এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 2345.110.454512.110 | ১৪ মার্চ ২০১৯ ২৩:২৬381545
  • এসের পাড়ার এজেন্ট কে হবেন আমি বলে দিচ্ছি। মার্ক মেজভিনস্কি।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:২৭381546
  • লসাগুদা ঠিক বলেননি।

    যেকোনও অ্যাডমিনিস্ট্রেশনেই মিডিয়ার লোক থাকবেই। কারণ অ্যাডমিনিস্ট্রেশনের দুটো খুব বড় কাজ হয় ১) পলিসি নির্ধারণ, আর ২) কমিউনিকেশন। আর জার্নালিস্টদের থেকে বেটার কাজ আর কেউ করতে পারেনা, বিশেষ করে সেকেন্ডটা। অতেব এ থেকে কিছু প্রমাণ হয়্না।

    স্টীভ ব্যানন আগে ব্রাইটবার্টে ছিল। তারপরে ট্রাম্প ক্যাম্পেইন এবং হোয়াইট হাউসে গেছে। স্বাভাবিক। কারণ ট্রাম্প ব্রাইটবার্টের পলিসি ইম্প্লিমেন্ট করতে চায়।

    জ্যারেড কুশনার নিউ ইয়র্ক ওবজার্ভারের মালিক। তাতে কি প্রমাণ হয়? অবজার্ভার প্রো-ট্রাম্প। তাতে কি এসে যায়?

    ট্রাম্প রোজ রাতে সন হ্যানিটির সাথে কথা বলে। না বললেও বা কি এসে যেতো? বদকাজে উনারা দুজন যে জগাই-মাধাই সেটা সবাই জানে।

    সমস্ত হোয়াইট হাউস, ক্যাবিনেট থেকেই লোক বেড়িয়ে প্রথমে একটা বুক ডীল জোগাড় করে আর কোনো টিভি চ্যানেলের সাথে যুক্ত হয়। ওটাই ওদের কারিয়ার পাথ। রিপাব্লিকান হলে হয়তো ওয়াল স্ট্রীট বা লবিয়িঙ্গ ফার্ম জয়েন করে। আবার হয়তো ভবিষ্যতে কোনো অ্যাডমিনে যোগ দেবে।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৩২381547
  • দ্রি, আপনি উত্তেজনার চোটে ভাইকে বর বানিয়ে দেন। জামাইকে জামাইবাবু বানিয়ে দেন। সুস্থ থাকার চেস্টা করুন ঃ))
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৩৫381548
  • আপনি পল সায়েন্সে পিএইচডি। তারপরে কোনো মিডিয়ার হয়ে মিডল ইস্ট কভার করলেন ১০ বছর। আপনাকে আম্রিকান অ্যাম্বাসাডার টু সৌদির স্পীচ রাইটার বা পলিসি অ্যাডভাইজার বানালে সেটা কিসের আঁতাত হয় বুঝলাম না।
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৩৮381549
  • ভিপি পেন্স একসময় কন্জারভেটিভ রেডিও স্টেশনে কাজ করতেন। নিজেকে রাশ লিম্বোর সাথে তুলনা করতেন। তাতে কি প্রমাণ হয়?
  • S | 2390012.156.561223.1 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৩৯381550
  • এখানে অনেকটা আইটি কোম্পানি আর ইন্জিনিয়ারিং কলেজের যোগসাজস আছে প্রমাণ করার চেস্টা চলছে।
  • দ্রি | 2345.110.453412.216 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৪২381551
  • শুধুমাত্র মিডিয়ার একস্পিরিয়েন্স দিয়ে পলিটিকাল পার্টির ইম্পর্ট্যান্ট পোজিশান ফিলড আপ হয় না। পোলিটিকাল অ্যাফিলিয়েশান খুব ইম্পর্ট্যান্ট পার্ট।
  • দ্রি | 2345.110.453412.216 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৪৮381552
  • "ভিপি পেন্স একসময় কন্জারভেটিভ রেডিও স্টেশনে কাজ করতেন। নিজেকে রাশ লিম্বোর সাথে তুলনা করতেন। তাতে কি প্রমাণ হয়?"

    তাতে এটাই প্রমাণ হয় যে কনজার্ভেটিভ মিডিয়া পার্টিশান, যেটা আপনি সবসময়ই বলেন। হুইচ ডাজন্ট ফিট দা রোল মডেল অফ মিডিয়া। যেটা ফোর্থ পিলার অফ ডমোক্র্যাসি এটসেট্রা। একটা ইনডিপেন্ডেন্ট নন-পার্টিসান এন্টিটি।

    যেটা আপনি কখনো বলেন না, সেটা আমি বললাম। যে লিবারাল মিডিয়াও পার্টিসান।
  • দ্রি | 2345.110.453412.216 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৫১381553
  • "এখানে অনেকটা আইটি কোম্পানি আর ইন্জিনিয়ারিং কলেজের যোগসাজস আছে প্রমাণ করার চেস্টা চলছে।"

    আইটি কোম্পানী আর ইঞ্জিনিয়ারিং কলেজের যোগসাজসটা আমি এক্সপেক্ট করেছিলাম।

    কিন্তু পলিটিকাল পার্টি আর মিডিয়ার যোগসাজসটা আমি এক্সপেক্ট করিনি। সত্যি বলছি।
  • দ্রি | 2345.110.453412.216 | ১৪ মার্চ ২০১৯ ২৩:৫৭381555
  • দুটো তথ্যগত ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ভুলগুলো অনিচ্ছকৃত। এবং আমার মেন পয়েন্ট তাতে বদলায় না।

    আর তাছাড়া আমার এক্সকিউজ আছে। আমি উত্তেজিত, এবং ... অসুস্থ।
  • S | 2390012.156.561223.1 | ১৫ মার্চ ২০১৯ ০১:০৯381556
  • আমি বলছিঃ লিবারল মিডিয়া যথেস্ট পার্টিজান নয়।

    সিএনেন এবারে ইন্ডিপেন্ডেন্ট থাকার নাটকটা বন্ধ করে ডেমদের খুলে সাপোর্ট করুক। দুই পার্টি সিস্টেমে ইন্ডিপেন্ডেন্ট থাকার চেস্টা করাটা মুর্খামির সমান। সিএনেনের থেকে আমি এনিডে ইয়ঙ্গ টার্ককে বেশি পয়েন্ট দেবো। এমেসেনবিসি বোরিং লোকজন আর প্রাক্তন রিপাব্লিকানদের নেওয়াটা বন্ধ করুক। ওয়াসিংটন পোস্ট আর এনওয়াইটি বরন্চ অনেক বেটার কাজ করছে রিসেন্টলি।
  • S | 2390012.156.561223.1 | ১৫ মার্চ ২০১৯ ০১:৪০381557
  • "কিন্তু পলিটিকাল পার্টি আর মিডিয়ার যোগসাজসটা আমি এক্সপেক্ট করিনি। সত্যি বলছি।"

    যেকোনও অ্যাডমিনিস্ট্রেশনেই ছয় ধরনের লোক থাকে।

    ১) মিডিয়ার লোক। এরা স্পীচ রাইটার, কমিউনিকেশন ডিরেক্টর, প্রেস সেক্রেটারি এইধরনের রোলে থাকে। চ্যানেলে চ্যানেলে মুখপাত্রর কাজ করে বেড়ায়। কারণ এরা জানে লোকে আর নিউজ অ্যান্করকে কি শোনালে চুপ করে যাবে।

    ২) অ্যাকাডেমিয়ার লোক। এরা বন্ধ ঘরে পলিসি লেখে টেখে। রিপাব্লিকানদের একটু নাপসন্দ, যেহেতু বেশিরভাগ শিক্ষিত লোকেদের পক্ষে রেসিস্ট, হোমোফোবিক, প্রো-গান, ক্লাইমেট চেন্জ ডিনাইয়ার হওয়া মুশকিল। বহু রিপাব্লিকান অ্যাকাডেমিয়ার লোকই ট্যাক্স কাটকে সমর্থন করেন নি।

    ৩) ইন্ডাস্ট্রির লোক। এরাও পলিসি লেখে। বা লিয়াঁজ হিসাবে কাজ করে। এদের নিয়ে খুব ঝামেলা হয়। প্রচুর কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কমপ্লেইন আসে। সাধারণতঃ সব কোম্পানির স্টক, বন্ড, অপশান্স বিক্রি করে সব ইনভেস্টমেন্ট শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডে রাখতে হয়।

    ৪) পার্টির লোক। পার্টির ইন্টারেস্ট আর অ্যাজেন্ডা এই সরকার দেখছে কিনা সেটা এনসিওর করে। অনেক সময় পার্টি জোড় করে ঢুকিয়ে দেয়। ট্রাম্পের অ্যাডমিনে প্রিবাসের বোধয় ঐজন্যই জায়্গা হয়েছিলো। তাছাড়া পার্টির সাপোর্ট আনার দায়িত্ব এদের থাকে।

    ৫) অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে যারা। এরা জানে কিকরে বুরোক্র্যাসির মধ্যে দিয়ে পলিসি ইম্প্লিমেন্ট করতে হয়।

    ৬) ক্যাম্পেইনের লোকজন। কেলি অ্যান কনওয়ে। এরা খুব ট্রাস্ট ওয়ার্দি হয় আর প্রেসিডেন্টের খুব কাছের লোকজন। তাই প্রেসিডেন্ট এদেরকে কাছে রাখে। তাছাড়া রিইলেক্শনে এরাই আবার কাজ করবে, অতেব।
  • S | 2390012.156.561223.1 | ১৫ মার্চ ২০১৯ ০১:৫৪381558
  • এই মুহুর্তে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন জন বোল্টন। ইনি ফক্স নিউজের নিয়মিত কমেন্টেটর ছিলেন। খুবই হকিশ যুদ্ধবাজ লোক। এর অ্যাপয়েন্টমেন্টে আমার চারপাশে বহু রিপাব্লিকানদেরও উষ্মা প্রকাশ করতে দেখেছি।

    ইনি ফক্স নিউজে কি করতেন সেই নিয়ে আমার সমস্যা নেই। আমার সমস্যা উনার পলিসি এবং রেটোরিক নিয়ে। সেটা ফক্স নিউজেই যথেস্ট খারাপ ছিলো, এখন হোয়াইট হাউসে ঢুকে সেটা আরো মারাত্মক আকার ধারণ করতে পারে। ভেনেজুয়েলা আক্রমণ করে বসলে সে সিদ্ধন্তে এই লোকটার রোল কম হবেনা।

    রিক স্যান্টোরাম এখন সিএনেনের সিনিয়র পলিটিকাল কমেন্টেটর। তাতে কি আমি রিক স্যান্টোরামের একটাও মতকে সমর্থন করি নাকি? ধুস।
  • lcm | 9006712.229.0112.212 | ১৫ মার্চ ২০১৯ ০৩:১৯381559
  • Partisan কথাটার মানে হল - a strong supporter of a party, cause, or person

    Liberal কথাটার মানে হল - উদারমনা, মুক্তমনা, open to new behavior or opinions and willing to discard traditional values

    তাহলে প্রশ্ন হল, লিবারাল মিডিয়া তাহলে কি করে পার্টিসান হয়?
  • lcm | 9006712.229.0112.212 | ১৫ মার্চ ২০১৯ ০৩:২৭381560
  • এই প্রসঙ্গে, এটা দেখা যেতে পারে ঃ
    History of United States Congress - Partisan and Ideology makeup

  • S | 458912.167.34.76 | ১৫ মার্চ ২০১৯ ০৫:১৮381561
  • "লিবারাল মিডিয়া তাহলে কি করে পার্টিসান হয়?"

    লিবারাল মিডিয়া যে পার্টি লিবারাল, তার পার্টিজান হবে।
  • Fake Liberal | 780112.77.23900.58 | ১৫ মার্চ ২০১৯ ০৬:৪৩381562
  • Liberals should be open to opinions by definition, including the opinion with opposite views.
    But I am a fake liberal, I only subscribe to my opinions. But the world is full of my likes.
  • lcm | 900900.0.0189.158 | ১৫ মার্চ ২০১৯ ০৭:০১381563
  • না, তা কেন হবে।

    ফ্রিডম অফ প্রেস তো কন্সটিটিউশন্যালি প্রোটেক্টেড, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইত্যাদি। এখন প্রেস যদি নিজেই বলে যে না আমরা ফ্রিডম চাই না, আমরা অমুকে অমুক পার্টির দলদাস হয়ে থাকতে চাই - মানছি সেটাও একটা চয়েস, কিন্তু তার জন্য সাংবিধানিক আইন তো তৈরি হয় নি।

    প্রেস - ডেমোক্রেসির ফোর্থ পিলার - তার কাজ কী? তার প্রাথমিক কাজ .... to ensure that all people living in far off areas of country are aware of what's happening in rest of their country ....
    এই কাজটা যাতে তারা স্বাধীনভাবে করতে পারে তার জন্যই সংবিধানে চ্যাপ্টার।
  • dc | 011212.227.452323.24 | ১৫ মার্চ ২০১৯ ০৮:৪৪381564
  • "তবে এগুলো সত্যি যে ডেটাগুলো দেখছে সে বিচার করবে। এই যেমন ডিসি এই ৪ঃ১ এও খুশী নন। উনি মনে করেন ৫ঃ০ হওয়া উচিত ছিল।"

    দ্রি ঠিকই বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে ৫ঃ০ হলেই বেশী খুশী হতাম। কারন আমি মনে করি ট্রাম্প অ্যাস অ্যান ইন্ডিভিজুয়াল রেসিস্ট আর সেক্সিস্ট, মহিলাদের বিরুদ্ধে আজীবন লাগাতার কদর্য উক্তি করেছেন, মহিলাদের সেক্স অবজেক্ট ছাড়া আর কিছু মনে করেন না। তাছাড়াও ফ্রড আর মিথ্যেবাদী। এক কথায় একটি অমানুষ। এরকম কারুর বিরুদ্ধে সবাই মিলে বললে বেশী খুশী হতাম নিঃসন্দেহে।

    আপনি যেটা বলছেন, মিডিয়ার লোকজন ডেমদের কোলে বেশী ঝোল টানছে, রিপাবলিকানদের কোলে না, সেটা এমনিতে অ্যাপ্লিকেবল হলেও এক্ষেত্রে না। ট্রাম্পের বিরুদ্ধে বলার জন্য কাউকে ডেমোক্র্যাট-রিপাবলিকান ইত্যাদি টানতে হয়না, সেটা করলে ফলস বাইনারি হয়ে যায়।
  • dc | 011212.227.452323.24 | ১৫ মার্চ ২০১৯ ০৯:০১381566
  • একই কথা আমার দেশের মিডিয়া নিয়েও বলবো। গুজরাট গণহত্যা যিনি ঘটিয়েছিলেন তার বিরুদ্ধে মিডিয়ায়ার সবাই মিলে বললে খুশী হতাম। এটা সিম্পলি বেসিক এথিক্সের ব্যপার, ডান-বাম আইডিওলজি ইত্যাদি এর মধ্যে আনার কোন মানে হয়না।
  • b | 562312.20.2389.164 | ১৫ মার্চ ২০১৯ ০৯:৪০381567
  • মুশকিল হল, আমেরিকার সবটাই ওভার ডেমোক্রেটাইসড। একজন ঘড়ির দোকানদারকে প্রেসিডেন্ট ইউ কে-তে আমেরিকার রাষ্ট্রদূত করে দিতে পারেন। কিম্বা জাজ অ্যাপোয়েন্টমেন্টের সময় নিজের পছন্দের লোককে ওভার্টলি প্রাইম পোস্ট দিতে পারেন। জাজ পছন্দমত রুলিং না দিলে প্রেসিডেন্ট টুইট করে জাজকে খিস্তি করতে পারেন (এটা ভারতে জাস্ট পলিটিক্যাল হারাকিরি)। ভারতেও হয়, কিন্তু প্রচুর কভার্ট। এটা বৃটিশ ব্যুরোক্রাসি সিস্টেমের একটা ভালো দিক বলেই মনে করি, যে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ লোকজনকে একটা আলাদা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়।
    একটা গল্প মনে পড়ল। গণিতবিদ কার্ট গোডেল যখন মার্কিনি নাগরিকত্বের জন্যে আবেদন করেছিলেন, নাজি অস্ট্রিয়া থেকে পালিয়ে, তখন ইমিগ্রেশন জাজ গম্ভীর ভাবে বলেছিলেন, এই গণতন্ত্রের পীঠস্থানে এসে আপনার কি মনে হচ্ছে? তখন গোডেল নাকি অঙ্ক কষে প্রমাণ করে দিচ্ছিলেন যে আমেরিকান সংবিধানে লজিক্যাল গন্ডগোল আছে, ডিক্টেটর আসলেও আসতে পারে। শেষে আইনস্টাইন, ফন নয়ম্যান এনারা মুখ চেপে ধরে বসিয়ে দেন।
  • | 453412.159.896712.72 | ১৫ মার্চ ২০১৯ ০৯:৪৯381568
  • হুঁ ট্রাম্প, মোদী এরা হল ক্যান্সার। বাঁচতে গেলে ক্যান্সারের বিরুদ্ধে অল আউট ফাইট করতে হয়।
  • S | 458912.167.34.76 | ১৫ মার্চ ২০১৯ ১০:২৭381569
  • "এখন প্রেস যদি নিজেই বলে যে না আমরা ফ্রিডম চাই না, আমরা অমুকে অমুক পার্টির দলদাস হয়ে থাকতে চাই - মানছি সেটাও একটা চয়েস, কিন্তু তার জন্য সাংবিধানিক আইন তো তৈরি হয় নি।"

    যেখানে একটা মিডিয়া হাউস ট্রাম্পের সব কুকীর্তিরও টানা সমর্থন করে যায়, সেখানে অন্য কোনো বেটার চয়েস তো দেখছি না। ট্রাম্পের ভালো কাজের (সিরিয়ার মিসাইল ফেলার) প্রশংসা সিএনেন এবং এমেসেনবিসি করেছিলো।

    ট্রাম্প, এই মুহুর্তে রিপাব্লিকান পার্টির নেতা, নিজেও তো উনার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে ফেক নিউজ বলে গালি দিচ্ছে, সংবিধান বদলে এসেনেলের কলাকুশলীদের জেলবন্দী করতে চাইছে। সেক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে অন্য পার্টিকে সমর্থন করার যথেস্ট কারণ দেখি।

    ফক্স নিউজ নিয়ে আমার অন্য আপত্তি আছে। রাইট উইঙ্গ প্রোপাগান্ডা মেশিন। ফ্যাক্ট ও নিউজের তোয়াক্কাই করেনা। আউটরেজিয়াস কথাবার্তা বলে। বহুবার দেখেছি যে যিনি রিপোর্ট করছেন তিনি এক কথা বললেন, আর নিউজ অ্যান্কার সেটাকে নিয়ে পুরো উল্টোদিকে ঝোল টানার চেস্টা করছে। এখন তো "সো হোয়াট" এসে গেছে। সো হোয়াট যে ফ্যাক্ট অন্য কথা বলে, আমার বক্তব্য একই থাকবে।

    "Liberals should be open to opinions by definition, including the opinion with opposite views."
    এই ডেফিনিশানটা কোথায় পাওয়া গেলো জানালে ভালো হয়। তাহলে তো ফ্যাসিস্ট আইডিয়ার প্রতিও শ্রদ্ধার্ঘ জানাতে হবে। হিটলারের পলিসিগুলোকেও ওপেনলি নিতে হবে। বেশি স্মার্ট হয়ে উল্টোপাল্টা লিখবেন না প্লিজ, খুব বোকা বোকা শোনায়।
  • lcm | 900900.0.0189.158 | ১৫ মার্চ ২০১৯ ১০:৫২381570
  • "ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে অন্য পার্টিকে সমর্থন করার যথেস্ট কারণ দেখি"

    একশো বার, সেটি ব্যক্তি হিসেবে ঠিক আছে। কিন্তু মিডিয়া অর্গানাইজেশন বা প্রেস হিসেবে ঠিক নেই। প্রেস-এর কাজ সহমত বা বিরুদ্ধমত তৈরি করা নয়।

    প্রেস/মিডিয়া-র প্রাথমিক কাজ সংবাদ প্রতিবেদন করা।

    একমাত্র NPR/PBS/KQED কিছুটা এই প্রাথমিক দিকটায় ফোকাস রাখে। তার কারণ এরা নন-প্রফিট । ব্যবসায়িক মিডিয়া প্রতিষ্ঠান এই প্রাথমিক দায়িত্ব অনেক সময়ই বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
  • S | 458912.167.34.76 | ১৫ মার্চ ২০১৯ ১১:০১381571
  • KQEDও তো NPRই।
  • lcm | 900900.0.0189.158 | ১৫ মার্চ ২০১৯ ১১:০৭381572
  • হ্যাঁ। মানে ঐ গ্রুপ।
  • S | 458912.167.34.76 | ১৫ মার্চ ২০১৯ ১১:০৮381573
  • আমাদের এখানেও একটা আছে।
  • lcm | 900900.0.0189.158 | ১৫ মার্চ ২০১৯ ১১:১৮381574
  • আসলে এখন এমন অবস্থা হয়েছে, কার খবর যে ভরসা করে দেখব/পড়ব বুঝতে পারি না। কোনো খবর বেরোলে নিউ ইয়র্ক টাইম্‌স্‌-এ কি লিখল একবার দেখার চেষ্টা করি, ওয়াশিংটন পোস্ট কিছু লিখল কি না দেখি, ইংল্যান্ডের গার্ডিয়ানে কিছু উল্লেখ করল কি না দেখি - - টিভিতে সিএনএন কি বলছে দেখি, বিবিসি দেখি -- রেডিওতে এনপিআর --- জাস্ট ফ্যাক্ট্‌স্‌ গুলো।

    ইন্ডিয়াতে আরও মুশকিল। রিসেন্ট এই ভারত-পাকিস্তান কনফ্লিক্টে - টাইম্‌স অফ্‌ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইম্‌স - - এক এক সোর্স এক এক রকম তথ্য দিচ্ছে - কোথাও লিখেছে ৩৫০ কিলো বিস্ফোরক, কোথাও বলছে ৬০ কিলো --- বেসিক ফ্যাক্ট-এ এত ভেরিয়েশন - যে বোঝা মুশকিল। তখন বাধ্য হয়ে দেখতে হচ্ছে গার্ডিয়ান বা বিবিসি কি বলছে, এটা দুর্ভাগ্যজনক, দেশের সঠিক খবর জানার জন্য বিদেশি মিডিয়ার প্রতিবেদনের ভরসায় থাকতে হচ্ছে।
  • PM | 5645.124.78.134 | ১৫ মার্চ ২০১৯ ১২:১৫381575
  • ১। ইহুদি ডমিনেটেড মিডিয়া ডেমপন্থী , কিন্তু ডেম সর্দার ওবামা ইজরায়েল বিরোধী ।

    ২। ওদিকে ইহুদি মিডিয়া ট্রাম্প /রিপ বিরোধী কিন্তু রিপ সর্দার ট্রাম্প নিজে ইজ্রায়েল পন্থী

    ওপোরের দুটো সমীকরন সমধান করলে দাড়ায়-- ইহুদি মিডিয়া ইজরায়েল বিরোধী।

    হজম করতে হজমোলা লাগবে না ?
  • S | 458912.167.34.76 | ১৫ মার্চ ২০১৯ ১২:১৮381577
  • আম্রিগার ইহুদি মিডিয়া ইজরায়েল রাইটের বিরোধি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন