এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪৩৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 232312.172.562312.80 | ২৯ মে ২০১৯ ২৩:৫৪378710
  • রিজোয়ানুর প্রিয়াঙ্কার ঘটনায় হিন্দু মুসলমান গরীব বড়লোক অ্যাঙ্গেলে মাখিয়ে পুলিশের নাক গলানো এবং তারপর পুলিশের বলা যে এদের বিয়ের ব্যাপারে পুলিশ না হলে কি মিউনিসিপালিটি নাক গলাবে নাকি - তারপর রিজোয়ানুরের মৃত্যুর মত দুঃখজনক ঘটনাটি না ঘটলেও কিছু কৈফিয়ৎ তো ডিউ ছিল।

    তারপর জনগণ তপ্ত চাটু থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়েছে তাতে সন্দেহ নেই। তবে তপ্ত চাটুও যে জ্বালাময় সেই সত্যিটাও সত্যিই।
  • এলেবেলে | 230123.142.67900.1 | ৩০ মে ২০১৯ ০০:১৮378711
  • যা বুঝলাম এটাও হীরাভর মতোই অনন্ত সাবানফেনায় পরিণত হয়েছে এবং কী আশ্চর্য এখনও দেড়শো খোকা তাঁদের কাণ্ড চালিয়ে যাচ্ছেন। এখন দোষারোপের সময় নয়, তুই বেড়াল না মুই বেড়াল কাজিয়ার সময় নয়, কংগ্রেসের সাথে ফের হাত মেলানোর হারাকিরি নয়। সমস্ত বামশক্তি হ্যাঁ সুসি, দীপঙ্কর ভটচায, পিডিএস সবাই এক ছাতার তলায় আসুক।

    আমাদের ডান পাশে ধ্বস
    আমাদের বাঁয়ে গিরিখাদ
    আমাদের মাথায় বোমারু
    পায়ে পায়ে হিমানীর বাঁধ
    আমাদের পথ নেই কোনো
    আমাদের ঘর গেছে উড়ে
    আমাদের শিশুদের শব
    ছড়ানো রয়েছে কাছে দূরে!
    আমরাও তবে এইভাবে
    এ-মুহূর্তে মরে যাব না কি?
    আমাদের পথ নেই আর
    আরো আরো বেঁধে বেঁধে থাকি।

    আমাদের ইতিহাস নেই
    অথবা এমনই ইতিহাস
    আমাদের চোখমুখ ঢাকা
    আমরা ভিখারি বারোমাস
    পৃথিবী হয়তো বেঁচে আছে
    পৃথিবী হয়তো গেছে মরে
    আমাদের কথা কে-বা জানে
    আমরা ফিরছি দোরে দোরে।
    কিছুই কোথাও যদি নেই
    তবু তো কজন আছে বাকি
    আয় আরো হাতে হাত রেখে
    আয় আরো বেঁধে বেঁধে থাকি।

    ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’, জলই পাষাণ হয়ে আছে, শঙ্খ ঘোষ
  • কল্লোল | 342323.191.3456.108 | ৩০ মে ২০১৯ ০৬:২৭378712
  • পিটি।
    বেশ বেশ। মমতার মাথা ফাটানো মিথ্যা। চ্যাঙ্গদোলা করে মহাকরণ থেকে বের করে দেওয়া মিথ্যা, বেদী ভবনে মার খাওয়া মিথ্যা। নন্দীগ্রামে গুলি চালানো মিথ্যা, সিঙ্গুরে তিন ফসলী জমি নিয়ে টাটাদের অবিশ্বাস্য কম টাকায় লিজ দেওয়া মিথ্যা।
    এই ত্তো এতো গুলো ঘটনা মিথ্যা বলে দিলাম।
    দেখি এবার তবে, "সেইসব মিথ্যাগুলো যে প্রকৃতই মিথ্যা ছিল সেটা স্বীকার করে নিলে তোমার মত আরো অনেকের সঙ্গে সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক করা যেত।" - এটা হয় কিনা।
  • PT | 340123.110.234523.10 | ৩০ মে ২০১৯ ০৭:২০378713
  • বক্রোক্তি প্রত্যাশিত ছিল-সেতো আগেই লিখেছিলাম।
  • dc | 232312.174.9000112.199 | ৩০ মে ২০১৯ ০৭:৪৮378714
  • এহ এই কটা মিথ্যে বলেই থেমে গেলে চলবে? তোলাবাজি আর প্রোমোটাররাজ মিথ্যে ছিল, এলসির দাদাদের শাসন মিথ্যে ছিল, সিপিএমের গুন্ডাগিরি আর অত্যাচার মিথ্যে ছিল। বেচারা সিপিএম কিছু জানতোই না, বোকা পাঁঠা জনগন আর পৃথিবীব্যাপি সাম্রাজ্যবাদি ষড়যান্ত্র শুধু শুধু ওদের বিদেয় করে দিল। ছি ছি এরকম ছাগোলের পাল দিয়ে কি দেশ চালানো যায়?
  • PT | 340123.110.234523.10 | ৩০ মে ২০১৯ ০৭:৫৪378715
  • বক্রোক্তি প্রত্যাশিত ছিল-সেতো আগেই লিখেছিলাম।
  • মানিক | 78900.84.6767.126 | ৩০ মে ২০১৯ ০৭:৫৭378716
  • কল্লোল আপনি তর্কের উৎস ভুলে যাচ্ছেন। প্রসঙ্গ ছিল, আজিজুল নিজের বিশ্বাসের জন্য অনেক অত্যাচার সহ্য করেছে। সেই প্রসঙ্গে কেউ বলেন মমতাও অনেক অত্যাচার সহ্য করেছে। সেই প্রসঙ্গে আমি বলি, মমতার অত্যাচার সহ্য করার ব্যাপারে সন্দেহ আছে। তখন আপনি সিপিএমের প্রসঙ্গ তোলেন।

    আমি আবারও বলছি, সিপিএম কোন ধোতু নয়। সিন অফ অমিশন আর কমিশন, দুটোই সিপিএম অনেক করেছে। কিন্তু তার জন্য মমতার কোন ঘটনায় সন্দেহ প্রকাশ করা যাবে না, এটা অযৌক্তিক। আবারও আমার স্ট্যান্ডটা বলি। সিপিএম অনেক অপকর্ম করেছে। কিন্তু মমতার কোন কথাই আমি বিশ্বাস করি না। উনি এত মিথ্যে কথা বলেছেন, যে প্রমাণ না হওয়া অবধি ওনার কথা আমি মিথ্যে বলেই ধরি। এমনকি ওনার বিজেপি বিরোধিতাও আমি বিশ্বাস করি না। অন্ততঃ কেন আদবানী নারদা কেসের পর এথিক্স কমিটির মিটিং আটকে রেখেছিল, সেটা না জানা অবধি তো করি না।
  • dc | 232312.174.9000112.199 | ৩০ মে ২০১৯ ০৮:০৪378717
  • মানিকবাবু, আমার মতো অনেকেই কিন্তু তেনাকে আগে থেকেই মিথ্যেবাদী আর চিটিংবাজ বলে মনে করতো। অন্তত আমার চেনাশোনা লোকেরা তাই ভাবতো, আমি তো আজিজুলের মতো সারা পব ঘুরে দেখিনি, তাই বাকিরা কি ভাবতো বলতে পারবো না। সততার প্রতীক ইত্যাদি ইমেজ মেকওভার তো অনেক পরের ঘটনা। তবে কিনা এটাও ঠিক যে সিপিএমের অত্যাচার তোলাবাজি প্রোমোটারি ইত্যাদি ইত্যাদি বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল যে ছাগোল জনগনের ধৈর্য্য শেষ হয়ে গেছিল। যদিও আমার মনে হয় ২০১১ তে বুদ্ধবাবুকে হারানো ভুল ছিল, উনি কয়েকটা বড়ো ইন্ডাস্ট্রি খুলে দিতে পারলে রাজ্যটার ইকোনমিক ডেভেলপমেন্ট হতো।
  • মানিক | 78900.84.6767.126 | ৩০ মে ২০১৯ ০৮:০৯378718
  • বুদ্ধবাবুকে হারানো নিয়ে আমার বিশেষ কোন বক্তব্য নেই। লোকের ইচ্ছে হয় নি ভোট দেয় নি।

    কিন্তু মাননীয়াকে ডেডিকেটেড রাজনৈতিক কর্মীদের সাথে তুলনা করাটা একেবারে অন্য লেভেলের ব্যাপার। সেটা হজম হয় না।
  • PT | 340123.110.234523.10 | ৩০ মে ২০১৯ ০৮:১১378720
  • শুধু তাই নয়, কল্লোলদা কেমন সুকৌশলে আলোচনাটাকে ৯০-এর দশকে ঠেলে নিয়ে গেল। কল্লোলদা নিজেও জানে যে সেগুলো সত্যি না মিথ্যে সেটা প্রমাণ করা বেশ কঠিন ব্যাপার।

    অথচ বুদ্ধবাবুর কনভয়ে অহেতুক মাইন ফাটানো থেকে শুরু করে তাপসী মালিকের হত্যা ইত্যাদি বিষয়্গুলোর নিন্দে করা অথবা সত্যিটা খুঁজে বের করা তো অনেক বেশী সহজ।

    একজন স্বঘোষিত মানবাধিকার কর্মি তাপসী মালিকের পোড়া দেহের ছবির প্রদর্শন করে ভোট চাওয়ার নিন্দে করেনা, এমনকি তাপসী মালিকের জন্য ইনসাফেরও দাবীও জানায় না-সেটা কেমন আশ্চর্যের ব্যাপার নয়? নাকি কল্লোলদা ভাল করে জানে যে এসব নিয়ে টানা-হ্যাঁচড়া করলে সত্যিটা প্রকাশ হয়ে যাবে?

    এসব কি সত্যি? পিটি এই ভিডিওর সত্যতা যাচাই করেনিঃ
  • dc | 232312.174.9000112.199 | ৩০ মে ২০১৯ ০৮:১৪378721
  • অহো, নব্বুইয়ের দশকে সিপিএম এর তোলাবাজি আর প্রোমোটারগিরি আর গুন্ডাগিরি সত্যি না মিথ্যে সেটা প্রমাণ করা বেশ কঠিন ব্যাপার বুঝি? হে হে হে হে :d
  • PT | 340123.110.234523.10 | ৩০ মে ২০১৯ ০৮:১৯378722
  • অন্ততঃ লালু আলমকে যে বাম আমলেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল সেটা কঠোর সত্যি। আইনের ব্যাপার আমি সব বুঝি না-যারা বোঝে তারা এটা পড়ে দেখতে পারে।
    Lalu Alam vs State Of West Bengal on 12 June, 2002
    https://indiankanoon.org/doc/1117915/
  • মানিক | 78900.84.6767.126 | ৩০ মে ২০১৯ ০৮:২৭378723
  • আর একবার কথাটা বলি। লালুকে বামেরা কি করেছিল সেটা নিয়ে আমার কোন বক্তব্য নেই। কিন্তু কেসটা মাননীয়া চালান নি এটা ঘটনা। কেসটায় সাক্ষ্য দিতে ওনার অনিচ্ছা ডকুমেন্টেড। শেষ অবধি লালুকে আশ্রয়প্রদান।

    সুতরাং লালু ও ওনার মধ্যে সেটিং নিয়ে সন্দেহ আছে।

    ওনাকে আজিজুল বা ওরকম কারো সাথে তুলনা করা যায় না।
  • PM | 9001212.30.8934.246 | ৩০ মে ২০১৯ ০৮:৪২378724
  • ধর্মনিরপেক্ষতা , গনতন্ত্র, সুশাসনের স্বার্থে আর দুর্নীতি ও সন্ত্রাস বিরোধিতার জন্য দলে দলে দিদিকে ভোট দিন--- এই দাবীটুকু করা ছাড়া কল্লোলদা সব কিছু করে ফেলেছেন
  • PT | 340123.110.234523.10 | ৩০ মে ২০১৯ ০৮:৫৯378725
  • Interestingly, as soon as Mamata Banerjee overturned the 34-year-rule of Left Front in 2011, then 54-year-old Alam met her and apologised for his action stating that he was forced by CPM to attack her. However, Banerjee refused to pardon him and pursued with the case.
    তার পরে কি হৈল জানে শ্যামলাল।

    গত ৮ বছরে এই সরকার কোন রাজনৈতিক মামলার সুরাহা করার চেষ্টা করেনি। তাই সন্দেহ রয়েই যায় যে তিনোরা মিথ্যের পাহাড়ে চড়ে ক্ষমতায় এসেছিল। যে মিথ্যেগুলো কল্লোলদার মত মানুষেরা মেনে নিয়ে চুপ করে ছিল ও আছে।

    পার্সেপশন দিয়ে তো কিছু প্রমাণিত হয়্না। তার জন্য দরকার কোর্টে গিয়ে সত্যাসত্যের সন্ধান করা। তাতে যদি গোটা আলিমুদ্দিন ফাঁসিতে ঝোলে তাতে কারুর কিস্যু আসবে যাবে না।
  • dc | 670112.203.0178.43 | ৩০ মে ২০১৯ ০৯:০৩378726
  • তা কোর্টে কে যাচ্ছে? আমরা না ওরা?
  • PT | 340123.110.234523.10 | ৩০ মে ২০১৯ ০৯:১১378727
  • যার মাথা ফেটেছিল তারই তো যাওয়ার কথা। বিশেষতঃ তারা যখন ক্ষমতায়। ওদিকে সিবিআই তো তাপসী মালিকের মামলায় নাকি কোর্টে আসা বন্ধ করেছে!!

    কাজেই এখনো পর্যন্ত লালু অবা সুহৃদ কেউই দোষী নয়।
  • dc | 670112.203.0178.43 | ৩০ মে ২০১৯ ০৯:১৬378728
  • কেই বা দোষী? দোষ শুধু ছাগোলদের।
  • PT | 340123.110.234523.16 | ৩০ মে ২০১৯ ০৯:২৯378729
  • এটা বক্রোক্তি বলে ধরে নিলাম।
  • Amit | 340123.0.34.2 | ৩০ মে ২০১৯ ০৯:৩৪378731
  • কল্লোল দা কে ছেড়ে দ্যান এবার । কদিন ধরে আমরা সবাই মিলে অনেক গালাগাল দিয়েছি। সবাই এতো দিলে তো উনি হেঁচকি তুলে তুলে হাফিয়ে যাবেন।

    রাজনৈতিক আলোচনা চলুক না পুরো দমে , তর্ক হলে তো ভালোই লাগে।
  • কল্লোল | 232312.163.89.33 | ৩০ মে ২০১৯ ১০:১৭378732
  • পিটি কিন্তু "সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক করা যেত।" - তার কি হলো।
    তুমি বলো - আমরা শুনি।
  • dc | 232312.174.9000112.199 | ৩০ মে ২০১৯ ১০:২৭378733
  • "দোষ শুধু ছাগোলের হয়, সিপিএমের দোষ হয় না" - প্রাচীন অরণ্য প্রবাদ।
  • PT | 340123.110.234523.16 | ৩০ মে ২০১৯ ১০:৫৮378734
  • তার আগে সত্য মিথ্যের ফারাকের স্বীকারোক্তি শুনি। তালিকা বহুবার দিয়েছি। বুদ্ধবাবুর কনভয়ে মাইন ফাটানোর নিন্দাও যেন থাকে।
  • dc | 232312.174.9000112.199 | ৩০ মে ২০১৯ ১১:০৩378735
  • উফ যাতা :d ভগবান ভগবান :d
  • কল্লোল | 232312.163.89.33 | ৩০ মে ২০১৯ ১১:০৫378736
  • পিটি। তুমি যা যা নিন্দা করতে বলবে সবার বিনা শর্তে নিন্দা করছি।
    এবার সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক শুরু করো।
  • S | 458912.167.34.76 | ৩০ মে ২০১৯ ১১:১০378737
  • খুব জরুরী।
  • PT | 340123.110.234523.16 | ৩০ মে ২০১৯ ১১:২৪378738
  • সিপিএমের নিন্দার তালিকা তো তোমার পকেটে। শুরু কর, দেখি কোন উত্তর খুঁজে পাই কিনা।
    তবে মার্ক্সবাদ তুমি বিশ্বাস হারিয়েছ ও পরিত্যাগ করেছ (বা ঐরকম কিছু) , কাজেই সুবিধে মত লাল বই থেকে উক্তি দেওয়া চলবে না।
  • * | 90056.160.011223.3 | ৩০ মে ২০১৯ ১১:৪৬378739
  • পিটি তো এতদিন ধরে লোকের সিপিএম নিন্দার উত্তরই দিয়ে চলেছেন। বরং নিজে শুরু করলে এবার নতুন কিছু হয়। প্লিজ আপনি নিজেই শুরু করুন এবারটা অন্তত।
  • কল্লোল | 232312.163.89.33 | ৩০ মে ২০১৯ ১১:৪৮378740
  • তক্কোটা তুমিই শুরু করবে বলেছিলে। সাধ্যে না কুলালে ছেড়ে দাও।

    মার্কসবাদ- অনেকবার লিখেছি, আর একবার লিখি।
    আমি মার্কসের বর্নিত সমাজতন্ত্রে বিশ্বাসী নই। কারন ওটা সমাজতন্ত্র নয় - রাষ্ট্রীয় পুঁজিবাদ মাত্র।
    মার্কসের পুঁজিবাদের সমালোচনা অসাধারন।
  • PT | 340123.110.234523.16 | ৩০ মে ২০১৯ ১২:০৮378742
  • শুরুর আগেই সাদা পতাকা নাড়ালে কি করে চলবে?
    কিন্তু এ পর্যন্ত যা বুঝেছি তাতে কল্লোলদা যেদিন পর্যন্ত সিপিএমের সঙ্গে ছিল তার পরদিন থেকে সিপিএম কোন কাজটাই ঠিক করেনি।
    তাহলে আর তক্ক করার অবকাশ কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন