই।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৮369003
  • কোর্ট কি সব যেন বলেছে।সেটা জানালেই তো হয়।
    আমার যোগ্যতা নিয়ে না মাথা ঘামালেও চলবেক।
  • amit | 9003412.130.010123.204 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪০369004
  • S আর PT দা কে,

    সেটাই এখনো পাবলিক বুঝতে পারছে না। যখন বুঝবে, আর কিছু করার থাকবে না। নাজিদের কে আটকানোর বহু সুযোগ ছিল, সেগুলো যখন একের পর এক নষ্ট হলো, তারপর ঝাড়ে বংশে শেষ হওয়া ছাড়া আর কিছু করার ছিল না। সেই এক জিনিস আবার রিপিট হতে চলেছে হয়ত।

    একটা বড়ো কিছু হবেই ২০১৯ এর আগে, মাস হিস্টিরিয়া ছড়ানোর জন্য, কি হতে পারে সেটাই ভাবছি। তবে সবার আগে বামেদের টার্গেট করবে এরা। বাকি বেশির ভাগ এর সাথে এদের ইডিওলজিক্যাল ডিফারেন্স সামান্য। সত্যি বলতে ইডিওলজি বলে কিছু নেইও।
  • sei | 456712.100.5623.49 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৪369005
  • দেশব্যাপী দাঙ্গা লাগানোর চেষ্টা হবে এবং হয়তো বা পকিস্তানের সাথে একটা ছোট করে যুদ্ধ যুদ্ধ খেলা।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৭369006
  • মাকুরা ,আবার গণতকার হলো কবে থেকে!
  • amit | 9003412.130.010123.204 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫২369007
  • এই যবে থেকে বৃদ্ধ বীচির পতনের সমস্যা শুরু হলো আর সেই হতাশা গুরুর পাতায় উপচে পড়লো, তবে থেকে।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩369008
  • ব্যাস, নর্দমার লক গেট খুলে গেলো। কতক্ষন আর মুখোশ না খুলে থাকা যায়!
  • amit | 9003412.130.010123.204 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১০369009
  • আহা, রেগে যাচ্ছেন কেন ? আপনার সমস্যাটা সারলেই তো ভালো। আমরা সবাই খুশি হবো। মিড্ লাইফ ক্রাইসিস এ এ রকম হয়েই থাকে, আপনি তো জানেন ই । তখন লোকে অন্তর্নাদে নিজের ধাক্কা লাগা ইগো স্যাটিসফাই করে বেড়ায়। সেরে গেলে লেখার কোয়ালিটি ও বাড়বে।

    হতাশ হবেন না, তুলে ধরুন , শক্ত করুন।

    আবার এর মধ্যে অশ্লীল কিছু খুজবেন না। চোখ তোলার আর মন শক্ত করার কথা বলছি।
  • S | 90067.146.9004512.46 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৫369011
  • এসব কথা কোনও পক্ষ থেকেই শুনতে ভালো লাগেনা।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৭369012
  • কে অশ্লীলতা খুঁজতে চাইছে ভাইটি। যা খুশি তাই বলো।
    নর্দমার লকগেট খুললে পঁচা পাঁক তো বেরোবেই।
    মাকু দের চরিত্র আরো স্পষ্ট হবে।
    কলেজ লাইফ থেকে দেখছি ওপরের কোটিং টা সরলেই পাঁক বার হয়।
    ওটা, জনগন বুঝেছে বলেই কষিয়ে পদাঘাত করেছে।
    এখন গুটি গুটি লেজ নাড়লে আর বিড়াল তপস্বী গিরি করলে,চলবে?
  • amit | 9003412.130.010123.204 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২১369013
  • দেখো সাহায্য করতে চাইলেও লোকে ভুল বোঝে। তাহলে আর কি করা, এই হতাশার ওভারফ্লো চলুক। কেও যদি নিজের সমস্যা সারাতে না চায়।
  • PT | 340123.110.234523.18 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৬369014
  • কারো বুঝতে অসুবিধে হয়ে থাকলে রিপিট করলামঃ

    পঞ্চায়েত ভোটে অনেক মুলো সমর্থকেরাও ভোট দিতে পারেনি। সেটা যদি কারো কাছে আনন্দের বিষয় হয় তাহলে তাদের গণতন্ত্র সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার যোগ্যতা নেই।
  • sm | 2345.110.674512.174 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৮369015
  • আরে এখানে কাঁদুনি গেয়ে কি হবে?কমিশন আছে, কোর্ট আছে।
    বাম জমানাতেও প্রচুর লোক ভোট দিতে পারতো না। বহু বুথে বিরোধীরা শূন্য পেতো। অজস্র গপ্পো আছে। পুরনো পেপার খুঁজলেই পাবেন।
  • sei | 456712.100.5623.50 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৫369016
  • খুব সুন্দর কল্পনাশক্তি।
  • PT | 561212.187.6756.92 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:০২369017
  • যাক জেনে আনন্দিত হলাম যে মুলো আর মুলোর ধামাধারীরা বামেদের পদাঙ্কই অনুসরণ করে চলেছে।
    সেতো সেই কব্বে থেকেই বলে যাচ্ছি যে পব-র পরিবর্তন আসলে একটি বৃহৎ ঢপমাত্র!!

    এই যেমন ব্রিজ রক্ষণাবেক্ষণের ঢপ। ধরা পরে গিয়েছে- তবুও কি লজ্জা আছে?
    "২০১৬ সাল থেকেই ৫৪ বছরের পুরনো ওই সেতুর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব ছিল। তার দায় অবশ্যই বর্তায় রাজ্য সরকারের পূর্ত দফতরের উপর। ...পূর্ত দফতরের আধিকারিকরা আগেই রিপোর্ট পেয়েছিলেন ওই সেতুর বিভিন্ন সমস্যা নিয়ে। .....তখন তা হলে তাঁরা ব্যবস্থা নিলেন না কেন?"
    রাজ্যের প্রধান কার কাছে উত্তর চাইছেন? পূর্ত দপ্তরও তো এই রাজ্য সরকারের অধীনেই?
  • sm | 7845.15.1290012.179 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৬369018
  • আজ পর্যন্ত কোন সরকার দেখি নি সমস্যা ছাড়া প্রশাসন চালিয়েছে।
    সমস্যা থাকবেই, সমাধান কতোটা করতে পারলো--তার ওপর ই দক্ষতা নির্ভর করে।
    কয়েক দিন টিভি দেখুন না বরং, মালিয়া আর আর্থিক দুর্নীতি নিয়ে কংগ্রেস আর বিজেপি কেমন কাদা ছোড়াছুড়ি চালিয়ে যাবে।
    আপনি ও আপনার দল কার সঙ্গে থাকবে, ভাবুন।
  • PT | 561212.187.6756.92 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৬369019
  • সমস্যার সমাধান করা আর ক্রমাগত ঢপ দেওয়ার মধ্যে বিস্তর ফারাক আছে। সেজন্যেই ২০১৬ সালের থেকে ব্রীজ রক্ষণাবেক্ষণ করার কাজ করা যায়নি। কেননা এ রাজ্যে শাড়ীর পাড়ের ডিসাইন থেকে ব্রিজের উন্নয়ন তো একজনের অঙ্গুলিহেলনেই হয়ে থাকে।
  • sm | 7845.15.343423.29 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫০369020
  • ওটা আপনার ভুল ধারণা।পব ব্রিজ গুলোর অবস্থা খারাপ।
    রক্ষণাবেক্ষণ প্রপারলি হয়নি এটাও ঠিক।
    ভুল থেকে শিক্ষা নিয়ে কতটা শুধরায় সেটাই দেখার বিষয়।
    বাম আমলে যেমন ফি বছর বন্যা হতো।
    বর্তমান সরকারের আমলে, খাল গুলোর ভাল সংস্কার হয়েছে।বন্যার প্রকোপ কমেছে।
    পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে নরম গরম আলোচনা চালিয়ে জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে করা গেছে, প্রায়োর নোটিশ
    অনেকটা রেগুলারাইজ করা গেছে, এই সব আর কি!
    এক্ষেত্রে বামেরা কিছুটা আন প্রফেশনাল ছিল।
    সেচ দপ্তর শরিক দলের অান্ডারে ছিল, এটাও একটা কারণ।
  • PT | 561212.187.6756.92 | ১৪ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪369022
  • বাম আমলেই প্রথম ময়নাতে বন্যা হওয়া বন্ধ হয়। ময়না কোথায় আর কেন সেটা জানা জরুরী সেটা হোম-ওয়ার্ক দিলাম।
    বন্যা হলে আগে ঢাকুরিয়া স্টেশন শরনার্থী মানুষে ভরে যেত। বামেরা ক্ষমতায় আসার ৩/৪ বছরের মধ্যে তা কমে আসে ও পরে বন্ধ হয়ে যায়।
    রাজনৈতিক অব্স্থান যাই হোক ইতিহাস জানাটা খুব জরুরী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন