এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রবীন্দ্রনাথ কি আসলেই বিশ্বকবি না পশ্চিমবঙ্গের কবি ???

    এস ইসলাম লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৩০০০৩ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 230123.142.9001212.245 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৪378109
  • আরেকটা কথা। এই প্রথম কৌতূহল নিরসনের জন্য অনুসন্ধানে গিয়ে 'কুহু' লিখে সার্চ করলাম। দেখলাম সম্ভবত উনি এই টই ছাড়া অন্যত্র কিছু লেখেননি। কিন্তু বলেছেন বেশ গালটাল খেয়েছেন। কী বলিব এরে কপাল বই!

    আর হ্যাঁ, ইগনোর আপনি করতেই পারেন কিন্তু হঠাৎ 'আপনাদের' কেন? আমি ছাড়া আর তো কেউ এখানে তিন মাসের জেল আর সাত দিনের ফাঁসির আসামী নেই।
  • কুহু | 7845.15.564523.238 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩০378110
  • সত্যি, কি আর বলবেন:)
  • Atoz | 125612.141.5689.8 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১১378111
  • এলেবেলে,
    আপনি লিখেছেন, "তাঁর( অর্থাৎ অ্যান্ড্রুজের) গীতাঞ্জলির সঙ্গে পরিচয় এই সমাবেশের বহু আগে থেকেই"। এই ব্যাপারটা কীভাবে জানা গেল? অ্যান্ড্রুজের লেখা থেকে? অথবা অন্য কারুর লেখা থেকে?
  • এলেবেলে | 230123.142.9001212.8 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৪378112
  • @Atoz, আমি অনেক আগেই এই টইতে এই ব্যাপারে নীরদচন্দ্র চৌধুরীর 'আত্মঘাতী রবীন্দ্রনাথ'-এর ২য় খণ্ডের রেফারেন্স দিয়েছিলাম। অর্জুন অভিষেক রোদেনস্টাইনের বাড়িতে যে কবিতাপাঠের আসরের কথা বলেছেন সেটা পাবেন ওই গ্রন্থের ১ম খণ্ডে।

    @কুহু, হঠাৎ করে এই টইতে ঢুকে কিছু অপ্রাসঙ্গিক আলোচনার উৎসমুখ খুলে দিয়ে এবং অন্যকে 'হাওয়ায় কথা ভাসিয়ে' দেওয়ার অভিযোগ করে চুপ করে গেলে হবে? আপনি কুহু নিকে কোন কোন টইতে গাল খেলেন এবং ঝগড়া করলেন তার দু-চারটে নমুনা অর্থাৎ সেই টইগুলোর লিঙ্ক না দিলে অন্যেও তো আপনাকে একইভাবে হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করবে! বেফালতু টইটাকে বেপথু করার জন্যও!!
  • অর্জুন অভিষেক | 342323.223.015612.95 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫৫378113
  • @Atoz ইতিহাস অনুযায়ী এন্ডরুজ সাহেব ভারতে আসেন ১৯০৪ সালে এবং দিল্লীতে বিখ্যাত সেন্ট স্টিফেন্স কলেজে শিক্ষকতা শুরু করেন। ওই সময় তার বেশ কিছু ভারত বন্ধু হলেও, রবীন্দ্রনাথ সেই বন্ধুদের দলে একজন কিনা, সেরকম কিছু উল্লেখ নেই।

    ১৯১২ য় রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ড সফরে (যাকে তার জীবনীকারেরা 'Gitanjali Tour' বলেন) তখন এন্ডরুজও গ্রীষ্মবকাশে নিজের দেশে। সেই সময়েই ওদের আলাপ ও ওই কবিতা পাঠের আসরে উপস্থিত। রবীন্দ্রনাথের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয় ও উনি শান্তিনিকেতনে যোগদানে ইচ্ছা প্রকাশ করলে রবীন্দ্রনাথ তাকে সাগ্রহে আহ্বান জানান। আবার এই এন্ডরুজকেই দক্ষিণ আফ্রিকায় পাঠান গোপালকৃষ্ণ গোখলে ও রবীন্দ্রনাথ, গান্ধীকে দেশে ফিরিয়ে আনার জন্যে।

    কাজেই রবীন্দ্রনাথ ও গান্ধী দুজনের সঙ্গেই এন্ডরুজের আন্তরিক সম্পর্ক হয়। Tagore><Gandhi discourse এ এন্ডরুজের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা।
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৪378114
  • বেপথু মানে বিপথগামী নয়, কম্পমান।

    ডিঃঃ অন্যের বানানের ণ ন এর ছিদ্রান্বেষণ চোখে না পড়লে হয়তো এটাও ইগ্নোর করতাম।
  • অর্জুন অভিষেক | 342323.223.015612.95 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৫378115
  • আজ রবিবার হলেও আমি একটু ব্যস্ত। সন্ধ্যের আগে অনলাইন হতে পারব না।

    এলেবেলে
    উল্লেখ করেছিলেন, রবীন্দ্রনাথের সত্তর তম জন্মদিনে বিখ্যাত 'Golden Book of Tagore এ যে ইয়েটস অনেক অনুরোধ, উপরোধ সত্ত্বেও কিছু লেখেননি, তার অনেক আগেই এন্ডরুজ, রবীন্দ্রনাথকে চিঠিতে ইংল্যান্ডের ইন্টেলেকচ্যুয়াল সাহিত্যিক সমাজের লোকজনদের নিয়ে সাবধান করেছিলেন। তিনি নিজে ইংরেজ তাই ওদেশের সমাজটা ভাল চিনতেন।

    রবীন্দ্রনাথ, গান্ধী ও এন্ডরুজের পত্রাবলীর একটি সংকলন বেরিয়েছে।

    এছাড়াও আরেকটা খুব ইম্পরট্যান্ট বইয়ের নাম দিতে পারি লীলা গান্ধীর 'Affective Communities: Anticolonial thought, fin-de-siècle radicalism, and the politics of friendship'

    এই বইতে রবীন্দ্রনাথ, গান্ধী, এন্ডরুজ, অরবিন্দের জীবনের নানাদিক আলোচনার সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের cultural exchange নিয়ে খুব ভাল লেখা আছে। বইটা কেন আলোচিত হয়না আমি জানিনা।

    দিল্লী বিশ্ববিদ্যালয়ে লীলা গান্ধীর ক্লাস অ্যাটেণ্ড করার সৌভাগ্য হয়েছে।

    @Atoz @এলেবেলে

    এ ব্যাপারে আরও কিছু তথ্য পরে দেব। এই মুহূর্তে একটু সময়ের অভাব।
  • অর্জুন অভিষেক | 342323.223.015612.95 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩১378116
  • এই আলোচনাটা অদ্ভুত ভাবেই বেপথু হচ্ছে সন্দেহ নেই এবং আমার ধারণা সেটা ইচ্ছে করে করা হচ্ছে।

    যাদের কাছে রবীন্দ্রনাথ, গীতাঞ্জলী ও অনুবাদটাই মুখ্য আলোচ্য বিষয় তাদের কাছে এটা major interruption।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৬378117
  • বেপথু নিয়ে সবারই দেখি এক অবোস্তা। কী আর বলব ;)
  • কুহু | 785612.119.560112.125 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৩377876
  • এ তো ভারী মজা। গুরুতে ডন, ডনগণ, তাঁদের বদ্ধতার মানসিকতা এইসব অভিযোগ হবে আর সেগুলোকে কাউন্টার করতে গেলে ইচ্ছে করে বিপথগামী করা?

    অভিযোগ এলে তো কাউন্টার কিছু হবেই। অভিযোগগুলি অন্যত্র নিয়ে গেলে কাউন্টরও অন্যত্র হতে পারে।
  • কুহু | 785612.119.560112.125 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৯377877
  • না, কুহু নিকে আমি আগে কোনওদিন লিখিনি, আহা উহু কুহু - এই শব্দগুলি থেকে 'কুহু' ধার নিয়েছি নামের জন্যে। আমি বক্তব্যের কন্টেক্সট অনুযায়ী নিক পাল্টাই।

    আর হাওয়ায় অভিযোগ ভাসানোর ব্যাপারটা, আপনি আড়াই বছর ধরে যখন আছেন এই ব্যাপারটা তো না জানার কথা নয়। তবে না জানলেও আমি আর লিখছি না, সে তিক্ততার আপাত অবসান হয়েছে, খুঁচিয়ে তুলতে চাইনা।
  • এলেবেলে | 230123.142.9001212.8 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৭377878
  • @pi, আপনি যেটা করছেন সেটাকে নিছক ছেলেমানুষি মনে হচ্ছে।

    সংস্কৃত বেপ ধাতু থেকে সৃষ্ট 'বেপথু' শব্দের অর্থ কম্পন ঠিকই কিন্তু বাংলা ভাষায় সব শব্দ তো সংস্কৃতের বাপের সম্পত্তি নয়। সেখানে ফারসি 'বে' বলে একটি উপসর্গের সাহায্যে অসংখ্য শব্দ সৃষ্টি হয়েছে, বেপথু তারই একটি যার অর্থ বিপথগামী। আজিজুল হক 'নন্দীগ্রাম' বইতে এই বাক্যটি লিখেছেন 'একজন শ্রমিক কিংবা দরিদ্র ভূমিহীন কৃষক যে-দলই করুন, তিনি আমার মিত্র, আমাদের অপদার্থতার জন্যই তাঁরা বেপথু! কথাগুলো আজও সে-কেলে হয়ে যায়নি।' তার মানে আমাদের অপদার্থতার জন্যই তাঁরা 'কম্পমান'? ঘুড়ায় হাসব কত্তা!!! বেফালতু-র সাথে মিল রেখে বেপথু শব্দটা ব্যবহার রেছিলাম কিন্তু তাতেও এত 'সমিস্যে' হবে বুঝতে পারিনি।

    'অন্যের বানানের ণ ন এর ছিদ্রান্বেষণ' অন্তত এখানে করিনি। কেবল কুহু সব লিখেটিখে ফেলার পর আবারও 'ল’য় ও-কার দিতে ভুলে গেছি' মার্কা নজরটান দেওয়ায় সঠিক বানানটা বলে দিয়েছিলাম মাত্র! বলছেন বটে ইগনোর করছেন কিন্তু নজর রাখছেন পুরোমাত্রায়! অমিয়ভূষণের টইতেও দেখেছিলাম দুম করে ঢুকে পড়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি মন্তব্য করে চলে যাওয়াটাও। আমারও একই কথা 'এগুলো করে কী হয় জানিনা, কীসের এত রাগ, ক্ষোভ তাও জানিনা, সব জায়গায় লিখতে গেলে এসব এত কেন বেরিয়ে আসে তাও জানিনা'।

    ডিঃ আমি উত্তর ফাল্গুনী এবং মন নিয়ে দেখেছি। সেখানে সুচিত্রা এবং সুপ্রিয়ার ডাবল রোল দেখেছি এবং সে মুগ্ধতা চট করে যাওয়ার নয়!!!

    @কুহু, আপনার গাল খাওয়ার এবং ঝগড়াগুলোর লিঙ্ক খুঁজেপেতে দিন না বরং, দুধদুধ-পানিপানি হয়ে যাক!
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩১377879
  • ভাঙবে তবু মচকাবে না ;)

    বেপথু কে বিপথগামীঅর্থে ব্যবহার করার ভুলটি কমন, গুগল করে আরো কোথায় কোথায় ভুল্ল ব্যবহার হয়েছে সে উদাঃ তুলে ভরাতে থাকুন।
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪০377880
  • আর ইগ্নোর করব বলেই তো গ্রুপে কোন আডমিনের পোস্ট নজরে না আসা সংক্রান্ত হাস্যকর এবং আবারো একবার এই টইয়ে আপনার ঝগড়া করার সূত্রপাত যে ব্লগ আকসেস দেওয়ার অভিযোগের মতই ভুল তথ্য নিয়েও কিছু বলিনি। অনেককিছুই বলিনি। ইগ্নোর করার মানে পড়ব না পড়ছিনা তো না। ওটাও আপনার আরেকটা বোঝার ভুল।
  • কুহু | 785612.119.560112.125 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৯377881
  • নাঃ। প্রয়োজন দেখিনা। আমি এক নামে লিখিনা, আপনাকে আমার বিভিন্ন নামের লিস্টি কেন দেব? আর উত্তেজিত বাক্য বিনিময়কে আমি সাংঘাতিক কোন ব্যতিক্রমী কিছু বলে মনে করিনা। আগে তো আর জানতাম না যে আপনি হঠাৎ লিস্টি চাইবেন, জানলে হয়তো গত বারো চৌদ্দ বছরে গুরুর কোথায় কি ঝগড়া করেছি জাবেদায় লিখে রাখ্তাম।

    বিপথগামী অর্থে বেপথু বাংলা অভিধান অনুযায়ী ভুল বলেই জানি। এবার আজিজুল হক লিখেছেন বলে সেটাকে আর্ষ প্রয়োগ ধরে অন্য অর্থ যোগ করা হয়ে থাকলে সে অন্য কথা।
    এই ভুলটা কোন, অন্তত একজন নামকরা কবিকেও করতে দেখেছি, কে মনে পড়ছে না; খুবই কমন ভুল (আমি নিজেও করে থাকতে পারি কখনো, এমনিতেই আমার বানান/ ব্যাকরণজ্ঞান লজ্জাজনকভাবে খারাপ)।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৭377882
  • সংরক্ষণ করুন, সংরক্ষণ করুন। :)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৬377883
  • ধ্যার বাবা প্রথম দুটো পোস্ট পড়েই বোঝা যাচ্ছে কুহু পাই নয়। উত্তরফাল্গুনি আর হ্যান ত্যান! , এই বুদ্ধির আবার এত ডম্ফাই!
  • pi | 7845.29.785612.181 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৮377884
  • ঃ))

    এদিকে এই গুরুতেই যে কতবার এককের সঙ্গে আমার ধুন্ধুমার লেগেছে!
    মামু সিকি টিম দমদি হুতো কল্লোলদা ডিডিদা ডিসি কার সঙ্গে না তর্ক হয়নি। কোন কোন বিষয়ে তুমুল মতানৈক্য হয়েছে, অনেকের সঙ্গেই উত্তেজিত বাক্যবিনিময় হয়েছে। সবার সঙ্গে সবারই। তাও এই 'গুরুর লোকজনের' নিজেদের এই ব্ল্যাংকেট বর্গ বানাতে দেখলে হাসিই পায়, এইসব উত্তরফাল্গুনি দ্বৈত ভূমিকা পড়লেও, ফেবুতে নিজের পোস্টের সঙ্গে 'গুরুর লোকজন' এর লাইক সংখ্যার তুলনায় সেটি কেন বেশি এসব বিশ্লেষণ পড়লেও ঃ)
    এগুলোকেও ছেলেমানুষিই বলা উচিত মনে হয়। কিম্বা আংরি ইয়ঙ্গ ম্যানগিরি? ঃ)

    যাগ্গে 'ডন 'নিজেই আংরি ইয়ঙ্গ ম্যানের সঙ্গে পাঙ্গা নিলে পারতেন। এযে আমরা কেমন ডন পুষি! ঃ(
  • কুহু | 785612.119.560112.125 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৬377885
  • অ্যাঁ, সে কি, আপনি কুহু আর পাই এক লোক ভেবেছেন নাকি? আরে না না (ডাবল রোলের প্রসঙ্গটাতে মনোযোগ ছিলনা, ধরতেই পারিনি, তার ওপর উত্তর ফাল্গুনীও দেখিনি। দেখতে হবে তো!)।
  • dc | 011212.227.454523.179 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৬377887
  • তাও ভালো পাই ম্যাডাম ডিসি ডিডি দার সাথে ঝগড়া লাগাননি।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১০377888
  • আমি তো পাই আর ডিসি দুজনকেই খুঁজে বেড়াচ্ছি, দেখা হলেই ডাঙসপেটা করব।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৬377889
  • ডন বললেই বা কি ছাই এলো গেলো। আমার নাম ধরে কেউ একটু' ডন' বলে দেগে দিলেই আমি আমাদের প্রিয় দিদির কাছে আগামী পার্লামেন ইলেকশানের টিকিট চাইবো।
  • T | 342323.176.2312.67 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৭377890
  • হা হা হা, একটু মিনিময় সম্ভাবনা দ্যাকা দিচ্চিল, দিল এরা সব ঘেঁটে। এদিকে একক কিচ্ছু বলচে না। ডনের জবাব চাই।
  • এলেবেলে | 230123.142.9001212.28 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৮377891
  • গুরুর মহামান্য 'গবেষক, গবচন্দ্র, জ্ঞানতীর্থ, জ্ঞানরত্ন, জ্ঞানাম্বুধি, জ্ঞানচূড়ামণি' (কপিরাইট B) -দের এবং আমার মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা নিয়ে চরম সংশয়বাদীদের জন্য 'বেপথু' নিয়ে সর্বশেষ প্রদত্ত দু-পয়সা।

    শব্দ নিজের খেয়ালে চলে, সৃষ্ট হয়, পাল্টায়। অভিধানের সাধ্য আছে তাকে বেঁধে রাখার? যাঁরা অভিধান বগলে চেপে ঘুরে বেড়ান তাঁদের সবিনয়ে জানাই ক) শেক্সপিয়র তাঁর অসংখ্য নাটকে ডাবল কম্প্যারেটিভের ছড়াছড়ি করেছেন, কেউ কিস্যু বলেননি। খ) বার্নাড শ নাটকটি লেখার আগে 'সুপারম্যান' শব্দটা অভিধানে ছিল না, তা নিয়ে কেউ গেল-গেল রব তোলেনি। গ) শরৎচন্দ্র কোনোদিন নিজের বানান শরচ্চন্দ্র লেখেননি। ঘ) মধ্যাহ্নে ছাতা হাতে বেরনো নায়কের ছায়া পড়েছে জাতীয় একটি বাক্য রবীন্দ্রনাথ লেখায় কোনও একজন সমালোচক বলেছিলেন যে মধ্যাহ্নে ছায়া পড়ে না। তিনি অবশ্যই ঠিক তবে রসিক পাঠকও যে নন সেটাও একশো শতাংশ ঠিক। এগুলো সব আমি এইমাত্র জানলাম গুগল করে, আহার-নিদ্রা পরিত্যাগ করে! এই গুগল করে জানার ব্যাপারটাকে ডনগিরি বলে!!

    আমি আগে যেমন গুরুর অ্যাডমিনদের খোলা থ্রেড বাই ডিফল্ট দেখতে পেতাম, ইদানিং গুরুর ফেবু পেজে না গেলে তা দেখতে পাই না। এই অভিযোগ হাস্যকর মনে হতেই পারে, তা বলে সেটা মিথ্যা হয়ে যায় না।

    যথারীতি চণ্ডীমণ্ডপে হুঁকো হাতে অনেক প্রাজ্ঞের সমাবেশ হয়েছে, তাঁরা নাড়ি টিপে লক্ষণ বুঝে নিদান-টিদানও হাঁকছেন আর রবীন্দ্রনাথ-অ্যান্ড্রুজ-রোদেনস্টাইন-ইয়েটসকে হ্যাট হ্যাট করে আসর জাঁকিয়ে বসেছে 'ডন', দোসর হিসেবে 'উত্তর ফাল্গুনী'!!!
  • এলেবেলে | 230123.142.9001212.28 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫১377892
  • *বার্নার্ড
    না লিখলেও হত তবু ...!!!
  • sm | 2345.110.015612.131 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৪377893
  • আরে এতো মাইন্ড করেন কেন?
    বানান ভুল তো ভুল! এটি তো বাংলা পরীক্ষার খাতা নয়।
    তবে শব্দের অর্থের পরিবর্তন হয়। নতুন শব্দের সৃষ্টি ও হয়। সাহিত্যে নতুন কিছু নয়।
    যেমন 'বেতাল'' শব্দটি অভিধানে খুঁজলে পাওয়া যাবে ভুত, পিশাচ ইত্যাদি।
    কিন্তু সিকি গান গাইলে তখন অনি মানে হয়ে যাবে।
  • কুহুর নতুন নাম বভ্রূবাহন | 7845.15.9000123.28 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪১377894
  • অভিধান ব্যাকরণ ণত্ব বিধান সব উঠে যাক, ভাষা হোক মুক্ত।

    (আমার লজ্জাজনক বানানজ্ঞান নিয়ে আর তবে পদে পদে বিড়ম্বনায় পড়তে হয়না)।

    এই শুভদিনে আমি অজগর সাপের নাম দিলাম চিমিচাঙ্গা।
  • sm | 2345.110.015612.131 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৫০377895
  • নাম নিলে ছোট নাম নিন। সরল, গোলগাল।
    যেমন দীপু দে, তিনু রায়, ইত্যাদি প্রভৃতি।
  • বভ্রূবাহন | 7845.15.9000123.28 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:১০377896
  • এই তো কদিন ছোট নামে লিখলাম, এবার একটু ওজনদার নাম নিই :)

    আমাদের পাড়ায় এক ভয়ানক গুন্ডা ছিল তার নাম ববরু। হাতে পাঞ্জাবি বালা, চুলে তৎকালীন কার্ল করা পেখম, আধো হিন্দী বুলি।
    অনেকদিন পর জানলাম তার আসল নাম বভ্রূবাহন, আর তার বাবা একজন নামকরা পুরনো দিনের সংস্কৃতের পন্ডিত। ওই নামের চাপেই বোধয় ছেলেটা বখে গেল। তার ভাইয়ের নাম ছিল জীমূতবাহন। সবাই খালি বাহন, কেন কে জানে।
  • পাঠক/রেফারেন্স | 781212.194.90090012.26 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫৩377898
  • ইয়ে গুগাবাবা বা কোনো থ্রেড-এর কোনো মন্তব্য নিয়েই রেফারেন্সের কোনো চিড়বিড়ানি নেই, জানিয়ে গেলাম।

    আর 'অগ্রন্থিত কমলকুমার' এ থাকার সম্ভাবনা কম, কারণ লেখাটি কমলকুমারের নয়, "কমলকুমার প্রসঙ্গে" উদয়ন ঘোষের লেখা, আর এই উদয়ন ঘোষ বর্তমান রুবীনিবাসী কমলকুমারবোধিনী-র উদয়ন নন, আসানসোলের উদয়ন।

    উত্তর তরঙ্গ পত্রিকা আজকেঁর দিনে উদ্ধার করা কঠিন হবে, যদি না কোনো কমলকুমার-মগ্ন পাঠকের ব্যক্তিগত সংগ্রহে থাকে। হিরণ্ময় গঙ্গোপাধ্যায়ের কাছে থাকার কথা, কিন্তু তিনি দেবেন না, এক যদি না মানবেন্দু রায় তাঁর প্রান্তর প্রকাশনীর ঘনিষ্ট কোনো পত্রিকায় লেখাটি রিপ্রিন্ট করেন, যেহেতু একমাত্র তিনিই হিরণ্ময় বাবুর থেকে লেখাটি নেওয়ার আওকাৎ রাখেন। ইত্যাদি।

    যাকগে, অনেক বিপথগামী মন্তব্যে বেপথু এ টই আবার রবীন্দ্রনাথ নোবেল ও তৎসংক্রান্ত ইতিহাস-নজির সমূহের পর্যালোচনায় থিতু হোক, ঋজু হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন