এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা গেছে, ত্রিপুরা গেল কিন্তু বামপন্থীদের জ্ঞান ফিরছে কোথায়?

    Dipankar
    অন্যান্য | ০৫ মার্চ ২০১৮ | ২৫২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :)) | 195.220.101.22 | ০৬ মার্চ ২০১৮ ১৩:০৮373441
  • 'অপারেশন বর্গা''র নাম ভাঙ্গিয়ে আর চলবে না। এখন চাই নতুন অভিযান 'অপারেশন বার্গার'! :) সবাইকে বার্গার খাবার ডাক দিতে হবে। নন কমুনাল অ্যাংগল থেকে বার্গার ফেস্টিভ্যাল করতে হবে। মার্ক্স যে বার্গার খেতে ভালবাসতেন তা জানাতে হবে চোঙ্গা ফুঁকে। আর এভাবে তিনোমুলর তেলেভাজা সিম্পের পাতি বুর্জোয়া ন্যারেটিভকে আন্তর্জাতিক অ্যাংগল থেকে অ্যাটাক করতে হবে। দেখাতে হবে শ্রমনিবিড় বিকল্প সিল্পের দিশা।

    জয় বার্গার!
  • PT | 213.110.242.4 | ০৬ মার্চ ২০১৮ ১৩:১৩373442
  • না, না, ও গপ্পটা আপনার জন্যে নয়। এমনি দিলাম।
    আমি শুধু ভাব্ছিলাম যে ২০০ বছরের অত্যাচারের ও বঙ্গভাগের পরেও ভারতীয়রা, বিশেষতঃ বাঙ্গালীরা কেন ভিক্টোরিয়ার মূর্তি ভাঙ্গেনি!!
    বিশেষতঃ যখন একজন লিখছেনঃ "বা হয়তো জনরোষ । যেটা লেফট রেজিমের ক্ষেত্রে খুব কমন । মানুষ এতো চেটে থাকে যে সর্বত্রই লেফট রেজিম ভেঙে পড়লে মূর্তি ভাঙার হুজুগ দেখা যায় ।" তখন কথাটা মনে হল যে মাণিক সরকারের সরকার কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাইতেও বেশী অত্যাচারী ছিল। নাকি এ একেবারেই অন্য ধরণের মস্তিষ্ক প্রক্ষালণ যেখানে তেলচিটে গামছা চিবোনো সাধারণ ছাগলও লজ্জায় মাথা নত করে!!
  • pi | 57.29.252.121 | ০৬ মার্চ ২০১৮ ১৩:১৫373443
  • বার্গার ওবেসিটি আনতে পারে।
  • sch | 132.160.114.140 | ০৬ মার্চ ২০১৮ ১৩:২১373444
  • ইয়ে রাশিয়াতে শুনেছি লেনিনের মূর্তি ভাঙ্গা হয়েছিল ১৯৯০-৯১ তে। ইউক্রেনে বিশেষ করে। সেখানেও কি ছাগলেরা ছিল?

    বামপন্থীরা যখন ক্ষমতায় থাকেন তখন মিছিলে প্রচুর লোকজন আসে - বলেন জনগণের সরকার - মানুষ আমাদের সাথে আছে। আর ইলেকশান হারলেই বলেন মানুষ ছাগল, ভুল বুঝেছে। তা এই মেটামরফসিসটা হয় কি করে
  • PT | 213.110.242.4 | ০৬ মার্চ ২০১৮ ১৩:২৬373445
  • সরাসরি রাজনীতি করেন বা ক্ষমতায় ছিলেন এমন কোন বামপন্থীরা ছাগল শব্দটি ব্যবহার করেছেন? একটু বেশী ঘেঁটে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে না তো?
    গুরুতে আমি প্রধানতঃ ওটির প্রয়োগ করে থাকি। আমি তো কখনো ক্ষমতায় ছিলাম না!!
  • dc | 181.49.176.79 | ০৬ মার্চ ২০১৮ ১৩:২৮373446
  • ব্যস এবার ট্রোল মোড :d
  • dc | 181.49.176.79 | ০৬ মার্চ ২০১৮ ১৩:৩০373447
  • তবে পিটিদা কেমন হাল্কা করে লেনিন মূর্তি আর বিবুদার বাণী এক জায়গায় এনে ফেল্লেন, দেখেও ভাল্লাগলো। ট্রোলিং হো তো অ্যায়সা ঃ)
  • ব্যাঁ..... | 61.15.81.183 | ০৬ মার্চ ২০১৮ ১৩:৩৩373448
  • কাঠালপাতা চিবুলেই মেটামরমরিস, পেট ভুটভুটিস হয় zানো না?
  • PT | 213.110.242.4 | ০৬ মার্চ ২০১৮ ১৩:৩৪373449
  • নাঃ সেরকম কোন বদ উদ্দেশ্য ছিল না। ট্রোলিং তো হয় মোজা বা স্যানিটেশনের ছবি দিয়ে।

    তবে ২০০ বছরের অত্যাচারের পরেও ভিক্টোরিয়ার মূর্তি বাঙ্গালীরা কেন ভাঙ্গেনি আর ২৫ বছরের নির্বাচিত সরকারের পতনের পরে কেন "ভরতমাতা কি জয়" ধ্বনির সঙ্গে লেনিনের মূর্তি ভাঙ্গা হচ্ছে সে প্রসঙ্গে পন্ডিতদের মতামতের অপেক্ষায় আছি।
  • dc | 181.49.176.79 | ০৬ মার্চ ২০১৮ ১৩:৩৯373127
  • তবে বিবুদাকে আজকাল আরেসেস বেশ তোল্লাই দিচ্ছে :d
  • একক | 53.224.129.47 | ০৬ মার্চ ২০১৮ ১৩:৪২373128
  • থ্রেট দেওয়া হচ্ছে । বাংলা জিনিশ বোঝেননা ক্যান । ত্রিপুরা জয় মানে শুধু দুটো লোকসভা সীট তো নয় , ওনেক বেশি কিছু । সিপুএম কে টপকানো এবং একইসঙ্গে বাংলাকে থ্রেট দেওয়া যে এবার তোমাদের ও খাব :) সেটা একটু ভিজুয়াল করতে চাট্টি মূর্তি ফুর্তি ভাঙ্গতে হয় :):)
  • PT | 213.110.242.4 | ০৬ মার্চ ২০১৮ ১৩:৪৭373129
  • ব্যাপারটা বোধহয় অত আরামদায়ক নয়ঃ
    "In view of ‘violent’ language used during the Tripura campaign by BJP, post-poll violence comes as no surprise. What is worrying is the deafening silence of political parties, media and civil society.......
    .......The silence of the civil society, media and political class against the symbolic and physical violence of the BJP would prove to be costly for everyone and not just the CPI(M)."
    https://www.nationalheraldindia.com/opinion/worrying-silence-over-threats-and-post-poll-violence-in-tripura-cpim-bjp
  • h | 52.110.165.59 | ০৬ মার্চ ২০১৮ ১৪:৩৩373131
  • বাবা এবার দেখছি রাজ্য কমিটিতে একক কেও পাঠাতে হবে।
  • h | 52.110.165.59 | ০৬ মার্চ ২০১৮ ১৪:৩৩373130
  • বাবা এবার দেখছি রাজ্য কমিটিতে একক কেও পাঠাতে হবে।
  • একক | 53.224.129.46 | ০৬ মার্চ ২০১৮ ১৪:৪১373132
  • যাস্সালা এই পাতায় একক ই সবচে কম খিস্তি করেচে !! অন্যেরা উদুম খেস্তাচ্চে দেকে মনটা কেমন নরম হই গালো :(
  • Rabaahuta | 233.186.113.76 | ০৬ মার্চ ২০১৮ ১৫:১৩373133
  • ত্রিপুরা নির্বাচন নিয়ে পবঙ্গের কোন বাম কর্মী সমর্থককে মাথা ঘামাতে দেখিনি।
    আমার দেখার পরিসর ছোট, কিন্তু এত চিন্তা চর্চা ইত্যাদি ভোটের আগে হলে উপকার হতো।

    দক্ষিণপন্থীরা কিন্তু প্রচুর মাথা ঘামিয়েছে।
  • h | 213.99.211.134 | ০৬ মার্চ ২০১৮ ১৫:৩১373134
  • এটা ঠিক বলেছে রবাহুত। কিন্তু বাইরে থেকে ৪০০০০ বাম বিস্তারক ত্রিপুরা গেলে কি প্রতিক্রিয়া হত সহজেই অনুমেয়। বাইক বাহিনী কাহিনী মনে আছে নিশচয়ি। দক্ষিন পন্থী দের আমরা সকলেই ভালো বাসি, স্নেহ করে একটু বেশি জায়গা দি আর কি করা যাবে। ইয়ার্কি ছেড়ে এটা বলা যেতেই পারে, ডেমোক্রাসি কে মবোক্রাসি বানানো তে আপাতত দক্ষিন পন্থী রাই এগিয়ে, তাতে অনেক ইন্টারেস্ট জড়িয়ে। গরীব মধ্যবিত্ত মানুষ বোর হয়ে গিয়ে সিপিএম কে কাটিয়ে দিয়েছে, যার যে গল্প পছন্দ হয়েছে গ্রহণ করেছে। অ্যান্টি ইনাকম্বেন্সি সাধারণ বুদ্ধি তে গণতন্ত্রের পক্ষে খারাপ না, এবার অনেকেই মারা যাবে বা পালাতে বাধ্য হবে, অন্য একটু আরো বোর হওয়া অ্যাসপিরান্ট নব্য দের হাতে। তার পরে আবার কিছু একটা কারেকশন হবে। আমরা যারা টাইপ করে আঙুল ব্যাথা করে ফেললাম, তাদের বাদ দিয়ে মানুষ নিজের রাস্তা আশা করা যায় নিজেই খুজে পাবে। এইটিজ এর ত্রিপুরার ইতিহাস থাকা সত্ত্বেও এই আগুন নিয়ে ভ্যালু লেস খেলা যেটা খেলা হল, সিপিএম এর যোগ্যতা ছিল না সেটা আটকানোর। ভবিষয়্তে মানুষকেই অন্য দল গড়ে বা অন্য ফর্মে নিজের রেজিসটান্স বানাতে হবে। তখন তাদের পোষালে সিপিএম কে সঙ্গে নেবে নয়তো নেবে না আমি বাংলা বুঝি হতাশার কিসু দেখি না। রাজ্যে ক্ষমতায় না থাকলে পার্টি চালানো না গেলে, তার জন্য শাসক আর অ্যাসপিরেশন ই দায়ী হবে। এমনিতে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড তিনটে রাজ্যে ক্ষমতার থেকে, বিশ টা রাজ্যে অন্যতম বিরোধী দল হতে পারলে, ক্ষতি কি আমার মাথয় ঢোকে না। তবে ওয়ার্ল্ড আইডিয়াল নয়, এটা তো দেখাই যাচ্ছে, সকলেই বিরোধে শূন্য রাজনীতি করতে চাইছেন, মমতা সহ।
  • h | 213.99.211.134 | ০৬ মার্চ ২০১৮ ১৫:৩৮373135
  • পশ্চিম বঙ্গে ঝাড় হল, টি এম সি যখন ভাংঅবে, তখন জামাত আর হিন্দু সংহতি তে ভাঙবে অনেকটাই। কারণ মমতা রক্ষণশীলতার এবং স্ট্রং আর্ম বিরোধিতা না করে তাকে অতি বুদ্ধিমানের মত ব্যবহার করতে গেছেন। সিপিএম এর জেটুকু করেছিল, সেটুকুতেই ডুবেছিল এটা জানা সত্ত্বেও, অ্যাজ অ্যান অ্যাসাইড, আমার পিটি , একক আর কল্লোল দার জন্য একটা ই চিন্তা, তিনজনকেই, মমতা-বিমান-বুদ্ধ-অধীর জোটের মিছিলে বাংলা বাঁচাতে নামতে হল, আর নেমে দেখলো, এস এম আমায় নাও আমায় নাও বলে চোখের জল মুচছে , তোমার আঁকা গুরুর প্যাঁচা হয়তো সেদিন নজ্জায় দুচোখ বুজে ফেল্লোঃ-))))))))))
  • de | 69.185.236.51 | ০৬ মার্চ ২০১৮ ১৭:২৪373136
  • প ব র বামেরা ভাবতেও পারেনি তলে তলে এতো ফোঁপরা হয়ে আছে ত্রিপুরা - খারাপ রেজাল্ট হতে পারে, কিন্তু হারবে এটা কেউ ভাবেনি -

    বরম মমব্যান বিধানসভায় সিপিয়েম হারবে বলেছিলেন - এবং দুক্কু প্রকাশ করেছিলেন -
    তাইলে কি তিনো-সিপিয়েম জোট হয়েই গেলো?
  • Rabaahuta | 116.206.19.37 | ০৬ মার্চ ২০১৮ ১৭:৩৪373138
  • ভাবতে পারেনি নয়, ভাবার কোন আগ্রহও ছিল না। হারবে সেটা ভাবতে না পারার কোন কারনই ছিল না।

    ভালো কথা, আগ্রহ থাকতেই হবে তার কোন মানে নেই কত প্রায়োরিটি আছে জীবনে। কিন্তু এখন হাহুতাশগুলো দেখলে বিরক্ত লাগে।
  • Rabaahuta | 116.206.19.37 | ০৬ মার্চ ২০১৮ ১৭:৫০373139
  • ভাবেনি, সেটাই সমস্যা। এরা তখন ঋতব্রতর আপেল নিয়ে ভেবে হদ্দ হয়ে যাচ্ছিল। এত আর ভাবা যায়?

    এখন দুটি বিলাপ করি, অবসর।
  • pi | 57.29.217.134 | ০৬ মার্চ ২০১৮ ১৮:৫৫373140
  • ছোট রাজ্য। আবার উ পুবে। গুরুত্ব কতটা, ভাবার মত? অনেকে অনেক কিছু জেনেশুনেও ভাবার প্রয়োজন বোধ করেননি।
  • h | 213.99.211.18 | ০৬ মার্চ ২০১৮ ১৯:১৭373141
  • ত্রিপুরা কে পশ্চিম বঙ্গ নেতৃত্ত্ব গুরুত্ত্ব দেয় না নাকি ঘটনাটা হল পশ্চিম বঙ্গের নেতৃত্ত্বের ক্রেডিবিলিটি এত বাজে যে মাণিক বাবু খুব চাননি এঁরা ওখানে বেশি কিসু করুন। মহম্মদ সেলিম ইত্যাদি নেতারা ওখানে গেছেন প্রচার করেছেন। সিপিএম নামল বস্তুটি মুঘল কোর্ট হয়ে যাচ্ছে মাইরি, এত ইন্ট্রিগ , আমরা সকলেই চাই সিপিএম কিসু করুক, এমনকি কল্লোল দা ও চায়, চেয়ে চেয়ে মন খারাপ করে কল্লোল দা নকু হয়ে গেল, কিন্তু সিপিএম কিসুই চায় না ঃ--))))))))))

    আমার মনে হয় পশ্চিমবঙ্গে নেতাদের ক্রেডিবিলিটি টা একটা সমস্যা। অবশ্য খবর যে ভাবে ফিলটার করে আসে, তাতে জানি ই না, সুজন চক্র ওখানে গিয়ে দু পিস সভা করেছে কিনা। আর ডিসকানেক্ট তো আছেই, অ্যান্টি ইনকাম্বেন্সি তে ডিসকানেক্ট একটা বড় কারণ, মাণিক বাবু ই বলছেন, 'আনএক্সপেকটেড', তো যারা এত ডেলিভার করছে, তারা মানুষের মনের খবর রাখবে না? নাকি ঘটনাটা এরকম যে সরকারী কর্মচারী বা লো লেভেল টেকনোক্রাট/বুরোক্রাট রা ডেলিভার করছে, কিন্তু পার্টি সংগঠন ঢিলে। মানে পশ্চিমবঙ্গের সমস্যা যদি হয়ে থাকে, পার্টি সরকারের সব কাজে নাক গলায়, সরকার/পার্টি সেপারেশন অফ কনসার্ন নাই, তাইলে ত্রিপুরার সমস্যা কি বেশি সেপারেশন অফ কনসার্ন, দুর্দান্ত সার্ভিস ডেলিভারি, কিন্তু রাজনৈতিক সংগঠন নাই?

    আসলে কিসুই জানি না, তবে সুবিধে হল, মাণিক বাবু ও কিসুই বোঝেন নি, মানুশ মনে করেছে, সোশাল ইন্ডিকেটর যথেষ্ট না, একটা স্টর্ম ট্রুপার'স এমপাওয়ার মেন্ট চাইছে, প্রাইভেট সেকটর জব চাইছে, যেটা প্রাইভেট সেকটর কে বারণ করেছিল ত্রিপুরায় এটা পরিষ্কার না। একটি লোকাল ভাষায় কল সেন্টার খুলে জিও বলবে লুক ইস্ট এটা ছাড়া বিশেষ কিসু দেখা মুশকিল, আর যদি মিনেরাল কিসু হয়, সেতো আদিবাসী এলাকাতেই হবে, নতুন কনফ্লিক্ট হবে।

    এথনিক সমস্যা তো যে কোন দিন বেড়ে যাবে। সেটা ছাড়াও কি মনে হচ্ছে, মেন কারণ কি, সিপিএম হারার, আর বিজেপি কি মেন ডেলিভার করবে বলে মনে হয়।

    তোদের কি মনে হয়।
  • PT | 213.110.242.4 | ০৬ মার্চ ২০১৮ ১৯:২০373142
  • "পিটি , একক আর কল্লোল দার জন্য একটা ই চিন্তা, তিনজনকেই, মমতা-বিমান-বুদ্ধ-অধীর জোটের মিছিলে বাংলা বাঁচাতে নামতে হল, আর নেমে দেখলো, এস এম আমায় নাও আমায় নাও বলে চোখের জল মুচছে......."
    কে কার সঙ্গে কোথায় যাচ্ছে মোট্টে পোষ্কার নয়। মনে হচ্ছে অনেকের ন্যাজেই আগুন লেগেছে আর তাই নিয়ে ছুটোছুটি শুরু হয়েছে। সব চাইতে বড় আগুনটা বোধহয় আমাদের ঘরের নোকের ন্যাজে। যতই ভয় নাই ভয় নাই বলে নাপাচ্ছে ততই আগুনের উত্তাপ বাড়ছে!!
    "Trinamool Congress chief Mamata Banerjee and former Jharkhand chief minister Hemant Soren have now backed TRS chief K Chandrashekhar Rao's (KCR) call for forming a third front ......
    http://zeenews.india.com/india/clamour-for-third-front-growing-now-mamata-hemant-soren-back-kcrs-proposal-2086600.html
    একমাত্র কং আর বামেরাই আপাততঃ নীরব দর্শক। তাদের হারাবার আর কিছুই নাই।
  • h | 213.99.211.18 | ০৬ মার্চ ২০১৮ ১৯:২১373143
  • একটাতো বলেছে বিজেপি কে লাইটলি নেওয়া। কিন্তু কে লাইটলি নিল সে ব্যাপারে দ্বিমত আছে দেখা যাচ্ছে, আমি বলছি ত্রিপুরার লোকেরা আদৌ পশ্চিম বঙ্গের নেতাদের হয়তো গুরুত্ত্ব ই দেয় না, যতটুকু নিজের সোর্সে খবর পাচ্ছি। লাইটলি যদি নিয়ে থাকেন, মানিকবাবু রাই নিয়েছেন। পশ্চিমবঙ্গের নেতাদের পশ্চিম বঙ্গের লোকেরাই গুরুত্ত্ব দেয় না তো ত্রিপুরা, ধুস।
  • dc | 181.49.176.79 | ০৬ মার্চ ২০১৮ ১৯:৩৫373144
  • ঘুরে ফিরে তাহলে সেই সমস্যাই ফিরে এলো - ন্যাতা নাই। লেফট ফ্রন্ট চালানোর মতো পোড় খাওয়া ধুরন্ধর ন্যাতা নাই।
  • h | 213.99.211.18 | ০৬ মার্চ ২০১৮ ১৯:৩৭373145
  • পিটি এই লিংক দিয়ে ভালো করেছে। জেনেরালি সকলের মনে আছে নিশচয়ি, যে কবার থার্ড ফ্রন্ট প্রচেষ্টা হয়েছে, এক জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার উজ্জ্বল ভুল মুহুর্ত টি ছাড়া সব সময়েই বাংলা মিডিয়া থার্ড ফ্রন্ট এফর্ট কে প্যাঁক দিয়েছে। শক্ত কেন্দ্র চাই এই যুক্তি তে। তৃতীয় বিকল্প সব সময়েই দুর্বলের বিকল্প হিসেবে প্যাঁক খেয়েছে আবাপ গোছের মাল দের কাছে।

    - রাজ্যের হাতে ক্ষমতা চাই, এটা মাম্তা ২০১ র আগে বোঝেন নি।
    মমতা হাজার বার ৩৫৬ চেয়েছেন। সুজন রা দাবী করতেই পারেন, রেল বাজেট সহ নানা প্রশনে তারা রাজ্যের দাবীতে ঠ্যাকা পড়ুক তারা চায় নি। মমতা আইলার সময়ে পি এম টু ডি এম চিল্লামিল্লি করেছেন।
    -২০১১ র জয়ের পরে অমিত মিত্র কনফারেন্স করে বলেছেন, দাবীর কথা বলতে নেই, বন্ধু ভাবে চাইতে হয়, কিছুদিনের মধ্যেই, কেন্দ্রের সঙ্গে তর্কে বিতর্কে, গেছেন। রেভেনিউ ডিস্ট্রিবিউশন প্ল্যানিং কমিশন নীতি আয়োগ সব ফোরামেই ঝগড়া জারি রেখেছেন। শুধু বিজেপি সরকারের সঙ্গে না , কংগ্রেস সরকারের সঙ্গেও।
    - ধীরে ধীরে মমতা কে ফেডেরালিজম এর কথা বলতে হয়েছে।

    মমতা নিজে একবার কং একবার বিজেপির সঙ্গে গিয়েছেন, থার্ড ফ্রন্টে যান নি। এবার নিজে প্রথমে ফেডেরাল ফ্রন্ট , তারপরে এখন আবার তেলেগু থার্ড ফ্রন্ট, আমরা ধরে নিচ্ছে, এবার বাংলা মিডিয়ার একাংশ এবার থার্ড ফ্রন্ট বলে বস্তুটার মধ্যে একটা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় পাবেন, আর বাংলা সিপিএম, আগেই বলেছিলাম, করে আঙুল চুষবেন। বিজেপি শাসিত রাজ্যের অ্যান্টি ইনকাম্বেন্সী ঝড় বেশি উঠে গেলে মমতা লাভবান হবেন।

    সমস্যা একটাই সবাই নিজের আঙিনাটা বিরোধী শূন্য চায়। তবে বিজেপির অ্যাম্বিশন এখন যা, গোটা দেশ ই বিরোধী শূন্য করে, শেষে মুসলমান, খ্রিষ্টান আর উপজাতি ঠ্যাকাতে গিয়ে বন্ধুশুন্য শ্মশান না চাই তে হয়।

    তবে গোটাটাতেই বাড়ির বয়স্কতম র মত করে, আগেই কইসিলাম বলা ছাড়া পব সিপিএম এর কিসু করার থাকছে না ঃ-))) সিপিএম না থাকলেও বিরোধিতার প্রয়োজন, অমতের প্রয়োজন থাকবে এটা কিন্তু খারাপ কথা না।

    https://theprint.in/opinion/northeast-rss-adversaries-immigrants-missionaries-separatists/39334/
  • dc | 181.49.176.79 | ০৬ মার্চ ২০১৮ ১৯:৩৮373146
  • তবে হেরে গিয়ে যে মাণিক বাবু অবাক হয়েছেন সেটা অবশ্য নতুন কিছু না। সিপিএম প্রত্যেক বারই অপ্রত্যাশিত ভাবে হারে আর ফলাফল পর্যালোচনা করতে বসে।
  • h | 213.99.211.18 | ০৬ মার্চ ২০১৮ ১৯:৩৯373147
  • নেতা নেই না সমর্থন নেই বলার মত লোক নেই। আর যে কোন কারণেই, সিপিএম এর কথাই অন্যরা বললে বেটার শোনাচ্ছে, এটা ই অ্যান্টি ইনকাম্বেন্সি প্লাস অ্যাস্পিরেশন বাই টু ;-)
  • dc | 181.49.176.79 | ০৬ মার্চ ২০১৮ ১৯:৪৬373149
  • জি নিউজ বিজেপি সাপোর্টার। জি নিউজে যখন বলছে থার্ড ফ্রন্টের জন্য চেষ্টা চালানো হচ্ছে, তখন আবার সন্দেহ হয় কং ঠিক বলছে কিনা - এখন অনেকগুলো থার্ড ফ্রন্টের দাবী তুলে আসলে বিজেপি বিরোধী ভোট ঘেঁটে দেওয়ার চেষ্টা হবেঃ

    https://www.news18.com/news/opinion/opinion-congress-wary-bjp-will-promote-third-fronts-to-divide-votes-in-2019-1679951.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন