এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সুভাষ চন্দ্র বসু -- একটি নির্মোহ ব

    Ishan
    অন্যান্য | ২৭ এপ্রিল ২০১৯ | ৭৯২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 125612.141.4589.119 | ৩০ এপ্রিল ২০১৯ ১৮:২১382664
  • রবীন্দ্রনাথ একা শুধু নাইটহুড পরিত্যাগ করে প্রতিবাদ করলেন। তখনকার কংগ্রেসের হোমরাচোমরারা , এমনকি চিত্তরঞ্জনও এই নিয়ে কিছুই করেন নি, গা বাঁচিয়ে, "তবে আপনার নামেই সভা হোক" এইরকম সব কথা বলেছেন রবীন্দ্রনাথকে যখন রবীন্দ্রনাথ ওঁদের সঙ্গে যোগাযোগ করে প্রতিবাদের ব্যাপারে কী করা হবে জানতে চাইছেন।
    জানা যায় নি কিছুই- এটা ঠিক না, নেতারা সব জেনেও কিছু করেন নি। খবর এসেছেই, নইলে রবীন্দ্রনাথ জেনে গেলেন কী করে?
  • অর্জুন অভিষেক | 340123.212.124523.227 | ৩০ এপ্রিল ২০১৯ ২০:৩৮382665
  • আমেদাবাদে মোহনদাস গান্ধীকে লিখলেন ‘আমি আর আপনি যদি একসঙ্গে পঞ্জাবে ঢুকি, ব্রিটিশ সরকারের সাধ্যি হবেনা আমাদের আটকানো।‘ জবাব এসেছিল ‘I do not want to embarrass the British government now.’

    এক মাস বাদে ভাইসরয়কে গান্ধী চিঠি লিখে জানালেন ‘I have not said a word about the events in the Punjab, not because I have up to now not thought or felt over them, but because I have not known what to believe and what not to believe’.
  • অর্জুন অভিষেক | 340123.163.454523.77 | ৩০ এপ্রিল ২০১৯ ২০:৪০382666
  • @আতোজ, আপনার কৌতূহল নিবারণের জন্যে সুভাষচন্দ্রের আট ভাইয়ের নাম জোগাড় করলাম। ঃ-)

    সতীশচন্দ্র, শরৎচন্দ্র, সুরেশচন্দ্র, সুধীরচন্দ্র, সুনীলচন্দ্র, সুভাষচন্দ্র, শৈলেশচন্দ্র, সন্তোষচন্দ্র ।
  • Atoz | 125612.141.5689.8 | ৩০ এপ্রিল ২০১৯ ২২:২৬382667
  • দারুণ , দারুণ। ধন্যবাদ অর্জুন।
    ভাবুন একবার, এঁদের বাড়িতে কী বলে ডাকতো। সতু উ উ উ, শরো ও ও ও , সুরো ও ও , সুধো ও ও ও , উদো ও ও, বুধো ও ও, হতচ্ছাড়া বাঁদরগুলো গেলি কই তোরা? কথা কি একটাও শোনে? এদিকে দ্যাখো আমসত্ত্ব দুধে ফেলে কলা সন্দেশ সব মিশিয়ে বসে আছি, তোরা খাবি না? খেলতে চলে গেলি?
    ঃ-)
  • Du | 127812.161.236712.10 | ৩০ এপ্রিল ২০১৯ ২৩:১৮382668
  • বাবার রাগ এবং আলটিমেটাম নিয়ে আমাদের অর্থাত বর্তমান টিনেজারদের পিতামাতাদের অবস্থাকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না ঃ)
  • অর্জুন অভিষেক | 340123.163.454523.77 | ৩০ এপ্রিল ২০১৯ ২৩:২৮382669
  • @আতোজ, ঃ-) ঃ-)

    ওরে বাপ্রে! ঐ বাড়িতে খেলা একদম বারণ ছিল ছেলেপুলেদের। দেখুন ষষ্ঠ পুত্রটি কি লিখেছে !

    'It was customary for the boys to
    return home after school—hours, have a light tiffin, and then go out for games. My parents did not like us to do that. Either they thought that sports would interfere with our studies or they did not regard the atmosphere of the playground as congenial to our mental health. Possibly the latter consideration weighed more with them. Be that as it may, the domestic situation was such that if we wanted to go out for games, we had to do it on the sly. Some of my brothers and uncles did do so and occasionally, when they were caught, were given a talking-to.'

    কিন্তু বিকেলে কত্তা- গিন্নী হাওয়া খেতে বেরোতেন। সেই সময়ে
    'But, knowing my parents’ habits, it was generally possible to dodge them, especially as they were in the habit of going out for a drive and walk.

    অন্যান্য ভাইয়েরা খেলতে গেলেও অতি বাধ্য সুভাষ যেতেন না খেলতে

    ' I had had a strong desire like the others, I could easily have joined them at the games.But I did not.'
  • Atoz | 125612.141.5689.8 | ০১ মে ২০১৯ ০০:০৭382670
  • ঈশ। কী অবস্থা। বাপ মা খেলতে বেরোতে দিতেন না, দাদারা লুকিয়ে বেরিয়ে যেতেন খেলতে। ধরা পড়লে --- কুরুক্ষেত্র।
    পাঁচ দাদার অবস্থা দেখে বুদ্ধিমান ষষ্ঠ পান্ডব আর রিস্ক নিতেন না। ফালতু ঝামেলা করে কী হবে। ঃ-)
  • Bachhaaraa | 450112.129.4590012.60 | ০১ মে ২০১৯ ০০:৩৭382671
  • আপনেরা আগেকার দিনে বেশি বাচ্ছা নিয়ে হাসাহাসি করেন। আসলে ভেবে দেকুন - তখন তো নেটফ্ল্কিস ছিল না, আই পি এল ও ছিল না - লোকের আর করার কি ই বা ছিল? আর পুরুষরা তো দেশোদ্ধারে ব্যস্ত, বড়লোক মহিলাদের ঘরের কাজের ও বিস্তর লোক। এসব, মানে প্রচুর বাচ্ছা, আসলে মহিলাদের ই নিজেদের ব্যস্ত রাখার উপায়।
  • এলেবেলে | 230123.142.9001212.29 | ১১ মে ২০১৯ ১০:০২382672
  • @ঈশান, 'কোটি কোটি জিনিসে বাণী বিতরণ করে হাতে ব্যথা' কমল কি?
  • Atoz | 125612.141.5689.8 | ১৫ মে ২০১৯ ০৬:৩৬382674
  • দেখুন, এই টই ডুবে যেতে দেওয়া উচিত নয়। অনেক ভালো ভালো তথ্যপূর্ণ আলোচনা ও নির্মোহ বিশ্লেষণের অপেক্ষায় আছি আমরা পাঠকেরা।
  • অর্জুন অভিষেক | 561212.96.452312.121 | ২৯ মে ২০১৯ ১২:২২382675
  • নেতাজীকে এন ডি এ সরকার ভারতের প্রথম প্রধানমন্ত্রীর সম্মান দিচ্ছে। এতদিন প্রাচীন ও মধ্য যুগের ইতিহাস নিয়ে কাঁচি, সেলাই চালাত এরা, এবার তবে আধুনিক ইতিহাস্‌অ বাদ পড়ছে না!

    হ্যাঁ, সামনে ২০২১ টার্গেট

    হ্ত্ত্পঃ//রিসিন্গ্ব্দ।োম/%০%আ৬%আ৮%০%আ৭%৮৭%০%আ৬%আ৪%০%আ৬%%০%আ৬%৯%০%আ৬%%০%আ৬%৮৭-%০%আ৬%৮%০%আ৭%৮ড%০%আ৬%আ%০%আ৬%%০%আ৬%আ৭%০%আ৭%৮০%০%আ৬%আ৮-%০%আ৬%আড%০%আ৬%%০%আ৬%০%০%আ৬%আ৪%০%আ৭%৮৭%০%আ৬%০-%০%আ৬%আআ%০%আ৭%৮ড%০%আ৬%০%০%আ৬%আ৫%০%আ৬%আ-%০%আ৬%আআ%০%আ৭%৮ড%০%আ৬%০%০%আ৬%আ৭%০%আ৬%%০%আ৬%আ৮%০%আ৬%আ%০%আ৬%আ৮%০%আ৭%৮ড%০%আ৬%আ৪%০%আ৭%৮ড%০%আ৬%০%০%আ৭%৮০/২৫৩২৩৭
  • রঞ্জন | 232312.176.9004523.57 | ২৯ মে ২০১৯ ১৫:০৮382677
  • অর্জুন অভিষেক ঠিক বলেছেন। (মাইরি, নামটা আদ্দেক করুন না ! টাইপ করতে--)
    তখন টিম বানানোই ছিল দস্তুর। ম্যালথাসের ভূত ভারতে আসে নি । আমার বাবা-কাকারা ৯+৪, মাতৃকুল ২+৯।
    --
    আমি ওই সময়ে সক্রিয় বেঙ্গল ভলান্টিয়ার্স দলটি সম্বন্ধে একটু জানতে চাইছি। ওরা নাকি সুভাষের অনুগামী ছিলেন? পূববাংলায় উঠতি কমিউনিস্ট লেখক সোমেন চন্দ ও আরও একজনের হত্যামামলা ছাড়া ওদের সম্বন্ধে বিশেষ কিছু জানি না।
    -- আর সুভাষের প্রথম দিকে লেনিন ভক্তি এবং বলশেভিজমের প্রতি আকর্ষণ নিয়ে ঘনিষ্ঠ বন্ধু দিলীপ কুমার রায় দেশ পত্রিকায় সম্ভবতঃ ১৯৫৯-৬০ নাগাদ ধারাবাহিক 'স্মৃতিচারণ' লেখায় উল্লেখ করেছিলেন। এটাও বলেছিলেন পরের দিকে বলশেভিজমের প্রতি ওর আস্থা "টলোমলো" হয়ে গেছিল।
  • রঞ্জন | 232312.176.9004523.57 | ২৯ মে ২০১৯ ১৫:৩০382679
  • আমার মনে হয় প্রায় এক শতাব্দী আগের রাজনৈতিক চরিত্রগুলোকে নির্মোহ বিচার করার সময় অবশ্যই সেই সময়ের পরিবেশ, মূল্যবোধ এবং যুগের কিছু কম্পালসানকে মাথায় রেখে করা উচিত।
    ' আজকে হাইন্ডসাইটে যা বুঝতে পারছি সেটা যেমন সত্যি, তেমনি সেসময় যারা স্বাধীন ভারতের কথা ভাবছেন তাঁদের কাছে কোন স্পষ্ট মডেল নেই। ওঁরা হাতড়াচ্ছেন, পথ খুঁজছেন।
    মডেল বলতে ডি ভ্যালেরা, মাজ্জিনি গারিবলদি আর একটু একটু লেনিন।
    অন্যেরা (তিলক ইত্যাদি) প্রাচীন ইতিহাসে প্রেরণা খুঁজছেন।
    তাই ব্রেখটের কবিতার (উত্তরকালের প্রতি) শেষ লাইন ক'টিঃ
    " চেয়েছি বিশ্ব জুড়ে মহামৈত্রী
    নিজেরাই পাইনি সেই মৈত্রীর স্বাদ'।
    ----------- তোমরা আমাদের ক্ষমা কোরো"।
  • b | 4512.139.6790012.11 | ২৯ মে ২০১৯ ১৫:৩০382678
  • বলশেভিজম কথাটা কিঞ্ঝিৎ অশ্লীল।মেনশেভিক ততটা নয়।
  • রঞ্জন | 232312.176.9004523.57 | ২৯ মে ২০১৯ ১৫:৩৬382680
  • বি,
    ঃ)))। দিলীপ কুমার যা লিখেছিলেন!

    হুতো,
    একটু হেল্প কর। ভুলে যাচ্ছি।
    ষড় রিপুঃ কাম, ক্রোধ , লোভ, মোহ, মদ, মাৎসর্য।

    কিন্তু পঞ্চ ম'কার?
    মৎস্য, মাংস , মদ্য, মৈথুন , তারপর? মুদ্রা? নট শিওর। কবে ছোটবেলায় দাদু শিকিয়েছিলেন--এখন ভুলে গেছি।

    সরি, টই ডিরেইল্ড হচ্ছে।
  • S | 458912.167.34.76 | ২৯ মে ২০১৯ ১৫:৩৯382681
  • রন্জনদা, আমার আরেকটা কথাও মনে হয়। তা হলো যোগাযোগ। তখন লোকজন থেকে খবরের ডিটেলস সবই অনেক দেরীতে পৌঁছতো। অনেকসময় অনেক খবরের ডিটেলস বিভিন্ন রকমের ভিউ পয়েন্টস পৌঁছতও না। ইংল্যন্ডে হয়তো পৌঁছলো। কিন্তু সেখানে ফিল্টার হয়ে দেশে একটা পার্ট পৌঁছলো। সমস্যা হলো এখনকার মোবাইল ফোন আর ইন্টারনেটের যুগে বসে সেসব ভাবাও যায়্না।
  • রঞ্জন | 232312.176.9004523.57 | ২৯ মে ২০১৯ ১৫:৪৮382682
  • এস,
    ঠিক এই কথাটাই বলতে যাচ্ছিলাম। এগুলো খুব বড় ফ্যাক্টর।

    দু'দশক আগে বোধহয় অমর্ত্য সেন দেখিয়েছিলেন জে উন্নত যোগাযোগ ব্যবস্থা আর কমিউনিকেশনের ফলে আজ আর গণতান্ত্রিক ভারতে বেঙ্গল ফেমিন তো দূরস্থান, একটা কালাহান্ডিও আর ঘটতে পারে না । মিডিয়ার দৌলতে এত হল্লা হবে জে যেকোন সরকার সমালোচনার হাত ঠেকে বাঁচতে দ্রুত অন্য রাজ্যের ঠেকে রিলিফ পৌঁছিয়ে দেবে।
  • এলেবেলে | 230123.142.67900.1 | ৩০ মে ২০১৯ ০০:০৭382683
  • ওরে বাবা, রঞ্জনবাবু এসে গেছেন টইতে? বাঃ, এবার যদি সৈকতবাবুর কৃপাদৃষ্টি পড়ে এটার ওপর! সুভাষের কমিউনিজম এক আজব হাঁসজারু যেখানে সোশ্যালিজম এবং ফ্যাসিজম হাত ধরাধরি করে চলে। উনি না পেরেছেন পি সি যোশিদের সঙ্গে মানাতে, না এম এন রায়, না জয়প্রকাশ-লোহিয়াদের সঙ্গে। চিত্তরঞ্জনের স্ত্রীকে 'মা' বলেছেন ততদিন যতদিন ধান্দা ছিল, মিটতেই সব ভক্তি পগার পার!
  • অর্জুন অভিষেক | 561212.96.670112.226 | ৩০ মে ২০১৯ ০১:০০382685
  • এখানে যে এত মেসেজ পড়েছে দেখা হয়নি। @রঞ্জন বাব্য, আপনার কথা শুনেছি। আলাপ হয়নি। শুনেছি আপনার পাণ্ডিত্যের কথাও। লেগে পড়ে লিখুন, অনেক কিছু জানব, শিখব। আপনি আমাকে 'তুমি' বলবেন।

    @এলেবেলে, এতটা বিদ্বেষ ভাল নয়। সুভাষচন্দ্র 'দেশবন্ধু' জায়াকে 'মা' ডেকেছিলেন এবং '৪১ এর জানুয়ারি পর্যন্ত তার দেশত্যাগের পূর্ব পর্যন্ত সে সম্পর্কের তার ছেঁড়েনি। শুধু সুভাষচন্দ্র নন, তার অগ্রজরাও। 'দেশবন্ধু'র মৃত্যুর দু বছরের মধ্যেই মারা যায় তাদের একমাত্র পুত্র চিররঞ্জন। পুত্রবধূ ও তিন পৌত্রীকে নিয়ে কি ভাবে বাসন্তী দেবীর সংসার চলবে তার জন্যে বসু-ভাতৃদ্বয়ই চিন্তিত ছিলেন এবং ব্যবস্থা করেছিলেন। শরৎচন্দ্রও বাসন্তী দেবীকে 'মা' ডাকতেন এবং তার পুত্র কন্যারা ডাকতেন 'ঠাকুমা'। বাসন্তী দেবী দীর্ঘায়ু ছিলেন। তার কাছে গেলেই তিনি সুভাষ ও শরৎ এর কথা বলে যেতেন। তাদের দুজনের চলে যাওয়া ছিল তাঁর কাছে নিজ সন্তানদের মৃত্যুর চেয়েও বেদনাদায়ক।

    বাসন্তী দেবীকে নিয়ে কৃষ্ণা বসুর একটি সুন্দর লেখা আছে 'বাসন্তী দেবীর কাছে শোনা কাহিনী'। বরং '৫০ এ শরৎচন্দ্র বসু চলে যাবার পরে বাসন্তী দেবী অপ্রাসঙ্গিক হয়ে পড়েন, চলে যান লোকচক্ষুর আড়ালে। পরবর্তীকালে তার সফল দৌহিত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ও এই ব্যাপারে বিশেষ উৎসাহী ছিলেন না।
  • অর্জুন অভিষেক | 561212.96.670112.226 | ৩০ মে ২০১৯ ০১:১৭382686
  • 'উন্নত যোগাযোগ ব্যবস্থা আর কমিউনিকেশন' ভীষণ রকম ভাবে দ্রুত হয়েছে। বছর কুড়ি আগে আর এখনই যদি বিচার করেন, অবিশ্বাস্য। আমি পুনেতে পড়ার সময় রবিবার রাত নটার পরে এস টি ডি বুথে যেতাম বাড়িতে ফোন করতে।

    রাজীব গান্ধীর আমলে উড়িষ্যায় দুর্ভিক্ষ হয় ছ মাসের বেশী সময় ধরে। সারা দেশে কজন জানতে পেরেছিল? ভুবনেশ্বর থেকে খুব বেশী দুরেও নয় সেসব গ্রাম। এদিকে রাজীব গান্ধী সস্ত্রীক ভুবনেশ্বরে এসে জিপ গাড়িতে চড়ে হাত টাত নাড়িয়ে চলে গেলেন। তভলীন সিং নিউজ কভার করতে এসে দেখলেন সেই ভয়াবহ দুর্ভিক্ষ। গ্রামের মানুষ পাখিরদের যে বীজ খাওয়ানো হয় তাই খেয়ে বেঁচে ছিল। সে খবর দিল্লীর স্টেটসম্যানে ছাপতে, দিল্লীর সাংবাদিকদের ঐ সব গ্রামে ঢোকার ব্যাপারে নিয়ন্ত্রণ এল। খুব সম্ভবত ১৯৮৬- '৮৭ র কথা।

    এসব এখন অসম্ভব।
  • এলেবেলে | 230123.142.67900.1 | ৩০ মে ২০১৯ ০১:৪০382687
  • নিরেট তথ্য ছাড়া ব্যক্তিনিন্দা খুব বাজে জিনিস, বিশেষত তিনি যদি 'মহাপুরুষ' হন। কাজেই বাসন্তী দেবীকে 'মা' ডাকা নিয়ে যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। আজ রাত হয়েছে, কাল রেফারেন্স দেব। মিলিয়ে নেবেন।
  • এলেবেলে | 230123.142.0189.79 | ৩০ মে ২০১৯ ১১:১৫382688
  • @অর্জুন অভিষেক, আপনার 'মা'-এর রেফারেন্স।

    ১৯২৭এ সুভাষ যখন বর্মার জেল থেকে ছাড়া পান তখন চিত্তরঞ্জন মারা গেছেন, গান্ধী তাঁর দল নিয়ে সক্রিয় রাজনীতি থেকে দূরে, মতিলাল নিশ্চুপ। অন্যদিকে বাংলা কংগ্রেসের নেতারা খেয়োখেয়িতে মত্ত। এই অবস্থায় সুভাষ গেলেন শিলং এবং সেখান থেকে ঘুঁটি সাজানোর কাজ শুরু করলেন। ততদিনে বাংলা কংগ্রেসের পদ দখল করেছেন যতীন সেনগুপ্ত, হয়েছেন চিত্তরঞ্জনভক্ত থেকে ১৮০ ডিগ্রি পালটি খেয়ে গান্ধীভক্ত। তাঁর বিরোধী বীরেন শাসমল যাঁকে সুভাষ কর্পোরেশনের সিইও পদে বসতে দেননি, সঙ্গে সুভাষের ডানহাত যুগান্তর গোষ্ঠীর সদস্যরা শাসমলের ওপর হাড়ে চটা। এদিকে শরৎ বোস বিখ্যাত বিগ ফাইভকে হাত করে ফেলেছেন। এই অবস্থায় সুভাষ ধরেন বাসন্তী দেবীকে, যতীন সেনগুপ্তের বদলে নিজেকে নেতা হিসাবে তুলে ধরার চাল হিসাবে।

    শিলং থেকে ১৯২৭ সালের ৩০ জুন সুভাষ বাসন্তী দেবীকে লেখেন, "আমি কলকাতায় আপনাকে যে প্রশ্ন করিয়াছিলাম তার মীমাংসা হইয়া গিয়াছে। তার মীমাংসা এই যে আপনি যদি আমাদের নেতৃত্বের ভার গ্রহণ না করেন তবে বাংলাদেশে এমন কেহ নাই যাঁকে আমরা অন্তরের সহিত নেতা বা নেত্রী বলিয়া গ্রহণ করিতে পারি।" চিঠির সুর খুব পরিষ্কার। বাসন্তী দেবী রাজি না হলে নেতা হবেন সুভাষ। বাসন্তী দেবী রাজি না হওয়ায় ক্ষুব্ধ সুভাষ তাঁকে ওই বছরের নভেম্বর মাসে ১, ১৫, ২০ এবং ২৪ তারিখে পরপর চিঠি দেন। শেষে তিনি বাসন্তী দেবীর সমর্থন আদায় করতে সক্ষম হন।

    পরবর্তীকালে আমরা দেখি যে সুভাষ আর তাঁর 'মা'-কে চিঠি লেখার সময় পাচ্ছেন না। ১৯৩০ এর ২৩ জানুয়ারি সুভাষ তাঁকে লেখেন একটি দু-বাক্যের চিঠি ---' মা, আপনার সব চিঠি পেয়েছি। নানা গোলমালের জন্য সময়মতো উত্তর দিতে পারি নাই'। আবার ৭ নভেম্বর লেখেন, "মা, আপনার পত্রগুলি পেয়েছি কিন্তু উত্তর দিতে পারি নাই। ... কিন্তু আমি ক্ষমা প্রার্থনা করব না কারণ আমার স্বভাব আপনি জানেন। উত্তর তাড়াতাড়ি সব সময় দিতে পারি না। " কী বলবেন একে? এলেবেলের সুভাষ 'বিদ্বেষ'?
  • b | 4512.139.6790012.11 | ৩০ মে ২০১৯ ১১:৪৪382689
  • ১। "আপনি যদি আমাদের নেতৃত্বের ভার গ্রহণ না করেন তবে বাংলাদেশে এমন কেহ নাই যাঁকে আমরা অন্তরের সহিত নেতা বা নেত্রী বলিয়া গ্রহণ করিতে পারি"
    এর মধ্যে 'বাসন্তী দেবী রাজি না হলে নেতা হবেন সুভাষ' কিভাবে এলো? হবেও বা। আমি আবার বাথরুমেও গান গাই না, সুরের তেমন জ্ঞান নেই।

    ২। 'বাসন্তী দেবী রাজি না হওয়ায় ক্ষুব্ধ সুভাষ...' যদি সুভাষ নিজেই লাফিয়ে নেতা হতে চান তবে বাসন্তী দেবীর নেত্রী হবার প্রত্যখ্যানে "ক্ষুব্ধ" হবার কি আছে বুঝলাম না।
  • এলেবেলে | 230123.142.0189.79 | ৩০ মে ২০১৯ ১১:৫৯382690
  • 'এর মধ্যে 'বাসন্তী দেবী রাজি না হলে নেতা হবেন সুভাষ' কিভাবে এলো?' এল এইভাবে কারণ সুভাষ খুব ভালো করেই জানতেন বাসন্তী দেবী নেতৃত্ব দিতে রাজি হবেন না। তিনি আসলে চেয়েছিলেন বাসন্তী দেবীর সমর্থন যা পরপর চারখানা চিঠি দেওয়ার পর মেলে।

    'যদি সুভাষ নিজেই লাফিয়ে নেতা হতে চান তবে বাসন্তী দেবীর নেত্রী হবার প্রত্যখ্যানে "ক্ষুব্ধ" হবার কি আছে বুঝলাম না।' সেটা আপনার বোঝা বা না বোঝার ব্যাপার। সুভাষ কেন 'ক্ষুব্ধ' হয়েছিলেন তা লুকিয়ে আছে বাসন্তী দেবীর সুভাষকে লেখা চিঠিতে। তিনি ওই ৩০ জুলাই চিঠির উত্তরে স্পষ্ট জানিয়েছিলেন, "কোনও বিষয়ে আমার সাহায্য তোমরা [সুভাষ এবং যতীন - দুজনেই] আশা কোরো না।"
  • এলেবেলে | 230123.142.0189.79 | ৩০ মে ২০১৯ ১২:০২382691
  • @b, আমি নিজে সম্ভবত এখানে আপনাকে লিখতে অনুরোধ করেছিলাম। কাজেই 'আমি আবার বাথরুমেও গান গাই না, সুরের তেমন জ্ঞান নেই' বলে এড়িয়ে যাবেন না দয়া করে।
  • রঞ্জন | 232312.176.9004523.57 | ৩০ মে ২০১৯ ১২:২১382692
  • @অর্জুন অভিষেক ,
    প্লীজ, আমাকে রঞ্জনদা বললে খুশি হব, 'তুমি' বললে গলে যাব। কিন্তু পণ্ডিত বললে রেগে যাব। অবশ্যি টইয়ের আলোচনা পন্ড করে যে অর্থে বললে মেনে নেব।
    আমি একটা ঝোড়ো সময়ের ছিটকে পরা কুটো। ৩০ বছরের উপর কেটেছে ৩৬ গড়ের গাঁয়ে গঞ্জে, যেখানে না আছে লাইব্রেরি, বইয়ের খবর; না আগ্রহী লোকজনের সংগে আলাপ-আলোচনার সুযোগ।
    সেটা এখব পুষিয়ে নিতে গুরুতে আসা।একেবারে এলেবেলের স্টাইলে।
    সত্যি কথা , আপনাদের আলোচনা, বিতর্ক ,রসবোধ থেকে অনেক কিছু শিখি, ক্রমাগত শিখি। একটুও বাড়িয়ে বলছি না। আর বিরুদ্ধ মতকে মন দিয়ে শুনি, মতান্তরকে মনান্তরে যেতে দিই নে।

    এবার মূল টইয়ে ফেরা যাক।
    ঈশান, এলসিএম,ডিডি, বি, একক --সবাই আসুন।
    এলেবেলে যেন একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে লড়ে যাচ্ছে। বেশ ।
  • অর্জুন | 561212.96.670112.130 | ৩০ মে ২০১৯ ১৩:৩৪382693
  • @এলেবেলে, প্রথমেই বলি সুভাষচন্দ্র কেন? আমি রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকেও 'মহাপুরুষ' আখ্যা দিতে প্রস্তুত নই। 'মহা' 'পুরুষ' অর্থাৎ 'মহান যে পুরুষ' সেই আক্ষরিক মানে আমাদের দেব, দেবী পুজিত দেশে হয়না। এখানে 'মহাপুরুষ' অর্থাৎ অবতার হয়ে যেতে থাকেন তারা। আমার ওতে অ্যালার্জি আছে।

    চিত্তরঞ্জন দাশ মারা গেলেন পঞ্চান্ন বছর পূর্ণ হবার আগেই। বাংলায় জাতীয় স্তরে কংগ্রেসের ওই একজনই নেতা ছিলেন তখন, পরেও। 'দেশবন্ধু' র জীবনদীপ নিভে যাবার পরে, পরেই বাংলার রাজনীতির দীপ ও নিভু নিভু হয়েছিল। 'দেশবন্ধু'র পরেই তিনজন বীরেন্দ্র শাসমল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র দেশবন্ধু ও বাসন্তী দেবীর ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন এবং সেই কারণে ছিলেন অনেকটাই প্যাম্পারড, স্পয়েল্ট বললেও ভুল হবেনা । তার দাবীও স্বাভাবিক ভাবেই বেশী ছিল এবং তিনি তিনি জিতেওছিলেন। বীরেন্দ্র শাসমল ও যতীন্দ্রমোহন দূরে সরে গেলেন।

    বাসন্তী দেবীর প্রতি এই দাবীর আভাস অন্যান্য লেখাতেও পেয়েছি। কিন্তু বেশীর ভাগ ইতিহাসবিদ সুভাষ পন্থী হওয়ায় এই বিষয়গুলো এত খুলে কেউ লেখেননি।

    আপনার রেফারেন্সগুলো চমৎকার। তবে 'দেশবন্ধু' র পরেই সুভাষচন্দ্র যদি নেতৃত্ব নিতে চাইবেন তাহলে বাসন্তী দেবীকে প্রথমে 'আপনি যদি আমাদের নেতৃত্বের ভার গ্রহণ না করেন তবে বাংলাদেশে এমন কেহ নাই যাঁকে আমরা অন্তরের সহিত নেতা বা নেত্রী বলিয়া গ্রহণ করিতে পারি।" এ কথা লিখবেন কেন? 'দেশবন্ধু' থাকতেও বাসন্তী দেবী কতটা প্রাসঙ্গিক ছিলেন? পরেও ?

    "পরবর্তীকালে আমরা দেখি যে সুভাষ আর তাঁর 'মা'-কে চিঠি লেখার সময় পাচ্ছেন না।" ঐ সময়টা কিন্তু উনি সত্যিই খুব ব্যস্ত থাকতেন এবং ব্যস্ততা উত্তরোত্তর বাড়ল। এতে ব্যক্তিগত সম্পর্কের তাড় ছিঁড়েছিল বলে মনে হয়না।
  • অর্জুন অভিষেক | 561212.96.670112.130 | ৩০ মে ২০১৯ ১৩:৫৩382694
  • যেকোনো ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে এই ধরণের ওঠা নামা থাকেই।

    তবে আপনি চিত্তরঞ্জনের পরে বীরেন্দ্র শাসমল, যতীন্দ্রমোহন ও সুভাষচন্দ্র'কে কেন্দ্র করে রাজনৈতিক জটিলতা হয়েছিল, সেই ইতিহাসটা জানতে খুবই আগ্রহী। @এলেবেলে
  • অর্জুন অভিষেক | 561212.96.670112.130 | ৩০ মে ২০১৯ ১৩:৫৫382696
  • @ '৩০ বছরের উপর' '৩৬ গড়ের গাঁয়ে গঞ্জে' কাটানোর অভিজ্ঞতাও তো ইন্টারেস্টিং হবে। @রঞ্জন- দা।

    'তুমি' টা চট করে বলতে পারব কিনা জানিনা। ওটা একটা প্রসেস লাগে আমার কাছে। তবে আপনি আমায় নিশ্চয় 'তুমি' বলবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন