এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১৩:০৫381512
  • জে কার্নে (যার নাম আগেই বলেছি, ক্লেয়ার শিপম্যানের হাজব্যান্ড) ছিলেন টাইমের ওয়াশিংটন ব্যুরো চীফ। সেখান থেকে হয়ে গেলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের হোয়াইট হাউস প্রেস সেক্রেটারী। সেখান থেকে হলেন জো বাইডেনের ডিরেক্টার অফ কমিউনিকেশানস। সেখান থেকে আবার সিএনেনের সিনিয়ার পলিটিকাল অ্যানালিস্ট।
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১৩:০৯381513
  • দেখুন, জগতে রিভলভিং ডোরের অপার মহিমা।

    সাশা জনসন। ছিলেন সিএনেনের সিনিয়ার পলিটিকাল প্রোডিউসার। ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে এসে হয়ে গেলেন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশানের স্পোক্সউওম্যান। পরে আবার ফেডারাল এভিয়েশানের চীফ অফ স্টাফও হয়েছিলেন।
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১৩:১১381514
  • লিন্ডা ডাগলাস। এবিসি, সিবিএস দুয়েই রিপোর্টিং করেছেন। ওবামার আন্ডারে হয়ে গেলেন হোয়াইট হাউস অফিস অফ হেলথ রিফর্মের কমিউনিকেশানস ডিরেক্টার।
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১৩:১৩381515
  • জিম স্কুইত্তো। ছিলেন সিএনেনের ন্যাশানাল সিকিউরিটি করেস্পন্ডেন্ট। ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে হয়ে গেলেন ইউ এস অ্যাম্বাস্যাডার টু চায়না চীফ অফ স্টাফ।
  • দ্রি | 2345.110.454512.209 | ১৩ মার্চ ২০১৯ ১৩:১৫381516
  • অনীশ রামন। ছিলেন সিএনেনের রিপোর্টার। হয়ে গেলেন ওবামার স্পীচ রাইটার।
  • PM | 9001212.30.5634.64 | ১৩ মার্চ ২০১৯ ১৮:৪২381517
  • কয়েকটা কোশ্ন-
    ১। আডমিনিস্ট্রেসনে স্পোক্সপারসন বা মিডিয়াম্যানাজার হিসেবে অ্যাপয়েন্ট করতে গেলে মিডিয়া এক্সপিরিয়েন্স আছে এমন লোকই সিলেক্ট করা স্বাভাবিক। সেক্ষেত্রে আইডিয়াল রিক্রুটমেন্ট রেসিও এমনি ই হওয়া উচিত ডেমঃ রিপ=৪ঃ১। এতে সমস্যা কি ?

    ২। ওবামা তো ইজরায়েলকে যথেষ্ঠ বাশ দিয়েছিলেন। রাষ্ট্রসংঘ সমেত। সেই তুলনায় ট্রাম্প দরুন ইজরায়েল পন্থী। মায় জেরুজলেম কে পরয্যন্ত দিয়ে দিলেন। হিসেব মিলছে না । অনেক বেশী রকম পুদিচ্চেরি টাইপ হিসেব নিকেশ আছে বলেই মনে হয়
  • S | 458912.167.34.76 | ১৩ মার্চ ২০১৯ ১৮:৫৪381518
  • ইহুদিরা ওরকম কোনও মোনোলিথিক এন্টিটি নয়। ওখানেও লিবারল-রাইট বিরোধিতা আছে। অনেকেই ইজরায়েলের অনাবশ্যক এনক্রোচিংকে সমর্থন করেন না। জন কেরির ইজরায়েল নিয়ে শেষ বক্তব্যটা খুবই সিগনিফিক্যান্ট ছিলো।
  • S | 458912.167.34.76 | ১৪ মার্চ ২০১৯ ০৯:১১381519
  • ট্রাম্প আর সন হ্যানিটি তো রোজ রাত্রে কথা বলে। নিউ ইয়র্ক ম্যাগাজিন খবর করেছিলো।
  • S | 458912.167.34.76 | ১৪ মার্চ ২০১৯ ১০:১৪381520
  • "ইয়ান ক্যামেরন এবিসি নিউজের এক্সিকিউটিভ প্রোডিউসার। ওনার স্ত্রী সুজান রাইস ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের ন্যাশানাল সিকিউরিটি অ্যাডভাইসার।"

    সুজান রাই ১৯৮৮ সাল থেকে ফরেন পলিসি নিয়ে কাজ করছেন। ক্লিন্টন অ্যাডমিনেও ছিলেন। ইনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ডিফিল আছে অক্সফোর্ড থেকে।

    "বিয়ানা ভিতালিয়েভনা গোলোদ্রিগা সিবিএস এর দিস মর্নিং শোর কোহোস্ট (এবং সিয়েনেনের কন্ট্রিবিউটার)। ওনার হাজব্যান্ড পিটার অর্জ্যাগ ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ডিরেক্টার।"

    ইনি লন্ডন স্কুল অব ইকো থেকে পিএইচডি। ক্লিন্টন অ্যাডমিনেও কাজ করেছিলেন। তখনো এই বিয়ানার সাথে শাদী হয়নি।

    "ডেভিড রোডস এই কিছুদিন আগে পর্য্যন্তও সিবিএস নিউজের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর ভাই বেন রোডস ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের ন্যাশানাল সিকিউরিটি অ্যাডভাইসার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশানস।"

    ক্রিয়েটিভ রাইটিংএ পোস্ট গ্র্যাজুয়েট। ইনি ১৯৯৭ থেকে পলিটিকাল ক্যাম্পেইনে (রুডি জুলিয়ানিও) কাজ করছেন। ২০০৭ থেকে ওবামার স্পীচ রাইটার। ঐ সময় উনার ভাই ফক্স নিউজে কাজ করতেন।

    "ক্লেয়ার শিপম্যান এবিসির গুড মর্নিং অ্যামেরিকার সিনিয়ার ন্যাশানাল করেস্পন্ডেন্ট। তাঁর হাজব্যান্ড জে কার্নে ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের হোয়াইট হাউস প্রেস সেক্রেটারী।"

    ইনি ২০ বছর টাইম ম্যাগাজিনে কাজ করেছেন। এর মধ্যে হোয়াইট হাউস করেসপন্ডেন্টও ছিলেন।

    "ম্যাথু জাফ, এবিসি নিউজ রিপোর্টার ট্রেজারী ডিপার্টমেন্ট কাভার করেন। তাঁর ওয়াইফ কেটি হোগান ওবামা অ্যাডমিনিস্ট্রেশানের ডেপুটি প্রেস সেক্রেটারী ছিলেন।"

    কেটি হোগান ২০০৭ থেকে ওবামা ক্যাম্পেইনের সাথে কাজ করছেন। বিয়া হয়েছে ২০১২ তে। ২০১২র ক্যাম্পেইন কভার করছিলো ম্যাথু। একেই বলে পেরেম।

    "বেন শেরউড ডিজনির কোচেয়ারম্যান, এবিসি টিভি গ্রুপের প্রেসিডেন্ট। ওনার ওয়াইফ এলিজাবেথ শেরউড ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে ডেপুটি সেক্রেটারী অফ এনার্জি।"

    ওয়াইফ নয় বোন। কি মুশকিল। ইনারও অক্সফোর্ড থেকে পিএইচডি আছে। নিউক্লিয়ার প্রোলিফিরেশন নিয়ে লেখাপত্তর আছে।

    "ভার্জিনিয়া মোজলি সিএনেনের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট। ওনার হাজব্যান্ড থমাস নাইডস ছিলেন ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে ডেপুটি সেক্রেটারী অফ স্টেট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস।"

    ১৯৮৬এ প্রথম পলিটিক্সে আসেন। মাঝখানে ফাইনান্স সেক্টরে কাজ করেছেন। এই পোস্টে ২ বছর থাকার পরে আবার ওয়াল স্ট্রীটে ফিরে গেছেন।

    ঊফ।
  • S | 458912.167.34.76 | ১৪ মার্চ ২০১৯ ১০:২৯381522
  • আরো আছে?

    "রিক স্টেঙ্গল। ছিলেন টাইমের (সেম পেরেন্ট কাম্পানি অ্যাজ সিএনেন) ম্যানেজিং ডিরেক্টার। হয়ে গেলেন আন্ডার সেক্রেটারী অফ স্টেট ফর পাবলিক ডিপ্লোম্যাসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স, আন্ডার ওবামা অ্যাডমিনিস্ট্রেশান।"

    ইনি প্রিনস্টন এবং অক্সফোর্ডে পড়াশুনা করেন। ১৯৮১ থেকে জার্নালিজম করছেন। ২ বছর ছিলেন এই পোস্টে।

    "সাশা জনসন। ছিলেন সিএনেনের সিনিয়ার পলিটিকাল প্রোডিউসার। ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে এসে হয়ে গেলেন ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশানের স্পোক্সউওম্যান। পরে আবার ফেডারাল এভিয়েশানের চীফ অফ স্টাফও হয়েছিলেন।"

    সাইরাকিউস থেকে পাবলিক কমিউনিকেশনে পড়াশুনা।

    "লিন্ডা ডাগলাস। এবিসি, সিবিএস দুয়েই রিপোর্টিং করেছেন। ওবামার আন্ডারে হয়ে গেলেন হোয়াইট হাউস অফিস অফ হেলথ রিফর্মের কমিউনিকেশানস ডিরেক্টার।"

    এক বছর ছিলেন ঐ পোস্টে। তার আগে ওবামা ক্যাম্পেইনে কাজ করেছেন।

    "জিম স্কুইত্তো। ছিলেন সিএনেনের ন্যাশানাল সিকিউরিটি করেস্পন্ডেন্ট। ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে হয়ে গেলেন ইউ এস অ্যাম্বাস্যাডার টু চায়না চীফ অফ স্টাফ।"

    ইয়েলের ছাত্র। চৈনিক ইতিহাস নিয়ে পড়াশুনা।

    "অনীশ রামন। ছিলেন সিএনেনের রিপোর্টার। হয়ে গেলেন ওবামার স্পীচ রাইটার।"

    হার্ভার্ডের ছাত্র। ওয়ার জোন কভার করতো সিএনেনের হয়ে। চাকরি ছেড়ে ওবামা ক্যাম্পেইন জয়েন করেছিলো।
  • দ্রি | 2345.110.563412.22 | ১৪ মার্চ ২০১৯ ২১:১৪381523
  • আরো আছে।

    জিল জুকম্যান। শিকাগো ট্রিবিউনে জার্নালিস্ট ছিলেন। এমেসেনবিসিতে কমেন্টেটার ছিলেন। আবার ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশানে কমিউনিকেশানস ডিরেক্টার ছিলেন।
  • দ্রি | 2345.110.563412.22 | ১৪ মার্চ ২০১৯ ২১:৪৮381524
  • দ্যাট ব্রিংগস আস টু ইনফ্লুয়েন্শিয়াল নিউজপেপার্স। যেগুলো ঐ পাঁচটা বড় বড় প্রতিষ্ঠানের আওতায় না হলেও নিজেরাই সিগনিফিক্যান্ট।

    নিউ ইয়র্ক টাইমস, শিকাগো ট্রিবিউন, ওয়াশিংটন পোস্ট, এলে টাইমস।

    ইউ ইয়র্ক টাইমসের সিইও একজন ক্লিন্টন ডোনার। জেমস কোলবার্গ, বোর্ড অফ ডিরেকটার্সের মেম্বারও একজন ক্লিন্টন ডোনার। এই কাগজের এক অন্যতম শেয়ারহোল্ডার এবং মেক্সিকান টাইকুন কার্লোস স্লিম তো ভেরি বিগ ক্লিন্টন ডোনার। শুধু তাই নয়, নিউ ইয়র্ক টাইমসের ফাইন্যান্সিয়াল দুর্দিনে ক্লিন্টন ফাউন্ডেশানে ১০০,০০০ ডলার দান করেছিল।

    ওয়াশিংটন পোস্টের জেফ বেজোসের অন্য কোম্পানী অ্যামাজন হিলারী ক্যাম্পেনের সিগনিফিক্যান্ট ডোনার।

    শিকাগো ট্রিবিউনের যাদের ভেঞ্চার, ট্রিবিউন কাম্পানী, তাদের সাথে সিবিএস এবং ওয়ার্নার ব্রাদার্সের জয়েন্ট ভেঞ্চার আছে টেলিভিশান মিডিয়ায়। শিকাগো ট্রিবিউনের ফর্মার চেয়ারম্যান এবং প্রিন্সিপাল শেয়ারহোল্ডার মাইকেল ফেরো ক্লিন্টন ডোনার।

    এলে টাইমসের প্রসিডেন্ট প্যাট্রিক সুন-শিয়ং ক্লিন্টন ডোনার।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:২৮381525
  • স্টিফেন বার। ওয়াশিংটন পোস্টের কলাম্নিস্ট থেকে ওবামা অ্যাডমিনিস্ট্রেশানে অফিস অফ পাবলিক অ্যাফেয়ার্সের সিনিয়ার ম্যানেজিং ডিরেক্টার হয়েছিলেন।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৩০381526
  • শাইলাগ মারে ওয়াশিংটন পোস্ট থেকে জো বাইডেনের কমিউনিকেশানস ডিরেক্টার।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৩২381527
  • রোজা ব্রুকস এলে টাইমস থেকে অ্যাডভাইসার টু আন্ডারসেক্রেটারী অফ ডিফেন্স ফর পলিসি।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৩৩381528
  • ডেনন থমসন ওয়াশিংটন পোস্ট থেকে স্পীচরাইটার ফর ইউএস অ্যাম্বাস্যাডার টু ইউকে।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৩৮381529
  • ওয়ারেন বাস, ওয়াশিংটন পোস্টের ডেপুটি এডিটার থেকে ডিরেক্টার অফ স্পীচ রাইটার অ্যান্ড সিনিয়ার পলিসি অ্যাডভাইসার অফ সুজান রাইস।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৪১381530
  • রিক ওয়াইস, ওয়াইস ওয়াশিংটন পোস্ট থেকে কমিউনিকেশানস ডিরেক্টার অ্যান্ড সিনিয়ার পলিসি স্ট্র্যাটেজিস্ট ইন হোয়াইট হাউস অফিস অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৪২381531
  • এরা কোন কোন ইউনিভার্সিটির অ্যালুম্নি সেটা কম্পাইল করার দায়িত্বটা আমি এসকে দিলাম।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২২:৫৮381533
  • " আডমিনিস্ট্রেসনে স্পোক্সপারসন বা মিডিয়াম্যানাজার হিসেবে অ্যাপয়েন্ট করতে গেলে মিডিয়া এক্সপিরিয়েন্স আছে এমন লোকই সিলেক্ট করা স্বাভাবিক। সেক্ষেত্রে আইডিয়াল রিক্রুটমেন্ট রেসিও এমনি ই হওয়া উচিত ডেমঃ রিপ=৪ঃ১। এতে সমস্যা কি ?"

    সমস্যা ব্যাপারটা তো ইন দা আইজ অফ দা বিহোল্ডার। কিছু কিছু বিহোল্ডারের এরকম একটা সমস্যা লাগতে পারে যে এই কানেশানসগুলো দেখায় যে মিডিয়া আসলে পোলিটিকাল পার্টির একটা এক্সটেনশান এবং প্রোপাগ্যান্ডা আর্ম।

    ফক্স নিউজ রিপাবলিকান প্রপাগ্যান্ডা অর্গান, এই কথাটা বলা খুব ফ্যাশানেবল। এবং এটা ট্রু। কিন্তু লিবারাল প্রপাগ্যান্ডা অর্গ্যান যে ৪ঃ১ সেটা বলাটা অত ফ্যাশানেব্‌ল নয়।

    ৪ঃ১ নিয়ে কিছু কিছু বিহোল্ডারের সমস্যা আছে। পপুলেশানে লিবারাল এবং কনজার্ভেটিভের রেশিও যদি ১ঃ১ এর কাছাকাছি হয় তবে মিডিয়ায় কেন এত ডিস্টর্টেড হবে ইত্যাদি।

    তবে এগুলো সত্যি যে ডেটাগুলো দেখছে সে বিচার করবে। এই যেমন ডিসি এই ৪ঃ১ এও খুশী নন। উনি মনে করেন ৫ঃ০ হওয়া উচিত ছিল।

    এই কানেকশানগুলোর দিকে তাকানোর পর যার যেমন খুশী ইন্টারপ্রিট করে নেবেন।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:০০381534
  • অত দেওয়ার দরকার নেই। একটা দিলেই হবে। স্যাম্পেল।

    "ওয়ারেন বাস, ওয়াশিংটন পোস্টের ডেপুটি এডিটার থেকে ডিরেক্টার অফ স্পীচ রাইটার অ্যান্ড সিনিয়ার পলিসি অ্যাডভাইসার অফ সুজান রাইস।"

    তিনি এখন মার্ডকের ওয়াল স্ট্রীট জার্নালে কাজ করেন। কলাম্বিয়া থেকে জার্নালিজমে পোস্ট গ্র্যাড।

    লোকে এতোদিনে বুঝে গেছে ঢপের চপ এখানে কে ভালো ভাজে।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:০১381535
  • ডিসিদা বোধয় বলতে চেয়েছেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবার থাকা উচিত। আপনার তাতে আপত্তি। তাইতো? বুঝেছি।
  • lcm | 9006712.229.0112.212 | ১৪ মার্চ ২০১৯ ২৩:০৮381538
  • এই নিয়ে পেপার আছে, প্রিন্সটন আর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির দুই প্রফেসর-এর.... সিস্টেমটাই এমন...

    The US is dominated by a rich and powerful elite
    ------------------------------------------------------------------

    So concludes a recent study by Princeton University Prof Martin Gilens and Northwestern University Prof Benjamin I Page.

    "Multivariate analysis indicates that economic elites and organised groups representing business interests have substantial independent impacts on US government policy, while average citizens and mass-based interest groups have little or no independent influence."

    The two professors came to this conclusion after reviewing answers to 1,779 survey questions asked between 1981 and 2002 on public policy issues.

    "A proposed policy change with low support among economically elite Americans (one-out-of-five in favour) is adopted only about 18% of the time," they write, "while a proposed change with high support (four-out-of-five in favour) is adopted about 45% of the time."

    https://www.bbc.com/news/blogs-echochambers-27074746

    পেপারটি দেখতে চাইলে -
    https://www.cambridge.org/core/journals/perspectives-on-politics/article/testing-theories-of-american-politics-elites-interest-groups-and-average-citizens/62327F513959D0A304D4893B382B992B/core-reader
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২৩:০৮381537
  • "ওবামা তো ইজরায়েলকে যথেষ্ঠ বাশ দিয়েছিলেন। রাষ্ট্রসংঘ সমেত। সেই তুলনায় ট্রাম্প দরুন ইজরায়েল পন্থী। মায় জেরুজলেম কে পরয্যন্ত দিয়ে দিলেন। হিসেব মিলছে না । অনেক বেশী রকম পুদিচ্চেরি টাইপ হিসেব নিকেশ আছে বলেই মনে হয়"

    ওবামার ইজরায়েল এবং ইরানের সাথে ডীল একটা মিস্ট্রি। এটা আমি একবারেই বুঝিনি। তবে এই না বোঝাটা সম্ভবত এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট ইনফর্মেশান পাবলিক হয় নি, এই কারনে। এর মধ্যে অনেক গভীর জিওপলিটিকাল ম্যানিপুলেশান ছিল বলে সন্দেহ হয়। এবং ট্রাম্প ভীষণ ভাবেই প্রো-ইজরায়েল। ট্রাম্পের জামাইবাবু জ্যারেড কুশনারকে তো আমার প্রায় ইজরায়েলি এজেন্ট মনে হয়।

    কিন্তু পোলিটিকাল পার্টি এবং মিডিয়ার আঁতাত একেবারে নির্জলা, ভেরিফায়েবল সত্যি।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:০৮381536
  • "পপুলেশানে লিবারাল এবং কনজার্ভেটিভের রেশিও যদি ১ঃ১ এর কাছাকাছি হয় তবে মিডিয়ায় কেন এত ডিস্টর্টেড হবে ইত্যাদি।"

    এইটা কুযুক্তির হাইট।
  • b | 4512.139.6790012.6 | ১৪ মার্চ ২০১৯ ২৩:১০381539
  • এখানে তর্কটা ঠিক কি নিয়ে হচ্ছে?
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:১২381540
  • "ট্রাম্পের জামাইবাবু জ্যারেড কুশনারকে তো আমার প্রায় ইজরায়েলি এজেন্ট মনে হয়।"

    ট্রাম্পের জামাই। জামাইবাবু অন্য সম্পক্ক। জ্যারেড কুশনারকে আমি আমার পাড়ার এজেন্টও করবোনা।
  • lcm | 9006712.229.0112.212 | ১৪ মার্চ ২০১৯ ২৩:১৮381542
  • তক্কোটা হচ্ছে কি নিয়ে আমি বলব ----

    দ্রি বলতে চাইছেন যে মিডিয়ার সঙ্গে পলিটিশিয়ানদের যোগসাজস আছে।
    বড়েস বলতে চাইছেন যে সেটা শুধুমাত্র রিপাবলিকান পলিটিশিয়ানদের সাথে, ডেমোক্র্যাটরা ভাল।

    দ্রি ঐ জন্য নানারকম উদাহারণ এনে দেখাতে চাইছেন যে ডেমোক্র্যাট পাওয়ার হাউসের সঙ্গে মিডিয়ার কেমন মাখামাখি দেখো । বড়েস বলছেন যে ওটা ঠিক নয়, ওনারা খুবই ডিগ্রিধারী এবং যোগ্য মানুষ।

    এই সব আর কি।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:১৮381541
  • এখানে ইহুদিরা যে খুব খারাপ লোক সেটা অন্য নামে প্রমাণ করার কুচেস্টা চলছে।
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২৩:২৪381544
  • তক্কো কেন হবে? কার সাথে কার কানেকশান জানতে হবে না?

    তা না হলে তো শুধু আমি ভালো, তুমি ফ্যাসিস্ট হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন