এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা গেছে, ত্রিপুরা গেল কিন্তু বামপন্থীদের জ্ঞান ফিরছে কোথায়?

    Dipankar
    অন্যান্য | ০৫ মার্চ ২০১৮ | ২৫৩৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 52.110.150.184 | ১১ মার্চ ২০১৮ ২১:৩২373251
  • পুরো এয়াইকেএস, মানে কিষাণ সভা, মানে সিপিএম এর আন্দোলনটায় যা বুঝলাম, সিপিএম ওই আর কি, কোনো মতে আছে।

    ঠিক আছে।
  • PT | 160.129.67.26 | ১১ মার্চ ২০১৮ ২৩:০৮373252
  • এটি পড়ে বেশ আশচজ্জি হয়েছিঃ
    "বিশেষ করে যেখানে কৃষকদের সমস্যা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়নের অভিমুখ, এইসব জরুরি জিনিস গুলো অনালোচিত হয়ে পড়ে আছে। ন-মোর কৃতিত্ব এই........"
    শুধুই ন-মো? তিনি ক্ষমতারোহনের বহু আগেই পব-তে ওসব আলোচনা বাত্ত হয়ে গিয়েছিল। ঘরের মানুষটিকেও এট্টু কেডিট দিন এ ব্যাপারে। ৯ কোটি দরিদ্রের জন্যে ভিক্ষের চাল, মেয়েদের বরপণের টাকা ইত্যাদি কি রাজনৈতিক অব্স্থান নাকি? ঐ করে করে তো কলেজে "অরাজনৈতিক" ছাত্র সংসদ পর্যন্ত কায়েম করে ফেলেছে প্রায়। এহেন বঙ্গে ঐসব শখের মিছিল করে দেখাক কিষাণেরা। বিজেপির অর্থনীতির বিরুদ্ধাচারণ করে মিছিল করলেও তিনোরা লুম্পেন নামিয়ে কোমর ভেঙ্গে দেবে।
  • s | 108.253.235.221 | ১১ মার্চ ২০১৮ ২৩:১৬373253
  • অধিকাংশই ভুলভাল দাবী।

    কৃষকদের সম্পূর্ণ ঋণ মকুব
    - কেন এই দাবী? কৃষকদের উৎপাদনে সরকারী সাহায্য এক ব্যাপার, কিন্তু সম্পূর্ণ ঋণ মকুব? কাদের ট্যাক্সের টাকায়? মধ্যবিত্ত চাকুরীজীবি। কৃষকেরা তো ন্যুনতম ট্যাক্সও দেন না। এবার মধ্যবিত্ত চাকুরীজীবিরা এরকম দাবী নিয়ে এলে সরকার কি করবে?

    ফসলের ন্যূনতম দাম হবে চাষের পুরো খরচের দেড় গুণ
    - ওপেন মার্কেট ইকনোমিতে এটা হওয়া সম্ভব নয় বোধহয়। নয়ত সরকারকে নির্দিষ্ট কিছু প্রোডক্টের মিনিমাম প্রাইস সেট করতে হয়। যেটা ওপেন মার্কেটের পরিপন্থী। তোমার চাষের পদ্ধতি বেশী খরচসাপেক্ষ বলে ক্রেতাকে বেশী দাম দিতে হবে কেন? এর চেয়ে আধুনিক ও ইকনমিকাল চাষের জন্য সরকারী সাহায্যের দাবী থাকলে যৌক্তিক হত।

    নদী সংযুক্তি প্রস্তাব বাতিল করে আদিবাসীদের জমি রক্ষা
    খরা কবলিত এলাকায় জলের বন্দোবস্ত
    - দুটো বিপরীতমুখী দাবী। নদী সংযুক্তি প্রস্তাব এই খরা কবলিত এলাকায় জলের বন্দোবস্তের জন্যই করা হয়েছে। বেশ কিছু জায়গায় জলের যোগান শুরুও হয়ে গেছে। জানি না এসব দাবী বানানোর আগে কদ্দুর আলোচনা হয়।

    লাঙল যার, জমি তার
    এই শ্লোগান বোধহয় গত ৫০ বছর ধরে শুনে আসছি। পঃবঃয়ে অপারেশন বর্গা এর কাছাকাছি প্রয়োগ। তাও এখানে বর্গাদারেদের নামে জমি হস্তান্তর হয় নি, জমিতে চাষ করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আর জমির মালিক জমি বেচতে চাইলে সেটা সর্বাগ্রে কেনার অধিকার দেওয়া হয়েছে। উইকি থেকেঃ
    The Left Front came to power in West Bengal in 1977 as the ruling state government. In existing tenant laws they found possibilities to advance their agenda of agrarian reform. The Left Front carried out a two-pronged attack. It took the no-cultivation clause seriously and closed off this loophole. Simultaneously, it encouraged the registration of tenants through the much publicized Operation Barga.

    In June 1978, based on discussions held during a workshop on Land Reforms, the West Bengal government launched Operation Barga. This was given legal backing through the Bengal Land Holding Revenue Act, 1979 and the Revenue Rules of 1980.[4] In 1981 the West Bengal Government passed a law to remove the exemptions given to orchards, plantations, fisheries and religious trusts from the purview of the land reforms (However, it took many years for this legislation to receive the approval of the Central Government).

    Operation Barga aimed to record the names of the sharecroppers (Bargadars), who formed a major part of the agrarian population in West Bengal and to educate them about their cultivation rights. Operation Barga depended heavily on collective action by the sharecroppers and was qualitatively different from the traditional Revenue Court approach, which was biased in favour of the richer and more influential landowners.

    The enumeration and recording of Sharecroppers and educating them about their rights was an important step in raising their economic and social status. By giving these farmers more rights, and protecting them from exploitation by the landowners, they were assured of a relatively stable livelihood, which would improve their living standards as well, and give them an opportunity to become landowners themselves.

    While Operation Barga did not directly attempt to turn the bargadars into landowners, the legislation included two provisions intended to facilitate that conversion. Firstly, the legislation gave bargadars priority rights to purchase the barga land if the landlord decided to sell it. Secondly, the legislation authorized the state government to establish a "land corporation" that would advance funds to bargadars to purchase barga land using this priority right. The second provision has not yet been implemented due to lack of funding.

    গরিব কৃষক ও ক্ষেত মজুরদের জন্য পেনশন
    পোকামাকড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতিপূরণ
    - এসব সরকারকে কেন করতে হবে? যে সংগঠন দাবী করছে তারা করুক। একটা ট্রাস্ট বানিয়ে পেনশন সিস্টেম চালু করুক। কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সংগে চুক্তি করে ফসলের বীমা করাক। নিজেরা কোন উদ্যোগ নেবে না, সব গৌরী সেন দেবে।

    • অরণ্যের অধিকার আইনের রূপায়ণ
    • আদিবাসী-চাষিদের জমি দখল বন্ধ করা
    - এই দুটো দাবী হয়ত কিছুটা যুক্তিযুক্ত। অরণ্যের অধিকার সংক্রান্ত কিছু আইন বোধহয় এখনই আছে। এই দাবীতে যদি বলা হয় যে দেশের বেশ কিছু অরণ্য ও আদিবাসী প্রধান অঞ্চলকে সংরক্ষিত ঘোষনা করতে হবে তাহলে ঠিক আছে।
  • কল্লোল | 116.203.140.82 | ১১ মার্চ ২০১৮ ২৩:৩৭373254
  • ওফ।"এহেন বঙ্গে ঐসব শখের মিছিল করে দেখাক কিষাণেরা। বিজেপির অর্থনীতির বিরুদ্ধাচারণ করে মিছিল করলেও তিনোরা লুম্পেন নামিয়ে কোমর ভেঙ্গে দেবে।"
    তাহলে কি ধরে নেবো যে পিটির মতে ১) মহারাষ্ট্রের মিছিলটা "শখের মিছিল" ২) পবতে "বিজেপির অর্থনীতির বিরুদ্ধাচারণ করে মিছিল করলেও তিনোরা লুম্পেন নামিয়ে কোমর ভেঙ্গে দেবে" - অথচ খোদ বিজেপির রাজ্যে এই মিছিলে লাঠি-গুলি না চলার কারন কি?সিপিএম-বিজেপি গট-আপ???

    এইসব মোজার কথাবাত্তা এবার এট্টু বন্ধ হোক।
    একটা মানুষ কতোদূর মৌলবাদী হতে পারে পিটি তার উদাহরণ। আবারও মনে হচ্ছে বিজেপিটি নামটাই ঠিক।
    ঐ যে কৃষকদের দাবী - জমি নেওয়া চলবে না। বিজেপিটির সহ্য হচ্ছে না।

    এখন অন্ততঃ আমার কছে পরিস্কার সিপিএম-টিপিএম ব্যাপার নয়, ওটা নেহাৎ চোখ-ধোওয়া কেস।
    এই যে একটা মিছিল বম্বে স্তব্ধ করে দিচ্ছে। গাড়ী টারি যানজটে আটকে যচ্ছে, লোকের কি দুর্ভোগ!! ইস। এসব "র‌্যাবেল রাউজিং" বিজেপিটি না-পসন্দ। তাই এই মিছিল তার কাছে "শখের মিছিল"।
    ধিক।
    এরকম হাজারটা মিছিল চাই। হ্যাঁ, সিপিএম করলেও চাই। করুক এমন মিছিল পবতে ভাঙ্গড় আর ভবাদিঘী নিয়ে। বিধানসভা ঘেরাও হোক, কলকাতা স্তব্ধ হোক। এমন মিছিল হোক ত্রিপুরাতে - বাম কর্মীদের উপর আক্রমনের প্রতিবাদে। আগরতলা স্তব্ধ হয়ে যাক।
    তখন, গলা ফাটিয়ে বলবো সাবাশ পব সিপিএম, সাবাশ ত্রিপুরা সিপিএম। এখন যেমন বলছি সাবাশ মহারাষ্ট্র সিপিএম।
  • modi | 195.220.101.32 | ১১ মার্চ ২০১৮ ২৩:৫৫373255
  • ফসলের ন্যূনতম দাম স্থির করার অনেক কায়দা আছে। ফসলের ন্যূনতম দামের ব্যাপারটা ফ্রী মার্কেটের মক্কা আমেরিকাতে খুব ভালভাবেই আছে। গুরুর সম্পাদক মশাই হয়ত আরো ভালভাবে ব্যাপারটা বলতে পারবেন। আপাততঃ উইকি কি বলছে শুনুন।

    https://en.wikipedia.org/wiki/Agricultural_subsidy#United_States

    The United States paid around $20 billion in 2005 to farmers in direct subsidies as "farm income stabilization"[12][13][14] via farm bills. These bills pre-date the economic turmoil of the Great Depression with the 1922 Grain Futures Act, the 1929 Agricultural Marketing Act, and the 1933 Agricultural Adjustment Act creating a tradition of government support.

    The subsidy programs give farmers extra money for their crops and guarantee a price floor. For instance, in the 2002 Farm Bill, for every bushel of wheat sold, farmers were paid an extra 52 cents and guaranteed a price of 3.86 from 2002–03 and 3.92 from 2004–2007.[15] That is, if the price of wheat in 2002 was $3.80, farmers would get an extra 58¢ per bushel (52¢ plus the 6¢ price difference).
  • aranya | 172.118.16.5 | ১২ মার্চ ২০১৮ ০০:২৩373256
  • sm, বোকার মত পোস্টানোর জন্য সরি চাই। তবে আমি কিন্তু এটাও লিখেছিলাম -
    'দু মনে হয়, এটার কথাই বলতে চেয়েছেন'।

    উপরের উক্তির অর্থ হল - আমি নিশ্চিত নই, মনে হচ্ছে দু একথাই বলতে চেয়েছেন, তবে নাও হতে পারে।
  • PT | 160.129.67.26 | ১২ মার্চ ২০১৮ ০০:৪৪373257
  • "আবারও মনে হচ্ছে বিজেপিটি নামটাই ঠিক।"
    কার কখন মানসিক বিকৃতি হয় সে কি অর পিটির পক্ষে খেয়াল রাখা সম্ভব?

    মিছিল দেখে অনেকেই আহ্লাদিত হয়েছে বোঝা যাচ্ছে। আমি তাই এট্টু গত ভোটের শতাংশের হিসেব দেখলাম। সিপিএম ২০টি সিটে লড়ে একটিতে জিতেছে ও মোট 0.4% ভোট পেয়েছে। হগ্গলেই জানে যে যতই মিছিল করুক খুঁটি নাড়িয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই। আর এটাই "খোদ বিজেপির রাজ্যে এই মিছিলে লাঠি-গুলি না চলার কারন" তাই এমনকি বামেদের আদি বিনাশকারি শিবসেনাও মিছিলকে সমর্থন জানিয়েছে!! বিস্ময়, বিস্ময়। শিবসেনাও কিষাণদের জন্যে কেঁদে-মরে যাচ্ছে গো। কি দিন কালই এল। তো কল্লোলদা মহরাষ্ট্রের সিপিএমকে "বিজেপিটি" জাতীয় একটা গালভরা নাম দেবে নাকি?

    এই মিছিলের লিটমাস টেস্ট হবে পব-তে। কেননা এখানেই সিপিএম শক্তিশালী হলে সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা সব চাইতে বেশী। এখানে সিপিএম মিছিল করলেই দলে দলে বুজীরা সিঙ্গুর-নন্দীগ্রামের ধুয়ো তুলে চ্যানেলে চ্যানেলে তিনোদের সমর্থনে চিল্লাতে শুরু করবে। আর লুম্পেনরা রাস্তায় দেখভাল করবে কিষাণদের।

    "ঐ যে কৃষকদের দাবী - জমি নেওয়া চলবে না। "
    আহারে! যারা প্লেনে কিংবা দুরন্তে যাতায়াত করে তাদের জন্যে জমি চাই না?
    আসছে, সেদিন আসছে যখন শুধু কৃষক নয় আরো অনেকের জমিই যাবেঃ "The Airports Authority of India (AAI) had asked the Mamata Banerjee government to identify a site for Kolkata's second airport."
    খর্গপুর-কলকাতা হাইওয়ে চওড়া হচ্ছে-৬ লেনের। দুপাশের বাড়ি-ঘর দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে। কেউ কিছু বলছে নাকি?
    আর শিল্প? সে সব কি আকাশে হবে নাকি? নাকি সেসব পাট চুকে গেল এদেশে?
    ভ্ন্ডামির কি কোন সীমা-পরিসীমা নেই গো?
  • sm | 233.191.7.168 | ১২ মার্চ ২০১৮ ০০:৪৭373258
  • আপনার কথা তো বুঝলাম। কিন্তু মোদী, নামক আহাম্মক টি ,কি বলতে চাইলো, সেটা বুঝতে পারলাম না।
  • S | 194.167.2.96 | ১২ মার্চ ২০১৮ ০১:০৭373260
  • কৃষকদের সম্পূর্ণ ঋণ মকুব
    - লোকে দুটো কারণে লোন শোধ করেনা। ১) পারেনা। ২) ইচ্ছে করে দেয়্না। কৃষকদের ক্ষেত্রে ব্যাপারটা সাধারণত ১ নম্বর। সারা দুনিয়াতে এইরকম ক্ষেত্রে লোন মুকুব করা হয়েছে। সোকল্ড ক্যাপিটালিস্ট দুনিয়াতেই। অতেব ভারতের গরীব চাষীদের ক্ষেত্রে না হওয়ার কারণ কি? আগেও অনেকবার করা হয়েছে।

    ফসলের ন্যূনতম দাম হবে চাষের পুরো খরচের দেড় গুণ
    - আম্রিগায় প্রতি বছর শুধুমাত্র ফেডারাল গভ ২৫ বিলিয়ন ডলার সাবসিডি দেয়। ফার্ম ইনকাম স্টেবিলাইজেশন অ্যাক্টের আন্ডারে। সরকার এইধরনের আশ্বাস না দিলে (মানে ন্যুনতম দাম) কৃষকরা চাষ করবেনা। সেক্ষেত্রে জমি অন্য কাজে ব্যবহৃত হবে আর অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হবে। খাদ্য সুরক্ষা করতে গেলে কৃষকদের সুরক্ষা করতেই হবে।

    নদী সংযুক্তি প্রস্তাব বাতিল করে আদিবাসীদের জমি রক্ষা
    - নদী সংযুক্তি একটা অত্যন্ত ক্ষতিকারক আইডিয়া। এনভায়রণমেন্টে আর ইকোসিস্টেমে কিধরনের ক্ষতি করবে, সেই নিয়ে কোনও স্টাডি আছে? একগাদা পয়সা খরচ করে দেশের ক্ষতি ছাড়া তো আর কোনও ফল দেখিনা।

    লাঙল যার, জমি তার
    - এটা সারা ভারতে অনেক পুরোনো দাবী। নইলে আমিও একগাদা কৃষি জমি কিনে সেখানে অন্যকে দিয়ে লাঙল চষিয়ে নিজেকে ফার্মার দাবী করবো আর ট্যাক্স ফাঁকি দেবো। মরাল আর এথিকাল ব্যাপারগুলো নাহয় নাই বা বললাম।

    গরিব কৃষক ও ক্ষেত মজুরদের জন্য পেনশন
    - সরকারি কর্মচারিদের পেনসন কে দেয়? কেন দেয়? নিজেরা সংগঠন করে ব্যবস্থা করে নেয়্না কেন?
  • রোবু | 113.85.96.73 | ১২ মার্চ ২০১৮ ০১:১১373261
  • এই দেড়গুণের ব্যাপারটা নিয়ে সকলেরই একটু জানা উচিত। দুম করে দেড়গুণ বলে দিলে কিন্তু মুশকিল।
    না জানলে বলবেন, লিখে দেবো।
  • s | 108.253.235.221 | ১২ মার্চ ২০১৮ ০১:১২373262
  • মোদী উইকিতে কি লিখেছে তা ভালো করে পড়েছে কিনা জানা নেই।
    আমেরিকাতে সরকার কৃষকদের বিভিন্ন বিল তৈরি করে সময়ে সময়ে, এরকম ভর্তুকি দিয়ে থাকে। তার কারণ আমেরিকার চাষীরা ট্যাক্স দেয়। ফসলের ইন্সিওরেন্স, ফরোয়ার্ড ট্রেডিং আছে তা দিয়েও প্রাইস নিশ্চিত করা যায়। কিন্তু মার্কেট প্রাইস সরকারের হাতে নেই।

    আর ভর্তুকিই যদি মূল দাবী হয়, তাহলে কেন্দ্র তো দুটাকা কিলো চাল ভর্তুকি দিচ্ছে। মমতাও একগুচ্ছ ভর্তুকি দিচ্ছে।
    পিটিদা তো এই ভর্তুকিগুলোর বিরুদ্ধে। ওদিকে সিপিয়ুম এই ভর্তুকিই চাইছে?
  • কল্লোল | 116.203.180.45 | ১২ মার্চ ২০১৮ ০১:১৬373263
  • নাহ। বিজেপি, আরেসএস, সিপিএম, নকশাল, কং, তিনো, মানবাধিকার কর্মী, এনজিও সবার সাথে তক্কে রাজি। শুধু আরএসেসের গোপন এজেন্টের সাথে নো তক্কো।
    আপাততঃ মহারাষ্ট্রের কিষান মিছিল, বম্বে স্তব্ধ করে দিক, প্রতিটি দাবী আদায় করুক - এটাই চাইবো। চাইবো রাজস্থানে, গুজরাটে, অন্ধ্রে, তেলেঙ্গানায়, সারা ভারত জুড়ে এমন মিছিল হোক। শুনলাম রাজস্থানেও এমন মিছিল হয়েছে। অপেক্ষায় থাকবো পব আর ত্রিপুরার জন্য।
    ভোটের বাক্সে এর প্রতিফলন হবে কি না তাই নিয়ে ভাবিত নই। তেভাগার লড়াইয়ের সময় বাংলার আইনসভায় কতোজন কমিউনিস্ট পার্টির বিধায়ক ছিলো, তা দিয়ে কি কিছু মাপা যাবে?
    তেলেঙ্গানার লড়াইয়ের সময় কমিউনিস্ট পার্টি কতো ভোট পেয়েছিলো তা দিয়ে কিসের হিসাব হবে?
    চুলোয় যাক ভোটের হিসাব। রাস্তায় নামুক কিষানেরা, রাস্তায় নামুক মানুষ, তাদের দাবী নিয়ে।
  • একক | 53.224.129.50 | ১২ মার্চ ২০১৮ ০২:০০373264
  • উফ তোমাদের জমানার লোকগুলো এত এজেন্ট কোদ্দিয়ে পাও ? :))) :))) আগে ছিল আইএসআই এর এজেন্ট , আবার এসছে আরেসএস এর এজেন্ট |

    পুরো স্পাই এপক্যালিপ্স এর মধ্যে বড় হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জেনেরেশন ।

    কেও কোনো এজেন্ট নয় বাল । তর্কের খাতিরে নানজন নানাদিক ধরে বসে আছে । নাথিং এলস । সিস্টেম শাটডাউন কল্লে খাবে দাবে ঘুমুবে ।
  • Atoz | 161.141.85.8 | ১২ মার্চ ২০১৮ ০২:৩৫373265
  • আহা, গোপণ এজেন্ট ফেজেন্ট থাকলে তবেই না থ্রিল!!!! এককালে শুনতাম সি আই এ র এজেন্ট! সবই নাকি তেনাদের ষড়যন্ত্র। ঃ-)
  • modi | 219.116.154.70 | ১২ মার্চ ২০১৮ ০২:৫৩373266
  • উইকি বলেছে The subsidy programs give farmers extra money for their crops and guarantee a price floor. আমেরিকার ফার্ম সাবসিডি চাষী যেন একটা ন্যূনতম মূল্য পায় সেটা নিশ্চিত করে। কৃষক সভার সহায়ক মূল্যের দাবী তার থেকে কিসে আলাদা? আমেরিকার ফার্ম সাবসিডি যদি ফ্রী মার্কেটকে বিকৃত না করে তাহলে ভারতের বেলায় অসুবিধা কিসের?
  • Du | 57.184.23.62 | ১২ মার্চ ২০১৮ ০২:৫৮373268
  • সরি অরন্য আমার ভুলের জন্য আপনাকেও অসভ্যতার ভাগ পেতে হল।আমি খবর পড়েই বুঝতে পারি এবং বলে যাই এটা কন্ডিশন নিয়ে নয় এমনি আর্বিট অ্যাবিউজ।
  • S | 194.167.2.96 | ১২ মার্চ ২০১৮ ০২:৫৮373267
  • যদিও আম্রিগাতে কিসু হয় মানেই ইন্ডিয়াতেও অন্ধের মত সেইটাই কপি করতে হবে, তবুও যখন ক্যাপিটালিজমের কথা ওঠে এইসব ক্ষেত্রেঃ

    https://www.downsizinggovernment.org/agriculture/subsidies

    Price Loss Coverage (PLC). This program pays subsidies to farmers based on the average national price of each particular crop compared to the crop's reference price. The larger the fall in a crop's price below its reference price, the larger the payout to farmers. PLC subsidies also cover more than 20 crops. PLC subsidies fluctuate, but they will be about $2 billion in 2016.

    এটা কিন্তু দক্ষিনপন্থী ওয়েবসাইট।
  • dc | 181.49.171.234 | ১২ মার্চ ২০১৮ ০৭:৪৫373269
  • কৃষকদের দাবীগুলো খুব একটা অযৌক্তিক মনে হলো না।

    কৃষকদের ঋন মকুব - অবশ্যই করা উচিত। ইউপি আর মহারাষ্ট্রের সরকার ঋন মকুবের নামে যে বিরাট ঢপ দিয়েছে সেটা বেশ কয়েকটা রাজ্যে কৃষকদের ক্ষেপে যাওয়ার একটা বড়ো কারন। এই ঢপ না দিয়ে সত্যি মকুব করতে হবে। তবে ঋন মকুব কিন্তু ফার্ম ক্রাইসিসের সল্যুশান না, স্রেফ একটা পেনকিলার টাইপের ওষুধ।

    দেড়গুন এমেসপি - এটা করা জরুরী, কারন এটা আসল ওষুধগুলোর একটা। এটা স্বামীনাথন কমিটিতেও বলা হয়েছে। তবে এটা নিয়ে বোধায় সরকারপক্ষ নেগোশিয়েট করবে।

    নদী সংযুক্তি - এই দাবীটা সরকার মানলে ভালো, তবে মনে হয়না এটা নিয়ে কথা বলতে চাইবে।

    পেনশন আর মেডিক্লেম- অতি অবশ্যই করা উচিত, এমেসপির সাথে এটাও প্রধান দাবী হওয়া উচিত।

    এছাড়াও যে দাবী করা উচিত ছিল, সেটা হলো সাপ্লাই চেন ইনফ্রা ভালো করা আর বাড়ানো। ফার্ম টু মার্কেট, এই পুরো প্রসেসটা আরো এফিসিয়েন্ট করা উচিত, শস্যের অপচয় যাতে কমানো যায় সেটার ব্যবস্থা করা উচিত। প্রতি স্তরে মিডলম্যানদের উৎপাত কমানোর ব্যবস্থা নেওয়া উচিত।
  • PT | 160.129.67.26 | ১২ মার্চ ২০১৮ ০৮:৩৮373271
  • যারা শিশু ও মহিলাদের ঢাল করে গোপন এজেন্ট্দের দিয়ে নন্দীগ্রামে গুলী চালানোর সমর্থন করেছিল তারাই সারাক্ষণ চারপাশে গোপন এজেন্ট দেখতে পায়। আমেরিকানরাও দেখতঃ red under the bed!!

    তেভাগাঃ ১৯৪৬-১৯৪৭
    কতটা আউটডেটেড প্রত্যাশা নিয়ে কেউ কেউ এই বর্তমান মিছিলের দিকে তাকিয়ে আছে? যারা পব থেকে বাম আন্দোলনের সমস্ত ট্রাডিশন গত ৬ বছর ধরে মূলোৎপাটনে সাহায্য করে যাচ্ছে তারা তেভাগার খোয়াব দেখাচ্ছে!!
    আর সব বাদ দিলাম।
    শুধু জানতে চাই যে "গরিব কৃষক ও ক্ষেত মজুরদের জন্য পেনশন" কে দেবে? সরকার? ২০০৪ থেকে সরকারি কর্মচারীদের পেনশনের কি হাল সেটা কিষাণেরা জানে তো?
  • রোবু | 52.110.148.246 | ১২ মার্চ ২০১৮ ০৮:৫০373272
  • কল্লোলদা রাজস্থানের খবর জানেন না দেখে আশ্চর্য হলাম। যদিও ওটার এত প্রচার হয়নি। কমরেড আমরা রাম আর কমরেড পেমা রাম এই আন্দোলনের প্রাণপুরুষ।
    https://m.facebook.com/story.php?story_fbid=1831406833599050&id=1550667418339661
  • ধুদ্দুর | 90.67.172.162 | ১২ মার্চ ২০১৮ ০৯:৪৭373273
  • গরিব মানুষের হাতে খাদ্যসুরক্ষার অধিকার তুলে দেওয়াকে যিনি ভিক্ষের চাল বলে ব্যঙ্গ করেন, তিনি যে ৩৫০০০ কৃষকের মিছিলকে শখের মিছিল বলার অসভ্যতা করবেন এতে আশ্চর্যের কি আছে? গোপন কিছু নয়, মানুষকে চাল কিনতে রিলায়েন্সের দোকানে লাইন দেওয়ানো যাচ্ছে না অথবা সিঙ্গুর টাটার নামে লিখে দেওয়া যায়নি এসব ক্ষোভ থেকে খুবই পরিস্কার উনি প্রকাশ্যেই কার এজেন্টগিরি করেন। সিপিএম আর কৃষকসভার মিছিল দেখে গায়ে এত ফোস্কা পড়ছে কেন এবার মিলিয়ে নিন।
  • রোবু | 52.110.148.246 | ১২ মার্চ ২০১৮ ০৯:৫০373274
  • দেখে নেওয়া যাক কিছু জরুরি জিনিস
    The Commission for Agricultural Costs and Prices (CACP), which declares MSP for eligible crops, has three different definitions of productions costs – A2 (actual paid out cost), A2+FL (actual paid out cost plus imputed value of family labour) and C2 (comprehensive cost including imputed rent and interest on owned land and capital). As is evident, C2 > A2+FL > A2.

    Farmer organisations for several years have been demanding that MSP be set at 1.5 times C2, i.e., comprehensive cost, as recommended by the Swaminathan Commission. “The report (Swaminathan Commission) made it clear that it was C2 that was to be taken into account and not A2+FL,” said Yogendra Yadav, political activist, psephologist and founder of Swaraj Abhiyan.

    In addition, when Narendra Modi, during his Lok Sabha campaign, promised that MSP will be set at 1.5 times the cost of production, it is C2 that he must have meant as MSP for most crops was already higher than 1.5 times cost of production taken as A2+FL.

    As was confirmed to The Wire by agriculture ministry sources, and as the finance minister later clarified in the Rajya Sabha, it is A2+FL that he had in mind and not C2 while making the announcement in his budget speech. The clarification made Jaitley’s claim in his budget speech that the government was ‘fulfilling’ its poll promise tenuous.

    Whether A2+FL or C2 is taken into account while calculating MSP matters significantly for farmers as the difference between the two is substantial. For wheat and masur, for instance, the difference is 53% and 57% respectively.
  • কল্লোল | 37.63.175.76 | ১২ মার্চ ২০১৮ ১৭:২৪373275
  • একক। একটা লোক তক্কের খাতিরে এমন সব কথা বলছে যাতে সে উপরে উপরে যাকে সমর্থন দিচ্ছে, তাকেই টেনে নামাচ্ছে।
    এই কৃষক মিছিলকে যে "শখের মিছিল" বলতে পারে, তাকে আর কী বলা যায়।
    আজ আবার দেখলাম সঙ্ঘও মিছিলকে সমর্থন করেছ। এনসিপি আর শিবসেনার পর এরাও। একে বলে কলিং দ্য শটস। ৫০হাজার কৃষক মিছিল করে বম্বেতে ঢুকছে আর মানুষ তাদের জন্য জল, খাবার জোগাচ্ছে। হাড় কাঁপিয়ে দিয়েছে এনসিপি, শিবসেনা সঙ্ঘের। এখন ঐ কৃষকদের সুরে নাচা ছাড়া এদের আর কোন উপায় নেই।
    আবারও শাবাশ এই মিছিলের সংগঠকদের।
    আমরা ৮৩তে এপিডিআর থেকে মাত্র ৫০জন সাইকেল র‌্যালী করে কলকাতা থেকে দিল্লী গেছিলাম। মাত্র ৫০ জন। আর তার ব্যবস্থাপনা করতে কতটা ফেটেছিলো সে আমরা জানি। আর এই মিছিল তো ৫০হাজারে!! নতজানু হয়ে পা ছুঁতে সাধ যায় এই সংগঠকদের, হোক না সিপিএম। জয় হোক।
  • কল্লোল | 37.63.175.76 | ১২ মার্চ ২০১৮ ১৭:৩০373276
  • আমাদের শুভদীপ ফেবুতে লিখেছে কৃষকদের দাবী সব মেনে নিয়েছে সরকার। জ্জিও। যাই খবর দেখি।
  • dc | 116.203.87.172 | ১২ মার্চ ২০১৮ ১৮:০৮373277
  • হ্যাঁ খবর বেরোচ্ছে যে কৃষকদের সব দাবী মেনে নিয়েছে। তবে এরকম মিছিল নাকি আরও রাজ্যে করার পরিকল্পনা হচ্ছে, আর শেষে দিল্লীতে সবচেয়ে বড়ো মিছিল। এগুলো খুব জরুরি।
  • Yeerlin Silverleaf | 127.194.233.156 | ১২ মার্চ ২০১৮ ১৮:২৭373278
  • तो फिरसे बोलो -

    ये लाल लाल, ये लाल लाल
    जब लाल लाल लहराएगा
    होश ठिकाने, होश ठिकाने
    होश ठिकाने तब आएगा।

    For victory ✌✌✌
    #KisanLongMarch #MumbaiFarmerProtest #AIKS

    http://www.thehindu.com/news/cities/mumbai/kisan-sabha-protest-march-mumbai/article23039856.ece
  • dc | 116.203.68.21 | ১২ মার্চ ২০১৮ ১৮:৩৭373279
  • সরকার কোন কোন দাবী মানলো সেটা জানা যাচ্ছে? যদ্দুর মনে হচ্ছে ঋন মকুব আর এমেসপি মানা হয়েছে, বাকিগুলো নিয়ে কিছু বলছে না।
  • sm | 52.110.151.193 | ১২ মার্চ ২০১৮ ১৮:৩৮373280
  • কেন জরুরী তা তো বোঝা যাচ্ছে না। ব্যাংক ঋণের নব্বই শতাংশ নিয়ে থাকে কতিপয় ধনী কৃষক রা। এরা অনেক আবার টাকা নিয়ে চড়া সুদে টাকা ধার দেয় ছোট কৃষক দের।
    সবচে বেশি শোষণ এরাই করে।
    ভূমিহীন কৃষক দের তো লোনের বালাই নেই।
    তাহলে ঋণ মুকুব করে কার কাজে লাগবে?
    এখন সব দল ই কৃষক দরদী সাজছে। কিন্তু আখেরে লাভ কার হচ্ছে, ভেবে দেখ দরকার।
    ঋণ মুকুবের টাকা টা তো সরকার নিজের পকেট কেটে দিচ্ছে না। জনগণের ট্যাক্সের টাকা থেকেই নেবে।
    এর চেয়ে বিনামূল্যে বা স্বল্প মূল্যে বীজ , সার সাপ্লাই দিলে ভালো হ য়।
    ফসলের দেড় গুণ দাম নিশ্চিত না করে, বিদেশ থেকে কম দামে খাদ্য শস্য, ডেয়ারি প্রোডাক্ট ও প্রোটিন আমদানি করা উচিত।
    যেটুকু অর্থ বাঁচবে, তাতে ভর্তুকি দিয়ে কৃষক দের অর্থকরী ফসল ফলানোর দিকে উৎসাহ দেওয়া উচিৎ।
    নদী সংযুক্তি করন; ডিবেট এর বিষয়। পুরোপুরি বিশেষজ্ঞ দের ওপর ছেড়ে দেওয়া উচিত।
  • T | 113.211.20.207 | ১২ মার্চ ২০১৮ ১৮:৪৪373282
  • কৃষি শিল্প ইত্যাদির মতন বিষয়গুলি যদি কিছু জনতা বিশেষজ্ঞদের উপর ছেড়ে দ্যায় তো আমরা কিছু মন্তব্যের হাত থেকে নিস্তার পাই। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন