এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৫১৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 018912.210.012323.15 | ৩০ মে ২০১৯ ২০:১০378743
  • "বিকেলের দিকে তিনি যখন ভাটপাড়ার রিলায়্যান্স জুটমিলের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার ধার থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মমতার অভিযোগ, এক দল লোক তাঁর গাড়ির উপর হামলা করে। তাঁর উদ্দেশে ভেসে আসে গালিগালাজ। "

    loke kono slogaan diyechhe, seTaai
    haye gelo "haamalaa karechhe . "Abashy kalloladaa vakti vare didir kathaa i bishbaas kare tulasi paataa chiboben seTaai sata:siddh
  • | 2345.110.014512.58 | ৩০ মে ২০১৯ ২০:৪১378744
  • এই ক্রমাগত "কল্লোল" ব্যাশিং এর কারণ কী? কোনোভাবে "কল্লোল"কে মমতার অন্ধ ভক্ত
    বা সিপিএমের অন্ধ বিরোধী প্রমাণ করা গেলেই এতাবতকাল ব্যপী গুরুর পাতায় থাকা তার যাবতীয় যুক্তি ও দর্শন নাকচ করে দেওয়া যাবে? ব্যক্তি মানুষকে দাগিয়ে একা বা আলাদা করে দেওয়ার রাজনীতির ভুল থেকে সিপিএমফিলেরা কি কোনোদিন শিক্ষা নেবেনা? নিজেদের ক্রমশ বিরক্তিকর, রিপালসিভ ও অপাঙক্তেয় করে তোলা ছাড়া এতে যে আর কোনো ফললাভ হয়না সে আর আপনারা কবে বুঝবেন? পিটি দেখলাম তাও কনস্ট্রাক্টিভ কিছু করবেন বলে ঘোষনা করলেন, নাকি সিপিএমের আসল দোষগুলো নিয়ে কথা বলবেন। বলুন। আমরাও শুনি সিপিএম আসলে বড্ড ভদ্রলোকের পার্টি গোছের ব্যাজস্তুতি ছাড়া তাতে আর কী ম্যাটার থাকে!
  • Ishan | 2312.106.9002323.218 | ৩০ মে ২০১৯ ২১:১১378745
  • মানে মমতা ব্যানার্জির মিছিলে সিপিএমের হামলা এবং মমতার মাথা ফাটা নিয়ে সন্দেহ আছে? সে থাকতেই পারে, কিন্তু জনমানসে ও নিয়ে কোনো সন্দেহ ছিলনা। মমতার রাইটার্স বিল্ডিং এ ধর্ণা ইত্যাদি নিয়েও।

    বিমানবাবুরা যখন বিরোধী, তখন এইসব ধর্ণা টর্না দিলে ভালো করতেন। সমর্থকদের ঢল অন্যদিকে যেতনা।
  • dd | 90045.207.5656.144 | ৩০ মে ২০১৯ ২১:২৬378746
  • তা হলে কী ঠিক করলেন? এই দল বেঁধে ট্রোলিংই করবেন? ফেসবুকের মতন? না কি দু একটা ভালো লেখাও পড়বেন ?

    এই ছোট্টো লেখাটা পড়তে পারেন। ওয়াশিংগটন পোস্টে ছাবা হয়েছে। একটু নতুন আইডিয়া আছে। একই মন্তব্য রিপিট হয় নি।

    https://www.washingtonpost.com/opinions/2019/05/29/modis-india-is-aspirational-assertive-anti-elite/?noredirect=on&utm_term=.339d5e9d256a
  • Du | 237812.58.890112.235 | ৩০ মে ২০১৯ ২২:১২378747
  • রামমোহন অব্দি রিওয়াইন্ড হয়ে
  • PT | 340123.110.234523.25 | ৩০ মে ২০১৯ ২২:২৩378748
  • "কিন্তু জনমানসে ও নিয়ে কোনো সন্দেহ ছিলনা।"
    সেটাই তো সমস্যা...জনমানসে ৫০০ স্তনবৃন্ত কেটে দেওয়া নিয়েও কোন সন্দেহ ছিল না। আর এখন "জয় শ্রীরাম" বললেই রামরাজ্য হয়ে যাবে তা নিয়েও জনমানসে কোন সন্দেহ নেই।
    তাই বলছিলাম যে অন্ততঃ গুরুর আলোচনায় এট্টু-আধ্টু প্রমাণ পেশ করলে আলোচনার মান mass থেকে class-এ ওঠে।

    "‘‘আমাদের খাবে, আমাদের পরবে, আবার গন্ডগোল করবে! বেঁচে আছ আমাদের জন্য।......এদের আমরা যত্ন করে রেখে দিয়েছি। এরা আউট সাইডার। বাংলার স্থানীয় লোক নয়।’’’
    https://www.anandabazar.com/state/mamata-banerjee-lost-her-cool-at-bhatpara-and-naihati-hearing-jai-sriram-slogan-dgtl-1.999251

    আশা করি এইসব উচ্চারণ জনমানসে বাঙালী-অবাঙালী ঘৃণার বাতাবরণ তৈরি করছেনা!!
  • S | 458912.167.34.76 | ৩০ মে ২০১৯ ২২:২৬378749
  • সেতো তিনি বলেই দিয়েছেন "যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়াও ভালো"।
  • Amit | 340123.0.34.2 | ৩১ মে ২০১৯ ০৫:৫৪378750
  • এটাই হচ্ছে আসল নেত্রী: ফোকাস দাদা ফোকাস। যতই মারামারি হোক , আসল কাজ দিদি সবসময় খেয়াল রাখেন , কে ওনার শিল্পী সত্তাকে অপমান করে ? কার এতো বুকের পাটা ?

    "এদিনের সত্যাগ্রহ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি আরএসএসের পাল্টা হিসেবে ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তুলবেন। মঞ্চে দাঁড়িয়েই জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর নির্দেশ, অবিলম্বে ব্যারাকপুরের সব ব্লকে জয় হিন্দ বাহিনী গঠন করতে হবে ছাত্র-যুবদের নিয়ে। একই ভাবে এলাকায় এলাকায় মহিলাদের নিয়ে গঠন করতে হবে ‘বঙ্গজননী বাহিনী’। জয় হিন্দ বাহিনীর সদস্যদের জন্য সাদা পায়জামা এবং হলুদ পাঞ্জাবির ব্যবস্থা করতে দলকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেককে একটা করে পরিচয়পত্র ও একটা করে ‘শান্তিনিকেতনি ডান্ডা’ দেওয়ার নির্দেশও তৃণমূল নেত্রী দিয়েছেন। আর বঙ্গজননী বাহিনীর সদস্যাদের জন্য নেত্রীর পছন্দ সাদা শাড়ি, যার একদিকের পাড় হবে সবুজ, আর একদিকে লাল। "

    https://www.anandabazar.com/state/mamata-orders-police-to-act-against-terror-created-by-bjp-dgtl-1.999303

    এতো গন্ডগোলের মধ্যেও কিন্তু দিদি ড্রেস কোড ঠিক করে দিতে ভোলেন নি । "শান্তিনিকেতনি ডান্ডা টা ঠিক কি বুঝতে পারলাম না যদিও, তবে উদ্দেশ্য টা পরিষ্কার। এবার আবার দিদি ও বাঙালি-অবাঙালি তাস এর ওপর ভরসা রেখেছেন। হিন্দু মুসলিম মেরুকরণ খুব খারাপ, বাঙালি অবাঙালি ঠিক আছে কিন্তু।

    দিদি না মোদী কে বেশি ফ্যাসিস্ট তো দেখি বোঝা মুশকিল। সবাই তো নিজের নিজের ব্ল্যাক শার্ট ঠেঙাড়ে বাহিনী বানাচ্ছে। কারা যেন আবার বামের ভোট রামে নিয়ে চিন্তা করছিলেন। রাম আর তিনু দের তফাৎ কি সেটাই পরিষ্কার হচ্ছে না।

    যাই হোক, পসন্দ আপনা আপনা।
  • কল্লোল | 342323.191.1256.83 | ৩১ মে ২০১৯ ০৬:৪০378751
  • পিটি। সাদা বা লাল কি সবুজ বা গেরুয়া কোন পতাকাই নাড়িনি।
    তুমি শর্ত দিয়েছিলে তোমার লিস্টি মেনে সব কিছুর নিন্দা করলে তুমি "সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক শুরু" করবে।
    তাই তোমার শর্ত মেনে নিলাম। এবার তবে শুরু করো। আমি শুনি, তাতে অংশ নেই।
    তবে, তোমার সাহসে কুলাবে মনে মনে হয় না।
    দ্যাখা যাক।
  • কল্লোল | 342323.191.1256.83 | ৩১ মে ২০১৯ ০৬:৪৪378753
  • অমিত। যথারীতি মমতা ছড়িয়েছেন। উনি ঠিকই বুঝেছিলেন যে আঞ্চলিকতার স্লোগান তুলতে হবে। তাহলেই তামিলনাডু, অন্ধ্র বা তেলেঙ্গানার মতো বিজেপি রোখার চেষ্টা করা যাবে। কিন্তু ঐ যে শ্যামাপ্রসাদ ও বাঙ্গালীর সর্বনাশ নিয়ে লাগতে গেলে যে বৌদ্ধিক চর্চা দরকার সেটা ওনার দ্বারা হবে না। আরএসএসের পাল্টা বল্লেই তো আর দুদিনে সেটা আরেসএসকে টক্কর দেওয়ার মতো সংগঠ্ন হয়ে যাবে না। বড়জোর আবার কিছু গুন্ডাদের আখড়া হবে। কিন্তু আদর্শ? আরএসএস যেভাবে দীর্ঘ সময় ধরে তাদের আদর্শকে সদস্যদের মধ্যে জারিত করেছে তার কি হবে। তার পাল্টা কিছু করা কংগ্রেসী সংস্কৃতিতে নেই। নইলে কংগ্রেসেরও কি যেন একটা আছে - হ্যাঁ সেবাদল। তাতে কি হয় কেউ জানে না।সুভাষ বেঙ্গল ভলেন্টিয়ার্স নিয়ে লেগেছিলেন, সে তো কবেই শেষ হয়ে গেছে।
    এরা (তামাম বিজেপি বিরোধী শক্তি, বামেরা ছাড়া) এটা বোঝেই না যে বিজেপি/আরএসএসের খেলায় তাদের মাৎ দেওয়া অসম্ভব। তারা এই খেলাটা রপ্ত করেছে প্রায় ৯৫ বছর ধরে। ধর্ম ও রাজনীতি/ ধর্ম নিয়ে রাজনীতি এসব বিজেপি/আরএসএসের "বাঁয়ে হাত কা খেল"।
    এই যেমন ধরুন - বিজেপি হঠাৎ বলতে শুরু করলো - বাহুল গান্ধী কি হিন্দু? ব্যস। রাহুল ও কংগ্রেস সোমনাথ থেকে কামাখ্যা দৌড়াতে শুরু করলো - আর বিজেপি মুচকি হাসলো।
    অথচ কংগ্রেস বা রাহুলের কাছে খুব সহজ জবাব ছিলো। সে বলতেই পারতো - আমি হিন্দু হবো কোংকোয়ে? আমার ঠাগমাকে তোমরা পুরীর মন্দিরে ঢুকতে দাও নি, তিনি হিন্দু নন বলে, আমি তো তারই নাতি - তব্বে? তব্বে আমি কি সেটা তোমরাই ঠিক করো - হিন্দু? মুসলমান? খ্রীস্টান? জৈন? পার্সি? শিখ? বৌদ্ধ? তোমরা ঠিক করে দাও আমার ধর্ম কি? বিজেপি/আরএসএসের কাছে এর জবাব নেই। কারন আমি মানুষ, আমার ধর্ম মানবিকতা।
    এসব বোঝার মতো বুদ্ধিভাষ্যি ওনাদের নাই।
    বামেদের আছে, কিন্তু তারা তো এই উপমহাদেশের ধর্ম বিষয়টা আজও বুঝেই উঠতে পারলো না। কখনো ধর্মকে জাতি বলে গুলাচ্ছেন (গঙ্গাধর অধিকারী - মুসলমান জাতির আত্মনিয়ন্ত্রনের অধিকার ও পাকিস্তান)। কখনো পাড়ার দূর্গা পূজোয় বা ঘুটিয়ারী কি ফুরফুরা শরিফে যাচ্ছেন। আবার কখনো বলছেন জনগনের আফিম।

    বিজ্বেপি/আরএসএসের ওষুধ আঞ্চলিকতা বা জতিসত্ত্বার লড়াই। যেটা করতে গেলে অনেক কিছু ধরে টানাটানি হবে। সেট মমতার পক্ষে বেশ অসম্ভব। নেহেরু, গান্ধী, প্যাটেল ধরেও টানাটানি হবে। জিন্না মেনে নেওয়া সত্ত্বেও কেবিনেট মিশন কেন সফল হলো না।
    ফলে সামনে মমতার ভারাডুবি।
  • PT | 340123.110.234523.23 | ৩১ মে ২০১৯ ০৭:৫৩378754
  • " যথারীতি মমতা ছড়িয়েছেন।"
    কবে থেকে?
    আমার তো মনে হয় ২০০৩ থেকেই। য্খন RSS-এর প্রচারকদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে কমুনিস্টমুক্ত বাংলা গড়ার জন্য পাশে চেয়েছিলেন।
    সেই মমতাকে তোল্লাই দিয়েছিলে কল্লোলদা (এবং অন্যান্যরা) ভুলে গিয়েছ?
    তোমার অবস্থানটা কিলিয়ার কর। তারপর সিপিএম নিয়ে তক্ক হবে। কেননা সেই আলোচনাটা (অন্ততঃ ২০০৩-২০১১) তো পরম শূন্যতার প্রেক্ষিতে হবেনা। হবে এই পদ্মফুল-তিনোমূল মাখামাখির প্রেক্ষিতে। সেটা একমাত্র সিপিএম বুঝেছিল আর তোমরা তখন সিপিএমকে উৎখাত করার কাজে কাঠবেড়ালির মত রামের সাহায্যকারী ছিলে।
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ০৮:০২378755
  • মিথ্যা কথা বলা আর গুন্ডামিতে বিজেপির সঙ্গে পেরে ওঠা খুব মুশকিলের। মাননীয়ার ঐ দুটই একমাত্র অস্ত্র। উনার খামখেয়ালিপুর্ণ নাটকগুলো আর চলছেনা। কথায় কথায় হাত পা ছুঁড়ে রাকাস জুড়ে দেওয়া বিরোধী নেত্রী হিসাবে চলে, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। তবে নেত্রী অনেকদিন রাষ্ট্রপতি শাসন চাইছেন না। উনাকে বাঙালী জাতিসত্তার দায়িত্ব দেওয়া আর হনুমানের হাতে মশাল দেওয়া একই ব্যাপার।
  • PT | 340123.110.234523.23 | ৩১ মে ২০১৯ ০৮:০৯378756
  • আ মরি বাংলা ভাষাঃ

    "বুকের ক্ষমতা দেখি কত বড়, বিজেপির বাচ্চা।"
    https://www.anandabazar.com/state/mamata-banerjee-threaten-bjp-from-naihati-1.999400

    কে যেন কিছুদিন আগে "লেনিনের বাচ্চা" বিশেষণটি প্রয়োগ করেছিল?

    আর এ সবই হচ্ছে ক্যামেরার সামনে। হুঁ, হুঁ বাওয়া এ কি আর সিপিএমের আমল? এখন এক্কেবারে সরাসরি। নেতা-নেত্রীর মুখ থেকে জনমানসে। ১০-১৫ বছর বাদে কাউকে কিছু প্রমাণ করার দায় নিতে হবে না।
  • Amit | 340123.0.34.2 | ৩১ মে ২০১৯ ০৮:১৬378757
  • যত মব্যা এই সব ফালতু নৌটঙ্কি করবে, তত বেশি করে পেছনে লাগবে। এখন তো মমতা যেখানে যাবে, সেখানেই জয় শ্রীরাম আওয়াজ তোলা হবে। যা ইচ্ছে হোক। আমরা পাঁচিলে বসে বাদাম ভাজা খাবো। মব্যা নিজের পাপের বোঝা নিজে সামলাক।
  • PT | 340123.110.234523.23 | ৩১ মে ২০১৯ ০৮:২৪378758
  • সম্পূর্ণ দিশাহারা হয়েছেন। ওনার এখনি উচিৎ সমস্ত বাম দলগুলোর পার্টি আপিস খুলে দেওয়া। একই সঙ্গে বাম ও রাম এই দুটো মতাদর্শের সংগে লড়ার মত কিছুই তাঁর ঝুলিতে নেই (অধুনা উচ্চারিত শান্তির ডান্ডা ছাড়া)।
    এতে তিনো যদি নাও বাঁচে, পব বাঁচতে পারে।
  • মানিক | 78900.84.6767.126 | ৩১ মে ২০১৯ ০৮:৩০378759
  • ঈশানের লেখার প্রেক্ষিতে বলছি।

    সার্জিক্যাল স্ট্রাইক, বা আচ্ছে দিন নিয়েও জনমানসে সন্দেহ নেই। সারদার টাকা নিয়ে জনমানসে সন্দেহ ছিল না, কিন্তু গৌতম দেবের মনে ছিল। ভুত, ভগবান, জ্যোতিষী, গ্রহরত্ন, গ্রহশান্তি, সন্তোষী মা ইত্যাদি ইত্যাদি নিয়েও জনমানসে সন্দেহ নেই।

    এটার সাথে সিপিএমের ভালমন্দের কোন সম্পর্ক নেই।
  • Amit | 340123.0.34.2 | ৩১ মে ২০১৯ ০৮:৩৮378760
  • তিনো যদি নাই বাঁচে, পব কে বাঁচিয়ে দিদির কিসের লাভ -? ডিক্ট্যাটোর গুলো যখন মরে , সবাইকে শুদ্ধ নিয়ে শেষ হয়।
  • dc | 127812.49.231223.242 | ৩১ মে ২০১৯ ০৮:৪৮378761
  • ওবাবা। কাল আর আসা হয়নি, পিটিদার ডিগবাজিটা মিস করে গেছিলাম! এ তো দেখার মতো ডিগবাজি! :d
  • PT | 340123.110.234523.23 | ৩১ মে ২০১৯ ০৮:৫৩378762
  • এটাকে বক্রোক্তি বলে ধরে নিলাম।
    (তবে কিনা গোটা পব-ই ডিগবাজি খাচ্ছে এখন। পিটি তো পব-তেই থাকে। যারা এখানে থাকে না তারা ব্যাপারটা ঠিক ধরতে পারছে না)
  • কল্লোল | 232312.163.89.33 | ৩১ মে ২০১৯ ০৯:৩৬378764
  • পিটি। "তোমার অবস্থানটা কিলিয়ার কর। তারপর সিপিএম নিয়ে তক্ক হবে। কেননা সেই আলোচনাটা (অন্ততঃ ২০০৩-২০১১) তো পরম শূন্যতার প্রেক্ষিতে হবেনা। হবে এই পদ্মফুল-তিনোমূল মাখামাখির প্রেক্ষিতে। সেটা একমাত্র সিপিএম বুঝেছিল আর তোমরা তখন সিপিএমকে উৎখাত করার কাজে কাঠবেড়ালির মত রামের সাহায্যকারী ছিলে।" - বেশ ঠিক আছে তাওও মেনে নিলাম।
    এবার তুমি "সিপিএমের আসল দোষগুলো নিয়ে খোলামনে তক্ক শুরু" করো।
    তুমি পারবে না। তোমার সাধ্যে কুলাবে না।
  • PT | 340123.110.234523.25 | ৩১ মে ২০১৯ ০৯:৪৪378765
  • কল্লোলদা
    আসলে তোমার কাছে কোন প্রকৃত দোষের তালিকাই নেই। কিছু পার্শেপসন অথবা "হর্কিষেণ কেন পাগড়ি বাঁধেন" জাতীয় অপ্রয়োজনীয় চায়ের দোকান টাইপের ক্ষোভ মনে জমা আছে। তাই নিয়ে লড়ে যাচ্ছ।

    এই যেমন তোমার চটজলদি মন্তব্যঃ বামেরা "তো এই উপমহাদেশের ধর্ম বিষয়টা আজও বুঝেই উঠতে পারলো না।" কে বুঝেছে? একমাত্র কল্লোল নাম্নী কেউ। তো এসব নিয়ে তক্ক করার জন্য মজন্তালী সরকারকে দরকার।

    প্রেক্ষিত যখন পদ্মফুল-তিনোমূল মাখামাখির মত ঘোর তমসা তখন বাকি সবই অমল ধবল দেখায়। দোষ খুঁজব কি করে?
  • কল্লোল | 232312.163.89.33 | ৩১ মে ২০১৯ ০৯:৪৮378766
  • বড় এস। "উনাকে বাঙালী জাতিসত্তার দায়িত্ব দেওয়া আর হনুমানের হাতে মশাল দেওয়া একই ব্যাপার।"
    আপনি কি মনে করেন, চন্দ্রবাবু, জগন, জয়ললিতা, স্ট্যালিন এরা খুব সাংঘাতিক রাজনৈতিক নেতা গোছের? এরা তো এই জাতিসত্তা নিয়েই এতোকাল করে খাচ্ছে।

    কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতে হবে। একদম শ্যামাপ্রসাদ-নেহেরু ধরে। শুধু দেশভাগ! মাসুল সমীকরণ নীতি, ট্যাক্সের ভাগ সব নিয়েই তুলতে হবে। বিধান রায় - মাসুল সমীকরণ নীতিতে সায় দিয়ে পবর সবচেয়ে বড় ক্ষতিটা করে বাংলার "রূপকার" হয়ে গেলেন!!!
    বদলে কি পেলেন? দূর্গাপুর আর কল্যানী। আরে! মাসুল সমীকরণ নীতি না থাকলে অমন কয়েকটা দূর্গাপুর এমনিই চলে আসতো।
  • কল্লোল | 232312.163.89.33 | ৩১ মে ২০১৯ ০৯:৫২378767
  • পিটি।
    কি মুস্কিল! আমার কাছে প্রকৃত দোষের তালিকা থাকবে কেন? সে তো তুমি বলবে - খোলামনে সিপিএমের প্রকৃত দোষ নিয়ে আলোচনা।
    পারবে না। তোমার সে সাধ্য নেই।
    যা শর্ত দিলে সবই তো মেনে নিলাম। নাও শুরু করো।
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ১০:০৭378769
  • এরা কেউই ভালো নেতা-নেত্রী নয়। কিন্তু দিদি পুরো আলাদা ডাইমেনশানে থাকেন। গায়ক হিসাবে এক্জন খারাপ গায়্ক আর রোদ্দুর রায়ের মধ্যে যে পার্থক্য অনেকটা সেরকম। সেই ইস্ট জর্জিয়া দিয়ে শুরু।

    এতোদিন পোকিত বামের চাদর পরানো হয়েছিলো। এখন আবার দেখছি বাঙালী জাতিসত্ত্বার সোয়েটার বানানো হচ্ছে। দেখি জোড় করে উনাকে মেসিহা বানানোর খেলা কবে শেষ হয়।
  • PT | 340123.110.234523.25 | ৩১ মে ২০১৯ ১০:০৭378768
  • একগাদা মুখ্যমন্ত্রীর নামোল্লেখ হল। মাসুল সমীকরণ নীতির কথা হল। অথচ জ্যোতিবাবুর নামটা উহ্য রয়ে গেল। দোষ খুঁজতে গিয়ে একটা ভাল কাজের খবর উঠে এল। এই অর্ধেক ইতিহাসের প্রচারক কল্লোলদার সঙ্গে তক্ক করব কি করে?
    The change in some policies of the Union government in response to the repeated demands of the Left Front government also facilitated this process. Thus the delicensing of industries and the ******discontinuance of the policy of freight equalisation****** created a situation conducive to industrial development.
    https://frontline.thehindu.com/static/html/fl1914/19140310.htm
  • কল্লোল | 232312.163.01.254 | ৩১ মে ২০১৯ ১০:১৫378770
  • পিটি।
    আমি বসে আছি, তুমি কবে সিপিএমের প্রকৃত দোষ নিয়ে খোলা মনে আলোচনা করবে।
    এখানে আলোচনা মানে তো সবার সাথে। একা আমার সাথে নয়।
    শুরু করো ভাই।
    পারবে না। তোমার সাধ্যাই হবে না।
  • PT | 340123.110.234523.25 | ৩১ মে ২০১৯ ১০:১৭378771
  • সর্বনাশের রাস্তায় পা। এবারে বাঙালী-অবাঙালী বিভাজন ?

    "কেন বাঙালি মেয়েদের হাত ধরে টানা হবে? মনে রাখবেন, আমি কিন্তু খুব ভয়ঙ্কর লোক।’’
    .........‘‘আর বাঙালিও যাঁরা এখানে আছেন, এত ভিতু হলেন কোত্থেকে? এত ভিতু কেন? পালাচ্ছেল কেন? সবাই এলাকায় থাকবেন।’’
    https://www.anandabazar.com/state/mamata-orders-police-to-act-against-terror-created-by-bjp-dgtl-1.999303

    গত কয়েকমাসে "বাঙালি মেয়েদের হাত ধরে টানা"-র খবর আছে কারো কাছে? নাকি জনমানসে সন্দেহহীন ভাবে "স্তনবৃন্ত কর্তন" অথবা "শিশুদের পা চিড়ে মাটিতে পুঁতে দেওয়া"-র মত পার্শেপসন তৈরি করার কাজ শুরু হল?
    আরো এক আধটা তাপসী মালিক ঘটানো হবে নাতো?
  • কল্লোল | 232312.163.01.254 | ৩১ মে ২০১৯ ১০:১৮378772
  • বড় এস। আমি ওনাকে মসীহা বানাতে পারবো না। আমি অত তালেবর কেউ নই। আমার প্রতিপাদ্য ছিলো বিজেপি ঠেকাতে কি করা যেতে পারে বলে আমার মনে হয়।
    সেটা যে কেউ করতে পারে। তবে আগেই লিখেছি এতোটা বৌদ্ধিক কম্মো মমতার দ্বারা হবার নয়।
  • sm | 2345.110.673412.240 | ৩১ মে ২০১৯ ১০:২৯378773
  • আচ্ছা পিটি,এই নন্দীগ্রাম নিয়ে আপনি যে দুটো রিউমর রটানো হয়েছিল ক্লেম করেন,তাঁর ভিত্তি কি?মানে কোন লিঙ্ক আছে?দিতে পারেন,প্লীজ?
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ১০:৩০378775
  • আমারও আর এইসবের মধ্যে ঢুকতে ইচ্ছে করেনা। আমারও দেওয়ালে বসে বাদামভাজা খেতে ইচ্ছে করে। কিন্তু রাজ্যটা রসাতলে যাচ্ছে, তাই আরকি চেঁচামেচি। সেইযে এখানে কে একজন বলতেন না কুত্তালগ্ন ইত্যাদি। তবে কোথা ছেড়ে কোথায় আর যাই। সবজায়্গাতেই তো একই চিত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন