এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪৩২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | 78900.84.6767.126 | ৩১ মে ২০১৯ ১৬:৪০378810
  • পিটির ইউটিউব লিঙ্কে এবিপি আনন্দের লোগো। ইউটিউব চ্যানেলটা বলছে এবিপি আনন্দের।

    এখন দাবিটা কি? এবিপি আনন্দ স্বীকৃত সংবাদ সংস্থা নয়? নাকি ইউটিউবে এবিপি আনন্দ চ্যানেলটা ফেক?
  • sm | 2345.110.673412.240 | ৩১ মে ২০১৯ ১৬:৫২378811
  • না নেই।দ্বিতীয় লিংকটায় ,মানে আমি যেটার কথা বলছি সেটা দেখতে পাচ্ছি না।
    এ সত্বেও ,ওই 500 মহিলার ওপর অত্যাচারের বিবরণ শুনতে পেলাম না।
    আপনি যেরকম বললেন যে মমতার ইনজুরি মানতে পারছেন না।সেটা কেন বললেন?
    কিছু পত্রিকা অনুযায়ী , স্কাল ফ্র্যাকচার হয়েছিল আর উনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
    নিজে এতো স্কেপ্টিক হবার পর ও অন্যকে চোখ বুঁজে ইউ টিউবের লিংক বিশ্বাস করতে বলেন?
    বেড়ে রসিকতা করতে পারেন তো মহায়।
  • মানিক | 78900.84.6767.126 | ৩১ মে ২০১৯ ১৭:০১378812
  • আপনাকে আমি কিছুই বিশ্বাস করতে বলিনি। আপনার বক্তব্যটা বুঝতে চেয়েছি। আমার পোস্টটা একটু পড়ে দেখুন।

    আপনি যদি বলতেন চ্যানেলটা ফেক, তাহলে আপনাকে ফেক চ্যানেল নিয়ে কিভাবে কমপ্লেন করা যায় সেটা বলে দিতাম।
  • PT | 340123.110.234523.17 | ৩১ মে ২০১৯ ১৭:০৯378814
  • ৫০০ মহিলাটা খুঁজে চলেছি। উটি অপর্ণা উবাচ ছিল। আর সংহতি-র দেওয়া অনেক লিং এখন আর খোলে না। কিন্তু শিশুদের হত্যার ব্যাপরাটা 12.28pm-এ ছিল। আর পোড়া পাইপের গপ্প আবাপ-ও ছাপিয়েছিল।

    কিন্তু তাপসী মালিককে যে সিপিএমের লোকেরাই মেরেছিল সেটা কিভাবে প্রতিষ্ঠিত হল? sm কে প্রশ্ন।
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ১৭:০৯378813
  • এইযে এইটা শুনুন ১০ঃ১১ থেকে।

  • PT | 340123.110.234523.17 | ৩১ মে ২০১৯ ১৭:১৩378815
  • এটা নন্দীগ্রাম নিয়ে। আবাপ-র ছাপ মারা। এটা দেখে নিয়ে তার পরে 12.28pm-এর লিং-এর সঙ্গে ম্যাচ করান। অনেক কিছু কমন পাবেন।
  • sm | 2345.110.673412.240 | ৩১ মে ২০১৯ ১৭:১৪378816
  • দেখুন মানিকবাবু।আপনি দোষারোপ করেই ক্ষ্যান্ত।কিন্তু,ঠিক করে পড়াও করেন না।
  • মানিক | 78900.84.6767.126 | ৩১ মে ২০১৯ ১৭:১৮378817
  • কিন্তু আমি তো আপনাকে কোন দোষারোপ করিনি।
  • PT | 340123.110.234523.17 | ৩১ মে ২০১৯ ১৭:৩৮378820
  • S-কে ধন্যবাদ।

    sm-এর জন্যঃ
    ৫০০ খুঁজে পাইনি। কিন্তু এটা পড়ে নিনঃ "প্রত্যক্ষদর্শী"-র বিবরণ।

    "তারপর কমবয়সী মেয়েদের টেনে আনা হচ্ছিল, তাদেরকে ফাঁকা জায়গায় একসঙ্গে জড়ো করা হয়,ক্রমাগত ধর্ষণ করে চলা হয়, যতক্ষণ না একেকজন কোলাপ্স করে যায়, তারপর, একদম আক্ষরিক অর্থে, অঙ্গপ্রত্যঙ্গ ছিঁড়ে আনা হয়,কাউকে কাউকে একদম টুকরো টুকরো করে কেটে ফেলা হয়,......"

    সকলকে প্রশ্নঃ
    এই গৌরাঙ্গ এবং সুব্রত-কে কোথায় পাওয়া যেতে পারে? গুরুর কেউ চেনেন এদের কিংবা নিবন্ধের লেখক সৌমিত্র বসুকে? এদের সঙ্গে একবার সরাসরি যোগাযোগ করে কথা বলতে চাই।
  • pujari | 676712.137.234523.107 | ৩১ মে ২০১৯ ১৭:৫১378821
  • ৫০০ সংখ্যাটা তাহলে বানানো ।
    পিটি র মিথ্যাচারিতা ।
  • PT | 340123.110.234523.17 | ৩১ মে ২০১৯ ১৭:৫২378822
  • একটা সূত্র পেলাম। sm-এর জন্য। তার মানে আমি একাই এটা শুনিনি। ৫০০ না, এখানে ৫০০০। তাতে কিই বা আসে যায়। নিছক একটা শূন্যমাত্র!!
    -------------------------------------------------------
    Name: ulpu sen Mail: Country:
    IP Address : 59.93.242.175 Date:15 Jun 2007 -- 11:44 AM

    ৪। এবার ভিডিও প্রসঙ্গ। অনিন্দিতার কাজকে প্রশংসা করেও কয়েকটা কথা বলে ফেলি।
    অনিন্দিতাই বলুক ১৪-ই মার্চের দুর্ঘটনার পরে এই বাংলার এক্‌জনও বিশ্বাস করেছিল যে, শতশত শিশুর পা চিরে, মাথা কেটে, বস্তায় পুরে মাটির নিচে পুঁতে অথবা হলদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল? অথবা হাজার হাজার মানুষকে পুলিশ খুন করে ড্রেজারে তুলে সাগরে ভাসিয়ে দিয়েছিল? কিংবা শতশত মহিলা পুলিশ ও ক্যাডার ( হার্মাদ! )-দের হাতে চূড়ান্ত শারীরিক লাঞ্‌নার শিকার হয়েছিল? দুর্ঘটনার দশদিন পরেও নিহত বা নিখোঁজের তালিকায় একটি শিশুর নামও উল্লেখ হয়নি! যে ২৭জন নিখোঁজের তালিকা পেশ হয়, তার মধ্যে মৃত, আহত, এবং জীবিত ও এলাকায় সশরীরে বিদ্যমান ধরে সংখ্যা দাড়ায় ২৬! আর এক ঘন্টার পুলিশি অপারেশনে শত সহস্র শিশু, নারী, জোয়ান, বৃদ্ধ কে গুলি করে মেরে, তারপর অতিসতর্কতার সাথে লাশ্‌গুলি পাচার করে,

    ******পাঁচ সহস্র নারীর স্তনকর্তন করে (নেত্রী উবাচ),*******

    তিনশত নারীর (আবারো নেত্রী উবাচ) সম্ভ্রমহানি করা-------- শাওলি- সুমন, বিভাস- ব্রাত্য, মেধা- মহাশ্বেতা, পল্লব-জয়- দের পক্ষে হজম করা সম্ভব। বাঙ্গালী এমনিই পেটরোগা। তারা পারবেনা। তাই দুঃখিত অনিন্দিতা, প্রাণ খুলে আপনার কাজের প্রশংসা করতে পারলামনা।
    ----------------------------------------------
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ১৭:৫৪378823
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ১৭:৫৫378824
  • PT | 340123.110.234523.17 | ৩১ মে ২০১৯ ১৮:০২378825
  • এই যে "পূজারী" নাম্নি একজন 05:51 PM-এ থুতু ছিটিয়ে চলে গেলেন-এদের জন্যেই মনে হয় গত ১৩ বছর ধরে লড়ে যাওয়াটা সার্থক।
  • pujari | 676712.137.234523.107 | ৩১ মে ২০১৯ ১৮:০৮378827
  • মিডিয়ায় কিছু বেরোয় নি, পিটি-র মতনই কোনো মিথ্যেবাদী কোনো ওয়েব সাইটে এইসব পোস্ট করেছে।
  • de | 4512.139.9001212.174 | ৩১ মে ২০১৯ ১৮:০৮378826
  • বড়েস, অনেক ধন্যবাদ - এই কুমীর-হাঙ্গর-ওলা আর্টিকলটা অনেক খুঁজেও পাইনি - এটা আর্কাইভে যাবার মতো - এই জনতা এখন কোথায়? এই সৌমিত্র বসু?
  • S | 458912.167.34.76 | ৩১ মে ২০১৯ ১৮:০৯378828
  • সিঙ্গুর নন্দীগ্রামে প্রচুর অ্যাট্রোসিটি হয়েছে। পুলিশ তো করেছেই। অন্য লোকেরাও করেছে। অথচ কেউ কোনও শাস্তি পায়নি। বাম সরকার তো কিছু করেইনি, তিনো সরকারও কিছুই করলোনা। পরিবত্তন হয়েছে, বুজিরা নিজেদের ধান্দা বুঝে সরে পরেছে, আমরা এখানে এখনো লিন্ক লিন্ক খেলা চালিয়ে যাচ্ছি।
  • PT | 340123.110.234523.17 | ৩১ মে ২০১৯ ১৮:১১378829
  • ঐ দ্যাকো, নামে পূজারী....কিন্তু মুখভর্তি থুতু....ছিটিয়েই যাবে। নিজের মুখেই পড়ছে সে খেয়ালও নেই।

    কুমীরের আর্টিকেলটা সম্ভব্তঃ প্রতিদিন-এ প্রকাশিত।
  • pujari | 676712.137.234523.107 | ৩১ মে ২০১৯ ১৮:১৬378831
  • ১৩ বছর ধরে ৫০০ স্তনবৃন্তে র রেফেরেন্স - মিথ্যের জাহাজ - এত বহর ধরে এত থুতু ছুড়েছে , দু একটা ছিটকে আসবে
  • pujari | 676712.137.234523.107 | ৩১ মে ২০১৯ ১৮:১৯378833
  • ৫০০ বা ৫০০০ —- সংখ্যা যে করা হাওয়ায় ভাসিয়ে দেয় দেখাই যাচ্ছে। রাজনৈতিক প্রজ্ঞা একেবারে ফেটে বেরোচ্ছে।
  • PM | 018912.210.012323.15 | ৩১ মে ২০১৯ ১৮:৫৫378834
  • পিটি বাবু অপর্না সেন এর "স্তনবৃন্ত " মন্তব্য নন্দী গ্রাম নিয়ে নয়--- ওটা ছিলো লালগরে সেনা অনুপ্রবেশের পরের মন্তব্য।

    মাওবাদী মুক্ত হবার পরে ওনারা ওখানে ভিসিট করেছিলেন। তার পরে স্থনীয় লোকেদের সাথে " কথা বলে" ঐ মন্তব্য করেন টিভি তে---খুব সম্ভব তারা বাংলায়।

    জঙ্গল মহল থেকে দেওয়া ঐ সক্ষাতকারের সময় ওনার মুখের যা এক্সপ্রেসন ছিলো আর যা বডি ল্যাঙ্গুএজ ছিলো সেটা ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ অভিনয় বলে আমার মনে হয়। আমিও বিশ্বাস করে ফেলেছিলাম। এই লেভেল এর অভিনয় সিনেমায় করতে পারলে অস্কার বাধা ছিলো
  • Du | 237812.58.890112.123 | ৩১ মে ২০১৯ ১৯:২৯378835
  • বিজেপি ঠেকানোর চিন্তা যখন হচ্ছে - অনেক দিন আগে এ পাতায় শোনা কথাটা রিপ্লে হল মাথায় - ছোট কুকুরটাই আসলে বড় কুকুর।
  • dc | 127812.49.231223.242 | ৩১ মে ২০১৯ ১৯:৪৯378836
  • S এর দেওয়া লেখাটা পড়লাম। একেবারে ক্লাসিক মাওবাদী প্রোপাগান্ডা। নন্দীগ্রাম আর সিঙ্গুর, দুটো জায়গাতেই এরকম প্রচুর প্রোপাগান্ডা করে ইনভেস্টমেন্টের সম্ভাবনা নষ্ট করে দেওয়া হয়েছিল।

    অ্যাকচুয়ালি বুদ্ধবাবু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ব্যর্থ হয়েছিলেন। তামিল নাড়ুতেও কুদানকুলামে এরকমই গন্ডগোল হয়েছিল, আর এরকমই গুচ্ছের প্রোপাগান্ডা হয়েছিল। সেই সময়ে আম্মা এখানে সিএম ছিল, আম্মা কিন্তু পুলিশ পাঠিয়ে এই সব আন্দোলন আর প্রোপাগান্ডা সামলে নিয়েছিল, মাওবাদীদের ওভার্ট আর কোভার্ট প্রোপাগান্ডা প্ল্যান্টটা বন্ধ করতে পারেনি।
  • Ishan | 2312.106.9002323.218 | ৩১ মে ২০১৯ ১৯:৫০378837
  • আবার নন্দীগ্রাম? মোশাই বাংলায় এখন মমতার শাসন চলছে। বিজেপি জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছে। সিপিএম প্রায় নেই। সেটায় মনোযোগ দিলে ভালো হতনা?
  • dc | 127812.49.231223.242 | ৩১ মে ২০১৯ ১৯:৫৩378838
  • পিটিদা যতোদিন আছে ততোদিন নন্দীগ্রাম ছাড়া আর কোন কিছু আলোচনা কি সম্ভব? "আকাশে কাক ওড়ে" এই বাক্য নিয়ে আলোচনা শুরু হলেও পিটিদা অবশ্যম্ভাবী সেটাকে নন্দীগ্রাম আর সিঙ্গুরে নিয়ে যাবে।
  • Ekak | 90045.207.4556.87 | ৩১ মে ২০১৯ ২০:০৪378839
  • পিটি দা গুরুর কুন্দেরা। চোখ অন্ধ করে ছুই ছাইড না করা ওবধি ,অইদিপাউস দের কানের কাছে ঘ্যানঘ্যান করে হার্ডবাউন্ড নাবিয়ে ফেলবেন
  • Ishan | 2312.106.9002323.218 | ৩১ মে ২০১৯ ২০:০৫378840
  • :-)
    তবে একটা কথা ঠিক। বঙ্গবাসীকে এইটা সাকসেসফুলি খাওয়ানো হয়েছে, যে, শিল্প ধরে আনা সংবিধানে রাজ্যতালিকাভুক্ত। বিহার যদি বিড়লাকে বলে দাদা আপনার পা টিপে দেব, তো বাংলাকে বলতে হবে, টাটার শুধু পা টিপে দেব তাই নয়, পা ধুইয়েও দেব। তার ভিত্তিতেই 'শিল্প' হবে, রাজ্য সরকারের ভালো-খারাপ নির্ধারিত হবে। কিন্তু বাস্তব হল অর্থনীতি, কর-আদায়, বরাদ্দ, সবই খুবই বিসদৃশভাবে কেন্দ্রের হাতে। রাজ্য সরকারের বিশেষ কিছু করণীয় নেই। যাঁরা বেঙ্গালুরুতে কীকরে এত শিল্প এল, মুম্বই কেন ফেটে যাচ্ছে, গুরগাঁও কেন হাব, এই বলে ক্ষোভ প্রকাশ করেন, তাঁরা একদম নিশ্চিত করে জেনে নিন, এগুলো কেন্দ্রীয় সরকারের নানারকম বদান্যতার ফল। রাজ্য সরকার চাইলেই খেলাটা উল্টে দিতে পারেনা। জ্যোতিবাবুর ইনফোসিসকে জমি না দেওয়ার প্রভাব অতি সামান্য। কলকাতায় আপিস না বানিয়ে ইনফোসিস ভুবনেশ্বরে আপিস বানিয়েছে, তাতে ভুবনেশ্বর হাব হয়ে যায়নি। চটকল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, সবই এক ব্যাপার। বাম সরকার কারখানাগুলো ফড়েদের হাতে তুলে দিয়েছিল, তারপর প্রোমোটারদের হাতে, সত্য, কিন্তু বন্ধ হয়ে যাবার পিছনে বাম সরকারের বিশেষ কিছু করণীয় ছিলনা। বিধান রায়ের আমল থেকেই শিল্পের অধোগমন চলছিল, বাম সরকার এবং আজকের মমতার আমল তার এক্সটেনশন মাত্র। আইন শৃঙ্খলা ইত্যাদি নানা ক্ষেত্রে রাজ্যের দায় থাকলেও এই দায় এবং দায়িত্বটা রাজ্য সরকারের নয়। অথচ দশকের পর দশক ধরে এই দায়িত্বটা রাজ্যের ঘাড়ে সফলভাবে চাপানো হয়েছে। অর্থনীতির উদারীকরণের পরে এই গপ্পোটা সামহাউ বুদ্ধবাবুর মাথাতেও ঢুকেছিল। তবে, মনে হয় নতুন না, জ্যোতিবাবু যখন থেকে শিল্প আনতে লন্ডন যেতেন, তখন থেকেই ছিল। নইলে বামফ্রন্ট কেন্দ্রীয় সরকারের নীতি বদলের চেষ্টা করত। বাংলার প্রাপ্য বুঝে নিত। বন্ধু সরকার তো ছিল কয়েকবার। এমনকি একবার প্রধানমন্ত্রী হবার সুযোগও এসেছিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা পুনর্বিন্যাস করে জ্যোতিবাবু চ্যাম্পিয়ন হতে পারতেন। হননি। তার বদলে ওই লন্ডনে শিল্প আনতে দৌড়নো। বা বুদ্ধবাবুর টাটার পদলেহন। আজও যখন মমতা দলবল নিয়ে সিঙ্গাপুর না কোথায় শিল্প আনতে যান, দেখে হাসি পায়। কিন্তু ওইটা এখন প্রতিষ্ঠিত সত্য। করের ২০% রাজ্য সরকার পাবে, কিন্তু শিল্প, কর্মসংস্থান, সবই রাজ্যের দায়িত্ব। এ যেন মাতুলালয়।
  • dc | 127812.49.231223.242 | ৩১ মে ২০১৯ ২০:১৪378842
  • পবতে কারখানা বন্ধ হওয়ায় বাম সরকারের কোন দায় ছিলনা, এটা ঠিক বলা হলো না। জ্যোতিবাবুর আমলে সিটুর নেতৃত্বে বেশ কিছু বছর জঙ্গী ট্রেড ইউনিয়ন আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে পব থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছিল। বেশ কিছু কোম্পানি সেই সময়ে কলকাতা থেকে এইচকিউ অন্য রাজ্যে নিয়ে গিয়েছিল বা নিয়ে যাওয়ার কথা ভেবেছিল। সেই সময়ে সারা ভারতে বাঙালির দুর্নাম হয়ে গেছিল "চলছে না চলবে না" কালচারের জন্য। পরের দিকে জ্যোতিবাবু বোধায় ভুল বুঝতে পেরেছিলেন, আর বুদ্ধবাবু অবশ্যই সংশোধন করার চেষ্টা করেছিলেন। সিটু নেতৃত্বকেও কয়েকবার সতর্ক করার চেষ্টা করেছিলেন। কালের নিয়মে সেই দোর্দন্ডপ্রতাপ সিটু আর তার জঙ্গী ট্রেড ইউনিয়নিজম আর মৃতপ্রায়, কিন্তু একটা সময়ে পবর প্রচুর ক্ষতি করে দিয়েছিল। বেসিকালি সেই সময়ে বাঙালির উচিত ছিল সিপিএমকে ক্ষমতার থেকে সরিয়ে কং পার্টিকে ক্ষমতায় আনা, কিন্তু সেটা করেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন