এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কিঙ্কর চাক্ষিক | ২৬ নভেম্বর ২০১৭ ০১:০৪369969
  • ত্রিপুরায় প্রতিটি ভোটের আগে উগ্রপন্থী দলগুলোকে ব্যবহার করে ভো্টের ময়দানে বাম বি্রোধী হাওয়া তোলার চেষ্টা করা নতুন কোন ঘটনা নয় । ১৯৮০ এর দাঙ্গার মুল নায়ক বিজয় রাংখলকে সামনে রেখে বা তার উগ্রবাদী সংগঠন টি এন ভি কে দিয়ে নির্বিবাদে হত্যা লীলা চালিয়ে , ১৯৮৮ এর ভোটের মাত্র সপ্তাহ খানেক আগে সারা রাজ্যে প্রায় একশর মত খুন , বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে যে চক্রান্ত করা হয়েছিল সেটাই সফল হয় ১৯৮৮ এর কংগ্রেস ত্রিপুরা উপজাতি যুব সমিতি জোট সরকার গঠনের মধ্য দিয়ে । এই পুরো ঘটনায় , পি চিদাম্বরম , রাজীব গান্ধীর বিশেষ এজেন্ট হিসেবে রাজ্যে উপস্থিত থেকে এই ঘটনা ঘটতে সাহায্য করেছিলেন । আর জোট সরকার গঠিত হবার কয়েকদিনের মধ্যেই রাজীব গান্ধী বিজয় রাংখলকে ডেকে নিয়ে গিয়ে দিল্লিতে তথাকথিত শান্তি চুক্তি করলেন । শান্তি চুক্তির আনন্দে বিজয় রাংখলেরছ টি এন ভি ১৯৮৮ এর অক্টোবরের বার তারিখ বিরচন্দ্র মনুতে বাম সমর্থকদের ওপর নির্বিচারে হত্যা লীলা চালাল । যদিও তথাকথিত শান্তি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে । পুরো জোট সরকারের আমলে দুজন মুখ্য মন্ত্রীকে দেখেছে রাজ্যবাসী । শিলচরের কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেব রাজ্যে আমদানি করলেন সন্ত্রাসের নতুন ধারনা । ১৯৮৯ এর লোকসভা নির্বাচনে রাজ্য বাসী দেখল ভোটের রিগিং কিভাবে হতে পারে । ভোটের দিনই পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন ক্ষেত্রের বাম প্রার্থী , তথা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রার্থীত্মান প্রত্যাহার করে নিলেন । অরাজকতা , বাম কর্মীদের ওপর আক্রমন , প্রতিদিনের ঘটনা হয়ে গিয়েছিল । ত্রিপুরার ইতিহাসের কালো অধ্যায় । একইরকম ফর্মুলায় আবারো ত্রিপুরার পরিস্থিতিকে নোংরা করার প্র্য়াস শুরু হয়েছে । বি জে পি সরাসরি মদত দিচ্ছে উগ্রপন্থী দল থেকে রাজনৈতিক দলে পরিবর্তিত হওয়া আই পি এফ টি কে । এরই মাঝে ত্রিপুরা টাইগার ফোরসের নেতা রঞ্জিত দেব্বরমার গ্রেপ্তার হওয়া নিয়ে যখন চক্রান্তকারীরা কিছুটা ব্যাকফুটে তখনই নিত্য নতুন পদ্ধতি অনুসরন করে রাজ্যে অশান্তি জারির চেষ্টা চলছে । এই অপহরণের পদ্ধতি বিক্ষিপ্ত একটি ঘটনা ভাবার কোন কারন নেই । টাইগার ফোর্সের নেতা জেলে। পুরনো ইনসার্জেন্সিকে রিভাইভ করতে হলে সাধারণত অপহরণ দিয়েই শুরু করার চেষ্টা করা হয় । একটা আলাদা চাপ মানসিক ভাবে সরকারের ওপর দেওয়া সম্ভব । পাশাপাশি টাইগার ফোর্সের নেতা রণজিৎ দেববর্মা চাইছে ওর যে এখনো প্রভাব আছে সেটা প্রমান করতে। এরকম ঘটনা ঘটিয়ে সরকারের ওপর নির্বাচনের আগে মানসিক চাপ সৃষ্টি করার প্রয়াস । আরো কিছু এরকম ঘটনা ঘটিয়ে বি জে পি থেকে কাজের দায়িত্ব নিয়ে নেওয়া । বেশ কিছু ফান্ড চলে এল । ভেতরে খুন খারাপি শুরু করে দিল । যেরকম প্ল্যান হয়েছিল ১৯৮৮ এ ।বি জে পি এর ন্যাশনাল নেতৃত্বের রাজ্যে আসা , এরকম ঘটনা ঘটে যাওয়া সম্পর্ক উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
  • দীপঙ্কর | 127.227.75.0 | ২৬ নভেম্বর ২০১৭ ০২:৩৫370080
  • কী করে ছবি দেয়া যাবে এখানে ? বিজেপি এবং আইপিএফটি'র মধ্যে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি স্টেটমেন্টের কপি দেব।
  • কনক রঞ্জন নাহা | 57.29.212.138 | ২৬ নভেম্বর ২০১৭ ০৪:১৬370191
  • সঠিক তথ্য দেয়া হয়েছে। বিশেষতঃ একটা কথা বলতে হয় -যে লবকুশেরা জোট জমানা আনার আগে ষড়যন্ত্রে লিপ্ত ছিল , তাদের একটা অংশ ও উত্তরাধিকারীরা কংগ্রেস ছেড়ে ভায়া তৃণমূল হয়ে সাম্প্রতিককালে বিজেপিতে যোগদান করে পূর্বতন নীলনক্সার কিছুটা রূপান্তর করে পুনরাবৃত্তি করতে চাইছে নতুন মডেলের আরো কিছু লবকুশকে সঙ্গী করে।
  • Rabaahuta | 233.237.245.158 | ২৬ নভেম্বর ২০১৭ ০৯:১২370204
  • https://postimages.org/ এ ছবিটা আপলিড করতে পারেন, ওখানে ছবির লিংক কপি করার অপশন পাওয়া যাবে। সেখান থেকে ডাইরেক্ট লিংক পাওয়া যাবে, যেখানে লিংকের শেষে jpg/ jpeg আছে। সেটা এখানে পেস্ট করে দিন। গুরুচণ্ডা৯ লেআউট থেকে লিখলে কৌণিক বন্ধনীর ভেতর লিখতে হবে না হলে ইংরেজী হরফ বাংলা হয়ে যাবে।
  • Dipankar | 127.227.96.214 | ২৬ নভেম্বর ২০১৭ ১৮:১৬370226
  • সাগ্নিক | 134.123.56.7 | ২৮ নভেম্বর ২০১৭ ১২:০২370237
  • আমার বয়সী ছেলে মেয়েরা যারা ১৯৯১ সালের লোকসভা নির্বাচনের সাক্ষী, তারা এখনো আগুনের লেলিহান শিখা আর নিরপরাধ মানুষের কান্না শুনতে পায়। রাজীব গান্ধীর হত্যার সাথে ঐ নিরপরাধ মানুষ গুলোর কি সম্পর্ক ছিল তার উত্তর অনেক বছর অজানা ছিল আমার। এখন বাড়িতে গেলে ঐ কাকুদের দেখতে পাই, যারা ঐ দিন রেশন দুকানের দরজা খুলে কেরোসিনের ড্রাম নিয়ে বাধারঘাট স্টেডিয়ামের পাশের কলোনিতে তাণ্ডব করেছিল। অনেক বছর পর বুঝতে পেরেছিলাম যে ঐ লোক গুলোর একটাই অপরাধ ছিল; ওরা সবাই শ্রমজীবী, দিন আনা দিন খাউয়া লোক, আর বেশিরভাগই হাপানিয়ার জুট মিলের কর্মী।আমি ছোটবেলা থেকে বাবার ঘড়ে মার্ক্স আর লেনিনের আঁকা ছবি ও বই দেখতাম। বাবা কে জিজ্ঞেস করলে বলত, একটু বড় হলে বুঝতে পারবি। ক্লাস নাইন থেকে কমিউনিসমের লেখা পড়ছি। বড় কঠিন লাগতো। সত্যি কথা কি, "Manifesto of the Communist Party" বইটির একটি শব্দ "bourgeois" অর্থ বুঝতেই ঠেলা সামলাতে পারিনি। দীর্ঘ ২৫ বছর পর, ঐ কাকুদের সাথে প্রায়ই পাড়ায় দেখা হয়। অনেকেই সরকারি চাকুরী করেন, আবার অনেকে বড় ব্যবসায়ী। পেট্রলের গাড়িও কিনেছেন। ওনাদের ছেলে মেয়েরা
    আজ ত্রিপুরার মেডিক্যাল এবং ইঙ্গিনিয়ারিং কলেজে পড়ে। আর সেই দিনের বাস্তু চ্যুত কচিকাঁচারা অনেকেই ওদের ক্লাসে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসার। তাই আমার আজকাল কমিউনিসমের লেখা বুঝতে ডিকশনারি খুব কম ব্যবহার করতে হয়। কমিউনিসম একটা অসাধারন কনসেপ্ট। এর প্রয়োগ ও ব্যাপ্তি অধিকাংশ ভারতীয় রাজনীতিবিদদের মগজ ঊর্ধ্ব। আমার মতে এর জন্য চাই দীর্ঘ দর্শন অধ্যয়ন, আর সাধারন মানুষের জন্য প্রতিষ্ঠান মুক্ত শিক্ষা। বিশ্বাস আছে ও আশা করি, ২০১৮ তে ইঃভিঃএম এ এর প্রতিফলন হবে।
  • ত্রিপুরা থেকে লিখছেন - | 132.172.118.15 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২২370248
  • একটি কাল্পনিক গল্প লিখছি: সত্যি না মিথ্যে? যাচাই সময় করবে

    কোনো একটি দেশের- কোনো একটি রাজ্যে নির্বাচন, রাজ্য সরকারের সুপারিশ করা সি.ই.ও.'র তালিকা বাদ দিয়ে পছন্দ সই সি.ই.ও.'র নিযুক্তি হল.....হতেই পারে

    একজন এডিশনাল সি.ই.ও.'র ক্ষমতা খর্ব করার জন্য আরেকজন অতিরিক্ত এডিশনাল সি.ই.ও.'র নিযুক্তি হলো, যাকে গুরুত্বপূর্ণ সব কিছুর দায়িত্ব দেয়া হল.....হতেই পারে

    আই.টি.vসহ বিশেষ বিশেষ ক্ষেত্র দেখার জন্য পাঁচ পাঁচজন ডেপুটি সি.ই.ও.'র নিযুক্তি হল, বাছাই করা হলো তাদের যাদের পূর্ব অভিজ্ঞতা কম,.....হতেই পারে

    ভিডিও রেকর্ডিং এর যে কাজটি ৫০ লক্ষ টাকায় করা যেত, ওয়েব কাস্টিং-এর খরচ দাঁড়াবে প্রায় ৫ কোটি টাকা- এই নিয়ে একজন এডিশনাল সি.ই.ও.'র সঙ্গে সি.ই.ও.'র (যিনি চান ওয়েবক্যাস্টিং হওক) বিরোধ.....হতেই পারে

    ওয়েব কাস্টিং-এর নামে টেন্ডার করা হলো, গুজরাটের একটি কোম্পানিকে বরাত দেয়া হল, সঙ্গে সার্ভিস প্রোভাইডার এয়ারটেল.....হতেই পারে

    ওয়েব কাস্টিং-এর কাজ দেখার জন্য একজন একজন ডেপুটি সি.ই.ও. কে বিশেষ দায়িত্ব দেওয়া হল .....হতেই পারে

    ওয়েব কাস্টিং -এর ইউজার আইডি ও পাসওয়ার্ড কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে দেয়া হল... এটা হতে পারে না

    রাত নয়টা অব্দি মাস্টার প্ল্যান ঠিক ছিল, বাধা হয়ে দাঁড়ালো বি বি সির এক সাংবাদিকের একটি ভিডিও,যেটা সোসাল মিডিয়াতে ভাইরাল হল। একটি রাজনৈতিক দলের "বিশ্বকর্মা" নামক এক নেতা ভাষণ দিলেন- এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেককে অন্য দেশে পাঠিয়ে দেবেন। সাংবাদিক বন্ধু এই বিষয়টা নিয়ে মেসেজ দিলেন বর্তমান সরকারের প্রত্যাবর্তন অবিশ্যম্ভাবী বিশেষ একটি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পতন নিশ্চিত। ভিডিওটি দেখলেন একজন মহিলা ডেপুটি সি.ই.ও., দেখালেন গিয়ে আই.টি.'র দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সি.ই.ও. কে। দেরিতে হলেও বিবেক জাগলো আই টি'র দায়িত্বপ্রাপ্ত ডেপুটি সি.ই.ও.'র- নিজের ভুল বুঝতে পারলেন। নিজেই পরিবর্তন করেদিলেন সব পাসওয়ার্ড। পরিবর্তন করলেন ওয়েব কাস্টিং-এর ডাটা ট্রান্সফার চ্যানেল। "VM" নামক কোম্পানি, যারা বরাত পেয়েছিলেন ওয়েবকাস্টিংয়ের- তাদের থেকে, আর.ও.'র কাছ থেকে ও একসেস তুলে নেওয়া হলো, শুধু ডি.এম.'রা শুধু একসেস পেলেন।

    হঠাৎ করে লিংক ফেল, পাগল হয়েগেলো ওই রাজনৈতিক ষড়যন্ত্রীরা। রাত বাড়ারপর লাল একটিগাড়ি ("...U0560") নিয়ে বেরিয়ে পড়লেন ওই রাজনৈতিক দলের লোকরা লিংক ফাইলের কারণ জানতে। একটি বুথ কেন্দ্রে ঢোকার সময় গেইটে নিরাপত্তা রক্ষীদের বললেন তারা সি সি লাগাতে এসেছে। কোনো কাগজ পত্র না দেখে নিরাপত্তা রক্ষী তাদের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেয়

    "সন্ধ্যের সময় সি সি কেমেরা লাগানো হয়েছে ওই কেন্দ্রে, আবার কেন?" - ঐখানে পাহারারত শাসক দলের কর্মীদের সন্দেহ হয়। মোবাইল ক্যামেরায় তাদের ছবি নেয়া হয়, দেখতে পাওয়া যায় এই টিমটির সঙ্গে আছে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলের কর্মীরা। কর্মীরা মুখ লুকায় চাদরে। দ্রুত বেগে পালিয়ে যায় তারা। পিছু করা হয় তাদের। অন্ধকার একটি জায়গায় গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।কিছুক্ষন পর গাড়িটি গিয়ে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলের এক নেতার বাড়িতে গিয়ে পার্ক করে। ডেপুটি সি.ই.ও.'র কারণে ষড়যন্ত্র ব্যর্থ হয় ।
  • PT | 160.129.67.182 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩২370259
  • ".......কংগ্রেস ছেড়ে ভায়া তৃণমূল হয়ে সাম্প্রতিককালে বিজেপিতে যোগদান করে পূর্বতন নীলনক্সার কিছুটা রূপান্তর করে পুনরাবৃত্তি করতে চাইছে নতুন মডেলের ........"
    আশা করি ডিডিদা হাস্যরসাত্মক কিছু লিখবেন!!
  • dd | 59.205.218.102 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১২369970
  • না লিখবো না। সে তো রেজ্জাক মোল্লাকে নিয়েও কোনো ইয়ার্কি মারি নি।

    এই টইটাকেও ফাটা রেকর্ড না করলেই নয় ?
  • PT | 160.129.67.182 | ২২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৪369981
  • বুঝলাম!
    অর্থাৎ কিনা পবতে এই নীলনক্সার ব্যাপারটা ফাটা রেকর্ড!!
  • এদিকে | 233.176.44.196 | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৮370003
  • ছিপিএমের আগুন্মার্কা বিপ্লবীরা ফেসবুকে গজরাচ্ছে কেউই অভিযোগ করে নি তাওও রিপোলের আদেশ দিয়েছে!!!!!
  • আগুন্মার্কা বিপ্লবী | 132.167.182.76 | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫০370025
  • গজরানোটা অনুচিত হচ্ছে? যেখানে বাঘের ভয় সেখানে ইভিএম খারাপ? নাকি কিছু ইভিএমে ঠিক করে মোদীবাজী করা যায়নি, ভোটগুলিকে সঠিক গোয়ালে পাঠানোর জন্যে একটু সারিয়ে নিতে হবে? ত্রিপুরাতে সিপিএম এখনো ঠিক ফেসবুকে সীমাবদ্ধ হয়নি। তাই কাঠখড় একটু বেশী পোড়াতে হচ্ছে। দেখা যাক কি দাঁড়ায়, সাতদিন পর।
  • এদিকে | 233.176.32.124 | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪০370036
  • চামচে মুকুজ্জে আবার 'ছিপিএম তো আগেই বলেছিল' গাইবার চেষ্টা করছে। ওদিকে আগুন্মার্কা উলটো গাইছে
    :-))
  • ত্রিপুরা | 132.172.21.37 | ০২ মার্চ ২০১৮ ১২:২০370058
  • কাল ভোটের ফল।
  • S | 194.167.2.96 | ০৩ মার্চ ২০১৮ ০৮:৩৩370081
  • এগিয়েঃ
    বাম - ৭ বিজেপি - ৫ কঙ্গ - ১
  • pi | 57.29.137.119 | ০৩ মার্চ ২০১৮ ০৮:৩৩370069
  • আপডেট আসুক এখানে।
  • S | 194.167.2.96 | ০৩ মার্চ ২০১৮ ০৮:৩৬370092
  • ধুর যা খুশি হোক। জিতুক বিজেপি। লোকে যদি তাই চাক, তবে তাই হোক।
  • r2h | 132.172.106.141 | ২৫ মার্চ ২০১৮ ১২:৩০370103
  • ত্রিপুরার বিশালগড় বাজারে দুই ভদ্রমহিলাকে বিপুল জনতা গণপ্রহার করেছে।

    কি মনে হচ্ছে, বার্বারিক, সমাজ নিন্দায় মুখর? হুঁহুঁ, আপনি তাহলে নিতান্ত সংখ্যালঘু। ফেসবুকে এই গণপ্রহারের সমর্থনে স্থানীয়দের হৈহৈ। মহিলারী সুবিধাবাদী ইত্যাদি, আরো নানান রকম যুক্তি আছে, বেশী দেখতে প্রবৃত্তি হয়না।

    কে হায় হৃদয় খুঁড়ে ছাগল চরাতে ভালোবাসে।
  • | ২৫ মার্চ ২০১৮ ১৩:১২370114
  • এগুলো সঙ্ঘীছাপ। এরা যেখানেই ক্ষমতায় আসে সেখানেই শুরু হয়। আসামেও গণধর্ষণ করে তারপর পেট্রোল ধেলে জ্বালিয়ে দিয়েছে একটি মেয়েকে। মেঘালয়ে আর টিও আই অ্যাকটিভিস্ট খুন হয়েছেন।
  • pi | 24.139.221.129 | ২৫ মার্চ ২০১৮ ১৪:১২370136
  • এদিকে এটাও ঘুরছে,

    '
    চেনা ত্রিপুরা আজ অচেনা লাগছে!! এটাই কি পরিবর্তন??
    গুজরাট কিংবা উত্তরপ্রদেশ নয়, ত্রিপুরার রাজধানী আগরতলার ঠিল ছুড়া দূরত্ব কাশীপুর বাকারে প্রকাশ্যে এক ব্যক্তিকে হেনস্থা, অশ্রাব্য ভাষায় গালাগাল এমনকি গলা কেটে দেওয়ার হুমকি R-র কট্টরপন্থীদের ।'।

    https://m.facebook.com/story.php?story_fbid=1866861560272622&id=1591071147851666
  • PT | 213.110.242.20 | ২৫ মার্চ ২০১৮ ১৯:৪৯370147
  • এমনটা হবে জানা ছিলনা?
  • S | 194.167.2.96 | ২৫ মার্চ ২০১৮ ২০:২৬370158
  • জানা ছিলো বলেই তো আনা হলো।
  • PT | 213.110.242.20 | ২৫ মার্চ ২০১৮ ২৩:০৭370169
  • আরো আসছে বোধহয়।
    আজ উলুবেড়ে থেকে খরপ্পুর গেরুয়াতে গেরুয়া (লালে লালের ইকুইভ্যালেন্ট?)। তবে কোনটা তিনোর গেরুয়া আর কোনটা বিজেপির গেরুয়া তা বোঝার উপায় নেই কো। মাখামাখি করে পাশাপাশি রয়েছে।
    ঘর মুছতে মুছতে রেণুবালা জানাল যে তাদের পাড়ায় দুটো পাট্টিই মাইক লগিয়ে রামের নামে মিছিল করবে সন্ধ্যেবেলা। দুদলই যেতে বলেছে। আর যেটা রামের পাট্টি সেটা বলেছে জিতলে লাব্টপ আর স্কুটি দেবে। রেণুবালা চিরকাল লাল পাট্টিকে ভোট দিয়েছে। সে বলল যাবে না। আমার সন্দেহ-পিশাচ মন সেই "যাব না"-র উচ্চারণের মধ্যে অনিশ্চয়তার ছায়া দেখল। তার ছেলে একটা দু-চাকা চেয়েছে বেশ কিছুদিন হল।
    রেণুবালা জীবনানন্দ পড়েনি। তাই তাকে তো বলতে পারলাম নাঃ
    "বুড়ো পিটি বলেনিকি এসে
    দু ট্যাকার চাল যাবে ঘিয়ে-ভাতে ভেসে?
    ধরা যাক শয়ে শয়ে ছাগল এবার!!"

    তবে এতদিনে সমাজ-সংস্কারক কৌশিক সেনের চক্ষু উন্মীলন হয়েছে। তিনি জানালেন যে তিনি জীবনে এমন পব দেখেননি বা দেখবেন ভাবেননি বা ঐ জাতীয় কিছু!!
  • modi | 173.172.67.180 | ২৫ মার্চ ২০১৮ ২৩:৪৫370180
  • পিটি স্যার, একখান কথা শুধাই। রাম জিতলে এখানে কার কি ক্ষতি? যারা লাল পার্টি করে তাদের রামেরা পেটাবে। কিন্তু এখানে কজনই বা লাল পার্টি করে? বাকীদের একটু প্রানে লাগবে, পচ্চিমবঙ্গের সেকুলার ইমেজ চলে গেল। কিন্তু শুধু ঐটুকুর জন্য কি আর ঝামেলি করা যায়? প্রানে তো সে কতই লাগে। পচ্চিমবঙ্গের সততার ইমেজও তো গেছে। বুঝলেন কিনা? কালস্রোতে ভেসে যায় ইত্যাদি ইত্যাদি।

    আমি না হয় গরু খেতে ভালবাসি। কিন্তু তাই বলে কি মারামারিতে জড়াব? যখন বিলেতে অনসাইটে থাকি বা থাকব তখন বেশী করে লোড নিয়ে নেব। আপনিই বা গলা ব্যাথা করে কি করবেন? না হয় একটু ব্যাথা ভোলার তরল ওষুধ বেশী করে খেয়ে নেবেন। সেটা নিরামিষ, রামেরা কিছু বলবে না।
  • cm | 113.205.212.127 | ২৫ মার্চ ২০১৮ ২৩:৫৬370192
  • কেম্ব্রিজ অ্যানালিটিকাকেও কি আমরা ছাগল চাষের আলোয় দেখব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন