এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ২০১৮ র মেলায় মেলায় গুরু

    pi
    বইপত্তর | ০৫ জানুয়ারি ২০১৮ | ৭০০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.221.129 | ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩২372112
  • ইছামতীর তীরে মেলা। বসিরহাট লিটল ম্যাগ মেলা। বেদব্যাসবাবুদের আমন্রণে গুরু এবার সেখানেও। বীরবিক্রমে অর্জুনকুমার একাই সব সামলাচ্ছেন, বই নিয়ে যাওয়া থেকে টেবিলে বসা, এমনকি মঞ্চে গিয়ে গুরুচণ্ডা৯ র পক্ষ থেকে বলাও। আর মেলা থেকে আমাদের সাথে গল্প করতে করতে ছবি পাঠাচ্ছেন। সেই ছবিতেই তো দেখলাম দীপাদিকে, বভূমধ্যসাগরের। বইমেলায় দেখা হল না। দীপাদি নিজেই এখানে এসে এই ছবি আমাকে পাঠাতে বলেছে। সেসে গল্প জয়াদিকে করতে জয়াদি বলে, কই ছবি দে, দেখি। এমনি সব করেই, গল্পের সাথেই, ছবির সাথেই আমরাও অবশ্য আছি, ইছামতীর তীরে, মেলায়।

    ছবি সব অ্যালবামে।
  • pi | 24.139.221.129 | ০২ মার্চ ২০১৮ ১৮:২৪372113
  • সামনেই দিল্লি মেলা। ১২-১৮ ! বাঁধা ছাদা করে শেখরদা রৌহিন রুকু শুভদীপ জোয়াদি মারিয়া সব্যসাচীবাবুরা সব বইপত্তরকে চার পেটিতে বেঁধে দুগ্গা দুগ্গা বলে দিল্লির জন্য পাঠিয়ে দিয়েছেন, এবার ওভার টু কুমুদি শ্যামলদা সোমরাজ অমৃতা সিকি সুমনদা রেশমীদি কাকলিদি রিমি এটাল !

    ওদিকে এবারে মেলা শেষ হয়েও সত্যি শেষ নয় ! এখুনি প্রতিভাদি, পারমিতাদি টিকিট করে ফেলল, ২৩-২৪ মার্চ কুচবিহারের মেলার জন্য ! আরো লোকে চলে যেতেই পারে বলেছে !
  • pi | 57.29.152.78 | ১৩ মার্চ ২০১৮ ০৮:৪৫372115
  • সেদিন ভাট থেকে কিছু পোস্ট। অর্ডার নিচ থেকে উপরে।

    নমেঃ কুমু মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৬২।১৮১।৮৪ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৮ঃ৩২

    সৌরাংশু খবর দিচ্ছেন।

    নমেঃ কুমু মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৬২।১৮১।৮৪ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৮ঃ৩০

    ফিশ ফ্রাই না,সামোসা ছিল বোধ হয়।আর বইমেলার বই এসে গেছে,সৌরাংশু।খবর দিচ্ছে।

    নমেঃ শেখর মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ৫২।১১০।১৩৪।১১৬ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৮ঃ০৬

    গতবার মেলায় দিল্লি কালীাড়িতে প্রথম দিন পৌঁছে দেখি সবার আগে সদাহাস্যময় শ্যামলবাবু দাঁড়িয়ে ় তারপর এক এক করে সিকি, সোমরাজ, অমৃতা, কাকলী, কুমু ম্যাডাম, সুমন, রেশমী সব হাজির ়
    মেলার প্রথম দিন ় সকাল সকাল বাড়ি থেকে ভাত খেয়ে বেড়িয়েছি ় দুপুর গড়াতেই পেটে ছুঁচোকেত্তন শুরু হয়ে গেছে ় মেলার একমাত্র খাবরদাবারের স্টলটাও গুছিয়ে বসে নি ় কিন্তু কুমু ম্যাডাম থাকতে গুরুগণের চিন্তা কিসের ? ঝোলা থেকে বার করলেন জব্বর ফিস ফ্রাই ়
    আহা ! সে অমৃতের স্বাদ কি কভু ভুলিতে পারি ?

    নমেঃ শেখর মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ৫২।১১০।১৩৪।১১৬ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৭ঃ৩৩

    কুমু ম্যাডাম দিল্লির গুরুগণকে জাগতে বলেছেন ় এবারের মেলার চাবি তো সোমরাজ দম্পতির হেফাজতে ় সোমরাজ কী এখনো রোববারের ভাতঘুমে ? ওঠো, জাগো !!!

    নমেঃ শেখর মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ৫২।১১০।১৩৪।১১৬ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৭ঃ১৬

    @অ, আপনার বন্ধুকে বলুন কলেজ স্ট্রিটে ধ্যানবিন্দু কিংবা দেজ-এ যেতে ় ওখানে কল্লোলের তক্কোগুলি, চরিতাবলী ও আখ্যানসমূহ বইটা পাবেন ় এছাড়াও সকাল ১১টার পরে কলেজ ট্রিটে সুমন্ত বিশ্বাসকে ফোন করলে (৯১৪৩৭ ৮৬১৩৪) বইটা পাওয়া যাবে ়

    নমেঃ কুমু মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৬২।১৮১।৮৪ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৭ঃ০৮

    দিল্লিগুরুগণ,ওঠো,জাগো।

    । খুব ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা মা বাবারা কিন্তু বাচ্চার উপর অনেক কিছুই করি যেটা ঐ ক্ষমতা আমার হাতে বেশি বলে। সেটাকে বাচ্চার ভাল, এসব বলে কাটাই। কিন্তু আমাদের মতন হওয়া সম্ভব নয় মনে হয়। কারন মেয়েরা সব থেকে বেশি ঝাড় খায় বাচ্চার মুখ চেয়ে। সেখানেই সে বিয়েটা বাঁচানোর চেষ্টা এসব। মানে এখনকার সময় ধরলে।এবং সেখানেই দূর্বল হয়ে যায়। সেই একই প্রবলেম কিন্তু ফিমেল ডমিনেটেড দেশ বা জায়গা গুলোতে। এবার সাধারণত বাচ্চার উপর যতটা টান মায়ের, ঠিক অতটা বাবার হয় না। মানে ছোট থেকে বড় করার ব্যাপারে। এটা আমার দেখা আর কি। মনে হয় অতগুলো মাস নিজের শরীরের মধ্যে বড় হয় বলে এধরণের ব্যাপারটা হয়। কাজেই এখানেও মেয়েদের ডোন্ট কেয়ার ব্যাপার খুব সম্ভব নয়। তারা অনেকটাই পরিবারকে বেঁধে রাখে। ছেলেরা বেশ অলস হয়। দায় ও তাদের বিশেষ থাকে না। এবার কাজ করিয়ে নেওয়াটা প্রত্যেক ফ্যামিলিতে আলাদা হয়। কে কতটা দক্ষ ভাবে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবে বা সেখানে তাদের অ্যাডমিনের গুন কতটা আছে,এইসব। এটা বিরাট হয়ে যাবে আলোচনা হতে।

    তো, মেয়েরা রোজগার, বিষয়, বাচ্চা সবই সামলায়। কিছুটা কাজ ছেলেগুলোকে দিয়ে করিয়ে নেয় হয়ত। দায় তারাই বেশি নেয়। এটা উপরের চিত্র। ছেলেরা দিব্যি গা এলিয়ে , নেশা করে কাটিয়ে দেয়। বেশি ঝামেলা দেখলে বিয়ে ভেঙে কেটে পরে।

    তবে দিন পাল্টাচ্ছে।ঃ)

    নমেঃ কুমু মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৩২।১৬২।১৮১।৮৪ (*) ডতেঃ১১ অর ২০১৮ -- ০৭ঃ০২

    আজি বইমেলা জাগ্রত দ্বারে,
    মার্চের রাজধানী গরম বড়ই,তবু বইমেলা কড়া নাড়ে।
    আজি ভুলিও ঘরের কাজ, ভুলিও,
    আজি কিচেনে বিশাল তালা ঝুলিও,
    এই হৈচৈ মুখরিত মেলাতে ফোরামের স্টল তুমি খুলিও।
    আজি বয়েসের ভারবোঝা হারায়ে,
    দিও কাঁসর বাজায়ে বারে বারে,
    আজি বইমেলা জাগ্রত দ্বারে।

    দিল্লি বইমেলা কাল থেকে।
  • অর্জুন অভিষেক | 149.5.231.237 | ১৪ মার্চ ২০১৮ ০০:৪৭372116
  • আহা! বইমেলার লেখাগুলো সব আজ এক সঙ্গে পড়লাম।
  • অর্জুন অভিষেক | 149.5.231.237 | ১৪ মার্চ ২০১৮ ০০:৪৯372117
  • দিল্লীর বইমেলার আপডেট দিও। পড়ব।

    দিল্লী বইমেলার জন্যে রইল শুভেচ্ছা।
  • pi | 57.15.46.18 | ১৭ মার্চ ২০১৮ ২৩:০১372118
  • দিল্লি তো জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আজ রেকর্ড বিক্রি। ছবি আছে সব উপরের আলবামে।

    কুমুদি শ্যামলদা সোমরাজ অমৃতা কাকলিদি ফরিদাদা রেশমীদি সিকি রিমি, জাস্ট জ্জিও!
  • S | 194.167.2.96 | ১৭ মার্চ ২০১৮ ২৩:২৬372119
  • ছবি দেখতে পাইনা তো।
  • ফরিদা | ১৮ মার্চ ২০১৮ ০৮:৪৮372120
  • দিল্লির বাংলা বইমেলার এবারের মতো আজ শেষ দিন। গুরুচণ্ডা৯ র ৫৩ নং স্টলে "গল্পপাঠ" প্রায় শেষ হয়ে এসেছে, অচল সিকি র "মোটরসাইকেল ডায়েরি" তিন কপি অবশিষ্ট। জীবনকালে ধনঞ্জয় বাবু সুবিচার পাননি, কিন্তু সেই ঘটনার ওপর গবেষণা মূলক বইটি লোকজন নিজে এসে চেয়ে চেয়ে কিনেছেন। জানতে চেয়েছেন - কী ঘটেছিল আসলে!

    মামুর নতুন বই "দিনগুলি রাতগুলি" লোকে ভালোবেসে নিয়েছেন। সুপারস্টার "মিঠুন" এর "কাশ্মীর" তো পেজ থ্রি মানুষজন কিনছেন। আম আদমীর সঙ্গে কাঁধে কাঁধ রেখে। চা, খিচুড়ি, চপ, ঝালমুড়ি এরা যে কোথা থেকে আসছে আর ফুরিয়ে যাচ্ছে তার তাল পাই না। সাহিত্যিক মণিরত্ন মুখোপাধ্যায় স্টলে আসার অনুরোধ করলাম, বললেন - বড্ড মনখারাপ। ছোট্ট আর্য পাশ থেকে বলে উঠল - সে আমি কমিয়ে দিতে পারি। দিলও। কী করে যে সে এটা করল, তা আয়ত্ত করার মতো বড় হতে পারব কি এ জীবনে!

    সে কবিতা শোনাতে ভালোবাসে, বাংলা কবিতা। স্টলে কেউ ছোট বাচ্চা নিয়ে আসলে সে ওই বাচ্চাগুলোর সঙ্গে গল্প জুড়ে দেয়। আমরা গুরুর ভালোবাসা সর্বস্ব বই নিয়ে কথা বলি বড়দের সঙ্গে।

    Gautam এর সঙ্গে দেখা হয় শুধু বইমেলায়, শুধু শনিবারেই। সে মানুষটা কাজের দিনে অফিস ছুটি নিলেও রবিবারগুলোয় কামাই করে না। যাদের দেখার কেউ নেই, সেই শিশুদের ছবি আঁকা শেখায়, পড়াশোনা, গান।

    Sauranshu, যে কিনা ধুতি পরে সেতার সামলে বইমেলায় ছুটতে পারে, তার সামনে স্বপনকুমারের ডিতেকটিবটিও কাঁচুমাচু হতে বাধ্য। অদৃশ্য বন্ধুত্বের বন্দুক কানপাটিতে ঠেকিয়ে এক ধাক্কায় হাতে মাইক ধরিয়ে কবিতা পড়তে বসায়। দর্শকদেরও প্রায়। দিল্লি বইমেলায় যে কোনও মুহূর্তে একই সঙ্গে পাঁচটা স্টল ও স্টেজে তাকে দেখা গেছে - এটা নিয়ে দিল্লি বইমেলার কেউ আর অবাক হয় না।

    Samik এখন কন্যাকুমারিকায়। এদিকে শাহী দিল্লির ডাকসাইটে কন্যারা তার বিরহে কান্নাকাটি প্রায়। সে কেন এখানে নেই - এই প্রশ্নের উত্তরে আমার কেবল শমীক হতেই মন চায়।

    আসলে এই ক'টা দিনই যা একটু মন থেকে কথা বলি। বইমেলায় বাংলা ভাষা ভালোবেসে আসা মানুষের কাছাকাছি এসে সারা বছরের জমে থাকা পাপের বোঝা স্খালন হয়। Somraj, Amrita, Kakali, Jayanti Adhikari (কুমুদি), শ্যামলদা, Reshmi মিলে স্টল উজ্জ্বল। Prama এলে ওকে নির্দ্বিধায় বলি কলকাতা আর দিল্লির জন্য প্রতিটি বইয়ের দু'সেট করে রাখার প্রয়োজনীয়তা। Sekhar দা কে মিস করি। তার স্নেহের উত্তাপ অনুভূত হয় যদিও।

    শেষ দিনে মনে পড়ে গতবার Ipsita র অভাবনীয় আবির্ভাবের কথা। মেলা জমে ওঠে, আমরাও আলোর কাছাকাছি এসে আলোকিত হই। উজ্জ্বল, ফিরে এসে একটা গোটা বছর ধরে সেই আলো কিপটের মতো জ্বলে রাখি।

    দূর থেকে আমাদের হয়ত বিচ্ছিন্ন দ্বীপ মনে হয়। কিংবা জোনাকি।
  • pi | 57.29.224.173 | ২৪ মার্চ ২০১৮ ১৬:৪৭372123
  • নেমন্তন্ন ছিল কুচবিহার থেকে। তো একটি ট্রেনে আর এ সি তেই জ্জয়গুরু বলে টিকিট কেটে ফেলল
    প্রতিভাদি, পারমিতাদি। শেখরদার ব্যবস্থাপত্র করে দিলেন থাকা টাকার ব্যাপারে।

    চলছে কুচবিহার রাজবাড়ির পাশের পার্কে মেলা। ১২- ৮ টা। চকবে পরশু অব্দি। কলেজের মেয়ে নন্দিতা, সেও।এসে টেবিলে বসে পড়েছে।

    প্রতিভাদি আজ লিখেছে,

    ' লিটল ম্যাগাজিন মেলা যদি বসে ভুটান পাহাড়ের পায়ের নীচে একটা ছোট্ট শহরে, আর সেই শহরের নাম যদি হয় কোচবিহার, তাহলে আসতেই হয়, রাজবাড়ি ঘুরে দেখতেই হয়। সেকালে ব্রাহ্মকুলপতি কেশব চন্দ্র সেনের মেয়ে সুনীতি দেবীর তৎকালীন বঙ্গসমাজে ঝড়তোলা বিয়ে সমাধা হয়েছিল যেখানে, সেখানে গিয়ে দেখি অসাধারণ শ্বেতমর্মর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন সেই অসামান্যা সুন্দরী আর শিক্ষাগ্রহী, পেছনে ভূলুণ্ঠিত স্বামী দোর্দণ্ডপ্রতাপ নৃপতি নৃপেন্দ্র নারায়ণের পাথরের ভাঙা শরীরখানি।
    কি যে থাকে নশ্বর ভুবনে এই লিটল ম্যাগাজিন মেলা ছাড়া !
    তাই দুই দাঁতক্যালানে মহিলার আপাতনিবাস কোচবিহার শহর। কাল বারোটা থেকে রাত নটা অব্দি থাকবো গুরুচণ্ডালী স্টলে রাজবাড়ি পার্কে।

    ততক্ষণ অব্দি অকৃপণ অশোক ফুটুক নৃপেন্দ্রনারায়ণের বিশাল অথচ পরিত্যক্ত অট্টালিকার এক কোণে।'

    ছবি আগের আলবামেই জোড়া চলছে।
  • kumu | 132.161.146.230 | ২৪ মার্চ ২০১৮ ১৯:৫৬372124
  • আঁমিও যাঁবো ও ও,ও প্রতিভা,পারমিতা ইত্যাদিরা--
  • প্রতিভা | 116.203.148.170 | ২৪ মার্চ ২০১৮ ২২:০৮372125
  • এর পরের বার তুমি আমি পারমিতা। খুব ঘুরব। এখন কান্না থামাও সোনা।
  • dd | 59.205.216.247 | ২৪ মার্চ ২০১৮ ২২:২৪372126
  • ৬৪-৬৬, ছিলাম কুচবিহারে। কেলাস সিক্স থেকে এইট।

    ফেসবুকে কুচবিহারের কয়েকটা ছবি দেখে ভীষণ ভাল্লাগ্লো। হায়, আর কখনৈ যাওয়া হবে না ঐ সব যায়গায়।
  • অর্জুন অভিষেক | 149.5.230.186 | ২৪ মার্চ ২০১৮ ২৩:০০372127
  • কেমন কাটল তোমাদের প্রতিভাদি? পারমিতা দি?

    কোচবিহার নিয়ে একটা লেখা উগড়ে দিলাম টইপত্তরে।

    আর তো মোটে একদিন!
  • pi | 24.139.221.129 | ২৫ মার্চ ২০১৮ ০৯:২৩372128
  • আচ্ছা, কুচবিহারের সাথে কিন্তু এখন মিশিগানের সাহিত্য সম্মেলনেও গুরু। রিভুবাবুও আছেন ওখানে।

    অমরদা, কুলদাদা, যশোধরাদিরা অছেন।
  • pi | 167.40.132.134 | ০৩ এপ্রিল ২০১৮ ১২:২৩372129
  • শুরু হয়ে গেল আগরতলা বইমেলা। তুলসী ও অক্ষর পাব্লিকেশনের স্টল আর লিটল ম্যাগে থাকছে গুরুচণ্ডা৯
    বই সাজিয়ে দিচ্ছেন তুলসীর নীলোতপল বাবু

    ছবি এখানে

    https://m.facebook.com/groups/175129282505026?view=permalink&id=2148140665203868
  • r2h | 132.167.138.84 | ০৩ এপ্রিল ২০১৮ ১২:৩৯372130
  • pi | 167.40.180.112 | ০৩ এপ্রিল ২০১৮ ২২:২৩372131
  • 'ম্যালা মেলার চলছে পালা
    গুরু চলল আগরতলা'

    ত্রিপুরা বইমেলা শুরু হয়ে গেছে - চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত। তুলসী পাবলিকেশন, ভাষা, মানবী ও লিটল ম্যাগের স্টলে।

    ত্রিপুরার সবাইকে নেমন্তন্ন।
  • pi | 167.40.172.5 | ০৪ এপ্রিল ২০১৮ ২২:০০372134
  • আগরতলা মেলা জমজমাট!
  • Lama | 113.215.52.108 | ০৬ এপ্রিল ২০১৮ ০২:০৬372135
  • আমার খুব যেতে ইচ্ছে করছে। মামু, আমার যাতায়াতের প্লেন ভাড়াটা দিয়ে দিবি? শুনেছি তোর অনেক টাকা?
  • র২হ | 233.227.15.104 | ০৯ এপ্রিল ২০১৮ ১০:৩৯372136
  • লেবু চা তো সবাই খেয়েছেন, লংকা চা খেয়েছেন? আগরতলা বইমেলাতে পাওয়া যায়।

    আর গত বইমেলাতে মই চড়া নিয়ে আপনারা বিচলিত হচ্ছিলেন, এখানে পাই একেবারে আক্ষরিক অর্থে প্রথম দিন স্টলের ঝাঁপ তুলেছে। স্টলের ঝাঁপ ফেলা এখন নিত্যকর্ম। ছবি দেবো ‘খন।
  • pi | 167.40.243.70 | ১০ এপ্রিল ২০১৮ ২১:০৫372137
  • আর মইচড়া কবিয়াল রোজ ঝাঁপ বন্ধ করছেন, আক্ষরিক অর্থেই।
    ঝাঁপ আবার বাঁশের, ত্রিপুরা তো।
  • pi | 167.40.243.70 | ১০ এপ্রিল ২০১৮ ২২:৪৬372138
  • ধুস্স, একটা বড় পোস্ট করলাম। হ্যাঙ্গ করে ভোগে!!

    লিখলেই অটোসেভ করা যায়না?
  • pi | 167.40.176.192 | ১৩ এপ্রিল ২০১৮ ১০:৫৮372139
  • ধুর আর লেখার সময়ই হচ্ছেনা। কালকের ফেবু পোস্ট রেখে যাই।

    নবমীনিশি শেষের পথে। আনা বই তো প্রায় সবই শেষ সেই কবে, Shakti KarBhowmik DattaRay মাসিমার হাত বোঝাই করে আনানো বই ও, এদিক ওদিক থেকে ঝেড়েঝুড়ে বের করে, এ দোকানে ও দোকানে দেওয়া বই ও নিয়ে এসে, এমনকি আমাদের নিজেদের কপিগুলো ও দিয়ে আর কুলায়না প্রায়। Sayan Kar Bhowmik এর কাছে থাকা Saikat Bandyopadhyay এর সই করা সায়নকে লেখা বইও পাঠক নিয়ে গেছেন ক'দিন আগে। মামুর কোন বই বেশ কদিন ধরেই আর নেই। Santanu Chakraborty এটাল বইপাগলদের দৌলতে।
    Mithun Bhowmick এর কাশ্মীরের শেষ কপিটি যাবার পরে আরেক পাঠক খুঁজলেন যখন, খুঁজলেন আমার যৌনিতাও, হদিশ দিতে হচ্ছে ২০ তারিখ থেকে শুরু হওয়া মোহনপুর মেলার। হ্যাঁ, গুরু থাকছে এবার ত্রিপুরাতেও জেলার মেলায়!
    । Joya Mitra Alicia Partnoy. এর লিটল স্কুল-অবান্তর পাঠশালা, Kallol Dasgupta. র কারাগার আর তক্কোগুলি, Sudip Gupta. র আমার ৭০, KalllKuloda Roy. এর কাঠপাতার ঘর, Kallol Lahiri র গোরা নকশাল, Sakyajit Bhattacharya এর অনুষ্ঠান।প্রচারে, Amar Mitra দার আশালতা, Bipul Writes. এর কামানবেবি, Samik Mukherjee র সর্ষেদানা, BornFree Boston. এর বোস্টনে বং গে, Paramesh Goswami দের ধনঞ্জয়, এক দু কপি আরো যোগাড়যন্তর করা গেছে। গেছে দু খানি মহীন ও। কাল শেষদিনের জন্য।

    আর একটিও গোটাগুটি সেট এক ব্যাগ ৯০ এর নেই। তার বেশিরভাগ বইই শেষ, তাই সেট আর হিবে কীকরে? Roshnara Mishra Chiranjit Samanta র সাইমন তো কবেই শেষ! Sayan. এর পাখিয়াল এত কপি আনিয়েও আর বোধহয় একটিই।

    আর যা কিছু, কালকের জন্য রেখে গেছেন অনেকে।
    রেখে গেছেন প্রায় সবাই, কত গল্প। রেখে গেছে আমিনা, পিয়াসীরা।
    প্রতি ছবিতে জুড়ে আছে প্রায় তারা। আপাতত সে গল্প জমা থাক, কোন অবসরের অপেক্ষায়, বাড়ুক সুদে আসলে। বইমেলার ঝুলি এবার উপচে।
  • pi | 24.139.221.129 | ২১ এপ্রিল ২০১৮ ১১:০৭372140
  • হইহই করে জমজমাট আগরতলা বইমেলা শেষ হবার পরে গুরুচণ্ডা৯ থাকছে কাল থেকে শুরু হয়ে যাওয়া ত্রিপুরার মোহনপুর মেলাতেও! থাকছে আগরতলা মেলায় ফুরিয়ে যাওয়া, অনেকের খুঁজতে এসে না পাওয়া সব বইপত্তর! খবরে যা পড়ছি, মোহনপুরের মেলা নাকি এবারে আগরতলা মেলার থেকেও জমজমাট! ত্রিপুরার সকল বইপ্রেমীকে আমন্ত্রণ, গুরুচণ্ডা৯ তে।

    ধন্যবাদ কোলকাতার সব বন্ধুকে, যাঁ্রা জরুরি ততপরতায় বেঁধেছেঁদে পাঠালেন এত্ত এত্ত বই, ধন্যবাদ ত্রিপুরার শুভানুধ্যায়ী , যাঁদের উদ্যোগ, উতসাহ, দু'হাত ভরা সাহায্য না থাকলে এই সব বইমেলায় আসা, বসাই হতনা আর ত্রিপুরার সব বইপড়ুয়াদের, লেখক, প্রকাশকদের, যাঁদের সাথে ক'দিন এত ভাল কিছু বইমুহূর্ত কাটল, বই নিয়ে, সবকিছু নিয়ে, সবকিছু মিলিয়ে! পাওয়া গেল বইপাগল এতজন বইবন্ধু! ( হ্যাঁ, কিছু বইপাগল আজো ফোন করে জানতে চেয়েছেন কিছু কিছু বই, সব বই কয়েক সেট করে আলাদা করে রেখে দেওয়া হয়েছে তো, আগরতলা মেলার মত মিস হবে না তো!)

    গুরুচণ্ডা৯ এবার ডাক পেয়েছে, থেকেছে, থাকবে জেলায় জেলায় অনেক বইমেলাতেই, পব র মত ত্রিপুরাতেও।
  • মোহনপুর | 233.226.71.246 | ২১ এপ্রিল ২০১৮ ১৬:১৯372141










  • pi | 4512.139.122323.129 | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১০372142
  • আজ থেকে শুরু হয়ে গেল আমাদের মেলার মরশুম!
    ৬-১৬ বাংুর মেলা, বাংুর এভিন্যু, বাংুর বয়েজ স্কুলের পাশে।

    ২১ থেকে নিউটাউন মেলা।
  • pi | 4512.139.122323.129 | ০৬ ডিসেম্বর ২০১৮ ১৩:১৬372143
  • গুরুর স্টল নং ৩৭, শুভদীপ জানাল এখুনি!
  • Du | 237812.58.450112.232 | ০৭ ডিসেম্বর ২০১৮ ২০:৫৬372145
  • বাহ কোন জায়গাটায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন