এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ২০১৮ র মেলায় মেলায় গুরু

    pi
    বইপত্তর | ০৫ জানুয়ারি ২০১৮ | ৭০০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 | ১৬ জানুয়ারি ২০১৮ ১৭:৪৬372156
  • ঃ)))
    এটা দিয়েই পোস্টার হয়ে যাক তাইলে ?
  • S | 194.167.2.96 | ১৬ জানুয়ারি ২০১৮ ২০:৫৩372157
  • ভালো আইডিয়া।
  • kumu | 192.69.2.169 | ১৬ জানুয়ারি ২০১৮ ২১:১৬372158
  • ভয়ংকর বিরক্ত হওন,সকলকে কটমট করিয়া দেখন।
  • pi | 24.139.221.129 | ১৬ জানুয়ারি ২০১৮ ২১:৩৪372159
  • কেন ?? তোমার ডেট ঠিক হল ? এবার তো কুমুদি বসে আমাদের বইমেলা ধারাবিবরণী লিখবে, সেই আশায় বসে আছি !
  • pi | 24.139.221.129 | ১৬ জানুয়ারি ২০১৮ ২১:৫৪372160
  • আলপনা।

  • pi | 24.139.221.129 | ৩১ জানুয়ারি ২০১৮ ২০:২৪372161
  • হুহা চলছে বইমেলা। হুতোরা দারুণ সাজিয়ে দিয়েছে। কল্লোলদা প্রতিভাদি হুতো রৌহিন, অর্জুন শুভদীপ শেখরদা দেবারতি সব্যসাচীবাবু মৃগাঙ্ক ঋতুপর্ণবাবু ( আরো অনেকে আছে নি্শ্চয়, আমি ম্যারাথন মিটিং এর ফাঁকে ফাঁকে ছবিতে যা দেখলাম) সব মিলে দারুণ হইচই শুনলাম। বিক্রিও খুব ভাল হয়েছে শুনলাম।
    এসে গেছে নতুন সব বই আর ক্যালেণ্ডারও !
  • pi | 24.139.221.129 | ৩১ জানুয়ারি ২০১৮ ২০:২৭372162
  • লোকে এত জায়গায় এত ছবি দিচ্ছে আর গল্প লিখছে, কেউ যে কেন সাইটে লেখে না ! এদের নাকি সাইটে লেখা খুব শক্ত লাগে কোথা থেকে কে সব এখানে তুলবে ঃ(

    কিন্তু হুতো না লিখলে মর্মপীড় ওকে ত্যাজ্য করবেন, মনে রাখা ভাল
  • S | 194.167.2.96 | ৩১ জানুয়ারি ২০১৮ ২০:৩০372163
  • ছবি নেই ক্যানে?
  • S | 194.167.2.96 | ৩১ জানুয়ারি ২০১৮ ২২:১৫372166
  • থ্যান্কু।
  • pi | 24.139.221.129 | ৩১ জানুয়ারি ২০১৮ ২২:৩২372167
  • এটা আলবাম না একটা ছবি?

    নিজেদের ফেবু আলবামের লিনক দেয় কীকরে?
  • কল্লোল | 233.191.50.162 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:১৩372168
  • গতকাল ৩০ জানুয়ারী, বইমেলার বিসমিল্লা হলো। সৌমিত্রবাবু, ফ্রান্সের রাষ্ট্রদূত আর মমতা। এমত বিদঘুটে সমাহার বইমেলাতেই হয়। লিটল ম্যাগের পরাবাস্তব কবিতার পাশেই থাকে ছত্তিশানন্দ প্রভুর বাণী, আইআইটি খড়্গপুরের পাশেই হুলিয়ে চটপটা রান্নার বই।
    সে যাক।
    আমাদের একাই দুশো এবার এট্টু স্যান্ডুইচড লেটুস। মানে ষড়োযন্ত্রো। পেছনটি নিলামকালে ফাঁকাই ছিলো, মেলায় এসে দেখা গেলো পশ্চাতে এট্টি A জুটেছে। বোঝো।
    কিন্তু সন্ধ্যে নামতেই বোঝা গেলো ষড়োযন্ত্রো আরও বাকি। চাদ্দিকে আলো গুরুই শুধু কালো। তবে তাতে কি সব্যসাচীরে দমায়ে রাখা যায়? সামনের কি এক সারস্বতের আলোয় সে কবিতার বই আলাদা আলাদা করে গুনে ফেললো। অবশ্যি অর্জুন সাথে খুব কাজ করেছে। মানে ঐ আর কি সব্যসাচীস্কোয়ার+2(সব্যসাচীঅর্জুন)+অর্জুনস্কোয়ার।
    এর মধ্যে রৌহীন গেছে জোয়ার বাসায়, তাপ্পর আরও কাহাঁ কাহাঁ মুল্লুকে। প্রতিভা আসছে তালা চাবি নে। প্রতিভার সাথে কিসব কথাবাত্তা বলে অর্জুন তারে তালাচাবি সমেত নে এলো। তবে কোলাপসিবল গেটে চাবি পল্লো।
    দুগ্গা দুগ্গা।
    ফেরার পথে মালুম হলো (অবশ্য আসার পথেও হলো) এবারে মেলায় যাতায়াত একদম জলের মতো সোজা। না না মোটেও রানাঘাট-ডায়মনহারবা-তিব্বত নয়। মা এবার করুণাময়ী।

    আজ ৩১ জানুয়ারী। দেরীতে গেছি (প্রায় ৫টায়)। ওয়াঁ, একাই ২০০ ঝকঝকে। প্রতিভা, হুতো, রৌহিন, অর্জুন, শুভদীপ, শেখর, দেবারতি, সব্যসাচী, মৃগাঙ্ক, ঋতুপর্ণ হক্কলে মিলে এক্কেরে মাঞ্জা দিয়ে ফেলেছে।
    আসুন আসুন আসুন ২০০য় আসুন সাতশো মজায়।
    আমি বইমেলার ইতিহাসে এই পেথমবার কিছুদিন থাকবো না।
    দেখা হবে ৬ তারিখ। ততোদিন মজায় থাকুন, মজায় রাখুন।
  • pi | 57.29.198.60 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৩৯372169
  • কী যে।মিস করছি ঃ(

    কল্লোলদা, টিমের বই সহ সবার নতুন বইই চলে এসেছে। মামুর নতুন বই আর এবারের নতুন ম্যাগ বাদে। তারাও কাল পরশু তরশু আসছে।

    আলবামের লিন্ক তো শেয়ার হচ্ছেনা, আমার প্রোফাইলে বইমেলা ২০১৮ বলে আছে।

    কিন্তু কল্লোলদা, বই হাতে তোমার ছবি কই? সেকি আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আসবে না?
    ও, সেটার দিন মোটামুটি ৮ তারিখ। দুদিন বাদে গিল্ড আপিস থেকে স্থানকাল কনফার্ম্ড হবে। ওদিন নতুন বইগুলোর উদ্বোধন।

    টিম,হুচি, এখনো সময় আছে, টিকিট কেটে ফেলো!

    বাকি সবাইকেই বলছি!

    আমর নিজেরই অবশ্য এখনো আরো...

    কী যে মিস করছি!
  • r2h | 116.203.165.225 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৫০372170
  • মর্মপীড় ত্যাজ্য করতে বাকী কী রেখেছেন। কিন্তু আমি তবুও একনিষ্ঠ।

    তা সেরকম কিছু ঘনঘটা এখনো হয়নি, মেলা এখনো সুবৃহৎ কন্স্ট্রাকশন সাইট। তাতে আমাদের সুবিধেই হয়েছে, স্টলের তালা খোলার আগে মঞ্চসজ্জার আর্ধেক আয়োজন উল্টোদিকের ফাঁকা স্টলে বসে করে ফেলা গেছে, টঙে চড়ে প্যাঁচা টাঙানোর জন্যে হাতের কাছে মইয়ের মত একটা জিনিস পাওয়া গেছে (খুবই বিপজ্জনক নড়বড়ে যদিও, কিন্তু আমরা কি আর সেসবে ডরাই), হাতুড়ি পাওয়া গেল পাশের স্টলে, সুন্দর পেশাদার টানটান করে ফ্লেক্স লাগিয়ে দিয়েছেন আশেপাশের নির্মিয়মান স্টলের ব্যস্ত কর্মী - হ্যাঁ, এখনো অনেক স্টল তৈরী হচ্ছে, কল্লোলদা যে A স্টল এর কথা বললো, সেই এ সিরিজের স্টলগুলি এখনো যন্ত্রস্থ।

    তারমধ্যেই ভীড় হচ্ছে একটু আধটু, আমাদের স্টলএ লোকজন, বিক্রীবাটা, গল্প আলোচনা। এই তো সবে শুরু হলো বইমেলা - নতুন বইপত্র আসছে, নতুন লোকজনের সঙ্গে দেখা হবে।

    সাত আট অথবা ন নম্বর গেট দিয়ে ঢুকে যে স্টলগুলি সবচে কাছাকাছি, সেগুলি পার্পল জোন। এই পারপল জোনেরই মধ্যবর্তী কোথাও একটা আমরা, স্টল নং ২০০।
  • r2h | 116.203.165.225 | ৩১ জানুয়ারি ২০১৮ ২৩:৫৪372171
  • ও না, এ নাকি পার্পল নয়, পিঙ্ক। সে যাই হোক, নীল হলুদ সবুজ নয় এইটা মনে রাখবেন।
  • pi | 57.29.198.60 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০২372172
  • পার্পল না?
  • R2h | 233.227.114.79 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৮372173
  • আমিও পার্পলই জানতাম, বইমেলার সাইটে দেখছি পিঙ্ক লেখা
  • pi | 57.29.216.211 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৪372174
  • উপ্স!

    আমি আবার সাইটেই পার্পল দেখেছিলাম।
  • pi | 57.29.197.249 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৬372175
  • আমাদের হাতুড়িবন্ধু ও পেঁচকস্মারক বহনকারী প্রতিবেশীদের নিয়ে বিশদে জানতে মুন্চায়।

    ওদিকে ভি এইচ পি নাকি এবারেও পিছু ধরেছে?
  • pi | 57.29.226.160 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৪372177
  • বইমেলার ম্যাপে দেখছি গুরুর স্টলের উল্টোদিকে রয়েছে পরম।ভোলানাথ মাস্টারমশায় মহা সংঘ! এদের সম্বন্ধে।যা শুনলাম ভোলানাথ মাস্টার ছিলেন বিরিন্চিবাবা ২।
    এ`দের দেখারও ইচ্ছে রইল।
  • কল্লোল | 37.63.132.156 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:২৪372178
  • নিজের বৈ হাতে ছোবি!! ক্যামোং ইয়ে লাগতেছে। আমার কি নাজ নজ্জা নেইকো!
  • pi | 24.139.221.129 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৬372179
  • আচ্ছা, ও আমরাই গিয়ে তুলে দেব খন । কিন্তু বইটা কেমন হল জানব কীকরে ? কিছুই তো হাতে নিয়ে দেখতে পাচ্ছিনা, এই মিটিং মিছিলের চক্করে ঃ(
  • কল্লোল | 116.203.148.66 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪০372180
  • গতকাল গৌতম ভদ্র আর দীপেশ চক্রবর্তির জন্য বই নিয়ে গেছিলাম গৌতমদার কাছে। গৌতমদা বইটার প্রোডাকশনের খুব প্রশংসা করলেন।
  • kumu | 192.69.72.147 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৫372181
  • এত লোকের মধ্যেকয়েকজন তো দিল্লি বইমেলায় আসতে পারে।যদিও ললির তুলনায় ছোট মেলা,তাও।
  • kumu | 192.69.72.147 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬372182
  • যদিও কলির তুলনায় ছোট মেলা,তাও।
  • kumu | 192.69.72.147 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০৫372183
  • আমার প্রস্তাব হোলো,যে সব গুরুরা দিল্লি হয়ে কলি বইম্যালাতে যাচ্চে,তাদের মুখে গামছা বেঁধে নামিয়ে নেয়া হোক,আর দিল্লিমেলার অব্দি আটকে রাখা হোক।সিকিসোমরাজসুমন ইত্যাদিরা নিশ্চই এইটুকু করতে পারবে।
    প্রয়োজনে গুমঘর ভাড়া দেওয়া হইবে।
  • | 144.159.168.72 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৭372184
  • কারা দিল্লি হয়ে যাচ্ছে?
    কেনই বা দিল্লি হয়ে যাচ্ছে?
    এ কি আমড়াতলার মোড় নাকি??

    দূষণে খানিক আয়ুক্ষয় হবে যে!
  • পিনাকী | 59.248.225.53 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪০372185
  • এবাবা আমিই তো দিল্লী হয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট এই মুহূর্তে দিল্লী এয়ারপোর্টে বসে সেই ওয়াইফাই দিয়েই গুরু করছি। এমন শমন জারি হয়েছে কেন? হামি গরীব আদমি আছে। হামি কুছু জানে না।
  • pi | 24.139.221.129 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১372188
  • কল্লোলদা, এটা শুনে বেশ ভাল লাগল ঃ)

    প্রোডাকশনে এখন অদলবদল করা হয়েছে।
  • pi | 24.139.221.129 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১372186
  • পিনাকীদার সাত ঘণ্টা বসে থাকা না ? দিল্লি ঘোরা , ভাট সব হয়ে যাবে তো !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন