এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ২০১৮ র মেলায় মেলায় গুরু

    pi
    বইপত্তর | ০৫ জানুয়ারি ২০১৮ | ৭০০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৪372189
  • ও। দেদি এটালের সাথেও কথা নেই।
  • de | 69.185.236.57 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৬372190
  • রাগ কোরোনা পাই - পরের বার আসবো এমনি প্ল্যান করেচি - তুমি রাগলে গুরু আঁধার!
  • T | 80.183.62.238 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২২372191
  • সেকী! ৯ কোথায় গ্যালো?
  • r2h | 116.203.153.171 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৪372192
  • হ্যাঁ, ৯ টা লাগানো হয়নি এখনো, কাল মনে করে লাগিয়ে দিতে হবে, কিন্তু মই লাগবে যে।

    সে যাই হোক, মেলা একটু ছন্নছাড়া, গেটের প্রান্তগুলি আলাদা হয়ে যাওয়াতে ভীড় ভাগ হয়ে গেছে মনে হয়। তবে লোকজন কাশ্মীর, দিনগুলি রাতগুলি খোঁজ করে নিয়ে গেলেন, দুতিনজনের একটা দল এসে জিজ্ঞেস করলো বস্টনে বঙ্গের মতো বিষয় নিয়ে অন্য কি বই আছে, উইকেন্ডে আবার আসবেন।

    সন্ধের মুখে স্টলে ঢুকতে না ঢুকতেই লেবু চা পাওয়া গেল। জোয়াদি, শেখরদা, সব্যসাচীবাবু, রৌহিন, সঞ্জীব, সবাই মিলে আরেক প্রস্থ কাউন্টারে ফ্লেক্স লাগানো ইত্যাদি। বিক্রীবাটা লোকজনের আসা যাওয় ইত্যাদির মাঝে আড্ডা। পটুয়াদের বলেছেন প্যাঁচা আঁকবেন আর গান বাঁধবেন, এই যাহ, ভুলে গেছি, ওরা যেন কারা, বলেছে পটুয়াদের গানের সঙ্গে গীটার বাজাবে। কাল থেকে মেলা আরো জমবে আশা করা যাচ্ছে।

    দেওয়ালে প্যাঁচা আঁকা শুরু হয়ে গেছে, ঋতুপর্ণবাবু হাত লাগালে সে একেবারে চৌধবী কা চাঁদ হয়ে উঠবে, কালকে একবার দেখুন শুধু।

    ও, আমাদের উল্টোদিকের স্টল এখনো ফাঁকা। তো গতকাল ওদের স্টলের কাউন্টারের ওপর রেখে প্যাঁচার কাট আউট করতে গিয়ে ওদের কাউন্টারে প্যাঁচা খোদাই হয়ে গেছে। এই নিয়ে একটু চিন্তায় ছিলাম, তবে দুদিনে সেই অপরাধ তামাদি হয়ে গেছে। আর স্রোত যে আমাদের হাতুড়িতুতো কমরেড তা কি বলেছি? ওঁরা আমাদের নিশানদিহি খাম্বা পোঁতার জন্যে হাতুড়ি দিয়ে সাহায্য করেছেন, বলেছেন ভবিষ্যতেও হাতুড়ি লাগলেই চেয়ে নিতে।
  • r2h | 116.203.153.171 | ০১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫১372193
  • উপসংহার লিখতে ভুলে গেছি।

    হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজ্‌বিজ্‌, বই পড়তে চাইলে, কিনতে চাইলে, আড্ডা দিতে চাইলে, পট দেখতে চাইলে, দেওয়ালে ছবি আঁকতে চাইলে, গান শুনতে বা গাইতে চাইলে, গাছে বাক্স ঝোলাতে চাইলে, উল্টো দিকের ফাঁকা স্টলে বসে থাকতে চাইলে (এটা সবচে এক্সক্লুসিভ - গোটা বইমেলায় এমন একটা স্টল দেখান দেখি যার উল্টোদিকের স্টল ফাঁকা?), চলে আসুন গুরুচণ্ডা৯, স্টল নং ২০০, ৭/৮/৯ নং গেটের কাছে। অন্য গেট দিয়েও আসা যায়, মাঝে দুর্গম গিরিকান্তার মরু এইসব পড়বে আরকি, তবে তাতে ঘাবড়ালে চলবে না, হাঁকিছে গুরুচন্ডা৯। অন্যান্য স্টল দেখতে দেখতে, জাগো বাংলা, গিল্ডের অফিস, পুলিশের অফিস এইসব দেখতে দেখতে সিধে পৌঁছে যাবেন।

    একটা নতুন বাস দিয়েছে গড়িয়া থেকে করুণাময়ী এস১৪। যাদবপুর থেকে এস৯। করুণাময়ী বাস টার্মিনাসে নামলে যে গেটটা সেটাই ৯নং। আগে লোকে ৯ কে ৯ ভাবতো, বলতো গ্রুচণ্ডানয়। তো ৯'র প্রতি কামারাদারী দেখিয়ে নামুন ৯নং গেটে, প্রবল গন্ধযুক্ত অস্থায়ী গণশৌচাগার পেরিয়ে বামপন্থা অবলম্বন করে অলি গলি চলি বাম, গুরুচণ্ডা৯। যেখানে একঘাটে জল খায় গুরু ও চণ্ডাল, যাদের উল্টোদিকে বইমেলার তৃতীয় দিনেও একটি ফাঁকা স্টলে হাত পা ছড়িয়ে আড্ডার সুযোগ।
  • T | 14.16.26.172 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:১২372194
  • আহা, উল্টোদিকের স্টল যেন ফাঁকাই থাকে। আমার আবার একটু বেশীই জায়গা লাগে কিনা।
  • T | 14.16.26.172 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৪০372195
  • হুতোদা নিশ্চয়ই নয় দশ এগারো মেলায় থাগবে। দেখা হবে তাহলে।
  • pi | 57.29.234.216 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫১372196
  • হুতো, ঃ)))

    টি, গতবারের সামনের স্টল মনে আছে?
  • R2h | 233.227.121.206 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১১372197
  • নয় দশ আছি, দেখা হচ্ছে!
  • সিকি | 158.168.40.123 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৩372199
  • হুম, উল্টোদিকের স্টল ফাঁকা থাকাটা চূড়ান্ত এক্সক্লুসিভ, ষড়যন্ত্র করতে সুবিধে হবে। টি যেন সবসময়েই অনাদি কেবিন আর ঐকীসবযেন-তে সময় না কাটায়।

    আর ইয়ে হুতো, গড়িয়া যাদপ্পুর পেরিয়ে একটা দুটো হাওড়ার বাসের খবরও যদি দেওয়া যেত তো গরীবের একটু উপকার হত।

    পিনাকীর ব্যাপারটা আমি নোট করে রাখলাম। দুপুর বারোটা চল্লিশ, দিল্লি অ্যারপোর্ট, সাতঘন্টা স্টপওভার, অথচ সেই খবর জানানো হচ্ছে অ্যারপোর্টে বসে, আগে থেকে জানানো যায় নি। মনে থাগবে।

    তা হলে ঐ কথাই রইল। আট থেকে এগারো।
  • aranya | 83.197.98.233 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৮372200
  • সুমনের গানের লাইন মনে পড়ে -
    'ধরা পড়ে গেছে দেহটা, তবু ধরা পড়বে না মন'

    বিবিধ কর্তব্য, দায়িত্বের জালে বন্দী দেহ আম্রিগায়, মন পড়ে বইমেলায়..
  • বইমেলা উপলক্ষে রইলো :: বইমেলা | 53.224.129.62 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৯372201
  • #

    মোল্লার সব ইয়ার দোস্তের হয় লেখক হিসেবে বই ছাপা হচ্ছে নইলে তারা প্রকাশক হয়ে অন্যের বই ছাপছে।
    মাঝখানে মোল্লা পড়েচে বিপদে । এক মজলিশে সবাই মিলে তার এত্তেলা নিতে এলে মোল্লা আল্লাহতালা কে
    স্মরণ করে দোয়া মাঙ্গলে : যাঁদের বই ছাপা হচ্ছে তাঁরা বিক্কিরি করুন আর যাঁরা
    ছাপছেন , তাঁরাই কিনে ফেলুন !!

    #

    মোল্লার দোস্ত দৌড়ে এসে বললে : নাসির , কাঁঠালপাতা প্রকাশনী এবার মধ্যবয়েসী
    হর্নি ছাগল সমগ্র ছাপছে , শুনেছ ?

    মোল্লা ভ্রু কুঁচকেে বললে : তাতে আমার কী ?
    দোস্ত বললে : ইনশাল্লা তাতে তোমার ও একখান লেখা থাকবে যে !

    ততোধিক গম্ভীর নাসিরের জবাব : তাতে তোমার কী !!!

    #

    পটের বিবি প্রকাশনীর স্টলে ঢুকেচে মোল্লা নাসির । সেখানে সকলেই মুগ্ধ হয়ে নতুন
    প্রকাশিত "তোমরা চল ডালে ডালে ,আমরা চলি পাতায় পাতায় " বইটির
    চরম প্রশংসা কচ্ছে । তার কী বাঁধাই , পাতায় পাতায় ইত্বরের সুবাস ,
    পাখি উড়চে ,হাওয়া বইচে , বাহার দেখে আর কারো বাক্যি সরেনা ।

    অনেকক্ষণ এসব রকমসকম দেখে মোল্লা একটা তেপায়া যোগার করে উঠে বিশাল
    হাঁক দিয়ে বললে : হে আমার এতিম দোস্তোরা ,এখনো সময় আছে , আসুন বইটি আমাদের পেড়ে ফেলার আগে আমরা বইটিকে পড়ে ফেলি !

    #
    মোল্লা এবার স্টলে বসেছে । তবে কিনা ফানকারী তো মোল্লার রক্তে নাই তাই
    বেনিমাধবের পঞ্জিকার স্টল ই সই ।আর এমন ফিতরত , যে মেলা উদ্বোধনে এসে রাণীমা
    সেই পঞ্জিকার স্টলেই পা দিলেন !! নেড়েচেড়ে দেখে পঞ্জিকার দাম জিগাতে মোল্লা বললে : আজ্ঞে , ১০০ ডলার !

    রাণীমা তো চমকে পয়তিরিশ ! নাসির , তোমার পঞ্জিকা এত আক্কারা হলো কবে থেকে ??
    মোল্লা , কদমবুসি করে কইলে : আক্কারা তো পঞ্জিকার নয় , আক্কারা রাণীমার পায়ের ধুলোর !

    #
    নাসিরুদ্দিন তো সাহিত্য -রাজনীতি কিছুই বুঝে না , তবে আল্লাহর গজব লয়ে
    একখানি বই তার বেরোনোর কথা পেঁচিরমা প্রকাশনী থেকে । মেলার দশদিন আগ হতে মোল্লা
    গিয়ে প্রকাশকের ঘরে তাড়া দেয় , বই এর আর দেখা মেলে না । মেলা শুরু হয়ে গ্যালো ।
    বই আসেনা । শেষে সে কিতাব আইলো , তার রূপ দেখে মোল্লার চক্ষু চড়কগাছ । খুদী খুদী অক্ষরে
    একফর্মায় ছাপাইছে চার্ফরমার বই , এমনকি সামনের মলাট -পিছনের মলাটেও লিখে রাখছে ।

    ক্ষোভে হতাশায় নাসির চেঁচিয়ে উঠলো : হেইডা কীঈঈ ? কেপ্পনের মত হেইডা কী ছাপছেন ??

    নূর দুলায়ে, গলায় সুর খেলায়ে পেঁচিরমা-র প্রকাশকের জবাব : ক্যান ,আপনের বই !!

    নাসির ক্রোধে উন্মত্ত হয়ে বললে : হেইডা যদি বই হয় তবে এতে আল্লাহর গজব কোই ? আর হেইডা যদি আল্লাহর গজব হয় তো আমার বইডা কোই ???
  • পাই | 127.226.238.86 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪০372202
  • আমার ফোন গাড়িচাপা পড়ল। রাস্তায় পথচারী গাড়িচারী লোক সমবেতভাবে রই রই করে উঠলেন। যে গাড়ি চাপা দিয়েছে, তার চালক প্রচুর চেঁচয়ে আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। কারণ আমি টেরই পাইনি, ফোন আমার হাত কখন ছেড়ে মাঝরাস্তায় চলে গেছে। কেন গেছিল জানিনা। আত্মহত্যার চেষ্টা ছিল কিনাও এখনো জানিনা। পথিপার্শ্বে চিতকারে হকচকিয়ে এপাশ ওপাশে তাকিয়ে দেখি সবাই আমাকেই ডাকছে। তাদেরই দৃষ্টি ও আংুল অনুসরণ করে দেখি সে পড়ে আছে। কালো রাস্তায় হলুদ নিয়ন আলোয় সে বিষণ্ণ হলুদ চেহারা ভাল ছবি হতে পারত। কিন্তু এরকম অবস্থায় ছবি না তুলে তাড়াতাড়ি দেখতে যেতে হয় বলে তাই করলাম। গাড়ি আসছেনা দেখে টুক করে তুলে নিলাম।

    সে কি! এতো কেবল পোশাকটি পড়ে আছে। আবারো সমবেত স্বর অনুসরণ করে আসল জনকে পেলাম। সমবেত স্বর এও বলছিল, ও আর কিছু নেই দিদি। শেষ হয়ে গেছে। গাড়ি পুরো চাপা দিয়ে গেছে। আর কী দেখতে যাচ্ছেন। কিন্তু সেটা তো কোন কথা নয়।
    যেতে হয়। গেলাম। মাঝরাস্তায়। মন শক্ত করেই গেলাম। মুখ থুবড়ে পড়ে ছিল। কাঁপা হাতে তুলল্যম।

    সমবেত স্বর বলছিল, দিদি, আর কিছু নেই।

    কিন্তু এ কি দেখলাম। পুরো টুটাফুটা ভাংা কাঁচের মধ্যেও আংুল চালিয়ে, হ্যাঁ, পিন টাইপ হল!

    এবং এই ফেসবুক খুলল!

    নাঃ।। অনেক গাল পেড়েছি এই ফোনের পাগলামিতে অস্থির হয়ে। আর কোন্দিন না।
    হৃদমাঝারে না রাখি, ফেলে দেব না।
    যেতে নাহি দিব।

    আর এই আমার, সরি আমাদের বইমেলা অভিযান শুরু। , সেই বস্ত্রমেলার জায়গায় এবারে বইমেলা। আর কী কী আছে সামনে, ভাবতে তিড়িতনক হচ্ছে। আর এসব লিখিতে গিয়ে মনে হচ্ছে বাসস্টপ পেরোলাম!
  • ফরিদা | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০৩372203
  • গুরুর স্টলে "ফোনঘর" পাওয়া যায় নি - এক বন্ধু গিয়েছিল। পায়নি।
  • Du | 182.58.104.209 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৪372204
  • হুতো আর টি যেদিন একসাথে থাকবে সেদিন কাঠবেড়ালির পাশে একটা ম্যাওবেড়ালের ছবিও রাখা হোক।
  • r2h | 233.191.63.36 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৭372205
  • কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, ফোনঘর আছে তো স্টলে, ডিসপ্লেতে একেবারে মুখোমুখি।
  • r2h | 233.191.63.36 | ০২ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪১372206
  • ঠিক, কাল পর্শু গিয়ে একটা বেড়ালের ছবি এঁকে আসবো।

    সিকির জন্যে হাওড়ার বাস দেখে এসেছি, তার নাম্বার বিএফেসপি১। বইমেলা স্পেশাল নতুন বাস। একের পর এক, অনেক বাস।

    তবে সব জায়গার বাস নেই। শ্যামবাজারে বাস ছিল না। একটা বাস ছিল চাকলা যাওয়ার, আমার ধারনা ছিল এতদূর গেলে নিশ্চয় শ্যামবাজার হয়েই যাবে। পাই বললো আসলে নাকী সেরকম নয়। কে জানে, আমার কাছে চাকলা শ্যামবাজার তিব্বত সবই এক।

    দুঃখের খবর হলো আমাদের উল্টোদিকের স্টল এখনো চালু না হলেও ওঁরা তালা লাগিয়ে চলে গেছেন। ভেতরে একজন ধর্মগুরুর ছবি। ইনফ্যাক্ট আমাদের আশেপাশে অনেক ধর্মীয় স্টল আছে। যাঁরা জিরাফে আগ্রহী নন তাঁরা যেতে পারেন। ভোডাফোন, শেয়ার বাজারের ডিভিডি এইসবও আমাদের নিকটেই। তবে আরেকটা ফাঁকা স্টল পাওয়া গেছে, বড় স্টল, কালও যদি ফাঁকা থাকে তাহলে কিছু একটা করতে হবে। আর চায়ের দোকান না থাকলেও আমাদের কাছাকাছি চাউমিনের দোকান আছে একটা। কিন্তু জীবন লেবু দিলে যেমন আধুনিক রীতিতে পয়সা ফেরত চাইতে হয়, সেরকমই চাউমিন থেকে চা বানানোর পদ্ধতি আমরা জানিনা, শুধু চৈনিক সংযোগে কি আর হবে।

    ৯ লাগানো হয়ে গেছে। আর তো গানবাজনা হলো, অনেক লোকজন এলেন। আমি ব্যস্ত লোক, লঘু আড্ডার খবর আমি ভালো জানিনা। রৌহিন অসাধারন ভালো গান গায়, সে আমি আজ শুনতে পেলাম।
  • pi | 57.15.244.106 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩৭372207
  • ফোনঘর ছিল তো।

    আমি তো অনেক কাণ্ড করে তারপর একটা আসানসোলগামী বাসে চড়ে বসলাম, বেলঘরিয়া ডিপো লেখা দেখে। যদিও ওঠার সময় বলল উল্টোডাঙ্গায় নামতে হবে। তা উঠেই খানিক বাদে পাশের দিকের এক সিট থেকে এক মহিলা বললেন, আরে ঈপ্সিতা, এদ্দিন কোথায় ছিলে? স্টলে দেখিনি তো। নাও,
    চানাচুর খাও। যদিও আনি ওনাকে চিনত্ব পাতিনি, কিন্তু চ্না
  • pi | 57.15.244.106 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৪372208
  • কিন্তু চানাচুরে না বলার প্রশ্ন ওঠে না। তাই বলা বাহুল্য, হাত পেতে নিলাম, আর আমার নেবার ঘটা দেখে উনি যখন বল্লেন, আরে এভাঅবে না, প্যাকেটটা হাতে নিয়েই ঢেলে নাও, আমি।সুবোধ বালিকার মত হুকুম তামিল করল্লম আর হাতে যতটা সন্ভব বেশি ধরে, ততR্সই নিলাম।
    এগুলো বইমেলার পজিটিভ সাইড এফেক্টদের মধ্যে পড়ে, যা কেউ বলেনা।

    তো সেটা খেতে খেতেই আর ফোনে প্রেস ও ইঁদুর প্যাঁচা নিয়ে ব্য়্স্ত ছিলাম বলেই বাইরে যখন তাকালাম, চিনতে না প্পারলেও পাশের লোককে জিগেশ করে জনলাম উল্টোডাঙ্গা পেরিয়ে গেছে।
    কে জানে বাসটা কোথায় যাচ্ছিল, কেনই বা প্রথমে উল্টোডাঙ্গায় নামতে হবে বললেন। কারণ যখন বললাম, ডানলপ অব্দি যাবেন নাকি, চলুন না, কন্ডাক্টর মশায় নুর্র
  • ফরিদা | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৫১372210
  • হুতো, পাই, থ্যাঙ্কু।

    হ্যাঁ, একটু ভুল হয়েছে বুঝতে, সে আমার বই দেখতে পায়নি। গান হচ্ছিল বলে কাউকে জিজ্ঞেসও করে নি। পরে ফের যাবে বলেছে।

    শান্তি।

    এদিকে কলকাতা বইমেলা চলাকালীন কী যে একটা গুমো তুফান চলে ভেতরে - কিছু ঠিক লাগে না। কলে জল আসে না, জিনিসপত্র হারায়, ভাল্লগে না।
  • aranya | 83.197.98.233 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯372211
  • কিছুতেই কাউক্কে হিংসে দেব না, সক্কলে ফাটিয়ে এনজয় কর। জয়গ্গুরু
  • pi | 57.15.250.214 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩১372212
  • টিমের কাশ্মীর নিয়ে আজ এই সময়ে বেরিয়েছে। মামুর বইয়ের উল্লেখও। কেউ জেপেগ পেলে দেবে?
  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৪372213
  • এই নাও পুরোটা। আলাদা করে পাচ্ছি না।

  • | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৫372214
  • কাল শ্রাবণী গেছিল, টিমির কাশ্মীর কিনে এনেছে।
  • S | 194.167.2.96 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৪৬372215
  • ছবি কই?
  • a | 213.221.213.13 | ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৫372216
  • সত্যের খাতিরে বলে যাই শ্যামবাজার একান্ত যেতে চাইলে ২০১ এ উঠুন। ডানলপ ও যেতে পারবেন
  • পাই | 127.226.217.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০১:১১372217
  • ছবি আমার টাইমলাইনের আলবামে। কেউ তো বললোনা, আলবামের লিন্ক কীকরে দেয় ঃ(

    যাহোক, আজকের নানা গপ্পো পরে, আপাতত জরুরি ঘোষণা।

    কাল দুপুরে বাড়িবদল। গুরুচণ্ডা৯ ২০০ থেকে ২০৪ এ। এপিঠ, ওপিঠ। মানে জায়গা প্রায় একই, এবার রাস্তার উপরে। গলির
    ভিতরে অমেকেই খুঁজে প্পাচ্ছিলেনা, জানাচ্ছিলেন। এই স্টল ম্যাপ অনুযায়ী আমাদের প্রথমে যেখানে পাওয়ার কথা, সেখানে।

    এই স্টল লালমাটির উল্টোদিকে। ৭/৮ নং গেট, করুণাময়ীর গেট দিয়ে ঢুকলে বাঁদিকে, ৯ নং দিয়ে ঢুকলে ডানদিকে ঢুকে।

    গণশক্তি যেখানে ভিএইচপি র মুখোমুখি, সেখানে মাঝে পড়ে গেলে সামনেই এই স্টল!

    আর, বাড়িবদলে হাত লাগাতে কাল বারোটা থেকে সাড়ে বারো। দুশোর সামনে!
  • aranya | 83.197.98.233 | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৫৪372218
  • গণশক্তি যেখানে ভিএইচপি র মুখোমুখি - :-)
  • pinaki | 212.79.203.99 | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৩০372219
  • আচ্ছা, একটি ঘোষণা। মিঠুন ভৌমিকের 'কাশ্মীর', সৈকত বন্দ্যোর 'দিনগুলি রাতগুলি', কল্লোলদার 'তক্কোগুলি', কল্লোল লাহিড়ীর 'গোরা নকশাল' এবং সিকি দ্য গ্রেটের 'মোটর সাইকেল ডায়েরিজ' এর বেশ ভালোরকম চাহিদা। এর মধ্যে বিশেষ করে কাশ্মীর খুব দ্রুত বেরোচ্ছে। আপনারা যাঁরা এখনও কালেক্ট করেননি, সময় নষ্ট না করে করে ফেলুন। এখন গুরুচণ্ডা৯র স্টল নং '২০৪এ'। সাত বা আট নম্বর গেট দিয়ে ঢুকে একদম মেন রাস্তার ওপর 'লালমাটি' র উল্টোদিকে।
  • R2h | 233.227.106.231 | ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৯372221
  • আমাদের এখন দুটো স্টল। ২০৪এ হলো কাউন্টার। সেখানে বেচাকেনা অভ্যাগত এইসব হয়। আর ২০০ হলো ব্যাক অফিস, মন্ত্রনাগার, স্টুডিও ইত্যাদি।

    আর গুরুর টিশার্ট বেরিয়েছে আজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন