এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 57.15.22.189 | ০৭ মে ২০১৮ ১১:৩৬370060
  • আমার একটা বেশ মজা লাগে ,এক দিকে আমি আর অন্য দিকে গোটা অাস্টেক মাকু শিম্পাঞ্জির মতো নাচা নাচি, কিঁচ কিঁচ, ফিঁচ ফিঁচ করেই যায়।
    এই বিভিন্ন রকম নর্তন, কুন্দন ভালই লাগে।
    মনে হয়,সার্কাস দেখছি।:--))
  • bholA moira | 127.194.29.158 | ০৭ মে ২০১৮ ১১:৪৬370061
  • মানে অনেকটা -
    "দারোগারই চেয়ে দেখছি চৌকিদারের হাঁক বেশী...
    (আর) সূর্য্য থেকে বালিরই তাপ অধিক, সে ভাই কোন দেশী .....
    .....
    সানাইটা না গর্জে যত, তর্জে যে তার পোঁয়ের দল
    বালুচরও দাঁড়িয়ে বলে, 'হ্যাঁ, এখানে হাঁটু জল....'
    'হ্যাঁ, এখানে হাঁটু জল....'
  • sm | 57.15.99.237 | ০৭ মে ২০১৮ ১২:২৩370062
  • ভোলা ময়রার টা ভালো হয়েছে।
    বেশ লাগলো। অনেকদিন পর শুনলাম।
  • S | 194.167.2.96 | ০৭ মে ২০১৮ ১২:৪৩370063
  • আপনি দক্ষিনপন্থার মানে জানেন? সিরিয়াসলি জিগাচ্ছি। অনেকেই না জেনে বুঝে কিন্তু গায়ে স্ট্যাম্প লাগিয়ে বসে। বামেদের দিকেও।

    নাকি বলুন যে বিজেপি বা তিনো থাকলে আপনার সুবিধে। সেটাতে আলাদা সমর্থন।
  • PM | 105.184.23.7 | ০৭ মে ২০১৮ ১২:৫২370064
  • কারা যে সার্কাস দেখছে, আর কে যে নাচ্ছে---- সব ই মায়া :D :D
  • PT | 213.110.242.18 | ০৭ মে ২০১৮ ১৩:০২370065
  • "বামেরা মহারাষ্ট্রে জমি নিতে গেলে আন্দোলন করে আর আর নন্দীগ্রাম ও সিঙ্গুরে উল্টো কাজ করে কেন?"
    না করার কিছু নেই। আসল ইস্যুটা হচ্ছে যে চাষী জমির বদলে কি পাচ্ছে আর সেই জমি গেলে ব্যক্তি ও সমাজের কতটা ক্ষতি হতে পারে। ১২ বছরে এটা প্রমাণিত হয়েছে যে সিঙ্গুরের জমিতে চাষ না হওয়া সত্বেও ব্যক্তি বা সমাজের বিশেষ কোন ক্ষতিবৃদ্ধি হয়নি।

    আর যারা এই শহুরে বাবুদের ইগো ন্যাসাজিং-এর শিকার হচ্ছে তারাই আসল অবস্থাটা জানেঃ
    (Tino MLA) Feroza Biwi on Thursday stood up in the assembly to ask industries minister Partha Chatterjee two uncomfortable questions: "Does the state government propose to set up any industry in Nandigram? If so, when is it expected to materialize?" পরে চাপে পড়ে বক্তব্য খানিকতা বদল করেন।

    "জনহিতকর কর্মকাণ্ড"
    এটা নিয়ে সাধারন পন্ডিতদের বেশী বাকতাল্লা না মারাই ভাল কেননা সিঙ্গুর জমির বিচারকরাও এর ডেফিনিশন সম্পর্কে একমত ননঃ
    "both judges differed on the issue whether the land could be acquired for public purpose to set up industry by the state government."

    আর অন্য ক্ষেত্রে মানি বা নাই মানিঃ
    "In a major boost to private players scouting for land in the country to set up hospitals and educational institutions, the government will go out and acquire land for them under the comprehensive amendment to the Land Acquisition Act, 2013 wherein it has redefined ‘public purpose’ to now include private hospitals and institutions.
    economictimes.indiatimes.com/articleshow/45738090.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    আমার তো মনে হয় ২৫-২৬ বছরের একটা ছেলে চাষ না করে উবেরের ড্রাইভার হলে অনেক বেশী পয়সা রোজগার করব। আসলে আদ্যন্ত শহরবাসী একটা ভোগী সম্প্রদায় তাদের চাল সব্জী, ইত্যাদির সরবরাহ নিশ্চিত করার জন্যে অন্য একদল মানুষকে জমির সঙ্গে লটকে বিপন্নতার মধ্যে রাখতে চায়। সমস্যা সেখানেই।
  • sm | 57.15.41.50 | ০৭ মে ২০১৮ ১৩:০৬370066
  • হ্যাঁ জানি।বিজেপি বা তিনো থাকলে আমার কি সুবিধা, সেটা আপনি বলে দিন।
    আমি সাধরণ মানুষ।প্রকৃতিপ্রেমিক।
    আপনি কি এবার বলুন। আর কোন দল আসলে আপনার কি কি সুবিধা হয়; খুলে বলুন।
    আমেরিকার কথা বলতে হবে না।
  • sm | 57.15.99.237 | ০৭ মে ২০১৮ ১৩:১৮370067
  • ধুস, পিটি সব গুলিয়ে দিচ্ছেন।
    চাষ বাস খারাপ নয়, আপনার আমার সবার জন্য।
    আপনি ধরুন কেমিস্ট্রি পড়ান। আপনাকে তো পানিফল চাষ করতে বলবো না।
    কিন্তু ,ডাল ভাত আপনাকে খেতেই হবে। ন্যানো, খেয়ে হয় তো নাও বাঁচতে পারেন।
    মোদ্দা কথা হচ্ছে, যার কাজ তারে সাজে।
    চাষীদের দুরবস্থা দূর করার জন্য আন্দোলন করুন, ন্যায্য দাম এর ব্যবস্থা করুন;দেখুন অনেক চাকরি করা লোকজন ইনকাম দেখে লজ্জা পেয়ে যাবে।
    দুই, নীতি ঠিক করুন। শিল্পপতির জন্য জোর করে জমি অধিগ্রহণ আর যাই হোক ;প্রথমেই শিল্পপতির ওপর উমেদারি দিক টাই পরিস্ফুট হয়।
    মহারাষ্ট্রে বুলেট ট্রেন তো জনগণের প্রকল্প।
    তো, এখানে আন্দোলনে আদিবাসী চাষী দের পাঁচগুণ ক্ষতিপূরণের ব্যবস্থা করুন না কেন?
    কিন্তু ,আন্দোলন তো হচ্ছে জমি নেওয়া যাবে না এই ভিউ পয়েন্ট থেকে।
    উচিত না অনুচিত কাজ হচ্ছে, খুলে বলুন।
  • PT | 213.110.242.8 | ০৭ মে ২০১৮ ১৩:৫২370068
  • "ডাল ভাত আপনাকে খেতেই হবে।"
    সে তো হবেই। কিন্তু আমার আপনার ডাল-ভাতের জন্যে চাষীর ছেলেকে চাষী-ই থাকতে হবে কেন? আমাকে ডাল-ভাল খাওয়ানোর কি দায় পড়েছে তার? আমরা ছেলে-পুলেদের ইংরিজি শিখিয়ে আমেরিকা পাঠাবো আর চাষীর ব্যাটা গরমে জমিতে ধ্যাষ্টাবে? আপনি যে দক্ষিণপন্থী রাজনীতির সমর্থক সেটা এক্কেবারে পষ্ট।

    "ন্যানো, খেয়ে হয় তো নাও বাঁচতে পারেন।"
    ন্যানো কেউ খায়না এটা জানানোর জন্য ধন্যবাদ। ন্যনোর আপিসে কাজ করে পয়সা পায়। তাই দিয়ে খাবার কিনে খায়। আর ন্যনোর কারখানায় যারা কাজ করে না তারা চারপাশে দোকান দেয়, হোটেল খোলে ইত্যাদ, ইত্যাদি। ঊষা কোম্পানিতে মোট কত লোক কাজ করত আর সেই জমিতে "লোলুপ" ব্যবসায়ীদের সাহায্যে বাসস্থান ইত্যাদি হওয়াতে আরো কতগুণ বেশী মানুষ কাজকম্ম করে খাচ্ছে সেটা একবার হিসেব করে নেবেন।।

    "চাষীদের দুরবস্থা দূর করার জন্য আন্দোলন করুন, ন্যায্য দাম এর ব্যবস্থা করুন;দেখুন অনেক চাকরি করা লোকজন ইনকাম দেখে লজ্জা পেয়ে যাবে।"
    এসব আপ্তবাক্য মঙ্গলগ্রহের চাষীদের গিয়ে শোনান। কেননা ভারতের চাষীরা খুব কষ্টে আছে। আপনি যে দলের সমর্থক তারা কোন কালে চাষীদের জন্য কিছু করেনি, করবেও না। আর তিনোরা মোট্ট কৃষক-দরদী নয়।

    "মহারাষ্ট্রে বুলেট ট্রেন তো জনগণের প্রকল্প। আন্দোলন তো হচ্ছে জমি নেওয়া যাবে না এই ভিউ পয়েন্ট থেকে।"
    এইসব অখাদ্যের কোন উত্তর হয়? তবে চেষ্টা করি। ওখানে কে কি কারণে প্রতিবাদ করছে সেটা স্পষ্ট নয়। যেমন এটার সঙ্গে কৃষকের স্বার্থের কোন যোগাযোগ নেই। স্রেফ ধান্দাবাজী আছেঃ
    "It is a ploy to purchase land in the name of bullet train and evict Marathi people from Mumbai (and surrounding area), which was separated from Gujarat in 1960," Thackeray said,...."
    আর আমি তো এখনকার সময়ে বুলেট ট্রেন নিয়ে একেবারেই নিরুৎসাহ। খরগপুর-কোলকাতা যতক্ষণ না ১ ঘন্টায় যাওয়া যাচ্ছে ততক্ষণ মঙ্গলায়ন বা চন্দ্রায়ন কোনটারই কোন মানে হয়্না।
  • sm | 57.15.41.50 | ০৭ মে ২০১৮ ১৪:০৭370070
  • দেখুন পিটি, আপনি ও আপনার ছেলেকে চাষ বাস করবে না, আ মিও, আমার ছেলেকে উবের ড্রাইভার করছি না। তো, মিথ্যে কুমির কান্না কেঁদে তো লাভ নেই।
    ন্যানো কারখানা হলে,গ্রাম শুদ্ধু লোক চাওয়ালা, ছুতোর মিস্ত্রি, মিষ্টির দোকান, বা বৌদির হোটেলে কাজ পাবে, তাতেও বিস্তর পার্থক্য কিছু হবে না। হ্যা, আপনার আমার ছেলে মেয়ে, যারা কলকাতায় পড়াশোনা করেছে, বা প্রাইভেট ইঞ্জনিয়ারিংয়ের কলেজে,তাদের কিছু চাকরি হতে পারে। তাতেও কিন্তু আছে, কারণ টাটা ভিন রাজ্য থেকে গ্র্যাজু়েটদের আমদানি করবে। কর্পোরেট কিনা!
    আর ব্যবসায় স্ট্রাটিজি বলে একটা জিনিষ আছে।
    আর চাষের কি সম্ভাবনা আপনি জানেন না।
    চাষের জমি গাপ করার জন্যই এই হাঙর শিল্পপতিরা ঝাঁপিয়ে পড়েছে। মিডিয়া, তবলায় সঙ্গত দিচ্ছে।
    আর রাজনৈতিক নেতারা সেটিং করে নিচ্ছে।
  • Amit | 149.130.200.204 | ০৭ মে ২০১৮ ১৪:১৭370071
  • কুমিরের কান্না প্রবাদটা শুনেছি আগে। এখানে গুরুর পাতায় লাইভ দেখাও যাচ্ছে। চাষিদের জন্য এক বৃ বীর দরদ দেখে জাস্ট চোখে জল এসে যাচ্ছে।
  • T | 165.69.191.251 | ০৭ মে ২০১৮ ১৪:২২370072
  • ন্যানো দুলছে। চাষের জমি গাপ হয়ে যাচ্চে। হাঙর শিল্পপতিরা ঝাঁপিয়ে পড়েছে। মিডিয়া তবলায় সঙ্গত দিচ্ছে। রাজনৈতিক নেতারা সেটিং করে নিচ্ছে। টোরা, টোরা, টোরা। বিপোঁদ, বিপোঁদ, বিপোঁদ।
  • sm | 57.15.41.50 | ০৭ মে ২০১৮ ১৪:২৫370073
  • একবার দেখুন আমাদের শিল্পপতিদের ডিগবাজি গুলো।
    টাটা, বিড়লা,আম্বানি প্রমুখ বিগ বিজুরা, জানে লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি শিল্প , এগুলোতে ঝক্কি বেশী। কম্পিটিশনে বিদেশী কোম্পানি গুলোর সঙ্গে পারবে না।
    এদের মেইন ফোকাস এখন, হাউজিং,টেলিকম, আইটি,রিটেইল, ই কমার্স ইত্যাদি।
    শহরের জমিতে হুহা হাউজিং হচ্ছে।অবিশ্যি এখন একটু কমতির দিকে।
    সুপারমার্কেট চেন চালাতে গেলে প্রচুর কৃষিজাত দ্রব্যের দরকার। এরজন্য চাই জমি। এই জমি এর যেন তেন প্রকরেন হরপ করতে চায়।
    সুতরাং এই আন অর্গানাইজড সেক্টর কে অর্গানাইজড উপায়ে ডোবাবার রাস্তা এর বার করেই চলেছে।
    আমরা এগিয়ে চলেছি ভয়নকর মহাকর্ম সংকোচনের দিকে।
  • PT | 213.110.242.8 | ০৭ মে ২০১৮ ১৪:৩৯370074
  • "আপনি ও আপনার ছেলেকে চাষ বাস করবে না, আ মিও, আমার ছেলেকে উবের ড্রাইভার করছি না।"
    তা ঠিক। কিন্তু চাষীর ছেলেকে চাষী করে রাখার চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে সওয়াল করে যাচ্ছেন

    "আর চাষের কি সম্ভাবনা আপনি জানেন না।"
    বর্তমান ভারতে খুব একটা ভাল নয়। কিন্তু আপনি জানেন?

    "আমরা এগিয়ে চলেছি ভয়নকর মহাকর্ম সংকোচনের দিকে।"
    সেতো দক্ষিণপন্থী রাজনীতি ও অর্থনৈতিক কারণেই হচ্ছে। Jobless growth-এর কথা বহুদিন ধরেই আলোচিত হচ্ছে। তার ওপরে বিপুল পরিমাণ টাকা লুঠ-করা বন্ধু-বান্ধবদের দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করলে তো এরকমটাই হওয়ার কথা!!

    কয়েক বছর আগে এই তক্ক করতাম অতিবামেদের সঙ্গে আর এখন করছি এক দক্ষিণপন্থীর সঙ্গে। কি আশ্চর্য!!
  • Amit | 149.130.200.204 | ০৭ মে ২০১৮ ১৫:০০370075
  • PT দা, আপনি কি নিঃসন্দেহ যে কোনো দক্ষিনপন্থীর সাথে তর্ক করছেন ? ? কোনো কোনো ব্যক্তি আবার রক্ষণশীল বা উদারপন্থী কোনোটাই আদৌ নয়, জাস্ট উদরপন্থী।
  • sm | 57.15.75.234 | ০৭ মে ২০১৮ ১৫:০১370076
  • আমি তো আমার ছেলেকে চাষী বা উবের চালক করব না, কিন্তু আপনি?
    আপনিতো আমায় চিরস্থায়ী দক্ষিণ পন্থী, দাগিয়ে দিলেন, কিন্তু আপনি?
    আপনাকে কি নামে ডাকবো?
    ছাড়ুন ওসব কুট কাচালি।
    এই গুরুতে আমি ই বোধ হয়, সবথেকে বেশি শিল্পপতি দের এগেইনস্ট এ, ও ব্যাংক লোন ডিফল্ট।র দের বিরুদ্ধে বাক্য খরচা করেছি।
    তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে!
  • Amit | 149.130.200.204 | ০৭ মে ২০১৮ ১৫:০৪370077
  • নির্মল আনন্দ
  • T | 165.69.191.251 | ০৭ মে ২০১৮ ১৫:০৮370078
  • উফফ, সত্যিই নির্মল। মালা পরাও মালা।
  • পারি না | 195.100.87.207 | ০৭ মে ২০১৮ ১৫:৩৭370079
  • শিল্পপতিদের অবিশ্বাস! এ তো টোটাল খোরাক রে পাগলা।
  • PM | 105.184.23.7 | ০৭ মে ২০১৮ ১৫:৪০370082
  • আরে যে যে মাল ওদ্ভুতুরে তক্কো করে , ওঅদ্ভুত প্রোপোসিসন দেয় কোনো ডেটা ছাড়া সে পাতি ট্রোল।

    আমি প্রথম ১ মাসেই ভাত টিপে বুঝে গেছি--- তারপর থেকে শুধুই উপোভোগ করি---- আপনারা এরকম একজন বেওয়ারিশ ট্রোলের সাথে এত সময় অপচয় করছেন ,সিরিয়াস ডিসকাসনের চেষ্টা করছেন দেখে খারাপ ই লাগছে।

    ট্রোল হ্যান্ডেল করার উপায় হলো পাতি ইগনোর করা।

    যখন ভুল ডেটা দেয়, (যেমন টাটা মোটোর্স আর স্টিলের ক্রেডিট রেটিং খুব খারাপ), তখন লিন্ক দিয়ে ঠিক ডেটা টা দিয়ে দি , যাতে বাকি পাঠক ভুল তথ্য না হজম করে । না হোলে উপোভোগ করি তো নাচানাচি ঃ)

    দেখতে থাকুন, মজা নিন। ট্রোল কে ফিড ( কাঠাল পাতা )করবেন না ;) নাচানাচি এমনি ই বন্ধ হয়ে যাবে। আপনার উত্তর ই হলো ওনার ভিটামিন
  • Amit | 149.130.200.204 | ০৭ মে ২০১৮ ১৬:০৫370083
  • না না , জেবনে নির্মল আনন্দর ও দরকার আছে । এ রকম ফ্রি তে মাদারির খেলা কোথায় পাবো ?
  • sm | 57.15.18.246 | ০৭ মে ২০১৮ ১৬:৫৮370084
  • ওহ, লিংক নিয়ে কতা হচ্ছে, বুঝি--
    প্রথমে এই রিপোর্ট তা পড়তে অনুরোধ করি।মাকুদের লম্ফো ঝমফো বেশি পাত্তা না দেওয়াই ভালো। প্রথমেই বলে নেওয়া ভালো; দুটো জিনিস নিয়ে বলা হয়েছিল; ন্যানো ফ্লপ প্রোডাক্ট আর কোরাস কিনে রতন টাটা ব্লান্ডার করেছে।
    টাটা মোটোর্স্ এর ক্রেডিট রেটিং নিয়ে কিছু বলা হয়নি; ওটা বড় মাকুটার বানানো ঢপ।
    https://www.firstpost.com/business/a-tale-of-2-acquisitions-in-9-charts-tata-steels-failure-with-corus-and-tata-motors-success-with-jlr-2704788.html
  • sm | 57.15.18.246 | ০৭ মে ২০১৮ ১৭:০৮370085
  • এটা পড়া হলে কিছু তথ্য ও লিংক।2007 সালে কোরাস হাতে নেওয়ার পর ঋণের দায়ে জর্জরিত ছিল টাটা স্টিল ।টাটা স্টিল এর ইউরোপের অবস্থা আরো খারাপ হয়।
    মনে রাখতে হবে 2007 সল্ নাগাদ ট্যাটাস্টিল একটি বুমিং কোম্পানি ছিল। যার ক্রেডিট রেটিং পড়তে শুরু করে 2008 থেকে,। শেয়ার প্রাইস,ক্রেডিট রেটিং, প্রোডাকশন সব কিছু।মেইনলি ইউরোপ ডিভিশন।
    2012 সালে সাইরাস মিস্ত্রি হাল ধরে।নিরলস প্রচেষ্টা চলে নেক্সট কয়েক বছর।বেশ কিছু কারখানা গোটানো হয়, বিক্রি করা হয়,পরিমার্জন করা হয়।অবস্থার উন্নতি হয় খুব ধীরে।2016 শেষের দিকে আসে রতন টাটা,আবার।
    ২০১৭ র শেষ দিকে রেটিং আর একটু উন্নত হয়।স্টেবল রেটিং পায়; তাও কিছু রেটিং এজেন্সি এখন ও নেগেটিভ আউট লুক দিয়ে রেখেছে।এখন ও বিপুল ধারের বোঝা কোম্পানির কাঁধে ও প্রোডাকশন বেশ কম।
    Brickwork Ratings, a SEBI-registered credit rating agency, has downgraded Tata Steel’s credit rating with a negative outlook citing “heightened management risk” and “lack of clarity at group-level management” which may impact its strategic-decision making process following the ouster of Cyrus Mistry as Chairman of Tata Sons.
    “Brickwork Ratings revises rating to ‘BWR AA’ with Negative Outlook from BWR AA+ with Stable Outlook for the unsecured Non Convertible Debenture (NCD) issues of Rs. 4,000 Crore.
    http://www.thehindu.com/business/Industry/Brickwork-Ratings-downgrades-Tata-Steel/article16086213.ece
    By late 2014 Tata Group remained £13 billion in debt, which had increased following the acquisition of Corus in 2007, due to reduced demand in Europe (see Financial crisis of 2007–08 and Great Recession). As a result, the company sought to reduce liabilities: the European long products division was offered in sale to Klesch Group.[27] The long products division employed c. 6,500, and was operating at about 60% of its 5 million ton pa capacity; the division included primary production at Scunthorpe steelworks; mills in Teesside (Teesside beam mill, Skinningrove and Darlington special profiles); France (Hayange rail mill); Scotland (Dalzell and Clydebridge), and other assets including the Immingham Bulk Terminal.[28] In late 2014 estimates for the value of the property were c. $1.4 billion.[
    The sale of the Long Products division to Greybull Capital for a nominal £1 was agreed on 11 April 2016, with Greybull taking over assets and liabilities of the division. On completion of the sale Greybull was to rename the business "British Steel". At takeover the division employed approximately 5,000 persons, predominately in the UK.[48] The sale was completed end of May 2016.[49]
    https://en.wikipedia.org/wiki/Tata_Steel_iurop
    The total debt of Tata Steel has jumped 36 percent to 816 billion rupees ($13.3 billion) since 2009 after its plan to expand in Europe through Corus was marred by the global recession.
    Standard & Poor's on Thursday lowered the outlook of Tata Steel and its UK-based subsidiary TSUKH to 'negative' from 'stable' citing continued weak performance.
    https://www.news18.com/news/business/sp-lowers-outlook-of-tata-steel-491413.html
  • modi | 87.247.181.165 | ০৭ মে ২০১৮ ১৭:৩৮370086
  • ঝোলা ইয়ের মোদ্দা কথাটা কি?

    টাটাকে ঢুকতে দেওয়া উচিত না।

    টাটাকে একমাত্র পিসীর গাইডেন্সে ঢুকতে দেওয়া উচিত।

    কোন ভারী শিল্পকেই ঢুকতে দেওয়া উচিত না

    উপরের সবকটি।

    জমি নিয়ে ঝোলা ইয়ের মনোবেদনা বোঝা যায়। জমির ওপর অধিকার শুধু আরাবুল (ভাঙর পশ্য) মাফিয়ার। আর কেউ জমি চাইলেই হনুব্রত লেলিয়ে দেওয়া হবে।
  • sm | 52.110.150.25 | ০৭ মে ২০১৮ ১৯:২৩370088
  • ছোট মাকু একটা রিপোর্ট দিলো,ইন্ডিয়ার বিভিন্ন কোম্পানির ধারের পরিমান।
    ওকে টাটা গ্রূপের মোট ধারের পরিমান দিলাম 2016 অবধি। চার বছর মিস্ত্রি ছিল বলে পরিস্থিতির উন্নতি হয়েছিল।

    According to Tata Sons, the group’s total debt increased by Rs 69,877 crore to Rs 225,740 crore between 2012-13 and 2015-16. But the net debt-to-equity ratio also declined sharply in the same period.

    Mistry became chairman of Tata Sons on December 28, 2012.
    http://www.business-standard.com/article/companies/tata-group-debt-peaked-leverage-declined-under-mistry-116111001425_1.html
  • sm | 52.110.142.132 | ০৭ মে ২০১৮ ১৯:৪৪370089
  • (WBIDC) acquired approximately 1000 acres of agricultural land for the project pursuant to the Land Acquisition Act, 1894 (L.A. Act), affecting the livelihoods of approximately 25,000 people – farmers, sharecroppers, landless laborers, and rickshaw pullers
    http://socialprotection-humanrights.org/legaldep/right-land-livelihoods-india/
    এবার এদের ফ্যামিলি মেম্বার কতোজন ধরা হবে?
  • PM | 57.11.199.57 (*) | ০৭ মে ২০১৮ ১৯:৪৯370091
  • IP Address : 57.11.199.57 (*) Date:05 May 2018 -- 12:42 PM

    "আগে বলুন রতন বাবুর আমলে কতো ধার হয়েছে। ক্রেডিট রেটিং এর কি অবস্থা।"--- সব ই মায়া যদিও ঃ)
  • T | 129.74.180.59 | ০৭ মে ২০১৮ ১৯:৫৮370093
  • সংহতির আর্টিকল খুঁজলে একলাখ লোকও পাওয়া যাবে। :)) আর সিঙ্গুর আন্দোলনে গোটা রাজ্যের মানুষ অ্যাফেক্টেড হয়েছে কোনো না কোনো ভাবে ঃ))।

    দুহাজার এগারোর সেনশাস ডেটা দেখে নিলেই তো হয় যে ছ টা মৌজায় কত লোক আছে। আরেকবার লিখে দিলাম, পাঁচহাজারের কিছু বেশী পরিবার রয়েছে। তাদের মধ্যে পনেরোশো অষ্টাশিটি পরিবারের জমি নেওয়া হয়েছিল। লিংক দেওয়া হবে না, খুঁটে খেতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন