এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা গেছে, ত্রিপুরা গেল কিন্তু বামপন্থীদের জ্ঞান ফিরছে কোথায়?

    Dipankar
    অন্যান্য | ০৫ মার্চ ২০১৮ | ২৫২৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.99.211.18 | ০৭ মার্চ ২০১৮ ১৮:৩৪373184
  • বিজেপি হুলিয়ে বাঙালি ভোট পেয়েছে, এটা কে অ্যাসপিরেশন ইত্যাদি বলা হয়েছে।
  • PT | 160.129.67.188 | ০৭ মার্চ ২০১৮ ১৮:৪২373185
  • সফিদাকে নিয়ে হা-হুতাশ করে কি হবে? তিনি তো সেরকম বিশেষ শক্তিশালী কোন বাম দল প্রতিষ্ঠা করতে পারেন নি আর দুঃখের কথা তিনি আর নেই।

    তবে সিপিএমের সমালোচকরা একটা তত্ব প্রায়্শঃই প্রচার করার চেষ্টা করে যে, যে ব্যক্তিত্ব দলটা ছাড়ে বা বিতাড়িত হয় সে থাকলেই নাকি সিপিএম লাল কেল্লা দখল করতে পারত। (ঐ "নেতাজী প্রধানমন্ত্রী হইলে আমাগো কোন দুক্কু থাকত না"-র লাইন ধরে আরকি!!)
    বোঝা গেল যে বিপ-ও তার ব্যতিক্রম নন।

    বিপ বরং আরেকটু কষ্ট করে আমার একটা উপকার করুন। সিপিএম ছাড়া অন্য যে সকল বামেদের মাথায় জেনিউ-এর নাবালকরা নেই সেই দলগুলো কেন বিলীয়মান তা নিয়ে একটু বাণী দিন।
  • blank | 52.110.164.226 | ০৭ মার্চ ২০১৮ ১৮:৫৭373186
  • বিপের লেখাটা দারুন। দুটি মুল্যবান জিনিস জানা গেলো - ১) বিপ পিএইচডি করেছেন
    ২) পিএইচডি না করলেও হতো
  • dc | 181.49.176.79 | ০৭ মার্চ ২০১৮ ১৯:৩১373187
  • এদিকে কয়েকটা স্ট্যাচু ভাঙা হচ্ছে আর সে নিয়ে অনেকে খুব রাগারাগি করছে। স্ট্যাচু ভাঙলে লোকে এতো রাগ করে কেন?

    ডিঃ বামিয়ান স্ট্যাচু ভাঙা নিয়ে আমার সেরকম কোন দুঃখ হয়নি।
  • modi | 154.217.60.239 | ০৭ মার্চ ২০১৮ ২০:১৯373188
  • চৈতন্যের সাম্যবাদ কিরকম ব্যাপার? এটা নিয়ে বিপ কিছু বলবে নাকি?

    বিপ লেখাপড়া একেবারেই করে না। শুধু এআই এর ঢপ মেরে কি আর চলে? মোরালেস সাহেবও শি জিনপিং এর মত অনন্তকাল ক্ষমতায় থাকার মতলব করে ছিলেন। লোকে মোটেই পছন্দ করে নি।

    https://www.cnn.com/2016/03/01/world/bolivia-morales-secret-relationship/index.html
  • tathagata chattaraj | ০৭ মার্চ ২০১৮ ২১:৪৩373189
  • তিনোরা বড় ভীত হইয়াছে। সিপিমকে শহীদ প্রমাণ করিয়াই ছাড়িবে। নাহলে নিজেরা যখন মার খাইবে নিজেদের শহীদ প্রমাণ করিবে কিরূপে? সবাই বলিবে, ওই দ্যাখো কালীঘাট সহ সমস্ত রাজ্যে এত চোর ছিল জানিতাম না তো।চোরদের বাঁধার জন্য আর ত্রিফলা বাতি দণ্ডও আর পাওয়া যাইতেছে না যে। একজন আবার গলায় কালো চাদর লইয়া ত্রিফলা বাতি দণ্ডে ঝুলিবার চেষ্টা করিতেছেন।
  • r2h | 132.172.83.193 | ০৭ মার্চ ২০১৮ ২১:৫৯373190
  • ত্রিপুরাতে যা দাবীদাওয়া চলছে তার মধ্যে একটি হলো চার আরেসেস প্রচারকের খুনের তদন্ত চাই। তা তদন্ত হোক, তদন্ত ভালো জিনিস।

    ১৯৯৯সালে চার আরেসেস প্রচারককে ধলাইএর কাঞ্চনছড়া থেকে অপহরণ করে এনেলএফটি। দাবী ছিল ছয় ব্যাটেলিয়ন টিএসাঅর প্রত্যাহার করতে হবে। আদবানী ত্রিপুরাতে আসেন তার তদ্বির করতে। সরকার দাবী মেনে নেয়নি, ফলত বাংলাদেশে চট্টগ্রামে এনেলএফটির ঘাঁটিতে তাদের খুন করা হয়।
    টিটিএএডিসির নির্বাচনে পরের বছর আইপিএফটি ভালো ভোটে জিতে আসে। সেই নির্বাচনে প্রার্থী দেয় একমাত্র সিপিআইএম ও আইপিএফটি, কারন তৎকলীন ড্রেডেড এনেলএফটি ঘোষনা করে তারা আইপিএফটি ছাড়া আর কোন দলের প্রার্থী মেনে নেবে না, তো সিপিআইএম ছাড়া কেউ সেই ফতোয়া আমান্য করার সাহস দেখায় নি। তো তাইলে কি দাঁড়ালো, চার আরেসেস প্রচারককে ঘোষিতভাবে খুন করেছে বিজেপি বান্ধব আইপিএফটির বন্ধু এনেলএফটি।

    তাছাড়া কদিন আগে এক কর্তব্যরত চব্বিশ বছর বয়সী সাংবাদিক শান্তনু ভৌমিককে খুন করে আইপিএফটির আন্দোলনকারীরা। এগেন, বিজেপির জোট সঙ্গী আইপিএফটি।

    এই খবরগুলো জাতীয় মিডিয়াতেও এসেছিল।
  • dc | 181.49.189.171 | ০৮ মার্চ ২০১৮ ০৮:১০373191
  • এদিকে তামিল নাড়ুতেও মূর্তি ডিফেস করা নিয়ে গন্ডগোল পাকিয়ে উঠছে। অবশ্য আমাদের দেশ তো ঠাকুর দেবতায় ভর্তি, লোকে মূর্তিপুজোয় বিশ্বাসী হবেই। আর বিবুদা টাইপের সুড়সুড়ি দেবার লোকও কম নেই।
  • PT | 213.110.242.18 | ০৮ মার্চ ২০১৮ ০৮:৩৩373193
  • কেনরে বাপু? মূর্তি ভাঙ্গা ছাড়া কি আর ভাল কাজ কিছু নেই? মূর্তি ভাঙ্গাই যদি হবি হয় তাহলে রাস্তার মোড়ে বারের ঠাকুরের মুর্তি দিয়ে শুরু করলে তো ফুটপাথ্গুলো পরিচ্ছন্ন হয়। সেটি করার ক্ষ্যামতা অবিশ্যি কারোর নেই। কেননা তাহলে বাড়ির মা-মাসীরাই এমনকি বোধহয় গিন্নীরাও ঝ্যাঁটা পেটা করবে। সেখেনে বিপ্লব করা বেজায় কঠিন ব্যাপার।

    তবে অবাক করলেন সুবোধ কবি!
    কালকের আবাপানন্দের টিভি বিতর্কে তিনি পব-তে লেনিনের মূর্তি ভাঙ্গা নিয়ে তিনোদের হিনীকে আড়াল করতে গিয়ে পুতিনের রাশিয়ায় কত লেনিনের মূর্তি ভাঙ্গা হয়েছে তাই নিয়ে সিপিএমের প্রতিনিধিকে তীব্র আক্রমণ করলেন। সঙ্গে য্থাযোগ্য সঙ্গত করলেন বিজেপির প্রতিনিধিও। কেমন "মিলে সুর মেরা তুমহারা"-র মত শোনাল।

    তাই ভাবছি যে এরা আটকাবে বিজেপিকে? তিনোরা কেমন খেলছে দেখুন বিজেপির হাতের পুতুল হয়েঃ
    "রামনবমী পালনের নির্দেশ দিল যুব তৃণমূল!
    বুধবার মেদিনীপুরে যুব তৃণমূলের এক বৈঠক হয়। বৈঠকে সংগঠনের ব্লক সভাপতি এবং জেলা কমিটির সদস্যরা ছিলেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়।"
    http://www.anandabazar.com/district/midnapore/tmcp-to-celebrate-ram-navami-1.767309?ref=midnapore-new-stry
  • Gramsci | 117.217.133.50 | ০৮ মার্চ ২০১৮ ০৯:৩০373195
  • সবি তো বুঝলাম, কিন্তু এই ফ্যাসিবাদের উত্থানের আংশিক দায় কি গুরুচন্ডালি মেনে নেবে? বীজটা কিন্তু তোমরাই পুঁতেছিলে বাপু।
    এই ঈশান, পাই, পিনাকীরা এখানে উল্টোপাল্টা লিখে লিখে সিপিএমকে বাংলা থেকে তাড়াল।ফ্যাসিবাদের পথ প্রশস্ত করল।এসবের ডমিনো এফেক্টে আজ ত্রিপুরায় লেনিন ধরাশায়ী। ইতিহাসকে কি জবাব দেবে তোমরা?
  • dc | 181.49.189.171 | ০৮ মার্চ ২০১৮ ০৯:৩৪373197
  • আর কল্লোলদা যে দুরাজ্য মানুষকে ছাগোল বানিয়ে দিল তারই বা কি হবে?
  • Ishan | 202.189.129.17 | ০৮ মার্চ ২০১৮ ০৯:৩৪373196
  • বাকিদের টানা কেন, আমারই পুরো দায়। আবার যখন ইচ্ছে হবে, ফিরিয়ে আনব। এখনও হয়নি, দেখতেই পাচ্ছেন।
  • Ishan | 202.189.129.17 | ০৮ মার্চ ২০১৮ ০৯:৪০373198
  • কল্লোলদা তো নৈরাজ্যবাদী। মানুষই বা কী ছাগলই বা কী। সবেতেই নোটা গাছটি মুড়োলো।

    আবারও বলছি পরিবর্তনের সব দায় আমার। কৃতিত্ব কাড়বেননা, কেড়ে নিতে দিবেন না।
  • PT | 213.110.242.18 | ০৮ মার্চ ২০১৮ ০৯:৫৯373200
  • "বিজেপিটির নয়া ঢপ" যে নিজেই ঢপটি গিলেছেনঃ
    "সিপিএমের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী যদিও মনে করিয়ে দিচ্ছেন, এ রাজ্যে পরিবর্তনের পরেই গড়বেতা, যাদবপুরের মতো জায়গায় ভাঙা পড়েছিল লেনিন-মার্ক্সের মূর্তি। দলের সাধারণ সম্পাদক ইয়েচুরির মন্তব্য, ‘‘কাজেকর্মে তৃণমূল আর বিজেপি দু’টো দলই সমান। ভয় পেয়ে ওরা মূর্তি ভাঙতে পারে কিন্তু তাতে আদর্শ বা অনুপ্রেরণা ভাঙা পড়ে না!’’"
    http://www.anandabazar.com/national/will-not-tolerate-demolition-of-lenin-s-statue-mamata-banerjee-1.766846?ref=hm-new-stry
  • dd | 193.82.19.49 | ০৮ মার্চ ২০১৮ ০৯:৫৯373199
  • তবে এও ও ঠিক।

    ত্রিপুরার পর সিপিএমের নেতৃত্ব একবারও ইভিএম, কল্লোল, মিডিয়া দানব, সাম্রাজ্যবাদের কারসাজি, বহিরাগত ইত্যাদি নিয়ে কলরব করেন নি। "আমরা তো জানতুম নে", এটাই বার বার বলেছেন। নিজেদের দুর্বলতাই স্বীকার করে নিছেন।

    এদানী সাম্প্রাদায়িক ঘটনাতেও আর সেই একপেশে বক্তব্য শুনিনা।

    বদল তো আসছেই। কিন্তু বড্ডো লেট হয়ে গ্যালো যে ছোটোবাবু।
  • Kalketu Ray | ০৮ মার্চ ২০১৮ ১০:০১373201
  • ভারতে এখন সব পার্টিই চোর মশাই। আগে তবু লাজ-লজ্জা ছিল। এখন সেসবেরও বালাই নেই। আর এমন অশিক্ষিত নেতা-নেত্রী সব, না জানে ভালো বক্তৃতা দিতে, না জানে সাংবাদিকদের ফেস করতে। এরা চালাবে দেশ! ভোট না করে হেড-টেল করে নিলেই পারে কে ক'বছর টাকা মারবে। খামোখা ভন্ডামি!
  • dd | 193.82.19.49 | ০৮ মার্চ ২০১৮ ১০:০২373202
  • ঐ যে লিখলাম "ত্রিপুরার পর সিপিএমের নেতৃত্ব একবারও ইভিএম, কল্লোল, মিডিয়া দানব, সাম্রাজ্যবাদের কারসাজি, বহিরাগত ইত্যাদি নিয়ে কলরব করেন নি।"। ওখানে সাম্রাজ্যবাদের কারসাজিটা খ্যাল করলেন কি? বা বহিরাগত ?ওটায় ঈশেনকে বেশ খানিকটা ক্রেডিটা দেওয়া হয়েছে কিন্তু। নোট করুন।
  • T | 165.69.191.250 | ০৮ মার্চ ২০১৮ ১০:০৫373204
  • কীই আর লেট স্যার, এই মাঘই তো শেষ মাঘ নয়, ইত্যাদি।
  • dc | 181.49.189.171 | ০৮ মার্চ ২০১৮ ১০:০৮373205
  • রাজস্থানে অন্তত বিজেপি গিয়ে কং আসছে বলে মনে হচ্ছে। আজ খবরে দেখছি অনেকগুলো পঞ্চায়েত ইলেকশান বিজেপি হেরেছে।
  • b | 135.20.82.164 | ০৮ মার্চ ২০১৮ ১৩:৫৪373206
  • ছিপিএম গেলো ভোটার ধরিতে ফেসবুকে বাজে বাদ্যি
    ছিপ নিয়ে গেলো কোন দিদিমণি মাছ নিয়ে গেলো চাড্ডি
  • PT | 213.110.242.4 | ০৯ মার্চ ২০১৮ ১৩:৪৫373207
  • অভিষেক মুখার্জী নমের যে ছেলেটি শ্যামপ্রসাদের মূর্তি ভাঙ্গার জন্য গ্রেপ্তার হয়েছে সেই কি সিঙ্গুরের কালে টাটা মোটর্সের শো রুম ভেঙ্গে বিখ্যাত হয়েছিল? খবরে বলছে তার নাকি কিষেনজীর সঙ্গে নিত্য যোগাযোগ থাকত।

    তবে গুরুর পাতায় হিনী দেখে আমি আন্দাজ করছি যে এই সে। সে আমলের বিপ্লবী, তিনোদের ক্ষমতায় যেতে সাহায্য করার পরে এই আমলের সন্ত্রাসবাদীতে রূপান্তরিত হয়েছে। আরো খারাপ অবস্থা ছ্ত্রধর মাহাতোর। তিনোরা ৬ বছর ক্ষমতায় থাকা সত্বেও তিনো-মাওবাদীদের সংযোগরক্ষাকারী ছত্রধর এখনো জেলে।

    অবিশ্যি এদের সমর্থনে যে বুজীরা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় নামবে না সেটাই প্রত্যাশিত। কয়েকদিন আগে অম্বিকেশ জানালেন যে কোথও মিটিন করতে গেলে এখনো চড়-থাপ্পর জোটে। এই দাওয়াইটা সত্যিই বাকিদের জন্যে বেশ কার্যকরী হয়েছে বোঝা যাচ্ছে।
  • | 144.159.168.72 | ০৯ মার্চ ২০১৮ ১৩:৫২373208
  • ওলে বাবালে লুদুউউউর লুদুউউউর। চোওওও চ্যুউইইট
  • de | 24.139.119.172 | ০৯ মার্চ ২০১৮ ১৪:২৬373209
  • অম্বিকেশকে যাদপ্পুরের হিন্দুসেনা ঠ্যাঙানো বাহিনী সুরক্ষা দিতে যেতে পারে তো!
  • PT | 213.110.242.18 | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৪373210
  • আর ছত্রধরকে?
  • de | 24.139.119.175 | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৯373211
  • তার কেউ নেই - সে তো ভদ্রলোক বাঙালী নয়! জেলেই পচবে - কেউ মনেও রাখেনি -
  • s | 108.253.235.221 | ১০ মার্চ ২০১৮ ০৭:০২373212
  • রাজ্যসভায় ৫ জন যাবে। তিনোদের ৪ জন সিওর যাচ্ছে। বাকী ১ টা সীট, তাতে বিরোধীদের ১ জন ক্যান্ডিডেট যেতে পারেন। অধীর চৌধুরী সীতারামবাবুকে সমর্থন দেবেন বল্লেন। সিপিয়ুম ঘাড় ফাড় চুলকে রাজী হল না। ৭৫ টা মিটিং, জেলা কমিটি রাজ্য কমিটি করে বল্ল, দু দল সমর্থন দেবে এমন নির্দল প্রার্থী চাই। প্রার্থী খোঁজার জন্য আরও ৭৫ টা মিটিং, জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি।
    মাঝখান থেকে মমতা এসে টুক করে কঙ্গ্রেসের মনুদাকে সমর্থন জানিয়ে সিপিয়ুমকে অপ্রাসঙ্গিক করে দিল।
    সিমিয়ুমের কর্মপদ্ধতি, সিদ্ধান্ত নেবার প্রকৃয়া এখনকার দিনে অচল। জাস্ট আউট্ডেটেড। এবং অপদর্থতায় ভর্তি।
    তবু এর জন্য পিটিদার কি মায়া। চোখে হারাচ্ছে।
  • PT | 213.110.242.18 | ১০ মার্চ ২০১৮ ০৯:০০373213
  • যেমনটা লিখলেন আবাপ-ও এমনটাই লিখছে বটে।
    তবে এই মনুভাই তিনোদের হয়ে সারদা, নারদা ও আরো কি সব মামালায় লড়েছে সেটা খ্যাল করেছেন লিচ্চয়। কাজেই কং যে কি খেলছে তাও বোঝা মুস্কিল। তাদের দলকে যারা শেষ করে দিয়েছে ও দিতেই থাকবে সেই তিনোদের সমর্থন পাওয়ার জন্য এত ব্যাকুলতা কেন?
  • sm | 52.110.150.243 | ১০ মার্চ ২০১৮ ১০:১৬373215
  • ও আপনি বুঝবেন না। রাজনীতি তে অমন হয়। মমতা ফ্রিকিক থেকে গোল করে দিয়েছে।
    রাজ্য কংগ্রেস এর বাবা থুড়ি ম্যাডাম কে তিনোমুলের সাহায্য চাইতে ই হবে; অন্তত লোকসভা আর রাজ্য সভায় সংখ্যা বাড়ানোর জন্য।
    সিপিএম তো আর দিল্লিতে বেশি সংসদ সাপ্লাই দিতে পারবে না। আর সে ক্ষমতাও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন