এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ৪২ এ কে কত ? : পব ভোটের প্রেডিকশন টই

    একক
    অন্যান্য | ১৬ মে ২০১৯ | ৯৪৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 342323.228.783412.240 | ২৪ মে ২০১৯ ১২:৫৫383741
  • বাংলাদেশের থেকে কিছু নেওয়ারই বা কি আছে, মানে ট্রেড করা যেতেই পারে, তার থেকে বেশী কি? আমি তো নিজেকে ইন্ডিয়ান ভাবি আর বাংলাদেশকে অন্য দেশ হিসেবে দেখি। মানে দুটো আলাদা দেশ।
  • Ekak | 340112.124.566712.171 | ২৪ মে ২০১৯ ১২:৫৯383742
  • দেখো , আমরা বাঙ্গালাদেশকে যেভাবে দেখি মানে ওই ঢাকা খুলনা এদিক ওদিক ছড়িয়ে থাকা কিছু বন্ধুবান্ধব যারা এখন বেশিরভাগ বিদেশে , তারপর খানিকটা ভাষা আন্দোলন , ভালো রান্না , লিবারাল কৃষ্টি জড়ানো তরুণ তরুণীরা এটা একটা কমপ্লিট আলাদা জগৎ .............যার সঙ্গে ধরো বনগাঁও , বা মুর্শিদাবাদের একজন সাধারণ লোক যেভাবে বাংলাদেশকে পার্সিভ করে তার কোনো মিল নেই ।

    আমরা প্রথম ছবিটা দেখে জড়িয়ে ধরি । তাতে নো প্রব্লেম । কিন্তু একচুয়াল কালচারাল ইনফিল্ট্রেশন এর ফলভোগ করে ওই সাধারণ মানুষরা ।
  • dc | 342323.228.783412.240 | ২৪ মে ২০১৯ ১৩:০২383743
  • ও বাবা আমি বাংলাদেশ সম্বন্ধে কিছুই জানি না। ঢাকা খুলনা এসব কোথায় তাও জানিনা, বাংলাদেশে আমার পরিচিতও কেউ নেই। বেসিকালি বাংলাদেশ আর হনুলুলু নিয়ে আমার তেমন কোন ইন্টারেস্টই নেই।
  • সৈকত | 340112.99.675612.98 | ২৪ মে ২০১৯ ১৩:০৫383744
  • রঞ্জনদা শেষ পোস্টে যে দু'নম্বর পয়েন্ট লিখেছেন, পাকিস্তান টেররিরজমের ভুক্তভোগী এটা মানুষকে বোঝানো, সেটা কাজ করবে কী করে ? এর তো একটা সোজা উত্তর আছে যে পাকিস্তানের নীতির ফলেই সে ভুক্তভোগী, সন্ত্রাসবাদে মদত তারা দিচ্ছে বলেই সেটা ঘুরে তাদের দিকে আসছে। এবং এটাও বলা হবে যে পাকিস্তানের এই পরিস্থিতিটার কথা তো অন্য দেশও বলছে, ইত্যাদি। অতএব, এই পরিস্থিতিতে, বিজেপি বা মোদী যা করছে সেটাই ঠিক রাস্তা। পাকিস্তানকে ভয় দেখিয়ে চাপে রাখা, যার ফলও নাকি পাওয়া যাচ্ছে !!
  • de | 90056.185.673423.51 | ২৪ মে ২০১৯ ১৩:৩৩383745
  • এককের এই কথাটা একেবারে সত্যি - শহরের লোক আর বর্ডারের কাছাকাছি গ্রামের লোকের বাংলাদেশী অনুপ্রবেশকারী সম্বন্ধে ধারণা অনেকটাই আলাদা। অনুপ্রবেশের ডাইরেক্ট ফলভোগ ওনারাই করেন -
  • pi | 4512.139.122323.129 | ২৪ মে ২০১৯ ১৩:৫৬383746
  • পঞ্জাবে আকালি আগের থেকে এবার অনেক ভাল করেছে।
  • Janagan | 018912.210.012323.15 | ২৪ মে ২০১৯ ১৫:৩১383747
  • "বাগানের ঘাসগুলো বেড়েছিল। বাড়ির লোকে কাস্তে খুঁজে পায়নি। গোরু ডেকে ঘাস খাইয়ে আদ্ধেকটা সাফ করে ফেলেছে! "।।।লোকে বোলছে
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৫:৩৫383748
  • পাই ,
    তোমার ভুল হচ্ছে।
    মোট ১৩ টা সীটের মধ্যে আকালি পেয়েছে ২, বিজেপি ২, আপ-১, বাকি ৮ কংগ্রেস।
    গতবার আকালি-৪, বিজেপি-২, আপ-৪, কং-৩।
    আকালি শুধু গুরুদাসপুর আর ভাটিন্ডা ধরে রেখেছে। বিজেপির বাড়ে নি ।কং শুধু কেরল আর পাঞ্জাবে (তাও বিনা জোট) নিজের শক্তি বাড়িয়েছে।
  • r2h | 2390012.8.455623.10 | ২৪ মে ২০১৯ ১৫:৪০383749
  • @dc - 12:55 PM "আমি তো নিজেকে ইন্ডিয়ান ভাবি আর বাংলাদেশকে অন্য দেশ হিসেবে দেখি। মানে দুটো আলাদা দেশ।" - এরকম হলে তো কোন গোল ছিল না। কিন্তু প্রচুর পবঙ্গীয় বাঙালী, এমনকি আজকাল অন্য প্রদেশের লোকরাও বাংলাদেশকে হাতছাড়া হয়ে যাওয়া বাগানবাড়ি বলে মনে করে।

    মরুগ্গে যাক। তেজস্বী সূর্য, প্রজ্ঞা ঠাকুর এরা সব জিতে আসছে এরপর আর কিছু বলে কয়ে কি লাভ। আমার কাছে ছোট আম্বানির কিছু স্টক আছে, ওগুলোর দাম বাড়ে কিনা দেখি।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৫:৪৩383751
  • সৈকত,
    ঠিকই বলেছ। কারণ মোদীরা পাকিস্তানএর রাজনীতিকে একটা মোনোলিথিক এনটিটি হিসেবে দেখায়। তাই চাপে রাখার কথা বলে। দরকার এটা বোঝানো যে পাকিস্তানের রাজনীতি অমন নয়। এর আর্মি, আই এস আই ও অন্য গোষ্ঠী গুলোর মধ্যে ক্ষমতা নিয়ে প্যাঁচ পয়জার রয়েছে। তাই ইন্ডিয়ার চাপটা কূটনৈতিক হলে এবং লিবারেল গ্রুপকে পরোক্ষে সাহায্য করলে অন্য গ্রুপ চাপে থাকবে। খালি মুসলিমদের পাকিস্তানে পাঠাও বললে ওদের পাবলিকের মনে হিন্দু এবং ইন্ডিয়াফোবিয়াই জল-মাটি পাবে।
    আম পাবলিক জানেই না । ভাবে পাকিস্তানিরা শুধু ইন্ডিয়া ও মাইনরিটি ব্যাশিং করেই বেঁচে আছে । ওরা ইন্ডিয়াকে দুচোক্ষে দেখতে পারে না । তাই কোন সহযোগিতা নয়, শুধু অস্ত্রের ঝনৎকারই ঠিক দাওয়াই, ইত্যাদি।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৫:৪৫383752
  • পিএম, একক এবং হুতোর কথায় সারবত্তা আছে ।
  • dc | 342323.228.783412.240 | ২৪ মে ২০১৯ ১৫:৪৬383753
  • "বাংলাদেশকে হাতছাড়া হয়ে যাওয়া বাগানবাড়ি " - পুরোপুরি ভুল ভাবে। প্রত্যেক দেশ তার নিজের নিজের মতো আছে, আর পুরনো ব্যাগেজ তো যতো তাড়াতাড়ি ফেলে দিয়ে হাল্কা হওয়া যায় ততো ভালো।

    ছোট আম্বানির কিন্তু হাল সুবিধের না, মোটাভাই ঠেকিয়ে রেখেছে বলে আছে। আমার মতে অল্প লস হলেও ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখতে পারেন।
  • r2h | 2390012.8.455623.10 | ২৪ মে ২০১৯ ১৫:৫৬383754
  • পুরনো না, নতুন ব্যাগেজও; পুরনোরা তো আছেই কিন্তু প্রচুর লোক যাদের কিছুই আসে যায়নি এমনও আছে, অখন্ড ভারতের ম্যাপ দেখেননি, ইরান মায়ানমার সব ঢুকিয়ে দিয়েছে?

    ছোট আম্বানি আমি গন কেস ধরেই রেখে দিয়েছি, হয় পুরো ডুববে (বেশী সম্ভাবনা) নয়তো কিছু একটা হবে, লটারির টিকিট কাটার মত আরকি! (কিছু ভালো পেনি স্টকের সন্ধান দিয়েন তো।)
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৪ মে ২০১৯ ১৬:৫২383755
  • হুতো,
    ভারতীয় মজদুর সঙ্ঘের ডায়েরিতে ওই ম্যাপ দেখেছি। তাতে আফগানিস্তান থেকে মায়ানমার--সব গেরুয়া!
  • r2h | 2390012.8.455623.10 | ২৪ মে ২০১৯ ১৭:০০383756
  • হ্যাঁ, ওটা ভালোই শেয়ার করে ওরা।
  • de | 90056.185.673423.54 | ২৪ মে ২০১৯ ১৯:২১383757
  • গোরুতে খেয়ে বাগানটাই না সাফ হয়ে যায় -
  • pi | 4512.139.122323.129 | ২৪ মে ২০১৯ ১৯:৫৩383759
  • রন্জনদা, আকালির হিসেব আগের বিধানসভার হারের হিসেব অনুযায়ী অনেক ভাল করেছে। % আর বিধানসভা এলাকা ধরে ধরে কাল এন্ডিটিভি তে দেখাল, আকালি দলের রাজ্যসভা নেতা নরেশ গুজরাল এসেছিলেন।
  • pi | 4512.139.122323.129 | ২৪ মে ২০১৯ ১৯:৫৩383758
  • রন্জনদা, আকালির হিসেব আগের বিধানসভার হারের হিসেব অনুযায়ী অনেক ভাল করেছে। % আর বিধানসভা এলাকা ধরে ধরে কাল এন্ডিটিভি তে দেখাল, আকালি দলের রাজ্যসভা নেতা নরেশ গুজরাল এসেছিলেন।
  • pi | 4512.139.122323.129 | ২৪ মে ২০১৯ ১৯:৫৫383760
  • আর হ্যাঁ, একটু এদিক ওদিক তাকালেই এধরণের পোস্ট বা আলাপচারিয়ায় এরকম কথা কানে আসে না ?
    কত চাই, একটু আগের এক্টা ন্মুনা দিলাম। আইটি সেলের লোক না কিন্তু!

    deser sarbik unnoyon krte gele onuprobes karider hotau.... R sobai to niyeder vote bank gulo baranor jno eder ei dese thakte diyecche. Tai eder ebar chinito krtei hobe.
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০০:৪৯383762
  • ্পাই,
    আমি সিটের সংখ্যা দেখছিলাম। আর ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকল। বড় করে ।
    এদিকে এখনই কথা শুরু হয়ে গেছে-- মোদীকে ২০২২ কেন, ২৭ অব্দি জেতানো উচিত। তবে সার্বিক উন্নয়ন হবে। এত বছরের আবর্জনা সাফ করা কি চাট্টিখানি কতা! তারপর উনি নিজেই, ফকির মানুষ, বাণপ্রস্থে চলে যাবেন।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০০:৫২383763
  • পাই,
    নরেশ গুজরালের ওই ইন্টারভিউ আর দুই মহিলার পালটা চোখা প্রশ্নের প্রোগ্রামটা আমিও দেখেছি। কিন্তু আজ ইন্ডিয়ান এক্সপ্রেসের ডিটেইলস দেখ। আকালির প্রতিশত বাড়লেও সিট চার ঠেকে দুই হয়েছে। বিজেপির বাড়েনি। আর যুদ্ধোন্মাদনা তো বিজেপির এজেন্ডা। বড় প্রবন্ধ এবং অমরিন্দর সিং্যের ইন্টারভিউ।
  • pi | 2345.110.9004512.150 | ২৫ মে ২০১৯ ০২:২৬383764
  • প্রতিশত মানে শতকরা তো? বাংলায় আগে বলতে শুনিনি।
  • রঞ্জন | 238912.69.011212.210 | ২৫ মে ২০১৯ ০২:৩৬383765
  • পাই,
    লজ্জার কথা । এই এলাকায় থেকে থেকে 'শতকরা' শব্দটাই ভুলে গেছলাম। কতদিন পরে শুনলাম!
    বিধানসভার থেকে ভাল করেছে, গত লোকসভার ঠেকে আদ্দেক হয়ে গেছে। তবে আমার প্রতিপাদ্য বিজেপির পাকিস্তানের ঘরে ঢুকে মার এখানে আপীল কওরে নি । সীমান্তের গাঁয়ের লোকের সংগে কথা বলে সাংবাদিকের তাই ইম্প্রেশন। ওরা যুদ্ধ চায় না ।
  • pi | 2345.110.9004512.150 | ২৫ মে ২০১৯ ০৩:০৩383766
  • আচ্ছা।

    এদিকে একজনের অভিজ্ঞতা রইল, ' ট্যাক্সিতে যাচ্ছি। রাজনীতি নিয়ে কথা হয়েই থাকে সব সময় ট্যাক্সিচালকের সংগে। বললেন উনি বরাবর সি.পি.এম সমর্থক, "মুসলিম পাড়ায় থাকেন" ও "মুসলিম দৌরাত্ম্য" তাই পাড়া জুড়ে যাদবপুর কেন্দ্রে তাঁরা বি.জে.পি. কে ভোট দিয়েছেন। ওনারা খুব হতাশ বি.জে.পি হারায়। আমি হতবাক। আর একটাও কথা বলিনি। হায় পশ্চিমবঙ্গ!
    আমাদের বোধবুদ্ধির আড়ালে অনেক কিছু ঘটছে। সেটা বোঝার সময় হয়েছে। ইনি মমতা নিয়ে একটি বাক্যও ব্যয় করেননি। বললেন "মুসলিম পাড়ায় থাকেন" এবং "মুসলিম দৌরাত্ম্য"।

    -----

    ডিঃ ইনি কোনভানে তিনো বা দিদিভক্ত নন। উলটো বলা চলে।
  • pi | 2345.110.9004512.150 | ২৫ মে ২০১৯ ০৩:০৯383767
  • মুসলিম তোষণ নিয়ে এত যে কথা শুনে এলাম, সত্যি সত্যি কতটা তোষণ আর মুসলিমদের কতটা দৌরাত্ম্য হয়েছে, কেউ নিজের অভিজ্ঞতা লিখলে ভাল হয়। শোনা কথা না।৷ সিরিয়াসলি জানতে চাই।
  • Ekak | 340112.124.566712.234 | ২৫ মে ২০১৯ ০৩:৪২383768
  • মোল্লাদের উত্পাত খুপ বেরেছে
  • T | 238912.66.2312.62 | ২৫ মে ২০১৯ ০৪:১৩383769
  • একজন সবিনয়ে জানাল যে ভাই কাটুয়াদের উৎপাত অ্যাত বেড়েছে যে আজকাল মাইকে আজান শোনা যায়।

    কীই আর বলব, বললাম ছোটোবেলাটা স্যুইস আল্পসে কাটিয়েছিশ তো, ওই জন্য কানে লাগচে, আহা।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৪:২৭383770
  • ছোটবেলা থেকেই তো আজান শুনছি।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ০৪:৩৩383771
  • তবে বেশিরভাগ লোকই ঐ পিটিদা যেটা বলেন সেইটাই। খুব কাছের লোকজনকে দেখেছিলাম ২০১১তে দিদি ক্ষমতায় আসার পর মোচ্ছব করতে। কারণ জিগাতে বললো যে এতোবড় চেন্জ। আপনার কি লাভ হলো? না, তা নয়। কিন্তু তবুও। বুঝলাম নিজেও জানে না কেন লাফাচ্ছে। কয়েক বছর যেতে না যেতেই তিনোদের উপর বিরক্ত। এবারে বিজেপি জেতায় লাফাচ্ছে কিনা জানা যায়নি।

    বেশিরভাগ লোকই কারণ না জেনেই লাফায়। তখন আশে পাশে যা শোনে, সেইটাই উগরে দেয় বেশি কিছু না ভেবে শুনে। খারাপ লাগবে শুনতে কিন্তু মেটিরিয়ালিস্টিক ভোগী লাইফ মানুষের আইডলজিকে ধ্বংস করে, ভাবনা চিন্তা করার শক্তিকে ভোঁতা করে দেয়।
  • Ishan | 89900.222.34900.92 | ২৫ মে ২০১৯ ০৬:০৮383773
  • বিজেপি জেতায়ও অনেকেই লাফাচ্ছে। মূলত বামপক্ষ। কারণটা অবশ্য কংক্রিট। বিজেপি কেমন পাল্টা দিচ্ছে তৃণমূলকে, এইজন্য। আমি এতে আনন্দ পাবার কিছু দেখতে পাইনি যদিও।

    আর আমি কিন্তু বাঙালদের ঘাড়ে কোনো দোষ চাপাইনি। একটা ফেনোমেনন বলছি আর কি, যা ব্যাকগ্রাউন্ডে আছে। তবে এবারের ভোট ফোরগ্রাউন্ডে হ্যাঁ-দিদি/না-দিদি মোডেই হয়েছে। বড় অংশের বাম নেতা-কর্মী সবাই ট্যাকটিকালি বিজেপিকে ভোট মেরেছে। পার্সেন্টেজের হিসেব যত দেখছি একদম নিখুঁত মিলে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন