এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 52.110.144.131 | ০৫ মে ২০১৮ ০৮:৪৪370228
  • কিন্তু টাটার উদ্দেশ্য কি কারখানা খুলে প্রচুর লোক কে চাকরি দেওয়া ছিল?মনে হয় না।
    তাহলে টাটার পরপর লাইন দিয়ে কি ফোর্ড, হোন্ডা, হুন্ডাই এরা আসতো? মনে হয় না,।
    আসতো -যদি সেই কোম্পানি গুলো কেও এমনি হাজার হাজার একর কৃষি জমি বিলিয়ে দেওয়া হতো। এটা হতো পব এর পক্ষে আত্ম হত্যা।
    দুই, একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। পব তে ম্যানুফ্যাকচার কোম্পানি গুলোর চিত্র দেখি।
    দুর্গাপুর, আসানসোল, চট কল ও হিন্দুস্তান মোটরস।
    এসব জায়গায় দু শ্রেণীর চাকুরী জীবি থাকে। শ্রমিক ও অফিসার/ইঞ্জিনিয়ার ইত্যাদি।
    তা, শ্রমিক শ্রেণীর অধিকাংশই বিহারী,ইউপি বাসি তেলুগু, ওড়িয়া।
    উচ্চ পদস্থ দের মধ্যে বাঙালি বেশি।
    অর্থাৎ ইন্ডাস্ট্রি হলে লাভবান হতেন,কিছু বাঙালি উচ্চ শিক্ষিত
    যুবক যুবতী। শ্রমিক শ্রেণী নয়।
    টাটা কোম্পানি ইচ্ছে করেই এদের মধ্যে কিছু ভিনরাজ্যের জনতা ঢুকিয়ে দিতো। কারণ তাতে কারখানা চালাতে সুবিধে।
    এবার ভিনরাজ্যে কিছু কারখানার
    চিত্র দেখি।
    জামশেদপুর, রুরকেল্লা, বোকা রো, সর্বত্র চোখে পড়ার মত বাঙালি অফিসার ব ইঞ্জিনিয়ার দের ভিড়!
    অর্থাৎ ভিনরাজ্যে কারখানা হলেও, বাঙালি উচ্চ শিক্ষিত জনতার বিশেষ ক্ষতি নেই।
    এবার আসি লজ্জা প্রসঙ্গে।
    ভিনরাজ্যে কাজ করতে যেতে হবে বলে, বহু বাঙালি উচ্চ শিক্ষিত যুবক কপাল চাপ্রিয়েই
    চলেছে।
    আগের দিন S লিখলেন,
    কলকাতায় ৫- ৬লাখের চাকরী নেই।
    ঠিক কথা। লাখ দুএক এর চাকরি ও বেশি নেই।অগত্যা। ছেলে পুলে সব আমেরিকা, ইউরোপ ব মধ্য প্রাচ্যে যাচ্ছে। কেউ কপাল চাপ্রাচ্ছে কি?
    বরঞ্চ তাদের বাবা ম দের গর্বে বুক ফুলে উঠছে। তো, ভিন রাজ্যে চাকরিতে যেতে এত ঠোঁট ফুলানি কেন?
    আর এক উদাহরণ আছে,কেরালা।এখানে সেরকম কলকারখানা নেই কিন্তু লোকজন সব বিদেশে চাকরি করে। ভালই আছে।বাম শাসিত রাজ্য কিন্তু।
    সর্ব পরি, পব কৃষি ভিত্তিক রাজ্য। ভারী শিল্পের অনুপযুক্ত। এখানে ছোট ইন্ডাস্ট্রি হতে পারে। যেমন আই টি, ফার্মা ইত্যাদি।
    এটা ভাল বাজার । ট্রেডিং এর জন্য আদর্শ। এখন বাংলাদেশের ভিসা মাল্টিপল এন্ট্রি হওয়ার জন্য, স্রেফ বাজার করার জন্য বহু লোক আসে।
    এর ওপর আছে পুরো নর্থ ইস্ট স্টেট এর রাজ্য গুলো। ঝাড়খণ্ড,
    নেপাল ইত্যাদি।
    সুতরাং ট্রেডিংও ফাইন্যান্স সেন্টার করেই পব বাজিমাত করতে পারে।অনেক টা ব্রিটেন এর মতন।
  • PT | 213.110.242.19 | ০৫ মে ২০১৮ ০৯:০০370229
  • টেনিদা, ঘনাদা ও শাঁওলীদির পরে ইনি আরেক দাদা-দিদি শ্রেণীর যিনি প্রায় সব কিছুই জানেন।
    শুধু একটা অনুরোধঃ খর্গপুর নিয়ে কোন বাকতাল্লা ঝাড়বেন না। খর্গপুর কল্যাণী নয়, দুর্গাপুরও নয়। তাহলে এতদিনে কলকাতা থেকে মাত্র (ট্রেনে) ১২০ কিমি দূরত্বে একটি স্যাটেলাইট শহর গড়ে উঠতে পারত। কেন তা হয়নি ও আগামীতে কেন হবেনা সেটা একমাত্র এখানে যারা দীর্ঘদিন বসবাস করে তারাই জানে। টাটাবাবু আর কিছু জানুন বা না জানুন এবং যতই "ফালতু ব্যবসায়ী" হোন না কেন এই ব্যাপরাটি খুব ভাল ভাবেই জানেন। তদুপরি টাটারা দীর্ঘদিন খর্গপুরে ব্যবসা চালানোর কারণে খর্গপুরের সার্বিক চরিত্র সম্পর্কে অন্ততঃ আপনার চাইতে বেশী অবহিত। তাই এখানে ব্যবসা না বাড়ানোটা খুবই যুক্তিযুক্ত।
  • Amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ০৯:১০370230
  • াহ PT -দা , সত্যি কথা গুলো এভাবে বলবেন না , হাজার হোক, জমির শোক।
  • amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ০৯:১৭370231
  • তবে সত্যের খাতিরে এটাও বলা দরকার, এতো প্রতিভাবান সবজান্তা কে মন্ত্রী না করে গুরুর পাতায় আটকে রেখে দেওয়াটা মমতা ব্যানার্জীর সব থেকে বড়ো ব্যর্থতা। কে জানে হয়তো এই জন্যেই মমতার সরকারের পতন হবে একদিন না একদিন।
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ০৯:৪৪370232
  • "রতন টাটা একজন ফালতু ব্যবসায়ী"
    ফালতু নয় এমন কিছু ব্যবসায়ীদের নাম আসুক না।

    "অগত্যা। ছেলে পুলে সব আমেরিকা, ইউরোপ ব মধ্য প্রাচ্যে যাচ্ছে। কেউ কপাল চাপ্রাচ্ছে কি?"
    আপনিই তো লিখলেন "অগত্যা"। অগত্যার মানে কি?
  • sm | 52.110.144.131 | ০৫ মে ২০১৮ ০৯:৪৯370234
  • #হয়ে
  • sm | 52.110.144.131 | ০৫ মে ২০১৮ ০৯:৪৯370233
  • কোর্ট এ তো বলেছে, টাটারা রাজি হতে গেছিলো। খরোগপুরে কারখানার জমি দেখার পর।
    কেন সিঙ্গুর সিনে এলো বলুন দেকি?
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ০৯:৫৩370235
  • হা হা হা হা, সলিড সলিড। সংরক্ষণ করুন জনতা। :))
  • sm | 52.110.144.131 | ০৫ মে ২০১৮ ১০:৪৩370236
  • কিছু লোকের ছেলে পুলে ট্রেনে থুড়ি পেলেন এ ব্যাঙ্গালোর, সেন্নাই যেতে কষ্ট হবে বলে সিঙ্গুরে হাজার একর জমি উপধৌকন দিয়ে, হাজার পঞ্চাশেক লোককে ভূমিচ্যুত ও জীবিকা চ্যুত করেও শান্তি নেই!
    আজ নাকি টাটা কারখানা গড়বে। কাল নকি ভূষণ স্টিল দশ হাজার লোক যে চাকরী দেবে। (নিজেই ব্যাংক রাপট!)
    জিন্দাল হাজার পাঁচেক একর জমি রেখে, আজ বলছে ইস্পাত কারখানা গড়বো, কাল সিমেন্ট , পরশু আন্তর্জাতিক খৈনি হাব! আরো কতো কি!
  • dc | 132.164.238.12 | ০৫ মে ২০১৮ ১০:৪৫370238
  • "রতন টাটা একজন ফালতু ব্যবসায়ী"

    এটা এবছরের কালেক্টেবল ঃ)
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১০:৪৯370239
  • সিঙ্গুরে ৫০,০০০ লোক ভুমিচ্যুত হতেন?
  • Amit | 149.218.65.104 | ০৫ মে ২০১৮ ১০:৫৫370240
  • উফফ। ৫০,০০০ ভূমিচ্যুত লোকের অভিশাপে গুরুর মায়াপাতা ভরে যেত। একজনের জমির শোকেই এই হাল, চার পায়ে লাফিয়ে যাচ্ছে, সঙ্গে কাঠালপাতা।
  • T | 165.69.191.251 | ০৫ মে ২০১৮ ১১:১১370241
  • ওরম করে বলবেন না। কোটা পূর্ণ হয়ে গেলে ও আজকের মতো চলে যাবে। :(
  • sm | 57.15.34.196 | ০৫ মে ২০১৮ ১১:৪৩370242
  • রতন বাবু , কোরাস কিনে লক্ষাধিক কোটি টাকা লোন নিয়েছে। টাটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য ডুবিয়ে ছেড়েছে। টিসি এস ভালো পারফর্ম করছে বলে, চালিয়ে যাচ্ছে। সাইরাস মিস্ত্রি এসে হাল ফেরাবার চেষ্টা করেছিল। কাঠি করে তাকেও আবার সরিয়েছে। লবিবাজির কথা ছেড়েই দিলামসিঙ্গুরে ভূমিচ্যুত ও জমিচ্যুত দুটো কথার ই উল্লেখ ছিল। রিপোর্ট অনুযায়ী ১৫০০০ লোক সরাসরি জীবিকার জন্য নির্ভর ছিল। যারা সরাসরি নয় তাদের হিসাব ধরা হয়নি।
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১১:৫৯370244
  • বড় কোম্পানির লোনের পরিমাণ বেশি হবে সেটাই তো স্বাভাবিক। যে কোম্পানির রেভিনিউ ৮০-৮৫ বিলিয়ন ডলায়, তাদের লোন তো বেশি হবেই। ফলে এটা খুবেকটা ভালো যুক্তি হলোনা।
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১২:০২370245
  • মার্কেট ক্যাপ ধরলেঃ
    টিসিএসঃ সাড়ে ছলক্ষ কোটি টাকা।
    টাটা মোটর্সঃ ১ লক্ষ কোটি টাকার বেশি।
    টাটা স্টীলঃ ৬৫,০০০ কোটি।
  • sm | 57.11.199.57 | ০৫ মে ২০১৮ ১২:০৩370246
  • S কে, অগত্যা লেখার অর্থ ৫- ৬লাখ নিদেন ২-৩লাখ টাকার চাকরী বেশি নেই তাই যাচ্ছে।
    সারা ভারতে ই ৫-৬ লাখ টাকা মাইনে চাকরি বেশি নেই, তাই বিদেশ যাচ্ছে। গর্বের সঙ্গে যাচ্ছে।
    আপনি ও গেছেন। পার্সোনালি নেবেন না, প্লীজ।দুটো পয়সা বেশি পাবেন বলেই তো!
    হা হুতাশ টা কিছু লোক ইচ্ছে করে করছে ;স্রেফ ভিনরাজ্যে যাবার বাহানা দিয়ে। কিন্তু আমেরিকা, ইউরোপ যাবার সময় তারাই কোন হা হুতাশ করছে না।
    এমন কি কলকাতায় আই টি তে কাজ করার সময় অন্য রাজ্যে যেতে, বাবা মা পিসেমশাই এর অসুস্থ শরীরের বাহানা তুলছে কিন্তু আমেরিকায় কাজের সুযোগ পেলেই চার হাত পা তুলে ট্যাংগো নাচছে!))
  • PM | 96.98.48.218 | ০৫ মে ২০১৮ ১২:১৭370249
  • শুধু টিসিএস এর মার্কেট ক্যাপিটালাইসেসন ১০০ বিলিওন মানে সারে ৬ লক্ষ কোটির ওপোরে যাতে টাটার স্টেক ৭০ %

    টাটা ২৫ % শেয়ার বেচলেই সেই লক্ষ কোটি শোধ করতে পারে-- তবুও টিসিএস এর কন্ট্রোলিং শেয়ারের থেকে বেশি ই শেয়ার থাকবে
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১২:১৭370247
  • "আপনি ও গেছেন।"
    না আমি ঐ কারণে যাইনি। পিপিপি রেট দেখলে আমি আজকে ইন্ডিয়াতে যে মাইনে পেতাম, সেই মাইনে আম্রিগার কোনও কোম্পানি খুম কম ভারতীয়কেই দেয়। তাই আমিও পার্সোনালি যেতে চাইনা।

    যদুপুরে আমার ব্যাচে আমার ব্রান্চ থেকে পাশ করেছে যারা, তাদের আর্ধেকই বিদেশে। কারণ বিদেশে ইন্জিনিয়ারদের ডিমান্ড আছে। কিন্তু জোকা থেকে যারা পাশ করেছিলো তাদের ১০% বা আরো কম বোধয় বিদেশে। কারণ মুম্বাই-দিল্লি-ব্যাঙ্গালোরে তারা গুচ্ছ মাইনের চাকরী করে। আমার অনেক ব্যাচমেট এখন ইন্ডিয়াতে কোটি-দুকোটি আয় করে। আরো বেশিও করতেই পারে।

    আইটি, কলকারখানা, সার্ভিস সেক্টর যাই বলুন না কেন বেশি থাকলে রাজ্যের অর্থনৈতিক উন্নতি হয়। ট্যাক্স কালেকশন বেশি হয়। তখন অনেক অনুসারী চাকরী তৈরী হয় যেগুলো সাধারণ বিকম পাশ করা ছেলে করতে পারে। আজকে তারা হয় মুদি দোকান চালায়, নইলে প্রোমোটারের পা ধরে থাকে, বা পলিক্লিনিকে মামুলি মাইনের চাকরী করে। মুম্বাইতে দেখেছি শুধু বিকম পাশ করা ছেলে ১০ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্সে মাসে লাখ বেলাখ কামাচ্ছে।
  • sm | 57.11.199.57 | ০৫ মে ২০১৮ ১২:২০370250
  • ওহ, এক কোম্পানির শেয়ার বেচে অন্য কোম্পানির লোকসান মিটবে?বেড়ে ব্যবস্থা তো!আর সেই গুণধর ব্যবসায়ী কে সফল বলতে হবে!
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১২:২১370251
  • টাটার কোন কোম্পানি লোকসান করলো? লোকসান আর ধার এক জিনিস নয়।
  • sm | 57.11.199.57 | ০৫ মে ২০১৮ ১২:৪২370252
  • আগে বলুন রতন বাবুর আমলে কতো ধার হয়েছে। ক্রেডিট রেটিং এর কি অবস্থা।
    আপনি ই ভালো বলতে পারবেন।
  • PM | 96.98.48.218 | ০৫ মে ২০১৮ ১২:৪৭370253
  • কে কতো ধর নেবে তা ডিপেন্ড করে কার কাছে নেট অ্যাসেট কতো তার ওপোর টিসিএস এর ৭০% শেয়ার যার মার্কেট ভ্যালু 4.5 লক্ষ কোটি-- তার বেসিসে লক্ষ কোটি লোনে সমস্যা কোথয়? ।।।যাক গে টই ডিরেল হচ্ছে। ত্রিপুরার আলোচনা হোক
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১২:৫৫370254
  • অক্টোবার ২০১৬তে (বোধয় সাইরাস মিস্ত্রির পরে) রেটিঙ্গ AA- stable থেকে ইম্প্রুভ করে হয়েছে AA Positive। এটা ক্রিসিলের রেটিঙ্গ।

    উনি ১৯৯১ থেকে টাটা গ্রুপের (এখন বোধয় টাটা সন্স নাম হয়েছে) চেয়ারম্যান। অতেব বিগত তিন দশক ধরে টাটার ভালো মন্দ সব উনার আন্ডারেই হয়েছে। ভালই তো হয়েছে। খারাপ বিজনেস ডিসিশান সব কোম্পানিই নেয়। ভাবতে পারেন জি ই র মত ইন্জিনিয়ার বেসড কোম্পানি কম্পিউটার ব্যাবসায় ফ্লপ করেছিলো। আইবিএম পার্সোনাল কম্পিউটিঙ্গে দাঁত ফোটাতে পারেনি।
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১২:৫৭370256
  • আর পবে কারখানা করতে না দিলে তো আর তারা কারখানা করা বন্ধ করে দেবেনা। আপনার অপছন্দের ব্যান্ক লোন নিয়ে তারা অন্য রাজ্যে গিয়ে কারখানা খুলবে। দেশি ব্যান্কের টাকা যখন নস্ট হবেই, তখন সেটা আমার রাজ্যে খরচ করে হলেই বেশি খুশি হবো।
  • PM | 96.98.48.218 | ০৫ মে ২০১৮ ১২:৫৭370255
  • Singapore, November 06, 2017 -- Moody's Investors Service has changed the ratings outlook on Tata Steel Ltd. and Tata Steel UK Holdings Limited (TSUKH) to stable from negative.

    Moody's has also affirmed Tata Steel's Ba3 corporate family rating (CFR) and TSUKH's B3 CFR. At the same time, Moody's has withdrawn the B3-PD probability of default rating for TSUKH

    টাটা মোটোর্স এর রেটিং ও স্টেবল ক্রিসিল , মুডি ইত্যাদির মতে।

    https://www.tatamotors.com/investors/credit-ratings/
  • sm | 57.11.199.57 | ০৫ মে ২০১৮ ১৩:০০370257
  • ধুর, টিসি এস আলাদা কোম্পানি, টাটা স্টিল বা মোটরস আলাদা।
    এক কোম্পানির টাকা আর এক কোম্পানি তে ঢালা টাই খারাপ প্র্যাকটিস।
    কোরাস কোম্পানি তে কি রকম লাভ বা লোকসান করছে, দেখুন না।
  • S | 194.167.2.96 | ০৫ মে ২০১৮ ১৩:০৫370258
  • টাটা মোটর্সের ক্রেডিট রেটিঙ্গই দেওয়া হয়েছে। একটা খারাপ ডিসিশানে কেউ খারাপ ব্যবসায়ী হয়ে যানা। বিশেষ করে কঙ্গলোমারেটে। ঐজন্যই তো ডাইভার্সিফাই করা হয়। আজকে টিসিএস ভালো চলছে। কালকে হয়তো টেলকোটা ভালো চলবে। তার পরের দশকে মোটর্স। এইভাবেই চলে।
  • sm | 57.11.199.57 | ০৫ মে ২০১৮ ১৩:০৬370260
  • দেশী ব্যাংকের টাকা নষ্ট হক। যেমন শিল্পপতিরা মিলিত ভাবে লুঠ করছে। দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যারা আরো বেশি নিরব মোদী , চকশি হতে দেখবে।
    পব কৃষি জমি ওই লোলুপ শিল্প পতি দের দুহাতে তুলে না দিলেই হলো। যেটা এখন গুজরাটে হচ্ছে। আমরা উন্নয়ন বলছি।
    যদিও গুজরাটে কৃষি যোগ্য বহুফসলি জমি কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন